২০১৮ সালের ২০ জুন বুধবার অনুষ্ঠানটা দেখছি। ইতোমধ্যে জীবনের দৃশ্যপট থেকে হারিয়ে গেছেন আনিসুল হক। অনন্য শিল্পদৃষ্টি এবং সত্যাশ্রয়ী এক মনের অধিকারী ছিলেন আনিসুল হক। তাঁর হাতের জাদু ছোঁয়ায় সবকিছুই জীবন্ত আর সুন্দর হয়ে উঠত। মানুষ হিসেবে ছিলেন অসাধারণ, যেরকম মানুষ হওয়ার স্বপ্ন আমি সবসময় দেখেছি কিন্তু হতে পারি নি। তাঁর মৃত্যুতে সমাজের একজন আলোকিত মানুষকে আমরা অকালে হারিয়েছি। সত্যনিষ্ঠ আর ন্যায়পরায়ণ হওয়ায় আওয়ামী লীগের মধ্যে অনেক গুপ্ত শত্রু তৈরি হয়েছিল তাঁর। আমরা হারিয়ে ফেলেছি এক অনন্য স্বপ্নদ্রষ্টাকে। আর 'অমানুষ' ঢাকা 'অমানুষ' ই হয়ে রইল। রাজনীতির অন্ধকারের কুশীলবদের হাতে কি প্রাণ হারাতে হয়েছে তাঁকে? 'সেরেব্রাল ভাস্কুলাইটিস' রোগের অন্যতম কারণ ড্রাগস যা তাঁর শরীরে প্রয়োগ করা হয়েছিল? কারণ তিনি ছিলেন রাজনীতি-নিরপেক্ষ জনকল্যাণাকাঙ্খী একজন মানুষ যা খেপিয়ে তুলেছিল রাষ্ট্রক্ষমতার আশ্রয়ে থাকা দুর্বৃত্তদের? এক অদৃশ্য ছায়াপাখির ডানা ঝাপটানি শুনে আমি তাকে দেখব বলে ব্যগ্র, ব্যাকুল চোখ মেলে তাকাই। আমার দৃষ্টিতে শুধু ছায়ারাই জেগে ওঠে!
@AESMEDIA-iv9zx3 жыл бұрын
এই প্রোগ্রামের নাম কি
@faysalimran33194 жыл бұрын
মানবিক ঢাকার স্বপ্নদ্রষ্টা
@AESMEDIA-iv9zx3 жыл бұрын
তুমি রবে নীরবে
@AbidKhan-247 жыл бұрын
May ALLAH grant him paradise.
@NIZAMUDDIN-gq8zs3 жыл бұрын
Really sad he was very honest person may allha grant him jannatul ferdus ameen
@md.tauhidulislam89367 жыл бұрын
Beautiful
@user-nv2ur8cv6y5 жыл бұрын
Title is not correct here, celebrating women or women forum fair and lovely Foundation