উজ্জ্বল ভাই এই বাংলায় আপনার মতো মানুষের অভাব, আপনাকে হাজারো সালাম সুস্থ থাকবেন ভালো থাকবেন দোয়া রইলো সব সময়। আমি বাংলাদেশ থেকে মুহিত।
@debjanisantra918511 ай бұрын
অনেক অনেক ধন্যবাদ উজ্জ্বল ভাই তোমাকে,সত্যি এখনও পৃথিবীতে তোমার মতো মানুষ আছে বলেই পৃথিবীটা সুন্দর। মানসবাবু আর সমর্পিতা তোমরাও খুব ভালো কাজ করেছো।
@MrSazed099 ай бұрын
সমার্পিতা'র দেশ প্রেমের তুলনা হয় না। তার প্রতি আমার প্রানঢালা শ্রদ্ধা।
@MehmoodHasan01 Жыл бұрын
আবার নতুন করে হীরাঝিল গড়ে উঠুক....❤ জেগে উঠো হীরঝিল...😊
@MdfaisalMiah-to2zc9 ай бұрын
উজ্জ্বল ভাইকে আমাদেৱ বাংলাদেশ থেকে হাজাৱ হাজাৱ সালাম ও আদাব জানাই ❤❤❤❤❤
@mehedyhasan7194 Жыл бұрын
আমি বাংলাদেশ থেকে আপনাদের প্রত্যেকটা ভিডিও দেখি আমি প্রথমে ধন্যবাদ জানাই সমর্পিতা ম্যাডাম উজ্জ্বল সরকার মানস দাদা এবং এর সাথে আরও যারা আছেন অনেকেরেই নাম জানিনা উনাদের এই উদ্যোগে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন সবাইকে অন্তরের অন্তরস্থল ধন্যবাদ জানাই সুন্দর একটা এত বছর পর হলেও নবাব সিরাজউদ্দৌলা খাঁন তার প্রাপ্য সম্মান ফিরে পাবেন এই হীরাঝিল সংরক্ষণ করা হলে এটাই হবে ইতিহাস যারা ইতিহাসকে মুছে দিয়েছে তারা হয়তো জানেনা যে ইতিহাস কখনো মুছা যায় না সত্যের জয় হবেই একদিন ইতিহাসে গড়মিল জেগে ওঠো হীরাঝিল 💪💪💪👌🤜🤛🤝🤲🤲🤲
@abunaserchy53219 ай бұрын
বাংলাদেশ থেকে আপনাদের অনেক ধন্যবাদ জানাই, সিরাজউদ্দৌল্লাহ ছিলেন আমাদের নবাব তার জন্য কিছু করতে পারা এটা ভাবতেও কেমন জানি একটা অনুভূতি কাজ করে তা বলেও বুঝাতে পারবনা। উজ্জ্বল ভাই এবং দিদি সহ যারা যারা সংশ্লিষ্ট ছিলেন অনেক ভালোবাসা কৃতজ্ঞতা নিবেন।
@sadrulanam5113 Жыл бұрын
উজ্জ্বল সরকার কে আমার অনেক ভালোবাসা এবং আন্তরিক অভিনন্দন। তিনি অনেক বড় হ্রদয়ের অধিকারী। তাঁর এ অবদান যুগ যুগ ধরে সকলের মানসপটে উজ্জ্বল হয়ে থাকবে।
@selinaparvin8566 Жыл бұрын
♥️🙏
@biswanathbanerjee5514 Жыл бұрын
উজ্জ্বল কে অনেক ধন্যবাদ
@abusayed-wc7oj11 ай бұрын
খুব বড় মনের মানুষ উজ্জ্বল সরকার ও তাঁর সহধর্মিণী।
@BipulSingha-b2y10 ай бұрын
Onek valo thakun, Ujjal Sorkar
@sadrulanam5113 Жыл бұрын
আমি আপনাদের সাথে আছি এবং থাকব। সিরাজ আকর্ষণে এ বছর দুইবার মুর্শিদাবাদ গিয়েছি। গত ১৪/০৯/২৩ তারিখ হীরাঝিল গিয়ে খুব আবেগপ্রবণ হয়ে পড়েছিলাম, আপনাদের দুজনকেই খুব মিস করেছি। মনে প্রানে আপনাদের সাক্ষাৎ কামনা করেছিলাম। আজ হোক কাল হোক সাক্ষাৎ আপনাদের সাথে আমি করবোই ইনশাআল্লাহ। এ আমার অঙ্গীকার।আমাকে বলুন কি সহযোগিতা করতে পারি। বাংলাদেশের যশোর থেকে মোঃ সাদরুল আনাম।
@tabassumbubly91699 ай бұрын
আমি বাংলাদেশের খুলনা বিভাগ থেকে দেখছি। আপনাদের জন্য শুভকামনা রইলো ❤
@salimchowdhury4466 Жыл бұрын
ভিডিওটা দেখার পরে শেষ দৃশ্যে চোখের জল ধরে রাখতে পারি নাই !লুৎফুন্নিসাকে ধন্যবাদ!উজ্জলদার জন্য ভালবাসা অফুরন্ত!
@asadpatwary359410 ай бұрын
উজ্জ্বল সরকারের প্রতি শ্রদ্ধায় মাথানত হয়ে গেলো।মানস দা,সমর্পিতা দিদি ও উজ্জ্বল দাদাকে শ্রদ্ধা আর ভালোবাসা।
@kuhelvlogs70259 ай бұрын
Ujjol vai love u ..bangladesh
@F.MabdulHai9 ай бұрын
ধন্যবাদ জানিয়ে আপনাকে ছোট করবো না দিদি। অসাধারণ আপনার চেতনা।
@taritkumarray2614 Жыл бұрын
অসাধারণ প্রতিবেদন। কয়েকটি প্রশ্ন- ১ তিন শতক কাঠা হিসাবে কতটা হবে? ২. মিনার তৈরীর জন্য আনুমানিক কত টাকা লাগবে? ৩. যারা অর্থ দান করতে ইচ্ছুক তাঁরা কীভাবে পাঠাবেন? ৪. তিন শতক জমি ছাড়াও আশেপাশের জমিগুলি সৌন্দর্যায়ন বা পরবর্তীতে অন্যকাজের জন্য কি ক্রয় করা সম্ভব তাদের মালিকদের থেকে? ৫. রাজ্যপালের সাথে সাক্ষাৎকারের জন্য আবেদন করা যায় কি যাতে উনি সংশ্লিষ্ট কেন্দ্রীয় মন্ত্রককে হীরাঝিল বিষয়ে অবহিত করেন বা আপনারা নিজেরাই কি কেন্দ্রের এই বিষয়ে ভারপ্রাপ্ত মন্ত্রীকে চিঠি লিখতে পারেন? ৬. নবান্নে যেমন চিঠি লিখছেন তেমনি লোকসভায় বিরোধী দলনেতা মাননীয় অধীর চৌধুরী কে চিঠি লেখা সম্ভব সাহায্যের জন্য যাতে উনি কেন্দ্রের মন্ত্রকের সাথে যোগাযোগ তরান্বিত করতে সাহায্য করেন। মুর্শিদাবাদ ওনার লোকসভা এলাকা, তাই হয়ত তিনি উদ্যোগী হতে পারেন।
@ShaikhWazir-g6l9 ай бұрын
২0 কাঠায় ১ বিঘা, ৬০ কাঠাতে ১ একর। অন্যদিকে , ১০০ শতাংশ বা শতকে ১ একর। অতএব , ১০০ শতাংশ সমান ৬০ কাঠা। অন্যদিকে, ৪৩,৫৬০ বর্গফিট-এ ১ একর। তাহলে, ৩ শতাংশ হচ্ছে ,৩ x ৪৩৫৬০/ ১০০ = ১,৩০৬.৮ square feet or, say, (40 ft x 32.67ft).
@sumonasvlog-gv4zs10 ай бұрын
উজ্জল দা কে অনেক অনেক ধন্যবাদ।। দাদা আপনার ভালো হোক।। খুব ভালো লাগলো ভিডিওটা দেখে আর দিদিকে অনেক ধন্যবাদ আর দিদি খুব তাড়াতাড়ি মনুমেন্ট টা তৈরি।। যাতে গোটা মুর্শিদাবাদ গোটা দেশবাসী দেখতে পায়।।
@mdjalaluddinakanda5831 Жыл бұрын
খুবই চমৎকার উদ্যোগ। এই মহৎ উদ্যোগের সাথে সম্পৃক্ত সবাইকে স্যালুট জানাই। সেইসাথে উজ্জ্বল সরকারকে স্পেশাল স্যালুট জানাই।
@rawnakalikhan1954 Жыл бұрын
দাদা চোখের পানি ধরে রাখা দায় হয়ে গেলো যে!আপনাদের সম্মিলিত প্রচেষ্টাকে স্বাগত জানাই।
@subhankarbanglaghurtefirte6433 Жыл бұрын
সকলকে অশেষ ধন্যবাদ আপনারা আছেন বলেই এত বড় উদ্যোগ সফল হয়েছে, এবং স্যার মানস মহাশয় কে অশেষ ধন্যবাদ ইতিহাস সম্পর্কিত ভিডিও তো বটেই এবং হিরাজিল এর ব্যাপারে নতুন নতুন উপস্থাপনা তুলে ধরার জন্য ❤️❤️
@MahboobBangali-j2o10 ай бұрын
অভিনন্দন জানাচ্ছি সৌদি থেকে মাহবুব ।আমি মনে করি উজ্জ্বল সরকার বর্তমান জমানার হাতেমতাই ।দোয়া রহিল ।
@MilanDaptari-hx9od3 ай бұрын
উজ্জ্বল দাদা কে অসংখ্য ধন্যবাদ কৃষ্ণনগর থেকে আর আমাদের বর্তমান লুৎফুন্নেসা বেগমকে বলবো একটা মুক্ত হস্তে দান বক্স খুলতে আমরা সবাই আমরা যতটা যা পারি সাহায্য করবো আপনি আপনার কাজ এগিয়ে যান করবো সেখানে
@TajulIslamsk-b9k9 ай бұрын
আমি বাংলাদেশ থেকে বলছি আপনাদের সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ
@vlogsm64611 ай бұрын
দিদিকে অন্তর থেকে ভালোবাসা রইলো। সেই সাথে মানস দাদা ও উজ্জ্বলদাকে আন্তরিক শুভেচ্ছা।বাংলাদেশ থেকে।
@WorldBangla-tk4kt Жыл бұрын
দাদা ও দিদি নবাব সিরাজের কারনে আপনাদের জন্য ভালোবাসা ও শুভকামনা সব সময়...
@pappujohnassardar3095 Жыл бұрын
অপেক্ষায় ছিলাম..... ইতিহাসে গড়মিল... জেগে উঠুক হীরাঝিল।।।
@akmenamulhaque7215 Жыл бұрын
বাংলার নবাবের স্মৃতিকে ধরে রাখার আপনাদের অনন্য প্রয়াসকে কুর্নিশ জানাই।
@amitshaha9515 Жыл бұрын
আসাধারন ত্যাগ। ধন্যবাদ জানাই।
@avijitdhar2741 Жыл бұрын
নবাব আমাদের মধ্যে সারাজীবন বেঁচে আছে আর সারাজীবন বেঁচে থাকবেন. 🙏🙏
@mirzaali2126 Жыл бұрын
মুর্শিদাবাদে নবাবের ইতিহাসের সাথে সমর্পিতা দিদি ও বেচে থাকবেন যুগযুগান্তর শুভ কামনা রইল আপনার জন্য আমি ব্রাহ্মনবাড়ীয়া বাংলাদেশ থেকে।
@jayabratamukherjee4098 Жыл бұрын
খুব খুব খুব ভালো লাগলো। এতো ভালো মানুষ এর আগে কোন দিন দেখিনি। ভালো থেকো উজ্জ্বল। সকল কে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা।
@skhelalbasir3485 Жыл бұрын
যে দানের প্রতিদান নেওয়া হয়,সেটা দান নয়।এই দাতা কোনো প্রতিদান নেয়নি। একটাই হলো আসল দান।দাতা ঊজ্জল বাবুকে অনেক অনেক ধন্যবাদ।
@sumanaot Жыл бұрын
উজ্জ্বল সরকার দাদা অনেক বড় মনের মানুষ, আজকের দিনে এত বড় মনের মানুষের দেখা মেলা ভার, এমন মানুষ আছে বলেই হয়তো পৃথিবীতে মনুষত্ব এখনও বেঁচে আছে।
@ZiaurRahama Жыл бұрын
বাংলাদেশ থেকে দেখছি এগিয়ে যাও সমর্পিতা দিদি আমরাও আছি তোমাদের সাথে
@JahangirAlam-wc3kw Жыл бұрын
উজ্জ্বল ভাই আমি বাংলাদেশ থেকে লিখলাম । আপনি আনেক বড়ো মনের মানুষ । আপনাকে অনেক ধন্যবাদ । আপনি বতমান নবাব।
@bosssami1744 Жыл бұрын
এই মহান উদ্যোগের জন্য আপনাকে ধন্যবাদ। আমরা আপনার পাশে আছি।
@monowarhussain8861 Жыл бұрын
ধন্যবাদ জlনাই সমৰপিতা দিদি এবং উজ্জ্বল চৰকাৰেৰ মতো মহান হৃদয়ৰ মানুষ দেৰ কে জাদেৰ জন্য বাংলাৰ নবাব আবাৰো ফেৰে পেলো তাৰ সন্মান।
@kazimotaher22203 ай бұрын
মানসদা , অফুরন্ত ভালবাসা, নবাব সিরাজউদ্দৌলা কে নিয়ে এই আয়োজন যেন পূর্ণতা পায়, বাংলাদেশ থেকে এই কামনা করছি, অবিভক্ত ভারতের আমরাও তো নবাব এর অ্ংশিদার , আমাদের মৃত্যুঞ্জয়ী নবাব সিরাজউদ্দৌলা কে জানাই কুর্নিশ, দাদা ভালো থাকবেন। ঢাকা বাংলাদেশ থেকে।
@ShahjahanSarker-z2c Жыл бұрын
আসলে মানশ দা, পুন: লুতফন্নেসা এবং উজ্জল সরকার, তিন জন ই অসাধারন মানুষ।
মানস দা খুব ভালো লাগলো। অনেক ভালো থাকবেন। মৌলীর জন্য রইলো ভালবাসা।।ঢাকা থেকে 💚
@NoyonAsad Жыл бұрын
উজ্জ্বল সরকার ও তার স্ত্রী চম্পা সরকার দুজনকেই শুভেচ্ছা জানাই। নিজের এমন অবস্থায়ও যিনি জমি দান করার উদারতা দেখিয়েছেন তার প্রতি শ্রদ্ধা মন থেকে চলে আসে। দাদা ও দিদি ভালো থাকুক।
@dr.md.saburuddin4782 Жыл бұрын
দেশ, জাতী ও সমাজের উন্নতির জন্য উজ্জ্বল বাবুর মত উদার ও মহত মানুষের বড়ো দরকার। তাঁর সুস্থ ও দীর্ঘ জীবন কামনা করছি।
@azizulhaqueprince63686 ай бұрын
Love and respect from bangladesh. My gratitude to all of you for your effort to save the memories of nabab sirajuddoula.l think you will also be part of history.
@pratibadikontha Жыл бұрын
From Bangladesh 🇧🇩 সত্যি উজ্জ্বল দা যে কতটা মহৎ হৃদয়ের মানুষ সেটা ভাষায় প্রকাশ করা যাবে না। মন থেকে সকলের প্রতি রইল অফুরন্ত ভালোবাসা আর শ্রদ্ধা জানাচ্ছি।
@paradiseentertainment25908 ай бұрын
আমি বাংলাদেশের খুলনা থেকে এ চমৎকার ভিডিওটা দেখলাম এবং চোখের পানি ঝরালাম। আমাদের নবাব যদি পলাশীর প্রান্তরে সেদিন পরাজিত না হতেন, তাহলে হয়তো আমাদের বাংলা কখনও ভাগ হতো না। আপনাদের এ অসাধারণ উদ্যোগের বিষয়ে আমি সাথে থেকে দোয়া করছি আপনাদের কার্য্যক্রম যেন একদিন নির্দিষ্ট গন্তব্যে পৌছতে পারে। ধন্যবাদ আপনাদের সকলকে। ❤❤❤
@TamimShovon1999 Жыл бұрын
উজ্জ্বল দাদা সহ সকলকে ভালবাসা জানাই বাংলাদেশ থেকে ❤️❤️🇧🇩🇧🇩
@Manowara-yy3xz7 ай бұрын
I. Salute both of you. Your dedication will remain in our heart for ever .Thanks
@MdfaisalMiah-to2zc9 ай бұрын
আমি বাংলাদেশি সৌদি আৱব থেকে আপনাৱ ভিডিও গুলো দেখি।আপনাদেৱ তিন জনকেই অসংখ ধন্যবাদ
@Lovebanla3847 Жыл бұрын
খুব সুন্দর,কি বলবো বলার ভাষা নেই । অনেক ধন্যবাদ
@hasinjahan64517 ай бұрын
Akhono Ujjal er amon valo manush ache dekhe khub onak lagche! Onek onek boro moner manush na hole keo atoo taa korte paren!!! Mon vore doa roilo ❤
@rafiqulislam-us7tw Жыл бұрын
মানস'দা, বাংলাদেশ থেকে বলছি।দুর হতে স্যালুট জানাই প্রথমে আপনাকে,পরে আজকের লুৎফুন্নেসাকে। কারন, আপনার মাধ্যমে প্রথমে জানতে পারি হীরাঝিল আবার নতুন করে জীবন ফিরে পেতে চলেছে। পাশে থেকে নবাবের লুৎফুন্নেসা। তাঁকে ধন্যবাদ না জানালে নিজেকে ছোট করা হবে।সর্ব্বোপরি ধন্যবাদ জানাচ্ছি "উজ্জল সরকার ও তাঁর পরিবারকে।দোয়া করি ফিরে পাক হতভাগ্য নবাবের হীরাঝিল নবরুপে-নতুন জীবন।
@mdhridoykhan60118 ай бұрын
বাংলাদেশ থেকে উজ্জ্বল ভাইকে অনেক ধন্যবাদ উজ্জ্বল ভাই অনেক উদার মনের মানুষ। 🇧🇩 🇮🇳
@gameronlygaming10 ай бұрын
Bhai apni onek onek boro moner manus.
@RolyBegum-iz6wp7 ай бұрын
দিদি ও দাদা এগিয়ে যান। স্বাধীন ও বাংলার সর্বজনিন নবাবের স্মৃতি পূনঃ প্রতিষ্ঠায় আপনাদের সংগঠনের কর্ম কান্ডের সাথে আমি/আমরা থাকব।
@Shamsul-v8i Жыл бұрын
উজ্জ্বল সরকার অসাধারণ, বড় মনের মানুষ, ইতিহাসে তার নাম ও লিখিত থাকবে।
@tofaelahmed74096 ай бұрын
বাংলাদেশ থেকে বলছি, নবাব সিরাজুদ্দৌলার কথা মনে হলে কেন যে মনটা খুব কাঁদে, খুব ইচ্ছে নবাবের কবরটা জিয়ারত করার।
@mdfoysal-cd5vq10 ай бұрын
উজ্জ্বল দা কে অন্তরের অন্তস্তল থেকে ভালবাসা রইল। দিদির উদ্দোগ কে ঐতিহাসিক বাস্তবতা বলে মনে হয়।
@himohimo7927 Жыл бұрын
বাংলার জীবিত আরেক নবাব ❤❤❤❤❤❤
@bengalbayman2 ай бұрын
আপনার সংগে এই ম্যাডামই এই ক্সলের লুতফুন্নেসা।ধন্নবাদ।
@masum4634 Жыл бұрын
যেতে হবে বহুদুর -- এগিয়ে চলুন - সাথে থাকবো - মাদ্রিদ - স্পেইন থেকে ।
@jakirhosemolla5801Ай бұрын
সত্যিই খুব ভালো লাগলো আপনাকে ধন্যবাদ জানাই আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা ভালোবাসা জানাই আপনাকে এবং নবাব এর সত্য ঘটনা জানতে পারলাম
@monirkhan8157 Жыл бұрын
উজ্জ্বল সরকারের প্রতি ভালোবাসা অবিরাম। নবাব সিরাজুদ্দৌলার জন্য জমি ফিরিয়ে দেয়ার জন্য।
@MDSAIFULISLAM-dm7bx Жыл бұрын
দাদা আমি একজন বাংলাদেশী মালয়েশিয়া প্রবাসী আমি উজ্জ্বল সাহেবদের জন্য অন্তর থেকে দোয়া করি উনারা যেন চিরদিন আমাদের মাঝে বেঁচে থাকেন কারণ এই উজ্জ্বল সাহেবরা আছে বলেই আজ পৃথিবী এত সুন্দর প্রেমময়
@kalimuddinmondal71549 ай бұрын
খুব ভালো লাগলো মানস দা অসংখ্য ধন্যবাদ
@amirajsk2068 Жыл бұрын
উজ্জল সরকার তোমাকে অনেক অনেক ধন্যবাদ
@mdjanealam230710 ай бұрын
Ujjol dada k onek onek dhonnobad....
@গনেশকুমারমৈত্র Жыл бұрын
বাংলাদেশ থেকে অপেক্ষা করি দাদা আপনার ভিডিও গুলো দেখার জন্য
@MyGmail-t7i Жыл бұрын
সত্যিকারের মানুষ উজ্জ্বল ভাই!! সালাম আপনাদের সবাইকে।
@mustafizurrahman9522 Жыл бұрын
সত্যি এ যেন নবাবের সম্মান ফিরে পেলেন হোক তা খুদ্র।
@mohsinulazad3629 Жыл бұрын
I am with you from Bangladesh.......
@madhuchhandachatterjee8661 Жыл бұрын
খুব ভাল লাগল এই সময়ে আপনাদের তিন জনের যৌথ অবদানের তুলনা নেই আপনারা এগিয়ে যান। আমাদের মত যারা চাই বাংলার নবাবের অস্তিত্ব টিকে থাকুক তারা নিশ্চয়ই আপনাদের পাশে থাকবে । জন সম্মুখে ভিডিও মাধ্যমে আপনি তুলে ধরে যে কাজ টি করেছেন আপনাকে অজস্র আন্তরিক ধন্যবাদ জানাই জানাই।
@faruqfaruq3598 Жыл бұрын
উজ্জল দা কে আন্তরিক শুভেচ্ছা জানাই সেই সাথে আপনাদের কে ও জানাই। হতভাগ্য সিরাজ কে আজ তার জায়গা ফিরিয়ে দেয়ার জন্য আজ সিরাজ সত্যি নবাব । এবং আজও সিরাজ কে বাংলার মানুষ ভালো বাসে। আন্তরিক ভালোবাসা জানাই বাংলার শেষ নবাব সিরাজ উদ্দোলার কে।
@tapankumarsardar41447 ай бұрын
ভীষণ ভীষন ভালো প্রচেষ্টা, একটা vidoe দেখে আমি কেঁদা ফেলেছিলাম
@souvikbhattacharya7158 Жыл бұрын
মন্তব্য দেওয়ার শক্তি নেই....ধন্যবাদ স্যার
@buddyalam254212 сағат бұрын
Heart of gold. Watching it from America. Thanks
@swanonshahriar7211 Жыл бұрын
দারুন কাজ দাদা। অভিনন্দন
@chiranjitdas4842 Жыл бұрын
উজ্জ্বল সরকার আপনাকে ধন্যবাদ জানাই।সত্যি আপনি বড় মনের মানুষ তা প্রমাণ করে দিলেন ।হিরাঝিল এর উদ্দেশ্য আপনার অবদান চিরদিন মানুষের মনে থাকবে ।
@7bib79 ай бұрын
উজ্জ্বল ভাই আপনার জন্য আমি গর্বিত ❤❤❤ আর সমর্পিতা ম্যাডামের তো কোন ও জবাবই নেই ❤❤❤
@mainulislam7026 Жыл бұрын
অভিনন্দন উজ্জল দাদা! বাংলাদেশ থেকে ৩/৪ মাস আগে গিয়েছিলাম হীরাঝিল দেখতে! উনি ঘুরিয়ে ঘুরিয়ে সবকিছু দেখিয়েছিলেন! শুভ কামনা। ❤
@AbdulHakim-so9lj Жыл бұрын
উজ্জলের জন্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা
@RajeshS002311 ай бұрын
This is heart touching history of Bengal-Bihar and Odisa.This being really again revealed by Samarpita and Manas. The gift of the magi is Ujaal and his family. They will be remained in the heart of this heritage and the world will remember this gift of a king (Ujall here) to a king (Siraj). I would like to bring attention of Bengal and Indian Government to come forward and give Hirajhil a reality with the dream of today's Lufathinnnsia. Thanks.❤❤❤🙏🙏🙏
@SaifulBinAbdulGoni Жыл бұрын
মন টা ভরে গেলো দাদা, বাংলাদেশ বরিশাল থেকে দেখছি। শুভ কামনা রইলো।
@Socialworker-y7h4 ай бұрын
অনেক ভালো লাগলো আপনার প্রচেষ্টা কে দিদি অন্তত থেকে অভিনন্দন
@mdjheadsheikhКүн бұрын
বাংলাদেশ থেকে উজ্জ্বল ভাইকে অন্তরের অন্তর স্থল জানাই ভালোবাসা। ❤❤❤
@azizmalitya3085 Жыл бұрын
Ujjal da onek boro moner manush...& honest Manus seta deklei boja jai
@rahimshaihk136610 ай бұрын
সফল হোক আপনাদের প্রচেষ্টা ,
@MDMansoorChowdhury6 ай бұрын
সমর্পিতা দিদি💖মানস দাদা💖উজ্জ্বল দাদার প্রতি ভালবাসা। বিশেষ করে সমর্পিতা দিদির সাহসিকতা প্রশংসা করতেই হবে। সরকারের উচিত হিরাঝিলের সম্পূর্ণ জায়গা উদ্ধার করে ঐখানে থাকা মানুষদের অন্যত্র থাকার ব্যবস্থা করে দেয়া।
@akhtarhossain5843 Жыл бұрын
উজ্জল সরকার অনেক বড় মনের মানুষ। তার কাজের জন্য আল্লাহ রাব্বুল আলামীন তাকে উত্তম প্রতিদান দান করুন।
@AmitDutta-mt4tq7 ай бұрын
Ei duniya ujjal babu r moto manush ache bole,ekhono duniya ta ache.❤❤❤❤
@safar0075 Жыл бұрын
আপনার ভিডিওর অপেক্ষায় ছিলাম।
@minakshimandal42711 ай бұрын
মানস দার জন্য আমরা সব জানতে পারছি, ধন্যবাদ মানস দা আপনাকে🎉
@biplabdeb2154 Жыл бұрын
উজ্জ্বল দার কথা গুলো অনেক গুরুত্বপূর্ণ
@biplabdeb2154 Жыл бұрын
উজ্জ্বল দাকে অনেক ধন্যবাদ
@RubelAhammed-e6v9 күн бұрын
এগিয়ে যান দাদা, বাংলাদেশের ময়মনসিংহ থেকে।
@abdussattar778911 ай бұрын
সত্য উজ্জ্বল নামের মানুষটির বাহির এবং ভেতর পুরোটাই উজ্জ্বল...
@mahuatarafdarsrivastava688328 күн бұрын
একজন মানুষের মত মানুষের সাথে আলাপ হয়ে ধন্য হলাম....,🙏🙏🙏🙏🙏🙏
@faruqeemam38096 ай бұрын
দিদি তুমি বাংলা দেশে আসো, তোমাকে আমন্ত্রণ।
@biplabdeb2154 Жыл бұрын
মানুষ বাংলা ও দিদিকে অনেক ধন্যবাদ
@m.kmahinboss38858 ай бұрын
উজ্জ্বল দাদা বড় মনের মানুষ। বাংলাদেশ থেকে।
@army-blinkzarakimjeonparkz28316 ай бұрын
অসাধারণ মানুষ গুলো এখনো রয়ে গেছে, স্যালুট জানাই, সমর্পিতা যেমন সমর্পন হয়েছেন নবাব সিরাজুদ্দৌলার কাছে তেমনি উজ্জ্বল ঠিকই উজ্জ্বল নক্ষত্র হয়ে থাকবেন ইতিহাসের পাতায়।