Рет қаралды 36,282
Morning time in Balcony Garden|শখের ছোট বারান্দার বাগান
#বারান্দায়ছোটবাগান
#balconygardenideas
#BarandaBagan
ইট পাথরের এই নগরীতে বাগান করার জন্য এক চিলতে জায়গা পাওয়া শুধু কঠিনই না, অনেকসময় অসম্ভব। তাই ছোট্ট বারান্দাই ভরসা। বাসায় যারা গাছ লাগাতে ভালোবাসেন তারা বারান্দাই বেছে নেন। বারান্দা বাগান করা কঠিন কিছু না, নিয়মিত পরিচর্যা করলেই বারান্দা হয়ে উঠবে এক টুকরো ‘সবুজ বাগান’।