আহারে আমার কিশোরীবেলা। একাকী-নির্জনতা ভাল লাগার বয়সের প্রথম বন্ধু হাবিবের গান। প্রথম প্রেম, লুকিয়ে একটু দেখা হওয়া, কথা বলার উপায় নেই। শুধু হাবিবের গান দিয়ে দুই হৃদয় কাছাকাছি। যখন হৃদয় ভাঙল তখনও হাবিব। তারপর একসময় বড় হয়ে গেলাম, ইউটিউব খুঁজলেই হাজারো গান আর শিল্পী। আমরা জাতে উঠে গেলাম, জনরা বুঝে গেলাম, হাবিবের গান পছন্দ শুনলে হাসাহাসি করলাম। কিন্তু বহু বছর পর যখন ভাঙা মনের টুকরো নিয়ে হিসেব কষতে বসলাম, স্মৃতি থেকে গান গুলো ফিরে এল প্রবল ভাবেই। মন মুনিয়া বা আকাশ যতই হোক না কালো শুনে কাটিয়ে দিতে পারব আরও কয়েক জীবন। অত হিসেবে কাজ নেইরে সুবোধ, সময় কারোই পক্ষে না।
@AmitDas-go6id6 жыл бұрын
Etodure Kolkata te thekeo thik ei aak e onubhuti hoy Habib bhai er gaan shunle!!! Aapni onubhuti ta sundor kore express korechen. Khub bhalo laaglo pore ebong saathe gaanti shunte shunte ☺️☺️
@SakilAhmed-du8tj6 жыл бұрын
সুন্দর লিখেছেন। মন ভরে গেলো। চোখে জল এসে গেল।
@LiveJaman5 жыл бұрын
ওয়াও নাইস কমপ্লিমেন্ট 👌
@abirahmedmizan67345 жыл бұрын
Ohj
@sahryarahmed89075 жыл бұрын
Apu amaro favorite Singer habib
@tanveerahmednomani205411 ай бұрын
5:38 আগে এই গান শুনে তারে নিয়ে কল্পনা করতাম আজ ১২ বছর পরে এই গান শুনে চোখের কোনে পানি আসে
@Pari-kh7vg9 ай бұрын
সত্যিই অসাধারণ ❤ যদিও আমার জন্ম ২০০০ এর পরে,, তবুও এই গান গুলো শুনে,,,বুঝতে পারছি,, বাংলাদেশেও বিশ্বমানের শিল্পী আছে।।। সত্যি অসাধারণ শিল্পী হাবীব,বালাম, মিনার, হৃদয় ,,,, ভালোবাসা অবিরাম,,,,৯০ দশকের না হয়েও,,,এই শিল্পীদের ফ্যান হলাম,,,সাত দিন যাবত এদের গান শুধু শুনতেছি ।।।।🧡🧡🧡🧡
@mohosen87658 ай бұрын
Toi akta setai r bollam nah
@sharmisthamajumder49709 ай бұрын
কিছুদিনের জন্য দূরে ছিলাম বলে একদিন একজন এই গান শুনে আমার জন্য অনেক কেঁদেছিলেন আজ তার হৃদয়ের কোথাও আমার জায়গা নেই সেখানে অন্য কারো বসবাস। সময় বদলায় মানুষ ও বদলায়
@MdArif-hd7vv10 ай бұрын
অনেক অনেক দিন পর শুনলাম গানটা তবুও মনে পরে যায় পুরনো কথা, পুরনো স্মৃতি, বুকে জমে ব্যাথা, চোখে আসে জল, নিজেকে হারিয়ে সবটাই যেন বৃথা
@Shimla-if5yt10 ай бұрын
আমরা ৯০ দশকের ছেলে মেয়েরা সত্যি খুব ভাগ্যবান❤❤
@tarikmahmood41597 жыл бұрын
তখম টিনএজার ছিলাম।এমনিতেই অনুভূতির তীব্রতা ছিল অনেক বেশি।হাবিব ওয়াহিদের শোনো এলবামের(বা ঐ সময়ের) গানগুলো শুনে এতই আবেগ্লাবিত হতাম যে কল্পনার কাওকে ভেবে চলে যেতাম প্রেমের অজানা,অচেনা দ্বীপে।
@Maher-ql8ht4 жыл бұрын
amio onk miss kori onk khrp lke old day gula mone porle kanna pai 😭😭
@MustafizurRahman-zx1wq3 жыл бұрын
Moner kota gula lekechen
@lobainakonok9373 жыл бұрын
Same to you...
@shohagahmedntanjoislam40803 жыл бұрын
Amr kolijar tokra hasben k py ai song tar modde..habib wahid is best all song ..☺☺☺
@SADDAMHOSSAIN-do7ow2 жыл бұрын
Yes
@mdsharekraju35542 жыл бұрын
পুরো, ভারত খুঁজে এমন একজন শিল্পী, খুঁজে পাওয়া যাবে না.............. এখন, পোলাপান, বাংলাদেশের, অমর গান গুলো না শুনে...... হিন্দি গানের পাগল হয়ে যায়,.....।। বড়ো আপসোস লাগে.............
@ShamimHossain-eu8zf4 жыл бұрын
কমেন্ট রেখে গেলাম, পরের প্রজন্মরা যখন এই গানগুলো শুনবে তখন মনে করবে তাদের মতো আমাদের ও খুব প্রিয় ছিল এই গানগুলো । একলা অনুভূতিতে খু্ব শুনতাম আর প্রিয় প্রাক্তনের কথা ভাবতাম
@shafayethossain1312 ай бұрын
এই গানের অসাধারন, হৃদয় নিংরানো এই বাঁশির সুর শ্রদ্ধেয় বারী সিদ্দিকির বাজানো। হাবিব ওয়াহিদ এর অসাধারণ সুর এর মূর্ছনায় অভিভুত হয়ে বিশেষ অনূরোধে তিনি এই বাশি বাজিয়েছিলেন এবং এই দুই কিংবদন্তির অসাধারণ মেলবন্ধনে এই কালজয়ী "মনমুনিয়া"র সৃষ্টি।
@hasanlaila30592 жыл бұрын
২০০৬ সালের রমজানের ঈদে রিলিজ পেয়েছিলো, এই এলবামটা। ক্লাশ এইটে পড়াকালীন সরণি কোচিং থেকে বাসায় আসার সময় সাইকেলে করে কান্দিরপাড়ের বাহার মার্কেট এর দোতলার কোনার দোকান থেকে কেনা ক্যাসেট আর সেই অনুভূতি দুটোই অমূল্য। ভালো থাকুক সব প্রিয় মানুষগুলো। কিছু সম্পর্ক দূর থেকেই বেশি সুন্দর।
@sbsujon51836 ай бұрын
ভাই এগুলো মনে করায় দিয়েন না ভাই মনে হলে আর ভালো লাগেনা আহারে কি স্মৃতি ছিল❤❤❤
@mdnazir86775 ай бұрын
ধন্যবাদ,,, আমারও প্রিয় হাবিব ওয়াহিদকে আমি কুমিল্লার দেবিদ্বারের
@mdnazir86775 ай бұрын
@@sbsujon5183❤❤❤
@LTAS276L5 ай бұрын
Amio 06 ssc batch er
@JannatBegum-sh8vz4 ай бұрын
আহ সময় কই গেলো 😊
@sujandey99493 жыл бұрын
হাবিব বসের মত এত মায়া, আবেগ দিয়ে গান কেউ গাইতে পারে বলে মনে হয়না।হাবিব একজনই যে এত মায়া, দরদ দিয়ে গান গাইতে পারে।
@ashikur.shovon3 жыл бұрын
এ গান যখন রিলিজ পেলো ক্লাস সিক্সে পড়তাম । ভিসিডি ছিলো , তোমার গানের ক্যাসেট কিনে সারাদিন বাসায় শুনতাম মিয়া । ছাদে ক্রিকেট খেলার সময়েও বাসার বাসার ভাইকে বলতাম কম্পিউটারে জোরে গান ছাড়েন ! কী বুঝতাম কে জানে ! কিন্তু পুরো ছেলেবেলা তুমি এলোমেলো করে দিয়েছিলা মিয়া । কখন জেনো হারিয়ে গেলাম অতীতে । কত সুন্দর সময় ছিলো । ২০০৬ থেকে ২০১১ গোল্ডেন Era
@kazisaymon55595 жыл бұрын
2008,2009,2010,2011 যত পোলাপাইন প্রেম মগ্ন হইয়া পাগল হইছে আর প্রেমে পইরা গোল্লায় গেছে, আবেগ শিখছে সব মিয়া আপনার জন্য,,,যা খেলা দেখাইছিলেন মিয়া আর কি কইতাম,,এইসব গান তো না যেন চিত্তে আগুন জ্বলে
@mdalislam92264 жыл бұрын
Same 💗 brother..
@MustafizurRahman-zx1wq3 жыл бұрын
Exactly Brother
@lalontelecom22813 жыл бұрын
Same🥰
@moneka3233 жыл бұрын
সহমত
@viralnewsworld36963 жыл бұрын
Moner kotha bro.....😥🥺🥺🥺😢😭😭😭
@spidyforever8433 жыл бұрын
আহা "শোনো" অ্যালবামের সাথে কাটানো সেই ছোটবেলা... কত সুন্দর ছিল দিনগুলো...
@mdalamrana735324 күн бұрын
হাবিব ভাইয়ের গান গুলো নিয়ে কত স্মৃতি জড়িয়ে আছে। যখন গানগুলো বের হয় তখন বয়স ১০ থেকে ১২। ঐ সময় এ গানগুলো অন্যরকম অনূভুতি দিতো। জেঠাতো ভাইয়ের দোকানে সাউন্ড বক্সে শুনতাম। শৈশবেই প্রেমের এক সুন্দর অনূভুতি দিতো তার গান গুলো
@daudsada44353 жыл бұрын
রক্তের শিরায় শিরায় গানগুলো মিশে আছে। টিনেজ বয়সের এক সাইকেল চালানো যুবকের চোখ ভারি হয়ে উঠে গানগুলো শুনলে। ভালো থাকবেন হাবিব ভাই
@m.a.shohagyasin118 Жыл бұрын
সেই নোকিয়া N70 দিয়ে গান গুলো শুনতাম , এখন শুনলে মনে হয় , সেই আগের সইসবে ফিরে যেতে, অনেক আবেগ অনেক সৃতি এই গান গুলোতে আজো জরিয়ে আছে , মনে হয় আজীবন থাকবে , তবে আমি বেঁচে থাকি আর না থাকি , এ কমেন্টে লিখে গেলাম , আমার পরবর্তি জেনারেশনের জন্য , ❤
@mahabuburrahmankhalifa80463 жыл бұрын
একসময় এই গান আশেপাশের থেকে শুনলে স্থির হয়ে যেতাম,খুব মনোযোগ দিয়ে শুনতাম, ভালোলাগা অনুভূতি তৈরি হতো। বয়স বেড়েছে ব্যস্ততায় কাটছে সময়,সুযোগ পেলেই শুনি আর ফিরে যাই শৈশবে 💔♥️
@aroshali786411 ай бұрын
যৌবনের প্রেম এই গানগুলো.. নয় বছরের প্রেমের বিচ্ছেদের পরে গানের কথাগুলো হৃদয়ে আরো বাঁধতে থাকে, গেঁথে যেতে থাকে।
@subrotobiswas67585 жыл бұрын
অামি হাবিব ভাইয়ের এক পাগল ভক্ত। অনেক দিন পরে এই গানটা শোনার পরে , সেই হারিয়ে যাওয়া হাবিব ভাইকে খুজে পেলাম। আজ কার হাবিব ভাইয়ের নতুন গানের মধ্যে খুজে পাই না ভাইকে । 😑😐 হৃদয়ে অাবার একবার প্রেমে পরে গেলো ভাইয়ের উপর৷
@mdkamruzzaman67102 жыл бұрын
তখন সম্ভবত ২০০৫ / ২০০৬ সাল। বড় চাচা ঢাকা থেকে আসলো বাড়ীতে। বাড়ী থেকে কিছু দূরে বর্ষার কারণে রাস্তা প্রচন্ড খারাপ থাকায় কার আটকে গেলো। সময় তখন সন্ধা। গাড়ী নিয়ে আসার কোন উপায়-ই ছিলনা। কি আর করা! সারারাত গাড়ী পাহাড়া দিলাম। আর সাথে "শোন" এ্যালবাম। কি যে অমায়িক রাত কাটালাম! আজো মনে পড়ে ২০২২ এ এসে। কতইনা মধুর গানগুলো।
@salmaahmed90882 жыл бұрын
আহা! সোনালী দিন গুলো,, প্রথম ভালোলাগা, ভালোবাসার অনুভূতি.. এই গান গুলোই তার প্রমাণ ❤️❤️
@mdgiasuddinhd871310 ай бұрын
আমার জীবনের শ্রেষ্ঠ গান। হাবিব ভাইয়ের জন্য অনেক অনেক দোয়া রইল।
@pushpitabarua86034 жыл бұрын
এই গানগুলো কত memory মনে করিয়ে দেয়।।ইশ সেই দিনগুলো যদি আবার ফিরে পেতাম😒😒
@BdR75053 жыл бұрын
Sei din asbe na.....miss kori sei din gula..
@অভিমানি.রাজকুমার3 жыл бұрын
Tai naki go 😁😁
@pushpitabarua86033 жыл бұрын
@@onlinepabna4727 😞😞😞
@Ummehabiba20509 ай бұрын
😢😢😢😢😢
@techpoint.7802 ай бұрын
😢😢😢😢really
@SojolDash-r1v Жыл бұрын
না জানি কি এক অনুভূতি এই গানে যখন নতুন স্বপ্নদেখা শিখেছিলাম তা এই গানের সুরের মাধ্যমে। হাবিব ভাইয়ের এইসব গান রোমান্টিক প্রেম অথবা ভাঙ্গা মনেও দাগ কাটে। বেঁচে থাকুক এই সুর
@parvesalam30182 жыл бұрын
আহারে ভালোবাসা, কি এক অনুভুতি। আমার মুখে সবসময় লেগে থাকা 🥰হাসি, ছিনিয়ে নিয়ে হারিয়ে গেল কোন অজানায়😥😩।
@Azizul-OfficiaI5 жыл бұрын
অনেক আগে থেকেই শুনি হাবিব এর গান, আজও শুনি পরক্ষনে কোথায় যেন হারিয়ে যায় চোখের কোণে একটু জল ও চলে আসে। সেই পুরনো স্মৃতি ❤❤❤❤😥😥😥😥😥
@mdshajibahmed77376 жыл бұрын
কেমন জানি একটা অনুভূতি কাজ করে নিজের ভিতর..😞 তবে হাবিব ভাই আপনার সেই আগের মায়াবী গান গুলা আমার জন্যে কালজয়ী হয়ে থাকবে😍
@parvesalam30182 жыл бұрын
১৫ টি বছর পার হয়ে গেল আজও তোমায় ভাবি। জানিনা আর কোন দিন শোনেছ কিনা, আমায় ছাড়া এই সুর। আমার না বলা কথা আর বলা হলো না। প্রথম জীবনে প্রথম ভালোবাসা তুমি, আঁধার ঘরেই হারিয়ে গেলে। আজও চোখের কোনে জল ঝড়া পাতার মতো ঝরে যায়। কি যেন এক অনুভুতি আজও নিজের অজান্তেই নিজেকে কুরে কুরে খায়।। মন মুনিয়া বেঁচে আছ তুমি আমার সকল অনুভুতিতে, ভালো থেকো ভালোবাসা♥️।,,,,হয়নি আজও কিছুই বলা, না বলা সব কথা..... ২০০৭ সালে রেডিও টুডেতে ডেডিকেড করেছিলাম তুমায় এই সুর, আজও আর একবার তুমার জন্য আমার এই অনুভূতি,♥️ যেমনটা ছিল তখন। যেখানেই থাকো ভালো থেকো ♥️শামীমা♥️💕💚♥️।
@mddastogir508Күн бұрын
সেম
@tamannaislam19883 жыл бұрын
প্রিয় মানুষ টি যখন অনেক দূরে চলে গিয়েছিল তখন এই গানটি শুনে কাদতাম খুব kadtam,আর আজ সে পৃথিবীতেই নেই আজও এই গান শুনেই কাঁদি।😭😭
@shakibhossain62682 жыл бұрын
😭😭
@sojinmiah54562 жыл бұрын
😥😥
@sojinmiah54562 жыл бұрын
🙏😞
@mhkajol43722 жыл бұрын
😪
@utubeguru9879 Жыл бұрын
তাকে কি জীবনসঙ্গী হিসেবে পেয়েছিলেন?
@jashimabdulmalek48867 жыл бұрын
আমর বয়স যখন ১৫-১৬ বছর তখনি এই গানটা প্রথম শুনি। তখন ভালোবাসা কি বা কাকে বলে তেমন একটা ধারনা ছিলনা। তার পরেও গানটা শুনলে কেমন যে একটা আবেগ অনুভব করতাম। হু এটা সত্যি এখনো গানটা শুনলে সেই আগেটাই অনুভব করি। ধন্যবাদ ভাইয়া গানটা আমাদের উপহার দেয়ার জন্য।
@mdjewelrananicenatok46276 жыл бұрын
right
@shohaghossain87846 жыл бұрын
Same case for me bro.
@kabboshala3 ай бұрын
2:46 এই অংশটা ভাই মন বহুবার কেড়েছে আজও কেড়ে নিচ্ছে, জানিনা বাঁচবো কতদিন তবুও চলছে কেড়ে নেবার খেলা
@ashrafulislamislam80053 жыл бұрын
2021 সে এসে গানটি শুনতেছি। এই গানটি আমার জীবনের বেষ্ট গান। কত যে মায়াভরা এই গানটি বলে বুঝানো যাবেনা।মনের মানুষকে খুজে পাই এই গানটি শুনে, ভাট সে কিন্তু অন্যকারো হয়ে গেছে, তবে আমার মনের বিতর এখনো রয়ে গেছে। আর থাকবে জীবনের শেষ নিঃশ্বাস থাকা পর্যন্ত।প্রিয় ভাল থাকিস অন্য কারো বুকে মাথা রেখে, আমি না হয় তর সৃত্রি নিয়েই বেঁচে থাকব। ♥নাছিমা ♥
@sharifhossain32462 жыл бұрын
I am sorry...
@arefinsiddiq9682 жыл бұрын
আহ কি মায়াবি সুর!!!! কলিজা ছিড়ে যায় কন্ঠটা শুনলে।
@zahidurrohamanshaun1665 Жыл бұрын
Right bro 😥
@mohammadsomun1719 Жыл бұрын
রাইট 😢
@shetuahosan64942 жыл бұрын
একাকিত্বের সাথি ছিল "শোন" এলবাম। মন মুনিয়া শুনতাম আর মন খারাপ করে জানালার পাশে বসে থাকতাম। আহারে! কি জাদু গানটায়!
@JassonIssacs5 жыл бұрын
হাবিবের গান কখনো পুরনো হয় না! কি অদ্ভুত সৃষ্টি. …..
@sanjidarika87523 жыл бұрын
হাবিব ভাইয়ের এই গানগুলোর appeal সবসময়-ই অন্যরকম। ❤️ It will never grow old!
@mdarifkhan60743 жыл бұрын
Right...
@AKTARA1011 ай бұрын
*এই গানটি শুনলে একটা মুখ বেসে উটে*💔
@lonelyystar2 жыл бұрын
সেই কিশোরী বেলার মধুর সময়ের মধুর গান...সময়গুলো যে কতটা সুন্দর ছিল এখন বড় হবার পর খুব মনে পড়ে। হাবিব বালাম এলিটা-তাদের গানগুলো নিয়ে ছিল ভালো কিছু মুহূর্ত পার করেছিলাম......
@gazimahmudulhasan91142 жыл бұрын
আহা! সোনালী দিন গুলো,, প্রথম ভালোলাগা, ভালোবাসার অনুভূতি.. এই গান গুলোই তার প্রমাণ ❤❤
@rezuwanaakhi93662 жыл бұрын
হাবিবের এই গান গুলো শুনলে আমি আমার সোনালী অতীতকে এক বার করে ছুয়ে আসি ❤️❤️❤️
@firozmiabp932 Жыл бұрын
৯৬
@ShahedShahed-l3z Жыл бұрын
অসাধারণ সুন্দর
@akashshrabon16936 жыл бұрын
2006 কোরবানি ঈদে এই এলবাম টা কিনেছিলাম হাবিব ভাইয়ের ফটো দেখে,,,, সব গুলি ই অসাধারণ,,,
@goldentime567011 ай бұрын
আমার ভালোবাসার স্রিতি গুলোর আরেক সাক্ষি হাবিবের গান গুলি।
@anibdas13463 жыл бұрын
সেই পুরাতন মুহুর্তকে কাছে এনে দেয় গানগুলা। তখন ভালবাসতাম এক ছলনাময়ীকে যে কিনা আজ অন্যের বুকে মাথা রেখে সুখের দিন কাটাচ্ছে 😥 জানি এভাবে ঝরে গেছে অনেকের ভালবাসা। এখন একটাই চাওয়া বেঁচে থাক সবার ভালবাসা 💗
@androidphonetips44674 жыл бұрын
হাবিব এর গান শুনলে আজও তুমার কথাই মনে পড়ে তুমি আজ আমার থেকে অনেক দূরে ভাবিনাই এভাবে আলাদা হয়ে থাকবো আমরা দুজনে
@mamunnayeem52664 жыл бұрын
আহ রে আমার ছেলেবেলা আহারে আমার বিশুদ্ধবেলা । কত শত কিছু জড়িয়ে আছে , এই গানগুলোয় আহ রে ...
@samsulhaque899210 ай бұрын
এই গানের মত এখনো আমি সিংগেল রয়ে গেলাম !
@youtubealltips720910 ай бұрын
এই গানটি আমার অনেক অনেক পছন্দের ❤ বাট ,,2012 সালে আবার এখন 2024 love you habib vai❤🇲🇾🇧🇩 আমার জীবনে আমি success আমার ঐ মানুষটা আমার জীবন সঙ্গী আল্লাহ আমার ঘরে একটা কন্যা সন্তান দিয়েছেন। সবার জীবনে পছন্দে মানুষ কে পায়না ,, কিন্তু পেয়েছি অনেক কষ্টের পর ,কড়ে বসবাস করেও আলহামদুলিল্লাহ ভালো,,,এখন প্রবাসি 🇧🇩 🇲🇾 অনেক মনে পড়ে,,
@mdtuhinurrahman2 жыл бұрын
হাবিব ভায়ের গান এতো শুনেছি যে,এখনকার ছেলেরা এতো আপেলও খাইনি... হাবিরের গান শুনলেই সেই কিশোর বেলার কথা মনে পড়ে যায়..হাবিবের গান রিলিস হলেই আমরা বন্ধুরা গান ডাউনলোড করা হিড়িক পড়ে যেতো.. হাবিব ভায়ের এসব গান গুলো সারাজীবন থেকে যাবে...
@rajudey4589 Жыл бұрын
কিশোর বয়স জীবনের সবচেয়ে সুন্দরতম অধ্যায়। বয়সটা সংখ্যায় বুড়ো হয়ে গেলেও ঐ সময়টা চিরতরুন'ই থেকে যায়। আর আমাদের কৌশোর আঠকে গেছে হাবীবের মায়াভরা এই গানটাতে।
@alamin2020b4 жыл бұрын
সেই ছোট্টো বেলায় শুনেছিলাম। তখন এতকিছু বুঝতাম না কিন্তু কেমন জানি এক ধরনের ভাল লাগা কাজ করতো। নিরবে নিরালে শুনতাম। #হাবিব ভাই আপনার জন্য রইলো ভালবাসা অবিরাম।
@robelparvez97613 жыл бұрын
সেই ২০০৮সালে প্রবাসে চলে আসছি আজ এতোটা বছর পরও মনে হচ্ছে এই প্রথম শুনছি ২০২১সালের জুন মাসে। প্রবাসের একাকিত্ব কাটিয়েছি এই গান শুনে আর কতো যে কেদেছি মা মা বলে কখন নিজের দেশে চলে যাবো।প্রবাস জীবন আর ভালো লাগেনা।এই প্রবাস জীবন অনেক ভাইদের কাছে একটা অভিশপ্ত অভিশাপের নাম।আল্লাহ ভালো রাখুক সকল ভাই বোনদের।এই দোয়াই করি প্রবাসে থেকে।
@nabilasultananabilasultana30917 жыл бұрын
গানটা শুনে অনেক ভালো লাগলো।ধন্যবাদ হাবীব ভাইয়াকে এত সুন্দর গান গাওয়ার জন্য।
@mdrakin34647 жыл бұрын
Nabila sultana Nabila sultana tnQ apu.. cmt onek valo laglo
@mohammednitham87147 жыл бұрын
Nabila sultana Nabila sultana আমার ও পচন্দের গান সেটা।
@rafinsikdar74896 жыл бұрын
অসাধারণ কণ্ঠ হাবিব ভাই তোমাকে সালাম
@mojammalrana94966 жыл бұрын
Nabila sultana Nabila sultana Hi
@mojammalrana94966 жыл бұрын
Hi
@salmanwahidraazrahman3 жыл бұрын
সত্যিই আমাদের বংশের গৌরব। তার আপন রক্ত হতে পেরে নিজেকে গর্ব হয়। এগিয়ে যা ভাই।
@shohagahmedntanjoislam40803 жыл бұрын
Apner ki hoi habib vai??
@salmanwahidraazrahman3 жыл бұрын
@@shohagahmedntanjoislam4080 Mamato Fufato Vai
@mdtoriqul74033 жыл бұрын
আহারে আমার কৈশোর!!! সারাদিন এই গান শুনেছি। হাবিব ভাই মানেই আবেগ!
@SyedArifulAhmed5 жыл бұрын
2008 মনে হয় রেডিও ট্যাপে শুনছিলাম স্কুল থেকে এসেই গান শুনতাম । কি দিন গুলোই না ছিল!!!
@mirkhabbabbinkhalil7213 жыл бұрын
Ar ami school e jete jete private car e shuntam aaah ki feelings 😍😍😍
@SyedArifulAhmed3 жыл бұрын
@@mirkhabbabbinkhalil721 tk ar vab dekhaila naki?
@redburningbikers41523 жыл бұрын
😥😥😥😥
@ShaonReza2636 Жыл бұрын
গানটির সাথে জরিয়ে আছে সে,ও তার ছবি, যার ছবি তোলার বারণ ছিল... 0:55
@mdzaherul31597 жыл бұрын
বস তোমার পুরোনো এসব গানের জন্যই তোমাকে অনেক ভালোবাসি!
@SaifulIslam-gi6zq3 жыл бұрын
হুম ❤️❤️❤️❤️❤️❤️
@xmanallrounder3 жыл бұрын
ঠিক ভাই, হাবিবের পুরোনো গান আমার খুবই ভালো লাগে।
@ibranika839 Жыл бұрын
রাত ১ টা, সবাই নিরব নিভৃতে ঘুমাচ্চন্ন, আর আমি বেল্কনিতে চেয়ারে হেলান দিয়ে দুখানে হেডফোন লাগিয়ে ভলিউম টা কিছুটা বাড়িয়ে দিয়ে গানটা শুনতেছি, আর অদ্ভুত একটা শিহরন অনুভব করছি যার কোন ভাষা নাই, just its Amazinggg😢😢😢😢😢
@saramaria5212 жыл бұрын
As a 2000 child, this song is something I miss in my life😔 Thanks youtube cause it's the closest thing to time machine we have.
@monirnoboni7652 Жыл бұрын
Ami 2004 class 8, cilam. Sei Theke habib Wahid ke chini.. Amr Bangladesh Priyo Singer se❤❤❤ or shur amr besi valo lage
@greenview6210 Жыл бұрын
অনেক মেমোরি এই গানের সাথে জরিয়ে আছে। সময় টা ছিলো বর্ষাকাল। প্রচুর বৃষ্টি হতো। ক্লাস ৭ এ পড়তাম তখন। তখন সিডি ক্যাসেট এবং মেমোরিতে গান লোড করার যুগ ছিলো। বড় ভাইদের কাছ থেকে সিডি ধার নিয়ে কতো যে শুনেছি গানটা। এবং তখম আমি আমার ওয়াইফ এর সাথে প্রেম করতাম। অনেক অল্প বয়সেই তার সাথে আমার প্রেম হয়েছিল। I still Love you so much My Wife. অনেক ধন্যবাদ এতো বছর পাশে থেকে সাহস দেওয়ার জন্য।❤️❤️❤️
@dgitriitifjj230110 ай бұрын
আমার প্রেম ও হাবিবের গান একে অপরের পরিপুরক.....❤❤❤😂❤
@mahbubalammunna13557 жыл бұрын
This is the song that I sang in a program from the backstage when I was in class 10 in 2010. That was the first time I sang a song in a public place. Even nobody saw me. This song reminds me of my those golden old days.
@suhanagazi90044 жыл бұрын
কোন সে পথে পাবো তোরে। কোন পৃথিবীর আধার ঘরে.. হয় নি আজও কিছুই বলা না বলা সব কথা ☹️
@shafayethossain1312 ай бұрын
One of the masterpieces of the legendary Habib Wahid. There was no one up to his level, there won't be anymore. The undisouted Godfather of bangla solo music industry.
@kawcherhanip26863 жыл бұрын
এই যেনো অতিতের স্মৃতিচারণ বার বার মনে করিয়ে দেয় 😭😭আপনি ও আপনার গান হাজার বছর বেচে থাকবেন মানুষের মাঝে।কতটা ভালোবাসি ভাই আপনাকে বুঝানো সম্ভব না 😍😍😍
@Imranhossainroni71 Жыл бұрын
হুম
@Jewel_Ahmed942 жыл бұрын
হাবিব ওয়াহিদ একটা আবেগ ও ভালবাসার নাম,,, দূরত্ব কৈশোরের সাথী ছিল এই কালজয়ী গানগুলো।
@md.rabiulawal54292 жыл бұрын
It's been almost 15 years...this song still got it❤️
@RafiqulIslam-gs4bx Жыл бұрын
আহা!! কি আবেগ ছিলো সেই সময়। শুধুই তার কথা ভাবতাম আর এ গানগুলো শুনতাম। অজান্তেই চোখ ভিজে আসতো আর তাকে নিয়ে নানা জল্পনা কল্পনা পাকাতাম।
@skutechbd69786 жыл бұрын
আহ গান টা যতবার শুনি ততই ভালো লাগে। হাবিব ভাইয়াকে অনেক ধন্যবাদ এতো সুন্দর গান গাওয়ার জন্য।
@ShohagMia-j2h2 ай бұрын
জখনি সুনি তখন কি বলবো কই আছি মাথা কাজ করেনা,শুধু স্রিতি চোখের সামনে ভাসে,শুধু ভাবি কেমন আছে প্রিয় বন্ধু,কেমন আছে প্রিয় মনের মানুষ, একটু দেখার জন্য মন কাদে,কিছু করার নেই, মনের মানুষ মনেই সুন্দর, ভালো ঠাকুক প্রিয় মানুষ গোলো😢😂❤
@PocoPoco-j9d Жыл бұрын
তবে সবাই কে বলতে চায় হাবিব একটায় আর আসবে না। ❤ওর মত কোন শিল্প নাই ❤বেসট হাবিব ওয়াহিদ।❤সব সময় হিট।
@robartshuvroguda86488 ай бұрын
This album [SHONO] was just a spark in Bangladeshi Music History. People of Bangladesh Music Industry start learning how to influence people with modern technology with beautiful symphony and tune.
@ismamhossain71265 жыл бұрын
Thank you Habib for this song :) it's my childhood . This song is from that time where I loved you man ...
@mohammadsomun1719 Жыл бұрын
রাতের বাজে এখন ২.৩৫ আর আমি ঘুরেফিরে আমার শৈশবের স্মৃতির গানকে খুঁজে নিলাম 😔 এই গানের কথাগুলো কান্না করার মতো আর বুকে কেমন জানি কম্পন হওয়ার মতো 😔 চট্টগ্রাম শহর থেকে ভালবাসা অবিরাম বস হাবিব ❤ ২৮-১২-২০২৩
@parvezprince1104 жыл бұрын
১৭ জুন ২০২০ রাত ১২ঃ১৫ মিনিট এখনো রাত হলে এই গান শুনি ২০০৬ এ ইস্কু জীবনে শুন্তাম কিশোর বয়সে প্রেম বুজলেও ভালোবাসার মানুষ ছিলো না তবুও মন কে সান্তনা দিতাম এই গানের মাধ্যমে ।
It is a great song since 2007 till now....thanks boss Habib Wahid....For give us such a excellent song...from the deep of your heart.
@peshowarnijum8966 ай бұрын
এই গানটা শুনলে, মনের মধ্যে অনেক অনুভুতি তৈরি হয়, যাহা প্রকাশ করেও বুজাতে পারবে না, গানের সাথে মিউজিক কম্পোজ সাবেক সৃতিচারণ করে, লাভ ইউ হাবিব ওয়াহিদ
@mehidialam51083 жыл бұрын
কেউ কি বিশ্বাস করবে? এ গান এখনো শুনি।। খুব ভালো লাগে অবেগী হয়ে য়ায।। পুরানো সৃতি মনে পড়ে য়ায।। গানগুলো শুনে সেই মানুষটাকে মনে পড়ে য়ায।। তার বিয়ে হয়ে গেছে।। তুবুও খুব ভালোবাসি তাকে।।আজো এসব গানে তাকে কাছে খুজি
@Rubel_Ahamad_Vlog2 ай бұрын
নিঃসন্দেহে হাবিব ভাই একজন সংগীতের অঙ্গনের যুবরাজ❤
@arshadhyder61414 жыл бұрын
Another Masterpiece From the maestro Habib😍
@methilaalam84005 ай бұрын
২০০৯/ ২০১০ সারারাত হেডফোন কানে দিয়ে গানগুলো শুনতাম।আহা কি যে আবেগ❤️
@sajalamin85882 жыл бұрын
হাজার স্মৃতি জড়িয়ে আছে হাবিব এর গানগুলো
@porousvoid22856 жыл бұрын
আধার ঘরে আলো জ্বালি ...তোরে দেখার আশায়... পুড়ছি আমি একাই শুধু তোরি সে ভালোবাসায়...
@user-dm2qc6gl7m Жыл бұрын
শৈশব কাটিয়ে! কৈশোরে পা দেওয়ার প্রথম ভালবাসার মানুষ কে, পাশাপাশি ছোঁয়ার অনুভূতি হাবিব ওয়াহিদের গান দিয়েই❤🥲 আহা স্মৃতি 😢😢
@golamrohomotrocky1248 Жыл бұрын
জীবনের সবচেয়ে বেশি ভাললাগার গান।সবচেয়ে বেশি শুনে আসছি।♥️
@muhammadisa42412 жыл бұрын
হাবিবের গান শোনার জন্য আমার কোনো যন্ত্রই ছিলোনা,,"শোনো" এ্যালবাম কিনে অন্যের টেপ রেকর্ডারে শুনতাম,,কিন্ত যার টেপ সে অনেক বিরক্ত হতো,,
@arafatali13793 жыл бұрын
হাবিব ওয়াহিদ ভাই যেমন তার গান গুলো তেমন কি শুর বাঁশির 😍😍😍😍😍
@ashadbhuiyan30552 жыл бұрын
"মুনিয়া"-কে দোস্ত বলে ডাকতাম... এক সময় নিজের অজান্তেই ওর প্রেমে পরে গেলাম... বলার চেষ্টা করেও কখনও বলতে পারিনি... সেই সময় এই গানটা খুব শুনতাম....
@masudahmed16062 жыл бұрын
এখন সে কোথায়?
@ashadbhuiyan30554 ай бұрын
@@masudahmed1606 অন্যের ঘরনী তার সম্পর্কে খোঁজ না নেয়াটাই ভালো...
@miftaulhasan18295 жыл бұрын
১২ টা বছর পর আবার শুনলাম
@HeavenTRajon-ih3tl10 ай бұрын
Habib Wahid just emotions ❤️
@OddlyHistorical2 жыл бұрын
আহা ২০০৮-২০১২ কি সময় ই না ছিল। লাইফ এর সেরা সময়। অন্য রকম আবেগ অনুভূতি। বাংলা গান এর অন্যতম সেরা সময় ছিল তখন
@bahauddinchishte2 жыл бұрын
আপনাকে যে কতটা ভালবাসি বোঝাতে পারবো না @HabibWahid । আরও একবার চোখ ভিজিয়ে দেয়ার জন্য ধন্যবাদ, গুরু। আপনার এই সৃষ্টি গুলো অমর হয়ে থাকবে...
@SaifTutul4 жыл бұрын
end of april 2020. hit like if u are listening this song with many memories
@ShihabGuitarman4 жыл бұрын
😌
@arifurrahman81864 жыл бұрын
Yes
@oliurrahman89784 жыл бұрын
Same🙂
@erfanmia40714 жыл бұрын
Same
@akrambappy224 жыл бұрын
Just love this song 😍💞
@nothingspecific48943 жыл бұрын
ডাওনলোড এর কারনে বাংলা গানের এই রত্নগুলো শেষ হয়ে গেছে।গত ১০ বছরে আর এমন কোন গান আসেনাই যেগুলো আগামী ১০ বছর পর আবার কোন এক রাতে শুনতে মন চাইবে।২০১০ এ মনেহয় বাংলা গান মোটামুটি কবরস্থ হয়ে গেছে।
@abdulhaque99914 жыл бұрын
তোমাকে মনে পড়ে না এমনকোনো মুহূর্ত নেই। আরবৃষ্টি হলে তো মনকে ধরেইরাখতে পারি না। মনেরজমানো সব ব্যাথা বৃষ্টির ফোঁটারসাথে চোখদিয়ে বেরিয়ে আসতে চায়। আজ ও বৃষ্টি হচ্ছে।বৃষ্টির সাথে কেমনযেনো একটা গভীর সম্পর্ক তৈরী ফেলছি নিজের অজান্তেই। তাই তো বৃষ্টির জলেরসাথে মিশে একাকারহয়ে গেলো।
@zone_20ks813 ай бұрын
কিছু কিছু গান আছে খুব ইউনিক স্পেশাল এগুলো শতাব্দীর পর শতাব্দী চলে যাবে তবু গান গুলো পুরানো মনে হবে না তার মধ্যে এই গানটি পড়ে ❤❤❤