Рет қаралды 116
বুধবার, ১১ অক্টোবর ২০২৩, ব্র্যাক সেন্টার ইন- এ অনুষ্ঠিত হয় নাগরিক প্ল্যাটফর্ম-এর ‘অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন ও ন্যায্যতার লক্ষ্যে নাগরিক এজেন্ডা : শিক্ষা, স্বাস্থ্য, জলবায়ু পরিবর্তন এবং সামাজিক সুরক্ষা’ শীর্ষক মিডিয়া ব্রিফিং।
মিডিয়া ব্রিফিং এ শিক্ষা, স্বাস্থ্য, জলবায়ু পরিবর্তন এবং সামাজিক সুরক্ষা বিষয়ক চারটি প্রতিবেদন উপস্থাপন করা হয়।
‘মানসম্পন্ন প্রাথমিক শিক্ষা নিশ্চিত করা’ বিষয়ে প্রতিবেদন উপস্থাপন করেন জনাব মোস্তাফিজুর রহমান, উপ-পরিচালক, গণসাক্ষরতা অভিযান ‘স্বাস্থ্যব্যবস্থার গুণগত মান বৃদ্ধি এর ব্যক্তিপর্যায়ে চিকিৎসা ব্যয় হ্রাস’ বিষয়ে বক্তব্য উপস্থাপন করেন ডা. ইয়াসমিন এইচ. আহমেদ, উপদেষ্টা, বাংলাদেশ হেলথ ওয়াচ।
ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের জ্যেষ্ঠ প্রভাষক জনাব ইশতিয়াক বারী ‘জলবায়ু পরিবর্তনের ফলে সৃষ্ট স্থানীয় ঝুঁকি মোকাবিলা করা’ বিষয়ে সুপারিশগুলো তুলে ধরেন।
'পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য সর্বজনীন সুরক্ষা ব্যবস্থা' সম্পর্কিত প্রতিবেদন উপস্থান করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অধ্যয়ন বিভাগের অধ্যাপক ড. এম আবু ইউসুফ।
উপস্থাপনার পর পর্যায়ক্রমে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন নাগরিক প্ল্যাটফর্ম-এর আহ্বায়ক এবং সিপিডি-এর সম্মাননীয় ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য এবং উপস্থিত সম্মানিত বিশেষজ্ঞ দলের সদস্যবৃন্দ।
শাহীন আনাম, কোর গ্রুপ সদস্য, নাগরিক প্ল্যাটফর্ম এবং নির্বাহী পরিচালক, মানুষের জন্য ফাউন্ডেশন আলোচনায় সভাপ্রধান এর দায়িত্ব পালন করেন।
মিডিয়া ব্রিফিংটি সঞ্চালনা করেন অধ্যাপক মোস্তাফিজুর রহমান, কোর গ্রুপ সদস্য, নাগরিক প্ল্যাটফর্ম এবং সম্মাননীয় ফেলো, সিপিডি।
ব্রিফিং এ অংশগ্রহণকারী সকল বেসরকারি সংস্থার প্রতিনিধি, উন্নয়ন কর্মী, এবং সাংবাদিকদের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।