তপন চৌধুরী তো সেই সময়ের তুমুল জনপ্রিয় এবং আজো শ্রোতা হৃদয় জয় করা স্মরণীয় শিল্পী!
@SwaponBhadra-x7h7 ай бұрын
১৯৮৬ সালে কলেজ জীবনে এই গানগুলো ছিল আমাদের প্রথম প্রেমের দুরন্ত বহিঃপ্রকাশ।আজ এই ৫৫, বছর বয়সে গানগুলো শুনে আবারও ফিরে গেলাম সেই দুরন্ত যৌবনে। বিশেষ করে ১নম্বর গানটি ছিল আমার তার সবথেকে প্রিয়।
Same to me. My favorite thoughts was those songs for lover ages that's year of 1985. I remember that's golden times of life.
@NurulIslam-pw5me6 ай бұрын
ভাই..... 🤲❤️🌹
@ShamimHossain-hm2dy5 ай бұрын
আপনার পরিচয় জানতে পারলে খুশি হতাম
@homayunkabir4 ай бұрын
❤❤আমি ৯৬ ব্যাচ..একই নায়ের মাঝি...
@mahbubrahaman48028 ай бұрын
কলেজ লাইফে এইসব গান খুব শুনতাম, তপন চৌধুরীর ক্যাসেট কিনে। আজ অনেকদিন পর শুনলাম, পুরনো স্মৃতি খুব মনে পড়ে যায়........
@kabirhossain-pk6er8 ай бұрын
❤
@enayethossain67047 ай бұрын
1990 Batch
@rafiqulislammd40237 ай бұрын
SSC কত সালের ব্যাচ ছিলেন?
@sayadmiah33946 ай бұрын
Same here, used to listen to this song in the 80’s..brings back memories!
@mdalahi64213 ай бұрын
Same here. SSC 1991
@niazhasan136 ай бұрын
১৯৮৪/ ১৯৮৫ সালে তপন চৌধুরীর এই একক সলো এ্যালবামটি বের হয়। মনে কর তুমি আমি এই গানটা ১ম শুনি সোলস্ এর লাঐভ কনসার্টে পরবর্তীতে এই ক্যাসেটটি কিনে সব কয়টি গান শুলো শুনতাম বার বার। এক কথায় অসাধারণ । বাংলাদেশের আধুনিক গান যে এত সমৃদ্ধ তা এই গুনি মানুষটির গান শুলো না শুনলে বুঝা যেত না। ১৯৮৪ /১৯৮৫ সাল থেকে ২০২৪ আজ পযন্ত এই গান শুলো গুনে আসছি আমৃত্যু পযন্ত তা শুনে যাবো। এই গান শুলো কখনো পুরনো হবে না। তপন চৌধুরী বাংলা আধুনিক গানকে সমৃদ্ধ করেছেন। অনেক দরদ দিয়ে গান গুলো গেয়েছেন আজ ও মুগ্ধ হয়ে গান গুলো গুনি।
@mohammedomar58314 ай бұрын
সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে সব-কটি গানের লেখক, সুরকার বাচ্চু ভাই। ❤❤
@niazhasan134 ай бұрын
@mohammedomar5831 না সব গুলো গান নয় কয়কটি গান ঐ এ্যাবামে।
@ShanjadInam3 ай бұрын
@@mohammedomar5831বাচ্চু ভাইয়ের লেখা গান একটা "আলো ভেবে যারে আমি"। অন্য গান গুলি উনার লেখা না। উনি সুর করেছেন সব গানের। তবে বেশ কয়েকটা সুর সৃস্টিতে সহযোগীতা করেছেন আহমেদ ইমতিয়াজ বুলবুল ও মানাম আহমেদ।
@SaifulIslam-yp6bk24 күн бұрын
সবাই এতো মায়াময় আবেগী কমেন্ট করেছেন, নিজের কথা আর কি লিখবো, তবুও বলতে চাই জীবনের হারিয়ে যাওয়া সোনালী স্মৃতি হাতছানি দিয়ে গেলো ১০/০১/২০২৫
@nilimabose63207 ай бұрын
আমাদের সময়ের প্রেমের ❤ দুঃখের বহিঃপ্রকাশ ছিল এই গানগুলো। এইগানগুলো ছাড়া যেনো কোন ভাষাই কাজে লাগলো না।উহঃ আর ফিরে পাবো না সেইদিন,সেই ক্ষণ।😢😢😢
@umorfaruk-g3z6 ай бұрын
আর পাবনা সেই দিন
@sharifuddin917720 күн бұрын
Nostalzia
@yaanohi59284 ай бұрын
আমার সবচেয়ে প্রিয় শিল্পী হয়তো কোনদিন তপন দা জানবে না।তপনদার এমন কোন গান নেই আমার কাছে ছিল না।এই পঞ্চাশ বছর বয়সে এখনও অনেক গান মুখস্থ আছে।সেই স্কুল এবং কলেজ লাইফে ফিরে যেতে ইচ্ছে করে।।জীবন তো ফুরিয়েই যাচ্ছে। আর কোন দিন ফিরে পাবো না সোনালি দিন গুলি।আল্লাহ জন্মান্তরবাদ যদি থেকে থাকে আবার মানুষ রুপেই পাঠিয়ো আমাকে।
Hearing the songs of favorite Tapan Chowdhury, I felt like that hero. That year was 1985 during my childhood in our capital Dhaka. I was also friends with Tapan Chowdhury. Thanks for your nice comments dear Tahmina Sultana.🔵🔵
@ruhulkuddus53756 ай бұрын
hi❤❤❤❤❤❤❤
@ruhulkuddus53756 ай бұрын
hi❤❤❤❤❤❤❤❤❤❤
@HasanHasan-eq3zt4 ай бұрын
আমার ও গান গুলো খুব ভালো লাগে আগের দিনে ফিরে যেতে চাই❤
@ShahidulMorol-u8m3 ай бұрын
আমিও আপনার মতো
@jummankhan92228 ай бұрын
একটা সময় ছিলো সারাদিন শুধু এই এলব্যামের গান গুলো শুনতাম
@সীমাবদ্ধতা7 ай бұрын
৯০ এর দশকে যখন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়ি,আমাদের বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ তপনকে এনেছিল,দারুণ জনপ্রিয় ছিল।আমিও তার ফ্যান ছিলাম
@HasanHasan-eq3zt4 ай бұрын
আপনার ছবি টা সত্যিই খুব ভালো লাগে আমার ও গান গুলো খুব ভালো লাগে ❤❤❤❤
@BangalilonerАй бұрын
সুরকারের কথা ভুললে চলবে না কিন্তু! অসম্ভব ভাল সুর করেছে বাচ্চু। একসাথে দুবছর পড়াশুনা করেছিলাম আমরা। বড্ড গর্বিত।
@MahmudNabi-l2y3 ай бұрын
আমার ছোট বেলার পড়ার সাথী এই গানগুলো। তপনদা আপনি বেচে থাকবেন এই গান গুলোর মধ্যে। আপনার সুস্থতা কামনা করছি।
@commentwrite3 ай бұрын
এ গান শুনেছিলাম সেই ৯৬-৯৭ সালে স্কুল জীবনে ব্যাটারী দিয়ে চালিত টেপ রেকর্ডারে। কত চমৎকার ১৬/১০/২৪ আবার শুনলাম। স্মৃতি রেখে গেলাম কমেন্ট বক্সে
@heritagenewsofbengal58087 ай бұрын
আমার প্রিয় বন্ধু যার সাথে ছোট বেলা থেকে এক সাথে বেড়ে উঠেছি সেই জহির খাঁনের প্রিয় এই গানটি। এই পৃথিবীর মায়া ত্যাগ করে জহির পরপারে গানটি শুনে খুব অনুভব করছি প্রিয় বন্ধুর শূণ্যতা।
@bimolsaha74038 ай бұрын
তপন চৌধুরীর সুপার হিট সারগমের পরিবেশনায় অডিও এ এ্যালবামের প্রতি টি গান চমৎকার।।।।।
@masudripon98754 ай бұрын
এই সেই গান তপন চৌধরী গান। 40বছর আগের গান। গান গুলো আজো বেচেঁ আছে। সেই দিন গুলো চলে গেছে। মনে হয় সেই দিনে চলে যাই। খুবি কান্না পায় ।।।
@anikashop92357 ай бұрын
এখন বয়স ৪৬ মন চায় আবার হারিয়ে যাই, স্মৃতিগুলো কুড়িয়ে সঙ্গে করে সেই কৈশোরে।
@NurulIslam-pw5me6 ай бұрын
সহমত 🌹
@umorfaruk-g3z6 ай бұрын
এখন আর সম্ভব না
@akashem9968Ай бұрын
🥰🥰🥰
@RiktaKH7 ай бұрын
এই এলবাম এর সবগুলো গান ই চমৎকার আমি এখন ও এইসব গান শুনি
@shohidulislamNagorkandanews7 ай бұрын
৯০ দশকে ফিরে যাই, জনপ্রিয় গানগুলোর মান ছিলো
@zamanhossen34646 ай бұрын
তপন দার গান শুনলে শৈশবের সেই হারানো দিনগুলো মনকে অনেক নারা দেয়,মন চায় আবার শৈশবে হারিয়ে যায়, যাআর কখনো সম্ভব নয়।
@ZillurRahman-jp3vg4 ай бұрын
সেই তরুণ বয়সে তখন আমার স্টুডিওতে,তপন চৌধুরীর এই ভালো লাগা গান গুলো, ছাউন্টবক্সে বাজাতাম,,, আজ দুইহাজার চব্বিশ সালে সেই ভালো লাগা গান গুলো আবার সুনতেছি,,, সত্যি অসাধারণ গান,,,
@mominabdul66627 ай бұрын
পুরনো গানগুলি আজও মনের স্পন্দনকে নাড়া দিয়ে যায়।
@shiblyhasan61205 ай бұрын
এই এলবামের ১২টা গানই সেই বাচ্চাকাল থেকেই মুখস্থ। কারণ আম্মুর কল্যাণে ছোট বেলায় অসংখ্য অসংখ্য বার শুনেছি এই গানগুলো। সময়টা ১৯৯৪-৯৫ আব্বু দেশের বাহিরে থাকায় বাসায় বেশ বড় একটা ডেকসেট (টেপ রেকর্ডার) ছিলো। আমি সবে মাত্র স্কুলে পা দিয়েছি। পরীক্ষার বন্ধে তখন আজিমপুর নানুর বাসায় বেড়াতে গেলে ফেরার পথে আম্মু এলিফ্যান্ট রোড থেকে তপন চৌধুরী, কাদের-ই-কিববিয়া, ভুপেন হাজারিকা - উনাদের এলবাম কিনে আনতো। এখন গানগুলো শুনলে কেমন যেন একটা শূন্যতা আর হাহাকার অনুভূত হয়, চোখে জল চলে আসে। আহা সেই শৈশব।
@maanas3724 ай бұрын
তখন ইন্টারে পরতাম।এখন ৩০ বছর পর গান শুনিনা, তবু শুনছি। কি আর বলবো, ভালো লাগছে।
@rajibamin29826 ай бұрын
আমাদের ইস্কুলের সময়ের গান। এই গানগুলো শুনলে পুরনো সেই ছোট্টবেলায় চলে যাই ❤
@HasanHasan-eq3zt4 ай бұрын
আমি ও খুব ছোট ছিলাম তখন গান গুলো শুনতাম ❤❤❤
@Trueseeker0057 ай бұрын
১৯৮৬ সালে তপন চৌধুরীকে দেখি,গান শুনি রিপাবলিক ক্লাব,চট্টগ্রাম বন্দরে।
@FardousiAkhter5 ай бұрын
তখন তো অনেক শুনেছি এই গান গুলো, কিন্তু এখনো এই গান গুলো শুনলে, আবার সেই অতীতে ফিরে যাই
@HasanHasan-eq3zt4 ай бұрын
আমি তখন খুব ছোট ছিলাম তখন গান গুলো শুনতাম ❤❤❤
@cyrus2737-o2q4 ай бұрын
বিটিভির যুগের গান।
@MohammadHanif-ok3lw7 ай бұрын
মনে গেথে আছে প্রতিটি লাইন।৮৬ সালে প্রথম এ ক্যাসেট কিনেছি। মিসেস হানিফ ❤
@Kanis-eh4knАй бұрын
খুব বেশি মনে পরে সেই সব দিন গুলো ❤
@rangdhanudigital5 ай бұрын
এই এলব্যামের প্রতিটা গানই অনেক সুন্দর,,, 2008/2014 সাল পর্যন্ত অনেক শুনেছি,,, বিশেষ করে 2-9 নং গান
@MdBabumiya-k6x7 ай бұрын
আমার অনেক পছন্দের গান।আর কার কার পছন্দ ।
@LutfaYeasmin-lz2ls5 ай бұрын
এমন শিল্পী, এমন গান আর কি আসবে?
@HasanHasan-eq3zt4 ай бұрын
এই গান গুলো আমার খুব ভালো লাগে কিন্তু তখন আমি ছোট ছিলাম ❤
@fahadparvez10935 ай бұрын
আহ মামা এই গুলো ক্যাসেটে শুনতো আর আমি মামার পাশে বসে শুনতাম যদিও তখন বুঝতাম না।
@nobunobu87012 ай бұрын
তপন দার এই গানের ক্যাসেট আমি আমার ভালো বাসার মানুষটি কে দিয়েছিলাম আজ কতোদিন পর সেই গান টি শুনে খুব ভালো লাগলো 💯❤️
@atiqurrahmankhokon56207 ай бұрын
আমার প্রিয় শিল্পী তপন চৌধুরী, কত রাত তার গান শুনে না ঘুমিয়ে কাটিয়েছি
@sayadmiah33946 ай бұрын
Listening to this song in 2024 has truly touched my heart of the joy I used to have listening to it back in 1987 in uk. Those yesteryears and these songs are the treasured memories of my youth.
@mahbubasharminshuvra49622 ай бұрын
আমরা গর্বিত যে তপন চৌধুরীর মতো একজন গুণী শিল্পীর গান শুনতে পেরেছি 🌺🌺🌺🌺। আজকালকার শিল্পীদের গান শুনতে ইচ্ছে করে না। কেননা সুর তাল কথা রেওয়াজ সব কিছু নষ্ট হয়ে যাচ্ছে
@ShahinRayhan-g5w5 ай бұрын
আমার জীবনের সেরা সময়ের সেরা গানগুলো তপন চৌধুরীর গান যখন আমি কলেজে পড়ি সেই ৮৬/৮৭ সাল।
@anwarparvez58376 ай бұрын
ফেলে আসা দিনগুলোর কথা মনে পড়ে যায়,কতোইনা সুন্দর ছিল সেই সোনালি দিন গুলো,
@abdulwahabmaster14077 ай бұрын
জনপ্রিয় এ্যালবাম । ধন্যবাদ দাতাকে।
@nazmulkarim5276Ай бұрын
অটো রিভার্স দিয়ে বারবার শুনতাম এই গান অনেক কিছু মুহূর্ত গুলো মনে দোলা দেয়, ফিরে আর আসবে না সেই দিন।
@pollabrashed28253 ай бұрын
আমার প্রিয় শিল্পী দাদার গানের 5:31 কথায় আমার জীবনের অনেক কিছুই স্মৃতি হয়ে আমাকে কাদায়,,,,
@tahminakarim3 ай бұрын
Shundor song lyrics super 👌
@SayedahajeraAkter3 ай бұрын
তপন চৌধুরীর এই ক্যাসেটের সাথে আমাদের বান্ধবিদের অনেক স্মৃতি জড়িয়ে আছে, সেই মিষ্টি মূহূর্তের দিন গুলো। অপেক্ষায় থাকতাম নতুন ক্যাসট কবে বের হবে?আমার Hasbad আমাকে এই ক্যাসেটটি উপহার দেয়।
@biplabroy33103 ай бұрын
youtube বা থাকলে এই গান গুলো ইচ্ছে করলেও সহজে শুনতে পারতাম না। কৃতজ্ঞতা - তপন চৌধুরী কেনএমন সুন্দর গান গুলো আমাদের জন্য সৃজন করার জন্য।
@mrinalsarkar41237 ай бұрын
১৯৮৬ সাল ❤❤❤। আমি ৫ম শ্রেণির ছাত্র। তারপরও মনে পড়ে এই গানগুলো ❤️❤️❤️❤️। বাসায় ক্যাসেট প্লেয়ার এসেছিল তখন। ইশ!!!! কী যে আনন্দ!!!!! বলে বোঝানো যাবে না। আর এই গানগুলো ছিল সেই সময়ের ক্রেজ। ❤❤❤❤ কোথায় হারিয়ে গেল সেই দিনগুলো। আর কি ফিরে পাবো না?????????
@MNIK_Mamun7 ай бұрын
আমি ষষ্ঠ শ্রেণীর ছাত্র
@NurulIslam-pw5me6 ай бұрын
@@MNIK_Mamun৩য় শ্রেণীর ছাত্র ছিলাম।
@umorfaruk-g3z6 ай бұрын
না আর পাভনা
@ruparoy30172 ай бұрын
অসাধারণ গান গুলো,, ক্যাসেট টি আমার বাড়িতে খুব বাজত 🎉
আমার ও এক সময় ভীষন প্রিয় ছিল গান গুলো ।আজ অনেক দিন পর আবার শুনলাম ।
@kanizfatema50142 ай бұрын
এমন কোন গান নাই যে শুনি নাই। সে সময় তপন এর সব গানই হিট ছিল
@shanajakther25024 ай бұрын
এই গানের ক্যাসেটটি আমার কাছে ছিল। অনেক শুনতাম, বেশির ভাগ কাজ করতে করতে শুনতাম। আমার অনেক জনপ্রিয় শিল্পী, আর একটা ক্যাসেট ছিল উনার অনুসূচনা।
@HasanHasan-eq3zt4 ай бұрын
আমার ও ভালো লাগে তখন আমি ছোট ছিলাম ❤
@rajibmorshed31464 ай бұрын
ফেলে আসা দিন পথ ভুলে যেনো ফিরে আসে বারেবার, চেয়ে দেখা ছাড়া নেই অধিকার একটু কাছে ডাকার।। সত্যিই সেই শৈশবের দিনগুলি।।
@masudislam96178 ай бұрын
Excellent songs forever. Our school and college life er
@tahminakarim3 ай бұрын
Lyrics awesome 👍
@mahadiahmed75368 ай бұрын
1996 years golden dingolu kotha mone pore jai❤❤❤❤❤❤❤
@SadiaSadia-x8yАй бұрын
Apnar aroggo kamona kori dada
@najrulislam29323 ай бұрын
আমার শৈশব কেটেছে এই গান শুনে, এখন আমি আমার বাচ্চাদের সাথে শুয়ে শুয়ে শুনছি। ৩৫বছর ধরে শুনছি এই গান।
@SalimtalukderMithu3 ай бұрын
আমি শুনি আমার মেয়েরা ও পছন্দ করে...... ৫৩ বছর বয়সে ও গানগুলো অসম্ভব ভালো লাগে।
@md.saxophone3 ай бұрын
Bachu bhai koto ke diye geche ey desh k...tar r ekta proman holo ey album .
@jahidulalamshamim9085 ай бұрын
আমার তো সব গান এখনও মুখস্থ। কতোবার শুনেছি তা জানিনা, তবুও আজ ২০২৪ সালেও শুনছি। ❤️❤️
@JisanAhmed-y6w3 ай бұрын
আমি ৯০/৯১ সাল থেকে আজকে সকাল এ এই গান শুনছি। এখনো অসাধারণ লাগে।
@solaimantalukder27693 ай бұрын
আমাদের সেই ৮৫-৯০ দিন গুলো ❤❤❤ তপন চৌধুরী সারগাম খুব মনে পড়ে। ❤
@AbdulLatif-nj3sq3 ай бұрын
এই গানগুলোর সাথে জড়িয়ে আছে ছোটো বেলার প্রেম। মিস করি সেই দিনগুলো।
@jasminshak20907 ай бұрын
❤❤❤❤ অসাধারণ
@HasanHasan-eq3zt4 ай бұрын
আমার ও খুব ভালো লাগে গান গুলো ❤❤❤
@tanimahsan8080Ай бұрын
চিরকাল ধরেই চির সবুজ গান
@padmabanik-li2wx2 ай бұрын
Amar cotobala❤❤parar samay chaliya parta bastam sai89 90sala r akhan 50 bacar batasa o suni❤I love 💞 this song too ❤️❤
@nipajahan787 ай бұрын
Tapon Chowdhury vai er Shera gan er talikate ai gan gulo❤❤❤❤❤.
@tahminakarim3 ай бұрын
Shob gulu gan shundor 👌
@rashedahsan45547 ай бұрын
ফেলে আসা সোনালী সময়কে মনে করিয়ে দেয়।
@mzhr0077 ай бұрын
ফিরে গেলাম ছোট সময়ে ❤❤
@mirzarahena907Ай бұрын
Ekhono gan gulo onik valo lage shunty
@hafizurrahamankhan67273 ай бұрын
বিশ্ববিদ্যালয় জীবনের সবচেয়ে অধিক সময় আমার শহীদ হাবিবুর রহমান হলের ১৬২ নং রুমে র ছোট্ট ফিতা মিনি টেপা দিয়ে শুনতাম! অবশ্য হাতে বানানো সাউন্ড বক্স অর্থাৎ দুটো এলমুনিয়াম গ্লাস এর মধ্যে বিশেষ ছোট্ট মাইক ছেট করে ১২ ঘন্টা মৃদুস্বরে শুনতাম!❤
@MohammadFaisalIrani16 күн бұрын
Mone pire tumi ami..... Joto Suni toto otit mone pore, hariye joya dingulo...
@atiahuq57 ай бұрын
ছোট বেলাটা মনে পরে যায়
@KamrunNahar-pk9vs4 ай бұрын
তপন দার সব ক্যাসেট আমার সংগ্রহে আছে।।। ভুলতে পারিনা সেই রা বির ক্যাম্পাসের দিনগুলো।।।
@samiyaAminur5 ай бұрын
১৯৮৫/১৯৮৬ সালে তপন চৌধুরীর এই গান গুলো সব থেকে বেশি শুনতাম। আজ এই বুড়ো বয়সে এসে ও গান গুলো চল্লিশ বছর আগে নিয়ে যায়।
@ShyemHabib6 күн бұрын
khob valo lage gan golo
@UzzalKarmokar-qr1mk4 ай бұрын
এতো রোমান্টিক ভয়েস বাংলা গানে আর হবে না।
@mdzahir84573 ай бұрын
গানগুলো শুনে সেই ফেলে আসা দিনগুলোর কথা পড়ে গেল,কত না সুন্দর ছিল সেই দিন গুলো,