অসংখ্য ধন্যবাদ যারা দেখছেন এবং বাসায় ট্রাই করেছেন আর সুন্দর সুন্দর feedback দিচ্ছেন। তবে যারা তেতো বলছেন, সবাই বাংলাদেশ থেকে দেখে ট্রাই করেছেন মনে হল। এখানে বলে দেয়া উচিৎ ছিলো বাংলাদেশের জন্য, দেশের শশার ছাল বা শশা অনেক সময় খুব তিতা হয়, মা খালারা দেখতাম সবসময় পরখ করে নেন শশা বা সবজি তিতা কিনা এদেশে আসার পর শশা আর ছিলে খাওয়া হয়নিতো তাই ভুলেই গিয়েছিলাম যে শশার ছাল তিতা হতে পারে বা শশা যে তিতা হয়। আর দেশী আদা অনেক বেশী স্ট্রং এখানকার বিদেশী আদার তুলনায় সেজন্য খুবই সামান্য ব্যাবহার করতে হবে। তবে আদাটা অপশনাল। আর কিছু কিছু লেবুর ছোলকাও তিতা হয়… আর আমরা যে অল্প পরিমানে mature “zara” লেবুর ছাল যেটা চিবিয়ে খাই ( কচি গুলো নয়, কচি হলে তিতা হয়) অথবা আমাদের বাসার এলাচি লেবুর পাতা ব্যবহার করেছি আসলে সুগন্ধ হবার জন্য। কারন এখানকার লেবুগুলোতে ঘ্রান নেই একদম। তাই এতো কিছু দেয়া । বাংলাদেশে আসলে কিছুই করা লাগবে না এসব। কারন এমনিতেই এত সুঘ্রান লেবুগুলোর, শুধু রস দিলেই দারুন ফ্লেভার হয়। আশা করছি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। যাদের শরবত তিতা হয়েছে কাইন্ডলি শশাটা তিতা কিনা বা লেবুর ছালটা চেক করে দিবেন। আর বাংলাদেশে দেশী সুগন্ধ লেবু হলেতো ছালটা না দিয়েও সুন্দর ঘ্রান হয়
@sikhadas83002 жыл бұрын
শসা তো সব সময় আমরা খেয়ে দেখে ব্যাবহার করি। খোসা তিতা হয় না, কিছু কিছু শসা তেতো হয় আর পুরো টাই তেতো হয়। আদা, লেবুর খোসা, লেবু, ঝিঙ্গা, এই সব সবজি আগে আমরা টেস্ট করে তবে ব্যাবহার করি, সেই মতো পরিমাণ পরিমাপ করেই করি। তোমার খারাপ লাগছে তাই বলছো,thank you ভাই। শসা ও তো কতো রকমের, কতো আলাদা স্বাদের হয়। আমি আগে শসার শরবত বানিয়েছি, খুবই রিফ্রেশিং।🙏👍🌷 একটা কমেন্ট দেখলাম বলেছে একদম ফালতু আইটেম। আমি বলি একটা ক্লাস এ, অনেক স্টুডেন্ট পড়ে, একই বই, সিলেবাস পড়ে, সবাই সমান ফল করে না। কেউ ফেল করে, কেউ ফার্স্ট হয়। তাতে তো বই আর টিচার খারাপ হয় না?
@tahminastinyworld10982 жыл бұрын
Apu Ami ajke try korchi... Alhamdulillah onak Valo hoice . Iptare kaici...r Amer husband o onak poshondo korche ....thanks Apu......
@BelethBilash2 жыл бұрын
দিদি সুন্দর করে মনের কথা বলে দিলেন, হ্যা দেশে থাকতে তো আম্মুকে দেখতাম সবসময় শশা বা ঝিঙ্গা পরখ করে নিতেন.. হয়তো ওয়েদারের জন্য অথবা চাষাবাদের ধরনের জন্য হতে পারে, আজ পর্যন্ত শশা নিয়ে চিন্তা করতে হয়নি যে তিতা হবে নাকি। তাই এই সাবধানতা টুকু মনে হয়নি বলে দেবার কথা.. আর আদার কথাও বলা আছে অপশনাল। একবার খারাপ হওয়া মানে ফালতু নয় বরন্চ পরের বারের আরও ভালো করার প্রেরনা.. বেশীর ভাগ মানুষের কমেন্ট দেখলেই বোঝা যায় অনেকেই খুব পছন্দ করেছেন ! ধন্যবাদ দিদি❤️❤️💕
@BelethBilash2 жыл бұрын
Alhamdulillah খুব ভালো লাগলো জেনে 🤩💕❣️thanks for your feedback
@sikhadas83002 жыл бұрын
@@BelethBilash হ্যা অনেকের ই পছন্দহয়েছে, হবার কথা ও। আর সবার জিভের টেস্ট সমান হয় না। স্বাদ টা আমরা জেনেটিক ভাবেই নিয়ে জন্মায়। যেমন ভাই, বোনদের খাওয়ার ধরন, পছন্দ কেউ বাবার মতো, কারো মার মতো কিংবা কোনো আত্মীয় র মতো। আমরা জন্মগত ভাবে পেয়ে থাকি। খাওয়ার চর্চা আমাদের উন্নত না হলে অবনতি হয়। রান্না ও যার যার হাতে ভিন্নতা থাকে। ভালো, খারাপ নয়, কিন্তু আলাদা।thank you ভাই তোমাদের 🙏🙏🙏 হ্যা বিদেশে তো সব কিছু টেস্ট করে বাজার জাত করা হয়, হয়তো ওদের জাতের শসা তেতো হয় না। আমি তো জানি না 😌
@Habibimran_bd Жыл бұрын
শরবত অসাধারণ হবে তা অনুমান করছি। কিন্তু আপনাদের কথাবার্তা আমাকে সবচেয়ে বেশি আনন্দ দিয়েছে। কোন কৃত্রিমতা নেই, বাড়াবাড়ি নেই, নিজের কর্মের আত্মপ্রশংসা নেই। কিছু মানুষ একটা কিছু তৈরি করেই নিজের প্রশংসা করতে করতে ৫-১০ মিনিট শেষ করে দেয়। কিন্তু আপনি একেবারেই ভিন্ন। আপনাদের জন্য অনেক অনেক ভালোবাসা থাকবে। ❤
@saadahmod21042 жыл бұрын
খুব ভালো লাগলো স্যার। আপনাদের কথার মাধুর্য অকৃত্রিম এবং মনোমুগ্ধকর স্নিগ্ধ পরিবেশ। নিমিষেই মন ভালো করে দেয়ার মতোন।
@kanizfatemaafrozatonni15852 жыл бұрын
রেসিপি দেখবো না বাগান দেখবো?অসাধারণ লাগল,ভাল থাক সুস্থ থাক।
@BelethBilash2 жыл бұрын
আপু ❤️💚🧡💜💙💛🤍❣️
@BelethBilash2 жыл бұрын
সুপ্রিয় দর্শক বন্ধু, ভাই ও বোনেরা বাগান, গাছ পালা, ফুল ফল বিষয়ক আমাদের নতুন KZbin Channel " বিলেত বিলাস Green Family" এর লিঙ্কঃ kzbin.info/door/2j7556hAHlVsv6ia-pmHKw ইনশাআল্লাহ এখন থেকে আমরা আমাদের বাগান, গাছ পালা, ফুল ফল বিষয়ক সমস্ত ভিডিও এই Channel এ পাবলিশ করবো। আর আপনাদের প্রিয় "Beleth Bilash বিলেত বিলাস" Channel এ তো থাকছেই খাওয়া-দাওয়া, রেসিপি, ভ্রমন-ঘুরাঘুরি, শখ আহ্লাদ ইত্যাদি ইত্যাদি। আপনারা যারা বাগান, গাছ পালা, ফুল ফল বিষয়ক ভিডিও দেখতে আগ্রহী তারা অনুগ্রহ করে এই চ্যানেলটি Subscribe করে রাখবেন আমরা এখন থেকে নিয়মিত এখানেও ভিডিও দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ।
@mykitchentube2 жыл бұрын
অনেক সুন্দর হয়েছে ধন্যবাদ শেয়ার করার জন্য
@thelemongrass2 жыл бұрын
Vi balandar tar dam koto taka dhaka ki poaya jaba janaban
@roushanarasultana40672 жыл бұрын
দুজন মনের দিক থেকে সুন্দর মানুষের রান্না দেখতে খুবই ভালো লাগে। সব রাধুনী ফেল আপনাদের কাছে। কত সাবলীল আপনারা দুজন। কোন কৃত্রিমতা নেই। You are the super couple cook.
@BelethBilash2 жыл бұрын
সালাম নিবেন.. অসংখ্য ধন্যবাদ আপু 💜❤️💞
@Chandrabindu67 Жыл бұрын
মাশা আল্লাহ,,, শরবতটা দেখতেই কত সুন্দর 😍 এটা পান করতে না জানি কত সুস্বাদু 😋
@BelethBilash Жыл бұрын
আপু কেউ কেউ বলছেন তিতা লাগছে তাই বানানোর পূর্বে অবশ্যই এই ভিডিওর pin Comment টা একটু দেখে নিয়েন প্লিজ।
মিশররীয় লেমন মিন্ট দেখে খুব ভালো লাগে, আপনার উপস্থাপনা অসাধারণ, ফুল গুলো দেখ মন ভরে গেলো, ধন্যবাদ শেয়ারের করার জন্য 🌺🏵️❤️🌸
@BelethBilash2 жыл бұрын
অসংখ্য ধন্যবাদ ❤️
@kisholoy2 жыл бұрын
এমন সাবলীল উপস্থাপনার সাথে সজীব আঙিনায় মিন্ট শরবত তৈরির আয়োজন। সত্যিই বেশ লাগলো! ইউটিউবে এমন কন্টেন্ট খুব কম দেখেছি। আপনাদের জন্য শুভকামনা।
@BelethBilash2 жыл бұрын
অসংখ্য ধন্যবাদ আপনাকে 😍❤️
@sumayamim74032 жыл бұрын
এতই মজা এই সরবত টা....আলহামদুলিল্লাহ। আপনাদের কে অনেক ধন্যবাদ,,, আমি এই নিয়ে ৫ দিন ট্রাই করেছি
@BelethBilash2 жыл бұрын
তাই❣️ 🤩🤩😍💕আপনাদের এ ভালোবাসার জন্য কৃতজ্ঞতার শেষ নাই 💝ধন্যবাদ নিরন্তর
@mehedihasan90382 жыл бұрын
Tita lge ni 🙄
@tomanahar49448 ай бұрын
@@BelethBilash❤❤
@shakibalhasannur99788 ай бұрын
আমি দেখছি ভাই গাজীপুরের কালিয়াকৈরে মৌচাক থেকে ভাই কেমন আছেন আপনি কী দারুণ একটা ভিডিও দিয়েছেন ভাই দেখে ভালো লাগলো দারুণ 🇧🇩✔️🌹🌷✌️👌👍👈
@BelethBilash8 ай бұрын
ধন্যবাদ 💚💞
@Salmaakter-bu6oi2 жыл бұрын
ভাইয়ার হাতের লবনের সরবর্ত ও অনেক টেস্ট কারোন ভাইয়া অনেক সুন্দর কোরে রেছিপি বানায় আর পোরি বেসন তো অসাধারণ আল্লাহ্ হাফেজ আছালামুঅলাইকুম।
@BelethBilash2 жыл бұрын
ওয়া আলাইকুম সালাম আপু। অনেক সুন্দর করে বলেছেন আপু শুনে মনটাই পরিপূর্ণ হয়ে গেলো। সময় নিয়ে ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। দোয়া করি। ভালো থাকবেন ইনশাআল্লাহ আমাদের জন্যও দোয়া করবেন। ❤️💚🧡💜💙💛🤍❣️
@Bangladeshicanadianmom78 Жыл бұрын
আসসালামু আলাইকুম আপু এবং ভাইয়া মিশ্রিত লেমন মিন্ট সরবত রেসিপি খুব ভালো লাগলো ধন্যবাদ শেয়ার করার জন্য ❤
@HANDEMBROIDERYHANDDRAWING2 жыл бұрын
সত্যি দেখতে অসাধারণ হয়ছে,,,ইনশাল্লাহ খেতে ওহ তেমন ভাল হবে😋😋😋😋😋
@justyou31482 жыл бұрын
আমি এই রকম সুন্দর সাবলীল ইউটিউব চ্যানেল আর দেখিনি, অনেক অনেক ধন্যবাদ।
@BelethBilash2 жыл бұрын
Thank you so much for your kind words
@sikhadas83002 жыл бұрын
দেখেই তো ফিদা। কি সুন্দর রঙ, কি সুন্দর সাজানোআর লেবু ফুল তো লা জবাব। আমার তেষ্টা পেয়ে গেলো 🤤🤤thank you ভাই 🙏🌙
@BelethBilash2 жыл бұрын
সত্যি দিদি অসম্ভব রিফ্রেশিং জুসটা, আমাদের এখানে তো ঠান্ডা এখনো.. দেশে এটা খেতে অনেক ভালো লাগবে
@BelethBilash2 жыл бұрын
অসংখ্য ধন্যবাদ তোমাকে শিখাদি, এতটা ভালোবাসার আমার বা আমার পরিবারের জন্য 💝❤️🥰, সত্যি অনেক লাকী আমরা 💜❤️
@sikhadas83002 жыл бұрын
@@BelethBilash হ্যা এটা আমাদের দেশের গরমে খুব রিফ্রেশিং লাগবে,thank you ভাই 🙏
@sikhadas83002 жыл бұрын
@@BelethBilash আমি তো বলে বোঝাতে পারবো না তোমাদেরপেয়ে আমি কতো লাকি। সবই আল্লার ইচ্ছা। আমরা যেনো ভালো থাকি এই দোয়া করি 🙏🙏🌙
@EarningLifetimeshyerBazer666 Жыл бұрын
একেবারে অন্যরকম ভিডিওটি দেখলাম তার পাশে সবুজ ফুল ফুল বাগান মনটাকে আনন্দিত করে দিল ফুলের বাগানের চারপাশে এভাবে ভিডিও করলে মন অনেক ভালো আসলে যারা ভালো মনের মানুষ তারে ফুল বাগানকে ফুলকে ভালোবাসে বাড়ির আশেপাশে যেখানে যাবে তাদের কাজে কর্মে সব জায়গায় ফুল ফুলের চাষ করবে এটাই
@Ahare_Bahare_keka2 жыл бұрын
এত সুন্দর ড্রিংকস খুব ভালো লাগলো।আপনাদের কথা,ভিডিও এডিটিং,টিপস্ সব দেখে পুরো রিফ্রেস হয়ে গেলাম।মনে হয় আপনাদের গার্ডেনে গিয়ে বসে থাকি এত ভালো লাগে।অনেক ধন্যবাদ,ভালো থাকবেন॥
@BelethBilash2 жыл бұрын
আপনাদের এ ভালোবাসার জন্য কৃতজ্ঞতার শেষ নাই 💝ধন্যবাদ নিরন্তর
@RownokAhmed Жыл бұрын
মনেহচ্ছে খেতে অসম্ভব ভালো লাগবে। আমি আপনার ঘরের গাছগুলো দেখছিলাম। মনতো ওখানে আটকে গেলো। আপনার ব্লগে আজকে আমি প্রথম। চমৎকার উপস্থাপনা। সব মিলিয়ে ভালো লাগলো। ধন্যবাদ।
@MahmudaAtHerDining20222 жыл бұрын
ওয়াও.... এখনই খেতে ইচ্ছে করছে ভাই। সত্যি দেখতে দারুন। আরও নতুন নতুন আনকমন রেসিপি চাই ভাই।
@BelethBilash2 жыл бұрын
অসংখ্য ধন্যবাদ
@rezarehman1819 Жыл бұрын
দারুন , দারুন , আল্লাহ আপনাদের দীর্ঘজীবি করুক ।
@salmarezwan85902 жыл бұрын
গতকাল একটা ইফতারের দাওয়াতে এটা খেয়ে খুবই মজা পেয়েছি, ভাবছিলাম কিভাবে বানাবো। আপনাদের রেসিপি দেখে খুব ভালো লাগলো তবে সবকিছুর সঠিক পরিমানটা বলে দিলে অনেক উপকার হতো। সম্ভব হলে একটু লিখে দিন।
ধন্যবাদ আপনাকে, পরিমান আসলে হাত আন্দাজে করা তো .. চেষ্টা করবো পরবর্তীতে দেয়ার .. আপনি বাংলাদেশ থেকে যদি করেন তাহলে একটু কষ্ট করে pin comments টা পড়ে নিবেন please
@Bangladeshicanadianmom782 жыл бұрын
দারুন মজার শরবত রেসিপি শেয়ার করেছেন ❤️
@fahmidaosman22592 жыл бұрын
Assalamu Alaikum writing you may be first time ! The colour and DECORATION with the white lemon flower gives an innocent plain eye soothing heart cooling look JAZAKUMULLAHU KHAYER
@BelethBilash Жыл бұрын
Walaikum slam thank you so much for your kind words 💚 please keep us in your prayers
@shahidakhatun5142 жыл бұрын
মাশআল্লাহ। এত সুন্দর, সবুজের সমারোহ।
@BelethBilash2 жыл бұрын
Alhamdulillah অসংখ্য ধন্যবাদ আপু
@shimaniha99182 жыл бұрын
Aj e baniye khabo😋iftar a...insha allah
@BelethBilash2 жыл бұрын
ইনশাআল্লাহ আপু আপনার জন্য শুভ কামনা রইল ভালো থাকবেন ❤️💚🤍🤍💚❤️
@sohelsrabon3002 жыл бұрын
আপু আপনি কি বানিয়েছেন? কেমন লাগলো এর টেষ্ট টা।
@Sohelrana-rm4nj Жыл бұрын
দেখতে খুব চমৎকার ড্রিংস খেতে আরো চমৎকার হবে ইনশাল্লাহ ❤
@BelethBilash Жыл бұрын
গরমের সময় দিল ঠান্ডা করে 😋😋😋
@mimabipasha4392 жыл бұрын
আপনাদের ছুড়িটা অনেক ভালো।কিভাবে এত ধারালো রাখেন এটার একটা ভিডিও চাই।অনুরোধ রইলো আপা ও ভাইয়া।
@BelethBilash2 жыл бұрын
আপু আপনার ভাইয়া প্রতিবার ব্যবহারের পূর্বে Sharpening Stone e ঘষে নেন, আর এই চাকুটা এত ধার যে আমার এটা স্পর্শ করা নিষেধ 😭😭😭😭😭। আমার জন্য আলাদা চাকু আছে 🤣🤣🤣🤣
@SumayasCookingAdventure2 жыл бұрын
আপু আমার বাসায় এ সেইম অবস্থা আমি তার ছুরি ধরলেই হাত কেটে ফেলি 🤣🤣
@tahminastinyworld10982 жыл бұрын
@@BelethBilash ha Apu Amer basay o Amer jonno alada chako ace.....
@barsharsathe96882 жыл бұрын
kzbin.info/www/bejne/iYiWg5x4lsiKgas
@afrinsadia2 жыл бұрын
@꧁Soldier Of Islam༒࿐ . 🍩 🍔🍓
@ishratjahan7188 ай бұрын
এত সুন্দর করে বুঝিয়ে বলার জন্য অনেক অনেক দোয়া,ভালো থাকবেন।
@rajkonna44072 жыл бұрын
Just wow color and eye soothing also, looks yummy and refreshing , thanks for sharing the recipe love from Dhaka , Bangladesh ❤️🥰
@zannatjonaky3576 ай бұрын
দারুণ, ট্রাই করবো ইন শা আল্লাহ 🤲🤲🤲
@Rose-y6r2 жыл бұрын
জাযাকাল্লাহ্ 👌👌👌
@BelethBilash2 жыл бұрын
ধন্যবাদ
@izzu_playz7 ай бұрын
একটা ভিডিও ই যথেষ্ট ছিল তাৎক্ষণিক সাবস্ক্রাইব এবং লাইক দেওয়ার জন্য থ্যাংক ইউ ফর শেয়ারিং
@tanjina_tabassum212 жыл бұрын
Looks so refreshing! Gotta try it soon...
@sarahmiqdad559 Жыл бұрын
অনেক মজাদার একটি সরবত ইনশাআল্লাহ এই রোজায় চেষ্টা করে দেখবো।
@kamrulahsan58082 жыл бұрын
Assalamualaikum. Very colorful and refreshing drink. Normally I made it by cukumber lemon and mint leaves with some rock salt.
@BelethBilash2 жыл бұрын
Walaikum Salam, thank you so much for your suggestions
@kamrulahsan58082 жыл бұрын
@@BelethBilash Thank You Bhai. Salam to Bhabi.
@mahmudulhaque57077 ай бұрын
আপনাদের উপস্থাপনা সুন্দর। রেসিপি দেখতেও ভাল লাগে।
@setusworld2 жыл бұрын
Very yummy & refreshing drinks 👍🤤
@BelethBilash2 жыл бұрын
Thanks dear
@F-UEShop7 ай бұрын
অসাধারণ একটি ভিডিও দেখলাম খুব ভালো লাগলো
@seeratnm2 жыл бұрын
I made it for iftar yesterday. It was soooo good. Thank you for sharing the recipe.
@BelethBilash2 жыл бұрын
Alhamdulillah it’s really our pleasure 💝
@kushumakhter6282 Жыл бұрын
Alhamdulillah। খুব সুন্দর টিপস সহ রিফ্রেশিং সরবত বানানো dekhalen। আমরা অনেকেই যারা একটু হেলথ care নিয়ে সচেতন তারা এই ধরনের ড্রিংক গুলোতে অভ্যস্থ কম বেশি। আর জানি কোনটা কম বেশি দিতে হবে বা বাদ দিতে হবে। ইফতারের জন্য মিন্ট লেবু দিয়ে করেছি। তবে আপনার মত করে এবার করবো ইনশাআল্লাহ্।❤
@shamimfatemanargis6884 Жыл бұрын
শশা টা ধারনার বাইরে ছিল। Thanks. Tips টা দিয়েছেন। আপনার টিউলিপ গুলো ও আরো সুন্দর।
@muneerulislam22198 ай бұрын
আপনি যেভাবে বানিয়েছেন আসলে খুবই সুন্দর লাগছে খুবই ভালো লাগছে আশা করি খুবই টেস্ট ফুল হবে
@05_sumonmian302 жыл бұрын
আপনাদের ভয়েস আমার এতো ভালো লাগে, সুন্দর করে কথা বলেন। আর ডেকোরেশন এক কথায় অসাধারণ।
@BelethBilash2 жыл бұрын
অসংখ্য ধন্যবাদ আপনাকে 💝
@sayemakhanam64202 жыл бұрын
অসাধারন গুনী আপনারা দুজন ,love and respect from USA
আপনাকে অসংখ্য ধন্যবাদ! আপনাদের এই ভিডিওটা আমার ভীষণ ভালো লেগেছে। ভিডিওটা যিনি ধারণ করেছেন তাকে আরও বেশি ধন্যবাদ উনি সমস্ত পরিবেশটা কেমন ঘুরিয়ে ঘুরিয়ে উপর নিচে, বা দিক থেকে ডানদিকে, ডান দিক থেকে বাঁ দিকে, বেশ সুন্দর করে ঘুরিয়ে ঘুরিয়ে দৃশ্য ধারণ করেছেন। তাই ভিডিওটা আমার কাছে একদম প্রাণবন্ত লেগেছে। এখন আসি রেসিপিটির ব্যাপারে, আমি খাবার দাবার রেসিপির ব্যাপারে মূলত ট্রাই করেই রেসেপির রিভিউ লিখি: আমি আপনার রেসিপিটা ফলো করে শরবতটা বানিয়েছে, তবে আমি বাংলাদেশে বসবাস করার কারণে আমি জানি লেবুতে তেতো হয়, এবং শশাও তেতো হয়। তাই শরবতটা বানাতে গিয়ে আমি দুটোর মধ্যে ব্যালেন্স করেছি, তাই আমার শরবতটা খুব বেশি তেতো হয়নি, এবং আমার শরবতটাও দারুন হয়েছে খেতে। ইনফেক্ট আপনি যদি শসার কথা উল্লেখ না করতেন, আমিও কখনোই ধরতে পারতাম না এই শরবতে শসা দেওয়া লাগে। আর এই শরবতে আপনি কোথাও লবণ ইউজ করেননি, আমি লবণ দিয়েছি, বিট লবণ। লবণ ছাড়া শরবতটা পানসে হওয়ার কথা! বিট লবন দেওয়ায় আমার কাছে আরো বেশি ভালো লেগেছে। শরবতটা আসলেই দারুন ছিল আপনাকে তার জন্য আবার বিশেষ ধন্যবাদ। সংযুক্তি :ভিডিওর মাঝখানে একসময় বলছিলেন যে আমাদের দেশ অনেক blessed। আসলে আমাদের দেশ এতো blessed হওয়া সত্বেও, এই ব্লেসিং গুলো আমাদের জন্য পোষায় না, তাই আমরা ইউরোপ আমেরিকায় পারি জমাই।😉
@abidasultana12762 жыл бұрын
খুব ভালো ও হেলদি রেসিপি। সাথে পুদিনা গাছ লাগানোর পদ্ধতি ভিডিওটির উপযোগিতা বাড়িয়ে দিয়েছে। আন্তরিক ধন্যবাদ।
@BelethBilash2 жыл бұрын
অসংখ্য ধন্যবাদ আপনাকে ❤️
@TanzilaKitchen8 ай бұрын
অসাধারণ রেসিপি ইনশাআল্লাহ ট্রাই করবো। ধন্যবাদ স্যার এতো মজাদার সরবত রেসিপি শেয়ার করার জন্য ❤❤
@kayemulkaiyum39662 жыл бұрын
আপনাদের মনমুগ্ধকর কন্ঠ এবং কথাগুলো অনেক ভালো লাগছে 🥰 ভালো থাকবেন সবসময় 🥰🌿🌺
@mohammedmomin7536 Жыл бұрын
এত সুন্দর ইনফরমেশন ভিডিও দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ।
@dhakaiamaia244 Жыл бұрын
খুব ভালো লাগলো রেসিপিটি দেখে নিলাম। দারুণ মজাদার শরবত
@sofiasultana2997 ай бұрын
Bhaiya apu ei sorbot dakhai pran vore galo.eto sundor kore apnara represent koren dakhai mon vore jai .
@BelethBilash7 ай бұрын
ধন্যবাদ 🩵💙💚যদি বাংলাদেশ থেকে জেখে থীকেন তবে কাইন্ডলি প্রথম কমেন্ট টা একটু ভালো করে দেখে নেয়ার অনুরোধ রইলো। অথবা এই সেইম শরবত এই রোজাতে আরেকবার বানিয়েছি, সেই ভিডিওটা ও দেখতে পারেন ॥ 💚
পুরো ১০০% শান্তি, কোন কমতি নাই আলহামদুলিল্লাহ, তোমাকে অসংখ্য ধন্যবাদ ❤️💚🧡💜💙💛🤍❣️
@bdvloggersuraiya20736 ай бұрын
ভাইয়া আপু আসসালামু আলাইকুম কেমন আছেন আপনাদের রান্না গুলো অন্যান্য রেসিপিগুলো আমার দেখতে খুব ভালো লাগে প্রাণ ঠান্ডা শক্তি রেসিপি টা শরবত খুব ভালো লাগলো ভিডিওটি ভাইয়া ❤❤
@susmitazzaman4479 Жыл бұрын
মাশা-আল্লাহ অনেক সুন্দর লাগছে দেখতে অনেক লোভনীয় হয়েছে
@THEROYALCOLLECTION007 Жыл бұрын
দারুণ লাগলো রেসিপি। আমিও এটা ট্রাই করবো। ধন্যবাদ ❤
@rawshanarabeauty3276 Жыл бұрын
অসংখ্য ধন্যবাদ। আমি আজই ট্রাই করবো ইনসাআল্লাহ।
@BelethBilash Жыл бұрын
পিন কমেন্ট টা দেখার অনুরোধ রইলো ধন্যবাদ 💚
@ahanafsafwanhossain5904 ай бұрын
Assalamu Alaikum. So simple but aristocrat presentation. Jajakallah khoiron dear bhaia n aapu.
@zinathrahman Жыл бұрын
আসলেই খুব মজা।আমি আপনার রেসিপি ফলো করে বানিয়েছিলাম।বেশ ভালো লেগেছে!
@BelethBilash Жыл бұрын
Alhamdulillah, thank you for the feedback apu 💞❤️💗
@familykitchen1767 ай бұрын
👍 অসম্ভব সুন্দর হয়েছে ভাইয়া ও আপু কি বলবো এত মজার শরবত দুজন মিলে এই শরবতটা বানিয়ে নিলে আমি তো এক্ষুনি ট্রাই করবো মাশাআল্লাহ ❤❤❤❤
@limaskitchenandvlog7009 Жыл бұрын
আসসালামুয়ালাইকুম খুবই সুন্দর হয়েছে আপনার ভিডিওটা অসংখ্য ধন্যবাদ আপনাকে
@nasrinjahan86528 ай бұрын
আহ্! এতদিন পর এটা শিখতে পারলাম। ধন্যবাদ আপনাকে।আমি এখন এটা বানাবো,খাবো,সবাইকে খাওয়াবো।
@BelethBilash8 ай бұрын
অনেক ধন্যবাদ তবে বানানোর আগে পিন কমেন্টটা পড়ে নিবেন কারণ বাংলাদেশের লেবুর ছাল ও শষা মাঝে মাঝে তিতা হয়।
@rubyakther36872 жыл бұрын
Masallah ato sundor apnar recipe ta
@tahminastinyworld10982 жыл бұрын
Ato mojader akta shorboth er recipe share korar jonno thanks vaia Apu... insha'Allah try korbo .....
@BelethBilash2 жыл бұрын
অসংখ্য ধন্যবাদ আপু ইনশা আল্লাহ
@Rimascookingrecipes2 жыл бұрын
Nice sharing dear friend ❤️. Mouth watering recipe. All the best
@BelethBilash2 жыл бұрын
ধন্যবাদ আপনাকে
@kawsherjannat464 Жыл бұрын
মাশাআল্লাহ! দেখতে ও অসাধারণ লাগছে
@imamhossain9924 Жыл бұрын
আমি ভিডিও দেখে বানাইছি।এটা অনেক ভালো ছিল।ধন্যবাদ আপনাদেরকে।
@BelethBilash Жыл бұрын
আপনাকে অসংখ্য ধন্যবাদ 😍😍😍
@habibulalam94188 ай бұрын
ভাইয়া এটা চমৎকার একটা লেমন গ্রিন জুস হয়েছে, যেটা রমজানে সবার জন্য ভালো।
@BelethBilash8 ай бұрын
অসংখ্য ধন্যবাদ ❤️ প্লিজ পিন করা কমেন্ট টা দেখে নিবেন যদি আপনি বাংলাদেশ থেকে ট্রাই করেন 💞
@maksumaakter1925 Жыл бұрын
প্রতি রমজানে আপনাদের এই ভিডিও টা দেখলেই এই সরবতটা খেতে ইচ্ছে কর আর বানিয়ে ফেলি। খুবই মজা।