আজ 2023 এর 26th September... বিদ্যাসাগরের জন্মদিন... একটা কমেন্ট রেখে গেলাম... কেউ Like দিলেই শুনতে আসবো... এই আমার শ্রদ্ধার্ঘ্য...
@su_kanya204 жыл бұрын
এটা গান নয়, ইতিহাস। বাংলার চিরস্মরণীয় দুজন মানুষের সম্পর্কের কথা কি অপূর্ব ভাবে তুলে ধরেছে অনুপম রায়! শত বছর টিকে থাকুক এমন গান।মাইকেল এবং বিদ্যাসাগরের মত মানুষকে নিয়ে এত অপূর্ব গান রচনার যে সাহস অনুপম দেখিয়েছে তাতে আমি মুগ্ধ। গানের সুরও অনবদ্য। অনির্বাণ, অনুপম খুবই ভালো গেয়েছে গান টা । মন ছুয়ে গেল।❤️
@priyagopalbishoyi11074 жыл бұрын
Fresh collection from Priya Gopal Bishoyi: kzbin.info/www/bejne/o6jNlnqkgZZpqMk
He he..ora pray shobh coment kei koreche.. congratulations 🤣🤣🤣🤣🤣
@loveyouphysicsabhijitsanya80663 жыл бұрын
মধু কবির ভাগ্যে জুটেছিল অসংখ্য লাঞ্ছনা। আজ সেই লাঞ্ছনা কারী দের কেউ মনে রাখেনি। বিদ্যাসাগর হয়েছিলেন এক ঘরে। কিন্তু যারা একঘরে করেছিল তাদের কেউ মনে রাখেনি। আমাদের হৃদয়ে মধু কবি এবং বিদ্যাসাগর চির অম্লান হয়ে আছেন ও থাকবেন । আর ওনাদের এই বন্ধুত্বের গল্প চোখে জল আনে।
@rishikashaw5459 Жыл бұрын
মনে রাখেনি বলা টা ভুল হবে , তাদের চিরকাল মনে ঘর করে দিয়েছেন , বন্ধুত্বের মানে বুঝিয়েছেন , খারাপ সময়ে পাশে থেকেছেন বিদ্যাসাগর। নিজেদের বন্ধুত্বের মর্যাদা দিয়েছে । বিদেশে কিছু হয় নি দেশে ফিরে এসে তিনি সেই মর্যাদা টুকু পেয়েছিলেন , যেই দেশ ছেড়ে চলে গিয়েছিলেন সেই দেশ তাকেসেস অব্দি মর্যাদা দেয়
Sad Greatman Whom Except Vidyasagar Nobody Tried To Give Some Money. A Versatile Poet+Pholosopher In Bangla+ English+Sanskrit. A Forgotten Greatman He Took Revolutionary Step To Cross Sat Somudra+ 13 Nodi !
@apurbalalkhatua74934 жыл бұрын
অর্নিবান দার কন্ঠে দাঁত চিবিয়ে "কথা দিয়ে ওরা কথা রাখবে না মানুষের অভ্যাসে " কথা বলার ধরন টা দারুন লাগে।
@Pronabsarkar20033 жыл бұрын
"ওরা দুজনে ছিল বন্ধু" লাইন-টা শুনলেই গায়ে কাটা দেয়🔥 অসাধারন একটি গান কিন্তু এরকম আরো চাই এক-বছর হয়ে গেল এইরকম কিচ্ছু পেলাম না।।
@sudiptodutt55464 жыл бұрын
খুব ভালো হয়েছে উপস্থাপনা টা। অনুপমদা-অনির্বান দা অনবদ্য। ❤️❤️ "বর্ন পরিচয় থেকে কথামালা আর চারুপাঠে বোধোদয় বাংলার নবজাগরণে তুমিই এনেছিলে নবযুগের সূর্যোদয় বিধবার মুখে হাসি ফুটিয়ে কতই না কুড়িয়েছিলে দুর্নাম আজ বুঝেছে ওরা দুশো বছরে সার্থক "ঈশ্বর" তোমার নাম।।" জন্মদিবসে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আপনার চরণে বিনম্র শ্রদ্ধাঞ্জলি। ধন্যবাদ।।
@MC-xs6pc4 жыл бұрын
এরকম সাহসী পদক্ষেপ নেওয়ার জন্য অনেক ধন্যবাদ। বাঙালির বাঙালিয়ানা যখন হারানোর পথে তখন SVF এর এরকম প্রয়াসকে সাধুবাদ না জানিয়ে পারলাম না। এরকম মনীষীদের নিয়ে আরো গান হোক এই দাবি করি।
@sherklokholmes-er4mw4 жыл бұрын
ধন্যবাদটা অনুপমকে আর অর্নিবাকে দিন । Svf একটা প্রোডাকশন হাউস মাত্র। আসল ক্রেডিটটা আর্টিস্টকে দিন ।
@MC-xs6pc4 жыл бұрын
@@sherklokholmes-er4mw সেতো আগেই দিয়েছি কিন্তু যদি পরিচালন সংস্থা না অর্থ দেয় তবে শিল্পীর শিল্প রূপ পাবে কেমনে। এখন বাজারে বাদশার ফালতু rap এ টাকা ঢালার প্রচুর লোক। কিন্তু একটা ঐতিহাসিক বন্ধুত্বের উপর গান কে promote করার জন্য খুবই কম সাহস দেখাবে। SVF এ কে এজন্যই ধন্যবাদ।
@@namitaganguly7196 তাই তো দেখি অনেক বঙ্গ সন্তান বাংলা পড়তেও জানেনা আর লিখতেও জানেনা। শুধু নামেই বাঙালী। এমনকি কিকরে মোবাইলে বাংলায় লিখতে হয় সেটাও জানেনা। তবুও বাঙালিয়ানা হারায়নি। ওটা নাকি মডার্ন হয়েছে। ঠিক যেমন Abnormal এই সময়ে New Normal হয়েছে। 😂🤣
@soumabarman69604 жыл бұрын
কতদিন পর একটা ভাল গান শুনলাম আর নিজের মাতৃভাষার ওপর শ্রদ্ধা আরো বেড়ে গেল।।। অনির্বান ও অনুপম ফাটাফাটি।।।
@rasudebhalder90773 жыл бұрын
🌹🌹💙💙💜💜💛💛💚💚💖💖
@Psyduck0012 жыл бұрын
বাচ্চারা বড় হও প্রেমের বাহিরেও গান হয় 😊🤝
@findideaaboutphotography13642 жыл бұрын
Ki kore boro hbo? Bohudin holo Indian cinema er baire kokhono experiment e koreni serom, ki kore bujhbo
@swarnavdasviic23632 жыл бұрын
There is a great meaning hidden in the word PASSION , So you should not report about, this song is also containing love between two relations..... Two Pleasuring personalities .Two intimate friends and their unbreakable relationship. Children will understand the true meaning of this extraordinary word when they will grow up and would also realise that the biggest power in the world is Grace,Love,Care,Peace . And you should see this from another viewpoint as your concept about it is quite incorrect.
@anikeshchakraborty6327 Жыл бұрын
XCELLENT
@হ্যাপিপিল Жыл бұрын
প্রবর রিপন
@fourEyed Жыл бұрын
Probar Ripon dialogue
@indranibandyopadhyay17822 жыл бұрын
এতদিন এই গান শুনি নি ভাবতে অবাট লাগছে।এ তো ইতিহাসের দলিল ,একটা সম্পর্কের,সমাজের দর্পণ। চিরস্থায়ী হোক এমন গান এবং দুই শিল্পীকে কুর্নিশ জানাই।
@mdtashek50134 жыл бұрын
দুইজন অসাধারণ মানুষ কে নিয়ে রচিত এই গান।আমি যেন চোখের সামনে দু'জনকে দেখছিলাম। মনের অজান্তে ই চোখের কোণ ভিজে গেলো। আমরা গুণীর কদর কখনো ই করি না
@lopamudradasgupta17744 жыл бұрын
দুই মহান ব্যক্তিত্ত্ব ও তাঁদের বন্ধুত্ব কে নূতন আঙ্গিকে সুরুচিসম্পন্ন ভাবে তুলে ধরলেন এই যুগের দুই স্বনামধন্য শিল্পী। কোনো ভাষায় ই নেই আপনাদের দুজনকে সাধুবাদ জানানোর জন। শুধু এটুকুই বলি, ভবিষ্যৎ প্রজন্মের কাছে এই ভাবেই তুলে ধরুন অতীতের ইতিহাস। এই ভাবেই নব প্রজন্ম পরিচিত হোক মহান ব্যক্তিবর্গ তথা মনীষীদের সাথে।
@Buddhiman4 жыл бұрын
কথাগুলো হৃদয় ছুঁয়ে গেল না , হৃদয়ে রয়ে গেল ...
@sankhyabhaduri94824 жыл бұрын
Dada tumi toh Vidyasagar er cartoon banao khub bhalo lage ❤️❤️❤️
@diaryofsulekha53874 жыл бұрын
kzbin.info/www/bejne/e2WmeYuKjst1e68 Sir Amar kaku er nijer lekha ei gan time sunben...
@bosedwellingsofficial97534 жыл бұрын
kzbin.info/www/bejne/fnfTaWigr7t5lac
@gayatrikansabanik12654 жыл бұрын
Asadharon laglo...
@aminabegum75664 жыл бұрын
tore hone hoiye ar lai ato kicu gorti.
@subhasishchakraborty16503 жыл бұрын
অন্য গায়কদের থেকে অনির্বান আপনি অনেক ভালো গেয়েছেন....আসলে আপনার মুখের স্পষ্ট ও মিষ্টি উচ্চারণের জন্যই এটা সম্ভব হয়েছে...👌
@IamSjit4 жыл бұрын
এইরকম বন্ধুত্ব যেন যুগ যুগ বেঁচে থাকে ! 🤝 "বন্ধু" পাওয়ার সৌভাগ্য সবার যে হয় না..!!
@lakimahanta76763 жыл бұрын
খুব বাস্তব কথা বললে ! 🙂
@bhaswatideb53584 жыл бұрын
অসাধারণ 👍👍👍👍👍👍👍বলার ভাষা নেই। এ তো শুধু গান নয়, ইতিহাসকে চিরন্তনরূপে ফুটিয়ে তোলা হয়েছে।। দারুণ হয়েছে অনুপম স্যার এবং অনির্বাণ স্যার।।।
@shibamdeb26333 жыл бұрын
Hum thik bole6o
@Createforests4 жыл бұрын
আবেগে চোখে জল এসে গেল.... আমি গর্বিত , এইসব মহান মানুষদের মাটিতে আমি জন্মেছি। .....হায় , এখন এই শষ্যশ্যামলার কি পরিনতি !!!!!
@abirhalder.63194 жыл бұрын
অনুপম তুমি রয়েছো আমার হৃদয়ে।। এইরকম সময়,, এরকম একটা গান উপহার দেওয়ার জন্য, অনুপম দা, অনির্বাণ দা এবং svf কে অসংখ্য ধন্যবাদ।।🖤🙏
@bosedwellingsofficial97534 жыл бұрын
kzbin.info/www/bejne/fnfTaWigr7t5lac
@jharnasarkar67943 жыл бұрын
অসীম অন্তরের ভালোবাসা দিলাম। তোমরা এগিয়ে এসো বাবা, পরিচয় করিয়ে দাও এই যুগকে আমরা কতো মহান হৃদয় , বিস্ময়কর প্রতিভার পরিচয় পেয়েছি এই মহান দেশে। আজ মনে হচ্ছে হয়তো তোমাদের মতো সহস্র সন্তান ফিরিয়ে আনবে আমাদের চাপা পড়া মনুষ্যত্ব কে। গানের মাধ্যমেই নাহয় জাগিয়ে তোলো লোভী, নির্দয় ,ঘুমন্ত দেশবাসীকে।
@keyadasgupta45613 жыл бұрын
ঘটনাগুলো জানতাম, কিন্তু তাদের ছন্দ ও সুরে বেঁধে অত্যন্ত উপভোগ্য রূপে পেশ করেছেন আপনারা। খুব ভালো লাগলো।
@tamaldas80044 жыл бұрын
দুর্ভাগ্য এই যে একের বেশি Like দেওয়া যায়না...
@rajehthapa63644 жыл бұрын
Ekdom ..
@diaryofsulekha53874 жыл бұрын
kzbin.info/www/bejne/e2WmeYuKjst1e68
@ananyaroy55834 жыл бұрын
Ekdomi tai
@sumantabasak52134 жыл бұрын
Ekmot amio..
@priyamchowdhury81714 жыл бұрын
একদমই তাই
@ad_12234 жыл бұрын
ও ভগবান, আমার ফেভারিট দুই স্টার এক জায়গায়, ♥ সত্যি গানটা অসাধারণ।
@nirobahasanamin71994 жыл бұрын
It's Not Song Its History Thanks SvF !! My Favorite Anupam & Anirban Dada. i am From Bangladesh
@abdullahibnehassan20048 ай бұрын
অনুপম এবং অনির্বাণ। প্রিয় দু'টো মানুষ একসঙ্গে! Bliss to my eyes and ears.
@abdurrahaman54193 жыл бұрын
just wow.. একটানা ৪ বার শুনলাম গান টা, মনো মুগ্ধ করা গান আসা করি কালজয়ী হয়ে থাক এই গান টা। Love From Bangladesh both of you... ❤️🇧🇩
@Madhav_108_priya4 жыл бұрын
এটা বাঙালির ইতিহাস ,,, একটা লাইক আর কমেন্ট এর মাধ্যমে এই গানের দাম দেওয়া যাবেনা ,,, মাইকেলের বিদ্যাসাগরের এই সুদৃঢ় বন্ধুত্বের সম্পর্ক যেন শরদিন্দুর ব্যোমকেশ আর অজিতের মত ..... হৃদয় ছুঁয়ে গেল ❤️❤️❤️❤️
@bhkhaled4 жыл бұрын
এভাবেই বেঁচে থাকুক দুই বাংলার ভালোবাসা আজীবন 🇧🇩
@sujaybiswas86543 жыл бұрын
Cherodin bacha thkaa ai valobasa
@toofandasgupta37383 жыл бұрын
Hindu Bengali ra ai lorai koracha kono Bengali Muslim lorai korani
@BIGBOOTY13 жыл бұрын
Ekdam আমাদের প্রথম পরিচয় আমরা বাঙালি ❤️❤️❤️
@thepatriot43263 жыл бұрын
@@toofandasgupta3738 সাম্প্রদায়িক সংঘাত উস্কে দেওয়ার মতো কথা। আপনি যুক্তিতর্কে আসুন।
@asha95433 жыл бұрын
Akdom tai .😊..
@dyutibanerjeethepeoplesspe17694 жыл бұрын
'ওরা দুজনে ছিল বন্ধু'_ মধু কবি ও বিদ্যাসাগর মহাশয়ের বন্ধুত্বের প্রতি শ্রদ্ধার্ঘ্য_বিদ্যাসাগর মহাশয়ের দুইশত তম জন্মবার্ষিকীতে_ এটা শুধু শ্রদ্ধার্ঘ্যই নয়, এটা যেন বন্ধুত্বের জয়গান। গানটি শুনতে শুনতে যেকোনো মানুষ emotional হতে বাধ্য। প্রতীক্ষায় প্রহর গোনা স্বার্থক। অনুপম দার লেখনীকে আমার প্রনাম এবং দুই গায়ক অনুপম দা ও অনির্বাণ দাকে অনেক অনেক শ্রদ্ধা ও ভালোবাসা।। 💗💞💗
@sumantabanerjee37522 жыл бұрын
দুচোখে অস্বচ্ছ নোনাজল ঝাপসা করে দিচ্ছে আমার এক প্রিয় অভিনেতা আর এক প্রিয় গায়ককে। এতো গানের কথা নয়, এক স্মৃতিফলক ❤️❤️❤️ আমি নিশ্চিত যে আজ থেকে শতবর্ষ পরেও কেউ এই গানটিকে একবার শুনলে দ্বিতীয়বার শুনবে। শতকোটি প্রণাম জানাই বাংলার দুই সৃষ্টিকর্তাকে 🙏🙏🙏
@sativerse57243 жыл бұрын
দুই জন প্রিয় শিল্পীর কণ্ঠে দুই জন প্রিয় মহান মনীষী এর বন্ধুত্বের গানটা হৃদয় কুঠিরে অমর হয়ে থেকে গেলো । এত সুন্দর একটা গান আমাদের উপহার দেওয়ার জন্য আপনাদের সকল কে অজস্র ধন্যবাদ...
@mdmamun98274 жыл бұрын
গান ছিল এটা...!!!😍😍 থ্যাংক ইউ বস!! 😍😍😍😍 বাংলাদেশ থেকে.. 🇧🇩
@leenabhowmick53504 жыл бұрын
Bhalo theko bhai
@kanchanmukherjee47624 жыл бұрын
প্রশংসা বাহবা এই সবের উর্ধ্বে উঠে গেছে এই গান , না , শুধু মাত্র লিরিক্স সুর কিংবা আপনাদের মত শিল্পীদের উপস্থিতির জন্য নয় , আসলে এই গান বুকের মাঝে জায়গা করেছে , অসাধারণ সুন্দর এই চিন্তাধারার জন্য । এত বছরের পুরনো এই সম্পর্কের কথা হয়ত আমরা অনেকেই জানি কিন্তু এমনটি ভাবে ভাবতে তো আর কেউ পারেনি... সত্যিই আপনারা রত্ন ❤️
@mickydan874 жыл бұрын
সত্যিই এর থেকে ভালো শ্রদ্ধার্ঘ হতে পারতো না....এক কথায় অনবদ্য !!!!! সত্যিই এই সময় মনে হয় একের বেশি like দেওয়ার option থাকলে ভালো হত!!!
@gazinazrulhaque5884 жыл бұрын
আমার তো মনে হয় love দেয়ার অপশোন নেই কেন!!! Like অনেক ছোট মনে হয়...
@anusreekundu16234 жыл бұрын
"ওরা দুজনে ছিল বন্ধু " ভালো লাগলো ... এনারা মনুষত্বের দৃষ্টান্ত... কোটি প্রণাম
@MosshakBinJalal2 жыл бұрын
আহহ! আমি যেন সাড়ে পাঁচ মিনিটে একটা ঐতিহাসিক বন্ধুত্তের প্রামান্ন চিত্র দেখলাম। বাঙলা সাহিত্যের দুই প্রবাদপ্রতিম মানব। বাংলার তুলনা শুধুই বাংলার।
@krishkartick81394 жыл бұрын
মেদিনীপুর জেলার ঘাটালের বীরসিংহ গ্রামে বিদ্যাসাগর মহাশয়ের জন্ম আর সেখানে জন্মলাভ করে নিজেকে বাঙালি হিসেবে গর্বিত অনুভব করছি❤🙏
@artalukder94 жыл бұрын
কোলকাতা থেকে কিভাবে যাওয়া যাবে? অথবা আপনার ফোন নম্বর দেওয়া যাবে?
@subho7464 жыл бұрын
Dada aj bangalir adhopoton ta kmn lage?esb dekhe chokh e jol ase?
@bosedwellingsofficial97534 жыл бұрын
Medinipur rocks!!!!!
@arpanghosh54784 жыл бұрын
আমিও...🙏
@manaspaul62824 жыл бұрын
@@artalukder9 কোলকাতা স্টেশন থেকে চন্দ্রকোনা গামী বাস ধরবেন , বীরসিংহ নামবেন বলবেন , নামিয়ে দেবে
@amitray30044 жыл бұрын
সেই বাংলার মহান ব্যক্তিত্বদের, এই বাংলার সেরা কন্ঠে যুগলবন্দি 🙏🏻🙏🏻
@mrs199774 жыл бұрын
অসংখ্য ধন্যবাদ প্রিয় অনুপম দা.... এরকম অজানা এক বন্ধুত্ত্বের গল্প গানের মাঝে প্রকাশ করার জন্য।
@sabiridkhan42513 жыл бұрын
অর্থ দিয়ে যখন শিল্পের মূল্যনির্ধারণ হয়,সেই সময় শিল্পত্বকে গুরুত্ব দিয়ে এমন বিষয়বস্তু আর কথা-সুরের অপূর্ব মেলবন্ধন সত্যিই মুগ্ধ করে।
@abhijitkutti2 жыл бұрын
এ এক অপূর্ব ডুয়েল।।। যখন শুনি বারবার শুনি।।। অসম্ভব সুন্দর রচনা ও কম্পজ অনুপম বাবুর।।। আর অনির্বাণ বাবু আজকের দিনে বিস্ময়কর প্রতিভা❤️❤️❤️
@ITSMADHUMITA4 жыл бұрын
অসাধারণ কথা, সুর, কন্ঠ.... অসাধারণ দুটি মানুষকে নিয়ে গান.. আর গেয়েছেনও অসাধারণ দুটি মানুষ
@priyagopalbishoyi11074 жыл бұрын
Fresh collection from Priya Gopal Bishoyi: kzbin.info/www/bejne/o6jNlnqkgZZpqMk
@rasudebhalder90773 жыл бұрын
😱😱😱😱💖💖 6294382002
@anirbanadhikari29764 жыл бұрын
আহা! দুই প্রিয় শিল্পী। প্রাণ জুড়ানো উপহার।
@desirefordance1734 жыл бұрын
সুদূর বিদেশে পড়ে আছি আমি, জীবন কি তবে ব্যর্থ বিদ্যাসাগর বাঁচাও আমাকে পাঠাও আমাকে অর্থ তুমি বলেছিলে আমার লেখাতে পেয়েছিলে “গ্রেট মেরিট” অমিত্রাক্ষরে ভালোবাসা নিয়, সহ্য হয় না দেরী। কথা দিয়ে ওরা কথা রাখবে না মানুষেরই অভ্যাসে বন্ধু তোমাকে বলেছি যখন, থাকব তোমার পাশে এই নাও কিছু হাজার পাঠাই, আর-ও প্রয়জনে জানাও পড়া শেষ করে ব্যারিস্টারি, নতুন কাব্য শোনাও। ওরা দুজনে ছিল বন্ধু ধন্যবাদের ভাষা খুঁজি আমি নিজের মাতৃভাষায় দেশে ফিরে আমি এলাম বন্ধু তোমাদের ভালোবাসায় অভাব আমার স্বভাবে যে ভিড, হোটেল নিয়েছি ভাড়া আয় ভালো তবে ব্যয় আরও বেশি, আমি আবার সর্বহারা। তোমাকে বাঁচাবে এমন ক্ষমতা কজনার বলো আছে? ধার দেনা শুধু বাড়তেই থাকে আর ভালো লাগে না যে আমার বাক্যে নির্ভর করে সাহায্য করে কেবল তাদেরকে যেন ঠকাতে না হয়, আমার কথাও ভেব। ওরা দুজনে ছিল বন্ধু করুণাসিন্ধু ভাগ্য আমার তোমাকে চিনেছি আমি স্নেহমমতায় ভরা যে তোমার মনটা সবচেয়ে দামী বন্ধু আমার আমাকে দিয়েছ কত না সুখের দিন সব বেচে দিয়ে শোধ করে যাব, আমার যা আছে ঋণ। অসাধারণ গান এর লিরিক্স
@bosedwellingsofficial97534 жыл бұрын
kzbin.info/www/bejne/fnfTaWigr7t5lac
@chandanmapa42664 жыл бұрын
Thanks a lot
@sudiptabera67824 жыл бұрын
Nice song
@mintudhar51184 жыл бұрын
আহা কি সুন্দর, লিরিক
@apurbalalkhatua74934 жыл бұрын
আজকে প্রথম শুনলাম। অসাধারণ বললেও কম বলা হবে।
@akashscreatives71734 жыл бұрын
দয়ার সাগর বিদ্যাসাগর মহাশয়ের দরকার আজ আমাদের কলুষিত সমাজে। প্রণাম জানাচ্ছি বাংলাদেশ থেকে বিদ্যাসাগরের অমর স্মৃতির প্রতি আর কি বলবো আমার প্রিয় গায়কের কন্ঠে এরকম একটি অসাধারণ চিঠির মধ্যে সুর আরোপ করাই ধন্যবাদ। অনুপম দা আর অনিবার্ন দা স্যালুট তোমাদের
@gazinazrulhaque5884 жыл бұрын
I must tell this is one of the best song created by Anupom!!! He is really a living legend and the partnership of Anirban has taken this song to an another level!!!!
@abasheshe4 жыл бұрын
বন্ধুত্বের গল্পটা জানতাম,তবে গানের মাধ্যমে তার প্রকাশ!হৃদয় ছুঁয়ে দিল। ধন্যবাদ অনুপম ও অনির্বাণ দাদা😍
@seasonofart4 жыл бұрын
অনির্বাণ কে যত দেখছি, অবাক হচ্ছি.. 😍
@fairuzahmed36604 жыл бұрын
এতো সুন্দর কিভাবে? অনুপম দা সাথে আবার নাকি অনির্বাণ দা.. হাহা, পাগল করে দেওয়ার মতলব আছে নাকি তোমাদের? তোমাদের সুন্দরে তো পাগল হয়ে যাবো..
@farihabonhee52454 жыл бұрын
একদম সঠিক বলেছেন
@basiraparvin58473 жыл бұрын
Ekdom. Dujonei awesome 💛💛💛💛💛💛💛💛💛💛💛
@mourisarker68723 жыл бұрын
এত সুন্দর হতে পারে কোনো গান? এত সুন্দর আইডিয়া? এত সুন্দর ইতিহাস? বন্ধু আছে এখন আর এরকম? বাংলাদেশের সবার পক্ষ থেকে ❤️❤️❤️
@dipsbasu98213 жыл бұрын
Excellent ! Vasa harie felechhi
@rasudebhalder90773 жыл бұрын
🌹🌹💙💙💜💜💛💛💚💚💖💖 😱😱😱😱😱😱😱😱😱🌹🌹
@mehedihasanshohan94683 ай бұрын
Eisob idea kebol Anupam er matha thekei ase. ❤️❤️
@localbodmaishltd13083 жыл бұрын
বাহ অসাধারন। অনেক ভালোবাসা রইলো বাংলাদেশের পক্ষ থেকে। বিদ্যাসাগর আর মাইকেল মধুসুদন দত্ত শুধু ভারতের নয় এই ভারতীয় উপমহাদেশের। বাংলাদেশকে ভাগ করা যাবে কিন্তু আমার এককালের ভারতীয়।এটাই সত্য
@ramkrishnapatra82984 жыл бұрын
সত্যিই এককথায় বলতে গেলে জাস্ট অসাধারণ... সেই বন্ধুত্বের আবারো আজকে পেলাম পরিচয়-ওরা দুজনে ছিলো বন্ধু 💌💖💖❣️
@salmamallick28854 жыл бұрын
উফফ আমি একাই যার গায়ে কাঁটা দিয়ে উঠেছে ? ফিরে গেছি সেদিনে। সত্যিই অসাধারণ লেগেছে। অনেক ভালোবাসা। ❤
@s.m.mosharofhossain13273 жыл бұрын
না ভাই নিজেকে আলাদা এলিয়েন ভাবার কোনো দরকার নাই! আপনার মতো এমন মানুষের অভাব নাই।একটা লাইন শিখেন আর সব জায়গায় ডায়লগ মারেন....আমিই কি একা যার গায়ে কাটা দিয়েছে?আমিই কি একা যে হাগু করে? ভাই এইসব বাদ দেন।😡
@mesomalina4 жыл бұрын
এরকম একটা বিষয় নিয়ে গান এই ভাবনা টাই কুর্নিশ করার মতো.অনেক সাধুবাদ অনেক শুভেচ্ছা .আশা করি এই ভাবেই কিছুটা হলেও বাঙালিয়ানা আমরা রাখতে পারবো আজীবন
@user-qh1oo1rc3k5 ай бұрын
Love from Bangladesh! We are now understanding every line of this song! Long live India-Bangladesh Brotherhood! ❤❤❤
@monotoshdas2423 жыл бұрын
❤️❤️❤️ বাংলা ও বাঙালি জাতির একটা আলাদাই ❤️❤️❤️ গর্ব একজন বর্ণপরিচয় আর একজন সনেট একজন বিধবা বিবাহ আর একজন সমাজ আর মোমের দেওয়াল ভাঙ্গা কবিতা লিখে গেছেন ধন্য বঙ্গ মাতা তোমাদের এই সন্তান এর কৃত কর্মে আমরা ধন্য
@salmazerin903 жыл бұрын
বন্ধুত্ব থাকুক চির অমলিন,সকল বন্ধুত্বের জয় হউক,আমি বাংলাদেশ থেকে জেরীন,অনির্বান দা,অনুপম দা ও সর্বোপরি পুরো টিমকে জানাই অভিবাদন ও অন্তরের ভালোবাসা।
@debjanidolui34544 жыл бұрын
হৃদয় ছুঁয়ে গেল, শুনতে শুনতে গায়ে কাঁটা দিয়ে উঠল...আর কী বলব...সত্যি অসাধারণ।। ❤❤❤ অনির্বাণ-অনুপম সেরা জুটি।।
অনির্বাণ দা চালিয়ে যেও এই গাওয়া টা, দারুণ দারুণ আর অনুপম দা, just কিছু বলার নেই তোমরা দুজন মাইকেল বিদ্যাসাগর হয়ে থাকো 😘🙏
@ajmirmultimedial.t.d15463 жыл бұрын
আমিও ভাগ্যবান,যে আমার ও এমন একটি বন্ধু আছে, না চাইতে অনেক কিছু দিয়েছে। &i love you my best friend #Sunny. আর গানটা শুনে, আজ হৃদয়ে দোলা দিয়ে গেল।
@sharajahan96043 жыл бұрын
কি যে ভালো লাগে। হৃদয়ের ভিতর ঢুকে যায়। কত কত বার করে শুনেও তৃপ্তি হয় না। যতবার শুনি প্রথম লাগে। বিদ্যাসাগর পছন্দ, ভালবাসা, শ্রদ্ধা র নাম। ওরা দুজনে এখন বিদ্যমান। এই গান টা তার মধ্যে স্ফুরণ
@sayanmukherjee66294 жыл бұрын
এই গানেও Dislike পড়ে!!! পাগলের মতো গান টার ভালো মন্দ খুঁজতে যাবেন না। এটা গানের চেয়েও অনেক বেশি কিছু। ছড়িয়ে দিন গান টা।❤❤❤💚💚💚💚✌
@akashscreation25954 жыл бұрын
সত্যি যারা dislike দিয়েছে তারা মানুষ কিনা সন্দেহ আছে
@sujoydebnath90204 жыл бұрын
যারা dislike দিয়েছে তারা গানের মাহাত্ম বোঝে না ।☺️
@sreejonibagchi40614 жыл бұрын
Ekdom thik
@tanushreesingha31274 жыл бұрын
@@akashscreation2595 আসলে তারা বাংলা টাই ভালো বোঝে না তাই জন্য।
@sparna48224 жыл бұрын
True
@anontokallolkhan18834 жыл бұрын
অসাধারণ সৃষ্টি অনুপম দা।গানের মাধ্যমে বাংলার ইতিহাস তুলে ধরেছেন।।।আপনার সব সৃষ্টি অমর হয়ে থাকুক
@jahidemon4323 жыл бұрын
ভালো গানগুলি সবাই বুঝতে পারে না ;তাই এইরকম গানের তথাকথিত ভিও কম হলেও কখনো এর জনপ্রিয়তা কমবে না।ধন্যবাদ অনুপম আর অনির্বাণ দা-কে।বাংলাদেশ থেকে বলছি।
@thepatriot43263 жыл бұрын
মনমুগ্ধকর শব্দ চয়নে গানটি গেয়েছেন। মধূসুধন, বিদ্যাসাগর দু'জনই বাংলা সাহিত্যের গর্ব। বাংলাদেশ থেকে 🇧🇩😍
@krmukherjee Жыл бұрын
খুব সুন্দর উপস্থাপনা l বেঁচে থাক বাংলা ভাষা, বেঁচে থাক বাংলার মাইকেল ও বিদ্যাসাগর l
@champachakraborty3604 жыл бұрын
গান টা শুনে ভাষা হারিয়ে ফেলেছি,মূল্যায়ণ কিংবা প্রশংসার ভাষা আমার জানা নেই । এক কথায় বলবো অসাধারণ ..... 👌👌👌
@nasreenkhan27163 жыл бұрын
I love Bengali, I love VidyaSagar, his strength, struggles and principles.
@shubhammukhuty12794 жыл бұрын
Uniqueness at its height, শুধু গান নয়, এই সৃষ্টি এক অনবদ্য সাহিত্য। ❤️
@anitaghosh19853 жыл бұрын
বন্ধুত্ব দিবসে এই দুই মহান মানুষের বন্ধুত্ব নিয়ে মাতৃভাষায় এই গান আরো বন্ধুত্ব বাড়িয়ে তুলুক....শুভ বন্ধুত্ব দিবস
@monjurulislam99173 жыл бұрын
এই গান না শুনলে, হয়ত ওনাদের দুজনের বন্ধুত্বের কথা জানতেও পারতাম ন। অশেষ ধন্যবাদ এরকম গান উপহার দেওয়ার জন্য। অনুরোধ রইল,ভবিষ্যতেও এরকম অনেক গান উপহার দিবেন।
@suparnapal50434 жыл бұрын
গান তো নয় এ যেন গর্বময় ইতিহাস😌 আর খুব পছন্দের দুই মানুষের উপস্হাপনা❤️
মুগ্ধতা ছড়িয়ে গেল চারিদিকে।ধন্যবাদ পুরো team কে🙏
@mithunsarkerpulok4 жыл бұрын
বাঙালির বাঙালিয়ানা বাংলায়- বাংলা ভাষায়, বাংলার সাথে সম্পৃক্ততায়। এটা গান নয়..... অসাধারন অনবদ্য দলিল বাংলার। I love both of you. ❤️❤️❤️❤️❤️from️🇧🇩🇧🇩❤️❤️❤️❤️❤️❤️❤️
@KATILNO13 жыл бұрын
বেঁচে থাক বাঙালী । বেঁচে থাক আমার গান, আমার ভাষা , আমার মিষ্টি ভাষা, আমার সংগীত । ❤️❤️❤️
@arghyakundu3594 жыл бұрын
সাহিত্যিকরা বিদ্যাসাগর পড়ে না বিদ্যাসাগর কে খোঁজেও না কিন্তু সাহিত্য আজও বিদ্যাসাগর কে খোঁজে
@shubhadeeppurkait17313 жыл бұрын
বন্ধুত্বের এরূপ হিরক খন্ড উপহার দেওয়ার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ ।।।। গানের শব্দ আর গায়কের কন্ঠ আমার শরীরে বাঙালিয়ানা ও বন্ধু প্রীতির এক অনন্য শিহরণ জাগিয়েছে ।।।।। আরও একবার অন্তরের ধন্যবাদ ও ভালোবাসা জ্ঞাপন করলাম ।।।। 🖤🖤🖤🖤🖤🖤🖤🖤🖤🖤
@rukonstudent89534 жыл бұрын
বলার ভাষা হারিয়ে ফেলেছি,,অসাধারণ।।বাংলাদেশ থেকে অবিরাম ভালোবাসা দাদা😍😍
@GoldTips3 жыл бұрын
আমি ঘাটাল অর্থাৎ বিদ্যাসাগর মহাশয়ের জন্মভূমির মতো পূর্ণ ভূমিতে জন্মগ্রহণ করে নিজেকে ধন্য মনে করি। এত মহান 🙏🙏মহাপুরুষের একবার নাম নিলেই আমার আঁখি অশ্রুতে ভরে যায়।মানুষ রুপি ভগবান আপনি 🙏🙏🙏. সকল বাঙালীর হৃদয় জুড়ে আছেন আপনি গুরুদেব.. কী তাই তো বন্ধুরা 👇👇
@anikmukherjee93193 жыл бұрын
বিদ্যাসাগর মহাশয় যে কি ছিলেন,কি তার মহত্ব, সেটা এই ছয় মিনিটের ভিডিও তে বলা যাবে না। উনিই আমাদের ঈশ্বর। অনেকটা শ্রদ্ধা বেড়ে গেলো অনির্বান আর অনুপমের জন্য। ভালোবাসা নিও।
@s.m.mosharofhossain13273 жыл бұрын
ঈশ্বর হলে মারা গেল কেন? 😡
@Kundanyada3712 жыл бұрын
@@s.m.mosharofhossain1327 মানুষের দেহের মৃত্যু হয় ☺️ ঈশ্বর তার কাজের মাধ্যমে বেচেঁ আছেন বাঙালির হৃদয়ে ☺️ ভালো থাকবেন 😊
@rajachakraborty53344 жыл бұрын
নতুন আঙ্গিকের ভাবনা, বড় ভালো লাগলো, অনবদ্য অনুপম,
@rahulmanna36754 жыл бұрын
মন ছুঁয়েছে..বন্ধুত্বগুলো এভাবেই বেঁচে থাকুক ✊❤
@shahidulanuar84064 жыл бұрын
কি এক গান, এতোবার কিভাবে শিহরিত হওয়া যায় !!
@laxmidas12903 жыл бұрын
গান তো নয় যেন গর্বময় ইতিহাস। আজ ও এরা জীবনে চলার দিশারী। ওরা দুজনে বন্ধু।❤
@paromitasardar83484 жыл бұрын
অনির্বাণ আর অনুপম কে একসাথে দেখবো কোনোদিন ভাবিনি❤️ অনেক ধন্যবাদ SVF কে❤️
@supamamukherjee51754 жыл бұрын
অপূর্ব অসাধারণ ❤️ দুজন প্রিয় মহাপুরুষ কে আপনাদের সুরে কথায় অনবদ্য লাগল!🔥❤️ বার বার মনে করানো উচিৎ এনাদের কথা অন্তত দেশের মানুষগুলি বুঝবে এখুণকার অবক্ষয়ের গল্পগুলো🔥
@priyagopalbishoyi11074 жыл бұрын
Fresh collection from Priya Gopal Bishoyi: kzbin.info/www/bejne/o6jNlnqkgZZpqMk
Fresh collection from Priya Gopal Bishoyi: kzbin.info/www/bejne/o6jNlnqkgZZpqMk
@yuvigemini4 жыл бұрын
আধুনিক যুগের দুটি কিংবদন্তি এবং স্টালওয়ার্টস। নিরবচ্ছিন্ন প্রতিভা এবং দক্ষতা
@riyachatterjee19013 жыл бұрын
অসাধারণ লেখা ও সুর....❤️❤️ ❤️ বেঁচে থাকুক বন্ধুত্বের ইতিহাস।❤️❤️❤️ অনুপম-অনির্বান তোমাদের জয় হোক এমন সৃষ্টির জন্য।❤️❤️❤️
@romeopathic89193 жыл бұрын
যাঁদের নিয়ে গান তাঁদের নিয়ে বলার ভাষা নেই ।আগামী দিনে আজ যারা গায়ছে তাঁরাও সেই জায়গা না পেলেও ,অন্তত আলোচনা হবে ।লাভ ইউ অনির্বাণ ।
@sweta.carpediem4 жыл бұрын
Friendship must be like this. Nowadays it's become a mirrage...ganta khub vlo hoache...❤
@priyagopalbishoyi11074 жыл бұрын
Fresh collection from Priya Gopal Bishoyi: kzbin.info/www/bejne/o6jNlnqkgZZpqMk
@bapikhan31544 жыл бұрын
এই এমন বিষয় নিয়েও এত সুন্দর গান তৈরি করা যায়! ধন্যবাদ তোমাদের 🙏
@ananyabonowary49354 жыл бұрын
I'm speechless!! Just Mind blowing❤ love from Bangladesh, Netrakona district! অনুপম রায় ও অণির্বান ভট্টাচার্য দুজনেই আমার ভীষণ প্রিয়।
@VeraDitta2023 Жыл бұрын
There's something so special in the tone of the voice of Anirban. Everything he does is great. Blessed man
@Mohammadnoor13 Жыл бұрын
আমরা বাঙালি এটাই আমাদের বড় পরিচয়। হিন্দু-মুসলিম-বৌদ্ধ-খ্রিস্টান যে কোন ধর্মের মানুষ হতে পারে , তাই বলে তা আমাদেরকে বিভক্ত করতে পারবে না। আমরা বেঁচে থাকব অসম্প্রদায়িকতার বন্ধনে চিরদিন বাঙালি হয়ে। 🖤💗
@dipanpal27434 жыл бұрын
অসাধারণ 🥰... তারা না থাকলেও এই বন্ধুত্ব থাকুক চিরকাল❤️🌼
@bandhanmajumder74144 жыл бұрын
কোনো তুলনা হয় না। অসাধারণ👍 like o to sudhu 1tai dite pari🧐
@fatematunnoor0352 жыл бұрын
আহা! কী নিদারুণ ভাবেই না সব চোখের সামনে গানের তুলিতে আঁচর কেটে ফুটিয়ে তুললো অপূর্ব আর অনির্বাণ, বন্ধুত্বই এ গল্পের প্রাণ!🌺❤️ ভালোবাসা বাংলাদেশ থেকে🇧🇩❤️💚
@sanghamitraguha19804 жыл бұрын
এক ঐতিহাসিক গান। দুজন অন্যরকম কণ্ঠের অধিকারী অত্যন্ত প্রিয় শিল্পীর কণ্ঠে ।লিরিক্স অসাধারণ । এইরকম গান শোনার অভিজ্ঞতা আমাদের সমৃদ্ধ করে । এমন প্রচেষ্টা কে সাধুবাদ আর শিল্পী দুজনকে অভিনন্দন জানাই ।
@chayanikasarkar44233 жыл бұрын
অপূর্ব,, খুব সুন্দর লাগলো। অনির্বাণ দা সাথে অনুপম দা ও ❤️❤️