আসসালামু আলাইকুম ভাই। শিকড়ের টানে নিজের জন্মস্হানে জানি না কতদিন পর গেলেন,নিজের অজান্তে চোখের কোনে পানি এসে গেল। নিজের জন্মভূমি, নিজের শিকড়ের টান পৃথিবীর কোথাও নেই। খুব ভালো লাগলো আপনার বেনুখালী, নামটার মধ্যে একটা মাদকতা আছে। অসংখ্য ধন্যবাদ আপনার প্রিয় গ্রামটি দেখানোর জন্য। খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।
@AdventureTube214 жыл бұрын
ওয়ালাইকুম আসসালাম ভাই। বেনুখালি নাম টা আসলেই ভীষণ romantic. অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।
@kabbokotha74 жыл бұрын
@@AdventureTube21 respect sir you presents your birth place very greatfully
@fafemaasha39594 жыл бұрын
Plz answer me ami Dhaka nobabgonj agla basa
@AdventureTube214 жыл бұрын
Fafema Asha আগলা তো আমার গ্রামের পাশেই🥰
@alaminalamin57423 жыл бұрын
@@fafemaasha3959 কোন জেলা আপনার
@quazishahana43584 жыл бұрын
ফারুক ভাই আপনি যখন বললেন পৃথিবীর সবচেয়ে সুন্দর গ্রাম সত্যি বলছি তখন আমার চোখে পানি এসে গেছে । এত আবেগ দিয়ে কথাটা আপনি বললেন । অনেক ভাল লাগে আপনার কথা শুনতে । ধন্যবাদ
@AdventureTube214 жыл бұрын
ধন্যবাদ ভাই।
@karimmohajon60864 жыл бұрын
আসসালামুয়ালাইকুম। স্মৃতি সবসময় করুন, সেটা যতই মধুর কিংবা সুখের হোক। পুরোনো শৈশবের স্মৃতি রোমন্থন করতে গিয়ে একসময় আপনি আবেগ আপ্লুত হয়েছেন - আপনার কন্ঠ ধরে এসেছে।আপনার শৈশবের স্মৃতি বিজড়িত বেনুখালি গ্ৰামের নৈস্বর্গিক রূপ দেখে মুগ্ধ হয়েছি। তারচেয়েও বেশী মুগ্ধ হয়েছি দিগন্ত ঘেরা সরিষা ফুলের মাঠে মালা ভাবীর অবিরাম ছুটে চলা - "ওগো রূপসী তোমারে ভালবেসেছি" গানের তালে তালে ! এ অংশটি বার বার ঘুরিয়ে দেখেছি। ওটাই ছিল মালাভাবীর এযাবৎকালের সবচেয়ে চমৎকার ফিডব্যাক। আপনাদের দুজনকেই অসংখ্য ধন্যবাদ।
@AdventureTube214 жыл бұрын
Haji Md. Abdul Karim ওয়ালাইকুম আসসালাম ভাই। ঢাকা থেকে যখন গ্রামে বেড়াতে যেতাম তখন গ্রামের ছেলে মেয়েরা গান শুনতে চাইত। আমি তখন একটা মই বা চংজ্ঞ বেয়ে একটু উপরে উঠে এই গান গেয়ে শুনাতাম। সারাদিন ই এই গান গাইতাম আমি। এখনো অনেক প্রিয়। আমার গ্রাম ছবির মতই সুন্দর একটি গ্রাম ছিল। কিন্তু এখন সম্পত্তি ভাগ হয়ে যেখানে সেখানে ঘর বাড়ি উঠাতে সেই সৌন্দর্য নাই। তারপরও অনেক সুন্দর। ধন্যবাদ ভাই।
@nadimhasan30734 жыл бұрын
একেবারে বাকরোদ্ধ হয়ে গিয়েছি।মনে পরে যায় আপন জন্মভূমির কথা। নানা বাড়ী দাদা বাড়ীর কথা। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। শিকড়ের টানে ফিরে আসার জন্য মাতৃভূমিকে এতসুন্দর করে উপস্থাপন করার জন্য।
@AdventureTube214 жыл бұрын
অনেক ধন্যবাদ ভাই। দোয়া করি ভাল থাকুন।
@bakkad4 жыл бұрын
বিত্তের কাছে হেরে গেছে বেনুখালি,স্মৃতি মন্হন অসাধারণ।আমরা ও তো ভুলতে পারিনি,পারিনা।মনের অজান্তেই চোখের কোনে জল এসে যায়।
@AdventureTube214 жыл бұрын
bakkad 525 ধন্যবাদ।
@zannatmehjabin4 жыл бұрын
চোখে পানি চলে এসেছে আংকেল। অসম্ভব সুন্দর। নিজের নানু বাড়ি অনেক মিস করছি। এই যান্ত্রিক জীবন থেকে মাঝে মাঝে চলে যেতে ইচ্ছা করে এই গ্রামে।
@AdventureTube214 жыл бұрын
Zannat Mehjabin আমি কয়েক বৎসর আগেই সিদ্ধান্ত নিয়েছি। কিন্তু বাস্তবে পরিনত করতে পারি নাই। ধন্যবাদ।
@OMARFaruk-gd3zz4 жыл бұрын
আপনাকে ভালোবাসতে চাই।
@silmyprogram56874 жыл бұрын
আসালামু আলাইকুম, প্রিয় মাতৃভূমি ছেড়ে থাকা অনেক কষ্টের। আপনার ফেলে আসা স্মৃতি দেখতে পেরে আপনি যতটা আনন্দিত হয়েছেন তার থেকে বেশি আমি আনন্দিত হয়েছি।আল্লাহতয়ালা আপনাকে সুস্থতা দান করুন।
@AdventureTube214 жыл бұрын
Silmy Program Walaikum assalam. যারা আমরা দির্ঘদিন প্রবাসে দিন যাপন করছি একমাত্র তাঁরাই বুঝবে। ধন্যবাদ ভাই।
@shovonreal16634 жыл бұрын
Really emotional attachment! যেখানে জন্মালেন সেখানেই আবার পা রাখলেন পৃথিবীর অপর প্রান্ত বহুদূর ঘুরে এসে!
@shahadakalam41114 жыл бұрын
আপনার ভিডিওগুলো আমি অনেক ভালো করে দেখি আপনাকে দেখলে আমার ছোট ভাইটার কথা মনে পড়ে কথা বলা হাঁটা হুবহু আপনার মত এত রিদয় ছোয়া ভিডিও কেউ বানাতে পারেনি দুচোখ দিতে পানি গড়ালো আর ছোট বেলার ফেলে আসা দিনগুলোর কথা মনে পড়ল অনেক ধন্যবাদ
@AdventureTube214 жыл бұрын
Shahada Kalam অনেক ধন্যবাদ ভাই।
@zia19434 жыл бұрын
খুব সুন্দর একটি ভিডিও। চমত্কার গ্রামের ছবি আমাকে মুন্সিগন্জের কথা মনে করিয়ে দিল। বহু দশক আগে আমি মুন্সিগন্জে ছিলাম এসিডও হিসাবে। ১৯৭১ ফেব্রুয়ারি থেকে জুলাই পর্যন্ত। সেটা ছিল এক দু:সময়।
@AdventureTube214 жыл бұрын
Ziauddin Choudhury হ্যা। খুব খারাপ সময় ছিল তখন। ধন্যবাদ 😊
@ahnafrahman3474 жыл бұрын
আপনার শেষের কথা দুইটি বারবার টেনে দেখেছি..আর আপনার ইমোশনাল এর সাথে আমার ইমোশনাল মিশে গিয়ে কান্নায় জরিয়ে গেছি..খুব সুন্দর খুব মিস্ করি প্রাণের দেশ বাংলাদেশেকে..দেশ না ছাড়ালে দেশের প্রতি এই ভালোবাসা বুঝা যায় না ..যেটা এখন আমি বুঝি।।
@AdventureTube214 жыл бұрын
অনেকটা দাঁত থাকলে দাঁতের মর্যাদা না বুঝার মত। ধন্যবাদ ভাই।
@muhammadharun26404 жыл бұрын
সত্যি নিজ গ্ৰামে যাওয়ার মজাটা আলাদা , পুরানো সেই সিঁথি গুলো মনের ভিতরে ভেসে ওঠে। মনে হয় যেনো কিছু একটা হারিয়ে ফেলেছি , ধন্যবাদ
@AdventureTube214 жыл бұрын
আসলেই দিন টি খুব special ছিল। ধন্যবাদ।
@amaleshadak46184 жыл бұрын
বেক্গ্রাউন্ড মিউজিক টা অসাধারণ ছীল ।আসোলে জন্মভূমিতো জন্মভূমিই হয় তাই না সেস টা আবেগ ঘনো ছীলো ভালো থাকবেন দাদা।
@AdventureTube214 жыл бұрын
Amalesh Adak অনেক ধন্যবাদ ভাই।
@rahmatullah10154 жыл бұрын
অতীত জীবনের সৃতিতে ফিরে যাওয়া কতনা মধুর। আপনার সাথেসাথে আমিও ফিরে গেলাম আমার গ্রামে।ছোট বেলার দিন গুলো কত আনন্দ ও মধুর ছিলো খুব মিস করছি সেই অতীত জিবনকে।
@AdventureTube214 жыл бұрын
Rahmat Ullah ধন্যবাদ।
@hello3083 жыл бұрын
মানুষ দেখেছি অনেক কিন্তু এত ভাল মনের মানুষ আমার এই ক্ষুদ্র জীবনে প্রথম দেখলাম।salute uncle,may allah bless u.
@AdventureTube213 жыл бұрын
Appreciate your kind words & continuing support. Thank you dear. May Allah bless us all.
@Global-gx1no4 жыл бұрын
ছোট বেলায় সিনেমা দেখে কাঁদতাম, আজ আপনার ভিডিও দেখে।৪ বছর হল মাকে দেখি না সেই সাথে আমার গাঁ ও আপনজন।
@AdventureTube214 жыл бұрын
Global 360' সরি ভাই। আমারও চোখে পানি এসেছিল। দোয়া করি সবার জন্য। ভাল থাকুন। আল্লাহ হাফেজ।
@mozammelhossain53224 жыл бұрын
চমৎকার , অতুলনীয় ! এইতো আমার বাংলাদেশ , এইতো আমার প্রাণ ! ভালো বাসি বাংলাদেশ ।
@AdventureTube214 жыл бұрын
ভালাবাসা নিরন্তর।
@mozammelhossain53224 жыл бұрын
@@AdventureTube21 আলহামদুলিল্লাহ । অনেক অনেক ধন্যবাদ আপনাকে !
@mohammadshoeb24404 жыл бұрын
মানুষ পৃথিবীতে আজীবন থাকবে না ভাই, কিন্তু আপনার এই সুন্দর মূহুর্ত গুলো আজীবন মানুষের মাঝে বেচে থাকবে ইনশাআল্লাহ ফারুক ভাই। ❤❤
@AdventureTube214 жыл бұрын
Mohammad Shoeb ধন্যবাদ ভাই।
@amarbangla50874 жыл бұрын
অনেক ভালো লাগছে গ্রামের দৃশ্য দেখে
@AdventureTube214 жыл бұрын
amar bangla thank you.
@mohammednizam63114 жыл бұрын
আপনি আপনার আপনার গ্রামে গেলেন,চোখ বুজে স্মৃতির শত গলি পেরিয়ে একপলকে ফিরে গেলেন শৈশব,কৈশরের সোনালি দিনগুলোতে। আপনি আপনার ফেলে আসা দিনগুলোর চমৎকার স্মৃতিচারণ করেছেন।অনেক দূরে চলে গেলেও আপনার ভারাক্রান্ত মন বলছে আপনি আপনার গ্রামকে একটুও ভুলতে পারেননি।
@AdventureTube214 жыл бұрын
এজন্যই কষ্ট বেশি। এক মিনিটের জন্যও ভুলতে পারি না। ধন্যবাদ।
@soumyendukar50273 жыл бұрын
আবহ সঙ্গীত অসাধারণ পছন্দ করেছেন ।বহুদিন পরে নিজের বাড়িতে /গ্রামে ফিরে এলে আবেগপ্রবণ হয়ে পড়া স্বাভাবিক ।বিবরনী দেওয়ার সময় আপনি যথেষ্ট স্বাভাবিক থেকেছেন ।ধন্যবাদ ।
ভাই আপনি আপনার জন্মভুমিকে ভুলেন নাই। আপনি যতই উন্নত দেশে থাকেন না কেন মায়ার টানে নিজের জন্মভুমিকে দেখতে গেছেন তাই আপনাকে ধন্যবাদ।
@AdventureTube214 жыл бұрын
Mohin uddin badal 💕
@fjffhk49944 жыл бұрын
এমন দেশটি কোথাও খুজে পাবে নাকো তুমি সকল দেশের রাণী সে যে আমার জন্মভূমি সে যে আমার জন্মভূমি।
@AdventureTube214 жыл бұрын
fjf fhk ❤️💕🥰
@ranjitchattejee55804 жыл бұрын
❤️♥️
@faridfarid5954 жыл бұрын
আমি আগে মনে করতাম আপনার বাড়ি আমাদের বিক্রমপুরে এখন দেখি নবাবগঞ্জে। সমস্য নাই আপনার গ্রামটা আমাদের গ্রামের মতই খুব সুন্দর।
@AdventureTube214 жыл бұрын
Farid Farid নবাবগনজ বিক্রমপুর না? আমি তো জানতাম এক।
@faridfarid5954 жыл бұрын
আমি আগে জানতা দোহার ও নবাগঞ্জ থানা পুরাতম বিক্রমপুরের অংশ। আমার এক নবাবগঞ্জের বন্ধু ছিল সে সুশিক্ষিত, সে আমাকে বলে যে দোহার নবাবগঞ্জ কোন দিনই বিক্রমপুরের অংশ ছিল না। আমি জানি যে দোহার, নবাবগঞ্জ, শ্রীনগর,সিরাজদিখান, লৌহজং, টঙ্গীবাড়ি, এই থানাগুলো আগে ঢাকার বিক্রমপুর নামে পরিচিত ছিল। ৬৪ জেলা হওয়ার আগে।
@abuzaforsadaque76224 жыл бұрын
মা ও মাটির টানে বেনুখালিতে,খুব ভালো লাগলো। একেই বলে দেশপ্রেম। আল্লাহ আপনার মঙ্গল করুক।
@AdventureTube214 жыл бұрын
May Allah bless us all.
@abuzaforsadaque76224 жыл бұрын
Thanks a lot.
@middlesimplevlog32944 жыл бұрын
খুবই Imotional attachment একটি ভিডিও,,, আপনার গ্রাম আসলেই অসাধারণ,, ভাল থাকবেন,,
@TheRajriyad4 жыл бұрын
"সুখের মত ব্যাথা লাগে এক পলক দেখলে তোমায়।" আপনার চোখে-মুখে তা স্পষ্ট।
@AdventureTube214 жыл бұрын
Raj Riyad সুন্দর বলেছেন।
@amjadmisba7034 жыл бұрын
*আমার গ্রাম, পৃথিবীর সবচেয়ে সুন্দর গ্রাম * স্যালুট, প্রথমে মনে করেছিলাম ভারতের সনি মহিওয়ালের পুনম ডিল্লন আসছেন বাংলা ছবি করতে, পরে দেখি না , ঊনিতো আমাদের ভাবিজান । হা হা হা গ্রামের এতো সুন্দর ডকুমেন্টারির জন্য,ধন্যবাদ।
@AdventureTube214 жыл бұрын
Amjad Misba অনেক ধন্যবাদ ভাই।
@জারিগানওগজলটিভি4 жыл бұрын
আমেরিকার পাশাপাশি বাংলাদেশেকে এভাবে তুলে ধরার জন্য আপনাকে অনেক ধন্যবাদ জানাই।
@AdventureTube214 жыл бұрын
Thank you 😊
@pagla03064 жыл бұрын
একটি অসাধারণ উপহার ফারুক সাহেব। মাটির টানে, শেকড়ের সন্ধানে আপনি যেভাবে ছুটে গিয়েছেন সত্যি প্রাণবন্ত। শেষের দিকে আপনার সংবেদনশীল চোখে পানি এসে গিয়েছিল প্রায়। ড্রোন ফুটেজ খুব সুন্দর। মালা ভাবীর বিস্ময়কর আবির্ভাব এবং প্রেম পর্যায়ের গানটি দিয়ে শেষ খুব আবেদন পূর্ন। ভালো থাকুন। আপনার প্রচেষ্টায় আমরা অনেক দেখছি বাংলাদেশ।
@AdventureTube214 жыл бұрын
অনেক ধন্যবাদ ভাই। তবে copyright এর কারণে আমার প্রিয় গানটি মুছে ফেলতে হয়েছে।
@বনলতা-গ৩ল4 жыл бұрын
চোখে পানি চলে এসেছে আমার আহা রে
@farhanfaruk41554 жыл бұрын
Sotti Osadaron abeg bariye dilen Onek mis kori prio dash take...
@AdventureTube214 жыл бұрын
Thank you.
@mdabdulmalek38944 жыл бұрын
খুবই ভালো লেগেছে আপনার গ্রামটি।
@AdventureTube214 жыл бұрын
ধন্যবাদ।
@sayedmunir52964 жыл бұрын
গ্রামটা দেখে ভাল লাগল। আমার গ্রামটাও অনেক সুন্দর। আসলে আমাদের সবার গ্রামগুলি অনেক সুন্দর। যেখানে গেলে চোখের কোনে পানি আসে বৈকি
@AdventureTube214 жыл бұрын
Sayed munir 💕
@Riadakhan3 жыл бұрын
আপনার স্মৃতিচারণ দেখে আমারই মনে হচ্ছে আমার শৈশবের স্মৃতিচারণ হচ্ছে। গলার মধ্যে কেমন যেন কষ্টগুলো দলা পাকিয়ে যাচ্ছে। আসলেই নিজের গ্রাম মানে নিজের অস্তিত্ব, নিজের ভালোবাসা।
@AdventureTube213 жыл бұрын
Thank you 💕
@salimm974 жыл бұрын
নিজের জন্মস্থান। নিজের গ্ৰাম । প্রাকৃতিক সৌন্দর্য। নাড়ির টান। নস্টালজিক একটা ব্যাপার। আমি তো আবেগী হয়ে ওঠি। ধন্যবাদ। মাসসালাম
@AdventureTube214 жыл бұрын
Mahmud ধন্যবাদ ভাই।
@mahadi-hasan4 жыл бұрын
ধন্যবাদ আপনার বাড়ি বা গ্রাম দেখার ইচ্ছা ছিল তা দেখালেন।
@AdventureTube214 жыл бұрын
Mahadi hasan Welcome. Sorry for the late response.
@frk31884 жыл бұрын
আমার বিশ্বাস, এবার আমেরিকায় ফিরে গেলেও, খুব তাড়াতাড়ি আবার আসবেন। আপনাকে আসতেই হবে, কারন মনে প্রানে আপনে এই বাংলাদেশ টাকেই ধারন করেন।
@AdventureTube214 жыл бұрын
FR K ইচ্ছে হয় আর না যাই। এখানেই থাকি।
@nehaislam61044 жыл бұрын
@@AdventureTube21 যদি থাকতে পারতাম 😭বিদেশের জীবন আর ভাল লাগে না😭😭😭
@FardinMubin4 жыл бұрын
@@AdventureTube21 😇💙
@AbdulHannan-wd6gb4 жыл бұрын
@@AdventureTube21 কথা টা শুনে কলিজা ঠান্ডা হয়ে গেলো।
@rezaulkarim1434 жыл бұрын
অসাধারণ উপস্থাপনা। খুব ভালো লাগলো আমাদের গ্রামকে এভাবে তুলে ধরার জন্য। ধন্যবাদ ভাইয়া।।
@AdventureTube214 жыл бұрын
অনেক ধন্যবাদ ভাই। ভাল আছ তুমরা সবাই?
@maminurmamun87474 жыл бұрын
বেনুখালির আবেগ স্মৃতি চারণ নিশ্চয়ই আপনাকে আবেগে মথিত করেছে,ক্যমেরার চোখ ফাকি দিয়ে দর্শকদের যা দেখা হয় নি ! তবে খুব অনুভব করতে পারি। মানুষ তার শৈশবকে শ্রেষ্ঠ সময় মনে করে। শত চেষ্টাতে ও কিছু ফেলে আসা পথে আর কখনোই ফিরে আসা যায় না । বেনুখালির মধুর স্মৃতি নিয়ে আবার ফিরে যাবেন আটলান্টিকের ওপারে। বাংলাদেশের টানে আবার ও ফিরে আসবেন। আপনার সুস্থতা কামনা করছি।
@AdventureTube214 жыл бұрын
ঠিক বলেছেন ভাই। বেনুখালির স্মৃতি আমার জীবনের সবচাইতে মধুর স্মৃতি। মিস করি সবসময়। ধন্যবাদ।
@mahadimili67194 жыл бұрын
Your happiness is on your face... She looks beautiful and happy with you...
@nilimaakter61794 жыл бұрын
আংকেল কেমন আছেন আমারও ভাইয়ের নাম ফারুক আমার ভাই উবারএ গাড়ি চালায় আপনিত কত জায়গায় জান ঘুরতে আমার ভাইয়ের নামবার টা দিয়ে দিলাম ০১৯১২০০৭৬১০
@AdventureTube214 жыл бұрын
Mahadi Mili Thank you dear.
@AdventureTube214 жыл бұрын
NILIMA AKTER আলহমদুলিললাহ ভাল আংকেল। নম্বরের জন্য ধন্যবাদ।
@sanjivroy90914 жыл бұрын
Emotional journey to your village, full of nostalgia & childhood memories __ fantastic presentation
@AdventureTube214 жыл бұрын
Sanjiv Roy Thank you.
@salehayub5184 жыл бұрын
The drone footage with the background music has been fascinating. Thank you and have a wonderful blessed day.
@AdventureTube214 жыл бұрын
Welcome.
@shafiqurrahman14944 жыл бұрын
ধন্যবাদ ভাই গ্রামে নিয়ে যাওয়ার জন্য। গ্রামগুলোতেও এখন শহরের ছোঁয়া লেগেছে। দেশে থেকেও আমাদের তেমন একটা গ্রামে যাওয়া হয়না। কারন গ্রামে গেলে এখন আর সোঁদা মাটির গন্ধ পাইনা। ছোটবেলায় দেখেছি আমাদের গ্রামের চারদিক ঘিরে থাকা মাঠে হাজার হাজার মন ধান উৎপাদন হতো। বর্ষায় মাছ ধরার অভিজ্ঞতা অসাধারন। ক'দিন আগে গিয়েছিলাম গ্রামের বাড়ীতে। কিছুই নেই আগের মতো। কৃষি এই এলাকা থেকে বিদায় নিয়েছে সম্পুর্ণভাবে। বাশ, কাঠ, টিন আর শনের তৈরী ছোট ছোট ঘরগুলোর স্থানে জায়গা করে নিয়েছে রড, সিমেন্টের উচু উচু দালান। হারিয়ে গেছে গ্রামের সবুজ, জায়গা করে নিয়েছে শহুরে ধুসর। প্রকৃতিকে খুঁজে পাইনি। ভগ্নচিত্তে ফিরে এসেছি। আবারো হয়ত যাব, নাড়ীর টান বলে কথা। কিন্তু জানি শৈশবের সেই সবুজ, জোনাকির আলো, ভাটফুলের গন্ধ আর খুঁজে পাবনা। ভাল লাগল ভাবীকে দেখে। অবশেষে তিনি ছুটি যোগাড় করতে পেরেছেন। এতদিন একটা অসম্পুর্ণতা ছিল। এবার স্ত্রী-সন্তান নিয়ে পরিবার সম্পুর্ণ হলো। সবাইকে নিয়ে ভালো থাকুন চিরকাল, এই কামনাই করি।
@AdventureTube214 жыл бұрын
Shafiqur Rahman আমার গ্রামেও আগের কিছুই নাই। পুকুর ও নিচু জমি সব ভড়াট করে ফেলেছে। বাড়ি গুলো আগে ছিল উঁচু টিবির মত। বর্ষায় বাড়ি গুলো মনে হতো এক একটি দ্বিপ। তারপরও নিজের গ্রাম। অনেক ভাল লেগেছে। ধন্যবাদ ভাই।
@orderity3 жыл бұрын
মাতৃভূমিকে নিয়ে খুব সুন্দর একটি প্রেজেন্টেশন। খুব ভালো লাগলো।
@AdventureTube213 жыл бұрын
Thank you dear.
@MdMasud-or5do4 жыл бұрын
আসছালামুআলাইকুম। ভালবাসি ফারুক ভাই কে। ভালবাসি বেনুখালি কে। ভালবাসি ফারুক ভাইয়ের এই পথ চলাকে।
@AdventureTube214 жыл бұрын
Md Masud ওয়ালাইকুম আসসালাম। ধন্যবাদ ভাই।
@syedhabil71954 жыл бұрын
My lovely hometown Munshigonj...Thanx sharing some amazing memories vai
@AdventureTube214 жыл бұрын
Syed Habil My pleasure brother. Thank you.
@AzharVlogs4 жыл бұрын
এটাই শেকড়ের টান গুরু......... 💖💖💖💖💖💖💖💖💖💖💖
@AdventureTube214 жыл бұрын
Azhar Vlogs BD Yes indeed.
@rockychannel54804 жыл бұрын
আমি দেখতেছি আর ভাবতেছি এই বূজি ভিডিওটা শেষ হয়ে যাবে।আমার থানা আমার ভালবাসার জায়গা।খুব ভাল লাগল
@AdventureTube214 жыл бұрын
Rocky Channel ধন্যবাদ।
@Hossainar5284 жыл бұрын
আমরা প্রবাসীরা পৃথিবীর যে প্রান্তেই থাকি -কিন্তু আমাদের নিজ জন্মস্থান, নিজ গ্রাম নিজ দেশের জন্য আমাদের হৃদয় সবসময় কান্না করে। কেউ মনের ভাব প্রকাশ করে হয়তো কেউ বা করে না। ধন্যবাদ স্যার আপনাকে, খুব ভাল লাগল ভিডিও। বিশেষ করে গ্রাম বাংলার প্রতি আপনার ভালোবাসা দেখে।
@AdventureTube214 жыл бұрын
ধন্যবাদ ভাই।
@akashislam15944 жыл бұрын
19:09 অপরিচিত মানুষ দেখলে সালাম দেয় এমন লোক এখন কমই পাওয়া যায়।আসলেই ভালো লাগলো।
@AdventureTube214 жыл бұрын
Akash Islam আমাদের গ্রামে ছোট বেলা থেকেই এটা দেখে এসেছি। ধন্যবাদ ভাই।
@nasirahmed63064 жыл бұрын
I didn't found any smart KZbinr from our own Nawabganj,,,proud to see u sir,,,
@AdventureTube214 жыл бұрын
Thank you 💕
@nahedusa35173 жыл бұрын
@@AdventureTube21 apnar bari Nawabganj
@AdventureTube213 жыл бұрын
@@nahedusa3517 yes it is.
@anondorohman35793 жыл бұрын
মাশা আল্লাহ্ মনটা বরে গেলো, আংকেল আপনাকে অনেক অনেক, ধন্যবাদ গ্রাম দেখলাম,
@AdventureTube213 жыл бұрын
Thank you dear
@faisalahmed16674 жыл бұрын
গ্রামের বাড়িতে দেখে খুব কষ্ট লাগলো এবং গ্রামের কথা মনে পড়ে গেল আপনাকে অসংখ্য ধন্যবাদ
@AdventureTube214 жыл бұрын
Thank you 🙏
@pmd3854 жыл бұрын
কলাকোপা বান্দুরা থেকে আপনাকে স্বাগতম।
@AdventureTube214 жыл бұрын
Mediroot Pharmaceuticals Ltd. ধন্যবাদ।
@bikramsarmaadvocate61874 жыл бұрын
Very pleased to see this video.. nice narration as you travel back to you birthplace.. Watching from Assam, India
@AdventureTube214 жыл бұрын
Bikram Sarma Thank you 😊
@kjhllkjh79274 жыл бұрын
আমার গ্রাম আমার কাছে সবচেয়ে সুন্দর।
@sohelrana99274 жыл бұрын
আমি মালয়শিয়া প্রবাসী অনেক কষ্টের মধ্যে দিন কাটে । ফ্যামিলি কে সুখে রাখতে ।সকাল 8 থেকে রাত 8 এই দীর্ঘ সময়ই কাজ শেষে যখন আপনার ভিডিও টা দেখি আমার খুব ভালো লাগে ।আপনেদের সেই আমেরিকার লাইফ স্টাইল দেখি। আমেরিকার প্রকিতিক দিশ্য।খুব ভালো লাগে
@kabirahmed35242 жыл бұрын
ভাই আপনার উপস্থাপনা খুবই সুন্দর । যেভাবে নিজের গ্রামকে দেখিয়েছেন সত্যিই উচ্চ প্রশংসার দাবী রাখে । সকলকে নিজের গ্রামের কথা মনে করিয়ে দিয়েছেন। শহরের কৃতিম চাকচিক্যে আমরা নিজের শিকরকে ভুলে গেছি। দোয়া করি মহান আল্লাহ আপনাকে মানষিক ও শারীরিকভাবে সুস্থ রাখেন এবং দীর্ঘজীবন দান করেন। কবির
@AdventureTube212 жыл бұрын
অনেক ধন্যবাদ ভাই। May Allah bless us all.
@emu91304 жыл бұрын
আমাদের বিক্রমপুর ❤️
@TheOrionOracle4 жыл бұрын
আঙ্কেল,আপনার গ্রামের ড্রোনের দৃশ্য গুলোর সময়। আরেকটি উইন্ডোতে আমি Dream away এর Music টি ব্যাক গ্রাউন্ড এ বাজিয়ে, দেখেছিলাম।তখন মনে হয়ে ছিল আমি যেন সেই সময় ঠিক ওই খান টাতেই আছি। অসাধারণ লেগেছে।
@AdventureTube214 жыл бұрын
ধন্যবাদ আঙ্কেল।
@nasimashimulkhan19313 жыл бұрын
Salam everyone! Such a nostalgic feeling, right ? Take care !!!
@bingodestination21864 жыл бұрын
এটাই আমাদের বিক্রমপুর।আমার শৈশব ফরিদপুরে হইলেও কৈশর কাটে আমার আসল জায়গা বিক্রমপুরে, আর এখানেই নৌকা চালানো শিখছি। অসাধারণ অভিজ্ঞতা
@AdventureTube214 жыл бұрын
Thank you 🥰💕
@jahankhurshid62964 жыл бұрын
এতো সুন্দর একটি ভিডিও , মন ভাল হয়ে গেল । সরষে ফুল দেখে যেমন চোখ জুড়িয়ে ছে তেমনি ব্যাকগ্রাউন্ড মিউজিকে প্রান ছুঁয়েছে। মালা ভাবীর নানার বাড়ি "কলমা "জেনে খুশি হলাম কেননা আমার দাদা বাড়ি ও কলমা গ্ৰামে । আমরা যত দুরেই যাই , যেখানেই থাকি জন্ম ভূমি সবসময় মনের মাঝে থাকে ,তাকে ভুলা যায় না , যেমন ভুলতে পারেননি আপনি । সত্যি ই ময় মুগ্ধ হয়েছি । ধন্যবাদ আপনাকে এবং ভাবি কে।
@AdventureTube214 жыл бұрын
You are very welcome vai. আপনাদের ভাল লাগা হল আমার ভিডিও বানানোর সার্থকতা।
@mitiislam39274 жыл бұрын
ধন্যবাদ খুব ইচ্ছা ছিল আপনার গ্রামের বাড়ি দেখার
@AdventureTube214 жыл бұрын
Miti Islam Welcome.
@mitiislam39274 жыл бұрын
স্যার বেনুখালি আমাদের গ্রামের খুব কাছে
@mitiislam39274 жыл бұрын
একবার একটা ব্লগে আপনার মুখে বেনুখালি নামটা শুনেছি,তাই খুব ইচ্ছা ছিল আপনার ভিডিওতে আমাদের আসে পাশের গ্রামগুলি দেখবো।
@principalmaksududdin65284 жыл бұрын
আপনি গ্রামে গিয়ে কত মানুষের অতীতের এবং অনাগত দিনের আনন্দ বেদনা জাগিয়ে তুলেছেন তা কি ভাষায় প্রকাশ করা যায়? শুধুই অনুভব করা যায়। ধন্যবাদ।
@AdventureTube214 жыл бұрын
principal maksududdin অনেক ধন্যবাদ আপনাকে।
@ayeshaakbar17294 жыл бұрын
Amar gramer bario Munshigonj.this is my first comment ever...love from Georgia,USA.
@AdventureTube214 жыл бұрын
AYESHA AKBAR গ্রামের নাম কি ভাই? কমেনটের জন্য ধন্যবাদ।
@ayeshaakbar17294 жыл бұрын
Adventure Tube21 Amader gramer nam modonkhali,sreenagar.BTW thanks for ur reply...
@sharifkibria20544 жыл бұрын
Wow excellent village that's
@AdventureTube214 жыл бұрын
AYESHA AKBAR Modon khali আমার দাদী বাড়ী।
@69rafsan4 жыл бұрын
@@ayeshaakbar1729 modon khali amar dadabari. woow
@kanchanali75464 жыл бұрын
জীবনের শেষ প্রান্তে এসে পরবাস হতে এসে মা মাটি ও শেকড়ের টানে. পল্লী গ্রামের মেঠো পথে ধরে হাটা হাটি ও কিশোর বয়সের অতীত সৃতিচারণ দারুণ একেই বলে জন্ম ভূমির টাণ. এটান সবার মাঝে থাকে না !! ধন্যবাদ জামাই বৌ..
@AdventureTube214 жыл бұрын
Thank you dear🥰
@burhankhan64294 жыл бұрын
ফারুক ভাই ইমোশনাল করে দিলেন...চোখে জল আসল...ভালো লাগল অনেক অনেক
@AdventureTube214 жыл бұрын
Burhan Khan ধন্যবাদ ভাই।
@bhanuchakraborti87074 жыл бұрын
A great vídeo. I enjoyed these back to root video. You are so truthful and connected, hence, you enjoy, so do we. Thank you for this masterpiece. GOD bless you!!!!!!!
@AdventureTube214 жыл бұрын
My pleasure dear. May Allah bless us all.
@yeasinarafat83204 жыл бұрын
আঙ্কেল আপনি আমার এত পছন্দের একজন মানুষ।আমি জানতামই না,আপনার বাড়ি আমার এলাকার এত কাছে।কিছুদিন আগেও শিকরামপুর ঘুরতে গিয়েছিলাম।আমি দোহার থাকি।
@AdventureTube214 жыл бұрын
ধন্যবাদ আঙ্কেল।
@moshiurrahman61344 жыл бұрын
love this village স ত্তি দেশটা অনেক সুন্দ র ভাই
@AdventureTube214 жыл бұрын
Asraful rahman হ্যা।
@H2RENTAL3 жыл бұрын
আপনার ব্লগ দেখতে দেখতে আপনাকে আপন করে ফেলছি, আপনার কথাগুলো শুনে আমাদের নবাবগঞ্জের মনে হতো, এই ভিডিও দেখে শান্তি পেলাম যে আমরা একই এলাকার - যুদিও আমরা ঢাকাতে থাকি, Proud of you bhai we all love you
@AdventureTube213 жыл бұрын
Thank you dear
@jhongraham50404 жыл бұрын
পুরোটা সময় জুড়ে মন্ত্রমুগ্ধের মত আপনার ভিডিওটা দেখলাম, সত্যিই অসাধারন , দেশের প্রতি এতো টান , এতো আবেগ, এতো ভালবাসা আমরা দেশে থেকেও দেখাতে পারিনা !!
@AdventureTube214 жыл бұрын
Jhon Graham বিদেশে থাকলে মনে হয় টান টা বেশী বুঝা যায়। ধন্যবাদ ভাই।
@anwarparvezkhan35944 жыл бұрын
Love from Mymensingh, Bangladrsh.
@AdventureTube214 жыл бұрын
Anwar Parvez Khan 🥰💕
@mustafamonjil4 жыл бұрын
I feel nostalgic for your village. I remember my village and childhood
@AdventureTube214 жыл бұрын
Md. Golam Mustafa Thank you.
@kmzakaria64434 жыл бұрын
জন্মভূমি বড়ই আবেগের জায়গা 😍😍💓
@shahnaimul78394 жыл бұрын
মাতৃভূমির প্রতি আপনার আকৃতিম ভালোবাসা সত্যিই অসাধারণ । আপনাকে অনেক ধন্যবাদ ।
@raisa92564 жыл бұрын
'সপ্ন যাবে বাড়ী আমার' গানটি বেশ মানাবে এই ভিডিওটির সাথে।বেনুখালি জায়গাটি সত্যিই অপরুপ। অনেক শুভেচ্ছা এবং ধন্যবাদ।
@AdventureTube214 жыл бұрын
Safiqur Rahaman হ্যা। অনেক সুন্দর গানই আছে। কিন্তু কপিরাইটের কারনে use করা যায় না। ধন্যবাদ ভাই।
@shariarislam8474 жыл бұрын
Sir আপনার জন্য অনুভব করতে পারছি জীবন টা অনেক অনেক সুন্দর
@kalikumarchatterjee73334 жыл бұрын
জন্মভূমি কে কি ভোলা যায় । সে বারবার ফিরে আসে অবচেতন মনে ।হঠাৎই বৌদির উপস্থিতি অবাক হলাম ।উনি কবে এলেন। যাক আপনারা ভালো থাকবেন ।
@AdventureTube214 жыл бұрын
Kali Chatterjee উনি এসেছেন গত সপ্তাহে। ধন্যবাদ ভাই।
@LifestyleInGermany19964 жыл бұрын
আমার দাদার নাম মো: পাঞ্জাত খান..শিবরামপুর খান বাড়ি..হাটের সাথেই
@Parvezvlog0073 жыл бұрын
আমার নানার না শরীফ খান,হাটের ডান পাশের একটু ভেতরে তার বাড়ি
@mariumsultana32514 жыл бұрын
amader deshtar kono tulona hoy na, sotti se sokol desher rani. Mala vabi ke dekhe khub valo laglo. khub valo thakben apnara.
@AdventureTube214 жыл бұрын
Marium Sultana অনেক ধন্যবাদ ভাই।
@Nasiruddinnabila4 жыл бұрын
সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় আমেরিকা প্রবাসীসহ নিহত ২ ,,, এটিএন এর এই হেডলাইন পড়ে একটু চিন্তিত ছিলাম । পরে দেকলাম আপনি নণ । আলহামদুল্লিলাহ আল্লাহ আপনা কে ভাল রাখবেন সবসময় এই দোয়া করি ।
আংকেল আমাদের বাড়ি চুড়াইন ইউনিয়ন। এই গ্রামের পাশের গ্রাম।
@AdventureTube214 жыл бұрын
চুরাইন বাজারে গিয়েছি অনেক। বাজারের মিষ্টি খুব মজার ছিল। ধন্যবাদ।
@md.khademulislam63194 жыл бұрын
সালাম ও শুভেচ্ছা নেবেন। আমারও ইচ্ছা ছিল আপনার দেশের গ্রাম দেখব বলে আজ তা পূর্ণ হল। খুব সুন্দর উপস্থাপনা। যখন বেনুখালি গ্রামের ধারা বর্ণনা করছিলেন তখন যেন আপনার জায়গায় আমি নিজেই যেন সেখানে উপস্থিত ছিলাম। আপনার ছোট বেলার স্মৃতি যেন আমারই শৈশবকে জাগিয়ে তুলছিল। আপনার জন্মানো ভিটাতে যখন ঘুরছিলেন কেন জানি আমার বুকটা কম্পিত হচ্ছিল, মনে হচ্ছিল আমিও যেন আপনার শৈশবে ফিরে গিয়েছি। আপনাদের তালা বন্ধ ঘরগুলো যেন আমাকেই ডাকছে খানিক স্থির হতে। মরে যাওয়া ইছামতির দুকূল যেন হাতছানি দিচ্ছে বারেক ফিরে এসে খেলা কর আমার সাথে, কোসা নৌকায় চড়ে ঘুরে বেড়াও আবার সেই চল্লিশ পইতাল্লিশ বছর পূর্বের ন্যায়। ডাহুক ও মুরগির ডাক যেন বলে দিচ্ছে আজও সেই সকাল ও দুপুর আছে যা আগেও ছিল। ঠিক আপনি নন যেন আমি আছি সেইখানে। গ্রামের মেঠো পথের দুই কিনারায় পাক পাখালির সুনিবিড় ছায়াতলে আমিই যেন ফারুক ভায়ের প্রতিবিম্ব! পুরনো বাড়ির অলি গলি বেয়ে যেন আমারই পদচারণার ঝংকার প্রতিধ্বনিত হচ্ছে বেনুখালির বুক চিরে। জানি না আপনার কোমলমতি মন কিভাবে বেনুখালিকে নতুনভাবে বরণ করেছিলেন আমি কিন্তু দুচোখে জলের প্লাবন নিয়ে বেনুখালীকে দর্শিয়েছি। যখন চকে গিয়ে বলছেন "আমার গ্রাম পৃথিবীর শ্রেষ্ঠ গ্রাম" তখন সত্যিই মনে হল আপনি আপনি নন আপনার মধ্য দিয়ে আমিই যেন ও কথা বলেছি। আপনার ব্যাথাতুর ভগ্ন হৃদয়ের নিংড়ানো ভালোবাসাকে কুর্নিশ জানাই। ভালো থাকবেন।
@AdventureTube214 жыл бұрын
Md Khademul Islam Walaikum assalam. এত সুন্দর লিখেছেন, আপনার কমেনট পড়ে আমার চোখে পানি এসে গিয়েছে। ধন্যবাদ ভাই এত সুন্দর করে, হৃদয় ছোয়ানো কমেনট লিখার জন্য।
@ashimbiswas86084 жыл бұрын
Wonderful finishing and back ground music
@AdventureTube214 жыл бұрын
Ashim Biswas Thank you.
@nasimasrunwayimprovinglife5523 жыл бұрын
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ।আপনাকে অনেক অনেক ধন্যবাদ এমন স্মৃতি মাখা সময় গুলো ঘুরে ফিরে দেখানোর জন্য।
@AdventureTube213 жыл бұрын
Walaikum assalam. My pleasure dear. Thank you.
@souravsarkar83364 жыл бұрын
Onek nostaljia hoye porlam.. Chokhe jol ese gelo....
@AdventureTube214 жыл бұрын
s s 🥰
@SwedishBangladeshiVlogger4 жыл бұрын
*Bah uncle, auntie ke to purai nayika lagche. Khub shundor mashallah. Bhalo thakben.*
@AdventureTube214 жыл бұрын
Swedish Bangladeshi Vlogger Thank you uncle.
@LivEatUp4 жыл бұрын
Oshadahoron! I got goosebumps listening to 'Dhono Dhanne Pushpe vora' gaan ti as you were showing your village..well done.
@AdventureTube214 жыл бұрын
LivEatUp Thank you dear.
@Bharatmakichut4 жыл бұрын
আমার গ্রামের বাড়ী দোহার, আর নানু বাড়ী বেনুখালীর(দেওয়ানবাড়ী),খালার বাড়ী কেরানীগঞ্জ
@AdventureTube214 жыл бұрын
monayam moin ধন্যবাদ 💕😍
@romanpritha71564 жыл бұрын
Amader gram at bario dohar
@quranicmind71434 жыл бұрын
আমার নানা বাড়ি দোহার
@alonarfat76524 жыл бұрын
স্যার, মুড়ি টিনের বাস খুব সুন্দর.সত্যি খুব সুন্দর গ্রাম আমাদের দেশের এত সুন্দর জায়গায় আছে সেটা আমি জানতাম না। সত্যি amazing
@AdventureTube214 жыл бұрын
Thank you.
@mirtanvirhossain79244 жыл бұрын
আল্লাহ কারীম। আপনি যে আমাদের এলাকার সেটা জানতাম না। আপনার মোটামুটি সব ভিডিও আমি দেখছি আংকেল। দোয়া রইল। নবাবগঞ্জ এর মানুষ সত্যিই নবাব।দোয়া করি আপনি আপনার পরিবারের সবাইকে যেন আল্লাহ হেফাজতে রাখে।
@AdventureTube214 жыл бұрын
Mir Tanvir hossain অনেক ধন্যবাদ ভাই। May Allah bless us all.
@stiga574 жыл бұрын
I'm coming home, I'm coming home Tell the world I'm coming home Let the rain wash away All the pain of yesterday
@AdventureTube214 жыл бұрын
Nice brother.
@nlybnrj4 жыл бұрын
Sir, from 21.38 to last, inclusive of the music was heart rendering
@AdventureTube214 жыл бұрын
Thank you.
@oliullah44664 жыл бұрын
বাড়ৈখালী থেকে বলছি !! আপনার সব ভিডিও দেখি , খুব ভালো লাগে।।
@AdventureTube214 жыл бұрын
OLI ULLAH AHMED আমার প্রতিবেশী ভাই। কেমন আছেন?
@mohammedfaysal91924 жыл бұрын
Amar basa o Baraikhali .
@samvlog55084 жыл бұрын
সত্যি একটা মানুয এত বছর বিদেশে থাকার পরে ও তার পুরানো অনুভূতি এখোনো মনে পরে আপনার এই। ভিডিও না দেখলে। বুঝতে পারতাম না wish you best of luck
@AdventureTube214 жыл бұрын
Sam Vlog 550 ধন্যবাদ ভাই।
@albatrossmelody17413 жыл бұрын
আপনার এই ভিডিও দেখে অনেক কেঁদেছি ভাই। একেই বলে নিরেট দেশপ্রেম। সত্যিকাড়ের শেকড়ের টান, খাঁটি ভালোবাসা গভীর মমতা। অনেক অনেক ভালো লাগলো। আমাদের জন্য দোয়া করবেন ভাই।
@AdventureTube213 жыл бұрын
ধন্যবাদ ভাই। দোয়া করি আল্লাহ আমাদের সবাইকে ভাল রাখুন। 💕🥰
@albatrossmelody17413 жыл бұрын
🌹🌹🌹
@mirtanvirhossain79244 жыл бұрын
আপনার voice আমার পরিচিত লাগছে।এখন clear আপনি নবাবগঞ্জের ছেলে।