অসাধারণ প্রতিবেদন। মনে হয় যেন আপনার ই ভ্রমণসঙ্গী।
@tanmoybose87552 жыл бұрын
Khub bhalo laglo, osadharon
@sumansarkar33333 жыл бұрын
অপূর্ব ভিডিও। আর মিহির বাবুও খুব ভালো বর্ণনা করেছেন। কাঠগোলা বাগানের পাশেই জঙ্গলা কালি বাড়ি অবস্থিত। অনেক ইতিহাস লুকিয়ে সেখানেও।আর জিয়াগঞ্জ এর আনাচে কানাচে ও অনেক অশ্রুত ইতিহাস ফিসফিস করছে প্রকৃত শ্রোতার অপেক্ষায়।মানস বাবু আপনার জন্যই হয়ত তাঁরা অপেক্ষারত। ভালো থাকবেন। মুর্শিদাবাদ ,জিয়াগঞ্জ কে খুব ভালোবাসি এখানকার মানুষদের ভালোবাসা,সরলতা আর আঞ্চলিক ইতিহাসের সম্ভারের জন্য।
@elorasstudio2 жыл бұрын
আপনার সব ভিডিও আমি দেখি খুব ভালো লাগে আপনার ভিডিও।অনেক নতুন নতুন তথ্য পাই আপনার ভিডিও তে।
@Priyansu_19953 жыл бұрын
Osadharon laglo manasda....itihas e onuvob korlam marome...🙏🙏💐
@gopachakraborty32373 жыл бұрын
Khubi sundor apner bolar vongimae nutan kora jano murshidabad dekhlum murshidabad amar khube prio jayga
গাইড সুদ্বীপ পুসারি কাকু আমার আত্মীয় হন , সুদ্বীপ কাকু কে দেখে খুব ভালো লাগলো
@ranjanadas38743 жыл бұрын
Apnar sobguly vedio asadharon.
@snigdharana81113 жыл бұрын
ভীষন ভীষন ভালো লাগলো
@amritad25403 жыл бұрын
Manas da...apnar video gulo bhishon informative and interesting....bhishon bhalo lage....👍👍👍👍
@MegaSiddharth1008 ай бұрын
আপনার ক্যামেরার মাধ্যমে মুশির্দাবাদ জেলা নতুন করে চিনতে পারলাম। কত অজানা কাহিনী গোচরে এলো। অজস্র ধন্যবাদ 🙏
@mdsaddamhossain34982 жыл бұрын
khub sundor laglo Manasda.
@saswatichoudhury48242 жыл бұрын
Bhalo laglo Sundor video
@MegaAkashnil2 жыл бұрын
বাংলাদেশ থেকে দেখছি। অসাধারন একটি ভিডিও, সাথে চমৎকার উপস্থাপনা। আপনার চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখছি। সত্যিই অসাধারণ। ইতিহাস প্রেমিক- এপাড় বাংলার সালাউদ্দিন সুমন ভাই আর ওপাড় বাংলার মানস দা।
@ankitasarkar91422 жыл бұрын
I'm from Belgharia, kolkata Kintu amr purono bari Murshidabad.akhon o relatives thake sekhane. Ager bochor murshidabad gie sob kichu ghure dekhe murshidabad k khub valo lege geche... apnar video roj dekhi. Murshidabad k r o valo vabe jante icha kore.
@kunalhalder6211 Жыл бұрын
বেলঘরিয়া কলকাতায় নয়, উত্তর ২৪ পরগনায়, যতই খুব কাছে কলকাতা থাকুক।
@ashmitas Жыл бұрын
thanks for this informative video.
@taposbhattacharyya3416 Жыл бұрын
অপূর্ব লাগলো মানুষ বাবু সমৃদ্ধ হলাম ঐতিহাসিক তথ্য গুলো জেনে।
@debajyotibhattacharya20623 жыл бұрын
অসাধারণ সুন্দর লাগলো ۔
@rudraprataphati17872 жыл бұрын
Nice
@shasankashekharhalder95493 жыл бұрын
খুব ভালো লাগলো
@sunitimandal1922 Жыл бұрын
কাঠগোলা বাগান বাড়ি দেখলে খারাপ মন ও ভালো হয়ে যায়। শিল্পীর নিপুণ হাতের কাজ সত্যি তুলনাবিহিন। বাউরি মিউজিয়াম গোলাপ বাগান দেখলাম। ইতিহাস ঠিক কথা কিন্তু মন ভালো করা ইতিহাস। ধন্যবাদ মানস বাবু।
@bapankiranupadhaya2 жыл бұрын
Video ta khub valo laglo
@kunalmandal072 жыл бұрын
Osadharon laglo 👌🏻😸🐈🐈
@jagatmandal77162 жыл бұрын
কাঠগোলাপ বাগান বাড়ি টা থেকে খুব ভালো লাগলো আপনাকে ধন্যবাদ দাদা
@koushikeenaskar40363 жыл бұрын
Wow wow
@shovadas1252 жыл бұрын
Khub bhalo laglo
@etubanerjee9792 жыл бұрын
কাঠগোলা বাগান দেখেছি তখন বুঝতে পারিনি ভালো করে আজকে তোমার ভিডিও দেখে তোমার কথা শুনে। অনেক কিছু বুঝতে পারলাম। অসাধারণ , অতুলনীয়, অপূর্ব লাগলো।
@kakalisabui99143 жыл бұрын
Apnak onek dhonnobad.
@TRAVELCHANNELMURSHIDABAD2 жыл бұрын
I LOVE MURSHIDABAD
@mayukhmukherjee87432 жыл бұрын
Very informative.
@shantanubauri62612 жыл бұрын
খুব ভালো ইতিহাস নিয়ে একটি উপস্থাপনা ।
@mdmasudkhan4612 жыл бұрын
দাদা নমস্কার আমি বাংলাদেশ থেকে আপনার প্রতিটি ভিডিও দেখি খুবই ভালো লাগে আপনার উপস্থাপনা ধন্যবাদ আপনাকে।
@NazmulBepari-re3sr Жыл бұрын
ভাই আমি আপনার প্রতিটা ভিডিও দেখি। আমার বাড়ি বাংলাদেশ শরীয়তপুর জেলা ডামুডা থানা। আমি এবার দশম শ্রেণীতে পড়ি। ইতিহাস বিভাগে। আপনার প্রতিটা ভিডিও আমার ভালো লাগে। আসলে আমারে ভারতের এবং কলকাতার ইতিহাস উপনিবেশ ইতিহাস কলকাতার বিভিন্ন জমিদার বাড়ি ব্রিটিশ আমলের ইতিহাস। আমার জানতে শুনতে ভালো লাগে। আমি বেশিরভাগ ফেসবুক চালাই। ইতিহাসের কথা মনে পড়লে ইউটিউবে আপনার ভিডিও দেখি। আমার স্বপ্ন অনেক আমি মুসলিম। আমার ইচ্ছা প্রথম সৌদি আরব হজ করব। তারপর সারা কলকাতা ঘুরে দেখব প্রত্যেকটা ইতিহাসের সম্পর্কে বাড়িতে যাব। আপনিও বাংলা ভাষায় কথা বলেন। আমিও বাংলা ভাষায় কথা বলি। আমি অনেক এক্সাইটেড কলকাতার ইতিহাস শোনার জন্য। কলকাতার কেউ থাকলে রিপ্লাই দিবেন।
@bipuenterprise12003 жыл бұрын
nice
@abulmannan48773 жыл бұрын
দাদা আমি বাংলাদেশের সিরাজগঞ্জ থেকে আমি আপনার একজন নিয়মিত দর্শক সত্যি দাদা আপনার মাধ্যমে অনেক অতীত ইতিহাস জানতে পারি তার জন্য আপনাকে সবসময় মন থেকে সেলুট জানাই। আর আপনার ভিডিও সব সময় নাম্বার ওয়ান।
@paritoshdash55153 жыл бұрын
গ
@iqbalchowdhury67383 жыл бұрын
@@paritoshdash5515 ক
@siyamajhi76173 жыл бұрын
🧑🎓
@DKumar-zb5zm3 жыл бұрын
@@iqbalchowdhury6738 💎
@tanmoychakraborty91643 жыл бұрын
Darun 👌👌
@VaboghureAmi19643 жыл бұрын
খুব ভালো লেগেছে ! এতো বিশ্বাসযোগ্য মুর্শিদাবাদের ইতিহাস আগে পাইনি ! আপনার মারফত সঠিক ইতিহাস পাওয়া যায় ! আপনার সাথে দেখা করার ইচ্ছে এবং এরকমই কোনো ঐতিহাসিক জনপদে ভ্রমণসঙ্গী হবার ! ধণ্যবাদ !
@rupkathasaptadipa56113 жыл бұрын
কাঠগোলায় ২ বছর আগে গেছিলাম । সেই স্মৃতি আবার ফিরে পেলাম । ধন্যবাদ মানসবাবু । আরও এরকম নস্টালজিক ভিডিও দেখার অপেক্ষায় থাকলাম ।
@pujadebnath59663 жыл бұрын
Kaku vidio ta valo laglo amar bari akhanei, r akhane to bolo dugga mai ki, r sannayasi raja shuting hoyechilo
@parameshroy72693 жыл бұрын
Khub khub bhalo
@dedadratasen8983 жыл бұрын
বাঃ সুন্দর। অতি সুন্দর। অপূর্ব। এই রকম রাজবাড়ী! যারা তৈরী করেছে এই অমূল্য সম্পদ তাদের এক বার দেখতে ইচ্ছা করছে। কিন্তু হায়।
@tarakchanda9733 жыл бұрын
অজানা ইতিহাস জানার পর এত মানসিক আনন্দ পেলাম যেটা ভাষা দিয়ে প্রকাশ করা যাবেনা আপনাকে অনেক ধন্যবাদ ।
@hawoabegum57403 жыл бұрын
০৳২
@dipanyita38893 жыл бұрын
ইতিহাসের আরও একটি অধ্যায় কে এত সুন্দর ভাবে উন্মচিত করলেন সকলকে সামনে। এর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
@princesheikhkironcaptain88012 жыл бұрын
আল্লাহ শ্রেষ্ঠ ইসলাম শ্রেষ্ঠ ধর্ম
@mohsinmani96323 жыл бұрын
আপনার ইতিহাস অনুসন্ধিৎসু মন সত্য ইতিহাস তুলে আনছে। সঠিক ইতিহাসের প্রতি আপনার ভালোবাসা এবং দায়বদ্ধতা দেখে আমি আপ্লুত। আমরা খাঁটি ইতিহাস জানতে চাই। আপনার অক্লান্ত পরিশ্রম একদিন ইতিহাসের গতিপথ পরিবর্তন করবে বলে আমি বিশ্বাস করি। বাংলাদেশ থেকে আপনি আমার ধন্যবাদ গ্রহণ করে কৃতার্থ করবেন।
@debabratachowdhury68613 жыл бұрын
ভালো হয়েছে, ঐতিহাসিক তথ্যসমৃদ্ধ। এগিয়ে চলুন।
@soubarnathakur83193 жыл бұрын
আসাধারণ ৷ খুবই ভালো লেগেছে ... ভাষায় প্রকাশে অক্ষম। জয় হোক ৷ ভালো থাকবেন ৷
@sonamonimondal411211 ай бұрын
Onek Bangla cinemar shooting hoyeche akhane ❤
@masumazahan2002 Жыл бұрын
অসাধারন! যেমন সৌন্দর্যমন্ডিত ভিডিও , তেমনই ভাষার চয়নশৈলী! ; স্মৃতিগুলো জীবন্ত হয়ে উঠলো❤️❤️
@s.sarkar33923 жыл бұрын
অসাধারণ উপস্থাপনা, মনে হয় ইতিহাসের সেই দিনগুলোতে ফিরে গেলাম।
@dbsworld60283 жыл бұрын
খুব সুন্দর লাগলো। আপনার বর্ণনা ও চোখ দিয়ে এক অন্য মুর্শিদাবাদ জেলাকে আবিষ্কার করি। আমি কাটোয়ায় থাকি। কাটোয়াও অনেক ইতিহাস প্রসিদ্ধ স্থান। একদিন কাটোয়া আসুন স্যার। খুব ভালো লাগবে আপনার সাথে দেখা হলে।
@mdibrahimkhalil72483 жыл бұрын
এই ভিডিওতে মহানায়কের কথা শুনে ভালো লাগলো
@basabbhattacharyya32653 жыл бұрын
শুভ মহাবীর জয়ন্তী দাদা, আর আজই আপনার এই উপস্থাপন ..... কাঠগোলাপের বাগান বাড়ি, সত্যি সত্যি মুর্শিদাবাদের এক অন্যতম আকর্ষণীয় স্থান, প্রচুর ইতিহাস লুকিয়ে আছে এই স্থান ঘিরে, ঘুরতেও অনেক সময় লাগে, গোটা এই বাগান বাড়ি, অসাধারণ পরিবেশ এবং অভূতপূর্ব সব জিনিসপত্র ছড়িয়ে আছে এই বাগান বাড়িতে, যা সত্যি অনবদ্য, সব মিলিয়ে দারুন এক ঐতিহাসিক স্থান ...... কেমন লাগলো, এই প্রশ্নের উত্তর আর নূতন করে দিচ্ছিনা, শুধু এই টুকুই বলব, খুব খুব সাবধানে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আনন্দে থাকুন আপনারা সবাই .....
@rabindranathmaity23093 жыл бұрын
খুবই সুন্দর। ঐতিহাসিক তথ্যের সাথে পরিষ্কার বাংলা উচ্চারণ ও শান্ত সুললিত ছন্দে বর্ননা এক মোহনীয় পরিবেশের সৃষ্টি করেছে। আবার বলি অপূর্ব ।
@mmtravelr28143 жыл бұрын
এর আগে দুবার দেখেছি কিন্তু খুঁটিয়ে খুঁটিয়ে দেখলাম আপনার মাধ্যমেই।ধন্যবাদ আপনাকে ❤️🇧🇩🇧🇩🇧🇩❤️
@hillncer13 жыл бұрын
দেখলাম বেশ সুন্দর একটি প্রতিবেদন আর সেইসাথে জানলামও অজানা অনেক কিছু.
@rupkathasaikat2023 жыл бұрын
ইতিহাস আর আবেগের ছোঁয়ায় সবসময় রোমাঞ্চ জাগায় মানস বাংলা। তার অপূর্ব স্বাদ পেলাম আরো একবার। কাঠগোলার ভিডিও দারুণ হয়েছে। মানস ভাইকে আন্তরিক অভিনন্দন। 💐💐
@bhaumik413 жыл бұрын
খুব সুন্দর লাগলো। এবং আপনার বিবরণ অতি উপাদেয়।মাড়োয়ারি সম্প্রদায়ের অতি উচ্চ স্তরের রচনাশৈলী এবং মারবেল পাথরের তীর্থঙ্কর দের মন্দির সত্যিই দেখবার মত। আপনাকে অনক ধন্যবাদ।
@indravadhar67523 жыл бұрын
অনেক অজানা তথ্য জানা গেলো । আপনাকে অসংখ্য ধন্যবাদ, পরের ভিডিও জন্য অপেক্ষায় থাকবো।
এত সুন্দর করে কে বলতে পারে,,? রবিন্দ্রনাথ থাক্লে খুব আনন্দ পেতেন
@MousumiDas-lz4xm3 жыл бұрын
খুব সুন্দর ভিডিও!!! আমি স্কুলে পড়তে মুর্শিদাবাদে গেছি, ইতিহাস আমাকে বরাবর বড্ড বেশী রকম টানে, মুর্শিদাবাদ দেখে অভিভূত হয়েছি কিন্তু জানার তৃষ্ণা মেটেনি, আজ এত বছর পরে আপনার দেওয়া অমূল্য দলিলগুলি সেই জানার পিপাসা মেটাচ্ছে-- ধন্যবাদ 🙏
@sotoshray53413 жыл бұрын
বাংলাদেশ থেকে দেখতেছি খুবই ভালো লাগলো ধন্যবাদ আপনাকে।
@priyankaroysharma48543 жыл бұрын
Dada khub vlo laglo.... Murshidabad amr sob thake pochonder jaiga
@santusarkar79763 жыл бұрын
আমি মুর্শিদাবাদ এর বাসিন্দা। অনেকবার গিয়েছি কাঠগোলা বাগানে। ভিডিও টা বেশ ভালো হয়েছে।
@swapnajitchatterjee45133 жыл бұрын
অসাধারণ ❤️তোমার সাথে দেখা করে খুব ভালো লেগেছে।❤️
@koushikeenaskar40363 жыл бұрын
Tomar kii souvaggo
@swapnajitchatterjee45133 жыл бұрын
@@koushikeenaskar4036 😊
@koushikeenaskar40363 жыл бұрын
Thanks
@koushikeenaskar40363 жыл бұрын
But my name is Koushikee Naskar. I am 10 years old
@Pradiptadas1153 жыл бұрын
Khoub bhalo lagecha
@sagnikchatterjee60533 жыл бұрын
আমিও গেছিলাম কাঠগোলায় ২ বছর আগে। আবার ও যাওয়ার ইচ্ছা আছে 🤗🤗🤗
@gamerrahat76682 жыл бұрын
Ami
@shiladey15732 жыл бұрын
খুব ভালো লাগলো।
@debdeepdey3 жыл бұрын
ইতিহাস সদা প্রবাহমান বহমান নদীর মতো, থেমে থাকে না.....এডমন্ড বার্ক ।।।। অসাধারণ মানসবাবু❤️❤️❤️❤️
জানা-অজানা ইতিহাসের নানা তথ্য জানানোর জন্য আপনাকে অশেষ ধন্যবাদ
@swatimandal9603 жыл бұрын
ইতিহাসের কথা যতোই শুনি ততোই গায়ে কাঁটা দেয়।
@souviksinha16653 жыл бұрын
অপেক্ষায় ছিলাম।
@samirray48263 жыл бұрын
Khub sundor bornona sahokare asdharon video.
@mrinmoyeedas33963 жыл бұрын
Aapnar video dekhe onk kichu dekha jay r murshidabad er proti tan ta aro bere jay❤️
@EILF78423 жыл бұрын
ami ekhane gechi, ei palace ta shotti darun, bhitore artefacts gulo khub bhalo. I want to visit again.
@sabitachakraborty15972 жыл бұрын
দারুন
@dabolinachowdhury3 жыл бұрын
প্রায় 3 বছর আগে গিয়েছিলাম কাঠ গোলায় । অনেক কিছু স্মৃতি মনে পড়ছে এই video টা দেখে । আমাদের school থেকে 4 দিন এর tour ছিল ।অসাধারণ মজা হয়েছিল তখন । ঘোড়ার গাড়ি তে চেপে কাঠ গোলায় মন্দিরে যাওয়া কথা গুলো খুব মনে আসছে এখন । Thank you sir , পুরোনো এই স্মৃতি গুলোর কথা আবারো মনে করিয়ে দেওয়ার জন্য ।🙏🙏🙂
@sampritimaity69532 жыл бұрын
Khub sundor video
@rubydutta52133 жыл бұрын
অসাধারণ একটা নবাব আর বাঙালির জমিদারি তার সাথে ইংরেজদের ছোঁয়া ঐতিহ্য ভয় দৃশ্য। বাড়ীতে বসেই বিরল কাহিনী জানতে পারলাম। এতো সুন্দর যে শুধু ধন্যবাদ এ মিটবে না। খুব খুব ভালো থাকবেন আর এ ভাবেই অনেক দেখার আশায় থাকলাম। নমস্কার।
@nandinichakraborty51783 жыл бұрын
Osadharon presentation ..........khubi bhalo laglo Manash babu, apnar channel er shri briddhi kamona kori