বুদ্ধবাবুর সাক্ষাৎকার দেখলে আমারও চোখে জল এসে যায়। অপরাধী মনে হয় নিজেকে।
@KrishnenduRakshit-bh4je9 ай бұрын
সেলিমদার FAN হয়েগেলাম।। আমার দেখা জীবনের 3টে সেরা Interview একটা।।
@nemaichandmukherjee13489 ай бұрын
সেলিম দার ফ্যান আজ থেকে চব্বিশ বছর আগে হয়েছি। অসাধারণ লিডার এবং বক্তা।
@Shibam11127 ай бұрын
Baki duto ki ?
@Suranjan20-jz6zn9 ай бұрын
Md সেলিম আপনাদের মত স্পষ্ট বক্তা সাহসী মানুষ যতদিন রাজনীতিতে থাকবেন সাধারণ মানুষের রুটি রুজির লড়াই বেঁচে থাকবে।
@mahatabhossain62429 ай бұрын
Red salute comrade.
@prabirbhattacharyya30679 ай бұрын
Sense of humour and prudence, observation are astounding. Comrade spoke all those as one dedicated and educated communist and committed in Marxism. I submit my gratitude and reverence to Comrade Selim because he is really a leader of worth
@piarulislam9519 ай бұрын
খুবই যোগ্য প্রার্থী,ওকে যদি মানুষ ভোট না দেয় তবে বুঝতে হবে বাংলার মানুষের বিবেক বলে কিছু নেই।
@muhurta-themoments1679 ай бұрын
Enader jonnei to bangali aj o roti rujir jogar kortei himsim khachhe.
@biswadeepkundu42379 ай бұрын
সেলিম দা বাংলা তথা দেশের শুভ শক্তি কে জাগ্রত করার এক যোগ্য নেতৃত্ব ✊✊❤️❤️। এগিয়ে চলুন সেলিম দা সাথে আছি ।
@imranmondal86019 ай бұрын
মার্জিত,চিন্তাশীল, যুক্তিতে ভরা কথাবার্তা শুনে খুব ভালো লাগলো ❤
@mohitkumarbhattacharya36949 ай бұрын
অপূর্ব, সেলিম দা। এমন প্রত্ত্যুতপন্ন মতিত্ব খুবই বিরল। কঠিন প্রশ্নের এমন সহজ অথচ নির্ভুল জবাব আমাদের গর্বিত করে।
@nemaichandmukherjee13489 ай бұрын
অসাধারণ মোহাম্মদ সেলিম দা! যুগ যুগ জিও!
@ArhanAhamed-lc8jt9 ай бұрын
আমরা খুব ভাগ্যবান মনে করছি তাই md সেলিম কে পেয়েছি গরীবের নেতা
@purnendudhar63909 ай бұрын
কমরেড মহম্মদ সেলিম তোমায় জানাই লাল লাল লাল সেলাম❣️❣️✊✊✊
@anindyaroy14549 ай бұрын
❤
@fahimfardinlafamfarla93309 ай бұрын
সেলিম সাহেব চমৎকার করে কথা বলেন।, ভীষণ ভাল লাগল এই ইন্টারভিঊটা..............
@subhanjanbhattacharyya42259 ай бұрын
নেতা হলে এরকম হন। গর্বিত ইনি আমার নেতা। লাল সেলাম কমরেড।
@pacificlite9 ай бұрын
tui gorbho niye thak. chakri bakri kol karkhanar dorkar nei. Ogulo toh cpm shesh kore diyeche.
@jawedmanowar6579 ай бұрын
Absolutely, he is only handful dynamic communists leaders left know
@বিজয়সরকার-ন৩প6 ай бұрын
লাল সেলাম
@subhramandal83379 ай бұрын
অসাধারণ বিশ্লেষণ।ধন্যবাদ কমরেড সেলিম।লাল সেলিম।
@santanuganguly109 ай бұрын
এটাই স্বাভাবিক। নেতা পালিয়ে যায়নি। বুক চিতিয়ে লড়াই-এ নেতৃত্ব দেওয়ার জন্য ধন্যবাদ।
@Rajuray24199 ай бұрын
সেলিম দা কে লোকসভা তে খুব দরকার ❤
@braj43189 ай бұрын
আজকের সাক্ষাৎকার মন ছুঁয়ে গেল। সিপিআইএম ফিরে আসবেই কিন্তু সময় লাগবে। সেলিমবাবুর মত বাগ্মীর লোকসভায় অত্যন্ত প্রয়োজন।
@leftview29 ай бұрын
இந்த தேர்தலில் வாய்ப்பு இல்லையா?
@prasenjitpaul43719 ай бұрын
এটাই সিপিআইএম এর সংস্কৃতি। কত নম্ভ্র বাচন ভঙ্গি। লাল সেলাম ❤❤
@parthasarathibiswas60079 ай бұрын
উচ্চ কোটির ভাষণ।
@diplahiri16229 ай бұрын
The most intelligent leader in India at this moment. His intellect has always amazed me as an individual but he revealed another side of his personality in this interview. He probably made every left supporter cry from 39:00 onward with his conviction mixed with emotion. Take love Selim Da. Anindya da, finally a good interview, thanks for this.
@papabhattacherjee60979 ай бұрын
অসাধারণ বক্তব্য।শুধু শুনতে হবে।অগাধ জ্ঞানী একজন ভদ্রলোক। যা কেবলমাত্র বামপন্থাতেই সম্ভব।
@dipondas92789 ай бұрын
হ্যাঁ শুধু বামপন্থী হলে থাকে ইসলামপন্থী হতে হয় আনিস খানের কথা মনে পড়ল কালিয়াগঞ্জ কালিয়াচক মালদা কামদুনি কথা মনে নাই উত্তরপ্রদেশের বুলডোজার দিয়ে কাদের ঘর ভাঙ্গা হয় সেটা মনে পড়ে কিন্তু সন্দেশ খালি হাজার হাজার হিন্দুদের ঘরবাড়ি জায়গা জমি লুট করল কারা তাদের কথা মনে পড়ে না খিদিরপুর মমিনপুর ওখানে কে হয় সেটাও মনে পড়ে না সি এ এ হলে অবৈধ মুসলিমদের কি ক্ষতি হবে সেটা মনে পড়ে কিন্তু বাংলাদেশ থেকে কেন হিন্দুদের কে পালিয়ে যেতে হয়েছে সেটা মনে পড়ে না কাদের জন্য কি জন্য জন্মভূমি স্বার্থ হলো সেটাও বললে লুঙ্গি খুলে যাবে সরাসরি তুই বলে দিল ওরা যখন ক্ষমতায় ছিলো তখন কোনো মুসলিম অবৈধভাবে ঢুকলে তাদের পরিচয় দিতে হতো না তার প্রমাণ এভেলেবেল আছে সেটা মুখোশের আড়ালে বলে দিয়েছে কিছুটা রং লাগিয়ে
@skkadernawaz43409 ай бұрын
@@dipondas9278 নাম দেখার আগে মানুষ ভাবা শুরু করুন সবাইকে, আপনি যে দলের ই সমর্থক হন না কেন অনেকদিন ক্ষমতায় থাকতে গেলে কিন্তু শুধু নাম দিয়ে বেশিদিন থাকা সম্ভব নয়, তাই এখন থেকে সবাইকে আগে মানুষ হিসেবে ভাবা শুরু করুন আপনাদেরই ভালো হবে। যাইহোক এখানে কোন পরিপ্রেক্ষিতে আনিস খান নাম টা উনি বলেছেন সেটা হয়তো বোঝেননি বা চেষ্টাও করেননি। আর আমি বোঝানোর কেউ না। আমি আপনার কাছে অগ্রিম পরাজয় স্বীকার করে নিলাম। রিপ্লাই দিয়ে এখানে ঝামেলা করে লাভ নেই, তাই না দিলেই খুশি হবো, মানুষ হিসেবে আপনার থেকে এটুকু আশা করছি আমি। ইচ্ছা থাকলে মনে মনে (টাইপ করার মতোই ব্যাপার আর কী!)গালাগালি দিতে পারেন। ভালো থাকবেন। সুস্থ থাকবেন।
@utsabgangopadhyaya42749 ай бұрын
Ogadh gyan😂😂😂. Jai hoke murko loker kache gyani hobe hoyto.
@niladrimajumder83439 ай бұрын
পার্লামেন্টে এই কন্ঠ টা আবার শুনতে চাই। জিতে আসুন কমরেড।
@বিজয়সরকার-ন৩প6 ай бұрын
পারিনি জিততে
@nikhailkumarghosh71739 ай бұрын
বুদ্ধবাবুকে শুধু আপনি কেনো , পুরো বাংলার তরুণ ছেলে মেয়েরা মিস করেন 😊
@anjishnubera56889 ай бұрын
খুব সুন্দর ইন্টারভিউ। লাল সেলাম to comrade md salim❤
@KiyamuddinMondal9 ай бұрын
Comrade Salim আপনাকে পশ্চিমবঙ্গের মানুষ বামপন্থার পুনরুজ্জীবনকারী হিসাবে মনে রাখবে।
@TheSeabiscuit099 ай бұрын
সুমন মুখোপাধ্যায় এর পর অনিন্দ্য জানাকে দেখলাম, অত্যন্ত ধারালো সাংবাদিক। অপরদিকে সেলিমদা, সম্পুর্ন সৎ রাজনৈতিক কথা বার্তা বলে গেলেন, কোন আলতু ফালতু বক্তব্য নেই। সাক্ষাৎকারটি বেশ ভালো লাগলো।
এতো ভালো আলোচনা অনেকদিন পর শুনলাম। বাম কে খুব দরকার।
@LitonChandaSubol8 ай бұрын
খুবই মনোমুগ্ধকর হয়ে শুনলাম উনার কথা গুলো , 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 নমস্কার আপনাকে , মোঃ সেলিম ,,
@the_dreamer25.9 ай бұрын
সবার উচিত cpim কে একটা সুযোগ দেওয়ার যাতে সম্প্রদিকতা,দুর্নীতি , হিংসা থেকে বাংলা মুক্তি পাই
@soumyendupaul95569 ай бұрын
34 bachar ki diye chilo? bangla theke to poverty eleminate hoye geche; Noida, Gurgaon te riksha chalache.
@SuvroChakraworty-sc019 ай бұрын
বলতে আরম্ভ করলে সকাল হয়ে যাবে@@soumyendupaul9556
@unmeshmitra56569 ай бұрын
Land Reforms, Democratic Decentralization and Agricultural Success, IT Development, Spread of basic and higher education, Peace in state etc.
@aruphazra19999 ай бұрын
Ami apnar sathe 100℅ sohmot poshon korchhi, R banglar poristhitir proyojon o dabi kore.
@SankarSwanakar-l7y9 ай бұрын
এখন এটুলী আর জোঁক তফাৎ হিংসা কথাটা কিছু অরবাচিন বা গান্ডু সিপিএমের কাছে যেনো তারা কোনও দিন শুনেই নি আর করে না গারল বাচ্ছারা ৩৪ বছর এই হিংস্র নীতির জন্য টিকে ছিল সারা পশ্চিম বঙ্গের কে সর্বনাশ এই সিপিএম করেছে ছাত্র জীবন থেকে ইংরেজি তুলে কলকারখানা গুলো সিপিএম বন্ধ করে এরা এখন সাধু আজ যারা তোলা মুলের হার্মাদ গতকাল তারা সিপিএমের ছিল পরেশ অধিকারী কে উদয়ন গুহ কে রিতব্রত কে আরও কালু ভুলু অনেক আছে লিখিত দিলাম ⭕⭕পাবে
@satyajitbera53409 ай бұрын
কোথায় মমতা বন্দ্যোপাধ্যায়ের কথাবার্তা আর কোথায় মোহাম্মদ সেলিমের কথাবার্তা আকাশ-পাতাল ফারাক❤
@bholanathdolai45829 ай бұрын
সৃজন দা কে নিয়ে এই রকম একটা আলোচনা হোক খুব ভালো লাগলো সেলিম স্যারের বিশ্লেষন শোনার পর ❤✊🏽
@Niladri.200529 ай бұрын
এই মানুষটাই পারবে❤❤❤❤❤
@BiswajitDas-mu4yd9 ай бұрын
দারুণ সাক্ষাৎকার
@tapanbain48259 ай бұрын
You are great leader sir. Love you 🙏
@habit78779 ай бұрын
খুব ভালো লাগছে, খুব দারুন বক্তব্য, এরকম তীব্র, স্পষ্ট বক্তব্য বাংলায় কোনো নেতা বলতে পারে, বা বোধ আছে বলে আমার মনে হয়না
@sukhendumistry079 ай бұрын
অসাধারণ একটি সাক্ষাৎকার ❤
@priyanka__rajdeep_gharkaynnabl9 ай бұрын
অসাধারণ, সমৃদ্ধ ও মুগ্ধ হলাম, এইসব স্বচ্ছ ও বিশ্বাসযোগ্যতা শুধুমাত্র বামপন্থীদের মধ্যেই সীমাবদ্ধ ❤️❤️❤️
@chandanbhattacharjeet82369 ай бұрын
দারুন ! কম:সেলিম আপনারাই পারবেন বাংলার এই অধপতন রুখতে। লাল সেলাম ✊✊✊
@chandankumarray21279 ай бұрын
অনেক সমৃদ্ধ হলাম
@parthabhattacharya50659 ай бұрын
অসাধারণ ইন্টারভিউ।
@indrajitsom57809 ай бұрын
আজীবন মনে রাখার মতো একটা দূর্দান্ত সাক্ষাৎকার, লাল সেলাম ✊🏻✊🏻
@prasenjitchakraborty63879 ай бұрын
লাল সেলাম। মুর্শিদাবাদ এবং দমদম । ✊
@gautamchaudhuri82589 ай бұрын
Resurrection is the most powerful word ! Thank you Comrade Selim.
@Sakuntala2619 ай бұрын
বহুদিন বাদে একটা ভালো সাক্ষাৎকার শুনলাম। ধন্যবাদ অনিন্দ্য বাবু।
@incrediblephoenix51619 ай бұрын
আমার প্রথম ভোট আমি md salim কে দেব।
@supriyobhattacharya-gq9zh9 ай бұрын
অভিনন্দন
@satyajitsarkar-62299 ай бұрын
ভাই কমরেড সেলিম কে জেতাতেই হবে ❤ লাল সেলাম 😊
@deshikdutta9 ай бұрын
রক্তিম অভিনন্দন।
@bimalbagchi15959 ай бұрын
❤
@shankhadeep49 ай бұрын
আর একটা পাকিস্থান না চাইলে বিজেপি কে দাও,
@bimalchanda88479 ай бұрын
Asadharan alochana.
@souvikganguly71049 ай бұрын
Amader Selim da ❤
@NilNilNil-hw3pi9 ай бұрын
আমাদের সময়কালের সর্বশ্রেষ্ঠ নেতা।
@hiranmoyguchhait3359 ай бұрын
Red Salute Selim Babu.
@chandanchandan68149 ай бұрын
লাল সেলাম কমরেড মোহাম্মদ সেলিম অনেক অনেক শুভকামনা রইল।❤❤❤
@subratabhattacharjya33409 ай бұрын
আজীবন সঙ্গে আছি, থাকবও। বুদ্ধদেব ভট্টাচার্যের স্বপ্ন বাস্তবায়িত করার লড়াই আমাদের প্রেরণা।
@paramitamukherjee93769 ай бұрын
অসাধারন কমরেড, অসাধারন, অসাধারন। Red Salute Comrade Mohammad Selim.আমাদের শিক্ষক, আমাদের অভিভাবক, আমাদের গর্ব, আমাদের প্রিয় আপনি এইজন্যই।❤❤
@theverbalindian32529 ай бұрын
শুভকামনা ❤❤❤ আলোচনার শেষদিকে আমরাও ইমোশনাল হয়ে পড়েছিলাম।
@ajoyshankardey97449 ай бұрын
দূর্দান্ত একটি সাক্ষাৎকার দেখলাম
@abhighosh10009 ай бұрын
❤❤❤ লাল সেলাম ❤❤❤
@Rakeshbhattacharjee19 ай бұрын
Best of Luck with lots of Respect✊
@tanmoybiswas97409 ай бұрын
কমরেড আপনাকে জিততে হবে এবং বাংলা ভবিষ্যতকে বাঁচাতে হবে ✊
@mehebubalam32489 ай бұрын
Osadharon alochona
@ashisdutta57649 ай бұрын
অসাধারণ মহম্মদ সেলিম
@ritadas39399 ай бұрын
অসাধারণ প্রতিবেদন আনন্দবাজার অনলাইন ❤❤❤❤
@subhasishchatterjee79789 ай бұрын
লাল সেলাম ✊️✊️
@AniruddhaDas-b8p9 ай бұрын
কমরেড লাল সেলাম...❤
@anindyabanerjee26679 ай бұрын
Red Salute Comrade. ABP Ananda is one of the godi medias.
@manjurhasankhan72539 ай бұрын
কমরেড মোহাম্মদ সেলিম এর নাম বামপন্থী ইতিহাসের পাতায় স্বার্ণাক্ষরে লেখা থাকবে, জাস্ট অসাধারণ, ধন্যবাদ আনন্দ বাজার পত্রিকা।
@SadanandaDiger9 ай бұрын
লাল পার্টির লাল লড়াই জিন্দাবাদ
@sayadanwar88959 ай бұрын
❤❤❤❤❤❤ Both are thorough gentlemen
@somudro19 ай бұрын
একটা খুব সুন্দর শিক্ষণীয় সাক্ষাৎকার দেখলাম!
@ashimmalakar1799 ай бұрын
MD Selim red salute
@roadlover80339 ай бұрын
This is a good political interview. Onek din por kono interview dekhe valo laglo
@Mr.SaikatSarkar9 ай бұрын
সত্যিই বিজেপি সাপোর্টার হয়ে বলছি... Cpm আবার দরকার ❤️
@utpalchaudhury10358 ай бұрын
eta ki rokom bollen vai ....
@sagnik79698 ай бұрын
Double cho*a
@SoumyaBhattacharyya-yh7ql8 ай бұрын
Etai hoyechilo 2019 loksabha ar 2021 bidhansabhate.@@utpalchaudhury1035
@mdshahidraja36569 ай бұрын
Md Selim enar obossoi jeta uchit.
@kousikhalder43579 ай бұрын
মনেপ্রাণে চাই সিপিআইএম ❤ তথা বামফ্রন্ট আবার পুনরায় ক্ষমতায় আসুক। সেলিমের নেতৃত্বে বিধানসভা নির্বাচনে র পর ক্ষয় ধরা সংগঠন নিয়ে পুরসভা, পঞ্চায়েত নির্বাচনে আস্তে আস্তে সাফল্য পাচ্ছে। একদিনে হবেনা একদিন ঠিক হবে। CPIM jindabaad
@SouravMAITI-z3t9 ай бұрын
এই চ্যানাল মিনাক্ষী দি কে নিয়ে আসবে একবার 😊
@niladrisarkar37279 ай бұрын
মন ছুঁয়ে যাওয়ার মতো একটি সাক্ষাৎকার। এমন বুদ্ধিদীপ্ত এবং মার্জিত বছনভঙ্গি খুব কম মানুষের মধ্যেই থাকে। লাল সেলাম ❤❤❤❤❤🌹🌹🌹🌹🌹❤❤
@babajani29579 ай бұрын
Next CM Salim Babu
@prajitsengupta98519 ай бұрын
Outstanding interview 😊
@sumanmondal40659 ай бұрын
Asadharan intelligent honest leader MD Selim sir❤❤❤❤
@AnkurMaity8499 ай бұрын
সূর্যকান্তদা দলটাকে পুরো বৃদ্ধাশ্রম বানিয়ে দিয়েছিল।কিন্তু সেলিমদা আসার পর দলটায় ছাত্র-যুবরা যৌবনের হিল্লোল তুলে দিল।এটাই চাইছিলাম।
@rajarenumandal59809 ай бұрын
আমি আপনার সঙ্গে একমত হতে পারলাম না, সূর্যকান্ত বাবু সবচেয়ে কঠিন সময়ে দলের দায়িত্ব পেয়েছিলেন .
@AnkurMaity8499 ай бұрын
@@rajarenumandal5980কঠিন সময়ে দায়িত্ব নিয়ে যদি সেলিম যা করছেন সূর্যবাবু যদি সেগুলো করতেন তাহলে কিন্তু এতটা ক্ষয়িষ্ণু হতাম না আমরা।
@stxfdt12409 ай бұрын
@@rajarenumandal5980 na bdhae
@subhashmodak9179 ай бұрын
অনেক অনেক দিন পর খুব ভালো 'মুখোমুখি'প্রোগ্ৰাম দেখছি। অনিন্দ্য বাবুর সঞ্চালনা দুর্দান্ত। এই রকম প্রোগ্ৰাম আপনার সঞ্চালনায় আরও দেখতে চাই। ইত্যাদি। সেলিম বাবুকে বলব, ৩৪ বছরের কৃতকর্মের ফল ভুগতে হবেই.....
@debasisbanerjee87409 ай бұрын
কে ভুগবে?
@soumendranathdas62329 ай бұрын
চাকরি চুরি করেনি, জেলে শুন্য, জেলে শুন্য ইলেক্ট্ররাল বন্ড এ শুন্য অতএব ৩৪ বছরের গল্প শুনিয়ে লাভ নেই!
@roysaptarshi9 ай бұрын
এত অসাধারণ একটা ইন্টারভিউ! একজন শিক্ষিত নেতার মতো কথাবার্তা! বুদ্ধিদীপ্ত!
@debasisbanerjee87409 ай бұрын
সাক্ষাৎকার বেশ ভালো লাগলো।
@SayanMitra-nr6fl9 ай бұрын
অভূতপূর্ব
@MasumAbedinАй бұрын
love you selim vai. Nice interview
@sunroy82119 ай бұрын
Ei manush tar level tai alada lal selam ❤️❤️✊
@sudiptachakraborty72139 ай бұрын
Md Selim Lal selam ❤❤❤❤✊🏻✊🏻✊🏻✊🏻
@Manir50509 ай бұрын
Great leader Mohammad Salim.
@12ssc9 ай бұрын
অনিন্দ্য বাবু অসাধারণ । please মীনাক্ষীকে আনুন ।
@mdnurulalam93789 ай бұрын
লাল সেলাম ✊
@sarcasticactus30079 ай бұрын
Lal salam ❤
@dhrubamalakar91509 ай бұрын
❤
@purnendudhar63909 ай бұрын
এই লাল বাংলার লাল মাটিতে লাল ছেলেদের লাল মেয়েদের লাল হাতে ঐ লাল পতাকা আবার উড়বে। ইনকিলাব জিন্দাবাদ✊✊✊✊
@Barnachora19789 ай бұрын
বালের পতাকার বালের সেলাম।
@purnendudhar63909 ай бұрын
এই লড়াই লড়াই লড়াই চাই। লড়াই করে বাঁচতে চাই।
@kallolmcaful9 ай бұрын
অভিনন্দন abp k একটা সঠিক রাজনৈতিক সাক্ষাৎকারের জন্য!!
@tapanmukhopadhyay3549 ай бұрын
Comred selim, you are genius. We are proud of you. Lal selam. ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@jahangirali47279 ай бұрын
এই পারদর্শীতার জন্যই তো মহম্মদ সেলিম সি পি আই এম এর রাজ্য সম্পাদক। লাল সেলাম কমরেড।
@ritankarmondal30149 ай бұрын
md selim ✊✊✊♥️♥️
@jaydevmukhopadhyay87939 ай бұрын
অসাধারণ এক সাক্ষাৎকার। সঞ্চালক কে 100/100দেব। মহঃ কমঃ সেলিম কে লাল সালাম বলছি।❤
@priyanka__rajdeep_gharkaynnabl9 ай бұрын
সাবাশ কমরেড সেলিম ❤️❤️❤️
@ArhanAhamed-lc8jt9 ай бұрын
বাম ঐক্যজোট কে ভোট দিন ফুল বিদায় দিন
@rajakbar19 ай бұрын
Kano amon manus jon ke amra ekdom rajjo porikathamor chorom a dekhina… ashadharon…