Рет қаралды 80
আমার 'Berano O Bhabna' ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আমি সমীর কুমার রাউত। আজ মিশর ভ্রমণের ষষ্ঠ পর্ব। এর আগে প্রথম থেকে পঞ্চম পর্ব পর্যন্ত আপনারা দেখেছেন আমরা কিভাবে দমদম বিমানবন্দর থেকে কায়রো পৌঁছে পিরামিডের ভেতরে প্রবেশ করেছিলাম , সাহারা মরুভূমির কিছুটা অংশ ঢুকে গিয়েছিলাম, কায়রো মিউজিয়ামে তুতেন খামেনের সকল সামগ্রী ও বিভিন্ন ফেরাওদের মমি দেখেছিলাম।
এবার ষষ্ঠ পর্বে আপনারা দেখবেন কায়রো থেকে আসোয়ান পর্যন্ত ৮৯০ কিলোমিটার রেলপথে সারা রাত্রি ব্যাপি রেল যাত্রা, কম্পার্টমেন্টের কূপের ভেতরে বিভিন্ন অভিনব সেটিং, সকালে মাইলের পর মাইল ব্যাপী চলমান নীলনদ দর্শন এবং আরো কত কি।
ছোট থেকেই ইতিহাস বইয়ের পাতায় পড়েছি, মিশর নীল নদের দান। সেই নীল নদে তিন দিন ধরে ক্রুজে করেছি। ১১ টি দেশের মধ্য দিয়ে বয়ে চলেছে নীল নদ। ছোট থেকে মানস চোখে দেখা পিরামিডকে চর্ম চক্ষে দেখলাম এবং ভিতরে প্রবেশ করে দেখে এলাম। গিজা, খুফু-ম্যান কাউরে-খাপরে পিরামিডের মমিগুলোকে দেখলাম কায়রো মিউজিয়ামে।
প্রাচীন মিশরীয় সভ্যতার বিকাশ বিভিন্ন দেশে ছড়িয়ে পড়েছিল।
বিভিন্ন পর্বে ভাগ করে আমার youtube চ্যানেলের মাধ্যমে আপনাদের কাছে আমি পৌঁছে যাব মিশরের বিভিন্ন ঐতিহাসিক স্থান ও বিভিন্ন দৃশ্যপট নিয়ে যা আপনাদের অবশ্যই ভালো লাগবে এবং ইতিহাসের পাতায় নিয়ে যাবে।
মিশর ভ্রমণ সম্পর্কে কোন কিছু জানতে হলে আমার ভিডিওতে কমেন্ট করুন।
#EgyptTourism
#VisitEgypt
#EgyptTravel
#PyramidsOfGiza
#NileRiverCruise
#EgyptExplored
#DesertAdventures
#AncientEgypt
#EgyptianAdventures
#EgyptInWinter
#SummerInEgypt
#EgyptNewYear
#EgyptToAswanByTrain
#AswanBound
#NileRiverExpress
#EgyptianRailwayAdventures
#TrainTravelEgypt
#AswanByTrain
#EgyptTrainJourney
#DesertRailway
#TrainTravel
#RailwayJourneys
#TravelEgypt
#ExploreAswan
#egypt #travel #egypttravelguide #pyramids #ancientegypt #pyramid #travelphotography #africa #cairo