এতদিনে একটা বই আসলো, আগস্টের পর থেকে যা পড়ছেন তা নিয়ে এই চ্যানেল শুরু করেননি এটা অনেকটা রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে পড়েছেন মনে হয় এটা এক ধরনের দালালি। এই চ্যানেলের শুরু থেকে আমি আছি এই চ্যানেলের উদ্দেশ্য প্রথমে ছিল সেল্ফ হেল্প ও আত্মউন্নয়নমূলক বই পড়া। ধীরে ধীরে এটা রাজনীতিক চ্যানেল হয়ে উঠলো এটা অত্যন্ত দুঃখের।
@audiobooksbybookbankАй бұрын
@@বইপোকা-ফ৩ল আপনার মতামতের জন্য আপনাকে ধন্যবাদ। আমরা সেল্প হেল্প বিজনেস ক্যাটাগরিতে বই করি এটা সত্যি কিন্তু তার মানে কিন্তু এই নয় যে আমরা অন্য কোন বই পড়বো না। আর আমাদের কাছে মনে হয়েছে প্রকৃত ইতিহাস থেকে আমরা বঞ্চিত ছিলাম এবং অনেক কিছু না জেনেই যা আমাদের জানানো হয়েছে সেভাবেই জেনেছি। এবং আমরা যে কত ইনফরমেশন বায়াস ছিলাম সেটা জানাছিল না। আমরা নিজেরা যেমন জেনেছি তেমনিভাবে আমরা অন্য সবাইকেও জানিয়েছি। আমরা বিশ্বাস করি এই জানাটা আমাদের আরও অনেক আগেই জানা উচিত ছিল। আর আপনি যেহেতু আমাদের নিয়মিত শ্রোতা তাই আশা করি আপনি জানেন আমরা আসলে একটা পরিবর্তন আনতে চাই বইয়ের মাধ্যমে। আমরা যত সেল্প হেল্প বিজনেস বই করেছি এত বই এত অল্প সময়ে বাংলাতে আজ পর্যন্ত কেও করেনি। আমরা যা করেছি আমরা চেষ্টা করেছি আমাদের সর্বোচ্চটা দিতে। তাতে আমাদের ভিউ আসুক আর না আসুক। আর রাজনৈতিক কোন দলের পক্ষপাতি আমরা নই। আমরা সুন্দর একটা বাংলাদেশের স্বপ্ন দেখি যারা হবে বিশ্বের সবচেয়ে উঁচু সারির দেশ। বই পড়াটা আমাদের পেশা না নেশা আর সেই নেশাই আমরা ছড়িয়ে দিতে চাই সবার মাঝে। এর মাঝে কিন্তু আমরা নবীর সিরাত শুরু করেছি। আমরা বাংলা সহজ কোরান পড়েছি। শুধু গল্প উপন্যাস কবিতা ছাড়া এখন পর্যন্ত আমরা মোটামুটি যা আমাদের জীবনে প্রভাব ফেলতে পারে তা পড়ার। আশা করি আমাদের দৃষ্টি আপনাকে পরিস্কার করতে পেরেছি। আর আমাদের সাথেই থাকুন আমরা আমাদের বইয়ের বন্যা চালিয়ে যাব ইনশাআল্লাহ। আমাদের জন্য দোয়া করবেন।
@mdmaksudalammaksudАй бұрын
ঠিক আছে ভাই বুঝলাম আপনার কথা, তাই বলে কি অন্য কোন বই পড়া যাবে না? আমাদেরকে বিকৃত ইতিহাস বলে বলে অন্ধকারে ঢেলে দিয়েছিল এখন আলোর পথে আসতে হলে তো সত্তিকারের ইতিহাস জানতে হবে তাই না। আর একতরফা বই পড়লে তো হবে না সকল বিষয়ের বই পড়াই উচিত। কারণ বই মানুষের জীবনকে অনেক প্রভাবিত করে।
@audiobooksbybookbankАй бұрын
@@mdmaksudalammaksud ভাই ইনশাল্লাহ সব পড়বো। আমরা লিস্ট করে রেখেছি। আপনার যদি কোন বই নিয়ে পরামর্শ থাকে তাহলে আমাদের সাথে দয়া করে শেয়ার করবেন।
@MohiuddinBepari24Ай бұрын
আবার ফিরে আসলাম চ্যানেলে।
@audiobooksbybookbankАй бұрын
@@MohiuddinBepari24 অনেক অনেক ধন্যবাদ।
@rabbynur5579Ай бұрын
❤❤❤❤
@audiobooksbybookbankАй бұрын
❤️❤️❤️❤️❤️❤️
@bdfftiger8471Ай бұрын
2nd part Please.
@audiobooksbybookbankАй бұрын
@bdfftiger8471 আশা করি দ্রুতই চলে আসবে ইনশাআল্লাহ।
@mdabirmiah7036Ай бұрын
Plz পুরা বইটি একসাথে দিন
@audiobooksbybookbankАй бұрын
@@mdabirmiah7036 ভাইয়া আশা করি দ্রুতই বই শেষ করবো।