এমনও যন্ত্রণার মাঝে - ধামাইল কন্যা দিতি দাস Dithi Das Dhamail emono jontronar majhe

  Рет қаралды 1,590,012

Sylhet Tradition

Sylhet Tradition

Күн бұрын

Emono Jontronar Majhe Kemon Kore Roigo এমনও যন্ত্রণার মাঝে কেমন করে রইগো l বাঁশি বাজায় কইগো Bashi Bajay Koigo
Singer: Dithi Das (দিতি দাস)
Lyrics & Tune: Radharaman Datta (রাধারমন দত্ত)
Dancer: Dithi, Smriti, Jerin, Tarin, Debosri, Mou, Dali & Panna ( প্রীতি, জেরিন, সনিয়া , অঞ্জনা , মৌ )
DOP: Juwel Islam ( জুয়েল ইসলাম )
Edit & Color: Tuhin Islam (তুহিন ইসলাম)
Light: Team MB Gallery (টিম এমবি গ্যালারি)
Direction: Mostaque Bahar (মোস্তাক বাহার)
Production: MB Gallery Production House - এমবি গ্যালারি প্রোডাকশন হাউজ। MB Gallery Official Song
গানের কথাঃ
এমনও যন্ত্রণার মাঝে কেমন করে রইগো
শুনছনি গো প্রাণ সজনী বাঁশি বাজায় কইগো ll
নন্দের কথা যেমন তেমন দেওরের কথা মিঠাগো
এমনও স্বামীরও কথা হৃদয় ভরে রাখিগো ll
শাশ্বড়িয়ে দিলা গালি বধূ কলংকিনী গো
কেমনে ভাঙ্গিলো আমার হীরারও কলসীগো ll
আমার বাপের বাড়ির ঘরের পিছে কুমারিয়ার হাটেগো
নাওয়র গেলে আনমু কিনাগো হীরারও কলসীগো ll
#Dhamail #DithiDas
Any Query:
Cell: 01767 661288
Email: mbgallerylink@gmail.com
In Association With:
** Dhamali Chunarughat (KZbin Channel: Dhamali BD / dhamalibd (ধামালি চুনারুঘাট)।
*** ধামাইল বা ধামালি গান ও নাচ সিলেট অঞ্চলে প্রচলিত একজাতীয় কাহিনী সম্বলিত নৃত্য যা এই অঞ্চলের লোকসাহিত্যের একটি অংশ। যে কোন মাঙ্গলিক অনুষ্ঠানেই এই গীত-নৃত্য পরিবেশনার প্রচলন দেখা যায়। রাধারমণ দত্ত কর্তৃক এই গান সর্বাধিক প্রচারিত ও প্রচলিত হওয়ায় তাঁকেই এর স্রষ্টা বলে গণ্য করা হয়। "ধামা" শব্দটি থেকে “ধামালি” বা "ধামাইল" শব্দটির উৎপত্তি; এর অর্থ আবেশ / ভাব। আবার, আঞ্চলিক / কথ্য হিসেবে এর অর্থ উঠোন। ধারনা করা হয়, রাধারমণ দত্ত ভাবুক প্রকৃতির হওয়ায় এই জাতীয় নামের উৎপত্তি হয়েছে। আবার অনেকের মতে, বাড়ীর উঠোনে এই গান - নাচের আয়োজন করা হয় বলে একে "ধামাইল গান / নাচ" বলে। এই গান / নাচ বাংলাদেশের বৃহত্তর সিলেট (সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার জেলা) অঞ্চলের লোকসংগীত বা লোকনৃত্য হিসেবেই পরিচিত। বৃহত্তর সিলেট ছাড়াও এর পাশ্ববর্তী ব্রাহ্মণবাড়ীয়া, নেত্রকোনা, কিশোরগঞ্জ, ময়মনসিংহ জেলার কিছু অংশে এবং ভারতের আসামের, করিমগঞ্জ, কাছাড়, হাইলাকান্দি, শিলচর এবং ত্রিপুরা এলাকায় ধামাইল গানের প্রচলন রয়েছে।
এই গান / নাচের কিছু বিশেষত্ব রয়েছে; যেমন:
এটি নৃত্য সম্বলিত গান; অর্থ্যাৎ, এতে গানের তালে তালে নাচও হয়।
এটি কাহিনীমুলক পরিবেশনা; অর্থ্যাৎ, এতে এক একটি বিষয় / কাহিনী নিয়ে তার বিভিন্ন অংশ পর্যায়ক্রমে পরিবেশন করা হয়।
মঙ্গলিক আচার; অর্থ্যাৎ, এটি কেবলমাত্র শুভ কোনো কাজের পূর্বে পরিবেশন করা হয়।
পুরুষ বর্জিত আচার; অর্থ্যাৎ, এটি কেবলমাত্র স্ত্রী-সমাজেই সীমাবদ্ধ।

Пікірлер: 95
The Joker wanted to stand at the front, but unexpectedly was beaten up by Officer Rabbit
00:12
How Strong is Tin Foil? 💪
00:26
Preston
Рет қаралды 152 МЛН
The Joker wanted to stand at the front, but unexpectedly was beaten up by Officer Rabbit
00:12