No video

মনোসেক্স তেলাপিয়ার রেনু পোনা উৎপাদন পদ্ধতি, মাছের পোনা উৎপাদন পদ্ধতি, মনোসেক্স তেলাপিয়া চাষ পদ্ধতি,

  Рет қаралды 10,050

MK Knowledge BD

MK Knowledge BD

2 жыл бұрын

সহজলভ্য ও সস্তায় কম আয়ের মানুষের প্রোটিনের চাহিদা মেটাতে পারে বলে তেলাপিয়া বাংলাদেশে বেশ জনপ্রিয় একটি মাছ।
মাছ চাষীরাও তেলাপিয়া চাষ করতে বেশ পছন্দ করেন, ঝামেলাবিহীন স্বল্প পরিসরে চাষ করা যায় বলে।
পুকুর ছাড়াও ভাসমান জালের খাঁচাসহ বিভিন্ন পদ্ধতিতে তেলাপিয়া মাছ চাষ করা যায়।
স্বাদু পানি ছাড়াও লবণাক্ত পানিতে এবং অন্যান্য মাছের সাথে মিশ্র পদ্ধতিতে এই মাছ চাষ সম্ভব। কম সময়ে বেশি ফলন এবং মুনাফা হওয়ার কারণে চাষিদের কাছে ব্যাপক জনপ্রিয়তা রয়েছে তেলাপিয়ার।
অথচ তেলাপিয়া বাংলাদেশের মাছই নয়। ৬৫-৭০ বছর আগে এই ভূখণ্ডের মানুষ চিনতোও না তেলাপিয়া।
কবে কীভাবে এলো?
মৎস্য গবেষণা ইন্সটিটিউট বলছে, আফ্রিকা থেকে ১৯৫৪ সালে বাংলাদেশে তেলাপিয়া প্রথম এসেছিল। এটিকে বলা হত মোজাম্বিক তেলাপিয়া।
দেখতে একটু কালো রঙের। পোনার পরিমাণ অনেক। কিন্তু বৃদ্ধি ছিল কম।
১৯৭৪ সালে থাইল্যান্ড থেকে বাংলাদেশে আসে নাইলোটিকা নামে তেলাপিয়ার একটি জাত। এটি মোজাম্বিক তেলাপিয়ার তুলনায় ভাল এবং বৃদ্ধিও ভাল হয়।
১৯৯৪ সালে ফিলিপাইন থেকে বাংলাদেশে আসে গিফট তেলাপিয়া। নাইলোটিকার তুলনায় এই তেলাপিয়ার বৃদ্ধির হার ৬০ শতাংশ বেশি। এই তেলাপিয়াই পরে বাংলাদেশে জনপ্রিয়তা অর্জন করে।
সময়ের হিসাবে বলা যায় যে, '৯০ এর দশক থেকেই বাংলাদেশে তেলাপিয়া মাছের জনপ্রিয়তা তৈরি হয়।
মৎস্য গবেষণা ইন্সটিটিউটের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা বলেন, "এই গিফট তেলাপিয়া আসার পরই বাংলাদেশে তেলাপিয়ার মোমেন্টাম হয়।"
বর্তমানে বাংলাদেশে যে তেলাপিয়ার চাষ হচ্ছে সেটি হচ্ছে গিফট তেলাপিয়া মনোসেক্স।
জেনেটিক সিলেকশন পদ্ধতির মাধ্যমে গিফট তেলাপিয়ার জাত উন্নত করা হয়েছে। এটি এখন সুপার তেলাপিয়া নামে পরিচিত।
গিফট তেলাপিয়ার এই জেনেটিক জাতটি স্থানীয় জাত বা অন্য তেলাপিয়ার তুলনায় ৫০-৬০ ভাগ বেশি উৎপাদনশীল।
মনোসেক্স তেলাপিয়া কী? কিভাবে করা হয়?
মৎস্য গবেষণা ইন্সটিটিউটের তথ্য মতে, বাংলাদেশে ৬ থেকে ৭শটি হ্যাচারি রয়েছে যেগুলোতে তেলাপিয়া মাছের মনোসেক্স পোনা উৎপাদন করা হয়।
এসব হ্যাচারি থেকে বছরে ৬-৭শ কোটি পোনা উৎপাদিত হয়।
মৎস্য গবেষণা ইন্সটিটিউটের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. এ এইচ এম কহিনুর বলেন, হরমোন প্রয়োগ করে তেলাপিয়া মাছের সব পোনাকে মনোসেক্স করা হয়।
অর্থাৎ সব পোনাকে পুরুষ পোনায় রূপান্তরিত করা হয়।
তিনি বলেন, পোনার বয়স যখন শূন্য বা একদিন থাকে তখন থেকে পরের ২১-২৩ দিন পর্যন্ত হরমোন সমৃদ্ধ খাবার খাওয়ানো হয়।
এই সময় পার হয়ে যাওয়ার পর, সব নারী পোনা পুরুষ পোনায় পরিণত হয়। অর্থাৎ তারা ডিম দেয়ার ক্ষমতা হারিয়ে ফেলে। তখন এই মাছকে মনোসেক্স জাত হিসেবে উৎপাদন করা হয় বলে জানান তিনি।
গিফট তেলাপিয়ার মাছের পোনাকে মনোসেক্স করা হয়।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের মৎস্য বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ওয়াহিদা হক বলেন, বাংলাদেশে যেসব মাছ উৎপাদিত হয় তার মধ্যে যে বৈশিষ্ট্য থাকে সেটি হচ্ছে সব সময় ফিমেল বা স্ত্রী প্রজাতির মাছটি আকারে বড় হয়। কারণ এগুলো ডিম দেয়।
কিন্তু তেলাপিয়ার ক্ষেত্রে এই বিষয়টি সম্পূর্ণ উল্টো। তেলাপিয়ার ক্ষেত্রে ফিমেল বা স্ত্রী মাছটি আকারে ছোট এবং পুরুষ মাছটি আকারে বড় হয়। ডিম না হওয়ার কারণে পুরুষ মাছের শরীরে মাসল বা পেশী বেশি থাকে। যার কারণে বেশি মাছ বা প্রোটিন পাওয়া যায়।
এ কারণেই যখন পোনাগুলোর লিঙ্গ শনাক্ত করা যায় না, সেসময়েই হরমোনযুক্ত খাবার দিয়ে সব পোনাকে পুরুষে পরিণত করা হয়। এটাকেই মনোসেক্স বা সিঙ্গেল সেক্স তেলাপিয়া বলা হয়।
তিনি বলেন, বেশিরভাগ প্রাণীদের মধ্যে পুরুষ হওয়ার জন্য টেসটোস্টেরন এবং স্ত্রী হওয়ার জন্য এস্ট্রোজেন হরমোন দায়ী থাকে।
তেলাপিয়ার মনোসেক্স করার ক্ষেত্রে টেস্টোস্টেরন হরমোন ব্যবহার করা হয়। খাবারের সাথে এই হরমোন মিশিয়ে খাওয়ানোর কারণে যেসব পোনার ফিমেল বা স্ত্রী হওয়ার প্রবণতা থাকে সেগুলোও আসলে পুরুষ হয়ে যায়।
স্ত্রী মাছের তুলনায় পুরুষ মাছের বৃদ্ধি ২৫-৩০% বেশি হওয়ার কারণেও মাছগুলোকে মনোসেক্স করা হয়।
#মনোসেক্সতেলাপিয়াচাষপদ্ধতি
#মনোসেক্সতেলাপিয়ারপোনা
#মনোসেক্সতেলাপিয়াররেণুপোনাউৎপাদন
#মনোসেক্সতেলাপিয়াচাষেরখুটিনাটি
#মনোসেক্সতেলাপিয়ারগ্রোথআপডেট
#Monosextilapiafishbreedingfarm
#Profitablemonosextilapiafishfarming
#হাইব্রীডতেলাপিয়ারপোনা
#তেলাপিয়ারডিমহ্যাচিং
#তেলাপিয়ারপোনা
#তেলাপিয়ারমুখথেকেডিমবেরকরা
#তেলাপিয়া
#মাছেরডিমথেকেপোনাতৈরিরকৌশল
#মাছেরডিমথেকেবাচ্চাফুটানোরপদ্ধতি
#মাছেরডিমফুটানোরপদ্ধতি
#রেণুচাষপদ্ধতি
#মাছচাষ
#মাছেরডিমথেকেবাচ্চাফুটানোরবিভিন্নপদ্ধতি
#পুকুরেমাছচাষপদ্ধতি
#মাছেরপোনা
#কিভাবেমাছেরডিমফুটানোহয়
#মাছেরপোনাকোথায়পাওয়াযায়
#পুকুরেমাছচাষ
#পোনাচাষপদ্ধতি
#মাছ
#মাছচাষপদ্ধতি
#মাছেরচাষ
#মাছেরডিম
#মাছেররেণুচাষপদ্ধতি
#রেণুচাষ
#কাতলামাছচাষপদ্ধতি
#সিলভারকার্পমাছচাষপদ্ধতি
#শিংমাছেরখাবার
#শোলমাছচাষ
#renuponachas
#rohufishcurry
#machchas
#machchaspoddhoti
#মলামাছ
#কোনমাছচাষেলাভবেশি
#মলামাছেররেসিপি
#মাছচাষেরআধুনিকপদ্ধতি
#পাবদামাছ
#মাছেরখামার
#পাবদামাছচাষপদ্ধতি
#মাছেরপোনা
#মাছেররেণু
#কার্পমাছচাষ
#রুইমাছেরপোনা
#কার্পমাছেরপোনাচাষ
#কার্পমাছেররেণু
#মাছেরপোনাউৎপাদন
Subscribe: bit.ly/2HBPV91
/ mk.knowladgebd

Пікірлер: 8
@AmraKhamari
@AmraKhamari 11 ай бұрын
অসাধারণ ভিডিও অনেক ভালো লাগলো, এগিয়ে যান পাশে আছি থাকবো,
@user-wd2nw2bb7v
@user-wd2nw2bb7v 5 ай бұрын
ভাই মনোসেক্স করার জন্য কি হরমন দেওয়া হয় কত টুকু পরিমানে দেওয়া হয়
@user-wd2nw2bb7v
@user-wd2nw2bb7v 5 ай бұрын
মনোসেক্স তেলাপিয়া উতপাদনের জন্য যেই হরমোন মিস্রিত খাবার দেওয়া হয় সেই হরমোনের নাম কি প্লিজ বলবেন এবং কতটুকু পরিমান দিতে হয় আশা করি এই ব্যাপারে একটা ভিডিও দিবেন তাহলে উপকৃত হব
@satyajitmandol3965
@satyajitmandol3965 Жыл бұрын
হরমোনের নাম কি
@shibenhalder1182
@shibenhalder1182 11 ай бұрын
কি হরমোন কোথায় পাব
@bakiabdullah-lr7le
@bakiabdullah-lr7le 5 ай бұрын
রেনু পাওয়া যাবে
@rachelsorkar354
@rachelsorkar354 11 ай бұрын
আসসালামু আলাইকুম ভাই হাজার থেকে ১৫০০ লাইনের কি মনে সেক্স তেলাপিয়া আছে আর দেয়া যাবে কি নাটোর। দাম কেমন
ОБЯЗАТЕЛЬНО СОВЕРШАЙТЕ ДОБРО!❤❤❤
00:45
CHOCKY MILK.. 🤣 #shorts
00:20
Savage Vlogs
Рет қаралды 26 МЛН
Why is anti-immigration sentiment on the rise in Canada?
13:00
The Guardian
Рет қаралды 1,5 МЛН
Cisco Plans Thousands of Job Cuts, Reuters says
7:17
Bloomberg Podcasts
Рет қаралды 2,1 М.
আয় হবে ২ লক্ষ ৪৬ হাজার ৭ শত টাকা | Commercial farming
15:39
Sara Bangla (সারা বাংলা)
Рет қаралды 713 М.