Mowla Boksh renders Goshter Gaan

  Рет қаралды 586,077

Zaid I

Zaid I

Күн бұрын

YOU ARE REQUESTED TO PLAY THIS VIDEO AT THE EARLY HOURS, AT DAWN, WHEN IT TURNS FROM DARK TO DAYLIGHT. THANK YOU.
Mowla Boksh, a legend of the Lalon Phokir gharana, breathed his last on 16 August 2012. May the Lord rest him in peace.
We don't realise what we got until it's gone. Mowla's departure reminded me of this once again. I started remembering his unique craziness, his humour, his incomparable style of musical mastery, and how passionately he was constantly celebrating every moment.
I started to miss him.
I searched for a photo I took of him 5 years ago, at a sadhu shongo at Abdur Rob Phokir's Jyaotidham. Rob Phokir too is no more.
I remember sitting on the ground at this shongo, near the stage with camera in hand, when Mowla noticed me and came towards me, bent down and looked straight through the lens. I can't remember clearly, but I think I wasn't even looking through the viewfinder when I clicked this.
www.facebook.co...
Sadhu guru masters held Mowla in a high place, he had their respect. Yet a madman. A master. Many accompanying musicians had a tough time keeping up with him when he sang. He was strict with them. He would give a harsh scolding whenever there was any mistake, if someone missed a beat or went out of tune. If anyone ever interrupted Mowla, that's it, they would get a lesson in profanity, a full swing of pure Bangla vocabulary. Haha. I think many will remember him for that too.
Always filled with great energy, every moment spent with Mowla was amusing. Spending time with him was like being on a roller coaster ride. One moment he'd crack you up with things he said or did, the next moment he might be swearing at you, maybe followed by another where he mesmerises you with a tune.
Another noticeable characteristic about Mowla was his fashion consciousness. Most people may have thought him to be a vagrant, but Mowla was constantly designing his own outfits, changing clothes frequently. Sometimes a leather jacket, with pants he made from jute. He'd flaunt a motorbike helmet every now and then. He loved belts and shoes too. Only the Lord Almighty, and Mowla himself, know where he collected these articles and accessories from. In this video he's wearing a t-shirt that says on the back "Apnar Shontanke Schoole Pathan" (Send Your Children To School), a popular slogan from a campaign to educate the nation.
I was feeling regret that we never recorded Mowla Boksh's singing. Then I remembered that I had used my compact camera to capture some video last year. I found the clip, and tears rolled down as I began viewing it. I did not feel like editing or touching up. So here it is, the raw clip. Only thing I did was resize the file, to ease uploading. It was recorded at Pangsha, Rajbari, at a sadhu shongo that was arranged to tackle attacks on phokirs/fakirs by religious extremists.
Here Mowla Boksh is in his typical spirit, with unique rendition of Goshter Gaan. Right before first light, he starts the first song in his own style, finishes and starts the second song without any pause in between, which was a characteristic quite typical of him. He does the same with the third one. I am yet to identify the third song though.
For those of you not familiar with 'Goshter Gaan', here's my attempt to give you a brief idea...
Lord Krishna as a young boy used to take cattle to the fields/forest to graze. Typically a cowherds-boy starts his day very early, when it's still dark, taking the cattle out at first light.
This time of day is also special for sadhu phokir/fakirs. It is celebrated with a series of songs depicting the experiences of Lord Krishna, like episodes that takes place at dawn. They begin with herds-boys, companions of Krishna, summoning him to wake up and prepare for the day. Krishna responds with a lament that he won't go out with these boys who bully him in the forest. Ma Joshoda demands to know why such pain is caused, and the other boys respond. And it goes on until Lord Krishna is lost in the forest and ends up in Brindaban.
Joy Guru Mowla Boksh
We salute you
May you rest in peace
Alek Shain!

Пікірлер: 289
@satyabachan8164
@satyabachan8164 5 жыл бұрын
মাওলা ক্ষেপা বাবা তুমি ,গৌর ক্ষেপা ও তিনকরি ক্ষ্যাপা কেন এত তাড়তাড়ি এই পৃথিবী ছেড়ে চলে গেলে।আজ এই প্রেমহীন পৃথিবীর যে তোমাদেরকে খুবই প্রয়োজন ছিল বাবা। জয় গুরু।
@nusrattasnia3326
@nusrattasnia3326 4 жыл бұрын
আহা মনের কথা, এক ক্ষত পুরন নাহতেই আরেক জন, এমন করে তিন জনই চলে গেছে!
@happyalbratross7137
@happyalbratross7137 4 жыл бұрын
ভাই আমি বিরাট কষ্ট পাইছি যেদিন জানলাম এরা কেউ আর বেঁচে নেই, বিশেষ করে মাওলা বক্স এর জন্যি তো কয়দিন খুব মন খারাপ লাগতি লেইগ্লো কারণ লালনের গোষ্ঠ গানের প্রভাব মাওলা বক্সের মতো আর আর কেউ আমার অন্তরে ফেলতি পারিনি, তাই এই গানটা প্রতিদিনই শুনতাম এবং শুনি।
@nusrattasnia3326
@nusrattasnia3326 4 жыл бұрын
@@happyalbratross7137 আমিও লালনের বাউলিয়ানায় আমার মন পাগল....
@happyalbratross7137
@happyalbratross7137 4 жыл бұрын
@@nusrattasnia3326 আব্দুর রব ফকির এর সাথে দেখা করবো বলে না জেনে আন্দাজে কুষ্টিয়া চলে গিলাম কিছুদিন আগে যেয়ে শুনি তিনিও বেশ কিছু দিন আগে মারা গেছে তকন তো আরো কষ্ট পাইছি শেষমেশ নবপ্রান আখড়ায় গেলাম কিন্তু সেকেনে যেয়ে শুনি ওরাও নেই বেশকইদিন গানবাজনা বন্ধ। তকন বুজলাম লোকে আসলে ঠিকি কই, বেশি খিদের ভাত নেই😄। যাক তারপরও ভালই লেইগলো নবপ্রাণ টা তো আছে।
@nusrattasnia3326
@nusrattasnia3326 4 жыл бұрын
@@happyalbratross7137 বাহ, আমিও সাধু সঙগ্য করার অনেক টান,তাগিত অনুভব করি, জীবন-যাপনের সীমাবদ্ধতার জন্য এখন সম্ভব হয়নি......
@Deat6541
@Deat6541 2 жыл бұрын
কি গান শুনালে বাবা! যতবার শুনি আবার শুনতে ইচ্ছে করে। মন আর ঘরে রইতে চায় না বাবা। কিন্তু গৃহের মায়া ছাড়তেও পারছি না। দয়াল গুরু আমাকে পথ দেখাও। তোমার পদতলে ঠাই দাও গুরু। আমার এই অস্থির মনকে শান্ত কর বাবা।
@nitaisorkerofficial3471
@nitaisorkerofficial3471 2 жыл бұрын
ঠিক বলেছেন
@sarkerraju2045
@sarkerraju2045 2 жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@AlimTaniya
@AlimTaniya Жыл бұрын
l
@monirulhasan7920
@monirulhasan7920 Жыл бұрын
Ki mayar gaan!
@safiqulislam3222
@safiqulislam3222 Жыл бұрын
@jahir843
@jahir843 6 жыл бұрын
এতো মধুর একতারা বাজানো এই প্রথম শুনলাম।অসাধারন । ভয়েস টাও দারুন
@johirahmed6735
@johirahmed6735 Жыл бұрын
যিনি উঠে শুরু করেছিলেন আর গানে সঙ্গ দিয়েছেন উনি বাংলাদেশের টুনটুন বাউল। উনিও আরেকজন লিজেন্ড। জয়গুরু।
@souravdeb6268
@souravdeb6268 8 ай бұрын
মনে বড় ইচ্ছা এইসব গানের আসরে বসে সারারাত পাড় করার ! আহা কি মধুর!
@shimulbashar823
@shimulbashar823 10 жыл бұрын
Ziad Islam, এই শিল্পিটার একটা লাইভ শো দেখার অভিজ্ঞতা আমার আছে...ছবির হাঁটের এক সন্ধ্যায় আড্ডা দিতে গিয়ে বন্ধুদের অপেক্ষায় বট গাছের গোড়ায় বসেছিলাম। পাশেই দেখি একটা খুব সাধারণ মঞ্চ বানানো হয়েছে তাতে একটা সাদা কাগজে লিখা মওলা বকসের একক সঙ্গীতানুষ্ঠান। পিঙ্ক ফ্লয়েড, জিম মরিসন, নফলার কত জনের কত গান শুনি কিন্তু ছবির হাঁটের মতো জায়গায় একক গান আবার তার ওই শিল্পির নামও কোনদিন শুনি নাই। ...মনে মনে হাসলাম। চারুকলার পোলাপানের কাজ কর্ম খুবই বিচিত্র মনে হয় আমার। হঠাৎ খুবই নোংরা একটা পাগল মঞ্চে ওঠে এলেন। দৃষ্টি সরিয়ে নেয়ার সুযোগ আর পাইনি। যদিও তাঁর গানের কিছুই সেদিন বুঝিনি তবে মনে হচ্ছিল কেউ একজন তার শরীরের ভেতর থেকে অদ্ভুত সুরে গাইছে। ঘন্টা দুয়েক মন্ত্রমুগ্ধ হয়েছিলাম। এরপর থেকেই আমি তার সম্পর্কে জানার চেষ্টা করছি....একদিন জানলাম মারা গেছেন। যদিও ইন্টারনেটের কোথাও তাঁর সম্পর্কে খুব বেশি তথ্য পাওয়া যায়না। তবুও এই ভিডিওটা মাঝে মাঝে আমি দেখি। লিরিকস পেলে আরো ভালো লাগতো।
@rafiqrony4140
@rafiqrony4140 9 жыл бұрын
Shimul Bashar ! আমি সেই ছবির হাটের অনুষ্ঠানের দোতারা বাদক ছিলাম ! আমার কথা কি কিছু আপনার মনে আছে !? মাওলা পাগল আমার ওস্তাদ জি ছিলেন ! আমি - আমাদের ঐ অনুষ্ঠান টা ছিল একটা পরীক্ষা মূলক সম্প্রচার ! আমরা দেখতে চেয়েছিলাম কেমন সাড়া পাওয়া যায় ! ২০১২ সালে আমরা মাওলা সাইজী কে নিয়ে অনেক বড় আঙ্গিকে তাঁর একটা একক গানের অনুষ্ঠানের পরিকল্পনা নিয়েছিলাম ! ২০১২ সালের ডিসেম্বর এ অনুশঠান টা করার কথা ছিল । যদি হত - তাহলে তা সত্যি ই অনেক বড় মাপের একটা প্রোগ্রাম হত ! কিন্তু ওস্তাদজি মাওলা - আমাকে - আমাদের ফেলে আগষ্ট মাসের ১৬ তারিখ দেহ ত্যাগ করে চলে যান ! আজ ও আমি সেই কষ্ট টা ভুলতে পারি না ! এত প্লেন ছিল আমার আমাদের - কিন্তু সব নিমিশেই ধুলোয় মিশে গেল ! জয় হোক আপনার ! জয় গুরু - জয় মাওলা সাই ! !
@joydebmitra9982
@joydebmitra9982 9 жыл бұрын
+rafiq rony thank you
@antuhoque5990
@antuhoque5990 8 жыл бұрын
vai, gaan er kotha shob bujhte parina but prai somoy gaan ta shuni. besh niyomito shuni. apni ki gaan er kotha gula koi paua jabe bolte parben? pls
@juljalal2250
@juljalal2250 7 жыл бұрын
eni বিখ্যাত মউলা বক্স
@societylifesketch2837
@societylifesketch2837 7 жыл бұрын
আপনার অনুভূতি অনেক ভালো লাগলো। আপনি অনেক সৌভাগ্যবান বটে। আমি অনুরোধ করবো আমার এফবি আইডিতে(rased.eco) একটা রিকুয়েস্ট দিবেন। আশা করছি, যোগাযোগ হবে। ভালো থাকুন। প্রেম নিরন্তর।
@ahmedanwar5928
@ahmedanwar5928 2 жыл бұрын
What a devoted authentic singer Maula was? The heart touching Kirton like mesmerize me. Listening again and again. Spread love across all.
@smrohan3471
@smrohan3471 Жыл бұрын
mind blowing একটা গান।সারাজীবন শুনতে মন চাওয়ার মত একটা গান।কিভাবে প্রশংসা করলে গানের প্রতি সুবিচার করা হবে বুঝতেছিনা।এইরকম গান বাংলার ঐতিহ্য। 🥰😍
@acajay03
@acajay03 8 жыл бұрын
this performance is such a blessing. thank you for uploading.
@mdmizanurrahman4998
@mdmizanurrahman4998 3 жыл бұрын
2022 এ এসে আবার শুনা হলো। ২০১৩ তে প্রথম শুনে ছিলাম। মাউলা বশক, এই মানুষটা ২০১৬ সালের পরে নিখোজ হইয়ে যাই। এখন পর্যন্ত কেও তার দেখা পাইনি এমনকি ওনার সংগিরাও জানেনা উনি আদ বেচে আছেন কিনা। প্রিয় মানুষটার প্রতি অনেক ভালবাসা রইলো ❤️🌼🇧🇩
@ZaidIslam
@ZaidIslam 2 жыл бұрын
He passed on 16th Aug 2012. There is an annual sadhu shongo at his resting place every year on this date.
@humayunkabir-lz5ek
@humayunkabir-lz5ek 2 жыл бұрын
জীবনের সব কিছু ত্যাগ করেই তবে এই ভাব আসবে বলে আমি বিসশাস করি,,,,জয় গুরু,,,,যারা কমেন্ট করেছেন তারা সবাই ভাব সাগরের পিয়াসী,,,,
@mdsojibali2280
@mdsojibali2280 Жыл бұрын
আমি যতটুকু তার ব্যাপারে জানি সে মারা গেছে এবং কুষ্টিয়া মিরপুরে তার সমাধি
@Miltonali4643
@Miltonali4643 Жыл бұрын
তার ধামে জেতে পারেন 🙏🙏🙏🙏
@mdhridoyadnan
@mdhridoyadnan 10 ай бұрын
মারা গিয়েছে 😢
@mdfarkanulhamid8068
@mdfarkanulhamid8068 7 жыл бұрын
KZbin a Tar Ay Gan ta dakha khub valo laglo j vi ata upload korasa many many tnx and akhon mowla r mittu barsiki ta akhon onak big onustan hoy sobay k dakta asar jonno amon tron roylo
@nasiruddinbali8001
@nasiruddinbali8001 2 жыл бұрын
কিছুক্ষণের জন্য নিজেকে হারিয়ে ফেলেছিলাম। চমৎকার পরিবেশনা!
@khukababu88
@khukababu88 11 жыл бұрын
সঙ্গীত আর সুরের ওপার আনন্দ জগতে বিচরন করে স্রষ্টার সান্নিধ্য লাভ খুব কঠিন সাধনা নয়, শুধু শর্তহীন প্রেম এবং আত্মসমর্পনের দৃঢ়তার প্রয়োজন ।
@anapagli9745
@anapagli9745 7 жыл бұрын
Bahh.....ashadharon apnar bani sadhu sadhu.
@md.mostafizurrahman3890
@md.mostafizurrahman3890 6 жыл бұрын
Mainul Hoque আপনার কথাটা স্পস্ট বুঝতে পারিনি। একটা পরিষ্কার করবেন
@biswajitkundu6831
@biswajitkundu6831 5 жыл бұрын
@@md.mostafizurrahman3890 ভাই বোঝার মত বয়স ও গুরু সান্নিধ্য আপনার নেই । বুঝতে গেলে বাঁধন থেকে বাইরে বেড়িয়ে আসুন ।
@mizanur_1985
@mizanur_1985 4 жыл бұрын
@@md.mostafizurrahman3890 k ;+h+uuu
@joysundar
@joysundar 2 жыл бұрын
@@md.mostafizurrahman3890 যেমন ধরেন আপনি নামাজ পড়েন খোদার অপার সান্নিধ্যে যাবার জন্য।আবার কেউ কেউ কিন্তু ভয়ে পরে,কেউ দেখায় পরে। যে যে কারনেই পড়ুক নামাজ পরলে এক ধরনের আনন্দ আপনি পাবেন ই।কারন আপনি প্রবলভাবে বিশ্বাস রাখেন এখানে। আমি গানে প্রবলভাবে বিশ্বাস করি এবং এই আনন্দ আমি আর কোথাও পাবোনা।এটাকে আমি সৃষ্টিকর্তার নৈকট্যের সংকেত হিসেবেই বিশ্বাস করতে ভালোবাসি।
@juljalal2250
@juljalal2250 7 жыл бұрын
লয়ে গোধন গোষ্ঠের কানন চলো গোকুলবিহারী গোষ্ঠে চলো হরিমুরারি।। তুই আমাদের সঙ্গে যাবি বনফল সব খেতে পাবি। আমরা ম’লে তুই বাঁচাবি তাই তোরে সঙ্গে করি।। ওরে ও ভাই কেলে সোনা চরণে নূপুর দে না। মাথায় মোহন চূড়া নে না ধড়া পর বংশীধারী।। যে ত্বরাবে এই ত্রিভূবন সে যাবে আজ গোষ্ঠের কানন। ঠিক রেখ মন অভয় চরণ লালন ওই চরণের ভিখারি।।
@julfekarnayem203
@julfekarnayem203 6 жыл бұрын
জয় গুরু
@sharifislam5606
@sharifislam5606 6 жыл бұрын
ধন্যবাদ
@kushalmongol1789
@kushalmongol1789 2 жыл бұрын
Apnake dhonnobad
@fzmedia-up5co
@fzmedia-up5co 9 ай бұрын
আমি দীর্ঘ দিন ধরে এই গানটি শুনী, লালনের গান ❤❤❤ শুনলে জোড়ায় প্রান ❤❤❤❤
@hydermshams
@hydermshams 7 жыл бұрын
No doubt, he has got a different type of musical mastery. Tnx for uploading.
@shaymalbarman1859
@shaymalbarman1859 2 жыл бұрын
very nice
@sm.rakib-l4z
@sm.rakib-l4z 29 күн бұрын
মওলা সাধুর গান অনেক দিন পর শুনলাম। সাধু কি বেচে আছে।
@piuvbn
@piuvbn 6 жыл бұрын
আমার শোনা গোষ্টের গানের মধ্যে সবচেয়ে ভালো। মৌলাবক্স এর অদ্ভুত একতারা।
@mdhridoyadnan
@mdhridoyadnan 10 ай бұрын
তার কর্ম গুনে তার মাজার উজ্জ্বল নক্ষত্রের মতো জ্বলছে,,ছোট থাকতে দেখেছি ভয় লাগতো,,,এখন দেখতে মন চাই😢😢তার একটা কথা আজো মনে পড়ে,,যাই বলতো সঠিক ছাড়া বলতো না যদিও ভাষার ব্যবহার করতো অন্য রকম তবে হক কথা বলতো❤️❤️
@md.aslamali7772
@md.aslamali7772 7 жыл бұрын
ইয়া হক্ব, ইয়া সাইজি, ইয়া মাওলা বকস। জয় গুরু, জয় দয়াময়। হে দয়াল মওলা, এই অধমকে দয়া কর। তোমার শ্রীপাদপদ্মে এই অধমের দণ্ডবৎ ভক্তি গ্রহণ কর, দয়াল।
@SheguftaHasnine
@SheguftaHasnine 11 жыл бұрын
Lyrics: লয়ে গোধন গোষ্ঠের কানন লয়ে গোধন গোষ্ঠের কানন চল গোকুলবিহারী গোষ্ঠে চলো হরিমুরারি ॥ তুই আমাদের সঙ্গে যাবি বনফল সব খেতে পাবি আমরা ম’লে তুই বাঁচাবি তাই তোরে সঙ্গে করি ॥ ওরে ও ভাই কেলে সোনা চরণে নূপুর দে না মাথায় মোহন চূড়া নে না ধড়া পর বংশীধারী ॥ যে ত্বরাবে এই ত্রিভূবন সে যাবে আজ গোষ্ঠের কানন ঠিক রেখ মন অভয় চরণ লালন ওই চরণের ভিখারি ॥ The second song: গোষ্ঠে আর যাব না মাগো বলাই দাদার দয়া নাই প্রাণে গোষ্ঠে আর যাবনা মাগো দাদা বলাইয়ের সনে ॥ বড় বড় রাখাল যারা ওমা, বসে বসে থাকে তারা আমায় করে জ্যান্তে মরা বলে ধেণু ফিরা’ নে ॥ ক্ষুধাতে প্রাণ আকুল হয় মা ধেণু রাখার বল থাকে না ॥ বলাই দাদা বোল বোঝে না কথা কয় হেনে ॥ বনে যেয়ে রাখাল সবাই বলে এস খেলি কানাই হারিলেই স্কন্ধে বলাই চড়ে তখনে ॥ তোরা যা সব রাখালগণে আমিতো যাবো না বনে খেলব খেলা আপন মনে ফকির লালন তাই ভণে ॥
@দোহাকাতার-ত৭চ
@দোহাকাতার-ত৭চ 7 жыл бұрын
হা সাধু সাধু জয় গুরু
@ferdoushasanrafi8851
@ferdoushasanrafi8851 7 жыл бұрын
SheguftaHasnine 4
@rashidulislam3198
@rashidulislam3198 7 жыл бұрын
SheguftaHasnine ধন্যবাদ ভাই।
@rashidulislam3198
@rashidulislam3198 7 жыл бұрын
SheguftaHasnine ধন্যবাদ ভাই।
@faridulislamshawon
@faridulislamshawon 2 жыл бұрын
লিরিক লিখে না দিলে পুরো তৃপ্তি পেতাম না ধন্যবাদ 😍😍
@blackfox420420
@blackfox420420 12 жыл бұрын
মাওলা তোমার পাগলকে তুমি ই জানো... ভাল রেখো তারে......
@ShimuntoSannyasi
@ShimuntoSannyasi 12 жыл бұрын
অসাধারণ... মন্তব্য করতে সাহস পাচ্ছি না...
@salahomani2913
@salahomani2913 7 жыл бұрын
যে চিনেছে নিজে কে সরুপ পায় সে গোপনে
@Esotericyoga
@Esotericyoga 9 жыл бұрын
Ah, beautiful!!!!! Jai Guru Dev
@kamrulhasan5172
@kamrulhasan5172 3 жыл бұрын
He is no more but he is alive in our hearts..... Very sad to say May be he has no vedioes...... Only this...... Very sad...... Love u mowla......
@KhademTV-fh6tc
@KhademTV-fh6tc Жыл бұрын
দরদী অনেক সুন্দর গিয়াছে মারহাবা মারহাবা জয়গুরু
@Anisbabu-y2e
@Anisbabu-y2e Жыл бұрын
খুব সুন্দর গাইছেন দোয়া রইলো ❤❤❤❤❤
@AnaRitaSimonka
@AnaRitaSimonka 11 жыл бұрын
Pure nectar ...
@মনেরঘরে
@মনেরঘরে 2 жыл бұрын
রাজশাহী থেকে শিমুল।
@satarmiamia
@satarmiamia 7 ай бұрын
Nice song 🎵 ❤
@EmrazHossan
@EmrazHossan 7 жыл бұрын
আমার খুব পছন্দের একটি গান । কেনো ভাল লাগে জানি না তবে, আমি কম করে কয়েক শত বার শুনেছি । হয়তো আরো কয় হাজার বার হবে জানি না ।
@julfekarnayem203
@julfekarnayem203 6 жыл бұрын
মনের কথা বলেছেন ভাই
@gcpgcp7617
@gcpgcp7617 10 жыл бұрын
everyone w/o knowing the real implication of this song commenting as awesome or pure song etc.if they know now that this song is all about the pastime of Krishna when He was at Gokul, Brindabon, they won't like it any more. godhan means the cattle,cows, gostha means meadow where Krishna played w/ His friends and cows while.gokul bihari means the one who wanders in the forest of gokul, its Krishna.anyway, its real nice song, loved it!thanks!
@ZaidIslam
@ZaidIslam 4 жыл бұрын
I am curious as to why you think that people will not like this song if they knew it was about Sri Krishna? I was introduced to early morning songs of Goshto Lila more than 20 years ago when I was attending Mela and Sadhu Shongo, and knew from that moment what these songs were saying, and I fell in love.
@nabbiralnafiz1951
@nabbiralnafiz1951 2 жыл бұрын
জয় গুরু। যতবার শুনি ততবার মনটা ভালো হয়ে যায়..
@md.abdullah3025
@md.abdullah3025 3 ай бұрын
বলাই দাদার দয়া নাই প্রাণে । গোষ্ঠে আর যাবোনা মাগো দাদা বলাইয়ের সনে ।। বড় বড় রাখাল যারা বনে বসে থাকে তারা আমায় করে জ্যান্তে মরা ধেনু ফিরানে ।। ক্ষুধাতে প্রাণ আকুল হয় মা ধেনু রাখার বল থাকেনা বলাই দাদা বোল বুঝেনা কথা কয় হেনে ।। বনে যেয়ে রাখাল সবাই বলে এসো খেলি কানাই হারিলে স্কন্ধে বলাই চড়ে সেই বনে ।। আজকের মতো তোরাই যারে আমি তো যাবোনা বনে খেলবো খেলা আপন মনে লালন তাই ভণে ।। ~~~ ফকির লালন সাঁই
@babluhanif7554
@babluhanif7554 8 жыл бұрын
অসাধারণ একটি গান । এই গানটা কতবার যে সুনেছি নিয়ে ও বলতে পারবো না
@djrasel4523
@djrasel4523 6 жыл бұрын
gann tar nam ki vai.....please
@msaibon5940
@msaibon5940 2 жыл бұрын
Bhai ki bolbo apnare what a songs long live Moula
@baulofbengal
@baulofbengal 7 жыл бұрын
যতবারই শুনি নতুন করে পাই।
@satyabachan8164
@satyabachan8164 5 жыл бұрын
ঠিক বলেছেন দাদা।জয় মাওলা ক্ষেপার জয়,জয় গৌর ক্ষ্যাপার জয়,জয় তিনকরি ক্ষ্যাপার জয়।জয় গুরু।
@ziaulhaqueromel5226
@ziaulhaqueromel5226 10 жыл бұрын
ধর্ম কর্ম আপনার মন করে ধর্ম সব মোমিনগণ। লালন বলে ধর্মের করণ প্রাপ্তি হবে নিরঞ্জন।।
@papiko75
@papiko75 10 жыл бұрын
are yar could you find the way to give the lyrics in english please
@milonmondol1770
@milonmondol1770 2 жыл бұрын
জয় গুরু। অসাধারন ভাষায় প্রকাশ করার মত নয়।
@Miltonali4643
@Miltonali4643 6 ай бұрын
এই ছোট্ট জীবনে কতবার যে শুনলাম। এখনো সাধ মেটে নাই 🙏🙏🙏
@joydharstudio
@joydharstudio 2 жыл бұрын
কি যাদু আছে কে জানে যতবার শুনি আক্ষেপ যায় না ঘোর কাটে না। জয় গুরু
@ornobsagor8173
@ornobsagor8173 2 жыл бұрын
পাগলদের সাথে খুব মন চায়,,হারিয়ে যেতে মন চায় ভাব সাগরে,
@tonmoychokrah382
@tonmoychokrah382 2 жыл бұрын
Eto sundor sundor comments er vitor comment korte sahos hoy na, sudu afsus hoy unar gaan ar khuje pai na
@dilipchandrasutradhar1615
@dilipchandrasutradhar1615 5 жыл бұрын
অসাধরন।জয়।গুরু।জয় দয়া।ময়।সাত।মোড়া।নবীনগর। আমার।হৃদয় শিতল।হয়ে।গেল।বাসায়।বলার।মত।না।সংত।সংগ।কর।মনে।আনদ।পাবে।।আমি।বাহরাইন।পবাসী।দীলিপ।সুএ।ধর।
@meone6170
@meone6170 2 жыл бұрын
nice
@MDpakhimia-h7f
@MDpakhimia-h7f Жыл бұрын
মাশাআল্লাহ খুব সুন্দর গান সৌদি আরব থেকে
@sanjidasumaiya9350
@sanjidasumaiya9350 2 жыл бұрын
Absolutely right brother
@chayanbala480
@chayanbala480 5 жыл бұрын
Era sobai uporwalar Sontan.god gift.
@abdullahnasimlalon1890
@abdullahnasimlalon1890 8 жыл бұрын
কি সুনালে সাই।জয় গুরু।
@tareqlatif4171
@tareqlatif4171 8 жыл бұрын
যতবার শুনি ততবারই ভাল লাগে
@md.aslamali7772
@md.aslamali7772 7 жыл бұрын
জয় দয়াময়, জয় মওলা বাবা। সাধু গুরু বৈষ্ণব, কেউ কি দয়া করে 'গোষ্ঠে চলরে ও নীলমণি' গানের পুরোকথাগুলো লিখে দিবেন? সবগুলো কথা দয়াল এখানে গাননি
@sohankabir846
@sohankabir846 2 жыл бұрын
5 বছর পর এসে আবারও শুনছি।
@MdZillurRahaman-do9nh
@MdZillurRahaman-do9nh Жыл бұрын
বাহ্ বাহ্ সাধু চমৎকার ❣️❣️❣️
@johurulislam9551
@johurulislam9551 3 жыл бұрын
Very beautiful moment of moula
@satyajitbiswas3765
@satyajitbiswas3765 4 жыл бұрын
APURUP EK ANONDO PELAM. PRONAM JANAI GOSAI JI
@shyamalkarmakar4563
@shyamalkarmakar4563 4 жыл бұрын
অসাধারণ উপলব্ধি,, জয়গুরু।
@swapanbhowmick4802
@swapanbhowmick4802 5 жыл бұрын
Thanks
@KamrulIslam-uv1ls
@KamrulIslam-uv1ls 2 жыл бұрын
Extraordinary of the extraordinaries
@societylifesketch2837
@societylifesketch2837 8 жыл бұрын
oshadharon!!!
@নিলআকাস-ট২ল
@নিলআকাস-ট২ল 6 жыл бұрын
আমি কতবার শুনচি তা বলতে পরব না কিনতু গান ওসাদরন
@amirhossen9384
@amirhossen9384 6 жыл бұрын
Topon Dash
@Jugiboys
@Jugiboys 7 жыл бұрын
আমি অনেক বার শুনছি গানটা কিন্তু সব গুলি কথা বুঝতে পারছি না তবে বার বার শুনতে ইচ্ছা করে
@Md.jamalmollaMd.jamalmolla
@Md.jamalmollaMd.jamalmolla Жыл бұрын
Awesome ❤
@shawonreza3041
@shawonreza3041 4 ай бұрын
Nice 😊😊
@MdSakibHowladar-oe4pm
@MdSakibHowladar-oe4pm Жыл бұрын
দশ বছর পর শুনলাম
@thirdeye6321
@thirdeye6321 2 жыл бұрын
joto shuni totoi valo lage, mon valo hoye jai, kuasha kete alo ashe
@mdfarkanulhamid8068
@mdfarkanulhamid8068 7 жыл бұрын
Ay Mowla pagol r Bari Amar Barir pasa Aj obak lagsa j Mowla vi r Gan A 118 k view
@babubaba3431
@babubaba3431 8 жыл бұрын
BEAUTIFUL
@user-hx2si2ub1g
@user-hx2si2ub1g 9 жыл бұрын
Please upload more and more.
@md.alfazuddin4702
@md.alfazuddin4702 4 жыл бұрын
ok.
@md.alfazuddin4702
@md.alfazuddin4702 4 жыл бұрын
ok.
@rimanrl1054
@rimanrl1054 11 ай бұрын
অনেক সুন্দর গান
@adv.md.jahangirhossain2338
@adv.md.jahangirhossain2338 2 жыл бұрын
সুর আর তালের অপূর্ব সমাহার।
@Shimul012
@Shimul012 6 жыл бұрын
darun.....,😍😍😍😍
@mdmoinuddin9229
@mdmoinuddin9229 3 жыл бұрын
নদীয়ার গোষ্ঠের শেষ রাখাল রাজা আমার ভাবের সাঁঈ সাঁঈ সাঁঈ পাগল হক মওলা ফকির।
@raselmiah8177
@raselmiah8177 7 ай бұрын
Maula bokser aro gan chai
@farukahmmedprince9825
@farukahmmedprince9825 5 жыл бұрын
Love you....guru
@adhirbiswas5564
@adhirbiswas5564 Жыл бұрын
Ara manus rupe Debota lilaras assadon korchhe. Pronam🙏🙏🙏🇮🇳🇮🇳🇮🇳
@bayoalmusic
@bayoalmusic 11 жыл бұрын
I wish I could be with him before We lost him!
@atikurrahman8885
@atikurrahman8885 4 ай бұрын
জয়গুরু😍😍
@shawon848
@shawon848 11 жыл бұрын
MOWLA BOKSH to ar amader majhe nai,,,, tobe tar jonno onek onek sroddha ar valobasha amader moner majhe thakbe.... Vasha bujhis na Abar kotha bolsis,,,Aita Mowla'r ddialouge
@salahomani2913
@salahomani2913 7 жыл бұрын
জয় গুরু
@salahomani2913
@salahomani2913 7 жыл бұрын
এই লোকটির আরো গান দেন
@avijitdas9147
@avijitdas9147 4 жыл бұрын
Amio pagol hote chai. Dayal amai pagol kore na. Ei adhom pagoler pronam neben. R ei odhom jeno pagol hote pare sei ashirbad korben.
@hafizabulhusain4815
@hafizabulhusain4815 6 жыл бұрын
Shundor lagse
@bellalhossain8943
@bellalhossain8943 5 жыл бұрын
Moula box ,bodu member,tuntun all legend together joy guru
@jamaljamalmolla7587
@jamaljamalmolla7587 2 жыл бұрын
Awesome
@SheguftaHasnine
@SheguftaHasnine 11 жыл бұрын
Zaid bhai, did you recognise the third song? OR are there two songs in the end?
@ZaidIslam
@ZaidIslam 4 жыл бұрын
Sounds like the third one is a song by Delbar Shah.
@sahanagripon849
@sahanagripon849 Жыл бұрын
বাদদো যনতোর তাল ঠিক ছিল না তাল ঠিক থাকলে গানটা খুব ভাল লাগতো
@KhademTV-fh6tc
@KhademTV-fh6tc Жыл бұрын
সাবস্ক্রাইব করে দিলাম
@monirulhasan7920
@monirulhasan7920 2 жыл бұрын
আত্মা য‌দিও অ‌বিশ্বর, তবুও সে ফ‌কি‌রি‌তে মন মজায় - এ যেন পরমআত্মার সা‌থে মিল‌নের এক স্রোতধারা।
@nazmulhaqe2089
@nazmulhaqe2089 6 жыл бұрын
হক ভান্ডারি গাউছুল আজম জয় গুরু জয় মুরশিদ
@adv.md.jahangirhossain2338
@adv.md.jahangirhossain2338 2 жыл бұрын
অসাধারণ!
@Anonymous20289
@Anonymous20289 3 жыл бұрын
সাথে কি উনি tuntun বাউল ??
@meermamun9622
@meermamun9622 2 жыл бұрын
Hm tuntun baul
@Anonymous20289
@Anonymous20289 Жыл бұрын
​@@meermamun9622কত বড় মাপের মানুষ অথচ কত সহজে সবার সাথে মিশে গেছে।
@গীতিকারমুকুলমোশারফ
@গীতিকারমুকুলমোশারফ Жыл бұрын
সাধু গুরুর জয় হোক মানবতার জয় গুরু
@TheLotusong
@TheLotusong 11 жыл бұрын
Just brilliant
@ashoksarker7704
@ashoksarker7704 4 жыл бұрын
Surer Sagore achhi eder sathe
@MonirHossain-gv9gx
@MonirHossain-gv9gx 5 жыл бұрын
আমার অনেক ভাল লাগচে গলাটা অনেক মোধুর কথা গোালা বোজা জাই না বেসি জয় হক
@pk.sultanmahamud51
@pk.sultanmahamud51 2 жыл бұрын
Joy Guru Joy Guru.
@putulchandrabhandari8912
@putulchandrabhandari8912 Жыл бұрын
এনারাহি সত্যিই কারের
@mdsahinhossain219
@mdsahinhossain219 4 ай бұрын
জয়গুরু 🙏😊
@polaspolas9562
@polaspolas9562 2 жыл бұрын
জয় গুরু অপূর্ব 💐👏
@পদ্মযোনী
@পদ্মযোনী 2 жыл бұрын
Legend
@sochinkumer8725
@sochinkumer8725 2 жыл бұрын
জয় গুরু 🙏 সাধু সংগের জয় হোক🙏
@chanel-97newsbangladesh15
@chanel-97newsbangladesh15 2 жыл бұрын
জয়গুরু
@mushfiq007jyoti
@mushfiq007jyoti 5 жыл бұрын
...Joy Guru... Mowla Pagol Shai
@sadiqulislam1118
@sadiqulislam1118 9 жыл бұрын
মন যা করো ত্বারায় করো এই ভবে ।।
@sumonkumar6551
@sumonkumar6551 3 жыл бұрын
Joy guru, বিশ্ব মানবতার জয় হোক
The evil clown plays a prank on the angel
00:39
超人夫妇
Рет қаралды 53 МЛН
Quando A Diferença De Altura É Muito Grande 😲😂
00:12
Mari Maria
Рет қаралды 45 МЛН
Enceinte et en Bazard: Les Chroniques du Nettoyage ! 🚽✨
00:21
Two More French
Рет қаралды 42 МЛН
Tinkori Chakraborty at Joydeb
12:18
JayguruBaul
Рет қаралды 1,3 МЛН
Baul Gaan- Aami Sukhe li Aasha
11:38
RKS
Рет қаралды 133 М.
Dorbesh Ali Ahmed Sai- Kaba rupe manush
17:04
Emon Ali
Рет қаралды 102 М.
monar manush: part 2
12:33
liferiverfilms
Рет қаралды 515 М.