"কখনও চেয়েছিস আকাশের রঙ নীল হোক? কিংবা মিস্টি কখনও মিষ্টি খেতে হোক? যেইটা হবার সেইটা হবে, যার থাকার সে থেকে যাবে, এত ভাবিস না" কথাগুলো মন ছুঁয়ে গেল সত্যিই খুব ভালো লাগলো গল্পটা শুনে, বছর বছর পূজো আসুক আর প্রতিটা মানুষ তার ভালোবাসার মানুষটাকে বলতে পারুক তার মনের কথা; তারাও অভি আর লালীর মতোই একসঙ্গে 'পূজো-সংখ্যা জীবন' কাটাক♥ দুগ্গা দুগ্গা
@NikitaKhatun-tk6ts Жыл бұрын
❤️
@pintughosh24343 ай бұрын
29:29 ❤
@payeldas360 Жыл бұрын
"আসছে বছর, হতেই হবে" এটা শুনতেই মনটা ভরে গেল♥️✨
@Aptika-n2h Жыл бұрын
30:55 অভি কী ভালো! অভি একটু কাঁদ ভাই! সত্যিই অগ্নি পারেও..... 😂🤭 তবে গল্পটা ভালো ছিল। বেশ ভালো লাগল। নিলিমা দিদার মতো এমন অনেকের শৈশবের শিশুসুলভ বন্ধুত্বপূর্ণ ভালোবাসা সময় এবং কিছু মানুষের দরূন হারিয়ে যায়। কখনো কখনো তাদের ফিরে পাওয়া যায় আবার কখনো তারা একেবারে জীবন সমুদ্রের অতল গভীরে তলিয়ে যায়। তবে তারা যেখানেই থাকুক না কেন মন থেকে কখনো সম্পূর্ণ মুছে যায় না। মনের অজ্ঞাত কোনো একান্ত গোপন স্থানে বিরাজ করে। যেখানে একরকম ইচ্ছে করেই সেই রক্ষক অন্য কাউকে প্রবেশ করতে দেয় না কেবল সেই গোপন সত্যের প্রত্যক্ষ সাক্ষীর দ্বারা তা সম্ভব। বেঁচে থাকুক এমন নিঃস্বার্থ ভালোবাসা; যাতে থাকে একচিলতে বাঁচার আশা! যেখানে ইচ্ছা থাকলেও ফিরে না যায় আসা, তবুও তাতে থাকে একচিলতে বাঁচার আশা। আশা মানুষকে অজান্তেই ঠকায় জানা সত্ত্বেও মানুষ আশার পথেই যায়; ঠকালেও শেষে আশাই মানুষকে বাঁচায়। যেখানেই থাক তবু যেন সে থেকে যায় যদি পারে বাস্তবে, না হয় মনের মণিকোঠায়! যেখানেই হোক তবু তো কোথাও থাকা তা দিয়েই হয় মনের কত স্বপ্ন আঁকা। হোক না কিছু অংশ রঙ না দিয়ে ঢাকা, কিছু জায়গা না হয় পরেই রইল ফাঁকা। দিন শেষে আর লাগবে না নিজেকে একা; মনে মনে অন্তত নীরবে যাবে তাকে ডাকা! না হয় এভাবেই বেঁচে থাকুক আমার ভালোবাসা, যেথায় থাকবে একচিলতে বেঁচে থাকার আশা! ✨💝😌
বাঙালি আর শারদীয়া আর শারদীয়া তে গল্প, এটার অনুভূতি ই আলাদা🤩❤️ সবাইকে জানাই শারদ শুভেচ্ছা
@soham05_tabla_tube Жыл бұрын
১৮ বছর হতে চললো আমাদের বাড়ির পুজোর। গল্পটার সাথে এক অদ্ভুদ টান জড়িয়ে গেলো। লালি আর অভিষেক এর ঘটনাটার সাথে এক অদ্ভুদ মিল। বহুবছর হতে চললো। প্রতিটা পুজোয় শুধু এই না বলা মুহূর্তর জন্য অপেক্ষায় থাকি। প্রতিবছর সেই বলতে চেয়েও না বলে চেপে যাওয়ার অপেক্ষায় থাকি দুগ্গা দুগ্গা
@krishN29 Жыл бұрын
আমি জানিনা কার কার এরকম মনে হয়েছে তবে নীলিমা ওরফে সুদীপা বাসুর গলায় কি যেনো একটা ছিল। সত্যি এত সুন্দর,শান্ত,নমনীয় গলা,হৃদয় ছুঁয়ে যায়, চরিত্রটিকে যেন জীবন্ত করে দিয়ে যায়।
@anjandas1424 Жыл бұрын
কি অদ্ভুত! আমার বাড়ি মুর্শিদাবাদ এর জঙ্গিপুরে। এখানেও একটা ঘোষাল বাড়ি আছে এবং ঢাকির সাজেই প্রতিমা তৈরি হয়। আর আমার এক বন্ধু যার নাম অভি এবং তার gf এর নাম লাবণ্য। কি অদ্ভুত তাই না।।।
@tithisaha55678 ай бұрын
Nice ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@spiritcreation_ Жыл бұрын
আরো একটা Masterpiece golpo...It's full of emotions & fellings...🥹❣️ কবে যে আবার ছোট বেলার মত পুজোতে দাদু - দাদিদের কাছে তাদের ছোটো বেলার গল্প শুনতে পাবো জানি না...💖
@SumanaPramanick-w8m Жыл бұрын
সত্যই তো কতজনই বা থাকে যারা আমাদের জীবনে নির্দ্বিধায় পাশে এসে দাঁড়ায় কিন্তু কোনো প্রশ্ন করে না..... পূজোর আগে এমন গল্পঃ শুনে একদম মনটা ভরে গেলো দুগ্গা দুগ্গা 🙏🙏
@shankumondal2881 Жыл бұрын
দীপের গলার গাম্ভীর্য টা যেনো শুনি না , চোখের সামনে দেখতে পাই সেই চরিত্র কে । ভগবান এর অনেক আশীর্বাদ না থাকলে এই পাওয়া সম্ভব না। বেঁচে থাকো। ❤
@mrinaldey8168 Жыл бұрын
প্রেম না হোক, প্রেম ডট কম থেকে যাক 🖤 প্রত্যেক বছর হতেই হবে ❤️
@raichakraborty8793 Жыл бұрын
Ekdomm....hoteiii hobe❤❤
@mrinaldey8168 Жыл бұрын
@@raichakraborty8793 এটার জন্য ভীষণ ভাবে অপেক্ষা করে থাকি... সিজন এর শেষ হলে খুব কষ্ট লাগে...🥺
@debdeepmukherjee3277 Жыл бұрын
ভালোবাসার চেয়ে বড় মায়া আর হয় নাকি , ভালোবাসা কাটিয়ে ওঠা যায় মায়া কাটিয়ে ওঠা যায় না এই লাইন টা সত্যি বাস্তবতা কে তুলে ধরলো , হয়তো প্রতিটা পুজোয় এরম করেই কোনো শুভ তার লাবন্য কে পায় আর সুবিমল হারিয়ে ফেলে তার নীলিমা দেবী কে ❤❤❤❤ কারুর জন্য হয়তো পুজো শেষে একটা নতুন কিছু অপেক্ষা করে আর কারুর জন্য পুরনো সবচেয়ে প্রিয় জিনিস টা হারিয়ে যাওয়ার শুধু সুযোগ খোঁজে ।।
@pritha4048 Жыл бұрын
কিছু কিছু গল্প মন ছুঁয়ে যায় তার মধ্যে এটাও যুক্ত হলো❤,বাড়ির পুজো, একটা নিজের মানুষ 😊 বন্ধুত্ব আর ভালোবাসা খুব সুন্দর করে ভাবিয়ে তুলো😊
@sohinikumar3144 Жыл бұрын
একটা গল্প শেষ হয়ে গেলে বুকের ভেতরটা এত খালি খালি লাগে! প্রত্যেকটা শব্দ, প্রত্যেকটা মুহূর্ত অনুভব করতে পারছিলাম। অনেক ধন্যবাদ এত সুন্দর মুহূর্তগুলো উপহার দেবার জন্য।
@LoveWithGuitar1908 Жыл бұрын
এই সিসন এর সেরা গল্প....এটা একান্তই নিজের মতামত😊❤
@tremendous723 Жыл бұрын
Prem dot kom এর প্রতিটা গল্প শুনলেই কোনো জানিনা চোখ দিয়ে জল চলে আসে। ছোটবেলাটাকে না খুব miss করি। কি সুন্দর ছিল না ওই দিনগুলো আর ভালো লাগে না এই দিনগুলো । জীবন থেকে যেনো আনন্দ জিনিসটাই বড় হওয়ার সাথে সাথে উবে যাচ্ছে ।
@aparnasen1516 Жыл бұрын
Ekdom 😢
@Somnath_853 Жыл бұрын
36:38 "আমার সাথে প্রতিটা দশমী কাটাবি,যতদিন বেঁচে আছি" ....দারুন❤💙
@কবিতাওগীতঘর Жыл бұрын
"শুধু দশমী কেনো, প্রত্যেকটা পূজো ঘিরে রাখবো তোকে"... the line of this story❤
@awwditih Жыл бұрын
"ভালবাসার চেয়ে বড়ো মায়া আর হয় নাকি! ভালোবাসা কাটিয়ে ওঠা যায়, মায়া কাটিয়ে ওঠা যায়না" ❤️🩹 ভালোবাসা অনেক সুন্দর 🌙
@osimakhatun310 Жыл бұрын
"dugga dugga".. 🙏🙏 গল্পের দরজা খোলার কায়দা খানা খুব সুন্দর.. 🎉👏 🎉 আর দিদার চরিত্রে যিনি আছেন মনে হয় সুদীপা দেবী.. আজকের গল্প পরিচালনায় অগ্নি বেশ উচ্ছল.. 😅😅🎉 dugga dugga.. 🙏🙏
@priyankasasmal7339 Жыл бұрын
তোর মনে আছে তুই আমাকে একবার বলেছিলিস তোর জীবনে থেকে যেতে, আমি তখন বলেছিলাম,কখনো কি চেয়েছিস আকাশ এর রং নীল হোক ! কিংবা মিষ্টি কখনো মিষ্টি খেতে হোক ! Ei line ta just mon chuye gelo❤❤❤
@Amateur674 Жыл бұрын
নবীন প্রবীণ দুই প্রজন্মের ভালোবাসাই মন ছুঁয়ে গেলো😍 দারুণ গল্প 😇😇 Er age utsa mam er jhorphoring golpotao khub valo legechilo 😊 Rwitobrata dada surangana didi❤ Sudipa mam deep sir ❤ Mahalaya aste thik saat din baki tai seshe bolli Dugga dugga🙏❤😊
@ayanchakraborty676 Жыл бұрын
লালি আর অভির প্রেম টা একটু তাড়াতাড়ি শেষ হয়ে গেলো, আর কয়েকটা love moment বললে আরো ভালো লাগতো গল্পটা❤
@niharoy4499 Жыл бұрын
সত্যি তাই
@Alertindia4371 Жыл бұрын
শৈশবে দাদু-ঠাকুমার হাত ধরে ঠাকুর দেখতে যাওয়ার মতো নস্টালজিক মূহুর্ত বারবার ফিরে আসে না। সেইসব মানুষেরা আজ হয়তো নেই, কিন্তু স্মৃতিগুলো বেঁচে আছে এবং থাকবে। ❤❤❤
@sarmisthabiswas3082 Жыл бұрын
লাবণ্য আর অভি যেন একে অপরের হয়ে থাকে ❤️।।।।। আমি ডেঙ্গুতে আক্রান্ত ....আপাতত শরীর খারাপ.... এই গল্পটায় মন ভার করা ভালো লাগা পেলাম ❤️
@baisalichakraborty3257 Жыл бұрын
পূজোর প্রাক্কালে এই ধরনের গল্প শুনলাম, ছোটবেলার পূজোর অনেক স্মৃতি ভেসে উঠল। এককথায় অসাধারণ লাগলো গল্পটা ❤। আর অগ্নি দা- র মাঝে মাঝে ' দুগ্গা দুগ্গা ' বলে গল্পের মাঝে মাঝে আগমন গল্পটাকে একটা অন্যমাত্রা এনে দিয়েছে 😍। রীতব্রত দা , সুরঙ্গনা দি, সুদীপা দি -র অংশগ্রহণ গল্পটাকে সত্যিই অসাধারণ করে তুলেছে ❣️😌.
@osimakhatun310 Жыл бұрын
লালি অর্থাৎ সুরঙ্গনার অভিনয় চমৎকার..😃 dugga dugga.. 🙏 🙏 ব্রাজিলের বিচ্ছু যে কে,, সেকি আর বুঝিনা অগ্নি বাবু.. 😂 😂 এই গল্পে "অভি~লালি" র প্রেম,, নাকি দিদা আর তাঁর বন্ধুর প্রেমের গল্প.... 🤩 অগ্নির ভাষায় বলি, dugga dugga.. 😂😂❤🙏❤🌹💚🌹
@soumilipramanik3052 Жыл бұрын
সত্যিই এই পুজো পুজো ভাব টা,আর পুজোর কিছু মুহূর্ত just খুব সুন্দর ❤❤
@sanghamitrabanerjee8764 Жыл бұрын
গল্পটা শুনতে শুনতে নিজের মামারবাড়ির গল্প মনে পড়ে গেল, মামারবাড়ির দুর্গাপুজো, ষষ্ঠীর সন্ধ্যে সবাই মামারবাড়ি, ব্যাস চারদিন ওখানেই গ্যারেজ, কত হাসাহাসি, মারামারি, কান্নাকাটি শেষে একটা নস্টালজিক মোমেন্ট নিয়ে বাড়ি ফেরা, আবার এক বছরের অপেক্ষা, এখন আর দুই দিদাও নেই, আমারা আর চারদিন মামারবাড়িতে গ্যারেজ হই না, চারদিন যেটা অজুহাত দিয়ে আমরা পাঁচদিন করে নিতাম এখন সেটা সর্বসাকুল্যে দেড় থেকে পৌনে দুই দিন, সম্পর্ক গুলো আর সহজ নেই, ভাইবোনের মধ্যে সেই সরলতাও নেই, সবচেয়ে বড়ো কথা সময় থেকেও নেই, আর এবছর মামারবাড়ির দুর্গাপুজোটা skip করবো ভাবছি ,we all grew up
@Meghbalikarthikana Жыл бұрын
এই কমেন্টটা পড়ে কী ভীষণ মন খারাপ লাগল
@srilekhadattagupta7405 Жыл бұрын
ভালোবাসার মানুষের সাথে পুজো কাটানো সবার ভাগ্যে হয় না ,,,ভীষণ খুশী আর ভালোলাগার সেই সব মুহূর্ত গুলো ❤❤❤ ।
@sanghamitrabanerjee8764 Жыл бұрын
অসাধারণ গল্প, অগ্নির কান্নার মোমেন্টে অগ্নির কন্ঠস্বর সেরা, ঋতব্রত আর সুরঙ্গনা অসাধারণ আর শেষে ওই পাগলি তোমার সাথে ধূলোবালির কাটাবো জীবন।❤️❤️❤️
@avijit969 Жыл бұрын
Hm puro Govindar sei dialogue tar moto lagchilo... itni khusi itni khusi mujhe ajj Tak nahi mila😅😂
@aahelisheeburman6352 Жыл бұрын
দিদার কবিতাটা দিতেই হবে আমাদের, দিতেই হবে ব্যাস!! 😢❤ কি মিষ্টি
@deep0693 Жыл бұрын
এইভাবেই প্রতি টা পুজো য় লালি আর অভি রা এক হয়ে যাক ❤😌✨
@subhamshow Жыл бұрын
এই season এর best গল্প এখনও পর্য্যন্ত, thank you 😊 আশা করবো পরের গল্প গুলো ঠিক এরকমই একটা মিষ্টি প্রেমের vibes নিয়ে আসবে, শুভ শারদীয়া 🥮
@dipshadas6028 Жыл бұрын
"ভালোবাসা কাটিয়ে ওঠা যায়, মায়া কাটিয়ে ওঠা যায় না😌❤️" সদ্য ভালোবাসায় ঠকেছি তাই লাইনটা relate করতে পারছি নিজের জীবনের সাথে❤️
@sayanilbiswas56 Жыл бұрын
অনেক দিন পর প্রেম ডট কম এ একটা অসাধারণ গল্পঃ পাওয়া গেলো গল্পের শুরুটা সাধারণ হলেও শেষটা just মন ছুঁয়ে গেলো অনেকদিন ধরে এই রকম একটা গল্পের প্রতীক্ষাতেই ছিলাম। এই season 4 এ এই রকম গল্পঃ প্রথম বার অনেক অনেক ধন্যবাদ team mirchi বাংলা কে আমাদের এত ভালো একটা গল্পঃ উপহার দেবার জন্য।
@snehabhattacharjee4817 Жыл бұрын
সত্যি অপূর্ব ❤ দুর্গা পুজোর প্রতিটা দিন যেনো চোখের সামনে ভাসছে এত সুন্দর ভাবে প্রতিটা মুহূর্তকে বলেছে।
@dipikamandal3396 Жыл бұрын
Dugga dugga❤❤❤ Abar prithibi ta ke ager moto valo kore dao ma🙏 Prem-moi hoye uthuk sabar jibon❤❤
@somnaths.m5774 Жыл бұрын
ইন্দ্রানীদি নিজের "ভাষার" প্রতি ভালোবাসা , "উচ্চারণের" প্রতি যত্নবান, আপনাকে না শুনলে বোঝাই যায় না ।❤️🧡💛
@ankitasen6725 Жыл бұрын
অনেকদিন পর এত সুন্দর আর অন্যরকম গল্প শুনলাম... কত রকম অনুভুতির মিশেল মিলিয়ে ছিল গল্পটায়...ভীষণ সুন্দর ❤
@trishabhattacharya7764 Жыл бұрын
ও মা 🥹 কি মিষ্টি একটা গল্প 🥹 মন ভোরে গেল 🥹 মন ছুঁয়ে গেল 🥹
@meghadey682 Жыл бұрын
Sotti ki osadharon ❤♥️🥹🥹
@arpanbbiswas2368 Жыл бұрын
Mon ta chuye gelo ekdm.... Pujor ei week ta ei rkme kichu golpo hok....
@APURBAHALDER98 Жыл бұрын
অপেক্ষায় থাকি আজকের দিনটার জন্য খুব ভালো লাগলো একটা কথা তারই সাথে মনে পড়লো " আকাশের বুকে তারাদের দেখে মনে জাগে প্রেম তা বলে কি আর ভালোবাসা ডেকে নেয় আমার মন, সেও তো আমার আকাশে ছিলো তারা - তবুও ছিলো না মনে বলার দম "
@sukritpaul4839Ай бұрын
Gotobochor o sunechilm ebar abaro❤❤❤
@sudiptadebnath5636 Жыл бұрын
ভালোবাসা কাটিয়ে উঠতে পারলেও, মায়া কাটানো যায় না ♥️
@debbarai09 Жыл бұрын
Ufffff golpo ta sei laglo ❤ , sotti doshomir din charidike Maya te vhore thake 💫🌼❤️
@sandipbhagat219 Жыл бұрын
I'm already feeling the emptiness that hits right after the dashami. Aghh, so deep and so heart wrenching!!!
@prajatnakar4847 Жыл бұрын
Agni da just fatiye diyeche ajkey 😂🙏.. Bakirao oshadharon ❤
@Sayar_Debnath8 ай бұрын
নিজের অজান্তেই চোখে জল চলে এল। "শুধু দশমী কেনো প্রতিটি পূজো ঘিরে রাখবো তোকে" hits different 🦋! "ভালোবাসার চেয়ে বড় মায়া হয় না কি"? কপালে ভালোবাসা না থাকাটা ও একটি অভিশাপ।😄
@smritibag16 Жыл бұрын
Kaj er chap e deri holo sunte...kintu sune bujlam ami mone hoi Agni r prem e pore gaychiii 🙂..... (Kaj er😅) Ek kothai puro ta chilo onobodho❤
সত্যিই গল্পটা শুনে মন ছুঁয়ে গেলো । কিছু লেখার মতো খুঁজে পাচ্ছিনা । শুধু বলতে পারি সবার সত্যিকারের ভালোবাসা যেনো পূর্ণতা পাক।❤😊
@suvashreechakrabarti5593 Жыл бұрын
Bah...... besh laaglo.... star-studded compact performance......!! Congratulations...... keep it up.....!!
@atriyomodak4689 Жыл бұрын
Osadharon সুন্দর যতো সুন্দরি বলিনা কেনো তত কম পরে যাবে।।।।❤❤❤
@PramitaChakraborty2003 Жыл бұрын
পুজোর আগেই পুজোর আমেজ ঘেরা ভরপুর একটি গল্প ❤ যেমন সুন্দর Utsa -দির লেখা তেমনি সুন্দর Agni -দার গল্পের মাঝে বলে ওঠা "দুগ্গা দুগ্গা"😍 "ভালোবাসা কাটিয়ে ওঠা যায়,মায়া কাটিয়ে ওঠা যায় না" - This Lines 😌 আসছে বছর হতেই হবে 💕
@utsadey3215 Жыл бұрын
Thank you! Keep supporting, stay prem-ed!
@Alertindia4371 Жыл бұрын
শারদীয়া উৎসবে মাতোয়ারা বাঙালির মন হয়তো দুটো জিনিসের জন্যই উদগ্রীব। একটা হলো পুজোয় প্যাণ্ডেলে প্যাণ্ডেলে ঘুরে ঠাকুর দেখা ও আর একটা হলো ঠাকুর দেখার পাশাপাশি এদিক ওদিক তাকিয়ে ঐ একটু 'চোখের আরাম' খুঁজে পাওয়া
যদি সুযোগ থাকতো হাজারটা like দিতাম এই গল্পটার জন্য♥️🥰
@swapnilbarua3842 Жыл бұрын
অগ্নিদার Narration শুনে মন টা জুড়িয়ে গেলো...... সারাটা বছর এই ৫ টা দিনের অপেক্ষায় থাকি...কত গল্প কত স্মৃতি... আজ পঞ্চমী কাল থেকে পুজো শুরু.... সকলকে শুভ শারদীয়া...সবার পুজো ভালো কাটুক..... দুগ্গা দুগ্গা বাংলাদেশ থেকে🇧🇩🇧🇩
@susmitabhowmickmaity8380 Жыл бұрын
শেষ একবার দেখা হওয়া টা, সম্পর্কে খুব জরুরী। অনেক জটিলতার জোট খুলে যায় 😊
@arpanbbiswas2368 Жыл бұрын
Ashche bochor abar hbe ei golpo tar 2nd part cahi... 🙏🙏🙏
@arnabbarua3132 Жыл бұрын
Durga pujo jeno ekhoni hocche...❤️ golpota just speechless, riti moto kadiye dilo ek odbhut maya joriye...❤️
@itsaayush7950 Жыл бұрын
পুরো "আসছে বছর আবার হবে" অনুভূতি........❤️
@souravsahis8664 Жыл бұрын
ভালোবাসার অনুভূতির আর এক নাম premdotcom ❤❤❤❤❤ Love you premdotcom all members ❤❤❤🎉🎉
@user-as0616 Жыл бұрын
যাই বলো না কেন অগ্নি দা just সেরা কোনো কথা হবে না ❤
@Backdated-qd7yj2 ай бұрын
দুর্গাপুজোর গল্পগুলো যেন বেশিই মনের কাছাকাছি❤️
@manisankarjana3617 Жыл бұрын
প্রতিটা প্রেম যদি এইরকম পূর্ণতা পেত, তাহলে হয়তো দুঃখ, কষ্ট গুলো থাকত না কিন্তু কথায় আছে না যে থাকার সে থেকে যাবে আর যে যাওয়ার.. 🙂
@MoviesActive Жыл бұрын
আগের বছর একটা গল্প শুনেছিলাম আসছে বছর আবার হবে গল্পের পার্ট ২ শুনতে চাই পুজোর আগে ☺️☺️
@ankita6340 Жыл бұрын
সাধারণের মধ্যে মারাত্মক অসাধারণের ছোঁয়া ❤️ ছোটবেলা বরবেলা সব সময়ের আবেগ ভেসে এলো❤ তবে শুভেচ্ছার গলায় নিজের অনুভূতি feel করে মারাত্মক মজা লেগেছে
@parallel_world_stories Жыл бұрын
Golper Part 2 Chai Next Year Pujoy 2024 e ❤ Dugga Dugga ❤
@rimpatithi5920 Жыл бұрын
Amader aka manushder jonno ai golpo gulo sotti asadharon.. Mon valo kore day.. Ar amader ki6u manush er kotha mone pore Jay ai golpo gulon sonar somoy..
@snigdharoy1938 Жыл бұрын
খুব মিষ্টি একটা গল্প ❤ ভীষণ ভালো লাগলো
@subhajitkatari5704 Жыл бұрын
একটা একটা গল্প যেনো একটা একটা মাইলস্টোন, কত কিছু শিখিয়ে দিয়ে যায়
@sukhpakhi_official Жыл бұрын
প্রেম ডট কমের সেরা গল্প, আর অগ্নি, তোমার সেরা performance!