আলহামদুলিল্লাহ,,, মানুষটার সাথে আমার দেখা হয়েছিলো,,, একান্তে কথা হয়েছিলো কিছু সময়,, আমি ভাষায় প্রকাশ করতে পারবো না কতটা অমায়িক, কতটা বিনয়ী ও কতটা সাবলীল। মহান আল্লাহতাআলা তাকে নেক হায়াত দান করুক। হুজুর এভাবেই আমাদের মাঝে থাকুক যুগযুগ।
@afsanadina73283 жыл бұрын
তৃতীয় মাত্রা বহু বছর যাবত দেখি, কিন্তু এই প্রোগ্রামটা দেখে মনটা ভরে গেল। সত্তিকারের বড় মানুষ, বড়লোক কাকে বলে সুফি মিজান সাহেব তার উদাহরণ। আমি উনাকে নিয়ে সব সময় গর্ভ ফিল করি। বাংলাদেশের একজন আদর্শ মানুষ উনার কাছ থেকে আমাদের দেশের তথাকথিত ধনী ব্যক্তিদের বহু কিছু শিখবার আছে। ধন্যবাদ তৃতীয় মাত্রার জিল্লুর সাহেবকে।
@engr.md.ibrahimhossain2 жыл бұрын
হে আল্লাহ্ সূফী মুহাম্মদ মিজানুর রহমান এই গুণী মানুষটা কে আপনি সদা সুস্থ্যতার সহিত নেক হায়াতে তাইয়িবা দান করুন, এবং আমাদেরকেও এমন নেক্কার ও পরহেজগার হওয়ার তাওফিক দান করুন, আমিন।
@emranhayder16023 жыл бұрын
জিল্লুর রহমান ভাইকে অনেক ধন্যবাদ। এমন মহান ব্যক্তিদেরকে সামনে নিয়ে আসলে মানুষ মনুষ্যত্ব খুঁজে পাবে। এমন আরেকটি এপিসোড দেখার জন্য অপেক্ষায় রইলাম।
@akramhossain5011 Жыл бұрын
😊😊😊😊😊😊
@sofiqulislamtalukder75972 жыл бұрын
জীৱনে অনেক সাক্ষাৎকাৰ দেখছি কিন্তু ওনাৰ মতো এতো বিনয়ী মানুষ আমি কোনো দিন দেখিনি
@mohiuddinahmad17922 жыл бұрын
কয়েকবার দেখলামন। অনেক কিছু শেখার আছে ওনার কাছে।ওনারা দেশের সম্পদ। আমাদের গর্ব উনি।
@jamil193 жыл бұрын
একটা ভালো প্রোগ্রাম দেখলাম। অসৎ রাজনীতিবিদের সাথে সাক্ষাৎকার আর তাদের মিথ্যা কথা শুনতে হলো না বলে মনটা একটু ভালো লাগছে। কষ্ট না করলে কেষ্ট মেলে না, সত্যি সত্যি এখনো প্রযোজ্য।
@YSFBD Жыл бұрын
কঠিন পরিশ্রম, বিধাতার করুণা আর নিয়তের পবিত্রতা - সিক্রেট অফ সাকসেস। অসাধারণ উপলব্ধি এবং অনুপ্রেরণামূলক নির্দেশনা....
@md.sohelakramrony29212 жыл бұрын
অসাধারণ একজন মানুষ। জ্ঞানের উচ্চ পর্যায়ে গেলেই মানুষ এমন বিনয়ী হয়।
@nahidakter25022 жыл бұрын
উনার কথা শুধু শুনতে ইচ্ছে করছে, মনে হয় শেষ না হলেই ভালো হতো। আল্লাহ পাক উনাকে অনেক অনেক ভাল রাখুন নেক হায়াত দান করুন আমিন
@Abdullah.Al-Noman_2 жыл бұрын
আজ আমার জন্মদিন।আমি মনে করি এই দিনের অত্যান্ত গুরুত্বপূর্ণ ১ ঘন্টা ছিল এই অনুস্ঠান। ধন্যবাদ
@harunroshidbd60372 жыл бұрын
কথাগুলো খুবি ভালো লাগলো, মনটা ছুয়ে গেলো।উনি একজন সৎ ওভালো মনের মানুষ। এসব সমাজের জন্য অতিপ্রয়োজন।
@kawsarahmedahmed81142 жыл бұрын
মহান রাব্বুল আলামিন যেন আমার কিছু হায়াত উনাকে দিয়ে দেন,,উনার মতো মানুষ যেন যোগ যোগ বেচে থাকেন,,
উনাদের মতো মানুষকে সামনে নিয়ে আসেন বেশি বেশি। দুজনের জন্য দোয়া ও শুভকামনা।
@nurulslamserdar8879 Жыл бұрын
❤❤❤ঠিক, রাজনৈতিক লোকদেরকে আর দেখতে চাই না , তাদের প্রতি অভক্তি চলেএসেছে । এমুন লোকদেরকে আরো দেখতে চাই ।
@md.giasuddin25362 жыл бұрын
মাশাআল্লাহ। আল্লাহ তাআলা এই মানুষটির হায়াত ও জ্ঞানের মধ্যে অফুরন্ত বরকত দান করুন। তার ছায়া এদেশের প্রতিটি স্বপ্নীল মানুষের উপর দীর্ঘজীবী হোন। আমিন। ধন্যবাদ জিল্লুর রহমান সাহেবকে, এমন বিশেষ মানুষকে বিশেষভাবে উপস্থাপন ও আয়োজনের জন্য।
@md.rejaulislam80242 жыл бұрын
আমি ওনাকে অন্তর থেকে ভালোবাসি ওনার কথা শুনে আমার চোখ থেকে অজান্তেই পানি চলে আসে !আল্লাহ ওনাকে হায়াত আরো অনেক বাড়িয়ে দেন! আমিন
@md.hafizurrahmanhafiz8683 Жыл бұрын
সুফি মিজানুর রহমান মাইজভান্ডারী দরবারের মুরিদ>>>>> মাইজভান্ডারী আওয়ামী লীগের এমপি>>>>>> আওয়ামী লীগ ১৫ বছর ধরে সরকারি ক্ষমতায়>>>>>> অর্থাৎ বুইঝা ল ন
@Bokul112 Жыл бұрын
Amin
@jahanarajanu99222 жыл бұрын
প্রতিটি কথার মূল্য লক্ষ টাকা । আল্লাহ্ তুমি ওনার হায়াত দারাজ কর।
@jubaerislamabir4476 Жыл бұрын
right
@Professionaldairies2 жыл бұрын
যদি এই ধরনের সাদা মনের মানুষ রাষ্ট্রের প্রধান হয় তাহলে জাতির উন্নতি অবশ্যম্ভাবী । উনাকে আল্লাহ নেক হায়াত দারাজ করুক। আমিন
@eliasmsharifurrahman80703 жыл бұрын
আমার সাথে ওনার দেখা হয়েছিল লন্ডনের থিস্টল হোটেলে 2011/12 এ। আমি ওখানে জব করতাম। যখন পরিচয় হল বাংলাদেশী , সত্যিই অমায়িক ব্যবহার, বুজা যাবে না তিনি এতোবড় শিল্পপতি। আমাকে বিজিটিং কার্ড দিয়ে বলেছিলেন বাড়াতে গেলে দেখা করতে। যাওয়া হয়নি। কার্ডটা এখনো আমার কাছে রয়ে গেছে
@sayedfromdhanmondi63812 жыл бұрын
জিল্লুর সাহেব,আসসালামু আলাই কুম,আমি একজন ksa, পবাসী আমার কিছু কথ বলতে চাই, সম্ভব কি?
@mirzaalamgir27652 жыл бұрын
অসম্ভব ব্যতিক্রমধর্মী একজন ধার্মিক ও সাদা মনের মানুষ।
@ahasanullah86402 жыл бұрын
Assalamu alaikum Vai apni kindly amak Mijanur Rahman shaheber address or contact number ta jodi diten, khub upokar hoto.
@johiruddin53402 жыл бұрын
তিনি একজন মাইজভান্ডারী ভক্ত অনুসারী
@faridaakter11182 жыл бұрын
sqsq
@rajaahmmed52682 жыл бұрын
আলহামদুলিল্লাহ, আপনার এই মহামূল্যবান কথাগুলো বাংলাদেশের অনেক যুবকের সামনে এগিয়ে যাওয়ার প্রত্যাশা আরও বেড়ে যাবে, মহান আল্লাহ পাক আপনার হায়াতে অফুরন্ত বরকত দান করুক, আমিন।
@princehaque91713 жыл бұрын
শিখার আছে অনেক কিছু উনার কাছ থেকে, আল্লাহতালা তালা আপনাকে সবসময় সুস্থ ও সহি সালামতে রাখুক,আমিন। পারফেক্ট আইডল উনি
@F_M0003 жыл бұрын
আলহামদুলিল্লাহ, সূফী মিজান স্যারকে দেখে অনেক ভাল লাগলো। স্যারের কথাগুলো সবসময়ই অনুপ্রেরণাদায়! কেননা - কথাগুলো জীবন থেকে নেওয়া।
@rajatbarua26322 жыл бұрын
চোখে জল চলে আসলো। অনেক শ্রদ্ধা স্যার
@mostafizurrahman29282 жыл бұрын
🥰🥀❤️💞💕
@s.s.engineering2853 Жыл бұрын
আমি তার জীবন থেকে অনেক কিছু শিখেছি নিজের ভিতর ধারণ করি । এই মহান ব্যক্তির জন্য মন থেকে অনেক অনেক দোয়া আল্লাহ্ যেনো তাকে নেক হায়াত দান করেন ।
@mahannan25192 жыл бұрын
আহলে সুন্নাত ওয়াল জামায়াত এর উজ্জ্বল নক্ষত্র 💝 প্রিয় মানুষ 🌼 💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝
@shamdshak52352 жыл бұрын
আসলে এরাই মানুষ।অসাদারন কথা ❤❤❤❤❤🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🙏
@OmarFaruk-bw5uy2 жыл бұрын
একটি মানুষের এত গুলো গুন থাকতে পারে, সত্যই অসাধারণ।
@sahriorkamal98493 жыл бұрын
চমৎকার বিশ্লেষণ। কোনো ভাষা খুঁজে পাচ্ছিনা। তিনি অনেক তাত্ত্বিক জ্ঞান সম্পন্ন একজন দক্ষ অভিজ্ঞ মানুষ। আন্তরিক ধন্যবাদ জানাই তাঁকে।
@rakibhossen26382 жыл бұрын
সূফি হওয়া তো আর মুখের কথা নয়
@smquddus29872 жыл бұрын
Thanks to you.
@amitbhai72662 жыл бұрын
Aap na ke pranam sir! Bhagoban dekhini! Apnake dekhlam. Ishwar achen, ishwar thaken, apnio achen! Baba dakte chai apnake! Santan manben baba!
@amitbhai72662 жыл бұрын
Ki manush,!
@amitbhai72662 жыл бұрын
Era maha manab! Shikchi!
@sanjidashowrno933 жыл бұрын
অসাধারণ সেশন,তৃতীয় মাত্রাকে অনেক ধন্যবাদ বহুমাত্রিকতায় আলোচনা ও উনাকে উপস্হাপনের জন্য। আমি তৃতীয় মাত্রা এবং সকল মানুষের আত্নিক উন্নতি প্রতাশা করি
@rezzabisshas53323 жыл бұрын
অনেক সুন্দর একটি অনুষ্ঠান উপভোগ করলাম
@SaddamAlHossain682 жыл бұрын
অত্যন্ত ভালো মানুষ তিনি ওনার জন্য মন থেকে দোয়া করি।
@tritiyomatra3 жыл бұрын
Thank you all for your comments and please stay with us.
@golamkabir72272 жыл бұрын
Mr. Zillur Rahman, befor presenting this person, you had to do some homework.
@mdgofran54283 жыл бұрын
আল্লাহ পাক আপনাকে দীর্ঘ জীবি করুন আমিন। আপনার মূল্যবান উপদেশ সকল শ্রেণীর মানুষের নজর কেড়ে নিবে।
@timesvisionworld2 жыл бұрын
একজন মানুষের বাস্তব গল্প উপস্থাপনায় তৃতীয় মাত্রার জনাব জিল্লুর রহমান ভাইয়ের মাধ্যেমে - সূফী মিজানুর রহমান - । প্রিয় দুই মানুষ ! ===
@alauddin.monpura49952 жыл бұрын
আমি পুরো বিডিও ডাউন লোড করে শুনি ওনার মতো দেশের মধ্যে সেরা ভালো ব্যাবসায় নেই ওনার পতিটি ছেলে মেয়ে নাতি সমলে ভালো মানের মানুষ আল্লাহ জেন শত বছর হায়াত দেয়
@quranersurssmedia3712 Жыл бұрын
Nice beautiful ❤মাশাআল্লাহ জাজাকাল্লাহ খাইরান ❤
@mirkasimmallick312 Жыл бұрын
হৃদয়ের মানুষ উনি আল্লাহ্ ওনাকে দীর্ঘজীবী করুন আমিন
@saidurrahmanmasumvlog2 жыл бұрын
অনেক সুন্দর ছিল উনার কন্ঠ সর ও কথা গুলি। আল্লাহ তায়ালার এই ধরনের গুলাম প্রিথিবিতে বেশি বেশি দরকার।
আচছালামুআলাইকুম জিল্লুর রহমান ভাই, ধন্যবাদ দিলে ও কম হবে,মহান আল্লাহ পাক আপনার সহায়ক হন আমিন, আর দয়া করে এই ধরনের মানুষ নিয়ে অনুষ্ঠান করেন সাধারণ মানুষের উপকার হবে,রাজনৈতিক মহল এর লোক এনে সাধারণ জনগণের অপকার ছাড়া কোন উপকার হয় নাই, ওদের কাছে মিথ্যাচার ছাড়া কিছুই শুনা যায় না, ধন্যবাদ দুইজন কে মহান আল্লাহ পাক আপনাদের সহায়ক হন আমিন
তোদের মত আহলে হদস আর ইহুদিদের আকিদা পোশন করবে, নাকি কওমি বলাতকারীদের আকিদা ধারণ করবেন
@aidarafat53003 жыл бұрын
খুবই ভালো লাগলো। অনেক গুরুত্বপূর্ণ কিছু উপদেশ পেলাম। ধন্যবাদ
@bikashchandradas37862 жыл бұрын
Zillur Bhai, thanks to present this kind of Man in Tritiyo Matra instead of fraudsters politicians. He teaches us polite & kindness where the politicians teach us how to make cleverness. We want this kind of man for always.
@শান্তিরবার্তাচ্যানেল Жыл бұрын
স্যারের কথা শুনে অনেক অনুপ্রাণিত হয়েছি স্যারকে ধন্যবাদ
ধন্যবাদ আপনাকে এক জন সৎ ও সফল মানুষকে পরিচয় করানোর জন্যে ।
@chitrography41602 жыл бұрын
মনোমুগ্ধকর আলোচনা ❤️ ধন্যবাদ চ্যানেল আই এমন একজন মহান মানুষকে অতিথি কে আমন্ত্রণ জানানোর জন্য।
@mdtauhid59123 жыл бұрын
অন্তরের অন্তস্থল থেকে সালাম ও দোআ রইলো উনার জন্য।সুফি মিজানুর রহমানের জীবন ও কর্ম নিয়ে গল্প তৈরী করে পাঠ্যবইয়ে সংযুক্ত করা হউক। তাহলে তাঁর থেকে প্রেরণা নিয়ে আমাদের নতুন প্রজন্ম কিছু টা হলেও উপকৃত হবে। ধন্যবাদ চ্যানেল আই কে।
@gulshanarakhatun31873 жыл бұрын
আলহামদুলিল্লাহ! খুব ভালো একটা প্রতিবেদন দেখলাম! জিল্লুর রহমান কে এমন সুন্দর একটি অনুষ্ঠান দেখানোর জন্য অনেক অনেক ধন্যবাদ!
@rezahasansong42553 жыл бұрын
আলহামদুলিল্লাহ্ অনেক সুন্দর ও শিক্ষনীয় অনুষ্ঠান। ভালো লাগলো। ধন্যবাদ।
@dulalshatrador3284 Жыл бұрын
আপনার চরনে কোটি কোটি প্রনাম 🙏🙏🙏❤️❤️❤️
@mariammerry1432 жыл бұрын
He is a man of excellence.we want his presence in the tritomatra again and again. Mr. zillur is requested to present such personality in the days to come. At last, I salute him at heart.
@MdFaisal-nl3kv2 жыл бұрын
মাশা আল্লাহ, আল্লাহ এমন মানুষকে বাচিয়ে রাখুন দীর্ঘজীবন!!🤲🤲❤️
@sadhinislam952 жыл бұрын
সুফী মিজানুর রহমান চ্যানেল আইয়ের এসেছে এটাই গর্বের ব্যাপার। কোটি কোটি মানুষ উপকৃত হবে।
@sohaghossain95313 жыл бұрын
After long time I have enjoyed a talk show with such concentration. The guest today, though a successful businessman, speaks like a philosopher. A man is truly known by what he contains in heart, not by what he has in his hands. Thanks to tritiomattra for inviting such a guest who speaks from heart.
@ctgbd53912 жыл бұрын
চ্যানেল আইয়ের তৃতীয় মাত্রা' পরিচালকদের অনেক অনেক ধন্যবাদ এরকম লোকদের কে আমন্ত্রণ জানানোর জন্য ।আলহাজ্ব সুফি মিজানুর রহমান অন্তত একটা ভালো মনের মানুষ ।সে সবসময় ইসলাম নিয়ে কথা বলে বিভিন্ন মাহফিল ও বিভিন্ন ইসলামিক আয়োজনে সহায়তা করে তাই ধন্যবাদ জানাই সুফি মিজানুর রহমানের পরিবারকে ও ধন্যবাদ জানাই চ্যানেল আই কে
@mozammelhaque1479 Жыл бұрын
আপনাকে আন্তরিক ধন্যবাদ, এমন একজন ব্যক্তিকে সামনে নিয়ে আসার জন্য।
@mdnijam63893 жыл бұрын
অসাধারণ একজন মানুষ,,,সুফি মিজানুর রহমান চৌধুরী,,,,
@sadimahmud410 Жыл бұрын
আমি সাধারণত কখনো কমেন্ট করিনা,কিন্তু আজ করতে বাধ্য হলাম।তার একেকটা কথা বুকে এসে লাগলো। অসাধারণ ব্যক্তিত্য,আমার দেখা সেরা মানুষ।
@mdemamulhouqechowdhury3127 Жыл бұрын
ইনশাআল্লাহ, একদিন আমি এই সোনার বাংলার মানুষের মুখে হাসি ফুটাব
@TheGphrc2 жыл бұрын
By the grace of Almighty Allah, he is the guide to our modern society, personal life, family life, professional life, ispritual life , social life.
@shamsulalam80772 жыл бұрын
বহু দিন পরে একটা ভাল মানুষকে দেশবাসীর সামনে এনেছেন জিল্লুর রহমান আপনাকে ধন্যবাদ দিতে কারপূনকরলাম না
@kazianwar53452 жыл бұрын
অসাধারণ আলোচনা আল্লাহ যেন অনেক দিন বাঁচিয়ে রাখে স্যারকে।
@tafsirmedia13 жыл бұрын
অসাধারণ! পুরো অনুষ্ঠান শুনলাম। আলহামদুলিল্লাহ জীবনের কিছু পাথেয় পেলাম, সাহস পেলাম।
@mirzasaanwarhosen25043 жыл бұрын
Life lesson episode. I had no idea who this man is, but after listening to him I must say, he is Gem in terms of Human science. ❤️
@parvezsazzad39383 жыл бұрын
One of the best moments I have ever passed. Thank zillur Rahman sir.
@MdRashed-rw3wg Жыл бұрын
@@parvezsazzad3938.) .
@MdRashed-rw3wg Жыл бұрын
@@parvezsazzad3938.) .
@friendabroad47513 жыл бұрын
Thank you Tritiyo Matra For bringing such a great man in the show. There are others in Bangladesh. Present time it is very important for the society.
@mdabulkashem2531 Жыл бұрын
ধন্যবাদ। এমন মানুষের জীবনের কাহিনি গুলো বারবার আপনার উপস্হাপনে আনবেন।
@bashir73542 жыл бұрын
He is very inspirational and extremely knowledgeable in many sectors in life.
@RiyazKhan-ji6do3 жыл бұрын
দোয়া করি আল্লাতাকে নেক হায়াত দান করেন ধন্যবাদ
@masudalamnaimulislam16733 жыл бұрын
Warming welcome Mr. Zillur to bring such Great man in your show. I have impressed with lessening is speech. Thank you Mr. Mizanur Rahman for inspiring the Youth. I should follow the straight and simple path what's given Allah S.W.T.
@mohammedullah23283 жыл бұрын
আধুনিক ভারতের সাবেক প্রেসিডেন্ট বিজ্ঞানী এ পি জে আবুল কালাম আমাদের সুফি ড. মিজানুর রহমান সাহেব এর আমন্ত্রণে এসেছিলেন।আল্লাহ পাক ওনার ভালো করুন।
@mostafizurrahman29282 жыл бұрын
আমিন
@mostafizurrahman29282 жыл бұрын
মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদও এসেছিলেন সুফি সাহেবের আমন্ত্রণে।
@ashraffaisal9734 Жыл бұрын
Sir, we will always remember you. You are the real inspiration/source of the spirit of human beings. Zillur Rahman sir we humbly request you to bring him again in your show.
@system_error_4042 жыл бұрын
Masha Allah ami poora shunechi. Ami first kichu poora shunlam. Eto educated eto information seeker ar execute korar moto ability. Masha Allah Masha Allah Masha Allah... I am speechless.
মাশাল্লা কি সুন্দর কথা বলেন অসাধারণ খুব ভালো লাগলো ধন্যবাদ আপনার সন্মান আললার রহমত।।
@YSFBD Жыл бұрын
I'm not sure why I haven’t heard his speeches before! I also wonder how wonderful it is to work with this great man chasing a great dream and philosophy!!
@Alhaj_Gofran_Patwary Жыл бұрын
দীর্ঘ জীবি হোন অপূর্ব সুন্দর করে কথা বলেন আমার সাথে উনার পরিচয়, অমায়িক বন্ধুবাৎসল আচরণ আমাকে মোহিত করছে। দীর্ঘ জীবি হোন সততার সঙ্গে যুক্ত হোন আমিন। অনেকদিন পর একজন ত্যাগীমানুষ এনেছেন। ধন্যবাদ জিল্লুর রহমান। রাজনৈতিক মিথ্যা বাদী অনেক দেখা হয়েছে আর নয়।
@rubelkhan4217 Жыл бұрын
মাশাল্লাহ আলহামদুলিল্লাহ এই ধরনের ব্যক্তিদেরকে টকশোতে বিভিন্ন লাইভে আমার খুব দরকার
@joykrishnaroy1042 Жыл бұрын
It seems he is a secular person and having a rich mindset. May god bless him. Would like to know the name of his country house in bdesh.
@faizahmed4482 жыл бұрын
I love Sufi Mizan Sir. Because he is the oxygen (Inspiration) of my dull moment. Thanks, Trityomatra to come him.