এডমিশন এর সময় শুনতাম, পড়াশোনার চাপ+ সদ্য সম্পর্ক ভাঙা সবকিছু মিলিয়ে ছিল বাজে একটা সময়। এই গান গুলো শুনে মনে শান্তি লাগত💝ধন্যবাদ মাইলস💝
@rayhankabir98773 жыл бұрын
মাইলস ব্যান্ডের ভোকাল শাফিন আহমেদ স্যারের সংগে কর্পোরেট ডিপার্টমেন্টে এক সাথে কাজ করার সুযোগ আমার হয়েছিল 2015 সালে (এক বছর) অসাধারণ ব্যাক্তিত্ব ۔۔۔۔۔۔সেই সাথে তার গান গুলোতো কালজয়ী ۔۔۔۔ভালো থাকবেন শাফিন স্যার ❤۔۔۔۔۔۔রায়হান۔۔۔۔۔
@Shikder143 жыл бұрын
এখন রাত ৪ঃ১২ বাজে তারিখ ৬ জুলাই ২০২১। আমি কমেন্ট রেখে গেলাম। আমি এখন এডমিশন প্রিপারেশন নিচ্ছি। যদি পৃথিবীতে বেঁচে থাকি আমার ছেলে/মেয়েকে দেখাবো! তোমার বাবা এইসব গান শুনতো। এইখানে যাদের দেখছো উনারা কেউ কাভার গানের প্রেমী না ইনারায় আসলে সংস্কৃতিমনস্কতার মানুষ। এইসব গানের সাথে জুড়ে আছে উনাদের জীবন।
@fan-mix65562 жыл бұрын
জীবনের অনেক আয়োজন, আপনাকে ডেকেছে ....
@rajstrikes2 жыл бұрын
২০২২ রাত ৪.১৪.আমি রেখে গেলাম আমার চিহ্ন।
@Shikder142 жыл бұрын
@@rajstrikes ধন্যবাদ ভাই
@ssevsseven2 жыл бұрын
@@Shikder14 vai admission er ki khobor hoice?
@pritommojumder85032 жыл бұрын
Leda pakna abar pola maiyar chinta kore chagol hala
@MohiUddin-ne7gj3 жыл бұрын
এ গান গুলোর জন্য কতোই না পাগলামো করেছি! দিনের অর্ধেক সময় গান-ই শুনতাম। সেই '৯৬ থেকে ব্যান্ডের সাথে পরিচয়। ঐ সময়টা ছিলো ব্যান্ড সঙ্গীতের জয়জয়কার। মাইলস, এলআরবি ও ফিলিং মাতাচ্ছে সঙ্গীত জগত। আরো অনেকেই ছিলো। হাসানের আর্কের কথা না বললেই নয়। আইয়ূব বাচ্চুর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি।
@nasiruddin-zm1kn Жыл бұрын
নগর বাউলের জেমস
@sharifhossain55706 ай бұрын
শাফিন ভাইয়ের আত্মার শান্তি কামনা করছি। শাফিন ভাইয়ের মৃত্যুর সংবাদ শুনে কে কে আসছেন গানটা শুনতে......??
@saleheentv87426 ай бұрын
ami😢😢😢😢😢khub kosto lagche
@rohitguha93426 ай бұрын
Amii Biswas korte parchi na 😢
@SelimReza-q2q6 ай бұрын
Me
@faisalkadirbd6 ай бұрын
Ami
@nazmurrahman32626 ай бұрын
আমি😢😢😢
@nushratloreen64994 жыл бұрын
মাইলস হচ্ছে বাংলাদেশের সেরা স্মার্ট ব্যান্ড।
@mehrabiftekher3 жыл бұрын
I hear they also use smartphone. Smart band with smartphone ! Etai chay amar piashi mon.
@shyamapc3 жыл бұрын
@@mehrabiftekher 😁🤣😁
@arifulislam-cu3jp3 жыл бұрын
Ak dom thik kotha
@grandevents66472 жыл бұрын
kzbin.info/www/bejne/fpSmZZVjrM6GmKc Eta shunen
@mehedihassanmst22712 жыл бұрын
আমাদের ৯০এর দশকের প্রজন্মরাই বোধহয় ছিলাম মাইলস্ সহ জনপ্রিয় ব্যান্ডগুলোর এ ধরনের কিছু চিরঞ্জীব গানের সর্বশেষ শ্রোতা। আমাদের পরের প্রজন্মরা গানগুলো থেকে বঞ্চিত, তারা নিতে পারেনি তাদের হৃদয়ে। ।
@memberofmidnight19804 жыл бұрын
এই গানটা আমি কাপ্তাই বাঁধের উপর দিয়ে হাঁটার সময় প্রথমবার শুনেছিলাম, তাও ১৯৯৯ সালে। সেই দিন ছিল আবার পূর্নিমা... বন্ধুদের সাথে মিলে গাইছিলাম গানটা।
@mdshahadathossain62903 жыл бұрын
আহা ভাই।দিন গুলা বোধহয় খুব সুন্দর ছিলো
@faizalimran22813 жыл бұрын
1999 সালের এলবাম এটি!
@juneerahmed2183 жыл бұрын
2000 Saaler Album Released
@MohiUddin-ne7gj3 жыл бұрын
সালটা ভুল বললেন। এটা আরো অনেক পরের এ্যালবাম।
@JuneerAhmed2 ай бұрын
২০০০ সালের অ্যালবাম প্রকাশ পাচ্ছে
@food_box6 ай бұрын
একদিন আমিও থাকবো না। পরবর্তি প্রজন্ম শুনবে এই গান। জেনে রাখো পরবর্তীরা, এগুলো গান নয় বরং এগুলি ছিল এই প্রজন্মের জীবন
@atikhasan30742 ай бұрын
জীবন থেকে অনেক প্রিয় মানুষ হারিয়ে যাচ্ছে,, একটা সময় আমিও থাকব না,থাকবে আমার কমেন্ট টা,,দোয়া রইল প্রিয় সাফিন আহমেদ,, ভালো থাকেন ওপারে,,,
@mosharrofk78785 жыл бұрын
শৈশব, কৈশর, যৌবনে পদার্পণ...... সবখানেই এই গানগুলির ছোঁয়া!! যুগের পর যুগ যাবে, কিছু গান কখনোই পুরোনো হবে না.......🙂
@বোহেমিয়ান-র১য22 күн бұрын
প্রিয় শাফিন আহমেদ ; একটা বারের জন্য মনে হয়না আপনি নেই। আপনি ছিলেন, আছেন, থাকবেন। আপনারা বাংলাদেশের মিউজিক ইন্ডাস্ট্রিকে আলোর পথ দেখিয়েছেন অনবদ্যসব গানে। মাইলস্ অনন্য হয়ে আছে আপনার কণ্ঠে।
@bakerbhai38183 жыл бұрын
বেচে থাকলে ২০৫০ সালেও এই গান শুনবো, আর ভবিষ্যৎ প্রজন্মকে বলবো, আমাদের সময়ে মাইলস ছিলো। শাফিন ভাই ভালোবাসা নিবেন, আপনার ক্রিস্টাল ভয়েস আর কম্পোজিশন সত্যিই মন ছুয়ে যায়। ❤️
@kaziashik67202 жыл бұрын
Composition Manam Ahmed boss
@nazmurrahman32626 ай бұрын
ভয়েস অসাধারণ
@drsayfulislamshohag9485 жыл бұрын
৮০/৯০ দশকের (বাংলা ব্যান্ড) গান গুলো শুনলে সব চাপ ভুলে থাকতে পারি....
@mrbhabib20103 жыл бұрын
এই এ্যালবামটি ১৯৯৯ সালে রিলিজ হয়েছিল যতদূর মনে পড়ে। এই গানটি এই এ্যালবামের সেরা গানগুলোর মধ্যে একটা। আজ প্রায় ২২ বছর পরে ১২/০২/২০২২ গানটি শুনতে দারুণ লাগছে। আরও ২২ বছর পরে শুনলেও এমনই ভালো লাগবে যদি বেঁচে থাকি!
@HNHasanHasan10 күн бұрын
গানটা শুনি আর ভাবি ২০০০ সালে রিলিজ হওয়া একটা গানে এতো সুন্দর মিউজিক অ্যাওয়ার্ডস পাওয়ার্ড কই পেয়েছিলো,,,, গানের বাজনাটা সুন্দর
@fahimmostahidakhand58363 жыл бұрын
৯০ দশকের অসাধারণ একটি গান 💝💖 আবারও আমার কৈশোরের সঙ্গী এই গানগুলো; এবং স্মৃতিময় দিনগুলো ভেসে উঠলো এই মুহূর্তে 💝💖
@asadkayes9130Ай бұрын
হাসান ভাইয়ের গান শোনা শুরু হাই স্কুল জীবন থেকে। আর বয়স প্রায় ৪০ এর কোটায়। তারপরও গানগুলো শুনলে অতীতের কথা খুব মনে পড়ে। ভাবিনি কখনো, ভালোবাসার মানুষের জন্য এতোটা আর্তনাদ করতে হবে। তবু ভালোবাসি,তাকে💔 আমরা গর্ব করে বলতে পারি,হাসান, আইয়ুব বাচ্চু,জেমস,পার্থ,নাসিম আলী, টিপু,লাবু,মাকসুদ,আজম খান,বিল্পব,শাফিন আহমেদ, খালিদ উনাদের মতো গুণী শিল্পীদের গান শুনে বড় হয়েছি। পেয়েছি প্রিন্স মাহমুদের মতো গুণী গীতিকার আর সুরকার। এমন হাজারো ভালো ভালো গান আজও ভিতরে প্রশান্তি আনে... ভালোবাসা আর শ্রদ্ধা এমন গুণী শিল্পীদের জন্য.....
@ShamsunNahar-lz5mw5 ай бұрын
নিজেকে অনেক ভাগ্যবান মনে হয় , আমি ৯০দশকের লিজেন্ডদের গানগুলো শুনতে পেরেছিলাম ।আমার অন্যতম ফেভারিট সিঙ্গার, যদিও সেই সময়ের সিঙ্গারদের মধ্যে সবচেয়ে প্রিয় কথাটা বলা খুব কঠিন।
@রংবেরঙ-ল১গ5 жыл бұрын
হৃদয় কাঁপানো গান ❤ '৯০ এর আমরাই স্মৃতি বহন করে যাবো। রাত ২:৩৩ ০৪-০১-২০২০ ২০৩০ এর পরের প্রজন্মের তোমরা এই গান ভুলো না।
@NoobYaKuZaYT2 жыл бұрын
ok
@SuperTakib Жыл бұрын
They go for balam, tahsan....
@MohiUddin-ne7gj Жыл бұрын
হৃদয়ে আলোড়ন তোলা গান!
@jbtravel21104 жыл бұрын
গানটা শুনে হটাৎ ছোট বেলার কথা মনে পরে গেল। ছোটবেলার অনেক অনেক স্মৃতি জড়িয়ে আছে. মাইলস ব্যান্ড কে অনেক অনেক ধন্যবাদ।
@sohansoharab16706 жыл бұрын
পলাতক হৃদয়ে ভাসে কার ছবি সহসায় এলোমেলো যেন হয় সবই ভুলে জীবনের চেনা বাঁধন মনে জাগে আজ কেনো আলোড়ন কি যে চায় এই মন কি খোঁজে সারাক্ষণ আমার পিয়াসী মন পলাতক হৃদয়ে ভাসে কার ছবি সহসায় এলোমেলো যেন হয় সবই ভুলে জীবনের চেনা বাঁধন মনে জাগে আজ কেনো আলোড়ন কি যে চায় এই মন কি খোঁজে সারাক্ষণ আমার পিয়াসী মন কে যেন কানে কানে বলে দাও সাড়া দাও সবই ভুলে মনেরই পরিচিত বাঁকে থমকে দাঁড়ালাম পিছু ডাকে ভুলে জীবনের চেনা বাঁধন মনে জাগে আজ কেনো আলোড়ন কি যে চায় এই মন কি খোঁজে সারাক্ষণ আমার পিয়াসী মন হৃদয়ে রিনিঝিনি বাজে খেয়ালী কোন সুর ফিরে ফিরে আমায় নিয়ে চলে দুরে অজানা কোনো…
@shaikhfaizmohammad96135 жыл бұрын
😌😌😌😌
@engr.masamad2395 жыл бұрын
এই গানগুলো শুনলে মনচায় ফিরে পেতে সেই দিন গুলি।
@sahnazbegum82343 жыл бұрын
আমরা হারিয়ে যাবো, যতদিন ধরনী টা থাকবে এ-ই গান গুলো ও থেকে যাবে..... সববয়সী গান পাগল মানুষের কাছে। ধন্যবাদ।
@poemofnasiruddinshahshamim40766 ай бұрын
এ গানগুলোর সাথে জড়িত অতীত স্মৃতি যেখানে কেউ আর ফিরে যেতে পারবে না । জীবন মানেই এগিয়ে চলা। কিচ্ছু করার নেই আফসোস !
@MahabubHasan-BD20 күн бұрын
টেপ রেকর্ডারে অথবা সিডি প্লেয়ারে গান শোনার অভিজ্ঞতা ছিল এতটাই অমাইক যা আর কখনোই উপভোগ করা হবে না। এখন গান শোনার মাধ্যমগুলো যতোই সহজলভ্য হোক অতীতের অনুভতী গুলো খুবই ভালো ছিলো।
@riazrahman351011 ай бұрын
ছোট্ট বেলার স্মৃতি ও আবেগ জড়িয়ে এখনও শুনি সেইসব কিংবদন্তীর সৃষ্টি মাষ্টারপিস গুলি।কমেন্টস রেখে গেলাম...
@abhijitguhabiswas49034 жыл бұрын
শুধু কানে ইয়ারফোন....নিভু নিভু আলো...বিছানায় একাকী শুয়ে আমি.....রাত বেড়ে চলে আমার সীমাহীন ভাবনায়...কখন যে চোখ দুটো বুজেছি নিজের অজান্তেই.....অনেক কথা মুখে সরাসরি বলে বোঝানো কঠিন হয়ে যায় কিন্তু কোনো একটা গান আপনার সেই কাজটাকে সহজ করে দিতে পারে...এই গানটা ঠিক সেরকমই একটি গান
@rakibzaveri30544 жыл бұрын
সেই ফেলে আসা দিন গুলোর কথা মনে পড়ে গেল আজকে,, রাত 3 টা বাজে এখন,, 19,,6,,2020
@sazzadhossain69513 жыл бұрын
11:06am 11-06-2021
@adnansaeed98783 жыл бұрын
I am 40, listening at 12.53 am on 16.07.21
@RahulMartin244 жыл бұрын
Absolute masterpiece....love from kolkata..erokom romantic song band er itihaas neei..eta best
@toukirahmed9663 жыл бұрын
এই গানগুলি কখনও পুরাতন হবেনা কতশত স্মৃতি গানগুলো ঘিরে...🧡
@MdAsaduzzaman-y4u Жыл бұрын
বিশ্ববিদ্যালয়ের হলের ছাদে বসে গানটা শুনতেছি। কিছুদিন পর বিশ্ববিদ্যালয় ছেড়ে যাবো। যখন এই গানটা আমার শুনবো,তখন বিশ্ববিদ্যালয়ের সোনালি দিনগুলোর কথা মনে পড়বে,সাথে মনে পড়বে আমাদের কৈশোর ও যৌবনের প্রিয় ব্যান্ড ও প্রিয় গানগুলির কথা।
@ashikahmedkhanashik12902 жыл бұрын
আমার ফুপাতো বড় ভাইয়েরা এই গানগুলো বাজাতেন, আমি তখন ছোট গান বলতে কিছু বুঝিনা, তবে অনেক শুনতাম খুব ভালো লাগতো, ওই সময়ের জনপ্রিয় বেশ কয়েকটি ব্যান্ডের গান শুনতে বেশ ভালই লাগত। সেই সময় থেকে এখন অব্দি উনাদের মতো বিখ্যাত ব্যান্ড শিল্পীদের গান শুনে বেড়ে ওঠা। মাইলস এর জন্য শুভকামনা রইল 🥰
@faisalahmed21323 жыл бұрын
এই গানগুলোই আমার প্রাণ। আমার শৈশব, কৈশোর এবং যৌবনের একমাত্র মধুর স্মৃতি বহনকারী।
@masudmiazi30872 жыл бұрын
ক্লান্ত শরীরের সজীবতা ফিরিয়ে দেয় কালো জয়ী এই গানগুলো।।
@ishakifty84294 жыл бұрын
পলাতক হৃদয়ে ভাসে কার ছবি সহসা এলোমেলো কেনো হয় সবই ভুলে জীবনের চেনা বাধন মনে জাগে আজ কেনো আলোড়ন কি যে চায় এই মন কি খোঁজে সারাক্ষণ আমার পিয়াসী মন কে যেনো কানে কানে বলে দাও সারা দাও সবই ভুলে মনেরই পরিচিত বাঁকে থমকে দাঁড়ালাম পিছু ডাকে ভুলে জীবনের চেনা বাধন মনে জাগে আজ কেনো আলোড়ন কি যে চায় এই মন কি খোঁজে সারাক্ষণ আমার পিয়াসী মন হৃদয়ে রিনিঝিনি বাজে খেয়ালী কোন সুর ফিরে ফিরে আমায় নিয়ে চলে দূরে আজানা এক কোনো লোকালয়ে ভুলে জীবনের চেনা বাধন মনে জাগে আজ কেনো আলোড়ন কি যে চায় এই মন কি খোঁজে সারাক্ষণ আমার পিয়াসী মন
@Moinuddin-n7c6 ай бұрын
শাফিন ভাইয়ের বিদেহী আত্নার মাগফিরাত কামনা করি...মহান আল্লাহ তাকে বেহেস্তবাসী করুন, আমীন..শাফিন ভাই ভীষণ ভালো মানুষ ছিলেন..সর্বশেষ তার সরাসরি গান উপভোগ করি ২০১৯ সালের ডিসেম্বরে আমাদের ক্যাডেট কলেজের পুণঃর্মিলনী অনুষ্ঠানে...। স্টেজ এ উঠার আগে কতো যে গল্প করেছি তার সঙ্গে....স্মৃতি ভাসছে চােখে...।
@arifulshuvo66894 жыл бұрын
আহ আমার কৈশোর। ভুল লিরিক্স আর বেসুর গলায় এই গান গেয়ে বেড়াতাম।। আজ বড় হয়েছি। কিন্তু সেই কৈশোর থেকে আজ অবধি "কি যে চাই এই মন, কি খোঁজে সারাক্ষণ" তা এখনো বুঝে উঠতে পারিনি।। মাইলস একটি ভালবাসা ❤
@atikhasan3074 Жыл бұрын
এই গানটা এমন কোনো মাস নেই যে না শুনি,কে,কে আছেন মাইলসের গান শোনেন,,
@TanvirAhmed-ff6or4 жыл бұрын
মাইলস কে ভালোলাগা থেকেই তাহাকে ভালোলাগা শুরু এই গানটি সুনলেই বুকের মধ্যে কেমন জেন করে। প্রথম প্রেমে পরার অনুভুতি অনুভব করি❤️
@npheaven6973 жыл бұрын
amr-o same joy
@rerrer1763 жыл бұрын
@@npheaven697 me too
@salimkabir99216 ай бұрын
আহা! শাফিন ভাই ও দুনিয়া ছেড়ে চলে গেলো🥲
@suptomchy63214 жыл бұрын
কে যেনো কানে কানে এখনও বলে! এমন গান কি আর আমরা এই শেষ বেলায় আর পাবো 😥 আধুনিকতার ছোয়া যেন সব কিছুই বদলে দিলো😟 এ-ই গান গুলা এক-এক টা মাস্টার পিস😍
@ontormahmud27906 ай бұрын
২০২৪ কমেন্ট রেখে গেলাম আজ-কালকের ছেলে মেয়ের হয়তো বুঝবে না এই গানের মর্ম, এইটা গান নয়, আমাদের ৯০ শতকের ছেলে মেয়েদের আবেগ 🥰 Rest In peace Legend💔
@SharifKhan-gs2xn Жыл бұрын
এই গানটা শুনে মনে ভালোবাসার স্বাদ মিটাই একজন প্রবাসীর এটাই সম্বল from Italy bologna
@jarifhasan1187 Жыл бұрын
Thanks miles সুন্দর একটা গান রেখে যাওয়ার জন্য।
@jebunnessamunni59335 жыл бұрын
ছোটবেলায় শোনা গানগুলো এখনও কানে বাজে.... ভুলতে পারিনা।। আমার পিয়াসী মন🎶🎶🎶
@fairaaztv2 жыл бұрын
রাত ২:৪৭ ২৯ জানুয়ারী ২০২৩ শুনতেছি। গায়ের লোম দাঁড়িয়ে গেল যেন আহ! কি অদ্ভুত একটা ফিলিংস গানের প্রতিটি সেকেন্ড 🥰
@SOHIDULISLAM-ff8bp4 жыл бұрын
কিছু গান,জীবনের কিছু স্মৃতি গাথাঁ হয়ে থাকে।এই গানটা আমার কাছে তেমনি একটা গান।
@farukraihan4894 Жыл бұрын
৯০" সালের গান গুলো সত্যিই অসাধারণ, বাংলা Band এ-র যুগ ছিলো সে সময় এরকম এখন আর আসবেনা। আজ থেকে ২৩- ২৪ বছর আগের গান এখনও নতুন।
@MohammadJarif-m5r6 ай бұрын
Ajk shafin vaii mara gese seta shune tar gaan gulo abr sunte aslam amr chele k bache thkle eta shune abr mone korio dibo amdr Ganer ruchi kmn chilo💜 Lovee you shafin vai Allah apnk jannat nosib kruk
@ahmedrimon36755 жыл бұрын
কিছু কনের জন্য শৈশবে চলে গেলাম।জদি সেই ৯০ দশকে আবার যাওয়া যেত।
@nafisiftekharbhuiyan13002 жыл бұрын
আজকে মাইলস এর কনসার্ট এ এই গান টা শুনে বেশ ভাল লাগলো। তাই বাসায় এসে আবার শুনছি।
@মোঃনাজমূলহাসানমুন্সী3 жыл бұрын
আবার যদি সেই দিনগুলোতে ফিরে যেতে পারতাম।সংসার ছেড়ে আরতো পালানোর উপায় নেই।
@miltonkhan72732 жыл бұрын
আমরা বন্ধুরা সহ পাড়ার বড় ভাইরা মিলে একটা ব্যান্ডদল তৈরি করেছিলাম। সেই ১৯৯৬ সালে। তখন আমাদের অনুপ্রেরণা ছিলেন মাইলস্ ব্যান্ডের সদস্যরা।
@simonononto29924 жыл бұрын
I go back to the good old days the time while everything was of that time whenever I listen to these songs. Great song.
@mohiuddinmomin69903 жыл бұрын
এতো ভালো কেন লাগে ভাষায় প্রকাশ করা যায় না
@AbdulAlim-pr1ph2 жыл бұрын
যুগের পর যুগ চলে যাবে,আমিও একদিন থাকবনা কিন্তু এই গানগুলো থেকে যাবে। কি অসাধারন গানের কথাগুলো। ছোটবেলা থেকে এখনও শুনছি।
@nadiarahman61354 жыл бұрын
2.3k vs 55🤫লজ্জা থাকা উচিত।এই হচ্ছে বাংলাদেশের সেরা ব্যানড এর একটি,আর এই গানটিও masterpiece.
@বোহেমিয়ান-র১য12 күн бұрын
আগে ব্যান্ডগুলো সামাজিক দায়িত্ব থেকে অনেক গান করতো। এই গানটি তার অন্যতম। সেসময় নারীদের উপর এসিড নিক্ষেপের ঘটনা ছিল নৈমিত্তিক। একজন এসিডদগ্ধ নারীর জীবন কতোটা দুর্বিষহ তা বর্ণনাতীত। তাই সামাজিক দায়িত্ববোধ থেকে এই গানটি করা।
@anisahamed60343 жыл бұрын
কোথায় হারিয়ে গেল ৯০ দশকের সেই স্বর্নযুগ
@manir10 Жыл бұрын
27 August 2023 এখন রাত 10:53 Nobel's fan ❤❤❤
@rafiulislamnihal688011 ай бұрын
This is one of the most melodious and underrated song miles ever made
@sohelanam65056 ай бұрын
পলাতক হৃদয়ে ভাসে কার ছবি সহসা এলোমেলো কেন হয় সবই ভুলে জীবনের চেনা বাঁধন মনে জাগে আজ কেন আলোড়ন কি যে চায় এই মন কি খোঁজে সারাক্ষণ আমার পিয়াসী মন কে যেন কানে কানে বলে দাও সাড়া দাও সবই ভুলে মনেরই পরিচিত বাঁকে থমকে দাঁড়ালাম পিছু ডাকে হৃদয়ে রিনিঝিনি বাজে খেয়ালী কোন সুর ফিরে ফিরে আমায় নিয়ে চলে দূরে অজানা কোনো এক লোকালয়ে
@thelosermen4902 жыл бұрын
old is Gold এটা শুধু ১৯৯০ দশক এর পোলাপান বুঝতে পারবে, ওয়াকম্যান এর গান ক্যাসেট এর গান, সোনালি দিন মিস করি
@RoneRohoman-xv2rq Жыл бұрын
Kisu bolar nai 1998/97 kotha Mony pory jai
@rajuahmedsylheti63772 жыл бұрын
বাবার মাইর,মায়ের বকা অপেক্ষা করেও এই গান গুলা শুনেছি, আজ ও শুনতেছি,
@HDX123513 жыл бұрын
আমার জন্ম ২০০৩ এ।তাও নব্বই দশকের এই গানটা ভালো লাগে।
@mdfoyzul2444 Жыл бұрын
কে যেনো কানে কানে বলে দাও সারা দাও সবই ভুলে.. মনেরই পরিচিত বাকে থমকে দাড়ালাম পিছু ডাকে.. ❤
@Shakilk85 жыл бұрын
Ganta sunle onek purano Din e fire jai.Shotti Oshadharon Song.
@Bikash-Chandra4 жыл бұрын
Ki osadharon srishty😍😍
@shamitbiswas53406 ай бұрын
ওপারে ভালো থাকুন শাফিন আহমেদ স্যার...
@sanaullahshakil80975 жыл бұрын
Osthir hoye jai se sob din gulute fire jete...
@pranerick80133 жыл бұрын
Next generations should know about the romanticism about these 19s songs that they are gonna miss in their time. Always reminds me previous days of my love life
@mrlogic873 Жыл бұрын
Rangpur police line amar school er kase ami Akta jinis er jonno ajibon kritoggo... 2010 a amader school field a Miles er concert ayojon kore... Vaba jai!!
@MdMunna-qe3hp5 жыл бұрын
ফেলে আসা দিন গুলো আজ বেদনা হয়ে বুকে বাজে। আহা আর ফিরে পাবনা সেই দিন গুলো .
@saminratul93363 жыл бұрын
Wow some people disliked the song.. no offence it’s individual choice, but how can we dislike this master piece!!!! Miss the old good days of Our Bangladeshi band😞
@sahedjames6302 Жыл бұрын
কে যেন কানে কানে বলে দাও সাড়া দাও সবি ভুলে মনেরি পরিচিত বাকে থমকে দাঁড়ালাম পিছু ডাকে ভুলে জীবনের চেনা বাধন মনে জাগে আজ কেন আলোড়ন কি যে চায় এই মন কি খোঁজে সারাক্ষণ আমার পিয়াসি মন ☘️ মাইলস্ একটি আবেগের নাম 🖤
@mdmosharrofhossain89933 ай бұрын
গানটার মাঝে একটা মৌনতা আছে 🦋
@mohammadrayhanhasan60846 ай бұрын
২৫/০৭/২০২৪ প্রিয় শিল্পী কে হারানোর দিন😢😢😢
@MdAkib-ns8kl7 ай бұрын
Comment ta reke gelam kew like dile hoi tw abar ese suna hobe 2032......
@mahatabmaher9599 Жыл бұрын
2001 সালে প্রথম এই গান শুনেছি পিতার কেসেটে সৈই তখন থেকে আজ ও শুনি, প্রোতিদিন একবার করে।
@Rocko61 Жыл бұрын
I first heard this song on MTV back in 2000, after growing up it was really hard to find the actual cassette. But luckily i found and bought one in 2006. Good memories
@mosharrofhossain70885 ай бұрын
One my favourite songs. Praying for his departed soul
@btsarmyforever53512 жыл бұрын
Miles er ganer lyrics gula onk unique hoye karo sathe mile na, uncommon r ki..
@arshadhyder61413 жыл бұрын
Most Favorite Band Of Mine Miles Forever❤️
@mahiuddin56816 ай бұрын
ভুলে জীবনের সেরা বাধন।
@abonytasnimborna15936 ай бұрын
Vule jibon er cheena badhon
@muhammedmamun25855 жыл бұрын
শৈশব কাটছিলো বাংলা Band music শুনেই miss করি সেই দিন গুলোকে
@mdaliamer9615 Жыл бұрын
প্রথম এই গান শুনি ছোটবেলায় ২০০২ সালে, একুশে টিভিতে, ক্লাস টু তে পড়তাম, ফরিদপুরে এখনও শুনছি, ০৪/০৩/২০২৩ আইবিএ, রাবি Sometimes time cannot wash away taste and emotions for songs
@ishtiakmorshed98234 жыл бұрын
Powerful voice. Great piece of music.
@bhootstation9246 Жыл бұрын
2023 এসে কমেন্ট রেখে গেলাম। ভালবাসা অবিরাম সফিন আহম্মেদ ওস্তাদ। আমরা ৯০ দশক আপনাকে ভুনিনি। ভালবাসা অবিরাম ভাই❤ (শান্তনু) পাকশী। পাবনা🎉
@mijanurrahmanmijanurrahman20272 жыл бұрын
আমার ছেলে মেয়ে কে বলবো তোমার বাবা শৈশবে এইসব গান গুলো খুব শুনতো অনেক স্মৃতি জড়িয়ে আছে
@drummersupamlaskar709311 ай бұрын
Ami jokhn school e chilm tokhn theke ami firiye daw unechilm.tar por decide korlm ami o band bnabo.tar por Beduin namer ekta band gothon korlm.ekmatro inspired by Miles🥰.still love Miles.
@fardoushasankhanmunna74522 жыл бұрын
আমাদের শৈশব কত সুন্দর কেটেছে আজকালকার বাচ্চাদের দেখলে কষ্ট লাগে দুঃখ লাগে তারা বিভিন্ন মোবাইল গেমস ও বিভিন্ন ইউটিউব ভিডিও দেখতে অভ্যস্ত তারা এই সোনালী গানগুলোর মর্ম বোঝে না 😭😭😥😥 আজকালকার বাচ্চারাও আইফোন মোবাইল চেনে আর আমাদের সময় খেলনা মোবাইল নিয়ে খেলা করতাম স্প্রিং এর গাড়ি পেলে খুশি হতাম 😭😭
@rajibdas9638 Жыл бұрын
আমার পিয়াসী মন এখনও এই গান খুঁজে……
@md.marufhossainfakir61986 ай бұрын
কিছুক্ষণ আগে শাফিন আহমেদ যুক্তরাষ্ট্রে ম্যসিভ হার্ট এ্যটাকে মারা গিয়েছেন (ইন্না লিল্লাহি....রাজিউন)
@mdbiplobmollik66044 жыл бұрын
আহ, গান গুলো শুনলে মনে হয় কোথায় যেনো হারিয়ে যাই,,,, অসাধারন মাইলস🎶🎶🎻🎻🎷🎷, 05/06/20 =2.40am
@SuperStar-ql5cs5 жыл бұрын
Thank you Zaki Bhai for introducing me to Miles, Vikings and Warfaze.
@gani_giri Жыл бұрын
কৈশর এখনও নিয়ে বেরাচ্ছি এই গান গুলো দিয়ে ।
@msi.sharif3 жыл бұрын
What a lyric : Ki je chai e mon, ki khoje Sharakhon, Amar piyasi mon....
@kamrulhassan73525 жыл бұрын
Please upload the music video of this song which we were used to watch at ETV in 2001/2002 !
@MohiUddin-ne7gj Жыл бұрын
ভুলে জীবনের চেনা বাঁধন_ মনে জাগে আজ কেন আলোড়ন! কি যে চায় এ মন, কি খুঁজে সারাক্ষণ_ আমার পিয়াসী মন!!