অসাধারণ একটা ভিডিও দেখলাম, মিলিবাগের জ্বালায জবা গাছ তো করতেই পারছিনা, আগে জানা থাকলে আমার অনেক দামী দামী জবা গাছ নষ্ট হতো না। যাইহোক অনেক ধন্যবাদ ।আর হ্যাঁ, আপনার ছেলেকে যেভাবে পাশে বা গাছের Touch-এ রেখেছেন সেটা যেন ব্যবসায়িক কারণে না হয় তাহলে বুমেরাং হয়ে যাবে ।কিছু মনে করবেন না, আমি বয়সে আপনার চেয়ে অনেক বড় অভিজ্ঞতা থেকে বলছি।ছেলেটা খুবই মিষ্টি, ওর উজ্জ্বল ভবিষ্যত কামনা করি ।আর একটা কথা, আমি কিন্তু অনেক বড় বড় কমেন্টস করে থাকি,ছোট ছোট কমেন্টস করতে পারিনা তাই ভালো না লাগলে খোলামনে জানাবে, তাতে খুশি হবো।
@ChannelPanchMishali4 жыл бұрын
প্রথমেই আপনাকে আমার প্রনাম জানাই দিদিভাই । খুব খুশী হলাম আপনার পরামর্শে । আসলে কর্ম সুত্রে সারাদিন ছেলে আমাকে কাছে পেত না , তাই প্রথম লকডাউনে আমাকে সব সময় কাছে পেয়ে মহা খুশী ছিল আর তাই সব সময় আমার সঙ্গে ছায়ার মত থাকত । খুব সমস্যা হতো প্রথম প্রথম ভিডিও করতে কারন ও ভিডিওর মাঝ খানে আমার কাছে যাবার জন্যে কান্নাকাটি জুড়ে দিত । কিছুতেই ঘরে থাকত না । উপায় না পেয়ে শেষে ওকে নিয়েই ভিডিও করার সিদ্ধান্ত নিতে হয় । সেই থেকেই ও সর্বদা আমার সব ভিডিওতে পাশে থাকে । আর গাছের প্রতি ওর প্রচন্ড ভালোবাসা । তাই আমিও ওকে সঙ্গেই রাখি । কিন্তু জানিনা আমি ভুল করছি কি না । আর সত্যি করে বলছি দিদিভাই আমি এই চ্যানেল খুলেছিলাম সম্পূর্ণ ভাবে আমার ভালোলাগা থেকে , আমি চেয়েছিলাম যে আমি যে ভাবে গাছের যত্ন বা পরিচর্যা করি সেটা সবার সামনে তুলে ধরতে , তাতে যদি কারো সামান্য উপকার হয় সেটাই আমার ভিডিওর সার্থকতা । আর আমার বেশীরভাগ ভিডিওতে অনেকেই কমেন্টে আমার কাছ থেকে চারা কিনতে চেয়েছেন - দেখবেন আমি প্রত্যেককেই বলেছি করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে যোগাযোগ করতে , আমি চারা গিফট করবো । এবং আমি যে চারা বিক্রি করিনা তাও জানিয়েছি । অবশ্য ভবিষ্যতেও সে ইচ্ছা বা সময় আমার হবে না । কারন ইউটিউব ছাড়াও আমি অন্য একটি পেশার সঙ্গে যুক্ত । আমি একজন প্রাথমিক শিক্ষক । চ্যানেলটা একদমই ব্যবসায়িক উদ্দেশ্যে নয় । কিন্তু ইউটিউবের নিয়মে চ্যানেল গ্রো করলে ওরা একটা সাম্মানিক দেয় । অবশ্য এটা নিয়ে আমার তেমন আগ্রহ বা অনীহা কোনটাই নেই । পেলে ভালো লাগবে নিশ্চই । তবে এটাকে ঠিক ব্যবসা বলা যায় কিনা জানিনা তবে ছোট বেলা থেকে নাচ - গান - আবৃত্তি - নাটক এসব নিয়ে বড়ো হয়েছি আর পরবর্তীতে বেশ কিছু শর্ট ফিল্ম তৈরি করেছি , পাশাপাশি ফটোগ্রাফিতেও বেশ কিছু পুরষ্কার জিতেছি ( আমার ফেসবুকে গিয়ে একটু পিছনে খুজলেই দেখতে পাবেন ) , আর এসব নিয়ে থেকে থেকে ভিডিও না করতে পারলে ভালো লাগে না । প্রচণ্ড ভালোবাসা থেকেই এই ভিডিও করা । আমার নিজের শর্ট ফিল্ম গ্রুপের একটা শর্ট ফিল্মের লিঙ্ক দিলাম পারলে একটু দেখবেন যদিও আমার টিমের সবার ব্যস্ততার কারনে গ্রুপ টা বন্ধ করে দিয়েছি । আর অন্য যে সব চ্যানেলে কাজ করেছি তাঁদের লিঙ্ক এখানে চাইলেও দিতে পারছি না । তবে এখন অনেকেই দেখছি গার্ডেনিং চ্যানেল খুলে বিখ্যাত হয়ে সবাই নার্সারি বা ঐ জাতীয় ব্যবসায় নেমে পড়েছেন ! আমি যদি আপনাদের আশির্বাদে কনোদিন চ্যানেল কে সেই জায়গায় নিয়ে যেতে পারি তবুও হয়তো ব্যবসায় জড়াবো না । আর ভবিষ্যৎ যে দিকেই যাক না কেন আমার ছেলেকে অন্তত ব্যবসায়িক ভিত্তিতে কাজে লাগাবো না । শুধুমাত্র ওর বায়নার কারনেই শুরুতে ওকে সঙ্গে নিয়ে ভিডিও করা । কিন্তু এখন এমনই হয়ে গেছে ও পাশে না থাকলে আমারও যেন ভাললাগেনা । তবে দিদিভাই আপনার কথা সব সময় মাথায় রাখবো । আর যদি কখনো ভুল পথে পা বাড়াতে যাই আশাকরি নিশ্চই আমাকে শুধরে দেবেন । খুব খুব ভালো থাকুন , আর এভাবেই সঙ্গে থাকুন । সব ভিডিওতে আপনার মতামত জানাবেন । অনেক অনেক ধন্যবাদ !!!
@ChannelPanchMishali4 жыл бұрын
kzbin.info/door/azj3Yndj63Hp4cMCVS8YKQ
@chandanadhargupta69734 жыл бұрын
প্রথমেই তোমার পরিবার সহ সকলকে বিজয়ার আন্তরিকভাবে প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি ।অনেক বড়ো কমেন্টস লিখেছ।বুঝলাম কথাটা তোমাকে একটু হলেও হতাশ করেছে ।কারণ এভাবে তো কেউ বলে না। আবার বলছি আমার কথাটা ভুল বুঝোনা।আমিও social welfare dept.- এ চাকরি সূত্রে বহু জায়গায় ঘুরে আজ প্রায় 7/8 বছর হবে retere করেছি ।তোমার ছেলের মতো আমিও ভীষণ গাছ প্রেমিক ছিলাম/আছি/থাকব।তোমার live-in cultural-দিক গুলো জেনে খুব ভাল লাগলো।শ্রী বৃদ্ধি কামনা করছি আসলে কি জানো,এই U টিউব চ্যানেল গুলোর যেমন খুব প্রয়োজন আছে কিন্তু তার চেয়েও বেশি এর অপব্যবহার আর ব্যবসা।তাই প্রসঙ্গের অবতারণা ।যাইহোক ভুলে যাও এসব,কে কি বললো আর না বললো।নিজের কাজকে ভালো বেসে পাখির চোখ করে ছেলেকে নিয়ে এগিয়ে যাও।ঈশ্বর তোমার মঙ্গল করুন ।
@uddipanaghosh84734 жыл бұрын
098709
@bidishamandal87904 жыл бұрын
Amr joba gachheo khub lagchhe etaa
@lavanyahazra27863 жыл бұрын
মিলিবাগ ধ্বংস করতে পারবো ভেবেই বিরাট খুশি হয়ে গেলাম 😍 ভালো থাকবেন দাদা, অনেক ধন্যবাদ আপনাকে এবং পুঁচকে টাকে অনেক ভালোবাসা 😊❤️
@biswajitbhowmick99483 жыл бұрын
Good
@helpstudy1234 жыл бұрын
সত্যিই আপনি খুব সুন্দর বলেন।স্বপ্নদীপ খুব মিষ্টি। এটা খুব গুরুত্বপূর্ণ একটা ভিডিও। খুব কাজে লাগবে। ধন্যবাদ। ভালো থাকবেন সবাই।
@swapankumar27333 жыл бұрын
অপূর্ব লাগছে ভিডিও টি ভাই
@ajaysatpati35422 жыл бұрын
কিন্তু আপনি বললেন গাছের আগায় দেওয়া যাবেনা তা হলে আগায় মিলি বাগ তো বেশি হয় তো ওটাকে মারবো কি করে ওখানে কি হিট ব্যাবহার করা যাবেনা। না কি হিট ব্যাবহার করার পরে জল স্প্রে করবো দয়াকরে বলুন
@indranikundu99734 жыл бұрын
খুবই উপকারী এই ভিডিও। অনেক অনেক ধন্যবাদ ভাই।
@RameshDebnath-he9nx7 ай бұрын
অসাধারণ ভিডিও খুব উপকার হলো , এবার মিলিবাগ মুক্তি পাবো, খুব ভালো থাকবেন , ছোটো সোনাকে অনেক ভালোবাসা আদর,
@rupdutta15733 жыл бұрын
Khub valo akta video.... Amaro barite tree acche... Amio try korbo.... Thanks uncle ato valo akta video bananor jonno 👍🏻👍🏻👍🏻🥰🥰🥰😊😊❤❤❤
@gouridas22754 жыл бұрын
এই মাত্র শুনলাম, দারুন লাগলো। হাতে কলমে করে আবার জানাবো।স্বপ্নদীপ যে প্রকৃতির সঙ্গে বড় হচ্ছে, ও প্রকৃত মানুষ হবে।
@pranabbanerjee16473 жыл бұрын
খুব উপকারী একটা ভিডিও দেখলাম ধন্যবাদ ভাই
@arpitabose12744 жыл бұрын
খুব ভালো লাগল আর ভালো লাগে সম্রাট সোনার কবিতাকে।গাছের খুব বড বন্ধু আমাদের।গাছকে ভালো বাসো
@ChannelPanchMishali4 жыл бұрын
অনেক অনেক ধন্যবাদ ।খুব খুশী হলাম । খুব ভালো থাকুন ।
@mondalrabindranath26866 ай бұрын
Neem oil kothi payozabe please answer din
@swapankumardey33043 жыл бұрын
ভীষণ কাজের একটা বিষয় আজ জেনে খুব ভালো লাগলো,,,গাছজ গুলো এবার বাঁচাতে পারবো। ধন্যবাদ,,,,,এই উপকারের জন্য।
@barichoudhury55452 жыл бұрын
Most useful & effective natural remedies. Thanks from Bangladesh
@kazidipu64664 жыл бұрын
Wow খুব মজা নিয়ে দেখলাম,,, জবাব নেই,, ধন্যবাদ ভাইয়া,,,!
@ChannelPanchMishali4 жыл бұрын
অনেক অনেক ধন্যবাদ আপনাকে ।খুব খুশী হলাম । খুব ভালো থাকুন ।
@pratimamukherjee12743 жыл бұрын
খুবই উপকৃত হলাম
@arunchandrasarker96534 жыл бұрын
খুব উপকারী তথ্য পেলাম। ধন্যবাদ।
@ChannelPanchMishali4 жыл бұрын
অনেক অনেক ধন্যবাদ আপনাকে । ভালো থাকুন ।
@sanjib47794 жыл бұрын
Khub informative video. Kintu fruit ba vegetable plant a hit deua ki thik habe?
@ChannelPanchMishali4 жыл бұрын
অনেক ধন্যবাদ । না , fruit বা vegetable এ হিট একদমই দেবেন না ।
@ChannelPanchMishali4 жыл бұрын
@@sanjib4779 অনেক ধন্যবাদ । না , fruit বা vegetable এ হিট একদমই দেবেন না ।
@lishaghosh85923 жыл бұрын
Thankyou apnar protyakta video ami khub mon diye dekhi r apply kore upokrito hoy gardening bhalo bastam ekhon to nesha hoy geche thankyou again bhalo thakben ❤️❤️
@GARGIMANDAL-qz1mk9 күн бұрын
Video ta dekhe khub upokar pelam.❤🙏❤️👍❤️😁❤️🇹🇯❤️💐❤️jamshedpur Jharkhand theke 🇹🇯
@rajatdutta95724 жыл бұрын
এটা কিন্তু একটা দারুন উপকারী ভিডিও।
@ChannelPanchMishali4 жыл бұрын
আপনাদের কাজে লাগলেই আমার ভিডিও করা সার্থক হবে । অনেক ধন্যবাদ ।
@atikulislam91513 жыл бұрын
বাংলাদেশ থেকে বলছি-ভালবাসা আপনার ও বাবু জন্য দাদা।
@pijushmandal62314 жыл бұрын
ভীষন উপকৃত হলাম
@pradippal6110 Жыл бұрын
খুবই সুন্দর ভাবে উপস্থাপন করেছেন অনেক কিছু জানতে পারলাম
@farukhossaintushar68602 жыл бұрын
Thnx a lot dear! It is supposed to very effective to remove milibag efficiently.
@barnalimukherjee68213 жыл бұрын
অনেক শুভেচ্ছা আর ধন্যবাদ দাদা। আপনার সহজ সরল বলার ভঙ্গি আর সহজ সমাধানগুলো খুবই মনোগ্রাহী। সাথে ছোট্ট সোনার সাহচর্য তো উপরি পাওনা 🙏💝
@gazitania30984 жыл бұрын
অনেক উপক্রিত হলাম ভাই, আমি বাংলাদশে থেকে দেখছি। ৪নং টা আমার কাজে আসবে।
@ChannelPanchMishali4 жыл бұрын
খুব খুশী হলাম । অনেক ধন্যবাদ । ভালো থাকুন ।
@debasisbhattacharya49564 жыл бұрын
Fantastic brother. I am from Hyderabad. I watch all your vdos. Your CDO preparation is unparallel. Thanks.
@ChannelPanchMishali4 жыл бұрын
Many many thanks for your valuable feedback sir , i am so happy ! Please stay with my channel.
@jabamishra78143 жыл бұрын
অসাধারণ খুব সুন্দর ভিডিও টা । আমি এতোদিন ধরে ভাবতাম পিঁপড়ে তে মিলিবাগ গুলো খাচ্ছে। এখন দেখলাম না
@Jahrasheila2 жыл бұрын
অনেক ধন্যবাদ, এত সুন্দর ভিডিওর জন্য।।আমি অবশ্যই এইগুলো ফলো করব।
@anirbanbanerjee83134 жыл бұрын
ব্যাপক দাদা.. ব্যাপক.... 😄👌👌....
@anirbanbiswas52704 жыл бұрын
খুব ভালো লাগলো, compact এবং informative
@sanchitapal54453 жыл бұрын
অনেক ধন্যবাদ আপনাকে। আমার ছাদবাগানে ও প্রচুর মিলিবাগ হয়েছে , আমি কালকেই ট্রাই করবো 🙏
@kalyanrooj9593 жыл бұрын
Nice
@nibaditadeb78133 жыл бұрын
খুব ভালো লাগলো
@mahbubislam53283 жыл бұрын
Assalamu alaikum. I am a fan & follower of you with your cute son- Swapnodip. Thanks a thousand for your description+advice for gardening. Hope and pray all the best for All..
@sandeep15555 Жыл бұрын
দারুন আইডিয়া দিলেন। অবশ্যই পরীক্ষা করে দেখব।
@pratimachakroborty68455 ай бұрын
খুব ভালো লাগলো। অনেক উপকৃত হলাম। আপনাকে ধন্যবাদ।
@AdeebShimu3 жыл бұрын
বাংলাদেশ থেকে দেখলাম, আমিও এই মিলিবাগ এর ভুক্তভোগী ধন্যবাদ
@tapansaha60242 жыл бұрын
Good 👍
@potkashyam112 жыл бұрын
জলের জেট সবচেয়ে ভালো উপায়
@sanjaydas60962 жыл бұрын
Same amio
@Shilpirheshel4 жыл бұрын
অনেক কিছু জানলাম, ধন্যবাদ....
@sudiptapurkayastha55243 жыл бұрын
Corona and milibug similarly beautifully explained. Thank you Sir
Arokom youtubar paua sottiii souvagoo.oneke vabe hoyto suscriber kom? tahole valo youtuber noy ai dharonata akebare vul.❤❤🇮🇳🇮🇳 (kaku)
@ChannelPanchMishali4 жыл бұрын
খুব খুশী হলাম কাকু। আপনারা পাশে আছেন এটাই সব থেকে বড়ো পাওনা আমার । আর সেই ভরসাতেই এগিয়ে চলা । অনেক অনেক ধন্যবাদ আপনাকে । খুব ভালো থাকুন ।
@sudipsutradhar35364 жыл бұрын
@@ChannelPanchMishali apni amar kaku hon ti sese lekechi (kaku) . 👍
@sudipsutradhar35364 жыл бұрын
@@ChannelPanchMishali amar boyos matro 15 bochor.
@ChannelPanchMishali4 жыл бұрын
@@sudipsutradhar3536 আমি বুঝতে একটু ভুল করেছিলাম গো ... !! অনেক আদর তোমার জন্যে ।
@sudipsutradhar35364 жыл бұрын
@@ChannelPanchMishali Thanks
@sudipta19093 жыл бұрын
Thank You so much dada, khub upokari video....apnar cheler jannyo valobasa
@AMINkhan-bm8oe Жыл бұрын
খুবই সুন্দর অসাধারণ ভিডিও । আর আমাদের সুন্দর ভাইপোকে সুন্দর ছড়াটি 🎉 বলার জন্য অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। পিতা পুত্র দুজনেই খুব ভালো থাকবেন আমাদের এই ভাবে সাহায্য করার জন্য।
@littlerabbit67314 жыл бұрын
so sweet baby ❤️❤️❤️👍🏻👍🏻👍🏻
@ChannelPanchMishali4 жыл бұрын
অনেক অনেক ধন্যবাদ আপনাকে ।খুব খুশী হলাম ।
@probalmukherjee18624 жыл бұрын
Too much of unnecessary talking!
@somabanerjee87414 жыл бұрын
একদম।
@shyamalisarkar67553 жыл бұрын
জবা গাছের মিলি বাগের জন্য অনেক দামি দামি গাছ মরে গেছে। আমি mortin দিয়ে মারতে চাই। কিন্তু এটা কোন সময় ব্যবহার করব। কতবার করব।
@astamidabnath20 күн бұрын
অসাধারণ ভিডিও খুব ভালো লাগলো ভিডিওটি ❤️
@mayuri89133 жыл бұрын
Khub valo laglo dada. Ame notun bagan korchi, khub sadher joba gachta hoito morei jabe ai milibager jonno
@UtpalSengupta-z9j9 ай бұрын
Many many thanks. Very very helpful video for the terrace garden.
@smd47342 жыл бұрын
Yes dada superb i use already soap & Morton spray .your explanation great.
@momdas7792 жыл бұрын
Khub valo laglo aapner readymi. Onek uppkrito holam.
@minakshibose81653 жыл бұрын
Ashadharan sab tips pelam. Anek Anek Dhonyobad
@tapankdebnath38693 жыл бұрын
মিলিবাগ নিয়ে অভিজ্ঞতার দরকার ছিল, পেয়ে গেলাম। ধন্যবাদ আপনাকে, প্রানভরা ভালবাসা ছোট সাহেবকে।
@dibakarbaidya16853 жыл бұрын
খুব খুব ভালো লাগলো আপনার টোটকা 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@abhishekde71193 жыл бұрын
Tnx dadabhai.. Kichu gach kortei perchilam naa.. It's very useful video fr me..
@MdAzadsarker-dl1kk10 ай бұрын
Thank you very much for this very useful & informative video. Lots of love & blessing for your cute son.
@swapansengupta3274 Жыл бұрын
অসাধারণ প্রস্তুতি। খুবই কাজের।
@mojumdarshrif75283 жыл бұрын
অসাধারণ আমার কাজুবাদাম বাগানে মিলিবাগ আক্রমণ করেছে আমি খুব চিন্তিত ছিলাম, ধন্যবাদ দাদা।