শফি মন্ডল বাংলাদেশের একজন খুবই গুণী বাউল শিল্পী, এইরকম বলিষ্ঠ কণ্ঠের অধিকারী শিল্পী খুবই কম আছে এই প্রজন্মে। কিংবদন্তি এই শিল্পীর দীর্ঘায়ু কামনা করছি। ভালো থাকবেন স্যার।
@MdMd-o6k8u5 ай бұрын
মেয়ে গুলোকে এ গানে এনে গানের বারোটা।
@abdulwadud1552Ай бұрын
opo
@dccreationstudio2 жыл бұрын
কি বলব বলার ভাষা নেই।IPDC কে ধন্যবাদ। এরকম সুন্দর সুন্দর গান উপহার দেয়ার জন্য।সব গান গুলো অসাধারন।I love baul sofi mondol.He is a best singer
@ramray93912 жыл бұрын
ভারত থেকে জানাই ...অভিনন্দন...খুব সুন্দর গান...!
@karmakarbikramjit1003 жыл бұрын
এক কথায় অনবদ্য।। আমি যে গুটিকতক দেহতত্ত্ব মূলক, লোক সংগীত শুনেছি তার মধ্যে সবচেয়ে পছন্দের "মন আমার দেহ ঘড়ি" গানটি। অসাধারণ লিরিক্স।।
@subratadutta42812 жыл бұрын
এ ধরনের সংগীত আমাদের বাংলার সংস্কৃতিকে সমৃদ্ধ করে। "বাঙালীদের জন্মকে সার্থক ও গর্বিত করে"।.... "শফি বুইড়া" "দারুন গাইছে। ওনাকে এবং সকল সহ-শিল্পীদের শুভেচ্ছা ও ভালোবাসা জানাই।....জিরাট, হুগলী,প:ব;/ইন্ডিয়া।
@গৌতমবুদ্ধ7 ай бұрын
বিখ্যাত গায়ক,,,,শফি মন্ডল।।।আমার কোন ভাষা নেই।।।এতো সুন্দর আয়োজন করেছে পার্থ স্যার।।।দাদাকে ধন্যবাদ।
@jayantachaudhuri85623 жыл бұрын
যত শুনছি,তত মুগ্ধ হচ্ছি,প্রত্যেকটা প্রত্যেকটা গান,গায়কী, টিম ওয়ার্ক সব সব। টুপিটা খুললাম।আপনাদের উদ্দেশ্যে। কলকাতা থেকে।
@vanchilam88922 жыл бұрын
Love
@farihatabassum68762 жыл бұрын
11111কঁঁক
@animeshbiswas13842 жыл бұрын
@@farihatabassum6876 8
@marufhasan8159 Жыл бұрын
এত সুন্দরভাবে, স্পষ্ট উচ্চারণে আর মনোমুগ্ধকর সঙ্গীতায়োজনে এই গানটা কখনো কোথাও শুনিনি। সম্পূর্ণ গানটা এখানে রয়েছে, এতদিন গানের কথা, সুর বিকৃত করে গানটা বহুভাবে গাওয়া হয়েছে ,এখানে অক্ষত আর নিটোল রয়েছে গানটা, ভাবতেই ভালো লাগছে। শত শত ধন্যযোগ IPDC কে।
@mdnurjul30642 ай бұрын
❤❤❤❤❤❤❤
@muradhasan92273 жыл бұрын
শফি মণ্ডল এই সময়ের অন্যতম বাউল শিল্পী। উনার কণ্ঠে গানটা আরও জীবন্ত হয়ে উঠেছে। মহান এ শিল্পীর দীর্ঘায়ু কামনা করছি।
@IPDCআমাদেরগান3 жыл бұрын
ধন্যবাদ
@jakirhealth3 жыл бұрын
দারুণ!
@hhfjjfhjfjcjj55852 жыл бұрын
kzbin.info/www/bejne/e4C1d5d4fLSmpsk
@MdNuru-r7s Жыл бұрын
@@IPDCআমাদেরগান 😢
@balajighosh19592 жыл бұрын
আপনাদের অনেক অনেক ধন্যবাদ যে এইরকম একটি গান এই ভাবে উপস্থাপন করার জন্য। আশাকরি বর্তমান প্রজন্মের সবাই এই গান শুনবে.... শত কোটি প্রণাম গানের স্রষ্টা কে।
@smritysarkar96822 жыл бұрын
অনেক অনেক ভাল লাগলো এই গানের সবগুলো অন্তরা তুলে ধরার জন্য। ধন্যবাদ স্যারকে এত সুন্দর ভাবে গানটি উপস্থাপন করার জন্য। আরও ধন্যবাদ জানাই তাল সংগীতের সকলকে সুন্দর ভাবে গানটি উপহার দেওয়ার জন্য। love all.
@mdshahinmunshi22612 жыл бұрын
ipdc প্রতিটা গানের সাথে তার মিউজিকটা এমন ভাবে যুক্ত করে, যেন গান গুলো শুনলে অসাধারণ একটা অনুভুতি হয়। যেন গানের মাঝে হারিয়ে যাই। ধন্যবাদ ipdc পরিবারের সকলকে।
@NayeemKhan-csegoogle2 жыл бұрын
ওহে ভারতবাসী দেখে যাও,শুনে যাও আমাদের বাংলার গান😊😊 বিশ্বাস করো হৃদয়টা জুড়িয়ে যাবে😌😌
@Nuruddin0012 жыл бұрын
Love form India assam থেকে আপনার সাতে এক মত
@shyamasen2 жыл бұрын
💚💚💚
@prasantasen24912 жыл бұрын
ভারত বাসির দেখার কিছু নাই এই দেশে বহু জাতি বহু ভাষার মানুষ আপনি প বাংলার কথা বলতে পারেন এগুলো কথা বলে লাভ নেই যেখানে যেমন চলে।
@NayeemKhan-csegoogle2 жыл бұрын
@@prasantasen2491 birat bepar tate
@marufmazumder82942 жыл бұрын
Bokachoda
@clearmindhappylife45773 жыл бұрын
জিবনে বহুবার গানটি শুনেছি অনেক শিল্পির মুখে কিন্তুু শফি মন্ডল দাদার মুখে গানটি শুনে মনে হলো তার আল্লাহ প্রদত্ত কন্ঠস্বরের জন্য তিনি মৃত্যুর পরেও বেচে থাকবেন প্রতিটি মানুষের অন্তরে 💔 এক ধীয়ানে গানটি শুনলাম,
@ramanray384011 ай бұрын
আল্লাহ গানকে হারাম করেছে এটা তার পূর্বপুরুষের সংস্কার বাঙালি উনি শিশু কামিকে ঘৃনা করে। লালন আমাদের আরবের নয়।
@sajibmondal5392 жыл бұрын
এক কথায় অসাধারণ ❤️❤️❤️❤️❤️ অনেক অনেক ভালোবাসা 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
@jibondhebnat1041 Жыл бұрын
অনেক ভালোবাসা রইলো তোমার প্রতি ভাই। তুমি দীর্ঘায়ু লাভ কর সুখে থাকো।
@mousomiakter49733 ай бұрын
❤❤❤❤❤ osadaron
@mirazmuhamod2103 жыл бұрын
আফসোস বর্তমানে এরকম গুনী গিতিকার ও শিল্পী বাংলা গানের জগতে খুজে পাওয়া দুষ্কর
@mkh8462 жыл бұрын
এক্সপার্ট সব কলাকুশলীগণ আর শফী মন্ডল সেতো এক বিস্ময়, অনেকদিন পরে একটা মনের মতো গান শুনলাম। ধন্যবাদ সবাইকে
@ahmedshopon28412 жыл бұрын
ধন্যবাদ জানাই IPDC আমাদের গান কে বিশ্বের সামনে তুলে ধরার জন্য । বাংলা লোকজ সঙ্গীতের জগতে এক অন্যতম কীর্তিমান পুরুষ কবি আলাউদ্দিন বয়াতি । তাঁর কালজয়ী সৃষ্টি ' মন আমার দেহঘড়ি ' গানটি আজও মানুষের মুখে মুখে বেঁচে থাকা এক জনপ্রিয় গান । গানটিতে লক্ষ্য করা যায় কবি আলাউদ্দিন বয়াতির সঙ্গীত প্রতিভা আর দার্শনিক চিন্তাধারার এক চমৎকার সংমিশ্রণ । গানটি জনপ্রিয় করতে বিশেষ ভূমিকা রেখেছেন আরেক প্রখ্যাত শিল্পী আব্দুর রহমান বয়াতি । আমাদের এবারের পরিবেশনা বাংলাদেশের গ্রামে - গঞ্জে , শহরে - বন্দরে সব শ্রেণির মানুষের মাঝেই সুপরিচিত ও শ্রোতাপ্রিয় গান 'মন আমার দেহ ঘড়ি কথা ও সুরঃ কবি আলাউদ্দিন বয়াতি মূল শিল্পীঃ আব্দুর রহমান বয়াতি কন্ঠঃ শফি মণ্ডল
@ibrahimafridi_official3 жыл бұрын
উস্তাদ শফি মন্ডল এর হয়না তুলনা উনি যেখানে গানের টান দিবে সেখানে মন পাখা হয়ে ঘুরে বেরাবে, খুব আনন্দ পাই উস্তাদ ভালোবাসা অভিরাম
পুরো মাতিয়ে দিলেন। কোরাস কে আলাদা করে ধন্যবাদ। অনেক অনেক ভালোবাসা ❤❤❤
@riazgreen2 жыл бұрын
কাশেম ভাই, আপনার বাঁশির উপস্তিতি আলাদা ভাবে উপলব্দি করি। আপনি অসাধারণ। সফি মণ্ডল অসাধারণ।
@niranjanmandalajay31933 жыл бұрын
জয়গুরু। অপেক্ষায় থাকি কবে আসবে নতুন গান। গানের মাধ্যমে কি সুন্দর দার্শনিক বিবরণ।
@angrybird60362 жыл бұрын
Aha MashaAllah কি কন্ঠ। কি লিরিক্স। কি গায়েকি। আর মিউজিক কি মিস্টি। বাংলাদেশের গ্রামের চিত্র ফুটে উঠে।
@supriyachakraborty4963 жыл бұрын
অনবদ্য কন্ঠশিল্পী ও কোরাস, অসাধারণ সঙ্গীত আয়োজন, পরবর্তী প্রযোজনার অপেক্ষায় রইলাম
@Sk.Aman.0082 жыл бұрын
বাংলা গানের এই রত্নগুলো অসাধারণ ভাবে তুলে আনার জন্য অসংখ্য ধন্যবাদ। এভাবেই বাঙলা গানকে বিশ্বের দরবারে পৌঁছে দিন।
@Literary_Warrant3 жыл бұрын
অনেক বেশি দিন অপেক্ষা করতে হয় আপনাদের পরিবেশনা শোনার জন্য। আরও অনেক অনেক মাটির গান শোনার অপেক্ষায় রইলাম।
@ruazkhan64682 жыл бұрын
বাংলা ভাষা এতো মধুর,তাও আমি এই গান কেমন হয়েছে তা বলার ভাষা খুজে পাচ্ছি না.. আপনাদের প্রতিটা গান আমার অনেক অনেক ভালো লাগে.. বাংলা সংস্কৃতি ধরে রাখার জন্য অপনাদের ধন্যবাদ দিয়ে ছোট করবোনা, অপনাদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা 🇧🇩❤️🇧🇩❤️🇧🇩 আপনাদের প্রতিটা গান আমার অনেক অনেক ভালো লাগে...
@SouravDas-lu4xp3 жыл бұрын
অপূর্ব সুন্দর একটা গান ,,,,,,, গানের কথা গুলো খুব ভালো লাগলো ,,এক কথায় গানটি অসাধারণ 🤘🤘🤘❤️
@mdmasudrana62379 ай бұрын
টিকটক লাইকের যুগে এমন গান যারা শুনতে আসে,,, তারাই গানের খোরাক বোঝে,,, ❤
@mdmizanurrahman56069 ай бұрын
Right ❤
@rokeyajui7 ай бұрын
যেমন আমি❤❤❤
@Md.Litonislam-cw6gw6 ай бұрын
liton
@Maynaart5 ай бұрын
Accelent
@hridoymojumdar50365 ай бұрын
সুন্দর কথা বলেছেন 🥰
@gayasamarasinghe8453 жыл бұрын
Beautiful , congratulations from Sri Lanka .
@emuemarat96052 жыл бұрын
IPDC কে অসংখ্য ধন্যবাদ আমাদের হাজার বছরের বাংলা গানের সংস্কৃতি জাগিয়ে তোলার জন্য। এ ধরনের উদ্যোগ আরও বেশি বেশি হওয়া দরকার,নতুবা নতুন জেনারেশন কে অপসংস্কৃতি থেকে রক্ষা করা দুরূহ হয়ে পড়বে যেমন অতিসম্প্রতি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে দেখা গেলো!!
@mdBabu-to3xw3 жыл бұрын
সোনার বাংলায় অসাধারণ কৃতিত্ব! সকল কলাকৌশলি এবং সম্মানিত শিল্পী, সফি মন্ডল, আপনাদের জানাই অন্তর থেকে আন্তরিক ভালোবাসা!এবং শুভকামনা।
@IPDCআমাদেরগান3 жыл бұрын
ধন্যবাদ ও ভালোবাসা নিবেন
@hhfjjfhjfjcjj55852 жыл бұрын
kzbin.info/www/bejne/e4C1d5d4fLSmpsk
@agontuk01 Жыл бұрын
মন জুড়ানো অ্যাক্টিং, বেশভূষা, সত্যিকারের গান শুনতেছি একটা এটারজন্য আবিরাম ভালোবাসা। ❤
@amritsarkar15513 жыл бұрын
আপনাদের ধন্যবাদ দিলেও ছোটো করা হবে, এক কথায় অনবদ্য ।
@sajibbappi79864 ай бұрын
আইপিডিসি এর সকল গানের সঙ্গীত পরিচালনায় পার্থ বড়ুয়ার উপস্থিতি কামনা করছি। পার্থ বড়ুয়ার সঙ্গীত পরিচালনায় গানগুলো অনেক জীবন্ত হয়ে ওঠে। গান শেষ হওয়ার পরেও মনে হয় স্ক্রিনের দিকে তাকিয়ে থাকি।
@joybarua61283 жыл бұрын
অসাধারণ আমাদের ঐতিহ্য সমৃদ্ধি সংস্কৃতি এতই বৈষম্য ও এতই সুন্দর তা ধরে রাখার জন্য আমাদের গান তথা ipdc এর সকল কলাকৌশলিদেরকে জানাই আন্তরিক কৃতজ্ঞতা ও ভালোবাসা সাথে বাধ্য ওয়ালা দের সাধারণ বাদক সব মিলিয়ে অসাধারণ লাগলো ও অসাধারণ পরিবেশনা ধন্যবাদ সংগীত আয়োজন ও পরিচাল শ্রদ্ধিও পার্থ বড়ুয়া ও রাসেল দাদাকে আরো সুন্দর পরিবেশানা আসুক এই কামনা রইলো শুভেচ্ছা ও ভালোবাসা সবাইকে 💗💗💗💗🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩 মালেশিয়া থেকে দেখলাম ভালোবাসা রইলো আমার প্রিয় দেশ আমার সোনার বাংলাদেশের জন্য 🇧🇩🇧🇩🇧🇩🇧🇩😍😍😍😍💗💗💗
@hhfjjfhjfjcjj55852 жыл бұрын
kzbin.info/www/bejne/e4C1d5d4fLSmpsk
@shamimhuq21342 жыл бұрын
I am watching from Houston, Texas. "Houston", was the first word when Neil Armstrong landed on the moon.
@SumonMiah-b1x3 ай бұрын
gan ta jotoi suni totoi valo lage .. keu 2024 er sese ase sunle akta like kore jaben, jate abar suna hoy gan ta
@MdRiadh-mr4mv3 жыл бұрын
৪৪ মিনিট হচ্ছে গানটা ইউটিউবে আসছে,,,২০৫০সালের জন্য কমেন্ট রেখে গেলাম,,,যারা যারা দেখতেছেন সবাই একটা করে লাইক দিয়ে যান
@MdKamalmiah-hk6ff Жыл бұрын
চলবে 50.বছর
@MDMasum-xy4zp Жыл бұрын
আমারও সেইম কথা
@user-gn2cs2hr4i Жыл бұрын
❤❤❤❤
@mdhridoy8772 Жыл бұрын
@@MDMasum-xy4zp❤
@digitalhelpwithnabaranjan10 ай бұрын
2024
@SaifulIslam-di2mf2 жыл бұрын
প্রয়াত বাউল শিল্পী আব্দুর রহমান বয়াতি প্রথম যখন এ গানটি গেয়েছিলেন তখন আমি সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলাম। অসাধারণ উপস্থাপনা।
@AbdullahFaruq-d7g10 ай бұрын
No one can match him ....due respect to the singer who is singing here.
@labanibanerjee7045 Жыл бұрын
Ki sundor kore sohoj sorol vabe uposthapana.monta vore jay..thanks for recharming our culture Bangladesh.. Gratitude from India🙏🙏
@roadwaynaria323 жыл бұрын
প্রতি সপ্তায় অন্তত একটি এরকম সুন্দর পরিবেশনা প্রত্যাশা করি ...সবার প্রতি শ্রদ্ধা এবং ভালো বাসা অফুরান ......করোনার নতুন ভেরিয়েন্টে সবাই সাবধান থাকবেন .....
@munnatarafdar103 жыл бұрын
শফি মন্ডল স্যারকে নিয়ে অনবদ্য অনুষ্ঠান আয়োজন করার জন্য ipdc কে অসংখ্য ধন্যবাদ....🙏🙏🙏
@rajibroy27523 жыл бұрын
আবারো মন ভরে গেল, পার্থ বাবুর সংগীতায়োজন আবারো মুগ্ধ করলো, ঠিক যে জায়গায় গানের তাল ডাবল মাত্রায় হলে খুব ভালো হবে বলে ভাবছিলাম ঠিক সেই জায়গাতেই পার্থ বাবু আবার নিজের কামাল দেখালেন, লা জবাব।
@amirhossain-j1k8y6 ай бұрын
a sdfghjkl;qwertyuiopzxcvbnm
@ratulbormonprotike60313 жыл бұрын
আহ্ আমাদের গান, যেতে হবে বহুদূর। ❤️ অপূর্ব পরিবেশনা। প্রিয় পার্থ দাদা ভালবাসা নিবেন। আর শফি স্যারের ত কোন তুলনা হয়না। তিনটা মেয়ে'র পরিবেশনায় গানগুলো নতুন মাত্রায় ছুয়ে যায়। অসাধারণ 👌 অপেক্ষায় থাকি কবে নতুন গান পাবো। ❤️❤️❤️
@IPDCআমাদেরগান3 жыл бұрын
ধন্যবাদ
@hhfjjfhjfjcjj55852 жыл бұрын
kzbin.info/www/bejne/e4C1d5d4fLSmpsk
@nisunurmi15833 жыл бұрын
এই গানটা শুনলেই ফকির আলমগীর স্যার চোখের সামনে ভেসে উঠেন। উনি এত দরদ দিয়ে গান করতেন। IPDC প্রচেষ্টাকে স্বাগত জানায়
@Ismailkhan-ld9yc3 жыл бұрын
মাটি ও মানুষের গান.. অনেক অনেক ধন্যবাদ আইফিডিসির সকল সদস্যদের.. ডিরেক্টরদের.. ও পডিচারকে এমন গান উপহার দেওয়ার জন্য 😻😊🥰
@ahsinger1721 Жыл бұрын
অসাধারণ কালাম, খুবই ভালো লাগলো দারুণ ভিডিও দারুণ গায়কী, এমন দামী সুন্দর গান আর হয়না, অনেক অভিনন্দন আমার পক্ষ থেকে, সত্যি অসাধারণ কথা, আমি স্বশিক্ষিত গীতিকার সুরকার।
@creativetutorialacademy2 ай бұрын
দেহতত্ত্ব্বের এই গানটা সত্যিই অসাধারণ। গানটা বারবার শুনলেও পুরাতন মনে হয় না।
@diptovai0013 ай бұрын
দেহতত্বের গান, গীতিকার সহজ ভাষায় বুজিয়ে দিয়েছে, স্রস্টা প্রত্যেকটা মানুষের ভেতরে আছে, স্রস্টাকে দেখার ধ্যান, মোরাকাবা করার ইঙ্গিত দিয়ে দিয়েছেন সাধক। মাশাল্লাহ।
@dr.ataurrahmanbabu3195 Жыл бұрын
আহা কি সুন্দর গায়কী,আর অসাধারণ বাদ্য যন্ত্রের সাউন্ড। পুরো টীমকে সাধুবাদ জানাই। 💝💝💝
@nirmanpal84402 жыл бұрын
অপূর্ব আপনাদের কাজ। মন ভরে গেল। আমার আপনাদের কাছে বিনীত অনুরোধ আপনারা বাংলাদেশের সীমানা ছাড়িয়ে বঙ্গ দেশের লোকজ সংস্কৃতি নিয়েও কাজ করুন। এতে আপামর বাঙালিদের খুবই সুবিধা হবে।
@IPDCআমাদেরগান2 жыл бұрын
আপনার মতামত তুলে ধরার জন্য ধন্যবাদ। আমরা চেষ্টা করব পরবর্তীতে আরও সুন্দর গান উপহার দেওয়ার জন্য। আমাদের সাথেই থাকবেন।
@rickbhattacharjee3 жыл бұрын
প্রথমেই চলে আসলাম❤️❤️❤️
@mithoonsarkerniel10 ай бұрын
সবাই গানের শিল্পী, স্রষ্টাকে নিয়েই বলছে। কিন্তু আমি ধন্যবাদ জানাই (পার্থ বড়ুয়া) দাদাকে, যিনি প্রত্যেকটি গানকে অসাধারণ পরিচালনা করে থাকেন। ওনি শুধু এখানেই নয়। অতীতের জনপ্রিয় গান অনন্য মাত্রায় উপস্থাপন করে শ্রোতাদের মন জয় করেছেন। Ipdc পাশাপাশি তিনি Seylon tea মিউজিক স্টুডিয়োর গানগুলোও পরিচালনা করেন।
@BrokenHeart-jm8vt3 жыл бұрын
সারাদিন কাজ করে শরীর মন দুইটাই খারাপ লাগে,, কিন্তু দিন শেষ এসে আপনাদের পরিবেশনার গানগুলা যখন শুনি, সারাদিনের ক্লান্তি দুর হয়ে যায়, ধন্যবাদ #IPDC.
@arifmd.rashedulkabir74692 жыл бұрын
অসাধারণ, প্রাণবন্ত , অনবদ্য। শফি মণ্ডল এর কণ্ঠে গানটি পুনর্জন্ম পেয়েছে । পুরো সঙ্গীতায়োজন ছিল দুর্দান্ত ।
@em___on3 жыл бұрын
বাংলার সংস্কৃতি ধরে রাখার জন্য ধন্যবাদ দিয়ে ছোট করতে চাই না। আপনাদের এই সুন্দর সুন্দর কাজ দেখে নিয়মিত অনুপ্রাণিত হই।
ফকির আলমগীর স্যার এর কণ্ঠে গানটা প্রথম শুনেছিলাম। গানটার premiere এর notification দেখে প্রথমেই হৃদয়ের photo gallery-তে স্যার এর মুখশ্রী ভেসে উঠলো আর হৃদয়টা হাহাকারে ভরে উঠলো।
@khubthanda34893 жыл бұрын
আপনার নাম টা ভিন্ন ।
@khubthanda34893 жыл бұрын
মাঝে একটা ব্যান্ডদল গানটা করেছিল । ওরাও বেশ ভালোই জমিয়েছিল ।
@srl2893 жыл бұрын
@@khubthanda3489 ও আচ্ছা। গানটা খুঁজে শোনার চেষ্টা করবো।
জনাব. কে দেখছি।ওনি আমাদের এলাকার গর্ব । আল্লাহ উনাকে অনেক দিন আমাদের মাঝে বেচে রাখূক
@anantabarua46183 жыл бұрын
অসাধারণ ♥️♥️ লাল পাহাড়ের দেশে যা।গানটা পরিবেশনের অপেক্ষায় রইলাম 🙏🙏
@coverbyazmulАй бұрын
গানের কথাগুলোর অর্থ যে বুঝতে পেরেছে.. সেই জানে কতটা মূল্যবান কথাগুলো.. আমাদের জীবন ঠিক তালা চাবির মতো.. সঠিক চাবি ছাড়া যেমন তালা খুলে না.. তেমনি সুন্দর মন ও সৎ কাজ ছাড়া মানুষ জীবনে চলতে পারেনা
@kamrulkarikar58813 жыл бұрын
আমার প্রিয় একটি গান ,, অসাধারন ,, তাছাড়া এই শিল্পীর একটি গান খুব বার বার শুনি , গানটি হলো " দে দে পাল তুলে দে মাঝি হেলা করিস না ".
@mdgolamsarwar9247Ай бұрын
আমাদের শফি মন্ডল মামার গান সেই আশির দশক থেকে শুনছি। যতই শুনি ততই অবাক হই। আমরা গুটিকয়েক জুনিয়র পোলাপান তখনই জানতাম উনি বাংলা সংগীত জগতের একজন সম্পদ। উনি একজন দার্শনিক বলা যায়। আমি উনার দীর্ঘায়ু কামনা করি।
@Sk.gaming3011 ай бұрын
অনেক দিন পরে এই গান সুনে মন ভাল হয়ে গেল[[[>>>❤.❤
@AngkonDebnath5 ай бұрын
স্মার্ট বাংলাদেশ সপ্নের যুগে এই গান শুনা মানুষ গুলা সত্যি গানের মর্যাদা বুজে,,
@manikdas49383 жыл бұрын
সুন্দর !! বিস্ময়কর আবিষ্কার ।
@robin21dhar342 жыл бұрын
যেমন গান,তেমন সুর,সাথে চমৎকার শিল্পী আর মিউজিক,, বাংলা ভাষার সাথে মিলেয়ে ব্যাকরান্ড টা ও দারুন, বলার ভাষা নাই,,মন ভরে গেলো,,ভালোবাসি মায়ের ভাষা বাংলাকে❣️❣️
@omithhasan63022 жыл бұрын
Jos
@armaanuddinjewel46213 жыл бұрын
অনেক সুন্দর একটা গান আসলে ভালো লাগছে ধন্যবাদ ipdc কে
@NupurAkter-h8x20 күн бұрын
আমি সব সময় এই গানটা শুনি আমার মত কে কে শুনতে ভালোবাসেন দেখতে চাই ❤️❤️❤️❤️
@mdjahiralam59383 жыл бұрын
তাক লাগানো ইভেন্ট❤️ অসাধারণ ছিল সব মিলিয়ে❤️ যেতে হতে হবে বহুদুর💚 আমাদের গান😍
@md.al-aminislamakash5185 ай бұрын
গানের সাথে জীবনের প্রতিটা পদক্ষেপ যেন মিলে যাচ্ছে। এক কথায় অসাধারণ
ipdc কে ধন্যবাদ দিয়ে ছোট করতে চাইনা। খুব সুন্দর আয়োজন
@IPDCআমাদেরগান Жыл бұрын
এরকম গান নিশ্চই বার বার শুনতে মনে চায় ! বার বার শোনার মতো গান আরও বেশি বেশি খুঁজে পাবেন আমদের চ্যানেল এ।
@itz.kowserbro3 жыл бұрын
পার্থ দাদার প্রতি অনেক কৃতজ্ঞতা। 🥰 বাংলা সাংস্কৃতিক গান গুলো এইভাবে নতুন প্রজন্মের কাছে উপস্থাপন করার জন্য💖
@pksarkar51202 жыл бұрын
অনেক সুন্দর একটা গান এমন গান প্রতি নিয়ত চাই।
@amalkrishnaroy7449 Жыл бұрын
অপূর্ব অপূর্ব চোখে জল এসে গেল।
@IPDCআমাদেরগান Жыл бұрын
আপনাদের ভালোবাসার জন্যই এত সুন্দর একটি গান উপহার দিতে পেরেছি আমরা। আপনাকে অসংখ্য ধন্যবাদ।
@LXHELAL-qo5gq3 ай бұрын
2024 কে কে শুনছেন সাড়া দিলে আবারো শুনতে আসবো মন প্রিয় গান ❤ দেশ শাদিন হওয়ার কে কে আমর মতো প্রথম❤❤❤❤❤❤❤
@monjuahmed5333 Жыл бұрын
অনেক দিন পর গানটা শুনে হৃদয়দা জুড়িয়ে গেল। ধন্যবাদ দাদা।
@alizaputulcollections3 жыл бұрын
এই আয়োজনে সকলের প্রতি রইলো প্রেমময় ভক্তি🙏জয়হোক বাংলা গানের ❤️
@salmanafridi7759 Жыл бұрын
আহা অসাধারণ অন্য জগেতে হারিয়েগেছি❤❤
@IPDCআমাদেরগান Жыл бұрын
আরও যুগ যুগ ধরে আপনাদের হৃদয়ে গানের মালা গেঁথে রাখতে চাই আমরা।
@MdShanin-lh9ny4 ай бұрын
আমাদের কুষ্টিয়ার গর্ব বাউল শফি মন্ডল
@shafiulalam-ir8qc2 жыл бұрын
আহ! মনের খোরাক মিটানো ছন্দ, সুর, কথা ❤️❤️❤️অন্তরের অন্তস্থল থেকে ধন্যবাদ বাউল শফি সাহেব ও IPDC.
@mistihasi2.0362 жыл бұрын
So sad song,,😭😭Kanna cole ase kzbin.info/www/bejne/rXyYfaB7fZ6gp9k
@MDShipon-f7c Жыл бұрын
বা অনেক সুন্দর হয়েছে
@arafathrahel19 Жыл бұрын
এই গানটি যে লিখেছেন উনি আসলে কথা গুলা এতো নিখুঁত হবে তিনি নিজেই হয়তো বুঝতে পারেননি,এতোটা গভীরে কিভাবে একজন মানুষ ঢুকতে পারে। #স্যালুট লেখক কে❤️ #Rahel_Sylhet
@abirpuja70879 ай бұрын
আধুনিকতার ছোয়ায়, আমার রুচি হারিয়ে যায়নি।অসাধারণ গান❤।
@MDYusuf-vu7gn4 ай бұрын
আসল শিল্পীর মতো হয় নাই, তবুও অনেক সুন্দর হয়েছে ❤❤❤
@rmalfu15433 жыл бұрын
It is my luck I have seen the writer poet Sarder Alauddin boatee &.singer Abdur Rahman boite personally. Both are excellent artists.thank you Safi mondol for your rendering style.
@subbu74176 ай бұрын
আবার দু বছর বাদে কমেন্ট করতে আসলাম। শফি মন্ডল আর IDPC একসাথে অসাধারণ!
@ParthaChattopadhyay19552 жыл бұрын
আমাদের গান---- নাম করণটির নীচে যে-সব গান আমি বেশ কিছুদিন ধরে শুনছি এক-কথায় আমি একজন সাধারন গান ভক্ত হিসাবে বলতে পারি আপ্নারা যে উদ্দেশ্য নিয়ে এই প্লাটফরমটা তৈরী করেছিলেন তা উল্লেখ-যোগ্য ভাবেই সফল হয়েছে ।.৭০ এর কোঠায় বয়স হলেও আমি সেভাবে গানের তালিম নিতে পারিনি নানান ধরনের প্রতিকূলতার মধ্যে দিয়ে জীবনের অনেকটা পথ পেরিয়ে এসেও তবে মাটীর গানের যে বিশেষ আবেদন থাকে আপনারা তা ১০০% ফুতিয়ে তুলেছেন---- কখন ও সোল/ দু-জনে/তিন-জনে/ হয়ত বা সবাই---- দারুন-অনবদ্য......। আপনাদের উত্তরোত্তর শ্রী-ব্রিধি হক। কলকাতা।
@ParthaChattopadhyay19552 жыл бұрын
ধন্যবাদ। কলকাতা
@pappukar91592 жыл бұрын
♥
@code-to-learn Жыл бұрын
ধন্যবাদ
@habibislam5889 Жыл бұрын
😊
@dasiboy79607 ай бұрын
😢😢😢😢😮😢😢😮😢😢😢😢😢
@ratanroy79432 жыл бұрын
সেলুট তিন বালিকা তোমাদের প্রতিটি গানে মৌখিক মিউজিকের জন্য।
@ibrahimkhalil8483 жыл бұрын
প্রিয় পার্থ দাদা সব সময় ভালোবাসা ❤️🖤 আপনাকে ধন্যবাদ দাদা বাংলা সংস্কৃতি ধরে রাখার জন্য ❤️🖤