এটি এমন একটি উপন্যাস যা অপেক্ষা শেখায়...অভিমান শেখায়...কর্তব্য পালন শেখায়... ত্যাগ শেখায়...সর্বোপরি ভালবাসতে শেখায়...আজও কিছু ললিতা তাদের শেখরের অপেক্ষায় ব্রতী...আজও কিছু শেখর ললিতার অভিমানে অভিমানী...আজও কিছু গিরীন এমন ভাবেই নিশ্চুপে ভালোবাসার ললিতাকে খুব যত্নে সম্মানে পৌঁছে দিচ্ছে তার শেখরের কাছে...❤...তাই শেখর আর ললিতা চরিত্র দুটি যতটাই জীবন্ত...গিরীন চরিত্রটি তাদের ও ছাপিয়ে গেছে...ভালোবাসার ময়দানে গিরীন চরিত্রটি অসম্ভব ভাবে সফল ।।❤
@prithwibatabyal27504 ай бұрын
Moner kotha praner kotha ❤
@mahadev_ka_diwani4 ай бұрын
কী উপন্যাস?
@prithwibatabyal27504 ай бұрын
@@mahadev_ka_diwani Parinita
@prithamallik34544 ай бұрын
❤
@RajoDhali4 ай бұрын
একেবারই খাসা বলেছ ❤
@priyankachatterjee61104 ай бұрын
চারিদিকে উদ্ভট সব মেগা সিরিয়ালের অত্যাচারে জর্জরিত আমার মতো কিছু সাহিত্য প্রেমি মানুষের জন্য এই ধরনের সিরিজ গুলি , অনেকটা ঠিক জৈষ্ঠের তপ্ত দুপুরে জানালা দিয়ে নদী ছুঁয়ে আসা শীতল দখিনা বাতাসের মতোই আরামদায়ক
@RiyaRoy-hd3ub3 ай бұрын
প্রেমী*
@S.Santra5882 ай бұрын
ঠিক
@zeehadzeeshan1162 ай бұрын
erokom aro kisu series er nam bolben?? dekhtam
@dotondutta20124 ай бұрын
"আমি মানুষ টা নিতান্ত নিরিহ কেবল হেরেই যাই.... " উফ কী অসাধারণ সৃষ্টি শরৎ বাবুর যখনই শুনি গায়ে কাঁটা দিয়ে ওঠে ❤❤
@Bangladesh-u7g4 ай бұрын
👍👍👍
@rachonadas1514 ай бұрын
লাইনটি কিন্তু শরৎ বাবুর উপন্যাসে ছিল না। তবে এ লাইন যথার্থই গিরিনের মনের কথা। এক্ষেত্রে মানিয়েছেও বেশ।
@dotondutta20124 ай бұрын
@@rachonadas151 যথার্থই বলেছেন আপনি ।
@zurevzurev34592 ай бұрын
অনেক গিরিন এভাবেই নিজের ভালোবাসাকে জলাঞ্জলি দিয়ে শেখরের জীবনকে সম্পুর্ন করে তোলে।।।
@debasmita8992 ай бұрын
sotti Girin amr prothom thike prio chilo ar thakbe
@Anushree_Kole4 ай бұрын
পাওয়া না পাওয়ার পরোয়া না করে শুধু নির্ভেজাল ভালোবাসা, বড্ড পবিত্র , রাগে অনুরাগে অভিমানে শরৎ বাবু বলে গেছেন ভালোবাসা সুন্দর ❤ খুব সুন্দর মানিয়েছে ললিতা আর শেখরকে
@moumitakundu54504 ай бұрын
Golpe valo lagleo..boroi bedonar..
@Bangladesh-u7g4 ай бұрын
👍👍👍
@SudiptaKar-er9og4 ай бұрын
Dujonkei maniyeche thiki jodio lolitar boyesta besi dekhiyeche tachara mul golpo tar barota beje geche ❤❤❤
@wasimakramsk173813 күн бұрын
হয়েও হইলো না শেষ ".....এক অমানবিক প্রশান্তি কখন যে শেষ হয়ে গেলো....শেষে দেখি চোখের কোন বেয়ে দু এক ফোটা অশ্রু 😢....... সব সম্পর্ক গুলো যদি ললিতা,শেখর এর মতো হতো..............😢😢😢❤❤❤
@souravdebnath48214 ай бұрын
দেবচন্দ্রিমার "পলাশ" যখন রিলিজ হলো তখনই মনে হয়েছিল এ যেন একেবারে কোনো বাংলা সাহিত্যের নায়িকা দের একজন। অদ্ভূতভাবে ঠিক কয়েকমাস পরেই এই সিরিজটার লুক দেখেছিলাম। কি যে অপূর্ব লেগেছে -শেখর- ললিতা আর গিরিন এর চরিত্রায়ন। এতো সুন্দর কালার গ্রেডিং গোটা সিরিজটায়, চোখের আরাম ❤️
@Bangladesh-u7g4 ай бұрын
👍👍👍
@mithunsarker50584 ай бұрын
কি যে ভালো লেগেছে ওয়েব সিরিজটা। মাথা থেকে যাচ্ছে না। গান টার অপেক্ষায় ছিলাম। ধন্যবাদ।
@Dr.Anik_Ray4 ай бұрын
অপেক্ষা ভালবাসার সর্বোত্তম পরীক্ষা। যখন উভয় দিকের ভালবাসায় শুদ্ধতা ও পবিত্রতা বিদ্যমান থাকে শুধুমাত্র তখনই শেষটা এমন সুন্দর হয়।❤️❤️
@Ishita.bhattacharjee4 ай бұрын
সত্যিই তাই
@Bangladesh-u7g4 ай бұрын
👍👍👍
@barnasyummykitchen78214 ай бұрын
বাস্তব জীবনেও যদি শেষটা সবসময় এমন মধুর হতো,তাহলে কতো মানুষের মন খুশিতে ঝলমলিয়ে উঠত।
@subhonilbhattacharyasecaro5170Ай бұрын
এক কথায় অসাধারণ গান। যেমন সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায় মহাশয়ের অনবদ্য উপন্যাস, তেমনি তার অনবদ্য সঙ্গীত সমারোহ। সত্যি দুর্দান্ত অনবদ্য পরিবেশনা।
@aditi51864 ай бұрын
🙏এই সিরিজের ডিরেক্টরকে অশেষ ধন্যবাদ। 😊 এত সুন্দর ভাবে আবেগ প্রকাশের জন্য। অনেক তো এই গল্পের অভিনয় দেখলাম এটার মত এত ছুঁয়ে যায় নি। ❤️❤️❤️
লুকোনো অভিমান আর ছেলেবেলার অসম্পূর্ণ প্রেমের অনুভূতি জাগিয়ে তুলতে সক্ষম এই উপন্যাস.... বার বার দেখেছি... এক কথায় প্রেমে পরে গেছি.. ❤❤❤
@priyankachakraborty80494 ай бұрын
উপন্যাসটা প্রথম পড়ি ক্লাস ১০ এ।তখন থেকেই ভীষণ পছন্দের উপন্যাস আমার। আজ এতদিন পরে দেখে বুঝলাম ভালোলাগাটা বেড়েছে বই কমেনি। শেখর আর ললিতাকে ভীষণ ভালো মানিয়েছে। আর গানটা এর মধ্যেই ৫/৬ বার শুনে নিলাম, আরও শুনব।ভীষণ ভালো কম্পোজিশন।এরকম ভালো সঙ্গীত সবসময়ই মন কাড়ে।খুব যত্ন নিয়ে গাওয়া হয়েছে।কথাগুলোও তেমনি সুন্দর ❤️❤️❤️❤️❤️
@Bangladesh-u7g4 ай бұрын
👍👍👍
@reduanahamed47704 ай бұрын
পুরনো স্মৃতিগুলোতে অগ্নি জল হয়ে ছুঁয়ে দিয়েছে। তিলে তিলে গড়ে ওঠা মায়া গুলো বেহায়ার মতো পিছু ছাড়ে না। দূরে যেতে চাইলেও অজান্তে পিছু তাড়া করে বেড়ায়। পরিণীতা😑
@its_nodi_official31314 ай бұрын
কি অনবদ্য সৃষ্টি... অদ্ভুত মায়া জড়ানো গানটায় 😌❤️
@eshorchandra352 ай бұрын
অপেক্ষার ফল আসলেই সুমিষ্ট ❤ অসাধারণ অভিনয়, মনোমুগ্ধকর কাহিনী ❤
@OwaprumarmaMarma3 ай бұрын
আমার দেখা সবচেয়ে সুন্দর একটি সিনেমা । আমার হৃদয় স্পর্শ করেছে এই সিনেমা। পরিণীতা উপন্যাসের প্রত্যেকটি চরিত্রকে এভাবে সিনেমার মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে খুব সুন্দরভাবে। ধন্যবাদ পরিচালিকাকে এইরকম একটি দূর দান্ত সিনেমা পরিচালনা করার জন্য 🙏😊
@sunritamisra46364 ай бұрын
গান টায় একটা আলাদা মায়া জড়ানো ব্যাপার আছে অদ্ভুদ ভালোলাগার একটা আবেশ থেকে যায় যতবারই শুনি নাহ্ কেনো ❤
@Bangladesh-u7g4 ай бұрын
👍👍👍
@mistidoi4 ай бұрын
Series টা যে এত ভালো হবে সত্যিই অতুলনীয়। ❤ আর এই গানটা তো আমার এখন সারাদিন রাতের সঙ্গী হলো.. 💌🌿
@arunimagayen83114 ай бұрын
গানটা যতবার শুনি মনে অদ্ভুত এক শান্তি আসে, সময় স্তব্ধ হয় , মন ভারাক্রান্ত হয়ে ওঠে। অপূর্ব সুন্দর 🌸
Tumi sondharo meghomala ei series er version tao pacchi na
@sudipmajumdar31994 ай бұрын
অসাধারণ একটি সিরিজ দেখলাম। এরমধ্যে ২ বার দেখলাম। গৌরব কে অসাধারণ লেগেছে। যথাযথ শেখর।ললিতা, গিরিন ও লবঙ্গ অদ্ভুত ভালো। গান গুলো সব কটাই অনবদ্য।
@kayaaktar33514 ай бұрын
অসাধারণ এক কথায়। মনে হচ্ছে খুব তাড়াতাড়ি বড় হয়ে গিয়েছি। সময় কত দ্রুত চলে গেল। পুরোনো স্মৃতি গুলো সব ভেসে উঠল গানটা শুনে। আগের দিন গুলো অনেক সুন্দর ছিল। আবার যদি ফিরে পেতাম তাহলে অনেক গুলো ভুল শুধরে নিতাম। আহা জীবন। এখন বুঝতে পারছি প্রতিটা সময় কতটা দামী ছিল।
@sankalitachakraborty32604 ай бұрын
Ei gan tar modhe odvut akta Maya achhe...ki j bhalo legechhe.. khub bhalo legechhe series ta..
অভিমানগুলো নিয়েই অনেক ভালোবাসা বেঁচে আছে। ভালোবাসা অভিমানেই সুন্দর ❤
@moumitakundu54504 ай бұрын
Sei avimane o opekha thaka uchit..na hole seta boroi ak torfa😢
@biscuit14shifrjaunvjdy4 ай бұрын
আমার কাছে সিরিজ টি খুব ভালো লেগেছে। শেষ হওয়ার পর মনে হচ্ছে আরেকবার দেখি। মনে হচ্ছে - যদি শরৎচন্দ্রের ললিতা হতে পারতাম!
@fonatona-ti4to4 ай бұрын
move ta kon app a dekhechen
@SohelRana-hv9jsАй бұрын
kothai pabo
@aditipaulsdiary4 ай бұрын
Finally full song ta❤❤ Jedin series ta dekhi sedin thke opekkhay chilam❤ jemon series temon gangulo❤❤ r ai 2ti priyo manush ar ovinoy ❤❤❤❤❤ sob miliye ossadharon ❤❤❤❤❤
@MANISHKUMAR-nz3ww4 ай бұрын
এই নির্মম পরিবেশের মধ্যেও মনে শান্তি এনে দিল এই গানটা ❤
@MohinUddin-bf3uy3 ай бұрын
এই গানটা শুনে পরিণীতার চরিত্রে পৃথিবীর সবচেয়ে মায়ার মানুষ Niha Ji কে কল্পনা হয়,গানটা নস্টালজিয়ায় নিয়ে যায় ❤️
@Tasnim9974 ай бұрын
উপন্যাসটা ভালবাসতে শিখায়..অভিমান করতে শিখায়..তবে অভিমানটা আসলেই মিছে..অপেক্ষা করতে বলে,পরিশেষে মিলনের ঘোষণা দেয়!🖤🌸যদি সব উপন্যাসের শেষটায় এমন হতো কত ললিতার মনের স্বপ্ন পূরণ হতো!❤️🩹✨যদি সত্যিই সব ছেলেবেলার ভালবাসা পূর্ণতা পেতো!🖤
@ajoydas57174 ай бұрын
কিছু জিনিস হয় না শুধু মাথাতে ঘুরে এমন একটা কিছু দেখলাম যেটা দেখার পড় মনে হলো শেষ হয়ে গেলো আবার দেখবো💕 আর কি গান মন কাপনি উঠে
@AritraSinhamahapatra4 ай бұрын
গৌরব চক্রবর্তী মানেই একটা আবেগ ❤
@prithakarak31392 ай бұрын
Sotti tay ato valo bangali look ar kono avinetar akhonkar nei.
@tirasweebiswas32804 ай бұрын
শুদ্ধ ভালবাসতে শেখায় এই উপন্যাস ❤। অসাধারণ সৃষ্টি।
@awesomeguitarshorts3 ай бұрын
খুব ভালো হয়েছে সিরিজ টা !! অভিনেতারা ও দারুন অভিনয় করেছেন!! গান গুলোও অসাধারণ ❤
@roniaroy90604 ай бұрын
Sotti bolchi onek din por erokom sundor ekta series dekhlam ❤ R gaan ta barbar shunte ichhe kore..
@pushpakdebnath4 ай бұрын
অনেক অপেক্ষায় ছিলাম গানটির জন্য। ❤ ধন্যবাদ জানাই SVF Music কে।।
@subhojyotichakraborty4 ай бұрын
Gourab ke sahityodhormi character e insane lage...Jemon uccharon, temon vocal tone...e dhoroner character or aro kora uchit...Girin er character jini play korechen,puro jeno Anurag Basur series theke uthe eschen...darun!
@ssen78572 ай бұрын
Ki sundor gan..ki sundor sur...ki sundor leka.. ki sundor gola ❤❤❤ Onek din por kono gan sune choke Jol ello ... ❤
@bipulchatterjee16584 күн бұрын
Ki asadharon, ki anoboddo sristhi...akti nirvejal, nispap, pobottro prem kahini!!!
@iftekharkabir18384 ай бұрын
when I listen this song in web series, I feel peace in my mind, after devdas it's wonderful creation of sarat Chandra Chattopadhay.
@arindambhattacharya55293 ай бұрын
Ashadharon gaan... Lekha, sur, taal, badyo, protyek ti ekekbare 100/100
Kotodin por ekta odbhut series dekhlam ,, chemistry my goodness ❤
@susmitaroy90454 ай бұрын
Bah শান্ত একটা গান❤️❤️❤️
@subhojyotichakraborty4 ай бұрын
Er Jukebox e sob kota gaan kora uchit, including ekbar biday de maa...ID magic! Insanely talented musician.
@SharlinShithy4 ай бұрын
কি যে প্রিয় উপন্যাস !!!ক্লাস টেনের প্রি টেস্ট পরীক্ষার আগের দিন রাতে ভয়ে ভয়ে চুপি চুপি উপন্যাসটি শেষ করেছি। মনের মধ্যে শুধু ললিতা শেখর ঘুরে বেড়াচ্ছিল, আজও ঘুরে বেড়ায়। আহা প্রেম!!!কি অপরিসীম অপেক্ষা!!!
@swagataadityachakraborty69344 ай бұрын
এই ক্ষেত্রে গানটা খুবই মানিয়েছে।। অসাধারণ গেয়েছ ভাই।।
@mitaghosh83724 ай бұрын
"কি খবর" গানটাও তাড়াতাড়ি রিলিজ করে দিন,ওটাও খুব ভালো লাগে।😊😊❤❤
@bagchi0124 ай бұрын
darun composition, durdanto performance. Mon chuye geche gaan ta
1st time I paid for Hoichoi for 3 months just to see this, I read it 10 years ago, worth every bit ❤
@baibhabsaha57324 ай бұрын
This rain this song and this chemistry ❤ oh my god
@chiradiptihalder55472 ай бұрын
One of the best bengali series I've watched so far ❤
@SUVAYAN_DAS4 ай бұрын
এ ভরা ভাদরে তুমি ছিলে তাই...❤️
@shyamaghosh7172Күн бұрын
Apurbo web series,asadharon avinoy🙏🙏🙏
@manishar_kobitaАй бұрын
অসাধারণ, অপূর্ব, অনবদ্য 👌👌❤️❤️
@showkotali22464 ай бұрын
অবশেষে পুরো গান ❤
@sumanasen76704 ай бұрын
Gaurav Chakraborty ❤❤❤
@tablasanjoy4 ай бұрын
I D r asadharon music aar Debayan darun geyechhe......❤️
@trishamondal.204 ай бұрын
মিছে অভিমান অনবদ্য এই গান❤️😌
@debolinabiswas94592 ай бұрын
প্রেম, অপেক্ষা ,পরিণতি ভালোবাসা❤
@craftswoman0074 ай бұрын
গিরিন- একটা আক্ষেপ এর নাম! ❤️ কি অদ্ভুত সুন্দর চরিত্র টি❤️
@poulami5944 ай бұрын
Jobe theke web series ta dekhechi tobe theke gaan tar jonne wait korechi. Kobe Oficially release hobe gaan ta sei Opekhaa te thaktam roj. Finally❤❤
@HimadriDas10104 ай бұрын
The song and the series.... Both are absolute gem ❤
@thechakraborty4 ай бұрын
Indradip dasgupta composition X Debayan voice... Heaven ❤🙏
@Sunison0074 ай бұрын
একটি প্রেমের উপন্যাস দারুন সুন্দর❤
@thecreativequeen-k4 ай бұрын
Finally 🎉🎉🎉🎉🎉🎉. Onek diner opekkha chilo
@payelmallick800321 күн бұрын
প্রথমে যখন গল্পটা শুনছিলাম ভেবেছিলাম গিরিনের হয়তো কোনো মতলব আছে .. কিন্তু গল্প যত এগোতে থাকলো তত যেন গিরীনের কথা ভেবে মনটা আবেগী হয়ে গেল.. একদিকে শেখর যে ললিতাকে ভালবাসা সত্ত্বেও তাকে আড়ালে বিয়ে তো করলো কিন্তু লোকসমাজে স্বীকৃতি দিতে ভয় পেলো..... শেখরের চরিত্রটা একজন কাপুরুষের পরিচয় বহন করেছে....... অপরদিকে গিরিন ললিতার মামার ধার পরিশোধ করে আবার ললিতাকে ভালবাসা সত্ত্বেও....ললিতার মনে অন্য কেউ আছে জেনে.... নির্দ্বিধায় ললিতার প্রতি তার ভালোবাসা কোটরে রেখে আন্নাকালিকে বিয়ে করে.....নিজের স্ত্রী এর প্রতি সকল কর্তব্য এবং ভালোবাসা সবটুকুই দেয়.... পরিণীতা গল্পটায় ললিতার জন্য চোখের কোণায় যেমন জল জমে তেমন গিরীন বাবুর চরিত্র মনে সম্মানের সঞ্চার আনে.. ❤
@iitian_banda4 ай бұрын
please release the "Ki name daaki , prem na abesh"...'sukh saari sukh saari daare daare"...please..so beautifully created
@tasnim088128 күн бұрын
শ্রদ্ধেয় শরৎচন্দ্র চট্টপাধ্যায়ের লেখা পড়ার পর আর কোনো লেখকের লেখা কেন জানি পড়তে মন টানে না আর😊 পরিণীতা খুব পছন্দের একটি উপন্যাস। এই ছবিতে সবাই ভালো অভিনয় করেছেন❤️
@SujitKumarP-yo4xc3 ай бұрын
Best of the web series of the year 👏 👌
@RongerGaanbdАй бұрын
_অসাধারণ এককথাই_
@bikrombaishnab2 ай бұрын
উপন্যাস টা আমি কখনো পরিনি তবে এই সিরিজ টা আমার এত ভালো লেগেছে ,, বলে বুঝাতে পারবো না,, মনে হয় উপন্যাস টা আরও রোমাঞ্চকর,,
@ratansarkar51054 ай бұрын
অভিনয় দেখে মুগ্ধ যত বলবো তত কম হবে।
@MdIbrahim-mz4xf17 күн бұрын
Life a ai first atho sundor akta series dekhlam ..❤️
@Itzrishu9944 ай бұрын
বাঙালি হওয়ায় এত ভালো গল্পঃ অনুভব করতে পারলাম❤
@Bubul_shorts3464 ай бұрын
This song when i listen in web series just melted in my heart ❤️
@NIDHIRAI-nr6is4 ай бұрын
অনেকদিনের অপেক্ষার অবসান ঘটলো ❤ ধন্যবাদ ❤
@soumidebnath94912 ай бұрын
I am obsessed with this song❤❤❤
@buddhadebbiswas64263 ай бұрын
অসাধারণ! অসাধারণ! অসাধারণ!
@indrayudhdey55734 ай бұрын
Ebar ei audio tae mon bhorlo ❤
@aishwariyamitra99804 ай бұрын
uffff finally
@rsujit709Ай бұрын
যেমন কাহিনী, তেমনি গান। ❤❤❤
@status_zone_2.94 ай бұрын
Debayan Banerjee Just amazing 👏 ❤️
@shrutihalder3304 ай бұрын
কবে থেকে অপেক্ষা করছিলাম ❤
@minhazminhaz20663 ай бұрын
Ahaa ki golpo Shese just bukta kepe uthe 🥺❤
@simontinibanerjee42414 ай бұрын
Koto din er oppekha chilo. Finally!!
@MS-yb7by4 ай бұрын
Gaan ta osaadhaarooon ❤❤❤ just darunnnn❤❤❤
@bishwajitdas17313 ай бұрын
আমি মানুষ টা নিতান্ত নিরীহ, কেবল হেরেই যাই ...❤
@bdbtsarmy28514 ай бұрын
আমার খুবই একটি প্রিয় উপন্যাস ❤
@AkashKunduq4 ай бұрын
Debchandrima rocks
@oviroy5335Ай бұрын
ললিতা, এক অনবদ্দ্য সৃষ্টি
@farzanamukti98584 ай бұрын
মন ছুঁয়ে গেলো❤
@shadippaul82654 ай бұрын
গায়কের গলায় অরিজিৎ সিং দাদার মত একটা ভাইভ আছে, সুন্দর সৃষ্টি গানটা
@dipanjanabiswas86634 ай бұрын
খুব ভালো লেগেছে ❤❤❤
@reyakarmakar8174 ай бұрын
Series er sthe upponash tir onk omil royeche but Series tar moddhe sobcheye bhalo chilo gaan gulo .... Sob gaan guloi oshombhob sundor ... Please ki name dakbo prem na abesh ey gaan ta release Kora hok🩷