গুরুদক্ষিণার পর মঙ্গলদ্বীপ অঞ্জন চৌধুরীর এই ছায়াছবিটি সত্যিই এক যূগান্তকারী সৃষ্টি। সেই সৌমিত্র ব্যানার্জীর শয়তানী মনে রাখার মতো। তাপস পাল আর শতাব্দীর সেই প্রেমের কাহিনী। রঞ্জিত মল্লিকের দাদার অভিনয় চিরকাল মনে থাকবে বাঙালির। কালী ব্যানার্জীর অভিনয় চিরকাল মনে থাকবে। সন্ধ্যা রায়ের অভিনয় মন ছুঁয়ে গেছে। অনুপ কুমার এক যূগান্তকারী অভিনেতা,সব ছায়াছবিতেই ওর অভিনয়ের মান সবাইকেই ছাড়িয়ে যায়। কী সুন্দর সব গানগুলি। শিশু শিল্পী টির অভিনয় দেখে চোখে জল এলো।
@Purnima-t5r15 күн бұрын
আমার ফেভারিট নায়ক উত্তম কুমারের পরে তাপস পালের মত কোন নায়ক হবে না