Рет қаралды 110
মাঝে মাঝে কষ্ট পাওয়া ভালো, কারণ কষ্ট মানুষকে বাস্তবতা শেখায়, ম্যাচিউর বানায়, যেকোনো পরিস্থিতিতে মনের জোড় বাড়ায়, একা বাঁচতে শেখায় এবং আপন মানুষগুলোকে চেনায়!'❤️
আমরা যাকে ভীষণভাবে হারানোর ভয় পাই, মনে করি তাকে ছাড়া আমি ভীষণ অচল। সন্দেহ নেই যে তাকে আমরা খুব ভালোবাসি। আমাদের জীবনে এমন কোনো বিশেষ মানুষ, এমন কোনো বিশেষ সময় আসে যে আমরা মনের দিক থেকে সেই মানুষটার প্রতি নির্ভরশীল হয়ে পড়ি। আমরা একে অপরের সঙ্গে সারাটা জীবন কাটিয়ে দেয়ার সিদ্ধান্ত নিয়ে ফেলি।
কিন্তু এই গভীর সম্পর্কের গভীরতা ও এখন ক্ষণস্থায়ী হয়ে গেছে। বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার পর কর্তব্য আর আত্মসম্মানের টানাপোড়েনে ভেঙে যাচ্ছে এই গভীর সম্পর্ক গুলো । আমরা কেউ কারোর কাছে হারতে রাজি নই, মাঝখান থেকে হেরে যাচ্ছে সম্পর্ক গুলো। আমরা যখন একে অপরকে ভালোবেসে বিবাহ বন্ধনে আবদ্ধ হই তখন আমরা সম্পর্কের অনেকটা গভীরে চলে যাই। একে অপরের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ হয়ে পড়ি।
বিবাহের পরে আমরা যখন বাস্তবতার সম্মুখীন হই, আমরা ভুলে যাই প্রতিশ্রুতির কথা । যে মেয়েটি একদিন ভীষণ পরিপাটি সেজেগুজে মেকআপ করে লিপস্টিক পড়ে ছেলেটির জন্য অপেক্ষা করতো। সেই মেয়েটি আজ সংসারী হয়ে শত ব্যস্ততার মাঝে অবসরের অপেক্ষায় থাকে। বেশ অনেকগুলো দিন নিজেকে আয়নায় ভালো করে দেখা হয় না।
সে সেই মানুষটিকে খোঁজে, যে রান্নাঘরের ব্যস্ততার সময় এসে বলবে ব্রেকফাস্টটা করা হয়েছে তো, না হয়নি। সেই মানুষ, যে কোনদিন হঠাৎই আমার পছন্দের রঙের শাড়িটা এনে দিয়ে বলবে তোমার পছন্দ হয়েছে তো। শত ব্যস্ততার মাঝে মনে রাখবে আমার জন্মদিন , আমাদের সেই প্রথম দেখার দিন।
কিন্তু বাস্তবে তা হয় না। আমরা যার থেকে এই সবকিছু আশা করি, আমাদের বিপরীতে থাকা সেই মানুষটি দায়িত্ব এবং কর্তব্যের চাপে নিজেকে ব্যস্ত করে ফেলে। আমরা প্রত্যেকে যে ধারণা করে রাখি বিয়ের আগে থেকে, পড়ে সেই ধারণার সঙ্গে সেই প্রত্যাশার সঙ্গে বাস্তবের স্বামী বা স্ত্রীর মিল খুজে পাই না। তখন সম্পর্কের মধ্যে সংঘাত বা বিবাদ অনিবার্য হয়ে ওঠে। ফলে আমরা একে অপরের কাছে গুরুত্বহীন হয়ে পড়ি।
একদিন ভালোবেসে, যে হাতে আমরা নিজেকে তুলে দিই, যে হাত আমাদের কাছে, কখনো সান্তনার ,কখনো আদর ভালোবাসার, আবার কখনো ছিল প্রেমের, বাস্তবতার সম্মুখীন হয়ে আমরা বাধ্য হয়ে অবশেষে সেই হাত ছেড়ে যাই। ভেঙ্গে যায় একটা সুন্দর সম্পর্ক।💔🥀
হঠাৎ করে তোমার জীবনে একজন আসবে..,
সে তোমার কথা বলার সঙ্গী হবে.........,
তোমার সব দুঃখ কষ্ট ভাগ করে নেবে.......,
তোমাকে সাহস যোগাবে.......,
তোমাকে ছোটখাটো বিষয়ে যত্ন করবে.....,
তোমার যত কষ্ট কথার মলম দিয়ে সারিয়ে তুলবে......,
তোমাকে রোদে পুড়তে শিখাবে.....,
বৃষ্টিতে ভিজতে শেখাবে......,
দিনের পর দিন রাতের পর রাত তোমার সাথে কথা বলবে.......,
সবচেয়ে বড় কথা তোমাকে নতুন করে বাঁচতে শেখাবে.......,
তখন তোমার মনে হবে হ্যাঁ এরকমই একজনকে আমি চেয়েছিলাম.....,
অনেক বছর অপেক্ষার পর আমি তাকে পেয়েছি.........,
আমার পাশে আছে একজন......।
তারপর যখন কথা বলার অভ্যাসটা তোমার বদভ্যাসে পরিণত হয়ে যাবে তখন একদিন হঠাৎ করে মানুষটা বদলে যাবে....,
তোমাকে ব্যস্ততা দেখাবে....... ,
সারাদিন অপেক্ষা করার পরেও একটা মেসেজ বা কল আসবে না.......।
তুমি বারবার ফোন চেক করবে.....,
কিন্তুু তোমার অপেক্ষা অপেক্ষায় থেকে যাবে.......।
প্রথম প্রথম দুই একবার কল করে তোমাকে বোঝাবে, সে নিরুপায়, তার জীবনে খুব ব্যস্ততা, তাই সে সময় দিতে পারছে না......,
এরপর আস্তে আস্তে সব যোগাযোগ বন্ধ হয়ে যাবে........।
তুমিও বুঝতে পারবে সে আর তোমাকে সময় দিতে পারবে না......,
তাই তুমিও মেসেজ বা কল করে বিরক্ত করা বন্ধ করে দিবে.......।
যে মানুষটির জন্য একদিন তুমি ডিপ্রেশন থেকে বেরিয়ে এসেছিলে......,
আবার সেই মানুষটির জন্যই তুমি আরো গভীর ডিপ্রেশনে চলে যাবে......।
তখন মনে হবে আগে তুমিটাই ভালো ছিলে.., আগের একাকীত্ব টাই ভালো ছিল......,
জীবনে একা থাকা খুব সহজ..........,
কিন্তুু জীবনে কেউ এসে চলে যাওয়ার যে একাকীত্ব সেটা বড়ই কষ্টদায়ক.....😅💔
#সংগৃহীত ।
#viralvideo
#myfirsttimeinmylifevlog
#arainydayinmylife
#sad
#motivationalstory
#inspirationalstory