“Opshora” is the First song of Metrical's upcoming First Studio Album “Fera” Lyrics - পেয়েছি তোমায়, স্বপ্ন রাজ্যের মাঝে। নিরন্তর ভালোবাসা, স্বপ্নিল গধুলীতে। আলতো ছোঁয়ায় শিশির ভেজা ঘাসে। মিশে আছি তোমার, মিষ্টি হাসির মাঝে। পূর্ণিমার আলো সেই মুখ। চেয়ে থাকি তোমায় আমার আকাশ আজ সাত রঙয়ে আঁকা তার মাঝে তোমায় নিয়ে হেঁটে যাওয়া গোধূলি বেলায় সাগর হাওয়ায় হারাবো দু’জন ওই নীলিমায়। শ্রাবণ জোছনায় হেঁটে চলি দু’ জন সাথে জোনাকি জ্বলে সারাটিক্ষণ ছিলে তুমি কল্পনায় অপ্সরা হয়ে পেলাম তোমায় আরও বেশী কিছু নিয়ে আমার আকাশ আজ সাত রঙয়ে আঁকা তার মাঝে তোমায় নিয়ে হেঁটে যাওয়া গোধূলি বেলায় সাগর হাওয়ায় হারাবো দু’জন ওই নীলিমায়।
@hasanmahmud17272 жыл бұрын
Thanks.
@ishmamzobairtahsinpunno63182 жыл бұрын
M
@manabmazumdar9525 Жыл бұрын
vhaiya synth lead tone ta koi pabo??????
@RowshanAftab7 ай бұрын
I loved your msg ksron amar nam Opshora
@freelancerpapay6 ай бұрын
❤️❤️❤️❤️ metrical
@metrical2 жыл бұрын
অপ্সরা!!! সেই মেয়েটির গল্প। যে মেয়েটির চোখে বোনা ছিলো একটি প্রজাপতি রঙের স্বপ্ন! যে মেয়েটি চেয়েছিলো বিদায়বেলায় প্রিয়মুখকে নিজের করে নিতে। নাম তার অপ্সরা! আমাদের আশেপাশেই বয়ে যায় কত অপ্সরার জীবন। চোখের পর্দা খুলে একবার চোখ ফেরালেই ধরা যায় তাদের খুব সহজেই, শোনা যায় তাদের হৃদস্পন্দন। অনেকটা ঝোঁকের বসে, অনুভূতির আঘাতে বের হয়ে আসে এই গান। কোথায় যেন পড়েছিলাম, ভালোবাসার-ও সীমা থাকে, যা অতিক্রম হওয়ার পর শুধু কয়েকটা শব্দে বোঝানো যায় না আর। আমরা এই মুহূর্তে শব্দহীন। মঞ্চ থেকে মঞ্চে ছুটে বেড়িয়েছি শুধুমাত্র আপনাদের এই গান শোনাবো বলে। নিরাশ হইনি কখনো, গলা মিলিয়েছেন আপনারাও। আমাদের জায়গা দিবেন আপনাদের বুকে। যেন বেঁচে থাকি আমৃত্যু, বাঁচিয়ে রাখি আপনাদের আজীবন!
@mehedihasanimroze68422 жыл бұрын
সালটা ছিল ২০১৮। কোচিং এ আমার সাথে একটা মেয়ে পড়ত। চোখে চশমা দিয়ে রাখত সবসময়। দেখতে ওরে দেবীর মত লাগত। ওর নাম ছিল 'অপ্সরা'। ওরে আমার খুব ভাল্লাগতো। কিন্তু এই ভালো লাগা গোপনেই থেকে গেছে, প্রকাশ করতে পারি নি। কোচিং শেষ হবার পর মেয়েটি হারিয়ে গেছে। এখন পর্যন্ত আর তাঁকে খুঁজে পাই নি। গানটা শুনতে শুনতে স্মৃতির পাতায় 'অপ্সরা' কে এঁকে ফেলেছি। কাঁথায় যেভাবে নকশি ফুল ফুটে থাকে,অপ্সরা আমার স্মৃতিতে সেভাবে ফুটে আছে। ❤️
@MrDouble_B Жыл бұрын
❤
@shishirchowhdury2080 Жыл бұрын
আহ সেই লেগেছে ভাই
@mdashikuzzaman11177 Жыл бұрын
Nah paoae taie hoito valobasa💗.
@M.ShawonIslam10 ай бұрын
❤❤
@rifatmunshi633710 ай бұрын
ভালো আহা
@abushakib92782 жыл бұрын
অপ্সরা' রাত ১ টা বেজে ২৩! এমন চমৎকার একটা গান সামনে আসবে কল্পনাতেও ছিলো না 🖤
@Muk1632 жыл бұрын
দীর্ঘ ৩ টি বছর অপেক্ষা করেছি! কি যে শান্তি পাচ্ছি! লাভ ইউ মেট্রিকাল♥
@metrical2 жыл бұрын
❤
@xossbox2 жыл бұрын
মেট্রিক্যাল এর সাথে কাজে কাজে আমাদের পথচলা বেশ কিছু বছরের, এর বাইরেও আমরা মেট্রিক্যাল এর গানের ভক্ত। এই টীমের প্রচেষ্টা আর সহযোগিতায় আমরা বানিয়েছি প্রেত, হারানো আমি আর এবার অপ্সরা'র মিউজিক ভিডিও, চেষ্টা করেছি গানের পাশাপাশি দর্শকদের একটা গল্প উপহার দিতে, কেমন লেগেছে সেটা আপনাদের ইচ্ছার উপর ছেড়ে দিলাম।মেট্রিক্যাল এর সকল দর্শক শ্রোতাদের জানাই অনেক অনেক শুভেচ্ছা জোসবক্স টীমের পক্ষ থেকে। বাংলা গানের জয় হোক।
@freelancerpapay6 ай бұрын
❤❤❤❤ metrical from jalpaiguri, india...... Your subscribers, joy rock, joy bangla....
@rahib57322 жыл бұрын
এ প্রজেক্টের সাথে থাকতে পেরে সত্যিই খুব ভাল লাগছে, আর শারাফাত ভাই ডিরেকশনের কথা না বললেই নয়, পুরো টিম এর সবাই অনেক কষ্ট করেছে এ প্রজেক্টের জন্য, আশা করি "অপ্সরা" মিউজিক ভিডিও টি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে🖤
শিশু থেকে, শুরু করে, বৃদ্ধ কাল অব্দি, গভীর ভালবাসায়, বেঁচে থাকুক , এই পৃথিবীর, সকল মানব জাতি,,,,,
@antorharis8092 жыл бұрын
Metrical এর অলমোস্ট সব গানই আমার শুনা।"অনুভূতি যত" গান টি কোথাও একটা শুনেছিলাম অনেক আগে,তারপর খুজে খুজে ইউটিউবে যে কয়টা গান পেয়েছি,সব গুলাই শুনেছি এবং প্রতিনিয়তই শুনা হয়। এত শুনার পরেও কোনো ধরনের বিতৃষ্ণা কাজ করে নাই। "অপ্সরা" গানটাও প্লে লিস্টে যোগ হলো। ধন্যবাদ Metrical, সিলেটে আমন্ত্রণ রইলো।
@RowshanAftab8 ай бұрын
Ami o Sylhet theke bolsi and mojar bepar holo amar nam Opshora shobai amak opshi /opshory/Opshu bole dak ai gan ti sune onek valo laglo thanks ❤❤❤❤😊😊😊
@alamgirkabir45252 жыл бұрын
গানটি শুনতে শুনতে কান্না পেয়ে যাচ্ছে। আর আমার জীবন থেকে হারিয়ে যাওয়া এক অপ্সরা কে মনে পড়ছে খুব । যেখানেই থাকো না কেন ভালো থেকো তুমি অপ্সরা।আমাদের আবার দেখা হবে।
@kibs_universe2 жыл бұрын
আজ তিনদিন হলো যখনই সময় পাচ্ছি এখানে এসে এই গানখানা শুনেই চলে যাচ্ছি। মধু লাগতেসে একদম ❤️
@architadey54952 жыл бұрын
গৌধূলি বেলায় সাগর হাওয়ায়, হারাবো দু'জন ঐ নীলিমায়.... মিউজিক,কম্পোজিশন,লিরিক্স সাথে চিরচেনা জায়গা। না চাইতেও ধরা দিয়ে যায় অনেক স্মৃতি! পিয়াল, তোর জন্য শুভকামনা ও ভালোবাসা রইল😘।এগিয়ে যা বহুদূর🥰। #Metrical❣️ #অপ্সরা
@tasnimhossain11722 жыл бұрын
গানটা অসাধারণ, প্রথম শুনেছি HRM এর র্যাগ ডে তে। গান টার সাথে সুর মেলাচ্ছি আর প্রিয় মানুষটার দিকে তাকাচ্ছি। পাশেই ছিলো আমার। সেদিন পুরো কনসার্ট টা একসাথেই উপভোগ করেছিলাম। শেষ ট্রেন টাও মিস করেছিলাম দুইজন মিলে। সুন্দর স্মৃতি🖤
@shofiqurrahmanshifat1687 Жыл бұрын
অদ্ভুত একটা গান। লিরিক, টিউন, অ্যারেঞ্জমেন্ট, উফ! আউট্রো সলোটা 💙
@rashedreaz28642 жыл бұрын
মিউজিক,কম্পোজিশন,ভিডিও,সাউন্ড কোয়ালিটি সব কিছু মিলিয়ে অসাধারন। একটা বেস্ট ব্যান্ড পারফরমেন্স। ফারহান তুইও জোস।মডেলিং টা রেগুলার করতে পারিস। আর মহিম ভাই কে নিয়ে তো কিছু বলার নাই।মানুষ হিসেবে যেমন পারফেক্ট,কাজেও তেমন। ♥♥♥
@tasfiqnehal611 Жыл бұрын
Recently Mymensingh Rock Fest theke chena Metrical ke. They were so humble in the concert that they won our hearts. Literally 80% of the crowd didn’t know them. They didn’t got irritated. Instead they made an incredible impression by teaching us how to sing Opsora❤️ To let you know Metrical, We Love You❤️
@nafisamahi22 күн бұрын
Ei ganta amr age thekei pochondo chilo ar ei pochonder ganti goto klke nijer scl ground e apndr shathe gaite pere ki je Khushi legeche bole bojhate parbo na ..It was a blessing for me !✨
@mdsonu-my8sv2 жыл бұрын
গানটার লিরিক্স আর সলো টা আমার অনেক ভালো লেগেছে।Metrical মানেই আবেগ।
@RedwanAhmed2 жыл бұрын
গানটা প্রথম যেদিন রিলিজ হয় তখনই শুনতে আসছিলাম। সত্য বলছি তখন সাধারণ একটা গানই মনে হইছে। কিন্তু এখন শুনতে শুনতে ভালো লাগা শুরু হইছে। গত দুইদিন খুঁজে খুঁজে শুনছি। শুভকামনা মেট্রিকাল।
অপ্সরী'রা কখনও আমাদের হয় না। এই জীবনের ক্রান্তিকালে আমার জীবনের অপ্সরী'র কথা বড্ড মনে পড়ছে। নীলিমায় দুজন একসাথে হারানোর কথা ছিলো কিন্তু হারিয়েয়ে সে একা। তাকে ভুলে যেতে হয়তো সারাজীবন লাগবে। হয়তো তবুও ভুলবো না। যেখানেই থাকুক, চাইবো সে ভালো থাকুক স্বামী আর মেয়েকে নিয়ে 💔
@nurnobihossenniloy57402 жыл бұрын
😓😓
@rashedul88islam2 жыл бұрын
অসাধারণ একটা গান শুনলাম। পাওয়া না পাওয়ার হিসেব বড়োই অদ্ভুত। না পেলে হয়তোবা জীবন চলে যায় কিন্তু পেয়ে হারিয়ে ফেলা আরো অনেক কষ্টের।
@maikalchakma2047 Жыл бұрын
প্রতিবারে শুনে নিজেকে হারিয়ে ফেলি অন্য ভূবনে। Metrical
@shawonchakraborty86367 ай бұрын
সব অপ্সরা নিলীমায় হারায় না কিছু অপ্সরা আমাদের জীবন থেকে হারিয়ে যায়।
@lokmaanhossen5482 жыл бұрын
অপেক্ষার ফলটা আসলে সেরা হয়। মেট্রিকাল মানেই আমার ভালোবাসা, আমার আবেগ। ☺️☺️
@sajibahmaed564611 ай бұрын
আমি মাঝে মাঝে চিন্তা করি মানুষ এত সুন্দর সুন্দর কমেন্ট লিখে কি করে। মনে এত কষ্ট এত জ্বালা সব লুকিয়ে রাখি, বলতেও পারিনা লিখতেও পারি না গুছিয়ে।
@dippal-guitar2 жыл бұрын
বিশ্বাস করেন, কবে রিলিজ পাবে সেই অপেক্ষায় ছিলাম এতোদিন। সুর, লিরিক সব মিলিয়ে অলমোস্ট জাস্ট অভাবনীয়। বেশি বেশি জোস লাগছে🖤🖤
@mahinshahriar91472 жыл бұрын
Proud feel hoy onek ai band amader Chittagong er ❤️
@nafsanjany66132 жыл бұрын
মানুষ কিভাবে এত সুন্দর কিছু সৃষ্টি করতে পারে।ভালোবাসা অবিরাম ❤️
@MHSumon10612 жыл бұрын
গানটি মন এবং পছন্দের তালিকায় জায়গা করে নিয়েছে😘🖤
@TanjibAhmmedАй бұрын
আমার অপ্সরা হারিয়ে গেছে আকাশের দূর নীলিমায়।
@project71102 жыл бұрын
দেড় বছরের ও বেশি অপেক্ষা করতে হইছে এতো গানটার জন্যে। Finally অপেক্ষার pera থেকে মুক্তি পেলাম।
@mihirpramanik65103 ай бұрын
কমেন্ট সেকশন এ এসে কল্পনার "অপ্সরা" দের অথবা বাস্তব অপ্সরাদের কথা গুলো বেশ ভালো, সত্যি হোক বা কাল্পনিক।
@menforce7502 жыл бұрын
এক কথায় জোশ হইছে এই গানটা। বিয়ে কবে করবে এই সিন টা আমার খুবই ভালো লেগেছে। একেবারে বলতে গেলে আমার জীবনের সাথে মিলে গেছে। অনেক অপেক্ষার পর অবশেষে উপহার পেলাম এই গানটি। ধন্যবাদ মেট্রিকাল ব্যান্ডের সব সদস্যদের। শাকিল মজুমদার ভাইকে খুব মিস করছি।
@mdanis59132 жыл бұрын
Metrical always 🤘 Fire esho,harano aame ghontoboo jekane always stay in fvrt play List
@devilmonkey32482 жыл бұрын
অপেক্ষার সমাপ্তি অবশেষে....অনেক ভালোবাসার band metrical...take love❣️
@Nemesis395MN2 жыл бұрын
আহা.....অনুভূতি.... হারিয়ে যাচ্ছি.... ডেকে দিয়ো আবার নতুন কোনো সুরে....
@Sajid_249 ай бұрын
হঠাৎ এই গানের নামটা দেখে তার কথা আবার মনে পরে গেল। তাকে আমি অপ্সরী বলে ডাকি। এই গানে তুলে ধরা হয়েছে কল্পনায় অপ্সরার সাথে সুন্দর মুহূর্ত গুলি কেমন হত। ঠিক এমনি আমি চিন্তা করি আমার অপ্সরীকে নিয়ে। আমার কল্পনা কি কখনো সত্যি হবে , জানিনা কল্পনায় আমি তাকে অনুভব করি সকলের মিষ্টি রোদে, বিকালের শহরে কোলাহলের শব্দ যেন তার কণ্ঠ শুনতে পাই,এত কাছে থেকেও সে যেন আমার থেকে কত দূরে। সে হারিয়ে যায় শুভ্র মেঘের ভিড়ে।
@rohanurrohan9142 жыл бұрын
আরে সেরা । আজ প্রথম Matrical শুনলাম অনেক বেশিই জোস আপনারা 🔥🔥🔥💝
@oniroy38102 жыл бұрын
metrical er firey asho,harano ami track gula beshi joss
@পাপেলপোদ্দার2 жыл бұрын
গানটা প্রথম শুনি চট্টগ্রামের জামালখানের কনসার্টে ❤️❤️ শুভকামনা রইল ❤️❤️
Metrical can gives us the actual vibe what we need.. Love you METRICAL
@rakibkhantaibur70142 жыл бұрын
আলাদা একটা অনুভুতি
@Imran.rana12 жыл бұрын
Metrical মানেই আমার কাছে অন্যরকম ❤️
@mhrsm55062 жыл бұрын
ভাইয়া অনেক সুন্দর একটি গান , কিন্তু এই গানটা কেনো জানি আমি অতিত মনে করিয়ে দেয় , এখন আমি এসএসসি পরীক্ষা দিবো ক্লাস ৯ এ একটা মেয়ে এর প্রেমে পরে ছিলাম তার নাম ছিলো"অপ্সরা" । আমদের প্রেম ১ বছর ঠিক থাকে কিন্ত তার পর হয় বিচ্ছেদ। আমাদের বিচ্ছেদ এর ৬ মাস হইয়া গেছে , আপনাদের এই গান তার জন্য এ উৎসর্গ 🙃। আশা করি ,আরো এমন সুন্দর সুন্দর গান আপনারা আমদের মত বোকা প্রেমিক দের উপহার দেন
@rajbanik4075 Жыл бұрын
এক বার শুনলেই বার বার গান টার প্রেমে পড়তে বাধ্য 🥰
@rafirahmananabil75142 жыл бұрын
আমার অনেক ভালো এক বন্ধু ছিল। তার নামও অপ্সরা। ২০২০ এর আগস্টে আমাদের বন্ধুত্ব হয়। খুব অল্প সময়ে অনেক ভালো বন্ধুত্ব হয়েছিল তার সাথে। মাঝখানে কিছু বিষয়ে মান অভিমান হওয়ায় আমাদের কথা বলা কমতে শুরু হয়। এরপর ২০২২ এর ফেব্রুয়ারিতে একটা কারণে আমাদের বন্ধুত্ব একেবারেই ভেঙ্গে যায়..... কিছুদিন আগে যখন এই গানটার টিজার দেখেছিলাম তখন সবার আগে তারই কথা মনে পড়েছিল। ভাবছিলাম ওকে লিংকটা পাঠিয়ে বলবো "দেখ তোর নামে গান বের হচ্ছে😆" পরক্ষণেই মনে পড়লো বন্ধুত্ব টা তো আর নেই! গানটি খুব ভালো লেগেছে। আর মিউজিক ভিডিওটাও দারুণ হয়েছে। মেট্রিক্যাল ব্যান্ড কে অসংখ্য ধন্যবাদ এই গানটি সৃষ্টি করার জন্য❤️
@jebahumairaopsora35262 жыл бұрын
আমি তোমার জন্য মন থেকে দোয়া করছি, আশা করি তোমরা তোমাদের বন্ধুত্ব আবার ফিরে পাবে💙
@rafirahmananabil75142 жыл бұрын
@@jebahumairaopsora3526 oo acha tai 🤔
@metrical2 жыл бұрын
ভালো থাকুক বন্ধুত গুলো ❤❤
@abdullahalmaruf81122 жыл бұрын
আমার আকাশ আজ সাত রঙে আকা তার মাঝে তোমার নিয়ে হেটে যাওয়া ❣️❣️❣️🥰
@avoidmahmud1662 Жыл бұрын
Love is something that i thought, was never ment for me but then i met u & everything changed Now all want is nothing more than to stay with u forever & want u to be mind"!
@chyafrin17 күн бұрын
ভালবাসার মাধ্যমে প্রিয় মানুষ টির সাথে বসে এক কাফ কপি খেতে পারলেই মনের মধ্যে, হাজারো শান্তি বিরাজ করে,,,,,
@singmongmarma74312 жыл бұрын
এই গানটার জন্য অপেক্ষায় ছিলাম।💚 অসাধারণ!!!!
@inspired58212 жыл бұрын
এই গান শুনার পর মনে হলো যে, এই গান million views deserve করে,but আমদের দেশের মানুষের music teste কেমন তা বলে প্রকাশ করা কখনোই যাবে না। Love From Chittagong ❤️
@BetterCallAnik2 жыл бұрын
kom manush sunok.naile ei obelai r dehokhan er moto oboshtha hobe
সুন্দর শুরু যেটা আস্তে আস্তে শেষেরটাকে সুন্দরতম করেছে ।
@kabirkn22146 ай бұрын
এসব গান আন্ডাররেটেড থাকুক চিরকাল!! আমাদের মতো কতিপয় উস্কুখুস্কু চুলের বিমর্ষ আত্না আসুক এ গানের স্বাদ গ্রহণ করতে!! সিগারেটের আগুনের তপ্ততার সাথে এ গানের শীতলতা মিশে যাক!! 🖤
@tomal99522 жыл бұрын
অসাধারণ Team Metrical and ফারহান ভাই ❤️
@AN_IK5 ай бұрын
Mind-blowing.... Getting goosebumps. Love you Metrical. 🪕🎻🎹🥁❤❤
@diptabarua98712 жыл бұрын
ভাইয়া ওই নীলিমায় যা দিসেন না🙂.just nailed it❤️
@syedtaohid71672 жыл бұрын
আহ কি সুন্দর। ভালোবাসা রইল মেট্রিক্যাল🖤
@shawondas-cc8uf9 ай бұрын
এই গানটা একটা আগুন। অসাধারণ। ❤️
@SaMi-vq6rg2 жыл бұрын
ডিরেক্টর এর জায়গায় ছোট মামার নাম দেখেই মনটা ভরে গেলো। সুন্দর গান, সুন্দর স্টোরিটেলিং
@metrical2 жыл бұрын
we Love ছোট মামা
@sakiburrahman43192 жыл бұрын
Just owsm solo ta mon er maje gaitha gese amader o new song ashtase doaa koiren amar band er jonno ❤️
@exceptionalfahim27092 жыл бұрын
ভাই কি দিলেন।। পুরাই মাস্টার পিস...
@jsdtube73712 жыл бұрын
Metrical rocks ✊
@stockfootagebangladesh78942 жыл бұрын
The song was best also the video storytelling is something special cook along with the music
@shuvoratul51522 жыл бұрын
বেশি জোস🌸👊 ভালোবাসা Metrical❤️❤️❤️
@metrical2 жыл бұрын
❤
@thshohag93782 жыл бұрын
Before 12 days love story, It’s really amazing ❤
@muddassiryusha6620 Жыл бұрын
Heard this song during your concert in Mymensingh, been listening to this since... Hope to see you guys soon again in Mym.
@champasarkar77532 жыл бұрын
That's my girl🥰 God bless you.❤
@jrrohankhan2 жыл бұрын
পেয়েছি তোমায়, স্বপ্ন রাজ্যের মাঝে। নিরন্তর ভালোবাসা, স্বপ্নিল গধুলীতে। আলতো ছোঁয়ায় শিশির ভেজা ঘাসে। মিশে আছি তোমার, মিষ্টি হাসির মাঝে। পূর্ণিমার আলো সেই মুখ। চেয়ে থাকি তোমায় আমার আকাশ আজ সাত রঙয়ে আঁকা তার মাঝে তোমায় নিয়ে হেঁটে যাওয়া গোধূলি বেলায় সাগর হাওয়ায় হারাবো দু’জন ওই নীলিমায়। শ্রাবণ জোছনায় হেঁটে চলি দু’ জন সাথে জোনাকি জ্বলে সারাটিক্ষণ ছিলে তুমি কল্পনায় অপ্সরা হয়ে পেলাম তোমায় আরও বেশী কিছু নিয়ে আমার আকাশ আজ সাত রঙয়ে আঁকা তার মাঝে তোমায় নিয়ে হেঁটে যাওয়া গোধূলি বেলায় সাগর হাওয়ায় হারাবো দু’জন ওই নীলিমায়।
@AzamKhan-yq8zx2 жыл бұрын
To be honest this song deserve million views....Best wishes to you.....really what an amazing song.....❤️❤️❤️
@pksarkar65632 жыл бұрын
অনবদ্য 🌻 ভালবাসা রইল 💓
@tamimmollah21 Жыл бұрын
9/08/2023 opshora ke dekhar jonno college wait kortecilam but opshora college e ase nai.jani nah er asbe ki na😞
@fangenix3 ай бұрын
guiter solo was something else!!
@meherabhossenfardin2885 Жыл бұрын
2018 theke metrical er gaan shuntici still favourite
@YouTubeAngel-i2v2 жыл бұрын
Good taste of music. Proud of Chittagong. Love you guys.
@BBMFCTV2 жыл бұрын
অস্থির ❤🔥 @Metrical
@ahmedjakariya42988 ай бұрын
তোমরা অনেক জোস। 🖤
@toufikalam99014 ай бұрын
It's personal comment brother 🫡
@RedwanAhmed2 жыл бұрын
মিউজিক কম্ভিনেশন জোশ। মিউজিক ভিডিও ও দারুণ !!! 🖤
@SakibulAlam19982 жыл бұрын
বিল্ডিং এর ছাদ,পাহাড় পর্বত, সাগর পাড়,ঝর বৃষ্টি পেরিয়ে শেষমেশ এ ফলাফল 💗 অসাধারণ অভিজ্ঞতা সাথে অসাধারণ ছিলো সবার পৃষ্ঠপোষকতা 💗 Enjoy💗 #suppotyourlocalmusic
@kibs_universe2 жыл бұрын
অনেক অপেক্ষা ছিলো এখানে। বেশি জোস ❤️🤘🏻
@metrical2 жыл бұрын
❤
@ahaarefahim28932 жыл бұрын
Excellent. ❤️❤️
@azmainemohian692 жыл бұрын
Pratim Daadaa! What a solo Man! 🔥
@gfakruddinahmad8316 Жыл бұрын
Wow ! vocal range is awesome ! bhalo composition. Keep it up boys ! We are generation Y, the 80's kids Onekdin por ekta darun rock composition shunlam with high pitch vocal delivery, smoothly done.
@SAM-Z-X2 жыл бұрын
ভাই আজকে আমাদের চট্টগ্রাম সরকারি কমার্স কলেজে Batch-75 এর Rag day তে যে কাপানি টা দিছেন কি বলবো একদম মাখন। খুব ভালো লাগলো ২৬-০৯-২০২২
@NoOnE-le8es2 жыл бұрын
Metrical with Telented vocal.. Nothing new ♥️
@shakermahmud21312 жыл бұрын
xoss hoise Bhai
@runwayband77682 жыл бұрын
Go Ahead Metrical❤️ বেশি xoss❤️
@abusalehmohammadnahid298 Жыл бұрын
সব সময়ই অন্যতম সেরা ব্যান্ড আমার জন্য❤️
@mongthouisingmarma1920 Жыл бұрын
Take prochor valobasi. ❤
@RezaulKarim-vx9jm2 жыл бұрын
Aha metrical.. ❣️😇 Tnq for give new emotion.
@fahim51212 жыл бұрын
অনেকদিন পর মনে হলো পুরনো মেট্রিক্যাল কে ফিরে পেলাম.. 💗
@sbndsukanta23482 жыл бұрын
অসাধারণ সৃষ্টি। শুভকামনা রইল।
@hasiburrahman49292 жыл бұрын
Ohhh ki sundor vocal tune..overall its really nostalgic ❤️🖤
@ahmedanwar84612 жыл бұрын
অসাধারণ
@RowshanAftab8 ай бұрын
Amar nam Opshora ai gan ti shune ami onek kgushi ta bolar bhasha nei ar ati onek darun 😊