এই সিনামা টা বারবার দেখি শুধু গান গুলোর জন্য। আগে ছোট বেলায় শুধুই বুঝতাম। এখন উপলব্ধি করি জীবন দিয়ে। দুচোখ দিয়ে অঝর ঝরে বৃষ্টি নামে।কী সম্পদ রেখে গেছেন আমাদের জন্য।
@subhasishdas79832 жыл бұрын
মানুষ চলে যায়,থেকে যায় তার গান। মানুষের হৃদয়ে বেঁচে থাকে শিল্পী।
@sunilbanerjee60732 жыл бұрын
অভিনেতা অভিনেত্রী দের অভিব্যক্তি প্রকাশ গানের কথা সুর কন্ঠ কোন টাকে যে এগিয়ে রাখব নিজেই বুঝতে পারছি না এককথায় সব ই অসাধারণ
@k.m.m.husain24968 ай бұрын
Oshadharan omullya lively
@shyamolibhattacharya23603 жыл бұрын
এ এক মন কেমন করা গান। এমন দরদী গান গেয়েছেন ভাললাগা শেষ হয় না।
@ujjwaltarafder82682 жыл бұрын
শিল্পী ও কলাকুশলীদের কাজের সঙ্গে আত্মিক যোগাযোগের অভাবেই আর এইসব অপূর্ব শিল্পকর্ম তৈরি হয়না।
@arnobsen6 Жыл бұрын
অনেকে অনেক কিছু বলে দিয়েছেন। সকলেই আমরা আপ্লুত এই সুর এবং কথার মাধুর্যে। একটি বিষয় শুধু যোগ করতে ইচ্ছে হচ্ছে। উত্তমবাবুর এমন বসে থাকাটি পুরো পরিবেশকে অদ্ভুত নিবিড় করে তুলেছে। গানের শেষে ঘন্টাধনিও কত ভেবেচিন্তে ব্যবহার করা হয়েছে। এই আবহ সৃষ্টি নিশ্চিতরূপে পরিচালকের কৃতিত্ব।
@anutapabhattacharya75412 ай бұрын
উত্তমবাবুর বসে থাকা--অনেক সময় বড় অভিনেতারা নিজেরাও এগুলো ঠিক করেন।
@tyfurriya846718 күн бұрын
ইহকাল পরকাল সব কালের যেন সন্ধি করে বসে আছে।আমার কাছে প্রার্থনার মতো এই গান।
@gautammazumder90402 жыл бұрын
তিন কুড়ি বয়স পার করে এলাম, এ গান এখনও প্রাণে বেঁধে। এখনও চোখের জল আটকাতে শিখলাম না। কী অভুতপূর্ব *কমল লতা* ছায়াছবির শ্যামল মিত্রের এ গান ক' খানি ।
@misra20032 жыл бұрын
চিরন্তন গ্রামবাংলার সুর ! আর শ্যামল মিত্র এই মাটির গানের অবিসংবাদিত গায়ক !!
@bimalchandrabanik5659 Жыл бұрын
সত্যি মানুষ বেঁচে থাকে তার কর্মে। কি সুন্দর আধ্যাত্মিকতার কথা। যত বার শুনি আশ আর মেটেনা।😊
@gautambhattacharjee5665 ай бұрын
এ গান যতবার শুনি ততই ভালো লাগে,কখনও পুরোনো হয়না। যেমন সুর তেমনি গায়কী।
@kalikinkarmandal2196 Жыл бұрын
এই গানটি চিরকালীন,শাশ্বত ও সনাতন।উভয় অমর শিল্পীর সুরেলা কণ্ঠের যাদু সকলকেই মন্ত্রমুগ্ধ করে রাখবে।বৈরাগ্যের জোয়ারে কোন দুঃখ থাকবে না।শিল্পীদের প্রণাম জানিয়ে ধন্য হই।
@kalpanasanyal-tx8qy Жыл бұрын
কী অপ্রার্থিব সুরের বাহার বাংলাভাষায় সৃষ্টি কোথায় আছে এমন প্রাণকাড়া মর্মস্পর্শী আবেদন।
@anandachakrabarty15993 жыл бұрын
এ গান যতবার শুনি ততবারই যেন মন অন্য এক আনন্দ জগতে নিয়ে যায়।
@parthasarathidewanji66932 жыл бұрын
Now we never get this type excellent song with beautiful lyrics
@shefalighosh82652 жыл бұрын
Oshadharon
@mon-srijan-allaboutcreativ6852 жыл бұрын
Joto suni totomugdho how jai.
@himangshusarkar15082 жыл бұрын
@@parthasarathidewanji6693 axz
@naditadaschowdhury18786 ай бұрын
এই গানগুলি আজীবন এমনি করেই মনে রেখাপাত করবে, আহা কি অসাধারণ গায়কী।
@debashishmukherjee838711 ай бұрын
এই গানগুলোই হয়তো আজ বেঁচে থাকার একটা কারণ 🙏🏻🙏🏻🙏🏻
@narayanchandrakarmaker90322 жыл бұрын
অসাধারণ! গানের কথা, সুর এবং কন্ঠ যেন সুরের ইন্দ্রজাল সৃষ্টি করেছে।গান টা বার বার শুনি। তখন আধ্যাত্মিক জগতে চলে যাই। সংসার তখন অনিত্য মনে হয়। এই রকম মহান সঙ্গীত শিল্পী আর জন্মাবেন না
@sugandhasarker9195 Жыл бұрын
ও মন কখন শুরু গানটার জন্য কমললতা অনেকবার দেখেছি তাছাড়া এছবির প্রতিটি গানই মন্ত্রমুগ্ধ।
@shantikumardas5602 жыл бұрын
শ্যামল মিত্রের কন্ঠ শুনলেই আমি যেন কোন অজানা জগতে চলে যাই।
@bhaskarmukherjee83662 жыл бұрын
এ যেন অজানা এক পথ কি জানি কোথায় হবে শেষ....
@krishnabhattacharya86682 жыл бұрын
অসাধারণ গান তো নয় যেন সুরের ঝর্ণা ❤
@jimutsarkar723 жыл бұрын
অসাধারণ গানটি কথা গুলি আরো অনেক বেশি জীবন্ত হয়ে গেছে শুধু পরিবেশের জন্য এ ধরনের গল্প সত্যিই খুব মন ভালো রাখার গান । বারবার মনে হয় আবার গানটি শুনি বা দেখি।
@krishnacreation41318 ай бұрын
❤🎉 অসাধারণ। শিল্পীদের অকুণ্ঠ শ্রদ্ধা ও প্রণাম।
@sanjeebkumarroy73113 жыл бұрын
কথা,সুর ও কন্ঠ সব মিলে একটি অসাধারণ গান
@debkumarghosh17154 ай бұрын
আমি ওই কমল লতা বেশ কয় একবার দেখেছিলাম আর এখন মাঝে মাঝে গানটি শুনি খুব ভালো লাগে।
@joyguru77003 жыл бұрын
যত শুনি ততো ভালো লাগে. ও কি কথা. কি সুর. কি গায়কী 🙏🙏🙏🙏
@sonaray15489 ай бұрын
বার বার শুনে ও সাধ মেটেনা। অসাধারণ কথাও সুর। ❤
@bipashadey18962 жыл бұрын
এ সুর ভোলার নয়। অপূর্ব ।শুনতে খুব ভালো লাগে।
@lgupta90993 жыл бұрын
সত্যি মন্ত্রমুগ্ধ করে দেয় এই গান, অসাধারণ গেয়েছেন শিল্পী শ্যামল মত্র আর তেমন ই অসাধারণ সুর করেছেন রবিন চ্যাটার্জী 🙏
@GuruprasadBanerjeep Жыл бұрын
একটি উত্তর
@bhaskarlaha232 жыл бұрын
মন হারিয়ে যাওয়া এক অতি মূল্যবান গান,
@nirmalkumarsarkar22262 жыл бұрын
এই ছবির চিত্রগ্রহণ হয়েছিল অমৃত বাজার পত্রিকার মালিকদের বারাসতের বাগান বাড়িতে।আজ আর নেই সেই বাড়ি, সেখানে ফ্ল্যাট উঠেছে, কিন্তু যখনি সুযোগ হয় এই ছবিটি দেখার বা এই গানটী শোনার আমার মনের মধ্যে উথাল পাথাল করে সেই বাড়ির মধ্যে জলাশয়ের ধারে এই অসাধারণ গানের দৃষ্যটির সংগে সেই বাড়ির কথা, পত্রিকার কথা, তুষার কান্তি ঘোষ পরিবারের সদস্যদের, উভয় বাঙলায় বিপুল ঐশ্বর্য ও সমৃদ্ধির কথা, তাঁদের অসামান্য অবদানের কথা। ক'জন বাঙালি মনে রেখেছেন? কোথায় গেল তাদের বিপুল ঐশ্বর্য সম্পদ? এবিষয়ে জানতে ইচ্ছে করছে। খুব জানতে ইচ্ছে করে।
@mostafizurrahman57262 жыл бұрын
সব আজ কালের গর্ভে । সত্যিই " কাল স্রোতে ভেসে যায় জীবন যৌবন ধন মান " । আজ কোথায় সেই অমৃত বাজার, কোথায় তুষার কান্তি ঘোষ , তাদের বাগানবাড়ি, বিপুল বৈভব । সবই যেন বাজিকরের খ্যালা। মহাকালের প্রবহমান স্রোতে আমরা এক একটা ছোট্ট ছোট্ট বিন্দু, হয়ত তা-ও নয়।
@somnathdasadhikary3032 жыл бұрын
অসাধারণ কথা ও গান ,
@tapanghosh4334 Жыл бұрын
এক কথায় অসাধারণ।
@gobindamondal2139 Жыл бұрын
Vison valo laglo ai ganer pichoner galpota sunte 🙏🙏🙏
@sushmitabmitra4690 Жыл бұрын
Very emotional note... Thank u for the information. As Nature is taking a backseat, human beings wl be surely affected by it. Feeling sad for the glorious past
@sucharitabhattacharya81693 жыл бұрын
কমললতা ছবির গান টি শুনে মন ভরে গেল।
@sadhanchowdhury72564 ай бұрын
কথা সুর এবং অবশ্য তোমার গাওয়ার ধরন সবটাই চমৎকার।
@nitaibanerjee4021 Жыл бұрын
অসাধারণ অসাধারণ অসাধারণ।
@himadrishekhar16672 жыл бұрын
আজ কেন সেই সুর নেই, সেই কথা নেই, সেই কন্ঠ নেই, সেই আবেগ নেই ....বড় কষ্ট হয়।
@chitralekhadey74404 ай бұрын
যেমন কথা তেমন সুর আর তেমনই একজন অসাধারণ শিল্পী র কণ্ঠস্বর । সবমিলিয়ে একেবারে মাতোয়ারা মন , রাধা-গোবিন্দের যুগল মিলন ,আহা সবমিলিয়ে একেবারে অনবদ্য । আর কিংবদন্তি শিল্পী শ্রীমতী প্রতিমা বন্দ্যোপাধ্যায় কণ্ঠে এই গান অতুলনীয়। শ্রীমতী বন্দ্যোপাধ্যায় কে আমার সশ্রদ্ধ প্রণাম জানাই ।
@ananyabasak58785 күн бұрын
এই গানটি সন্ধ্যা মুখার্জী গেয়েছেন। প্রতিমা বন্দ্যোপাধ্যায়ের নয়।
@kuhumithubhattacharya8427 Жыл бұрын
আহা! এই গানে যে কি আছে! বারবার শুনেও আশ মেটে না। 🙏😌
@abhisankaradhikary10679 ай бұрын
ekdom thik bolechen ..........
@nirmalbose22865 ай бұрын
গীতিকারকে ধন্যবাদ । দারুন লিখেছেন। 🙏
@JaydeepDatta4 ай бұрын
এই গানের দৃশ্যায়ন মালা সিনহা দিদার জন্য অন্য ভুবনে উন্নীত হয়েছে। চোখে,চোখে এমন অভিনয় করা যায় যা দেখে আমি তাঁর তিন প্রজন্ম পরের মানুষ রোমাঞ্চিত। সঙ্গে সংযত সুন্দর উত্তম কুমার দাদা মশাই তো রয়েইছেন।
@keyachatteejee86452 ай бұрын
Eta Mala Sinha noi Suchitra Sen.
@papitaroy71513 жыл бұрын
এক অদ্ভূত ভালোলাগার আবেশ ছড়িয়ে যায় এ গান শুনলে
@parthaghosh76992 ай бұрын
দারুন lyrics... গলাও খুব সুন্দর ।
@kibrias.mahtab9656 Жыл бұрын
Evergreen song of Shyamal Mitra which is written by Pranab Roy & composed by Rabin Chaterjee.
@monoswiray96182 жыл бұрын
চোখ বুজে এই গানটি শুনলে মনে হয় জীবন আমার সার্থক।। সত্যি এই গান আর হয় না।
@JaydeepDatta4 ай бұрын
এই গানের দৃশ্যায়ন মালা সিনহা দিদার জন্য এক অন্য ভুবনে উন্নীত হয়েছে। চোখে চোখে যে এমন অনিন্দ্যসুন্দর অভিনয় করা যায় সেটা ভেবে আমি তাঁর তিন প্রজন্মের পরের ছেলে, তাঁর নাতির বয়সী রোমাঞ্চিত হচ্ছি। সঙ্গে উত্তম কুমার দাদামশাইয়ের সংযত, অভিজাত উপস্থিতি। ভাবা যায় না জাস্ট
@shyamalmondal7022Ай бұрын
ইনি মালা সিনহা নন। ইনি সুচিত্রা সেন।
@znexrahul9813 жыл бұрын
ছোটো বেলায় এক বার শুনেই গানটা ভালো লেগে গেলো।
@salmasultana2172 ай бұрын
Amazing voice and deep concentration of philosophy of song.
@rajatdesarkar85382 жыл бұрын
সত্যিই এই গান শুনলে জীবন সায়াহ্নের কথা মনে পড়বে, শ্যামল মিত্রের অসাধারন গান এবং রবীন চট্টোপাধ্যায়ের অসাধারণ সুর চিরস্থায়ী হয়ে হয়ে থাকবে। 🙏🙏🙏
@gopalkundu73862 жыл бұрын
Protteker jibone ekta tragic side thake taito emotional gaan gulo mon ke eto nara day.
@chaitidutta29752 жыл бұрын
Apurbo gan, aj o bangalir kache priyo👌👌
@jayeetanandi83883 жыл бұрын
মনটা শান্ত হয়ে গেল
@majarusob73743 жыл бұрын
সাধু সাধু, ছোট বেলা থেকে এই গান শুনে বড় হলাম, এখনো যেনো একই রকম টান অনুভব কোরি, মা সরস্বতী সাক্ষাৎ বিরাজ কোরেছেন শ্রদ্বেয় শ্যামল মিত্র এবং শ্রদ্ধেয়া গীতশ্রী শ্রী মতি সন্ধ্যা মুখোপাধ্যায় এর কণ্ঠে
@shyamaldas4272 жыл бұрын
প্রতিদিন গানটি শুনি মনভরে যায় ।
@iam_torik Жыл бұрын
Ammur kothay ei ganta play korlam. Kintu dekhi ei ganta asholei eto ta sundor hbe vabteo pari nai.. Voice just amazing
সত্যিই এই গানের কথা, সুর ও কণ্ঠঃ জানো এক ইন্দ্রজাল সৃষ্টি করেছে, এই গান শুনলে আধ্যাত্মিক জগতের চলে যাই, তখন সংসার ভুলে তাই।🙏🙏🙏💐💐🌷
@anjanguptabiswas4512 жыл бұрын
This DUET OF 'KAMALLATA' IS SUPER MILESTONE & FILM ALSO, BY MAHANAYAK, MAHAGAYAK, MAHANAYIKA, MAHAGAYIKA & OBVIOUSLY, NIRMAL KUMAR & SHYMAL MITRA & DIRECTOR OF THIS 'SUPERNATURAL & UNIVERSAL FILM & STORY BY 'BENGAL'S EVERBEST WRITER, SARAT CHANDRA!! 1000 SALUTE TO ALL 'MAHAMANAB O MAHAMANABI!!!!!!!!!!@@@@###@@
@asesbiswas9639 Жыл бұрын
প্রায় রোজই শুনি...
@bratatibasu6027 Жыл бұрын
Khub sundor ai gaan, mon, pran diye barey barey sunley o abar sunte iccha korey
@pratimachatterjee809910 ай бұрын
অসাধারণ সুন্দর গান
@damodaradhikari94362 жыл бұрын
গানটা কতবাৱ শুনেছি তবু শোনাৱ ইচ্ছা বেড়েই চলে
@sailendrakrde62782 жыл бұрын
Shyamal Mitra was a genius.His melancholic voice often bewitch us. Being spellbounded we listen his songs.
@balakadaschaudhuri625510 ай бұрын
এ ধরনের গান শুনলে মন হারিয়ে যায় ।
@kunalkantidey484210 ай бұрын
অসাধারণ , অনবদ্য
@asishacharya94773 ай бұрын
Ei gaan ekhono Amar moto manusder benche thakar rosodh jogai.ami to gorbho bodh kori amra ei silpider projonmer manus.
@sunildutta65353 ай бұрын
50 বছর ধরে শুনছি...এখনও ভালো লাগে....
@subhasisdutta52583 жыл бұрын
আজো অসাধারণ
@lipikadebnath98464 ай бұрын
ভীষণ ভালো লাগলো 🎉
@sukumarbakshi93662 жыл бұрын
This song unparalleled.enjoy again and again.
@arupshourjosoma3 ай бұрын
The wonderful philosophy of life....still everybody continues fighting.....
@sarojitsingha99202 жыл бұрын
গানটি বাংলা সঙ্গীতের একটি মাইল ফলক
@parimalde84262 жыл бұрын
Excellent.
@biswajitsingersaha52382 жыл бұрын
সাধু সাধু. Hare Krishna. Touch and enter into core of the ❤💖.
@sukritisunderhalder7152 жыл бұрын
দুর্লভ মনুষ্য জীবনে দুর্লভতম ব্যাকুলতা এই গান শুনলে এসে যায়
@tulaghosh54488 ай бұрын
Asadharan sobai ki r ei gaaner mane anudhabon korte pare?
@bhaskarmukherjee83662 жыл бұрын
দারুন সুন্দর গান
@ramatoshbhattacharjee5023 ай бұрын
আমার খুব ভাল লাগে রানু মুখার্জির গান
@amitavchakrabarty6176 Жыл бұрын
মনে হয় যেন অন্য জগতে আছি
@nirmalkumarboral96523 ай бұрын
কমেন্ট করলেই হলো...অন্য জগত মানে অন্য পৃথিবী। সেটা হয়না।আরও ভালো ভালো কমেন্ট করা যেত।আহা: মনে হচ্ছে সেই সময় চলে গেছি ইত্যাদি।😂
@rumamanna3 ай бұрын
@@nirmalkumarboral9652 ja bojen na ta niye kotha bol ben..
@nirmalkumarboral96522 ай бұрын
@@rumamanna ami commment korchi amitabh chakraborty ke apni nak golachhen kano? Apni ki Mongal groher prani? Jotto sob obanchito manush.
@sdas2416Ай бұрын
Amaro mone hoi jeno kothay chole gacho,
@sdas24164 күн бұрын
Thik bolechen, nice song, 💖💖💖
@kumarsubratabanerjee61912 жыл бұрын
অপূর্ব
@anitadatta13032 жыл бұрын
এমন আকুল করা সুর চির অমর রবে ।
@shiboprosadmajumdar83826 ай бұрын
দারুণ
@prithwishbiswas10682 жыл бұрын
এ গান শ্যামল মিত্র ছাড়া অন্য কার কথা ভাবতেও পারিনা .....
@tapasghosh283 жыл бұрын
অসাধারণ
@lgupta90993 жыл бұрын
সত্যি এই গান মন্ত্রমুগ্ধ করে দেয়, অসাধারণ গেয়েছেন শ্যামল মিত্র তেমন ই সুর করেছেন রবিন চ্যাটার্জী, 🙏
@saswatimukherjee90092 жыл бұрын
A song making everyone spellbound.
@nabanitamukherjee1033 жыл бұрын
Jotobar shuni purono hoy na oshadharon
@suchitradey6594 Жыл бұрын
Ai sab gaane mon bhalo hoye jai
@shaswativlogs6398 Жыл бұрын
Osadharon
@anamikachakraborty37997 ай бұрын
Hmm good gan
@JuhuRoyChoudhury Жыл бұрын
কি অসাধারণ গান❤❤
@suhelahmedpolas12633 жыл бұрын
সেই আর পাবে বাংলা দেশ,,
@shiulidutta90284 ай бұрын
খুব প্রিয়👌👌👌
@kishoreroy27592 ай бұрын
শ্যামল মিত্র র গান ❤❤❤❤
@basantabhattacharyya5160Ай бұрын
Asadharan gan.
@Rezaulkarim-eu7ue2 ай бұрын
এই মাত্র ঘুম থেকে জেগে উঠলাম। স্বপ্নে একতারা হাতে , গেরুয়া পরে পায়ে নুপুর বেঁধে নেঁচে নেঁচে এই গান গাইছিলাম। কি যে আনন্দঘন পরিবেশ, সাথে অনেক গুলো বাদ্যযন্ত্রীরা কি অসাধারণ বাজাচ্ছিলো......!!!
@muradhosian9722 Жыл бұрын
my hearts song so favourite
@shompaul9303 Жыл бұрын
Nice uploads God bless your endeavors I direct corporate ads What do you do