Рет қаралды 951
১) আমি আর সইতে পারি না......
আমার ত্রান নাথ আজ ক্রুশেতে.
২) পথে লোক যাচ্ছে সারি সারি হে.....
তারা দেখিয়া কেউ দেখেনা.
৩) নিষ্ঠুর সেনাগনে বর্শা হানে হে.....
তারা কারুর বারন শোনে না.
৪) প্রভুর পিপাসা হয়েছে ভারী হে.....
একটু জল চেয়েও তা পেলেন না.
৫) খেদে পর্বতগণ বিদীর্ণ হইল হে.....
হেরে ত্রাণনাথের যাতনা.
৬) যীশু তোমার জন্য এত সইলেন হে.....
তোমার কঠিন মন কি গলে না?
খ্রীষ্ট-সঙ্গীতের গান
বিন্দুনাথ সরকার ও কৈলাসচন্দ্র সরকার (১৮৮৯)
Music - David Roy
Singer - Roy Family.
1 Peter 2 : 24
তিনি আমাদের ‘‘পাপভার তুলিয়া লইয়া” আপনি নিজ দেহে কাষ্ঠের উপরে বহন করিলেন, যেন আমরা পাপের পক্ষে মরিয়া ধার্মিকতার পক্ষে জীবিত হই; ‘‘তাঁহারই ক্ষত দ্বারা তোমরা আরোগ্যপ্রাপ্ত হইয়াছ”। আমেন!