যত শুনি ততই মুগ্ধ হয়ে যাই। চোখের বাঁধ ভেঙ্গে যায় অজান্তেই। এমন মাকে হারানোর বেদনাকে সহন করা বড় কঠিন। শুধু মহান পরমেশ্বরের কাছে একান্ত কামনা যেখানেই থাকুন শান্তিতে থাকুন।
@farhanrahman30452 жыл бұрын
আহা আমার মনটা ভরে গেল।মনে হলো আমার মা আমার সাথেই গান গাইছে।জীবনে গান শুনে এতো শান্তী -সুখ পাইনি।
@mukulsengupta90842 жыл бұрын
সত্যি উনি হলেন অদ্বিতীয়া।ওনার স্থান পূরণ করার মত আর কেউ আসবে না।
@mayabinur34672 жыл бұрын
এতো বিনোদন নয় হৃদয়ের কথা মা মেয়ের মা হয়েছি তাই খুব মনোযোগ সহকারে শুনেছি আর অনুভুতি গুলো ছুঁতে পেরেছি
@sikhapal819610 ай бұрын
Asadharon gaan
@chandanarannaghar Жыл бұрын
অপূর্ব সুন্দর মা ও মেয়ের গান। হৃদয় ছুঁয়ে যাওয়া গান।সব মা সব মেয়ে ভালো থাক। অনবদ্য সৃষ্টি। এরচেয়ে ভালো গান আর হয় না।
@rinamukherjee92849 ай бұрын
খুব ভালো লাগলো আজ মা ও মেয়ের এই যুগল বন্দী গান টা শুনে মন টা একদম ভরে গেলো ।আর দু চোখ ঝাপসা হয়ে গেছে জলে ।অসাধারণ।❤❤❤
@MirzaAbuJafarMirzaAbuJafar6 ай бұрын
এই অমর কথাভিত্তিক গানটি যে কতবার শুনেছি,তার ইয়ত্তা নেই! যতবারই শুনিনা কেন,তবুও মনে হয় আরো বেশী বেশী ক'রে শুনি,কিছুতেই যেন মন ভরেনা!অসাধারণ কথা,চমৎকার শ্রুতিমধুর সুর-তালের ব্যঞ্জনা যেন সমগ্র পরিবেশকেই আবেগাপ্লুত ক'রে তোলে!!
@gautamroychowdhury7944 Жыл бұрын
Excellent, Ei purano gan kakhano bhola jabe na
@iqbaltouhid63713 жыл бұрын
অনেক অনেক শুভকামনা রইল, উভয়ের জন্যই, কঠিন কষ্টের মাঝেও অনেক আনন্দ আছে, কান্নায় ভেঙে গেল বুকের ভেতরটা, ধন্যবাদ শিল্পী কে
@mitamitra68553 жыл бұрын
গানটা আমার খুবই ভাল লাগে তার থেকেও ভাল লাগে সনদা দিদিভাইকে উনি তো আমার জীবণ
@biplobsaha35243 жыл бұрын
@@mitamitra6855 অআইঈউ
@biplobsaha35243 жыл бұрын
@@mitamitra6855খুঐঞমপ
@biplobsaha35243 жыл бұрын
আম আদমি সরকারের কঙথথমহড়মযরঢ়য় কি করব বুঝতে পারছিনা ঊ
@souravbhuniya98502 жыл бұрын
Chub valo thekban
@kajaldas20942 жыл бұрын
যতো বার এই গান শুনি চোখে জল চলে আসে... আজকে যেনো আরো বেশি এলো.... কেনো জানি না মনে হচ্ছে তুমি আছো.. আমাদের হৃদয়ে আছো 🙏🙏🙏
গানটা খুবই হৃদয়স্পর্শী, এই গানের মাধ্যমে প্রতিটি মায়ের অন্তরের ব্যাকুলতা প্রকাশ পেয়েছে।❤
@debabratadas46833 жыл бұрын
সত্যিই কি অপূর্ব উপস্থাপনা,মা মেয়ে মিলে কালজয়ী গান শোনার সুযোগ করে দিলেন, বাহ্, বাঃ,সহস্র প্রণাম গীতশ্রী সন্ধ্যাদিদি,ভালো থাকুন।
@SagorGhosh-s4o10 ай бұрын
মায়ের কোনো তুলনা হয় না,,,, ❤❤❤❤❤❤❤❤মা আমার জগত জননী ,, আমার পৃথিবী ❤❤❤❤❤❤❤❤❤
@krishnadaschakraborty7797 Жыл бұрын
চির অমর হয়ে থাকবে এই গান গুলো।
@it19943 ай бұрын
❤❤❤️🥰😍❤❤❤
@HarishChandRa-ox9tv2 ай бұрын
8:26
@HarishChandRa-ox9tv2 ай бұрын
8:53
@shamimamondal38112 жыл бұрын
আহা ! ভরে গেলো এ জীবন এই গান শুনে । ছোট বেলা থেকেই প্রিয় সন্ধ্যা মুখোপাধ্যায়ের গান । আজ নিজে মা হয়েছি ! তাই নুতন করে - অনুভব করছি । শিল্পী বেঁচে থাকবে , তার গানের কথার সুরে । 🎼🎻 ------- আর মানুষ বেঁচে থাকবে ভালোবাসার বিসর্জনের দানে। ❣💓💕
@abhikhati66852 жыл бұрын
এই ভাবেই এই গান টা কি আর শুনতে পাব কোন দিন ।কি ভালো যে লাগলো বোঝাই কেমনে ।
@sikhamondol41532 жыл бұрын
অনেক ভালো লাগলো
@DipikaDatta-ep6swАй бұрын
Kichu bolar bhasha nei oshadharon shreeshti❤❤❤❤
@LaxmikantaPaul-vu3vz6 күн бұрын
খুব সুন্দর এই গান টা মন ছুঁয়ে গেল 😊 পৃথিবীতে সকল মায়েরা ভালো থাকুক ভগবান তাদের কে ভালো রাখুক😊❤লাইক করলে আবার আসব 😊❤🎉🎉🎉
@kushdharchanal.48574 жыл бұрын
মা এবং বাবা পৃথিবীর সবচেয়ে বড় বন্ধু । তাই মা-বাবার সাথে কারো তুলনা করতে নেই I LOVE YOU MOM AND DAD ..
@sudipta1320 Жыл бұрын
🥰❤️ অনবদ্ধ গীতশ্রী madam.🥰❤️🙏🙏 এই social media যুগে অসংখ্য শ্রতাদের এমন রুচি অনেক আনন্দের। ❤️সকলকে জানাই আন্তরিক অভিনন্দন ❤️
@IR_Shorts242 жыл бұрын
সত্যিই এই গান টি যখনোই শুনি গায়ের লোম দাঁড়িয়ে যাই চোখ দিয়ে জল গড়িয়ে পরে। অসাধারণ.......
@tapashghosh74592 жыл бұрын
সন্ধ্যা মুখোপাধ্যায়ের মেয়ে সৌমি কে কেন গানের আসরে দেখি না ? গলা তো বেশ ভালোই। আমরা সৌমির গানে সন্ধ্যা মুখোপাধ্যায় কে খুঁজতে পারব, যদি উনি ওনার গান ইউ টিউবে লোড করেন । একটু ভেবে দেখার অনুরোধ রাখছি সৌমির কাছে । আর সন্ধ্যা মুখোপাধ্যায় আমার অত্যন্ত কাছের ও প্রিয় শিল্পী ছিলেন এখনও সন্ধ্যা তারা, চিরদিন থাকবেন সঙ্গীত রসিকদের অন্তরে । 🙏🙏🙏
@shyamaprasadbanerjee8612 ай бұрын
সঠিক বলেছেন।আমি একমত।
@sukladey83664 жыл бұрын
গানটা অসাধারণ....বাংলা গানে সত্যি জাদু আছে। যেকোনো বাঙালি এই ধরনের গান শুনে মুগ্ধ হয়ে যাবে।
@ramanichakma15552 жыл бұрын
মা -মেয়ের সুন্দর যুগল গান।লিজেন্ড সন্ধ্যাজীকে অনেক নমষ্কার আর মেয়েকে অনেক শুভেচ্ছা।
অসাধারণ আপনার গান । যতবার শুনি শুধু শুনতে ইচ্ছে করে বার বার
@rabindranathsarkar756310 ай бұрын
" হৃদয়বতী শিল্পী আবেদনময়ী মা প্রনাম !
@alpinearshita6529 Жыл бұрын
Beautiful ❤️❤️ Maa chara duniyai r kichu nei❤️❤️ Love you duniyar sob maa ke🙏🙏
@alivamitra8742 жыл бұрын
আহা!অপূর্ব!মন ভরে গেল মা মেয়ের এই কালজয়ী গান শুনে।সন্ধ্যাতারা চিরকাল উজ্জ্বল দীপ্তি তে জলজল করবে সন্ধ্যাকাশে।শতকোটি প্রণাম আপনাকে 🙏🙏🙏🙏
@avoysadhu42542 жыл бұрын
I9
@sonalibhattacharya38342 жыл бұрын
ô8ïoiÿ
@rishitascreation82842 жыл бұрын
GITASHREE SANDHYA MUKHERJEE SHOB GAAN E KHUB E SUNDOR LAGE AS WELL AS LATA MANGESHKAR ER O DARUN SHOB GAAN. THANKING YOU FOR THIS BEAUTIFUL SONG TO HEAR AGAIN!!
@abdulmatin37662 жыл бұрын
Jjj
@ashokpalit13032 жыл бұрын
@@rishitascreation8284 uppu oupuuypyuy6ylyolkpp
@syedabegum59552 жыл бұрын
এই ভিডিও টি আমি কত বার দেখেছি বলে শেষ করতে পারবোনা,কারণ এই গানের সঙ্গে আমার জন্মের অনেক মিল রয়েছে,তিন বোনের পর যে দিন আমি জন্মে ছিলাম সেই দিন এই রকম ঘটনা ঘটে ছিলো।তবে আমার বাবা মা ভালো বেশে অনেক নাম রেখেছিলেন আমার,আমি তাদের যোগ্য সম্মান দিতে পেরেছি ।
@jonedev4072 жыл бұрын
যদিও গানটি মা ও মাকে নিয়ে। তারপরেও গানটা আমার খুব প্রিয়। ভালো থাকুক সকল মা।
@anitabhuimali8842 жыл бұрын
We
@atunukarmakar2 жыл бұрын
Oòooo
@KajalHazra-mm1jj7 ай бұрын
❤,
@SukumarPanda-ly3qe6 ай бұрын
Naic
@shiulibiswas62794 жыл бұрын
এই গানটা শুনতে খুব ভালো লাগে। সব সময় শুনতে ইচ্ছে হয়। কারণ মা এবং মেয়ের জীবন খুব ভালো ভাবেই বর্ণনা করা হয়েছে। গান টা শুনলে খুব ভালো লাগে ঠিকই কিন্তু চোখ এ জল আসে। খুব কষ্ট হয়। আসলে মেয়েদের জীবন তো এমনি। খুব ভালো গান টা।। সত্যিই এতোটা ভালো যে যতটা এর প্রশংসা করা যায় তাও কম। এই গানটা অসাধারণ অতুলনীয়।
@champabarman67623 жыл бұрын
Pranam
@mirzaabujafar72923 жыл бұрын
একটা শাশ্বত বাণীকে কত সহজ-সরল ভাষার মাধ্যমে সুরারোপিত ক'রে হৃদয়ের তন্ত্রীতে গিয়ে প্রচণ্ড একটা ধাক্কা দিতে পারে--এ গানটিই তার উৎকৃষ্ট নমুনা। সন্ধ্যা? আমি ব্যক্তিগতভাবে মনে সমগ্র পৃথিবীতেই শুধু একজন,দ্বিতীয় কেউ আর নেই,হবেও না।দীর্ঘজীবী হউন উনি,আমার একান্তই আন্তরিক আশীর্বাদ!
@rajarshisarkar1663 жыл бұрын
4a
@tarunroy66403 жыл бұрын
দারুন আওজ দারুন কিন্তু চোখের জল আটকানো য়ায় না
@santiranjansengupta49883 жыл бұрын
এই রকম আর শুনতে পাই না
@mousuminag93173 жыл бұрын
গান টা খুব emotional.. অপূর্ব গান আর গায়িকা তো কিছু বলার নেই 🙏🙏🙏🙏
@moumitaadhikary42952 жыл бұрын
Mon vore gelo. Ona k soto koti pronaam
@advaitavedanta32492 жыл бұрын
খুব সুন্দর গান। খুব ভালো লাগল। এই বয়সেও এই কিংবদন্তী শিল্পী এই রকম অসাধারণ গাইছেন, ভাবা যায়না।
@somamukherjee33393 жыл бұрын
পুরনো দিনের যত গান শুনি ,সেগুলোতে মিউজিক ভীষণ শান্ত স্নিগ্ধ থাকে, গানের প্রতিটা কথা বোঝা যায়, আর এখনকার গান মানেই ঝাঁই ঝপর মিউজিক।আসলে পুরনো দিনের গায়ক গায়িকাদের সত্যি কারের দেবদত্ত কন্ঠ ছিল,সুর সাধনা সরগম ছিল ,তাই কন্ঠকে স্বরকে চাপা দেবার জন্য সরগোলের প্রয়োজনীয়তা ছিল না।বর্তমানে তো সবাই গায়ক তাতে কন্ঠ,সুর ,থাক আর না থাক,তাই তাদের এতো উচ্চরবে মিউজিকের প্রয়োজন পড়ে।
@johurabegum6869 Жыл бұрын
মা যে কি এই কথাটা কাউকে বুঝানো যায়না ❤অনেক সুন্দর হয়েছে ❤❤
@aparnasarkar79898 ай бұрын
মুখে ভাষা নেই,আজ মা নেই, শুধু নীরবে চোখে জল আসছে। আমার প্রিয় শিল্পী সন্ধ্যা মুখোপাধ্যায়, আমার সশ্রদ্ধ প্রণাম জানাই।
@hosnaara17633 ай бұрын
মা,শব্দ, শোনলে,আমার, মধু,লাগে❤❤❤❤🥰🥰🥰🌹🌹🌹
@sonalisengupta38872 жыл бұрын
অসাধারণ গান, আমার খুব প্রিয় গান।সব মহিলাদের চির অমর গান। সন্মানিয়া শ্রী সন্ধ্যা মুখোপাধ্যায় সবার মণিকোঠায় চীর দিন অমর হয়ে বেঁচে থাকবেন।
@abdulmazidkhan96912 жыл бұрын
Si
@anikar75882 жыл бұрын
Làta
@atunukarmakar2 жыл бұрын
So
@ilabasak76222 жыл бұрын
Lata Mangeshkar is the best 🎼🎼🎼
@sadhumahapatra3432 жыл бұрын
Excellent song in Bengali culture.
@chhandabhowmik27822 жыл бұрын
কেনে হারিয়ে গেলেন কালের এই অতল গহ্বরে 😪ভালো থাকবেন সেই দুর আকাশের তারা হয়ে সুরসম্রাজ্ঞী❤
@abhrabanerjee9263 Жыл бұрын
দারুণ সুন্দর লাগলো গানটা শুনে আমার
@sujitdey3795 Жыл бұрын
সবাই কে একদিন যেতে হবে
@romamohammed13172 жыл бұрын
শ্রদ্ধাঞ্জলি মা 🇧🇩 ধন্যবাদান্তে.. খুবই মুগ্ধকোর মা মে দুজনকেই অভিনন্দন 🌹🌹💞
@moumitachakraborty77547 ай бұрын
সত্যি আর শোনা যাবে না এই রকম গান ।।।।প্রণাম জানাই গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায় কে।।।
@pankajchakraborty50712 жыл бұрын
💝👌💝👌💝👌💝👌💝👌 👉যুগ যুগ চলতে থাকবে এই সব গানের সুর.....
@rabindramondol7622 жыл бұрын
অসাধারন মন ভরে গেল।
@Kidsactivities12-a2z8 ай бұрын
যারা মেয়ের মা তারাই জানে মেয়েকে পরের ঘরে পাঠানোর সময় বুকটা ভেতর থেকে কতটা দুমড়ে মুচড়ে ফেটে যায়। গানের ভাষা অসাধারণ,100% মেয়ের মা দের গান টা শুনে একটু হলেও চোখে পানি এসেছে।
@sayandipmajumder16212 жыл бұрын
অসাধারণ গান 👍 । সত্যিই সন্ধ্যা মুখোপাধ্যায়ের প্রয়াণ সঙ্গীত জগতের এক অপূরণীয় ক্ষতি।
@milansengupta27333 жыл бұрын
দাদী মা আমাদের মনের মণিকোঠায় বিরাজমান ও থাকবেন চিরকাল। মাসী ও অপূর্ব কণ্ঠের অধিকারী।
@ranjitkrmukherjeerecitatio40442 жыл бұрын
আমার মাতৃসমা কিন্নর কন্ঠী। আমার জীবনের অনুপ্রেরণা। দেবী সরস্বতীর গান শুনি হৃদয় দিয়ে হৃদয় ভরে।
@shyamalkumarrong67642 жыл бұрын
গানের পাখি গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায় আজ আর ইহো লোকে নেই। সুরের আকাশে পাড়ি দিয়ে না ফেরার দেশে অবস্থান করছে। ধরণীর বুকে আজীবন জ্বলজ্বল করবে সন্ধ্যা মুখোপাধ্যায়ের কালজয়ী অমর কণ্ঠমাধুর্য। শিল্পী কে স্বশ্রদ্ধপ্রনাম।🙏🙏🎧🙏🌹🎧
@pranatigoswami99198 ай бұрын
😊😊😊😊😊😊😊❤❤❤❤❤❤
@sukantapal44394 жыл бұрын
পৃথিবীর সকল মা চিরকালের জন্যে অমর হয়ে থাকুক গানটা শুনে খুব সুন্দর লাগলো
@gopalmondal87043 жыл бұрын
Oojkji
@MahamudurRahamannasheed8 ай бұрын
গায়ের পশম দাঁড়িয়ে গেলো, এই শেষ বয়ষেও এত্ত সফট ভয়েস ছিলো,, এরাই হলো কিংবদন্তি
@WisdomStockMarket5 жыл бұрын
কি অপূর্ব গান গাইলেন ! কি অসাধারণ কথা । ভীষন আবেগ প্রবন হয়ে পরলাম । সত্যি কি মিষ্টি এই মা মেয়ের সম্পর্ক । খুব খুব ভালো লাগলো ।
@rinkudebroy39885 жыл бұрын
2
@tapansengupta87145 жыл бұрын
মা তৃমি ভালো থেকো
@abhaykumargochhayat4932 жыл бұрын
অসাধারণ ওনার গান, অসাধারণ ওনার কণ্ঠ সত্যি হৃদয় কে ছুঁয়ে যায়, উনি যে আমাদের মাঝে আর নেই খুবিই দুঃখের কথা কিন্তু ওনার গান চিরকাল থাকবে
@pradipbrahma95352 жыл бұрын
Amader moner majhe aajibon thakben,
@mirzaabujafar7292 Жыл бұрын
গানটি যদিও ইতোপূর্বে একটা লাইভ অনুষ্ঠানে উপভোগ করেছি,তবুও নতুন ক'রে আবারও ভালো লাগলো আমার পরম শ্রদ্ধাভাজন এবং সুপ্রিয় শিল্পী সন্ধ্যা মুখোপাধ্যায় এবং তাঁরই গর্ভজাত মেয়ের কন্ঠে!
@avirajghosh79422 жыл бұрын
আমরা আজ সন্ধ্যাহারা কিন্তু তিনি আছেন আকাশের ঐ সন্ধ্যাতারা হয়ে । উনি যেখানেই থাকুন শান্তিতে থাকুক। ওনার আত্মার চির শান্তি কামনা করি । 🖤🖤🖤🖤🖤
@godfather52832 жыл бұрын
🙏🙏🙏🙏
@dipalichatterjee42202 жыл бұрын
Uuh HV v hu
@simabala15862 жыл бұрын
@@dipalichatterjee4220 as Dr fgf3zß
@nibeditasantra58052 жыл бұрын
Z
@shyamsundarmanna21182 жыл бұрын
Ee
@BTS-je3tn2 жыл бұрын
ভগবান তাঁর আত্মাকে শান্তি দিক।।🙏🙏
@smritideyashi75252 жыл бұрын
Hiii
@prantikdutta3324Ай бұрын
আমার সবার প্রিয় শিল্পী, শত কোটি প্রনাম জানাই সন্ধ্যা মুখোপাধ্যায় আপনাকে।
@shikhaghosh66643 жыл бұрын
অসাধারণ । এই গানটি আমার খুবই পছন্দের ।বারবার শুনতে ইচ্ছে করে
@shrabanimandal96222 жыл бұрын
Me too
@crafterkudrat4 жыл бұрын
দারুন, অসাধারণ, চমৎকার একটি গান। আমি তোমায় ভীষণ ভালোবাসি মা।
@taposibosu74333 жыл бұрын
Maa🙏🙏🙏🙏🙏🙏🙏
@MuktiDutta-h6k5 күн бұрын
ভীষণ ভালো তুলনাহীন এরকম শিল্পী আর হবে কিনা জানিনা
@apukabir57542 жыл бұрын
Amazing miracle , living legend,,we can not able to express our gratitude to mamatadi for arranging the programme. Thank you so much .
সন্ধ্যা মুখোপাধ্যায় ও তাঁর যোগ্য কন্যা সৌমি কে সশ্রদ্ধ প্রণাম জানাচ্ছি। তোমাদের গানের মাধ্যমে চিরকাল আমাদের মাঝে বেঁচে থাকবে। গান শুনে মনটা ভরে গেল।
@sunilbarua1882 Жыл бұрын
7
@amitbiswas624 Жыл бұрын
😮@@sunilbarua1882
@agamanighoshghosh4614 Жыл бұрын
অসাধারণ
@manabdatta3040 Жыл бұрын
Thank you very much didi
@subhasray75983 ай бұрын
Ejan antarer Kotha.Waw what a song !.83 yrs old RTD Engineer from Bangalore/ Bengal
@apareshdebroy82262 жыл бұрын
গানের জগতে যে শূন্যতার শুরু হলো তা আর কোনোদিন পূর্ণ হবে না, একে একে সবাই সুরলোকে যাত্রা করছেন :শুধু ঈশ্বরের কাছে প্রার্থনা করি ওঁদের বিদেহী আত্মার চির শান্তি!
@Joydutta942 жыл бұрын
0bluetooth
@rahirahi60282 жыл бұрын
q
@rahirahi60282 жыл бұрын
1
@rahirahi60282 жыл бұрын
Q
@apurbaroy10926 ай бұрын
আমি যদি পারতাম, ওনার বিনিময়ে আমি দেহত্যাগ করতাম। প্রিয় মানুষের জন্য।
@mousumiray21183 жыл бұрын
সত্যি এই গান শুনে মায়ের কথা মনে পরছে,আজ আমার জন্মদিন,মা থাকলে মনে রাগতো
@rushaghosh4712 жыл бұрын
🥺
@manudas90154 ай бұрын
খুবই Sundar গান
@chaitalisardar5479 Жыл бұрын
❤️ সন্ধ্যা মুখোপাধ্যায় মৃত্যু দিবসে জানাই শ্রদ্ধা ও প্রনাম 💐🙏 আমার মাও এই মাসে ছাব্বিশ তারিখ আমদের ছেড়ে পরলোকগমন করেছেন , মায়ের বিকল্প পৃথিবীতে আর কিছু আছে কি ,মা শুধু মাই হয় আমি মনে করি । 😭 🙏
@niharbasu6004 Жыл бұрын
উনি সন্ধ্যাতারা হয়ে চিরকাল বেঁচে থাকবেন আমাদের হৃদয়ের অন্তস্থলে। আমি ওনাকে ওনার, ২৫বছর বয়সের চেহারা দেখেছি কলেজে পড়ার সময়।
@pulakeshmondal9223 ай бұрын
মা ও মেয়ের যুগলবন্দি সত্যি সত্যিই আজও মন কেড়ে নেওয়া গান গেয়ে শোনালেন এমন যুগলবন্দি আর হয়না ।
@susmitaghosh7404 жыл бұрын
হ্যাঁ মা তুমি ছাড়া আমার এমন একটা মুহূর্ত ও নেই যা আমার ভাল লাগে।তোমায় ছেড়ে আমি কোনও দিন ও বাঁচতে পারব না।এই গান গুলোর মধ্যে যেন তুমি জড়িয়ে আছ।
@abhishekanyothervideo51724 жыл бұрын
অসাধারণ গান গিয়েছেন। খুব সুন্দর। এইরকম গান আর কখনো শুনিনি। আপনাদের ধন্যবাদ।
বিরলের মধ্যে বিরল এক মহান শিল্পী সন্ধ্যা মুখোপাধ্যায় । যোগ্য মায়ের যোগ্য মেয়ের যুগলবন্দি । 🙏🙏🙏🙏🙏
@sachinmaity30552 жыл бұрын
GOOD
@bimalkumarray78312 жыл бұрын
Ever lasting music
@satyabatiprasanta1234 Жыл бұрын
Ami ektu gaichi
@madhusadhandasbayragya9863 Жыл бұрын
চুদাচুদি করগাxx
@runupani846811 ай бұрын
❤❤@@sachinmaity3055
@mhasan70684 жыл бұрын
সনধা ম্যাডাম এর গান আমার খুব ভালো লাগে।মেয়ের গান ও বেশ ভালো।
@ManjulaRoy-rt5vn Жыл бұрын
অসাধারণ!!!মন ছুঁয়ে গেলো ❤️❤️🙏🏻🙏🏻
@kausumidasgupta32702 жыл бұрын
অনবদ্য। এ হল মা- মেয়ের চিরকালীন গান। ❤❤❤
@swastikbhattacharya31354 жыл бұрын
খুব সুন্দর এই মা মেয়ের এই গান টা চোখে জল চলে আসে
@ckdatta1103 Жыл бұрын
Super song! Tears come to my eyes. I have two daughters. Chinmay Datta, MD. USA
@mallikakabi57922 жыл бұрын
সন্ধ্যা মুখপাধ্যায়কে শত কোটি প্রনাম🙏🙏🙏🙏 মা মেয়ের সম্পক যেন অমর হয়ে বেঁচে থাকুক❤❤
@babulalsoren9696 Жыл бұрын
,Maa Maa Hay.
@quaziquasem96473 жыл бұрын
What a wonderful song sung by sandha mukerjee and her daughter. Like it very much.
@Tapasroy-pl3kh2 жыл бұрын
🙏🙏🙏🙏😭😭😭
@bagmitanandi38512 жыл бұрын
অপূর্ব গান খুব সুন্দর মনদিয়ে শুনছি ।প্রণাম নেবেন ।যেখানে থাকুন ভালো থাকবেন ।
@priyankadey9792 Жыл бұрын
যত বার গান টা শুনি ততবার আরো শুনতে ইচ্ছে করে ।
@informativetips74543 жыл бұрын
অভিনন্দন প্রিয় মা' এমন সুন্দর একটা পারফরম্যান্স করার জন্য । শুভ কামনা থাকলো । ঢাকা, বাংলাদেশ থেকে দেখছি ।😍😍❤️❤️👈👈
@milidas16743 жыл бұрын
Khub sundar gan
@mdjalil68683 жыл бұрын
kzbin.info/www/bejne/bYLFe6yAnK6IZq8
@manjudas23323 күн бұрын
অবাক ❤❤❤
@theinvisiblehomosapien20242 жыл бұрын
শ্রাবন্তী তুমি আমার মা, আমি তোমার মেয়ে। বলো না মা কি পেয়েছ আমায় কোলে পেয়ে- মা গো আমায় কোলে পেয়ে? তুমি আমার মা, আমি তোমার মেয়ে। বলো না মা কি পেয়েছ আমায় কোলে পেয়ে- মা গো আমায় কোলে পেয়ে? সন্ধ্যা যেদিন আমার কোলে এলি, প্রথম হলাম মা- আঁতুরঘরে শাঁখটা সেদিন কেউ বাজাল না। বলল সবাই, “মেয়ে হল, হল না তো ছেলে!” ঠানদি একাই উলু দিল সবাইকে ফেলে। শুধু ঠানদি একাই উলু দিল সবাইকে ফেলে। শ্রাবন্তী তুমি আমার মা, আমি তোমার মেয়ে। দুঃখ শুধুই পেলে কি মা তুমি আমায় পেয়ে? বাবার ভাগ্য যখন বদলে গেল আমার আসার পরে- বলল সবাই লক্ষ্মী আমি এসেছি সংসারে। পৃথিবীতে সবাই যা চায় তুমিও তাই পেলে। মেয়ে হয়েও সবই দিলাম, নাই বা হলাম ছেলে। আনন্দ কি পাও নি তুমি আমায় বুকে পেয়ে? মাগো, আনন্দ কি পাও নি তুমি আমায় বুকে পেয়ে? সন্ধ্যা ওরে আমার মেয়ে, আমার সোনা মেয়ে। মেয়ে যে তুই, লালন শুধুই- করছি আমি রে, পরের ঘরে যাওয়ার জন্যে, তাকি বুঝিস নে? সময় হলেই এঘর ছেড়ে যাবি রে তুই চলে। থাকবি না রে চিরটাকাল তোর মায়ের এই কোলে। শ্রাবন্তী ভাবছ কেন মা, আমি বলছি তোমার মেয়ে- পরকে আপন করব আমি তোমার আশিষ পেয়ে। মাগো তুমিও তো মা এসেছিলে তোমার মাকে ছেড়ে। শুভদিনে স্বামীর হাতে সোহাগ সিঁদুর পড়ে। তোমায় নিজের ঘরে পাঠিয়েছিলেন তোমারও সেই মা। বলেছিলেন এমন মেয়ের হয়না তুলনা। তেমনি করেই নিজের ঘরে দিও মা পাঠিয়ে। আমায় এমনি করেই নিজের ঘরে দিও মা পাঠিয়ে। সন্ধ্যা ওরে আমার মেয়ে, মিষ্টি সোনা মেয়ে। নতুন যুগের মেয়ে রে তুই, বলব তবু আমি। ভালবাসার চেয়ে আজো নেই তো কিছুই দামী। যুগটা না হয় পালটে গেছে, বদলে গেছে কাল। তবু সুখী মেয়ের সিঁথির সিঁদুর তেমনি আছে লাল। শ্রাবন্তী যেন তোমার কথাই রাখতে পারি ফোটাই তোমার হাসি। কাউকে যদি ভালই বাসি সত্যি যেনই বাসি। জীবন-মরণ দিয়ে যেন চাইব ভাল তার। স্নেহ মায়া মমতাতে জড়াব সংসার। ওগো আমার মা তোমায় কথা দিল মেয়ে- সুখী করেই সুখী হব মনের মানুষ পেয়ে। হাতটা তোমার দাও না মাগো আমার মাথায় ছুঁয়ে। ওই হাতটা তোমার দাও না মাগো আমার মাথায় ছুঁয়ে। সন্ধ্যা ওরে আমার মেয়ে, আমার পাগল সোনা মেয়ে। শ্রাবন্তী ওগো আমার মা, তোমার নেই যে তুলনা। সন্ধ্যা ওরে আমার মেয়ে, আমার মিষ্টি সোনা মেয়ে। শ্রাবন্তী তুমি আমার মা, আমি তোমার মেয়ে-
@debkumarsarkar38969 ай бұрын
মৃত্যু দেহের হয় আত্মার ও কর্মের নয়।😊
@UdayDe-c2u9 ай бұрын
Ganti sune chokhe jol chole elo😢😢.... Sotti, ma chara ei prithibite keo nei.... Mayer moton keo bhalobaste parbena.
@subhraroychoudhury8883 жыл бұрын
জীবন্ত কিংবদন্তি। প্রনাম জানাই আপনাকে।
@sumitabasu37832 жыл бұрын
জনপ্রিয় সঙ্গীত শিল্পী সন্ধ্যা মুখোপাধ্যায় কে আমার সশ্রদ্ধ প্রণাম। 🙏🙏🙏
@Mr.nilayghosh898 Жыл бұрын
Like
@miramaiti26495 ай бұрын
খুব সুন্দর গাইলে মনি। সঙ্গে তোমার গুরুজী। ওনাকে আমার শ্রদ্ধা ও নমস্কার। বাদ্যযন্ত্রে যাঁরা, তাঁরাও দারুণ সঙ্গত করেছেন।
@Footballfan147503 жыл бұрын
যারা মাকে ভালোবাসেন তারা লাইক দিন
@sudiptapal26702 жыл бұрын
@Ajit Mondal ĺĺĺ
@alpanadeshmukh58382 жыл бұрын
ALPANA DEsHmukh
@radharaniroychowdhury9346 Жыл бұрын
0
@tamisrajana6579 Жыл бұрын
Ai sob kora like niya ki hoba,ai bhaba baba ma l bhalobasan proof hoya jaba to,faltu matters 😑😡...
@debasishmajumder7336 Жыл бұрын
Khub bhalo laglo
@Gaane_kobitay_adday_uma4 жыл бұрын
অসাধারণ...গানে গানে মা ও মেয়ের এই শাশ্বত স্নেহ প্রেম মায়া মমতার অটুট চিরন্তন মেলবন্ধন মন্ত্র মুগ্ধ হলাম. মন প্রাণ ভরে গেলো.......
@subratachattopadhyay848821 күн бұрын
উঃ দারুণ লাগলো। 😊❤❤❤❤❤❤দুই জন কে শত কোটি প্রনাম ভালবাসা শুভেচ্ছা।
@smcomoles49863 жыл бұрын
সত্যি অসাধারণ লাগলো, মনটা ভরে গেল। ঠাকুরগাঁও বাংলাদেশ থেকে।
@sujatarouth27903 жыл бұрын
খুব সুন্দর গান ভালো লেগেছে 🥀🥀🥀🥀
@sikhachatterjee67412 жыл бұрын
Khubsundar
@subratasen52872 жыл бұрын
Darun
@nsinha95792 жыл бұрын
অভাবনীয় চমৎকার ডুয়েট, ভূমিষ্ঠ প্রণাম দুজনকে,,,
@AvijitBiswas-je8or2 жыл бұрын
Sotti....Srabantidir sei gaan....tumi Amar MA.....oshadharon.....Saumi( jhinuk) mam er ki environment chhilo....baba Lyricist r Jononi Renowned Singer....aha !! So Lucky....
@debangsughosh30964 жыл бұрын
Darun..Kono ktha hobe na.Sandhya Mukharjee sarajibon deshbashir riday e thakbe
@kartickguchhait164 жыл бұрын
কী চমৎকার মা তো আসলে মাই হয় যার সবদিকে সমান নজর যিনি সব মানিয়ে নিয়ে চলে
@soumikmitra59604 жыл бұрын
9th to it7 you trying out
@krishnachoudhury80632 жыл бұрын
আমি তো এক জন মা আমার মনে হয় আমার কাছে এ গান সব মায়ের কাছেই চিরকাল ই মনে থেকে যাবে ।আমার চির ভালো বাসা আমার আর এক মা।
@mesbahol4 жыл бұрын
আমার ছোট সোনা মা আরিশার বয়স ৮ বছর ওর কথা ভেবে চোখের জল আটকাতে পারলাম না। জানিনা ওকে ছাড়া কি ভাবে দিনগুলো কাটাবো। ও যে দিন পৃথিবীজুড়ে আসে সে দিন টা আমার জন্যে যেমন ছিলো আনন্দের তেমনি কস্টের। হাসপাতালের অপারেশন রুম থেকে আমাকে বলা হলো আপনি মা চান না বাচ্চা চান। উততর দেওয়া টা ছিলো খুব বেদনাময়। আমি বলে ছিলাম আমি ২ জন কেই চাই। বিধাতা আমার কথা রেখেছেন।