বর্তমানে কিছু মানুষ সস্তার পাবলিসিটি পাওয়ার জন্য সৎসঙ্গের ইষ্টভৃতি বিধান নিয়ে কুমন্তব্য করেই চলেছে । তাদের উদ্দেশ্যে যুক্তি/তথ্য সহ কিছু লেখার চেষ্টা করলাম : দ্বাপর যুগে শ্রীকৃষ্ণ গীতাতে বলেছিলেন, আমাকে না দিয়ে যে খায়, সে বিষ্ঠা ভক্ষণ করে । তার অর্থ হলো আমরা ঘুম থেকে উঠে, প্রথমে ঈশ্বরকে ভোগের জন্য কিছু দিয়ে তারপর নিজের আহার গ্রহণ করি । "দীক্ষা নিলে জানিস কিন্তু ইষ্টভৃতি করতেই হয় । ইষ্টভৃতি বিহীন দীক্ষা কভু কিরে চেতন রয় ।" ~~শ্রীশ্রীঠাকুর ত্রেতা যুগে মেঘনাদ নিকুম্ভিলা যজ্ঞ করতেন, সেটা প্রাতঃকালে ঘুম থেকে উঠে প্রথমে করতে হতো, তারপর তিনি আহার গ্রহণ করতেন । যেদিন মেঘনাদের নিকুম্ভিলা যজ্ঞ বন্ধ করতে, লক্ষণ সক্ষম হয়েছিলেন, ঐদিনই মেঘনাদকে বধ করা সম্ভব হয়েছিল । "যজন যাজন ইষ্টভৃতি করলে কাটে মহাভৃতি ।" ~~ শ্রীশ্রীঠাকুর অতএব দ্বাপর যুগের বিবরণ দিয়ে বুঝলাম, গুরুকে না দিয়ে নিজে খেতে নেই, আর সেটাই ইষ্টভৃতি । ত্রেতা যুগের বিবরণ থেকে বোঝা গেলো যে, ইষ্টভৃতির মাধ্যমে আমরা অকাল যমভীতি থেকে রক্ষা পাই । "সৎদীক্ষা তুই এক্ষুনি নে ইষ্টেতে রাখ সম্প্রীতি মরণ তারণ এ নাম জপে কাটে অকাল যমভীতি ।" ~~শ্রীশ্রীঠাকুর (ইতিহাস সাক্ষী আছে, যারা ইষ্টভৃতি নিয়মিত করে এবং নিয়মিত পাঠায়, তাদের মধ্যে কারো অকাল মৃত্যু হয়নি ।) এখন কলিযুগের থেকে কিছু বিবরণ তুলে ধরছি :- প্রসঙ্গতঃ শ্রীশ্রীঠাকুর বললেন :- "মানুষ যেমন আচার্য্যকে গ্রহণ ক'রে অগ্নিরক্ষা করে, অগ্নিহোত্রী হয়, দীক্ষা নিয়ে ইষ্টভৃতি করাও তেমনি। ওইটেই আমাদের অগ্নিহোত্র। ওইটে ভঙ্গ হ'লে অগ্নিত্যাগ হয়ে যায়। নিত্য সমিধ আহরণ ক'রে যেমন যজ্ঞ করতে হয়, অগ্নি সঞ্জীবিত রাখতে হয়, দৈনন্দিন প্রচেষ্টায় ইষ্টভৃতি পালনও তেমনি। ইষ্টভৃতি মানুষকে concentric (সুকেন্দ্রিক) ক'রে তোলে। Concentric (সুকেন্দ্রিক) হ'লে মানুষ adjusted (নিয়ন্ত্রিত) হয়। না করলে কিন্তু হয় না। ছেলে যদি মামাবাড়ীতে মানুষ হয়, সে-ছেলের উপর বাপ-মা'র তত টান হয় না। করায় টান ফোটে।" ~~শ্রীশ্রীঠাকুর (আলোচনা প্রসঙ্গে :- ২৩) যতই আসুক আপদ-বিপদ যেমনই হোক প্রাণ ইষ্টভৃতি আনেই আনে সবার পরিত্রাণ । ~~শ্রীশ্রীঠাকুর ✍️কলমে স্বস্তি-যজ্ঞ/Swasti-Jogyo Team
@SatsangaloconaАй бұрын
জয়গুরু দাদা খুব সুন্দর ❤❤
@nimichisatsang202015 күн бұрын
জয়গুরু 🙏
@chowdhuryvlogs69405 ай бұрын
jOY GURU 🙏🙏🙏🙏
@ilasaha567910 ай бұрын
জয় গুরু খুব ভালো লাগলো
@nimichisatsang202010 ай бұрын
জয়গুরু 🙏
@Abhipsa52711 ай бұрын
Joy Guru 🙏🙏🙏
@nimichisatsang202011 ай бұрын
Joyguru 🙏
@santilatabiswasmallik84011 ай бұрын
Vison vison valo laglo,joyguru
@nimichisatsang202011 ай бұрын
জয়গুরু 🙏
@Two_wheels73739 ай бұрын
কয়েক দিন আগে আমাদের বাড়িতে হঠাৎ দুই অপরিচিত যুবকের আগমন ঘটে।ওনারা আমার স্ত্রীকে খুব মা মা করছেন। আর আমাকে দাদা দাদা করছেন। আমি বললাম গোড়ায় গলদ।
@nimichisatsang20209 ай бұрын
তা আপনার বক্তব্য বুঝলাম না!
@Where_are_no11 ай бұрын
জয় গুরু ❤
@nimichisatsang202011 ай бұрын
Joyguru 🙏
@pranab-music-vlogs-channel10 ай бұрын
জয়গুরু
@nimichisatsang202010 ай бұрын
জয়গুরু 🙏
@manasdandapat770211 ай бұрын
জয়গুরু ❤
@nimichisatsang202011 ай бұрын
জয়গুরু 🙏
@aniketdas48210 ай бұрын
তাহলে আপনারা কেনো করতে পারেননি আগে? কারণ ওটা আপনাদের ব্যর্থতা, ভালো করে যাযন না করে দীক্ষ্যা দিয়েছিলেন! সংখ্যা বৃদ্ধির কম্পিটিশন! শ্রী শ্রী ঠাকুরকে সামনে রেখে ব্যবসা বৃদ্ধি করার অভিপ্রায়,,,,, তাঁর কথায়, আগে বাঁচা বাড়া,,,,, আপনারা তার মানে অন্য করে দিয়েছেন। চৈতন্য হোক! জয়গুরু🙏
@somnathdas801711 ай бұрын
Doyal er kripai khub e sotoo kotha bollen . Khub bhalo laglo. JOy guru 🙏
@nimichisatsang202011 ай бұрын
আরো DP WORKS সম্পর্কিত অনেক অভিজ্ঞতার ভিডিও আসছে। জয়গুরু 🙏
@mr.arnabdas18211 ай бұрын
যেচে কারোর উপকার করার মানসিকতা যদি কারোর থাকে তারা হলেন পরম প্রেমময় শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্রের চলন অনুসরনকারি। জয়গুরু🙏
@nimichisatsang202011 ай бұрын
একদমই ঠিক কথা বলেছেন। আরো অনেক এইরকম ভিডিও আসছে। আমাদের সাথেই থাকবেন।জয়গুরু 🙏
@rikgaming200811 ай бұрын
Joy guru 🙏❤️
@nimichisatsang202011 ай бұрын
জয়গুরু 🙏
@souvikrajak670711 ай бұрын
জয় গুরু 🙏
@nimichisatsang202011 ай бұрын
জয়গুরু 🙏
@tapangiri57808 ай бұрын
Samaj damage hache Malik aschen
@nimichisatsang20207 ай бұрын
একদমই তাই জয়গুরু 🙏
@shibanibhattacharya305211 ай бұрын
জয় গুরু
@nimichisatsang202011 ай бұрын
জয়গুরু 🙏
@amardebnath2416 Жыл бұрын
Joy guru 🙏
@nimichisatsang2020 Жыл бұрын
Joyguru 🙏
@rebadey-rp5wp11 ай бұрын
Joy.guru. khub.sundor
@nimichisatsang202011 ай бұрын
Joyguru 🙏
@sankarbaishya95111 ай бұрын
Joy guru
@nimichisatsang202011 ай бұрын
Joyguru 🙏
@souvikrajak670711 ай бұрын
@@nimichisatsang2020 🙏
@jibondas644011 ай бұрын
Joyguru
@nimichisatsang202011 ай бұрын
জয়গুরু 🙏
@batuk199211 ай бұрын
ঠিক ই তো করেছেন। 😂
@nimichisatsang202011 ай бұрын
কী করে বুঝলেন?
@JoydebDas-o3w10 ай бұрын
Bhaotabaji ar thaakbaji babsa bondh kar januarer dal
@batuk199211 ай бұрын
মুরগি ধরার খুব সুন্দর ট্রিকস। এভাবে মুখ না বেচলে খাবেন কী ওনারা? তাই তো DP WORKS.
@parampitaramritodhara482711 ай бұрын
এখন তো মনে হচ্ছে দাদা, আপনিই মুরগি। মুরগি ছাড়া এরকম কথা আর কেউ বলতে পারে না, তা আমি নিশ্চিত। জয়গুরু।
@nimichisatsang202011 ай бұрын
যোগ্য জবাব দেওয়ার জন্য ধন্যবাদ 🙏
@tusharbhattacharya69811 ай бұрын
গীতায় আছে, যাদ্রিসি ভাবনা যস্য সিদ্ধির ভবতি তাদ্রিসি ।। ভাই আপনি তার উদাহরন ।এভাবে চললে নিম্নগামী হতে বেশি অপেক্ষা করতে হবে না ।
@mr.arnabdas18211 ай бұрын
সৎসঙ্গ মানুষ তৈরীর সংগঠন। শ্রীশ্রীঠাকুর বলেছেন "অজ্ঞানতাই দুঃখের কারণ, আর জ্ঞানেই আনন্দ।" তাই বলছি দাদা, কোনো একদিন সময় করে দেওঘর সৎসঙ্গ ঠাকুরবাড়ি একবার ঘুরে আসবেন। তাহলেই আপনি সব উত্তর পেয়েযাবেন। আপনার মঙ্গল হোক। জয়গুরু🙏
@nokuldas50229 ай бұрын
আপনার মতো জন্ম ভ্রষ্ট তর্ক ছাড়া আর কি আছে অকপট ভাবে তাঁহার না গ্রহন করার চিন্তা করেন।