2024 এ এসে গানটি র সন্ধান পেলাম অনেক পুরনো এক বন্ধুর থেকে। এখন রাত ৩ টে ১৫ । শেষ ৩.৫ ঘন্টা ধরে লুপ এ গানটি বেজে চলেছে, আর বারান্দায় একলা আমি আকাশের দিকে চেয়ে আছি। বাকী রাত টাও এভাবেই কাটিয়ে দিতে ইচ্ছে করছে। সারাদিনের ক্লান্তি কোথায় যেন হারিয়ে গেছে। কমেন্ট না করে থাকতে পারলাম না। Thank you এমন একটি গান আমাদের উপহার দেওয়ার জন্য আর তাকে ও thank you যে আমায় এতো সুন্দর একটা গান শোনালো।
@শাহ_শয়নАй бұрын
এসবে বিরক্তি আসে না ❣️
@spandanchatterjee70577 жыл бұрын
যখন Fair & Lovely মেখে ভালো চাকরি, ভালো বর-বৌ পাওয়ার কথা শেখানো হচ্ছে, সে-সময়ে দাঁড়িয়ে এমন একজনকে protagonist করে এরকম একটা music video-ও বানানো যায়...! সপাটে থাপ্পড়টার জন্য ধন্যবাদ সবার আগে। আর গানের কথা নতুন করে কি বলব! মুগ্ধ। বাংলায় এমন গান অনেকদিন শুনিনা । আরও আরও এরম গানের অপেক্ষায়
@RitamSen7 жыл бұрын
Thank you
@pritampradhan44837 жыл бұрын
daarun likhechen.
@debabratamanna18636 жыл бұрын
The lady is beautiful.... Nd '' lovely'' too
@shreyachakraborty98466 жыл бұрын
বেশ লাগলো কমেন্টটা❤
@srotosshibp33176 жыл бұрын
@@debabratamanna1863 yes, she is beautiful.
@sushmitasutradhar48805 жыл бұрын
আহা!... মন কাড়ানিয়া সুন্দর সৃষ্টি। প্রাণের উপস্থিতি সজোরে আছে সবটা জুড়ে, প্রকৃতি সেজে উঠলে মন এইভাবেই ব্যাকুল হয়ে উঠতো একসময়। আজকাল অন্তরে এই নাচন'টা টের পাই মাঝে মাঝে, তবে বহিঃপ্রকাশে বাধা পায় এই সহজ অনায়াস সুন্দর প্রেমরস। বাইরের এতো কোলাহলে এইসব অক্ষয় সৃষ্টি সত্যি করে প্রাণ জিইয়ে রাখুক আজীবন। প্রণাম জানবেন। এইসব অপরূপ সৃষ্টির সাক্ষী হয়ে রইলাম, এই পাওনা 🙏🏼✨🌈
@rj39375 жыл бұрын
'বুঝি তাকে শুধু অনুমানে পাওয়া যায় চলে যাবে বলে আসে কেন প্রিয় সে মোর হায়?' এরকম গান শুনলে বাংলা গান নিয়ে কাজ করতে ইচ্ছা জাগে। অনেক ভালোবাসা পুরো টিমের জন্য ❤
@sreethebeauty7 жыл бұрын
অপূর্ব অপূর্ব! যেমন গান, তেমনি উমা নামের মেয়েটি... তেমনি ভিডিওগ্রাফি.... মন ভরে গেল!
@Jannatju044 жыл бұрын
দিনভর শুনতে থাকলেও কোনো বিরক্তি আসে না 😍 শান্তিনিকেতনে পৌঁছে যাবার জন্য এই গানটাই যথেষ্ট!! ❤
@bristisinha61414 жыл бұрын
গান টা সব দিক দিয়ে পরিপূর্ণ। যেমন রাগ, তেমন কথা আর তেমনই কন্ঠ আর অবশ্যই ভিডিওটি। বারবার শুনি আরও শতবার শুনবো♥♥♥♥♥
@tutuldabnath70774 жыл бұрын
@Jannat jui এই জন্যই তুই আমার এত প্রিয়। 🖤
@yourbunny8223 жыл бұрын
সত্যি কথা ।
@gopukundu60983 жыл бұрын
Would you please tell me how to download this melodious song for my ringtone?
@santanushow17503 жыл бұрын
Absolutely true...j ..1 jon ...krishnokoli k represent korar jonno ei video te...khub sundor mon chue jawa gaan.
@কাব্যিকরে4 жыл бұрын
অনেকদিন পর একটা দুর্দান্ত গান শুনলাম, যার ভাষা ও সুর দুটোই মন কেরে নেয়। বোধ করি দীর্ঘ দশ বছরে এমন সৃষ্টি হয়নি।
@কাব্যিকরে4 жыл бұрын
গীতিকার অসম্ভব ভালো।
@dhritidutta87874 жыл бұрын
হটাৎ করেই পেলুম এই গানটি। বহুদিন পর এমন এক উপস্থাপনা দেখলুম, যা অনির্দেশ্য আনন্দের সন্ধান দিলো। সৌম্যর গান বরাবরই খুব ভালো লাগে, লগ্নজিতার কন্ঠের সারল্য মায়াবী হলেও, আরও একটু bold হলে খুলতো ভালো। 'ঋতম' কে জানিনা, তবে ওনার কাজের প্রতি আগ্রহ বেড়ে গেল। অসাধারণ কাজ ভাই আপনার। 🙏 ভালো থাকবেন।🌿
@ashik196665 жыл бұрын
আহ্! কী যে মুগ্ধতা, সুন্দর চিত্রায়ণ। ভালোবাসা বাংলাদেশ 🇧🇩 থেকে।
@alaminahmed17984 жыл бұрын
আমি টুকটাক গান গাই🙂 বন্ধু সাকিব বললো গানটা শোন আর গাওয়ার ট্রাই কর 😇 প্রথমবার শুনেই মুগ্ধ হয়ে গেলাম,তারপর আর কি? পড়ে গেলাম গানটার প্রেমে❤️ রিতম ভাই আর লগ্নজিতা আপুর কন্ঠ 😍👌
@anganachatterjee80336 жыл бұрын
composer k kurnish r video er nirmata k sadhubad....je meyeti chitra tule dhorlo se osadharon ....osadharon Uma...r Soumya da onobodyo....
@ayonmg7 жыл бұрын
গানটা যে চিত্রকল্প সৃষ্টি করে, ভিডিওটি যেন সেটাকেই এক সুন্দর রূপ দেয়। সার্থক সৃষ্টি। আশা রাখি লক্ষ কোটি মানুষের মন ছুঁয়ে যাবে এই গান। অনেক শুভেচ্ছা।
@rishinayak1034 Жыл бұрын
লকডাউন পিরিয়ডে প্রথম শুনেছিলাম, পরে অসংখ্যবার শুনেছি। অসাধারণ একটি কাজ। যেমন সুর, তেমন কথা। অনেক ভালোবাসা।
@tapasparamanik80834 жыл бұрын
খুবই দুর্দান্ত । নিজেদের চারিপাশের পরিবেশ ও প্রেম কে দেখতে পেলাম। সমান্তরাল ।♥️
@nabinbairagi Жыл бұрын
সৃষ্টি ক'ক্ষনও হারায় না, সে অবিরাম। তাই সৃষ্টির আনন্দও অবিরাম। এই রকম সৃষ্টি আরো হতে থাক। অন্তরের অন্তরদালান থেকে অনেক ভালোবাসা।
@satyakisaha62515 жыл бұрын
গানটির সামনে চুপচাপ দাঁড়িয়ে থাকতে হয়। এতো ভালোবেসে গান যে 'কম হয়' তা নয় আসলে 'কম হতে পারে'।
@akinbinmstofakamal27252 жыл бұрын
This male voice is feeling in my vein! What a depth! ❤️
@sayandeepdas6080 Жыл бұрын
এক অজানা কারণে মন খারাপ লাগছিল গত ২/১ দিন ধরে, মাঝে একবার গানটার কিছু লাইন গুনগুনিয়েও উঠেছিলাম নিজের অজান্তে জানলা দিয়ে বৃষ্টি দেখে। তখন কলেজে ক্লাস চলছিল তাই শোনা হয়নি। বাড়ি এসেও খেয়াল ছিল না। আজকে ছুটি, হঠাৎ মনে পড়ল তাই শুনতে এলাম গানটা। এখন অদ্ভুত এক শান্তি অনুভব করছি 😌❤
@sahjan-samit1804Ай бұрын
এক কথায় অনবদ্য। কি এক অমৃত প্রাণবন্ত অনূভুতি আহা।
@SumonDeySumon7 жыл бұрын
লগ্ণজিতার আরেকটি বসন্তের পর বর্ষায় এ মন আজি কেন এতো চঞ্চল। সত্যি চঞ্চল হয়ে ওঠবে বনাঞ্চল প্রকৃতি। ধন্যবাদ চমৎকার চকিত সুরারোপ ও রিদমের লেখনিতে সেই সাথে ভিযিওগ্রাফী। তৃষ্ণার্থ থাকলাম এ রকম আরো সুন্দর গানের।
@shreyadas22473 жыл бұрын
এটা শুধু একটা গান নয়, একটা masterpiece, যা আজকের প্রযুক্তির যুগে বিরল। আর সৌম্যদ্বীপ মুর্শিদাবাদী দাদা সম্পর্কে নতুন করে কিছু বলার নেই। আর লগ্নজিতা দিদি এর এটাই হয়তো প্রথম কাজ যা আমার এত্তটা ভালো লাগল। এমন কাজ বারবার আসুক। আর হ্যা এই অসামান্যতার পিছনে যিনি রয়েছেন, রিতম সেন দাদা, তাঁকে আমার আন্তরিক অভিনন্দন।
@shreyachakraborty90503 жыл бұрын
This is divine🌼 I have an humble request if soumya Murshidabadi could sing for us the entire original song 'Paimona' to publish on KZbin .
@sansuj516 жыл бұрын
A recent Bengali Song (with inspiration and incorporation from a Sufi Song) that mesmerises with meaningful lyrics, lilting composition and soulful rendition. I am deeply impressed.
@ganeganesoumita2 ай бұрын
২০২৪ এ শুনছি 😊 কি ভালো গান, কথাও বড্ড mon কেড়ে নেয়😊 শুরু তে আলাপ টা আহা😮 গলা টা কি ভীষণ ভালো 😊 ভালো গান শুনলাম বেশ একটা 😊 ভগবান আপনাদের মঙ্গল করুন😇🙏
@Star_dust15 Жыл бұрын
এমন গানগুলোর জন্যই বেঁচে থাকা... ❤ আর এমন অপূর্ব, অকৃত্রিম সিনেমাটোগ্রাফি সত্যিই বিরল... ❤❤❤
@rwiturajgoswami5001 Жыл бұрын
Paimona Videh গানটো পাৰ্চী ভাষাত শুনিছিলো Zeb আৰু Hanya ৰ কণ্ঠত The Dewarist ৰ এটা video ত। তাত আচলতে গানটো গুণগুণাইছিল হে। পিছত Coke Studio ত সম্পূৰ্ণ গানটো শুনিছিলো। কিন্তু সকলোতকৈ ভাল লাগিল এই version টো। চৌপাশৰ যত চব হট্টগোলৰ মাজত ই এক গভীৰ প্ৰশান্তিৰ গান। সকলো চঞ্চল প্ৰাণ আচলতে কিহবাৰ সন্ধানত ঘূৰি ফুৰা একো একো জন ব্যক্তি! কেতিয়াবা সেই সন্ধানৰ যাত্ৰাত যদি নিৰাশাই আগুৰি ধৰে, তেন্তে এই গানটো শুনি মই আকৌ শক্তি গোটাব পাৰিম! ❤❤❤
@hewawitharanagesilva6317 Жыл бұрын
I love this song so much..I don't know what this song means, but I feel like I live in this song every day when I hear it. I love the simple rusticity of those wonderful words and music. From Sri Lanka 🇱🇰
@shudebkumar72462 жыл бұрын
চঞ্চল মন কে শান্ত করার জন্য এ গানই যথেষ্ট 🖤🖤
@AshaniDasgupta6 жыл бұрын
ঋতম সেন কে? এরকম অলৌকিক চিত্রকর বাংলাতে এখনও জন্মায়! মনে পড়ছে না এমন সাহস কবে দেখেছি ইউটিউবে (অথবা ছবিতে)। ঔদাসিন্যের সাহস। হয়ত ‘আসা যাওয়ার মাঝে’তে কিছুটা। জানিনা পরিচালক ঋতম সেনের অন্য কোনও কাজ আছে কিনা। এটুকুর জন্য এই নির্জন প্রবাস থেকে সেলাম!
@RitamSen6 жыл бұрын
Thank u.. Amar channel ta dekhben.
@AshaniDasgupta6 жыл бұрын
ধন্যবাদ!
@soumikghosh26174 жыл бұрын
@@RitamSen সাথে আছে দাদা ❤
@abantibhattacharyya49444 жыл бұрын
এই কথাটাই বলতে যাচ্ছিলাম। কিছুক্ষনের জন্য হারিয়ে গেছিলাম। অদ্ভুত।
এক আকাশের নিচে তবুও তুমি আজ যোজন যোজন দূর। ভালো থেকো যেমন আছো 😌
@taharatrahman13414 жыл бұрын
ধন্যবাদ ভালো আছি ।তুমিও ভালো থেকো আমার থেকে অনেক অনেক বেশি। (সে তো কোনোদিন বলবে না তাই ধরে নিলাম এই কমেন্টটি সে ই করেছে আমারই জন্য)
@fayeduddinbandhan54504 жыл бұрын
@@taharatrahman1341 ☺️☺️
@paramitaroy87145 жыл бұрын
অসাধারণ, ঋতম দা আপনাকে অনেক অভিবাদন ,, এইরকম আরো অনেক গান চাই যা মনকে অন্য জগতে প্রবেশ করাতে আহ্বান জানায়। অপেক্ষায় আছি নতুন সুরে সুরঞ্জিত হতে।।
@rahulbarman811910 күн бұрын
ভাইরে ভাই, এইটা এতোদিন ধরে শুনি নাই কেন❤❤😢
@emonshil9050 Жыл бұрын
খুবই আন্ডাররেটেড একটা গান। গানটা রিলিজ হলো ২০১৭, তখন নতুন নতুন কলেজ যাচ্ছি। আমার তখনকার সময়ের সাথে গানটা খুব রিলেটেড ছিলো। কতো হাজারবার শুনেছি এই গানটা... এমনও হয়েছে গানটা শুনতে শুনতে কলেজ পৌঁছে গেছি। গানটা আজও আন্ডাররেটেড, আজও প্রথমদিনের মতো প্রিয়।
@mehedimihu36892 жыл бұрын
আমার বহুদিনের খোরাক এই গানটা... ধন্যবাদ নিরন্তর এমন গান উপহার দেওয়ার জন্যে।
@upomamohanta66795 ай бұрын
গানটায় অদ্ভুত একটা শান্তি আছে। আহা🌻
@amitnath12519 ай бұрын
জানতাম না আগে! হুট করে পেলাম। লগ্নজিতা শোনতে গিয়ে এটা পেলাম! মাস্টারপিসসসসস!!!!!! 🖤
@SeventhDoorOpen5 жыл бұрын
Aha aha, Ki atibo shundar ei srishti. dhanno hok dhanno hok
@daliyaa8 Жыл бұрын
কি সুন্দর করে এই গানটি আমার নিজের অবস্থা আমাকেই বলে যাই । তবু শান্তি নিকেতন চলে যাই গান টি শুনে। এই মন আজি কেনো এতো চঞ্চল, কেন? সে আসবে বলে না আসবে না বলে? কেন আশা করে ঝর তুলছ তুমি? কিন্তু এই ঝরে এতো শান্তি কেনো?
@srayashibanerjee36146 жыл бұрын
Ki opurbo gola....ki opurbo gaan ta gailen...sotti mon kharaper songi hoyegelo gaan ta.osadharon...mon chuye gelo...aro gaan chai ..opekhai roilam..
@gauravmitra28823 жыл бұрын
Listening this song on repeat mode because of Lagnajita's voice..she has sung this piece with so much emotion.
@sitangshughosh996111 ай бұрын
Gan ta shunlei kanna pai 😢 ki odbhut shrishti ❤
@Seahorse843 жыл бұрын
কি অসাধারণ সুর, কথা, কণ্ঠ আর ভিডিও। বারবার শুনতে আসি, এই গান কালজয়ী হবেই❤️❤️❤️
@dhirandranb Жыл бұрын
মন ছুয়ে যায় ❤❤❤ এমন একটা গানের জন্য ধন্যবাদ
@chandrimahazra60796 жыл бұрын
যতবার শুনি শান্তিনিকেতনে পৌঁছে যাই❤
@kmala6846 Жыл бұрын
Even though I didn't get a single word, still I can tell it's a beautiful song❤
@sanjidaakter39765 жыл бұрын
এই গ্রীষ্মের দুপুরে শুনছি। মনটা বেশ জুড়িয়ে যাচ্ছে। বেশ গান!
@mdmoinuddinhasan86315 жыл бұрын
প্রথমেই কেন এত দূরে ছিলাম তার জন্য অপরাধ বোধ করছি। আর ওইযে এ রকম হয় না,কোনো জিনিস এত এত ভালো লেগে যায় যে বাকরুদ্ধ হয়ে যায়,কি ভাবে প্রকাশ করবো তার জন্য শব্দ খুঁজে পাইনা।ঠিক সে রকম অনুভব।অনেক অনেক ধন্যবাদ।
@SoumikSikdar11 ай бұрын
Asadharon Ekta gaan, Mon ta bidhur udas korar jonno jothesto
@kingshukshabbir57444 жыл бұрын
This is purely perfection. Such a beautiful work!
@sanjoy1st Жыл бұрын
Soumya (Murshidabadi) is a class artist! Lagnajita is good, as always.
@bashirulalambadhon48323 жыл бұрын
গানটা প্রেমিকার গালের মতো তুলতুলে, এতো তীব্র অনুভূতি! ❤️
@RaihanTapu0065 жыл бұрын
This magical 9 minute.. time just stops while watching this... thank you....
@shawonhassan11573 жыл бұрын
এই গানটা একটা মাস্টারপিস। গানের কম্পোজিশন, কথা, গল্প সব কিছুই দারুণ। পুরো টীমটাকে অসংখ্য অসংখ্য অভিনন্দন। শাহানা দিদির গানের গলার আমি একজন অন্যতম গুণমুগ্ধ ফ্যান। সেই ভালোবাসা ইদানিং ক্রমেই লগ্নজিতার দিকে ডাইভার্ট হয়ে যাচ্ছে :P All the best all of you
@arifulhaque39746 жыл бұрын
এইমুহুর্তে এখানে শেষরাতের বৃষ্টি আর এই আশ্চর্য অদ্ভুত গান। চলে যাবে বলে আসে কেন প্রিয় সে মোর হায়...
@urmimalaguptasarkar50397 жыл бұрын
oshadharon...shotti mughdho holam....very very melodious...
@PranoyGuha5 жыл бұрын
Oshadharon. Oshadharon. Coke studio er ekta jaan aache "Paimona" naam er. Shetao shunte oshadharon laage. Tarpor shei shure bangla te, ei lyrics e. ❤️ Dhonnobaad ei tar jonne.
@soumisarkars7 жыл бұрын
অসাধারণ একটা ব্যাপার হলোছুঁয়ে গেল 💜
@snehaguhathakurta44026 жыл бұрын
Ki odbhut shundor ekti shrishti...jotobaar shuni mon bhore jae....!
@shudebkumar72812 жыл бұрын
সব কিছুই বাস্তব হয়ে ধরা দিলো, মন মাতিয়ে গেল ❤️❤️🖤🖤
@4431-c9y Жыл бұрын
গানটির একটা অসুবিধা ৯মিনিট ০৮সেকেন্ড পর শেষ হয়ে যায়
@dorothygomes60199 ай бұрын
Sharajiboner Jonno gaity parto...
@tathagatasasmal8700Ай бұрын
Bestfriend er recommend kora gan ta ekhon loop ee sunchi khub Santo lagche 💙🌼
@sritypatay1815 Жыл бұрын
এক কথায় অসম্ভব সুন্দর এই জামানায় যুবক বয়সে এইধাচের গান শুনছি কেউ আবার বুড়ো না ভাবে
@droy45973 жыл бұрын
মনের চঞ্চলতা প্রকাশ করার সবচেয়ে শান্ত একটা গান। ❤️❤️❤️❤️
@jayantamallick54462 жыл бұрын
I can't find a word to Praise this song.this song itselfs it's compliments.
@MoumantiPodder6 жыл бұрын
Ah, paimona in my very own mother tongue :-D
@abhimanyu17293147 жыл бұрын
Ritam, bhai, heavy hoechhe
@tarikraja573111 ай бұрын
গানের শুরুটা! আহঃ! আমৃত্যু মনে থাকবে।
@RezaulKarim-mn5yf7 ай бұрын
When life hits you hard and you are about to get knocked out then all of sudden out of blue you hear something like that then you start to belive again life is beautiful ❤
@soumyabhowmik57475 жыл бұрын
Very melodious song. Beautifully sung by lagnajita, and soumya murshidabadi.
@niloyjyotidev20572 жыл бұрын
এমন ধৈর্য কার হবে যে ৯ মিনিট ৮ সেকেন্ড সুন্দরের মাঝে বুদ হয়ে থাকবে..💞
@Orthiiline-r8w Жыл бұрын
Amar
@esitadas49305 жыл бұрын
Male voice is blend in my vein
@ajjahangir1532 жыл бұрын
Same here 🥰
@chotkoochowdhury84582 жыл бұрын
Soumyajit Sikder, Murshidabadi
@akash53722 жыл бұрын
Because u r a female 😉
@sarifmainulislamshuvo26812 жыл бұрын
Both
@gourabojha80213 жыл бұрын
আহা লগ্নজিতা দি, তোমার ভয়েস মন ভরে অনেক উর্ধে চলে যায় ❤️❤️🔥🔥🙏🏻🙏🏻
@sheikhmohammadadiluddin98643 жыл бұрын
What a pleasant song! And she is gorgeous!😍😍
@shreenandaghosh6 жыл бұрын
অদ্ভূত সুন্দর, দারুণ উপস্থাপনা, এরম মন ভরিয়ে দেওয়া আরও অনেক সৃষ্টির জন্য শুভকামনা রইল, সূদূর প্রবাস থেকে ...
@nprgoswami74 жыл бұрын
গানটির সুরকার কে প্রণাম ও ধন্যবাদ।
@abhisekacharya36947 жыл бұрын
Soulful song.. Beautifully sung.. Male voice resembles Arijit singh..
@Dr.Retarded2 жыл бұрын
Don't compare this legendary singer with overrated arijit sing
Amio same kotha ta bhavchilm Arijit+Lagnajita combination ta holeo masterpiece hit hoto♥️🌼
@ashor68776 жыл бұрын
vetore giyee laglo..puro matoara ..uffff,,
@oindrilapakhimajumdar46707 жыл бұрын
Oshadharon sundor ba tar thekeo beshi kichu
@sohanurrahman76122 жыл бұрын
কি যেনো একটা আছে এই গানটার মধ্যে বারবার শুনি মন ভরে না ❤️❤️❤️❤️❤️
@motinsab2 жыл бұрын
আজ চারদিন হলো, মনে হলো চার বছর বা আরও বেশি দিন পার হয়ে গেলো। প্রিয় দেবী! আরতি নিও! ভাঙা মনে প্রেমের যেই ফুল ফুটিয়ে তুমি চলে গেলে তা আমি পুষে রেখেছি এখনো। এই গান- তোমার কথা মনে করিয়ে দেয় বারবার। জানো! কথা জমিয়ে রাখা কি কষ্ট! নির্ঘুম রাত- অপেক্ষা- চিনচিনে ব্যথা- বড় বিশ্রী লাগে।
@geeky_explorer91056 жыл бұрын
Gaanta onoboddo, r cinematography ta jano gaanta k poripurno krlo, thanks ritam sen for making such video
@nisahaque23 жыл бұрын
just lv this song.. Like I'm diving in another world😍
@niparoy62743 жыл бұрын
অনেক গান শুনেছি কিন্তু এমন গান কখনও শুনিনি। অসাধারণ ❤️
@amlanmitra96205 жыл бұрын
Ei rakam sristi aktai hoi..... dhanyobad, Ritam,Lagno, Soumyo..
@shakilmdshafiullah15693 жыл бұрын
it's been almost 2 years ,but still infatuated .NOT a short lived feeling to shrug it off , pinched right through the heart and settled in there , forever
@dreamtheater51864 жыл бұрын
Guitar er arrangements gulo darun holo uff! Sei level guru
@debaratiadhikary301521 күн бұрын
Masterpiece ❤
@amitbarman26155 ай бұрын
ভোর বেলা এই গান 😇 আলাদা শান্তি ❤
@sudeshnabiswas20196 жыл бұрын
Osadharon.. kono kotha hbe na..Ei song ta download kora jacche na kono option o dekhte pacchi na..