মানসবাবু মুর্শিদাবাদের সঠিক ঐতিহাসিক তথ্য এভাবে গাইডদের সামনে তুলে ধরে তাদেরকে সঠিক তথ্য সঠিকভাবে বলার জন্য অনুরোধ করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। খুব ভালো কাজ করেছেন ভাই। বিকৃত ইতিহাস শুনে মানুষের মনে মুর্শিদাবাদ সম্পর্কে ভুল বার্তা যাওয়া বন্ধ অবিলম্বে হওয়া উচিৎ। আর সরকার থেকে এঁদের সঠিক ইতিহাস জানার জন্য ট্রেনিংএর ব্যবস্থা করা দরকার।
@ArifHossain-TBT4 жыл бұрын
40 মিনিটের ভিডিও দেখে ভাবলাম দেখে শেষ করতে পারবো না, কিন্তূ প্রথম 20 মিনিট শুধু হেসেছি । বেশীর ভাগ মানুষ ভুল ধরলে রেগে যায়, অথচ যে মানুষ 75 বছর ধরে ভুল ধারণা নিয়ে ছিল তাকে না রাগিয়ে ভূল শুধরে দিলেন। দারুন কৃতিত্ব আপনাদের ❤️❤️🎉🎉। খুব ভালো লাগলো ভিডিও দেখে
@RoYaLRoAr54 жыл бұрын
Ekmot R uni nijer bhool ta bujhe sunlen o
@SanatBanerjee-xc7oi10 ай бұрын
খুব সুন্দর লাগলো ভিডিওটা? গাইড দেরও ইতিহাসের সঠিক তথ্য জানা একান্ত প্রয়োজন? শিক্ষার শেষ নেই? শিক্ষার কোনও বয়স লাগে না? বিকৃত ইতিহাসের সঠিক তথ্যটি জানা গেলো? অসংখ্য ধন্যবাদ।
@kishalaybhaumik4 жыл бұрын
গাইড দের শিক্ষিত করার এক সুন্দর প্রচেষ্টা, সরকারি তরফে এই ধরণের ট্রেনিং এর প্রয়োজন, সেটা আপনারা করছেন । অনেক ধন্যবাদ, সাথে থাকার ইচ্ছে রইল।
Bai apnara bangalir ahankar pora bangali satea acea from bangladesh
@kooksoop15693 жыл бұрын
L
@niharbasu60043 жыл бұрын
আপনাদের মুর্শিদাবাদ সম্পর্কে তথ্যমুলক প্রতিবেদন ভাল লাগলো । ভবিষ্যতে তথ্যমুলক ভিডিও আরো দেখতে চাই। বিশেষত প্রাচীণ অবিভক্ত বাংলার ইতিহাস। ধন্যবাদ।
@joybhattacharyya29273 жыл бұрын
অসম্ভব ভালো উপস্থাপনা। আপনার মতো সামান্য কয়েকজন গুণী মানুষ আছেন বলেই বাংলা তথা অবিভক্ত ভারতের ইতিহাসের শিকড়ের সন্ধান এখনও আমাদের কাছে সঠিক ভাবে পৌঁছয়। অনেক ধন্যবাদ আপনাকে।
@woodman90833 жыл бұрын
❤️
@20peegee9 ай бұрын
প্রথম কথা, নবাব সম্পত্তি রক্ষা করার কোনো বোর্ড আছে কিনা? থাকলে তাদের দায়িত্ব। রাজ্যে সরকার বা পৌরসভা জানে কি? কারণ এই সরকার আসার পর হাজারদুয়ারি সহ বিভিন্ন স্থাপত্য কে ঠিকঠাক করেছে।
@bappadityapaul97124 жыл бұрын
খুব ভাল উদ্যোগ, আপনার সাথে parikshit বাবুকে ও অসংখ্য ধন্যবাদ জানাই।গাইডদের প্রশিক্ষণ দিলে এতদিন যারা মুর্শিদাবাদের বিকৃত ইতিহাস শুনে এসেছে তারা খুবই উপকৃত হবে,আসল ঘটনা জানতে পারবে।
@najmul18124 жыл бұрын
অনেক ধন্যবাদ মানস দা আপনাকে। আপনার জন্য মুর্শিদাবাদ এর ইতিহাস গুলো দেখতে পারি ও জানতে পারি।
@abdulkhalek28343 жыл бұрын
মুর্শিদাবাদের সঠিক ইতিহাস তুলে ধরার জন্য আপনাদের ধন্যবাদ জানাই । আপনাদের এই মহত্ প্রচেষ্টা সফল হোক কামনা করি ।
@JohiruddinAhmed4 жыл бұрын
খুব সুন্দর প্রচেষ্টা। গাইড দের এরকম একটা ট্রেনিং এর ব্যাবস্থা করলে খুব ভালো হয়। আপনাকে অনেক ধন্যবাদ।
@shahinnorakter75643 жыл бұрын
স্ত
@samsulammondalmondal4373 жыл бұрын
ষ
@nizamahmed43162 жыл бұрын
মানস দা ,,সত্যিই কোনো ভাষা নেই আপনার মুর্শিদাবাদ এর সত্য ইতিহাস তুলে ধরার যে মানসিকতা। দুজন কে আমি প্রণাম জানাই। আপনার সমস্ত ভিডিও আমি দেখি বিভোর হয়ে ,কখনো কমেন্টস লিখতে সাহস হয়না। আজ শুধু লিখছি গাইড দের গাইড করার যে প্রচেষ্টা নিয়েছেন ,আপনাকে নমন করি। .
@mridulbagchi85003 жыл бұрын
বেশিরভাগ ক্ষেত্রেই আমরা শিক্ষার্থীর মন নিয়ে গাইড এর শরণাপন্ন হয়ে থাকি এবং এরকমই বিকৃত ইতিহাস শুনে ঘরে ফিরি l সত্যি-ই সরকারি ভাবে এদের প্রশিক্ষণ দেওয়া প্রয়োজন l আপনাদের উদ্যোগ কে সাধুবাদ জানাই l
@karunkumarbiswas69493 жыл бұрын
খুব সুন্দর গাইডদের অবশ্যই টেনিং এর প্রয়োজন। সুন্দর প্রচেষ্টা।ধন্যবাদ আরও অপেক্ষায় রইলাম।
@arindam20243 жыл бұрын
সঠিক এবং ঐতিহাসিক সত্য কথা বলা হয়েছে, এগুলি দরকার আছে।অনেক ধন্যবাদ মানস দা আপনাকে.....
@delowarabegum56632 жыл бұрын
অসংখ্য ধন্যবাদ মানস দাকে। সঠিক ইতিহাস অনুসন্ধানে আপনার কর্মপ্রচেষ্টাকে সাধুবাদ জানাই।
@Shifakhana3 жыл бұрын
এটা আমার গ্রাম আর ছোট থেকে এখানে আসি।কিন্তু আমার গ্রামের লোকটি এসব বলে আমি জানতাম না। আপনার মাধ্যমে জানতে পারলাম তাই অসংখ্য ধন্যবাদ মানস দা কে।
@muniverse67623 жыл бұрын
Gramer lokti apnar theke senior
@arifezazi53442 жыл бұрын
খুব ভালো লাগলো মুর্শিদাবাদের ইতিহাস জেনে। ভিক্টোরিয়ার থেকে হাজার দুয়ারী ভালো। কালই ঘুরে এসেছি ওখান থেকে অনেক প্রশ্ন ছিল মনের মধ্যে ইউটিউবে তাই সার্চ দিলাম আপনাদের ভিডিও এলো দেখলাম। এখন অনেকখানি কৌতুহল নিবৃত্ত হলো।
@hillncer14 жыл бұрын
অসাধারণ উদ্যেগ আপনার মানস দা. গাইডদের কে অবশ্যই এব্যাপারে জানানো উচিত যে তারা লোকমুখে শোনা অনেক বিকৃত কথাকেই ইতিহাস ধরে নিচ্ছে আর প্রচার করছে পর্যটকদের নিকট. আশা করি মানস দা যে এবারে আর মুর্শিদাবাদের ইতিহাস কোথাও বিকৃত হবেনা কারণ আপনি নিজেই আছেন সঠিক ইতিহাস প্রচারের জন্যে. আপনার সাথে সাথে পরীক্ষিত বাবুকেও অশেষ ধন্যবাদ.
@ashokebanerjee26613 жыл бұрын
অসাধারণ প্রচেষ্টা, মুর্শিদাবাদ জেলার ইতিহাস সঠিক জানার আশায় রইলাম, ভারতের ইতিহাস যে ভাবে বিকৃত হয়েছে সেভাবেই এই জেলার ইতিহাস ও সঠিক ভাবে লেখা হয়নি, জানা খুব কষ্টকর কোন টা ঠিক আর কোনটা ভুল,যাহোক প্রচেষ্টা অসাধারণ, অনেক কিছু জানতে পারলাম, শুভেচ্ছা রইলো আরও জানার , অভিনন্দন
@mehebubbiswas45954 жыл бұрын
খুব ভালো এবং নিঃস্বার্থ সৎ চেষ্টা আসা করি আগামীতে এই রকম ভিডিও দেখতে পাবো অসংখ্য ধন্যবাদ
@quamrunnahar66413 жыл бұрын
এক কথায় চমৎকার। অনেক অজানা ইতিহাস জানলাম। অসংখ্য ধন্যবাদ। ভালো থাকুন।
@rumman6174 жыл бұрын
দাদা, আপনার সবকটি ঐতিহাসিক ভিডিও আমি বাংলাদেশ থেকে দেখি। ঐতিহাসিক ভিডিওগুলো খুবই শিক্ষামূলক।
@SohelRana-lx4lu3 жыл бұрын
অসাধারণ উদ্যোগ খুবি ভালো লাগলো সঠিক ইতিহাস টা সবার জানা দরকার নাহলে ইতিহাস বিকৃত হয়ে যাবে। মানস দা কে ধন্যবাদ দেয়ার ভাষা আমার নাই।
@nimaikhata65523 жыл бұрын
সঠিক এবং ঐতিহাসিক সত্য কথা বলা হয়েছে, এগুলি দরকার আছে। খুব ভালো লাগলো, ধন্যবাদ ।
@dhimansarkarcenex2 жыл бұрын
অপূর্ব! আপনাদের এই প্রচেষ্টায় আমরা আপ্লুত। নিজেদের দেশের ইতিহাস এইভাবে বিকৃত হওয়া থেকে রক্ষা করার এই উদ্যোগ কে কি ভাবে সাধুবাদ জানাবো তা ভাষায় প্রকাশ করতে পারছি না। ভিড়ের মাঝেও আপনার এই মৌলিক ও নিঃস্বার্থ পরিবেশন কে আমার সশ্রদ্ধ প্রণাম।
অনেক ধন্যবাদ মানস দা আপনাকে। সঠিক ইতিহাস জানাতে আপনি ও পরীক্ষিত দা গাইডকে উদ্বুদ্ধ করার জন্য। বাংলাদেশ থেকে অনেক অনেক শুভ কামনা।
@badalbera75324 жыл бұрын
মুর্শিদাবাদের প্রকৃত ইতিহাস সম্পর্কে আপনাদের গবেষণামূলক উদ্যোগ সত্যই প্রশংসনীয় ।এ জন্য অসংখ্য ধন্যবাদ রইল।
@ishtiaqueahmed47574 жыл бұрын
আপনার বর্ননা করা ইতিহাস আমার জানামতে সঠিক । সবচেয়ে যেটা ভাল লাগলো তা হলো ঐ গাইডকে সঠিক তথ্য বলে দিয়ে ভবিষ্যত প্রজন্মকে ভুল তথ্য জানা থেকে রক্ষা করা । আপনাদের এই বাংলার গৌরবময় ইতিহাস অনুসন্ধান সফল হোক ।
@FairylandPhotograph784 жыл бұрын
সঠিক ইতিহাস না জেনে শুধুমাত্র লোকমুখে শুনে গাইড করাটা অপরাধ না হলেও এটা উচিত নয়। কারন এভাবেই ইতিহাস বিকৃতি হয়ে যায়। আপনাকে অসংখ্য ধন্যবাদ দর্শকদের মাঝে সঠিক ইতিহাস তুলে ধরার জন্য।
@juwelchowdhuryjuk461 Жыл бұрын
মুসলিম গাইডরা তো জংলি জিহাদী মোল্লাদের কলঙ্কিত ইতিহাস গুলো তুলে ধরবেনা।। মুসলিম শাসকরা কিভাবে হিন্দুদের উপর নির্যাতন ধর্মান্তরকরণ হাতের উপর অতিরিক্ত কর ছাপিয়ে দিয়েছিল সেটা তো মুসলিম গাইডরা বলবে না।। হিন্দুরা যারা যে মানুষের কল্যাণ করেছিলে সেটাও বলবেনা এই জিহাদীরা।। সুদর্শন নারায়ন কুলি ছেলেটাকে এই জেহাদীরা গলায় তলোয়ার ঠেকিয়ে বাধ্য করেছিল ধর্মান্তর হতে এবং বাল কোরান শরীফ পড়তে
@kaziharun1334 жыл бұрын
ব্যতিক্রমধমী' আজকের এই ভিডিও টি দেখে খুবই ভাল লাগলো।মুশি'দাবাদের সঠিক ইতিহাস পাঠকদের সামনে তুলে ধরার আপনাদের এই আন্তরিক প্রয়াস সব সময় অব্যাহত থাকবে এই প্রত্যাশাই করি।পরিক্ষিত বাবু সহ আপনাকে অশেষ ধন্যবাদ।
@manasbangla4 жыл бұрын
ভালো থাকবেন, শুভেচ্ছা নেবেন।
@muhsinmuhammad15463 жыл бұрын
আপনাদের চেষ্টাকে ধন্যবাদ জানাই, অনেক কিছু জানতে পারলাম। সত্যি কথা বলতে কি আমি মাঝে মাঝে খুব কস্ট পাই মুশির্দাবাদের করুন অবস্থা দেখে। আমি সত্যি'ই হারিয়ে যায় মুশির্দাবাদের পথে পথে অনুভব করি বাংলার মানুষের সেই সোনালী দিনের কথা! অশেষ ধন্যবাদ
@mohidulmohidislam-74308 ай бұрын
সত্যি কারের ইতিহাস তুলে ধরার জন্য, আমার দুইু গুণী ভাই জান কে ও মানুষ বাংলা চেনেল কে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া রইলো সব সময় ফি আমানিল্লাহ্ আমি মুহিত বাংলাদেশ থেকে মেহের পুর মুজিব নগর থেকে।
@kalpanasarkar82843 жыл бұрын
মানস বাঙলা দেখলাম ভাল লাগল আর গাইড দের নিয়ে একসঙ্গে বসে যে আলচনা র মাধ্যমে টেনিস দিয়ে সত্য জানা নো মহৎ কাজ। ধন্যবাদ জনাই।
@pithuntaheem24643 жыл бұрын
মুর্শিদাবাদ আমার দাদাবাড়ি।। সুন্দর উপস্থাপনা এবং সঠিক ইতিহাস তুলে ধরার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। ঢাকা, বাংলাদেশ থেকে।।
@najminakhatun36993 жыл бұрын
আমি একজন ইতিহাস অনার্স এর ছাত্রী। আপনাদের মুখে ইতিহাস গুলো শুনে উপকৃত হলাম ধন্যবাদ।
@kamalhosen4022 Жыл бұрын
Bolento hazi md mohsin kon bordner chilo
@m.kmahinboss3885 Жыл бұрын
দাদা আপনি ভীষণ ভালো মনের মানুষ, সঠিক ইতিহাস তুলে ধরনের সবসময় আপনার চ্যানেল দেখি বাংলাদেশ
গাইডের অতিরঞ্জন বর্ণনা ইতিহাসকে ধর্ষিত করে চলেছে। আজকে আপনার তথ্যবহুল উপস্থাপনা বরাবর এর মতো অসাধারণ। আবারও ধন্যবাদ। ঢাকা, বাংলাদেশ থেকে।
@Mihi_Dana-z2x4 ай бұрын
@@k.bhuiyan3029 karor rap karor dhoka karor murder nirjaton karor nongrami. Kemne bujlen k ki kore?
@somapal52674 жыл бұрын
মানস বাবু আপনাদের এই প্রচেষ্টা কে স্বাগত জানাই।আমি বহরমপুরে থাকি।গাইড দের সঠিক তথ্য জানাটা খুবই দরকার।
@MrOhid-oi8lb3 жыл бұрын
মানস দা আপনাকে ধন্যবাদ জানাই। যারা ইতিহাস বিকৃত করছে তাদের যেভাবে সংশোধন করছেন সেটা আমার খুব ভালো লেগেছে,এর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। মানস দা, মুর্শীদাবাদের যে সব গাইডরা বিকৃত ইতিহাস পর্যটকদের শোনাচ্ছে সেটা দুঃখজনক। আপনার এ উদ্যোগ আমাকে আনন্দ দিয়েছে। আপনার এ প্রোগ্রাম টার মতো যদি মুর্শীদাবাদের সকল গাইডদের মাঝে চর্চা করা যেত, তাহলে পর্যটকরা সঠিক ইতিহাস জানতে পারত। আপনাকে আবারও ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি।
@smarajitchakraborty76734 жыл бұрын
অত্যন্ত উঁচুমানের প্রচেষ্টা। আপনাদের গবেষণা ও প্রচেষ্টার সার্থকতা কামনা করি।
@ranjitpaul88204 жыл бұрын
এইধরনের উদ্যোগের জন্য একজন ইতিহাস প্রেমী হিসেবে আপনার ও এই চ্যানেলের সকল সদস্য দের আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। আপনার চ্যানেলের মাধ্যমে সারা পৃথিবীর মানুষ মুর্শিদাবাদের সঠিক ইতিহাস জানতে পারছেন পাশাপাশি অনেক দর্শনীয় স্থান আছে যা সাধারণ ভাবে ভ্রমণ পিপাসুদের জানা নেই, তার অবস্থান ও ইতিহাস সম্পর্কে জানতে পারছেন পাশাপাশি পর্যটকরা আরও বেশী করে ভিড় জমাচ্ছেন বলেই মনে করি। আপনার চ্যানেলের শ্রীবৃদ্ধি কামনা করি। যদি কখনো সাক্ষাৎ করার সুযোগ পাই বাধিত হব। ধন্যবাদ 🙏
@manasbangla4 жыл бұрын
দেখা নিশ্চয়ই হবে।
@alokkumarroy19744 жыл бұрын
খুব ভালো লাগলো। স্থানীয় গাইডদের এই অনিচ্ছাকৃত ভুল তথ্য পরিবেশন করা থেকে, তাদের প্রকৃত শিক্ষিত করার যে আন্তরিক প্রয়াস, তাকে আমি কুর্নিশ জানাই। অনেক শুভেচ্ছা রইল❤ ভালো থাকবেন।
@syedsalim90243 жыл бұрын
শ্রদ্ধেয় মানুষ বাবু অসংখ্য ধন্যবাদ আপনি যেভাবে গাইডকে ভুলগুলো সংশোধন করে দিলেন এবং গাইডের জন্য ট্রেনিংয়ের ব্যবস্থা করবেন কথা দিলেন তার জন্য অসংখ্য ধন্যবাদ।
@ripanghosh20884 жыл бұрын
এটা তো সত্যি, লোকমুখে বানানো ইতিহাস না জেনে সত্যি ইতিহাস জানা অনেক ভালো। আপনাদের প্রচেষ্টা খুব ভালো এবং সুন্দর।🙏🙏🙏🙏
@Mihi_Dana-z2x4 ай бұрын
Sob joge biyoge guune vaage dfrnt shit in dfrnt forms
@AlamgirHossain-df8jc2 жыл бұрын
অনেক সুন্দর ঐতিহাসিক প্রতিবেদন,ধন্যবাদ দাদা, ওই বৃদ্ধ ব্যাক্তিকেও ধন্যবাদ উনি খুব মনোযোগ দিয়ে শুনলেন এবং সত্য বিষয় মেনে নিলেন
@peaceforhumanity30843 жыл бұрын
From Bangladesh, Thank you to your nice decisions to find the true history of Murshidabd
@abdulmatin74792 жыл бұрын
খুব ভালো লাগলো মুর্শিদাবাদের সঠিক ইতি হাস জানতে পেরে।
@asaduzzaman78342 жыл бұрын
অসাধারণ। অসাধারণ। অসাধারণ। মানস দাদার ইতিহাস জানার পরিধি দেখে পুরোপুরি অবাক হয়ে গেলাম। প্রণাম দাদাকে অন্তরের অন্তস্থল থেকে।
@basherkhan59082 ай бұрын
Manas Da - Outstanding! You and your friend are very polite professionals who are respectful to others! Thank you for disclosing the truth. Wish you a great success!
@krishnendumaitra57624 жыл бұрын
দারুণ উদ্যোগ মানসবাবু।।।। এই মহৎ উদ্দেশ্য আপনাদের সার্থক হোক।।। কল্যাণী থেকে ভালবাসা রইল❤️
@Rajdip26093 жыл бұрын
খুব ভালো লাগলো আপনার এই তথ্য সমৃদ্ধ ভিডিওটি দেখে। অনেক ধন্যবাদ আপনাকে।
@kaushikdas213 жыл бұрын
খুব ভালো লাগলো, অভিনব প্রয়াস, অপূর্ব উপস্থাপনা
@AbdulSamad-tf7oz3 жыл бұрын
সঠিক প্রয়াস, অনেক ভূল কথা গাইড গন বলে থাকেন, তাদের প্রশিক্ষণ প্রয়োজন। ধন্যবাদ আপনাদের ।
@immrb0074 жыл бұрын
দাদা আপনাদের চ্যানেলের ভিডিও গুলো সুন্দর। গাইডদের ছোট-খাটো প্রশিক্ষণের ব্যাবস্থা করলে ভালো হতো। আমাদের মাঝে বাংলার ইতিহাস তুলে ধরার জন্য ধন্যবাদ। আপনার জন্য দোয়া ও শুভকামনা রইল। ❤️❤️🇧🇩
@rajibkhan58344 жыл бұрын
R 8
@fmzero38643 жыл бұрын
এতটাই ভাল লেগেছে যতবারই আপনার চ্যানেলের কাজগুলো দেখছি স্যার ততটাই মুগ্ধ হচ্ছি আপনাদের প্রতি আমরা সব সময় আরো সত্য ঘটনা গুলো শুনতে চাই সত্য ইতিহাস শুনতে চাই গোটা ভারত এবং বাংলাদেশের সব ইতিহাস জানতে চাই যেটা দুই বাংলার সাথে জড়িত সত্য ইতিহাস বা পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তানের সবকিছুর সত্য ঘটনা গুলো শুনতে চাই অবশ্যই যেখানেই যাবে সেই দেশের সব সত্য ঘটনাগুলো ইতিহাস গুলো তুলে ধরবেন এই কামনা রাখি
@mohiuddinalamgir89423 жыл бұрын
আপনি মুর্শিদাবাদের সঠিক ইতিহাস উন্মোচনে সচেষ্ট ,বিষয়টি প্রথম থেকে লক্ষ্য করেছি । মানুষ বাংলার সাফল্য কামনা করছি । (বাংলাদেশ থেকে)
@mdebrahimsk99563 жыл бұрын
অনেক অনেক ধন্যবাদ মানস দা, বিকৃত ইতিহাসের সত্য উদঘাটনের জন্য। আপনার প্রচেষ্টা কে কুর্নিশ জানাই।
@khaledurrahman75554 жыл бұрын
অনেক ধন্যবাদ দাদা, বাঙলার ইতিহাস ঐতিহ্য নিয়ে কাজ করার জন্য।
সুন্দর উদ্যগ মানস বাবু । গাইডদের গাইড দেওয়া যাতে সত্যটা মানুষ জানতে পারে।
@worldofinnocence2 жыл бұрын
অসাধারণ ...আপনার প্রচেষ্টা আমাদের অনেক নতুন তথ্য এনে দিল।সত্যি এত কিছু details জানতাম ই না।
@abujargazi35183 жыл бұрын
দাদা খুব সুন্দর উপস্থাপনা তুলে ধরার জন্য অনেক ধন্যবাদ। আপনাদেরকে ছালাম জানাই।
@hasaniqbalbahar18334 жыл бұрын
সত্যি sir বহু অজানা তথ্য আমারা আপনার কাছ থেকে পাচ্ছি এটার জন্য ধন্যবাদ আপনাকে ।আর আমরা যাতে এইরকমই সব অজানা ইতিহাস ভবিষ্যতে জানতে পারি তার জন্য অনেক শুভকামনা রইলো আপনাকে।BIGGGG FANNN SIRR👍🏼👍🏼👍🏼👍🏻👍🏻👍🏻👌👌👌
@asishchakraborty4324 жыл бұрын
Really very informative knowledge and we are very much greateful for taking such pain to reveal the truth.
@mddider22972 жыл бұрын
বাংলাদেশ থেকে আপনার ভিডিও গুলো নিয়মিত দেখি, ধন্যবাদ দাদা আপনাকে সঠিক ইতিহাস গুলো আমাদের জানানোর জন্য,
@KhaledAhmed-nf1rm4 жыл бұрын
আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ , অত্যন্ত চমৎকারকরে সটিক ইতিহাস বুঝিয়ে তুলে ধরার জন্য ।
@shyamalsarkar1643 жыл бұрын
Real History Thank you
@prabahamitra93223 жыл бұрын
Khub valo laglo Manas Da, itihas jodi vul byakhya hoi tahole amader poroborti generation vul shikhbe, sei lojjar hath theke amader bachanor jonno o amader Banglar gourabojjol itihas k tule dhorar jonno apnake o apnader team k osonkho dhonnobad.
@PinakshiSaha4 жыл бұрын
আমার বাড়ি বহরমপুর ..... মুর্শিদাবাদের এই সত্য ইতিহাস উন্মোচন করার জন্য ধন্যবাদ।🙏
@sinhaonlineshareeingce78493 жыл бұрын
সুন্দর উপস্থাপনা।গাইড ভদ্রলোকের সাক্ষাৎকার শোনার সূযোগ হয়েছিল।
@sagnikroy87693 жыл бұрын
Last year, I along with my two close friends took a 3 days trip of Murshidabad . We were blessed enough to listen to this person face to face. Thank you Manas Bangla for again giving us the opportunity to listen to him.
@naimurrahamn3 жыл бұрын
Hi
@naimurrahamn3 жыл бұрын
Hi
@anjandas14244 жыл бұрын
আপনার ভিডিও গুলো বরাবরই ভালো লাগে, এবং সত্য ঘটনা গুলো জানতে পারি। ধন্যবাদ আপনাদের🙏 আপনার এই ভিডিওগুলো একটা বই আকারে লিখলে(চিত্রসহ) খুব ভালো হয়। তাহলে বাংলার মানুষ বাংলায় ঘটনা গুলো জানতে পারবে। এবং মুর্শিদাবাদের ঐতিহ্যও বাড়বে। তাহলে পরবর্তী প্রজন্ম এই বিষয়ে সত্য টা জানতে পারবে।
@rinkuanimikh74544 жыл бұрын
খুবই ভালো কাজ। আপনাদেকে ধন্যবাদ ও অভিবাদন।
@swapanbanerjee642111 ай бұрын
এটাই ঠিক সাজেশন। ওনাদের ট্রেনিং দেওয়া দরকার। অনেক কিছু জানতে পারলাম। ধন্যবাদ।
@SOTOTA664 жыл бұрын
মানস ভাই আপনি একটা অসাধারণ কাজ করলেন ! গত সপ্তাহে আমার কয়েকজন আত্মীয়র(বর্ধমানের) সঙ্গে ওখানে গেছিলাম ! ঐ গাইড ভদ্রলোক আমাদেরও ওই একই ভুল গল্প গুলো শোনাচ্ছিলো । আমার খুব অস্বস্থি হচ্ছিল ! আমি আত্মীয়দের সাথে থাকায় তর্কে জড়াতে চাই নি ! ওরা( আত্মীয়রা)কিন্তু বিশ্বাস করে চলে গেলো ! মনের কোথায় যেন খিচখিচ করে বাঁধছিল। অবশ্য সম্পূর্ণ ইতিহাস টা আমিও জানতাম না ! যাইহোক আপনাদের মিশন সফল হোক ! খুব ভালো লাগলো ! আপনি ও পরীক্ষিত ভাই খুব ভালো থাকবেন। ধন্যবাদ !
@joydeepbandyapadhyay64774 жыл бұрын
মাননীয় মানস বাবু, নমস্কার নেবেন।আপনার উপস্থাপনা বেশ সুন্দর। এই vlog টা দেখে সমৃদ্ধ হলাম।পরবর্তীতে আপনার অনুষ্ঠানে আরও কিছু পেতে চাই। দোষ আপনারই কারন আপনিই প্রত্যাশা বাড়িয়ে দিয়েছেন। ভাল থাকুন, আর এই ধরনের vlog দিয়ে ভাল রাখুন আমাদের। মন আর চিন্তন এর ক্ষিদে মেটানোর মানুষ খুব কম।
@manasbangla4 жыл бұрын
ভালো থাকবেন, শুভেচ্ছা নেবেন। চেষ্টা করবো আরও ভালো কিছু করার
@emranhossain42814 жыл бұрын
নবাব দের ইতিহাস ভিত্তিক নতুন ভিডিওর অপেক্ষায় ছিলাম.. ধন্যবাদ আপনাকে দাদা
@bduzzal92413 жыл бұрын
মানস দা কি রকম আছেন আমার বাড়ি মুন্সিগঞ্জ বাংলাদেশ আমি সৌদিতে কাজ করি আপনার ভিডিওগুলো অনেকদিন ধরে আমি দেখি খুব ভালো লাগে । জানিনা এই লোকটার কথা গুলো মিথ্যে বলেছে কিন্তু সত্য গাইড হিসাবে ভালোভাবে বোঝাতে পেরেছে l আপনাকে অনেক ধন্যবাদ ইতিহাস তুলে ধরার জন্য । আমি জাকির হোসেন উজ্জল
@AriyanKhan-kr4qd3 жыл бұрын
চাচার ইতিহাস অনেকটা ভুল ছিলো। তবুও মানস বাবু নবাব সুজাউদ্দিন খান নিয়ে সঠিক ইতিহাস টা তুলে ধরার জন্য ধন্যবাদ।
@pranabbasu99923 жыл бұрын
MONUMENT GULOTA DISPLAY BOARD WITH SHORT DESCRIPTION SHOULD BE THERE
@krishnendusarkhel21433 жыл бұрын
Manasbabu darun khub valalaglo
@rokeyaparveen90563 жыл бұрын
দাদা সিরাজদৌলার ঐতিহাসিক স্থান এবং ইতিহাস ভালো করে জানতে পেরে খুব ই ভালো লাগলো। আপনাকে ধন্যবাদ। বাংলাদেশ থেকে।
@asitsaha81854 жыл бұрын
Thanks for actual information, awareness needed for Murshidabad tour guides as tourist get right historical information, Thanks again for one guide enlightened by you. 👍👍👍
@abdulashik35743 жыл бұрын
আমরা 10November মুর্শিদাবাদ গিয়ে একই গল্পও শুনেছি ওই মানুষ টির থেকে। মুর্শিদাবাদের ইতিহাস বিকৃত হচ্ছে। আপনাদের চ্যানেল চেষ্টা করছে সঠিক ইতিহাস জানানোর। ধন্যবাদ।
@pobitraroy16624 жыл бұрын
দাদা প্রণাম নিবেন আপনার প্রোগ্রাম গুলো অনেক সুন্দর আপনার মাধ্যমে আমরা অনেক কিছু দেখতে পাই তার সাথে অনেক ইতিহাসও জানতে পাই।
@badaruddinsiddiquie64053 жыл бұрын
সঠিক ইতিহাস তুলে ধরার জন্য আপনাদের আন্তরিক ধন্যবাদ ৷এবং সেইসাথে উনাদের ট্রেনিং এর ব্যাবস্থা করা হলে ভালো হয় ৷সেক্ষেত্রে পর্যটকরা সঠিক তথ্য জানতে পারবেন ৷
@priyanka1433 жыл бұрын
Ekhane onek bar gechi ami khub sundor jaiga💐💖👌💐💖👌
@sagorahmed93273 жыл бұрын
Bangladesh থেকে বলছি, আপনার সব ভিডিও গুলো ইতিহাসের জন্য খুবই গুরুত্বপূর্ণ। অসখ্য ধন্যবাদ আপনাকে💖💖💖
@sunetrabhattacharya3 жыл бұрын
আমি যখন ২০১৯-এ গেছিলাম, ওনাকে এগুলো সব বলেছিলাম, উনি এখনও ঐ একই গল্প বলে যাচ্ছেন। এরা আসলে বদলাতেই চায় না।
@jhumapramanick38833 жыл бұрын
ঐ মানুষ টা কে এই গল্পের কথা শুনিয়েছেন?
@masudranamasudrana36223 жыл бұрын
right
@MahabubKaka Жыл бұрын
Kono ghotona ghote jaoa r por por e history te jaiga pai na. Pore ghote jaoa ghotona sabar kach theke sune, onek jaiga theke milia nia bastobota ar sundor ak etihas lipiboddho hoi............ Manas sir k asonkko thanks❤🌹
@shahnajakter27614 жыл бұрын
অনেক অনেক ধন্যবাদ দাদা,দির্ঘজিবি হন। সত্য প্রকাশে আপনারা অনন্য।সত্যই খুব ভালো লাগলো,আবারো আপনাদের কে অশেষ ধন্যবাদ।
@mdmozaffarahmed64612 жыл бұрын
সুন্দর হয়েছে, আরও ভালো কিছু আশা করি
@mebms46223 жыл бұрын
Sir aaj theke sob episode gulo dekha start korechi khub sundor lagche sooti gulo tule dhorar jonnno .... ধন্যবাদ ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
@dolarana77742 жыл бұрын
Sotti manuser sekhar kono ses ei ,ei video guli tar praman kore ,ato sundar details bojhanor jonno sadharon manush notun kore history sekha ho66e ,dhonnobad dada apnader .
@nazuddin63464 жыл бұрын
Many thanks bhai For the history lots to learn Best wishes from London❤❤❤ This guy has passion bhai 🙏
@mimichatterjee51944 жыл бұрын
Khub sundor video....sotti guide bhai der proper history jana khub dorker. ...jate at least bhul tottho sadharon manush er kache naa jay
@ashokeghosh27543 жыл бұрын
We are having many things of long days ago which are unknown to many of us. Your contents of research and presentation to us is informative and most imaginable.
@asims81422 жыл бұрын
Such a bold step to provide actual history infront of us.. keep the good work going..
@mdsaddamhossain34983 жыл бұрын
Khub sundor laglo sir.
@ইন্দ্রজালওচারপাশ3 жыл бұрын
অসাধারণ উদ্যোগ মানস বাবু।গাইডরা ট্রেইন আপ হলে তবেই সঠিক ইতিহাস জানবে মানুষ।
@carromloversarif4 жыл бұрын
Khub valo lagche manos da tomar video gulo
@kanishkabanerjee1363 Жыл бұрын
Khub sundor uposthapona ki sundor kore sothik itihasta bujhie bollen amader darun lagche Sir salute