মহাজনী গান সঠিকভাবে জেনে গাইতে হবে, গানটি ভুল করলেন। আগে ভালো করে জেনে নিন গানটা তারপর গাওয়ার চেষ্টা করেন। মহাজনের বাণী ভুল ভাবে পৌঁছে দিতে নাই জনগণের কাছে।
@sumansen22033 жыл бұрын
Ami prothom bar sunchi apni jodi doya kore kon jaiga ti te vul hoeche ota ektu sudhre den
@subhashisbasu26393 жыл бұрын
@@sumansen2203 ভুল করলে,গানের আক্ষরিক অর্থ পাল্টে যায়, সত্যি বলছি দাদাভাই গানের ব্যখ্যাটাও ভুল ভাবে মানুষের কাছে পৌঁছে দিলো, আমার বলাটা ঠিক হলো কিনা জানি না, সঠিক গানটা দিলাম গুরুর কাছে থেকে নেওয়া,_________ মনমোহন গোঁসাই এর পদ _________ সাধু সঙ্গে প্রেম তরঙ্গে প্রেম তীর্থে মুড়াও গা মাথা, গুরু কল্পতরু জড়িয়ে ধরো ওরে আমার ভক্তির লতা ।। চৌদিকে দাও সত্যের বেড়া ঢুকবে না আর ছাগল ভেড়া, জল দাও গাছের গোড়ায় গোড়ায় ফুটবে কলি মিলবে পাতা ।। বিশ্বাসের এ আকরা দিয়ে ধরো তারে পাকড়াইয়ে, কুবাতাসের ঝটকা লেগে মুড়িয়ে না যায় লতার মাথা ।। রাধাপদ্ম ফুটলে পরে বাজবে বাঁশি গুনগুন সুরে, ওরে কালো ভ্রমর আসবে উড়ে কালো নয় সে উজ্জ্বল সাদা ।। মনমোহন কয় নিজ মনটি করে নাওগা আগে পরিপাটি, মিছে করো কেন কান্নাকাটি শুকনো মাটি যেন তোর না হয় কাদা ।। সঠিক গানটা আতাহার ভাইকে গাইতে বলবেন, সদানন্দ গোঁসাই য়ের শিষ্য মনমোহন গোঁসাই, মনমোহন গোঁসাই এর শিষ্য বাউল সৌমেন বিশ্বাস, বাউল সৌমেন বিশ্বাসের শিষ্য শুভাশিস বসু ( শুভ খ্যাপা ) ( মনমোহন গোঁসাই ) দাদু গোঁসাই এর পদ আমার বা আমার গুরুর জানা থাকলে বা ভুল হলে অবশ্যই জানাবো বা বলবো, জয়গুরু ,ভালো থাকবেন,সতর্ক থাকবেন, সচেতন থাকবেন, সুস্থ থাকবেন, সব সময় মহাজনী গান শুনবেন সঠিক গান শুনবেন, ভালোবাসা নেবেন।
@ajabali70733 жыл бұрын
।
@srvlogs8113 жыл бұрын
জয় গুরু দয়াময় ।
@MALIKBHAROSA3 жыл бұрын
ধন্যবাদ সাধু । এমন ভাবধারার প্রেমিকদের জয় হোক , বাংলার বাউল ফকিরি গানের জয় হোক ।