ভারতীয় বাংলা গানের স্বর্ণযুগের সপ্তরথী শিল্পীদের অন্যতম কিংবদন্তি শিল্পী মানবেন্দ্র মুখার্জি বাংলা আধুনিক গানের অবিস্মরণীয় শিল্পী এবং নজরুল সংগীতের প্রবাদপ্রতিম ও বিশেষজ্ঞ শিল্পী। তাছাড়াও কিংবদন্তি শিল্পী মানবেন্দ্র মুখার্জি বাংলা ধ্রপদী সঙ্গীতের অসাধারণ এক প্রথিতযশা সঙ্গীত শিল্পী। প্রিয় শিল্পী কিংবদন্তি মানবেন্দ্র মুখার্জি এর অমর স্মৃতির প্রতি বিনম্র চিত্তে শ্রদ্ধাঞ্জলি ও শতকোটি প্রনাম।
@rabindranathsarkar756310 ай бұрын
বানী প্রেম চেতনার ,' সুরেলা যাদু তার ' শ্রদ্ধা অপার,,,
@mohanchakraborty6892 жыл бұрын
Apurbo gan sune Amar khub Bhalo laglo manobendro Babu ke Amar pronam thanks again and again
@tilaksen3039 Жыл бұрын
আমার অতি প্রিয় আধুনিক গানগুলোর কয়েকটা। আপলোড করার জন্য অসংখ্য ধন্যবাদ।
@SUMITAROY-hc5if9 ай бұрын
এ রকম গান এই শিল্পী ছাড়া আর কারোর পক্ষে গাওয়া অসম্ভব মানতেই হবে 🙏🙏
@arupchatterjee10673 жыл бұрын
Asadharan dada apni ki ki sab gan sonachchen, sustha thakun valo thakun ei vabe gan sonan, silpik bolar mato kono vasa amar jana nei
@arabindaghatak37223 жыл бұрын
আহা কি গান মন ভালো হয়ে যায়
@shisukumarmodak85523 жыл бұрын
অপূর্ব, অসাধারণ!! প্রকাশিতব্য ভাষা আমার অজানা। আপনাকে অসংখ্য ধন্যবাদ কেননা গানগুলো অল্প শ্রুত হয়ত তবে আমার এই ৬৭ বছর বয়সে বলতে দ্বিধা নেই প্রথম শোনার সুযোগ হোল। অপেক্ষায় রইলাম আর ও কিছুর .......
@kumardebu1010 ай бұрын
ভারতীয় বাংলা গানের স্বর্ণযুগের সপ্তরথী শিল্পীদের এক অন্যতম কিংবদন্তি শিল্পী মানবেন্দ্র মুখার্জি বাংলা ধ্রুপদী সঙ্গীতের এক অবিস্মরণীয় শিল্পী এবং নজরুল সংগীতের একচ্ছত্র সম্রাট ও প্রবাদপ্রতিম এক ক্ষণজন্মা বিশেষজ্ঞ শিল্পী। ভারতীয় বাংলা গানের প্রবাদপ্রতিম এই অবিস্মরণীয় শিল্পী কিংবদন্তি মানবেন্দ্র মুখার্জি, যাঁর সঙ্গীতের সকল ধারায় অবাধ বিচরণই প্রমাণ করে তাঁর বিকল্প বাংলা সঙ্গীতে ছিল না, আজও নাই এবং ভবিষ্যতেও থাকবে না। তাঁর বিকল্প শিল্পী স্বয়ং নিজেই। সঙ্গীতের পরম উপলব্ধি নিয়ে জন্মানো এমন সাধক যুগে যুগে একবারই পাওয়া যায়। ভারতীয় সঙ্গীতের প্রবাদপ্রতিম এক অবিস্মরণীয় শিল্পী কিংবদন্তি মানবেন্দ্র মুখার্জি এর অমর স্মৃতির প্রতি বিনম্র চিত্তে শ্রদ্ধা ও শতকোটি প্রণাম।♥️🙏
@nrisinghamukherji3480 Жыл бұрын
মানবেন্দ্র মুখোপাধ্যায় বাংলা গানের প্রাণপুরুষ । উনি যে গান ই গেয়েছেন তা অন্যদের থেকে আলাদা ।ওনার গলায় জাদু আছে ।ওনার শ্রীচরনে শ্রদ্ধা ও প্রণাম জানাই ।