শুরু থেকেই আপনার সাথে ছিলাম,আছি,থাকবো | অনেক অনেক শুভকামনা এবং ভালোবাসা রইলো সবাই সবার প্রতি |
@mohammadshiponreza8024 жыл бұрын
আরে কাইশ্যা আপনি এখানে। কেমন আছেন।
@SRRabin-tn5uh4 жыл бұрын
আমারো
@mdnazeer71574 жыл бұрын
আজকে দেখি কাইশ্যাও এইখানে চলি আইছে জীবনটা বেদনা নিয়ে😂কাইশ্যার জন্য এক গ্লাস মুলার জুসের ব্যবস্থা করা হোক😂
@saukatahmed37553 жыл бұрын
Go ahead vai jan! shuvo kamona roilo
@rijuroy78793 жыл бұрын
Are kaisha
@LetsgowithSaleh3 жыл бұрын
বাংলাদেশে এই প্রথম সুন্দরবনকে এত সুন্দর করে উপস্থাপন করার জন্য ধন্যবাদ আপনাকে এবং আপনার টিমকে।
@MohsinULHakim3 жыл бұрын
ধন্যবাদ ও কৃতজ্ঞতা ♥
@mdyeamin80633 жыл бұрын
@@MohsinULHakim Chhath apna number timing
@mdjafor12382 жыл бұрын
@@MohsinULHakim আপনার সাথে আমাকে এক বার সুন্দর বন দেখতে নিবেন
@selimkhan943411 ай бұрын
Ås̊s̊s̊ ̊ ̊@@MohsinULHakim
@rokibul.azad694 жыл бұрын
বেলায়েত ভাইয়ের মুখে কান্না মানায় না, শুভ জন্মদিন ভাইজান 🎂🎂🎂
@rinkaghosh79613 жыл бұрын
মানুষগুলো কত নির্ভেজাল ! সত্যিই মাটির মানুষ !!! অনেক শুভেচ্ছা, শুভকামনা আর অনেক ভালোবাসা !❤️
@rebabanerjee71052 жыл бұрын
কি অসম্ভব উচ্চ মনের মানুষ আপনি! বিলায়েত ভাই এর চোখের জল দেখে আমিও কাঁদছি!! অপূর্ব লাগলো!..... কলকাতা।
@sujitguha53673 жыл бұрын
আমি একজন ভারতবাসী আপনার ভিডিওগুলো আমি খুব ভালোবাসি। এই কারণে, প্রকৃতি যে কত সুন্দর টা আপনি দারুন ভাবে উপস্থাপনা করে চলেছেন। মূলত সুন্দরবনের আর্থসামাজিক অবস্থাগুলো দারুন ভাবে তুলে ধরার চেষ্টা করছেন যা প্রশংসার দাবি রাখে। একজন বনকর্মচারী হিসেবে আমিও বন ও বন্যপ্রাণী রক্ষা করতে বন সন্নিহিত মানুষদের সঙ্গে নিয়ে কাজ করেছি বর্তমানে অবসরপ্রাপ্ত। ভারতীয় ভূখণ্ডে পশ্চিমবঙ্গে সুন্দরবনের মানুষদের সঙ্গে চাকুরীর সুবাদে কিছু আলাপ চারিতাও হয়েছে, প্রকৃতি রক্ষায় বেশিরভাগই সচেতন। ভুল পথে পরিচালিত হওয়া কিছু মানুষকে আপনি সমাজের মূল স্রোতে ফিরিয়ে আনার যে প্রয়াস চালিয়ে যাচ্ছেন তা এগিয়ে নিয়ে চলুন। আপনার ভাবনাকে আমি সহমত পোষণ করি।
@hridoypigeonlover12784 жыл бұрын
ইউটিউব জগতে আপনারাই হলেন রিয়েল হিরো সেলুট আপনাদেরকে
@ratulrayhan54424 жыл бұрын
বেলায়াত ভাই এর চোখের পানি টা দেখে কলিজায় লাগলো
@imranemon48284 жыл бұрын
বেলায়াত ভাই এর সালাম।
@shangkarmistryshangkarmist17532 жыл бұрын
বেলায়েত হোসেন ভাই এক অসাধারণ ব্যক্তিত্ব।
@Nazmul-c2l2 жыл бұрын
বেলায়েত ভাই এর জন্য সুভ কামনা রইলো Alhamdulillah
@nirhasan144 жыл бұрын
মহসীন ভাইকে নিয়ে বলার কিছু নাই। তার উপযুক্ত সন্মান আল্লাহ দিচ্ছেন এবং দিবেন। আর বেলায়েত ভাইকে জন্মদিনের শুভেচ্ছা।
@shyamsundarbanerjee78824 жыл бұрын
বেলায়েত ভাইয়ের চোখে পানি, এটা যে কতবড় আনন্দের বহিঃপ্রকাশ তার ভাষায় বর্ণনা করা যায় না। সেই সঙ্গে আপনার দলের সবার মতো আমাদেরও আনন্দ। আপনি ও আপনার দলের সবার জন্য শুভকামনা রইল।
@popularcity86063 жыл бұрын
বেলায়েত ভাইয়ের কান্না দেখে চোখে পানি চলে এসেছে.
@shahinabu68913 жыл бұрын
আমারো
@sufiahmad47553 жыл бұрын
এটা একটা দারুন অনুভুতি, বেলায়েত ভাইয়ের মুখে হাসি চোখে পানি ভাবতে পারিনা, মহসিন ভাই খুব ভালো থাকবেন। বেলায়েত ভাই কে আমার সালাম
@tultuldatta66772 жыл бұрын
মহসিন ভাইকে সীমাহীন ধন্যবাদ। ধন্যবাদ আর এক আরন্যদেব বেলায়েত ভাইকে ও তার সঙ্গী সাথীদের। জীবন যুদ্ধের এক সম্পূর্ণ অজানা দিক উন্মোচিত হলো। সকলের জন্য আমার ঈশ্বরের কাছে মঙ্গল কামনা করছি। দেবাশিস দত্ত, বারাসাত,পশ্চিম বঙ্গ, ভারত।
@mehedihasanhridoy58974 жыл бұрын
বেলায়েত ভাই এর দির্ঘ আয়ু কামনা করছি 😍
@animeshmondal89504 жыл бұрын
100000bar
@rahmatullah10154 жыл бұрын
এটাই ভাই আপনার গৌরব,আপনি যে আসলে ভালো মনের মানুষ তা বুঝা গেছে বেলায়েত ভাইয়ের হাতে তুলে দিয়াছেন আমাদের সবাইর ভালোবাসা।
@hellodipak4484 жыл бұрын
মহসীন ভাই আপনাকে আজকে একটা স্পেশাল ধন্যবাদ, আর আমাদের সবার প্রিয় ক্যাপটেন বেলায়েত সর্দার ভাইকে,,,,মহসীন ভাই সালাম নিবেন,ভাই বেলায়েত ভাইয়ের মত একজন কঠিন জীবনযোদ্ধা যার সাথে আছে সেইতো সফল হবেই,, আপনাকে বেলায়েত ভাইকে এবং আপনার টীমে যারা আছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ,,,, সবারজন্য শুভকামনা,,,,,, ভাল থাকবেন সুস্থ ও নিরাপদে থাকার চেষ্টা করবেন,,,,,,শুভকামনা,,,, দীপক শীল,,,,,কাতার থেকে,,,,।
@MrsKhurshidaBegum3 жыл бұрын
বেলায়েত ভাই দেশের একজন বীর বীরের মতো কাজ করেছ সুন্দর একটা মন আছে বেলায়েত ভাই। আপনাদের দোয়া ও শুভকামনা রইল। দীর্ঘায়ু কামনা করছি।
@niloykhan4492 жыл бұрын
👉আমি এতো সহজে কাঁদি না কখনো, বাট আজকে বেলায়েত ভাইয়ের চোখে পানি দেখে আমার ও অনেক কান্না চলে আসলো, আসলেই তার মনটা অনেক নরম, এই সহজ সরল মানুষগুলোর জন্য অবিরাম ভালোবাসা!💚💛🤎 কৃতজ্ঞতা_ মহসিনুল হাকিম ভাই 💚
@MohsinULHakim2 жыл бұрын
♥♥♥
@niloykhan4492 жыл бұрын
@@MohsinULHakim 💚🤎💛
@Soma_JibonerTukitaki4 жыл бұрын
বেলায়েত ভাই কে দেখে চোখে জল এসে গেল। আমার খুব ভালো লাগে দাদা আপনাদের ভিডিও দেখতে।
@shomoshamoyik35173 жыл бұрын
tmi kon desher
@mkatareq64864 жыл бұрын
আপনাদের ভিডিও গুলো দেখা শুরু করি, এই ৪ মাস । বেলায়েত সর্দার, আপনি এবং বাকি যারা প্রতেক কে অসংখ্য ধন্যবাদ , সুন্দরবন কে বিভিন্ন ভাবে দেখানোর জন্য । অসংখ্য ধন্যবাদ
@maksudulhaq98134 жыл бұрын
বেলায়েত সর্দার এর জন্মদিনে তাকে শুভেচ্ছা ৷
@sumanmukherjee19423 жыл бұрын
মহসিন দাদা... জানি না অসুস্থতা আর বয়েস বৃদ্ধির সাথে মানুষের 'ইমোশান' বেড়ে যায় কি না, তবে আজ বেলায়েত ভাইয়ের চোখের জল আর আপনার এমন কৃতিত্বে আমারও চোখটা ভিজে গেল দাদা... বেলায়েত ভাইয়ের এই সরল চোখ আর অমলিন হাসি চির অক্ষয় হয়ে থাকুক, এই কামনাই করি
জন্মদিনের শুভেচ্ছা, বেলায়েত ভাই । বেলায়েত ভাই বা এদের মত মানুষরাই হচ্ছে প্রকৃত বাংলাদেশ । ভাল থাকুক বেলায়েত ভাইয়েরা , ভাল থাকুক বাংলাদেশ ।
@sumanmohanta93644 жыл бұрын
আমি দিল্লী তে থাকি আপনি হাজার বছর বাচেন ভগবান কৃপা করুক আপনার উপর
@anuttamdey64793 жыл бұрын
প্রতি দিন দুপুর বেলায় আপনাদের সঙ্গে সময় কাটাতে খুব সুন্দর ভাবে এই অবসর জীবন কাটাই, আমি আপনার প্রতিবেশী দেশ ভারতের বাসিন্দা, আপনাদের মাটির গন্ধ আমার মন ছুঁয়ে গেছে, অনেক অনেক ধন্যবাদ আপনাদের সকলকে।
@skbrothers40753 жыл бұрын
বেলায়েত ভাই এর মত হাসিখুশি মানুষটা আজকে কেঁদে দিল চোখের পানি গুলা খুশির পানি
@TheArpan19834 жыл бұрын
আপনাদের সবাইকে অনেক অভিনন্দন। বেলায়েত সর্দারকে উপযুক্ত সম্মান দিয়েছেন আপনি! এর থেকে বড় সম্মান আর কি হতে পারে! love and respect from kolkata, India 🙏🙏
@Sino-f3b4 жыл бұрын
বেলায়েত সরকার ভালবাসা নিও।❤️অনেক ভালবাসা From ভারত,কোলকাতা❤️
@rashedhasan62154 жыл бұрын
বেলায়েত ভাই খুব ভালো মানুষ। আল্লাহ তার জীবনকে সুন্দর করে দেন❤️❤️❤️
বিলায়েত ভাই একজন ভালো মনের মানুষ, আমি তার সার্বিক উন্নতি কামনা করছি ( মহাসিন ভাইয়ের জন্য শুভকামনা)
@Indranilghosal95314 жыл бұрын
বেলেয়েত ভাই আপনি সবার কাছে কেবল একজন মানুষ না। আপনি সবার "EMOTION"❤️❤️❤️ LOVE FROM INDIA
@adorkhan563 жыл бұрын
বেলায়েত ভাই এর চোখে পানি দেখে আমারও চোখে পানি চলে আরছে। আল্লাহ উনাকে অনেক দিন বাঁচাক
@mrrocky49674 жыл бұрын
বেলায়েত সরদার ভাইয়ের জন্য শুভকামনা সাথে মহসিনুল হাকিম ভাইকেউ
@marufkanchon54653 жыл бұрын
আপনি ঠিকই বলেছেন,এটা অসংখ্য মানুষ পায় কিন্তু আপনার মতো জীবনমুখী ও মানব কল্যাণকর কাজ করে কজন পায় সেটা আমাদের জানা নেই,স্যালুট আপনাকে।
@daredevilonfire873 жыл бұрын
ভক্ত হয়ে গেছি বেলায়েত সর্দার দাদার... খুব খুব ইচ্ছে একবার বাংলাদেশ যেতে পারলে অবশ্যই যাব মহসিনদার সাথে কন্টাক্ট করে। কলকাতা থেকে অনেক অনেক ভালোবাসা পাঠালাম আপনাদের সবার জন্য ❤️🙏🏽
@habibtvlogs80164 жыл бұрын
আসলে বেলাত ভাইয়ের চোখে পানি দেখে আমিও কেঁদে ফেলেছি প্রবাস থেকে সবার জন্য দোয়া রহিলো
@abhister29914 жыл бұрын
চোখ থেকে জল আসছে ।😔। আমাদের সবার প্রিয় মানুষ আপনি । আর মহসিন ভাই , আপনি আমাদের গর্ব ।
@rons10104 жыл бұрын
দারুণ... ওনেক অভিনন্দন ওনেক দিন পর বেলায়েত ভাই কে দেখলাম
@mohonchowhan22 жыл бұрын
Ai video 3rd bar dekhlam 3 bar e cokhe pani cole asce .. Love You Belayet Bhai also @mohsin ul Hakim Bhai ❤️❤️
heart touching story💗💓 মহসীন ভাই আপনি যা করছেন একুশে পদক পাওয়ার যোগ্য আমি মনে করি!😇
@rejasekh57504 жыл бұрын
আমি একজন বিদেশী,আপনার সমস্ত ভিডিও ফলো করি এবং অভিগত্তা রাখি কিন্তু এই ভিডিওটা আমার চোখে পানি এনে দিয়েছে যাই হোক আপনার পুরো টিমের জন্য শুভ কামনা রইলো বিশেষ করে বেলায়েত ভাই এর জন্য।(পশ্চিমবঙ্গ)।
@wakihossainatik56124 жыл бұрын
বেলায়েত সর্দারের কান্না!!!।কলিজায় লাগলো ভাই।😢
@chanchalroychoudhury83613 жыл бұрын
বিলায়েত ভাইকে বড় ভালোবেসে ফেলেছি নিজের অজান্তে। এরকম উদ্যমী ও উৎসাহী মানুষ ভিন্ন কোন অভিযান সফল হওয়া সম্ভব নয়। ওনার চোখের জল, কখন যেন আমার চোখের কোল ভিজিয়ে দিয়েছে। আহা একবার যদি আপনাদের সবাইকে দেখতে পেতাম! দুই দেশের সীমানা আমাদের পরস্পরকে দূরে সরিয়ে রাখে।
খুব ভাল লাগলো দেখে এবং বেলায়েত ভাইয়ের ইমোশন দেখে আমিও ইমোশনাল হয়ে গেছি।
@techsavvy904 жыл бұрын
খুব শান্তি পেলাম আজ, মৌসিম আর বেলায়েত ভাইদের মতো মানুষ আছে বলেই পৃথিবী এখনো জন্নত আছে , আপনাদের জন্য দোয়া করবো সব সময়
@uttamjana97304 жыл бұрын
আমি কলকাতা থেকে আপনার ভিডিও গুলো দেখি খুবই সুন্দর ভাল থাকবেন ধন্যবাদ আপনাকে
@saalimahmed37623 жыл бұрын
মহসিন ভাই ও বেলায়েত ভাই একটা অসাধারন বন্ধনে যুক্ত... অশেষ শুভকামনা ভাই...
@babukk5083 жыл бұрын
মহসিন ভাই আপনি এক জন ভর মনের মানুষ।এই পরিচয় টা দিলেন। খুব ভাল লাগল শুভকামনা রইল সবার জন্য।
@গোজামিল-ম৩শ4 жыл бұрын
বেলায়েত সর্দারের জন্য অসংখ্য ভালোবাসা।
@flyingmonk51114 жыл бұрын
সুন্দরবন ইপিসডের আমায় প্রিয় চরিত্রর মধ্যে *বিলায়ত* ভাই একজন। আপনাদের সবাই কে ঈশ্বর ভালো আর সুস্থ রাখুন এই প্রার্থনাই করি।
@gaziraju4534 жыл бұрын
আল্লাহ্ তায়ালার কাছে বেলায়েত সর্দারের দীর্ঘায়ূ এবং সুস্বাস্থ্য কামনা করি,
@kausikchakraborty60632 жыл бұрын
মহসিন দা আপনি সত্যি ভগবান এর এক প্রেরিত মানুষ যিনি এক এবং অদ্বিতীয় । ভগবান আপনার মঙ্গল করুন
@MdHasan-bf8pi3 ай бұрын
অনেক ভালো একজন মানুষকে আমাদের সামনে তুলে ধরছেন। মনটা খুব নরম বেলায়েত ভাইয়ের ❤️
@tareq81094 жыл бұрын
বেলায়েত ভাই আপনের জন্য তো আমার চোখে পানি চলে আসল। যারা আছেন এই ভিডিওতে আপনাদের সকলের জন্য শুভকামনা রইল। আল্লাহ আপনাদের ভাল করুক, আপনারা দস্যুতা ছেড়ে দিয়েছেন তার জন্য।
@sharifkhan117764 жыл бұрын
সত্যি বেলায়েত ভাইয়ের মতো একজন মানুষ হয় না, অসাধারণ ভালো মানুষ তিনি! তার চোখের পানি দেখে আমার চোখেও পানি বেরিয়ে আসলো, ভালোবাসি মহাসিন ভাইয়ের প্রত্যেক টিম মেট কে।
@asabuhanif31833 жыл бұрын
মহাসীন উল হাকীম ভাইকে স্যালুট জানাই আপনি এগিয়ে যান আপনার জন্য দোয়া শুভকামনা রইল
@mdsishakil1692 жыл бұрын
বেলায়েত ভাইয়ের সাথে সাথে আমিও আবেগাপ্লুত হয়ে পড়েছি। ভালো লাগে আপনার ভিডিও দেখে, সেইসাথে অনুপ্রাণিতও হই বটে। ভালো থাকুন ❤আপনি❤, ভালো থাকুক আমাদের ❤বেলায়েত ভাই❤, ভালো থাকুক আপনার টিম।
@FaisalAhmed-xv6zb3 жыл бұрын
সুন্দরবনের রিয়েল হিরো ক্যাপ্টেন বেলায়দ দরদার। আর এরকম একজন লিজেন্টকে জাতির সামনে তুলে ধরার পিছনে আরেক লিজেন্ট মুহসীন ভাই।। আপনাদের জন্য অফুরন্ত ভালোবাসা রইলো।।
@রওনকহোসেইন4 жыл бұрын
আপনাকে এবং আপনার টিমকে অনেক শুভেচ্ছা , বেলায়েত সরদার কে সাল্যুট
@MonirHossain-tk2ik4 жыл бұрын
অনেক অপেক্ষার পর বেলায়েত ভাইয়ের ভিডিও,,,,, ধন্যবাদ মোহসিন ভাই আপনাকে।
@abulbashar34244 жыл бұрын
মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ,সবাই কে অনেক অনেক ধন্যবাদ ভাই.........
@farzanahasnat77492 жыл бұрын
বেলায়েত ভাইয়ের চোখে জল চলে আসা দেখে আমার নিজের অজান্তে আমার চোখ দুটোতে জল চলে এসেছে। আমি ঢাকাতে বসে এখানটাই অনুভব করতে পারছি তা এবং সুন্দরবনের এই মানুষগুলোকে আমার হৃদয় দিয়ে অনুভব করছি । হৃদয় নিগ্রান ভালবাসা আর শ্রদ্ধা তাদের জন্য।
@shinycraftmc2 жыл бұрын
❤️
@md.kamrulislammukul20582 жыл бұрын
বেলায়েত ভাই কে কাদতে দেখে আমারও চোখে পানি এসে গেছে। শুভ কামনা রইল আপনাদের পুরো টিমের প্রতি। আমি সাভার থেকে।
@shakirzone61064 жыл бұрын
মন থেকে অনেক দোয়া বেলায়েত ভাই সহ সবাইকে আল্লাহ হেফাজতে রাখুক।সুস্থ রাখুক....আর সামনে তাদের হাশিমুখে রাখুক....! ❣️❣️❣️❣️
@anurupmajumder75444 жыл бұрын
ভিডিও টি দেখতে দেখতে আমিও আবেগে অশ্রু সম্বরণ করতে পারিনি। আশীর্বাদ করি আপনি আপনার অভীষ্ট লক্ষ্যে এগিয়ে চলুন আর এই সুন্দরবনের সুন্দর মানুষদের কষ্টের মর্যাদা অর্জনের দাবিতে অবিচল থাকুন।
@humayunkabir61434 жыл бұрын
এই সিলভার বটনে আমারও ভাগ আছে আমারর বাড়ি ভারত আমি আপনার ভিডিও দেখি
@Sk_Jami Жыл бұрын
Same here
@arundutta69112 жыл бұрын
বেলায়েত ভাইয়ের চোখে পানি দেখে আমার চোখে পানি চলে এসেছে । সর্বক্ষণ হাসিমুখে থাকা মানুষ বেলায়েত ভাই হাসিমুখ দেখতে চায় সবসময়।
@JahidHasan-hy6gw2 жыл бұрын
বেলায়েত ভাইয়ের চোখের পানি দেখে চোখে পানি চলে আসলো! খুব সহজ সরল আর আমুদে একজন মানুষ... দোয়া করি আপনার জন্য, সবার জন্য... ভালো থাকবেন সবাই🥰
@sdal-aminhossain82404 жыл бұрын
বেলায়েত ভাই সব সময় সবাইকে হাসায় আজ নিজে কেঁদে অনেক গুলো মানুষকে কাঁদালেন ভাই......একজন খাটি মনের মানুষ বেলায়েত ভাই,,,,❤️
@greeceprobashimilon52494 жыл бұрын
বেলায়েত ভাই অনেক হ্যাপি হইছে।মিলন এথেন্স গ্রীস থেকে।
@forhadhossain41414 жыл бұрын
সিলভার বাটন পাওয়া জন্য। আপনাদের পুরো টিমকে অনেক শুভেচ্ছা ও ধন্যবাদ। 😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍
@jashimuddin83093 жыл бұрын
মহসিন আপনাকে সালাম। সাথে সাথে বেলায়ত ভাইকেও সালাম। তার এই জীবন যুদ্ধকে আমি স্যালুট জানাই।
@mdjafrulislam3263 жыл бұрын
আসলে এটা অনেক বড় কিছু না। কিন্তু আপনি যে বাস্তবতা আমাদের মাঝে উপস্থাপন করেছেন তার জন্য এটা অনেক বড় কিছু। আপনি ভালো থাকবেন। আপনার সুস্থতা কামনা করি। ধন্যবাদ
@thetargaryenwolf6044 жыл бұрын
কখনো দেখা হয়নি কথাও হয়নি শুধু মাত্র ভিডিও দেখেই আপনি এবং বেলায়েত ভাই আমদের অতি আপন হয়েছেন।পাশে ছিলাম আছি ইনশাআল্লাহ থাকবো।
@mdmithun95324 жыл бұрын
মাশা আল্লাহ খুব মানিয়েছে আমাদের সবার প্রিয় বেলায়েত সরদারের হাতে❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
@huseyingencer25673 жыл бұрын
Ekdom
@amitavtalukdar43003 жыл бұрын
শুভকামনা ভাই,যারা বঞ্চিত মানুষদের কথা বলে তাদের আমি সবচেয়ে বেশি সম্মান করি।
@MohsinULHakim3 жыл бұрын
♥
@mahbubaalam24123 жыл бұрын
Karon apni sottikarer manush.
@mehebubalom43523 жыл бұрын
অসাধারণ একটা অনুভুতি। আর বিশেষ করে বেলায়েত ভাইকে অনেক শুভেচ্ছা। উনি একজন মাটির মানুষ এবং অনেক বর মাপের মনের মানুষ। ধন্যবাদ।
@parvezalom86742 жыл бұрын
বেলায়েত ভাই একজন সৎ ও ভালো মানুষ অভিনন্দন মহসিন উল হাকিম ভাই ও আপনার পুরো টিম কে
@roadracer6464 жыл бұрын
Happy Birthday Mr BELAYET SARDAR... EKBAR ASUN INDIA. KHARAGPUR Theke. West Bengal
@sayemarman2934 жыл бұрын
বেলায়েত ভাইকে জন্মদিনের শুভেচ্ছা❤️❤️❤️
@shovotalukder72654 жыл бұрын
বেলায়েত ভাই চোখের পানি দেখে কলিজায় একটা চিপা মারবো 😒😟
@heartlovestatus16983 жыл бұрын
বেলায়েত সরদার ভাই আসলেই একজন ভালো মানুষ, দোয়া রইলো মহাসিন উল হাকিম ভাইয়ের জন্য, আপনি সত্যি একজন বির
@healthyfood19892 жыл бұрын
সুন্দরবন সম্পর্কে জানার জন্য এই মহসিন-উল-হক দাদাই যথেষ্ট৷
@spsfamily4 жыл бұрын
Bilayat sardar manai sundarbon... Dada keep it up.... Love from India kolkata
@rajibkumarghosh48624 жыл бұрын
সত্যি আপনাদের একতা দেখে আমার চোখে জল এসেছে "শুভকামনা রইলো -প্যারিস থেকে রাজীব ঘোষ
@movieshub28673 жыл бұрын
এ যেন একটি পরিবার যেখানে শুধু ভাইয়ের প্রতি ভাইয়ের ভালবাসা ❤️
@abn24163 жыл бұрын
আমার দেখা প্রতিটি এপিছোড দেখি বেলায়েত ভাই গ্রেড ধন্য এই সাধারণ মানুষ গুলি কে