অসাধারণ স্মৃতিময় এক গান । চমৎকার কন্ঠ। এতোবছর পরেও রেকর্ডিং এর উন্নত মান (অডিও-এর মান) লক্ষ্য করা যায়। খন্দকার ফারুক আহমেদ এর গলা তো মাহমুদুন্নবীর মতোই বেশ ভরাট ছিলো ! আর সাবিনা ইয়াসমীন এর কন্ঠও এ গানে বলা যায় অনবদ্য মাধুর্য্যপূর্ণই ছিলো। ..... আর অভিনয়ে কবরী আর জাফর ইকবালও ছিলেন অনন্য ! ..... সেসময়ে কবরী কেন এতো জনপ্রিয়তা পেয়েছিলেন, এ গান থেকেই উপলব্ধি করা যায়। ... যেন এক মিষ্টি কিশোরী মেয়ে তিনি তখন... ! .... গানটি মাঝবয়সী যে কাউকে পুরনো দিনের স্মৃতি রোমন্থণে আক্রান্ত করবে ......।
@zahidahmed92432 жыл бұрын
সাবিনা ইয়াসমিন এই গানটির জন্য প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছিলেন।
@arifkhan-ks6vdКүн бұрын
সেই সময় জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রবর্তন শুরু হয়নি...
@mdnabi68269 ай бұрын
মিস্টি মধুর গান । যত শুনি তত ভালো লাগে❤
@Kamrul-gj3mx Жыл бұрын
সুন্দর মিষ্টি গান
@IbrahimKhalil-rh5uh2 жыл бұрын
Nice and dweet song
@themusafeer5 ай бұрын
তুমি কেন বোঝ না যে কথাঃ গাজী মাজহারুল আনোয়ার সুরঃ সত্য সাহা শিল্পীঃ খন্দকার ফারুক আহমেদ, সাবিনা ইয়াসমিন ছবির নামঃ সাধারণ মেয়ে মুক্তির সালঃ ১৯৭০ তুমি কেন বোঝ না যে চরণ লাজে চলে না যে সহজে আসতে যে পারি না, পারি না হৃদয় আমার মানে না যে শুধু যাচে তোমায় কাছে একা আর রইতে যে পারি না, পারি না একা একা বসে ভাবতে তোমায় কত ভাল লাগে তুমি আছো যেন স্বপ্নে আমার মনে অনুরাগে। স্বপ্নেতে এই মেটে না যে স্বাদ কাছে কেন পাই না বলো না তুমি কেন বোঝ না যে যত কথা মনে আছে সহজে বলতে যে পারি না, পারি না এমনি করেই যদি দিন চলে যায় শুধু অকারণে পথ পানে চেয়ে ফুরাবে না দিন কি গো এ জীবনে পথ চলা যে কত মধুর মধুর হয় লগ্ন এলে পাওয়া না পাওয়ার সৃতি ছন্দ আনে প্রেম রয়েছে বলে সৃতি বুঝি ছবির মত কথা কেন কয় না বলো না