আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি নতুন একটি ভ্রমণ পর্বে। এই বিষদ পর্বটি যত্ন করে বানানোর চেষ্টা করেছি। ৫ দিনের পুরো গল্পকেই একটি পর্বে এনেছি, যেনো একটা ছোট্ট ভ্রমণ সিনেমার মতন আপনারা একবারেই দেখে তৃপ্তি পেতে পারেন। পর্ব কেমন লাগলো জানাবেন এবং কোনও অংশ বিশেষভাবে ভালো লেগে থাকলে তাও জানাবেন।
@Creative99911 ай бұрын
good vedio
@skshanto112911 ай бұрын
আপনার এই পর্বে আমিও আপনার সাথে ছিলাম কক্সবাজার পর্যন্ত আপনার কয়েক টা ভিডিও করার পিছনে আমার কিছুটা সহযোগিতা ছিলো আশা করি বুজতে পারেছেন আমি কে বলতেছি🥰
@tamimahmed66311 ай бұрын
👍
@itgeda11 ай бұрын
bhai apne turky vlog sesh korlen na keno ? aro to video ashar kotha chilo taina ?
আপনাকে ধন্যবাদ। চেষ্টা করা আমার দায়িত্ব, আপনারা উপভোগ করলে তাই আমার সার্থকতা।
@Creative99911 ай бұрын
aponar potom kibita ta ku bala laglo @@MrMixersWorld
@MrMixersWorld11 ай бұрын
@@Creative999ধন্যবাদ আপনাকে
@entertainmentvoice892811 ай бұрын
❤
@mdamirul794610 ай бұрын
আপনার সকল ভ্রমণ কথা মন ছুঁয়ে যায়। আপনার ভ্রমণ পর্ব গুলো আমি আমার সপরিবার নিয়ে টিভিতে চালিয়ে দেখি।
@mdshahriarasif204411 ай бұрын
আপনার মতো তাত্ত্বিক আলোচনা কেউ কোনো ভিডিওতে করে না।আর উপস্থাপনা তো অন্য লেভেলের। কথার স্টাইল,ভয়েস এক কথায় অসাধারণ
@arifhossain301811 ай бұрын
আপনার শব্দচয়ন খুব চমৎকার। পাশাপাশি ভ্রমণের স্থান নিয়েও বিশদ বর্ণনা করেন যেটা আমজনতা হিসেবে আমাদের খুব ভালো লাগে, উপকারেও আসে। এভাবেই কোয়ালিটিফুল কনেন্ট বানিয়ে যান, ভালো থাকুন সবসময়।
@hasanmurad532111 ай бұрын
আমার দেখা সবচেয়ে সুন্দর এবং তথ্যমূলক ভিডিও। মেইনস্ট্রিম মিডিয়াও সেইন্টমার্টিনকে এইভাবে প্রচার করে নাই। ধন্যবাদ ভাই।
@MrMixersWorld11 ай бұрын
ধন্যবাদ
@naziasultana715711 ай бұрын
অসাধারন ছিল ভিডিওটা। আর ভিডিওগ্রাফী তো!!😮😮 আমি যেহেতু কক্সবাজার থেকে,তাই বলছি,বরাবরই পর্যটকদের থেকে সবাই সবকিছুর দাম ২-৩ গুন বেশি দাম চায় এরা।এই যে যেখানে আমরা লোকালরা ৮০-৯০ টাকায় ভাড়া দিই,সেখানে আপনাদের থেকে নিল ২০০ টাকা। এইজন্যই মনে হয় পৃথিবীর বেশিরভাগ পর্যটন এলাকা গুলোতে দামের প্রার্থক্য তৈরি হয়।🤔
@MrMixersWorld11 ай бұрын
প্রশংসার জন্য ধন্যবাদ আপনাকে। কক্সবাজারে পর্যটকদের থেকে যেভাবে অতিরিক্ত ভাড়া কাটা হয় তার পরিবর্তন আশা করছি।
@rafiulkabir994111 ай бұрын
এত দেশ দেখার পরে যখন নিজের দেশের এমন ভিডিও দেখি তখন মনে হয় অবশ্যই আমার দেশ সকল দেশের রানী❤️
@MrMixersWorld11 ай бұрын
❤
@landylezz286210 ай бұрын
আমার ও তাই মনে হতো কিন্তু মনে করার মতো অনেক জয়ধ্বনি আছে সকল দেশের সেরা জানিনা কিন্তু আমার দেশের রানী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা 😂😂😂😜
@md.miranshah11 ай бұрын
ভিডিও ইন্ট্রো টা একদম মাস্টারপিস। পুরো ভিডিওটা অসাধারণ খুবই ভালো লাগলো, যদিও আমি একবার সেন্টমার্টিন গিয়েছি ভিডিও দেখে এখন আবার যেতে ইচ্ছে করছে।
@razibhasan176311 ай бұрын
খুব ইচ্ছে হয় যাইতে.কিন্তু টাকা কুলাতে পারি না..যা কামাই ডাবল খরচ হইয়া যায় ৷ ইনশা-আল্লাহ যাব একদিন ৷
@MrMixersWorld11 ай бұрын
ইনশাআল্লাহ, যাবেন আশা করি।
@JahangirAlam-mj2vi10 ай бұрын
ভাই সেন্টমার্টিন ভ্রমণ স্বপ্নই রয়ে গেল,কারণ আমি হিসাব করে দেখেছি একজন মানুষের ৩ দিন ২ রাত কাটাতে গেলে সবমিলিয়ে ১৫ হাজার টাকা লাগে
@SmFahim-q2v9 ай бұрын
Vai apnar video gula khub valo lage amar ❤❤❤ami khub enjoy kori ❤❤take love brother ❤doya kori apni khub taratari 1m+ subscribe a pa rakhan ❤love you brother ❤amar issa ase apnar sate akta cuontry tour daoar❤
@ashrafulsujon11 ай бұрын
অসম্ভব ভদ্র একজন উপস্থাপক, এগিয়ে যান ভাই ❤
@anikaasmr83886 ай бұрын
mashallah ❤
@007-z7i11 ай бұрын
আপনার উপস্থাপনা সবচেয়ে বেশি সুন্দর
@Ibnur42011 ай бұрын
এতো অসাধারণ বাচনভঙ্গি দেখে বার বার মুগ্ধ হই,আপনাকে দেখেই ফেইসবুকে ভিড়িও বানানো শুরু করেছি।
@asbmedia680011 ай бұрын
আমার সবথেকে প্রিয় ইউটিউবার😍 আপনার কথা গুলো অনবদ্য লাগে😍 কষ্ট লাগে বাংলাদেশের মানুষ আপনাকে সেই মূল্যটা দিতে পারেনা যেটা আপনার প্রাপ্য নাহলে বেষ্ট ট্রাভেল ইউটিউবার সর্বদা আপনাকেই দেওয়া হতো💗💗
@fazlerabbi552110 ай бұрын
ভাই কি সুন্দর একটা ভিড়িও! মনে হলো আমিও আপনাদের সাথে ছিলাম। চমৎকার উপস্থাপনা, চমৎকার সিনেমাটোগ্রাফি। এক কথায় অসাধারণ ❤
@shirinkhadhiza19484 ай бұрын
মাশাল্লাহ খুব সুন্দর আমাদের এই মাতৃ ভূমি বাংলাদেশের ছোট্ট এই সেন্টমার্টিন 🏖️😊 তবে দেখার চাইতে আপনার কথা গুলো আরো বেশি মুগ্ধ করেছে 🤗 জাযাকাল্লাহ খাইরান
@salvitraveltips2 ай бұрын
নারিকেল জিঞ্জিরার এমন অপূর্ব দ্বীপের সুন্দর ভিডিও দেখে মুগ্ধ হলাম! আপনার সিনেম্যাটিক ভ্লগটি সত্যিই হৃদয় ছুঁয়ে গেল। বাংলাদেশের এই প্রাকৃতিক সৌন্দর্য আমাদের মনকে শান্তি এনে দেয়। ধন্যবাদ এমন একটি অসাধারণ ট্র্যাভেল ভ্লগ শেয়ার করার জন্য! 🌴📹❤
@SohidulIslam-nk3onАй бұрын
❤ দাদা যত টুকুই বলি আপনার কনটেন এর ব্যাপারে ,সেটাও কম বলা হবে,সত্যি দাদা তুলনা করা যায় না দারুন দারুন,আপনার প্রসংশা পাবার যোগ্যতা আছে , ইনশাল্লাহ আরো সফলতা আসবে এগিয়ে যেতে থাকেন
@StreamLabs3411 ай бұрын
Omg You uploaded a long travelling video!😍 Definitely i always love our country's Traveling than anything else!!!❤ Edit: 7:02 Yoo WTF Bro we locals paid around 70-80 Tk!! 😑
@MrMixersWorld11 ай бұрын
ধন্যবাদ আপনাকে 😊। লোকালদের সাথে তো পর্যটকদের এখানেই পার্থক্য হয়ে যায়।
@asifikbalshanto547610 ай бұрын
বাংলাদেশের সৌন্দর্য তুলে ধরার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ 💞💞💞💞💞💞
@abdullahmasud715611 ай бұрын
বাংলাদেশের বেস্ট ব্লগার
@MizanurRahamanTuhin5 ай бұрын
আপনি এবং nadir on go বাংলাদেশের মধ্যে সেরাদের সেরা ট্রাভেল ব্লগার।। আপনাদের ধারে কাছেও কেও যেতে পারিনি।
@adnanbabubaby811 ай бұрын
আপনার উপস্হাপন অনেক অনেক সুন্দর👌❤️
@rafi94411 ай бұрын
Apnar voice ta eto sundor keno
@MrMixersWorld11 ай бұрын
ধন্যবাদ আপনাদেরকে
@tasinabdullah896411 ай бұрын
ai niye 10 bar daklam seii 🤩
@MrMixersWorld11 ай бұрын
@@tasinabdullah8964 বাহ! ধন্যবাদ
@ankushfan551911 ай бұрын
প্রথম কমেন্ট করলাম। লাইক দিও ভাই। ❤❤❤❤❤❤
@MrMixersWorld11 ай бұрын
❤❤
@TuhinHossain-gs9gr10 ай бұрын
Bangladesh এ ট্রাভেল ব্লগারের মধ্যে আপনি আর নাদির অনদা গো এই দুইটা মানুষের মধ্যে অনেক মিল ❤ আপনাদের দুই জনের ভিডিও দারুণ হয়❤
@shitalhawa11 ай бұрын
আপনি কি মোবাইল দিয়ে ভিডিও করেন। নাকি কেমেরা দিয়ে?
@AshikulIslamAshik-l2e10 ай бұрын
One of the best ❤❤❤❤
@ashiqurrahmanrayhan11 ай бұрын
Oh Oh Oh my God Noton chomok 😱 Oshadaron vaiya ❤️💙
@MrMixersWorld11 ай бұрын
❤
@ibnabdullah934911 ай бұрын
Bangladesh er youtuber der modde apni amr kase number one. Sera Bhai
@MrMixersWorld11 ай бұрын
ধন্যবাদ আপনাকে
@SayeemAhmed_024 күн бұрын
ট্রাভেল ভ্রমণ দেখার জন্য বার বার আপনাকেই বেছে নেই!❤
@adnansami266011 ай бұрын
আপনার ছন্দেগড়া কথাগুলো ভিডিওতে সৌন্দর্য আরও বাড়িয়ে দেয়।
@asifjunayed10609 ай бұрын
আপনার কথা গুলা অনেক সুন্ধর শুনা যায় কি সুন্ধর ছন্দে ছন্দে কথা বলেন ভাই অসাধারণ আমি সেই আপনার প্রথম থেকে আসি
@mdmohammedali2174Ай бұрын
আপনার কথা বলার ধরন অনেক সুন্দর। ❤
@TTMAHI11 ай бұрын
23:38 | মুরগির মাংসটা যেমন অসাধারণ ছিল আপনার ভিডিওটাও তেমনি অনেক অসাধারণ ছিল 😅❤Take love brother
প্রথম বার ভিডিও দেখছি আপনার সত্যি বলতে এতো গুছিয়ে সুন্দর করে ইনফরমেশন দিয়েছেন, যেটা আমাদের জন্য অনেক উপকারী ❤
@RanaBibu11 ай бұрын
Excellent presentation and wonderful video quality and details.
@MrMixersWorld11 ай бұрын
ধন্যবাদ আপনাকে
@MDRAJUAHMMEDRJ5 күн бұрын
আসসালামু আলাইকুম ভাইয়া আমি কিন্তু আপনার পুরো ভিডিওগুলো উপভোগ করি সবসময়ই সত্যিই আপনি যেমন ফ্রেশ ঠিক ফ্রেশ আপনার প্রত্যেকটি ভিডিও
@RubelBarua-r4g10 ай бұрын
সেন্টমার্টিন নিয়ে আপনার মত তথ্যবহুল , গোছানো, সুন্দর ও সুপ্রশস্ত ভিডিও / ব্লগ কখনো কেউ করেনি। আপনাকে অসংখ্য ধন্যবাদ প্রিয়ভাই । আপনি আমার দেখা বাংলাদেশের শ্রেষ্ট ট্রাবেল ব্লগার।
@khaledmahmud71288 ай бұрын
ভালো লাগেছে ❤😊
@ImtiazSomewhere11 ай бұрын
This is called Pure Vlogging , Absolutely Amazing! 😍
@MrMixersWorld11 ай бұрын
ধন্যবাদ
@pogo887111 ай бұрын
অবশেষে 😍😍😍😍 প্রতি সপ্তাহে আপনার চ্যানেল থেকে নোটিফিকেশন না আসলে ভালো লাগে না। খুব ভালোবাসি আপনাকে।❤️
@MrMixersWorld11 ай бұрын
অনেক ধন্যবাদ আপনাকে ♥️
@GoAhead-Akram6 ай бұрын
A bangla Blogger. I really proud to you
@masumfaysalhaque11 ай бұрын
amr baba ma apnar video dekhe boleche apnar kotha bolar dhoron eto sundhor! Khub enjoy kore tara. Amra sobai ekshate boshe apnar video dekhi! Outstanding bhai! Keep going!
@MahabubAlam-ux7dt11 ай бұрын
এত সুন্দরভাবে খুব কম ব্লগারই উপস্থাপনা করতে পারে 🫶 ❤️❤️ 🫶 একজন ভ্রমনপাগল হিসেবে আমি মনে করি আপনি আসলেই আমাদের দেশের 🇧🇩🇧🇩🇧🇩 সবচেয়ে সেরা একজন ট্রভেল ব্লগার । আপনার উপস্থাপনা আসলেই অসাধারণ !!! যা ভাষায় প্রকাশ করার মতো না.... এত সুন্দর প্রকৃতির মাঝে আপনার উপস্থাপনা ব্লগটাকে আরও মধুর করে তুলেছে ❤️❤️ অনেক শুভকামনা রইলো ভাই । আমি প্রায় সময় আপনার ভিডিও দেখি আপনার মাধ্যমে আরও সুন্দর সুন্দর প্রকৃতি দেখতে চাই ভাই ।।।।
@Chotoporda11 ай бұрын
স্টেশন টা তো দারুন
@EnglishEntertainment.10 ай бұрын
সত্যি বলতে ভাইয়া আপনার ভিডিও যেদিন থেকে আমি প্রথম দেখছি ঐদিন থেকে আপনি আমার মনে জায়গা করে নিয়েছেন।কারন আপনার কথা বাচনভঙ্গি ভিডিও দেখানো সবকিছুই অন্য লেভেলের। এগিয়ে যান ভাইয়া ❤
@MehediAlHaque_Vlog6 ай бұрын
এইভাবে ভিডিও বানিয়ে যান আমরা আপনার সাথে আছি❤
@user-rv1ok5vd4s2 ай бұрын
অসাধারণ ভিডিও করেছেন আপনি
@emonahmed152411 ай бұрын
দীর্ঘদিন অপেক্ষার পরে ভিডিওটা পেলাম
@mdsheikhfarid255011 ай бұрын
সেন্টমার্টিন ভ্রমণ গাইড লাইন নিয়ে আমার দেখা সেরা ভিডিও এটি, অসাধারণ ভাষা শৈলী ❤
@nusratsumi77417 ай бұрын
Apnr onek vdo dekhi ami, khub valo lage dekhte.. Chomotkar hoy apnr vdo gulo.. Apnr kotha gulokhub valo lage, agiye jan vai, apnr jonno onk shuvo kamona roilo.. Valo thakben sob somoy, Allah Hafeez ❤️
@studiowalli952811 ай бұрын
বাংলাদেশ আসলেই অনেক সুন্দর দেশ। তোমার সাথে সফর করে অনেক কিছুই জানতে পেরেছি৷ নিজের চোখ আর আমার ক্যামেরার চোখ দিয়ে এই সুন্দর দেশকে দেখতে বার বার যেতে চাই তোমার সাথে সফরে।😊
@MrMixersWorld11 ай бұрын
অনেক অনেক ধন্যবাদ। তোর সাথে সবগুলা ট্যুরের ভিডিওই মানুষ পছন্দ করে বেশি। এই ভিডিও তৈরিতে হাত দেওয়ার জন্য ধন্যবাদ।
@TahminaJinok-pm8fx9 ай бұрын
সকল দেশের রানী সে যে --!! আমার জন্মভূমি --!!!
@jakirkuakata529111 ай бұрын
অনেক দিন হয়ে গেলো আপনার ভিডিও পাইনা । আজকের ব্লক টা দেখে সেই অনেক দিনের কালান্তি দুর হলো। সেই সাথে মন ভরে ইন্জয় করলাম। মনটা শিতল হয়ে গেলো। তো ভাইয়া ভালো থাকবেন ধন্ধবাদ আপনাকে 🌹🌹🌹
@MrMixersWorld11 ай бұрын
ধন্যবাদ আপনাকে ভাই। আপনি কি কুয়াকাটা থেকে নাকি? সেই ক্ষেত্রে এখন আবহাওয়া কেমন চলছে জানতে চাই।
@md.abdullahalhadi11 ай бұрын
আবহাওয়া এখন ভালো ভাই। কিছুদিন আগে বৃষ্টি ছিল কিছুটা। আমন্ত্রণ জানাই আপনাকে।
@MrBig9511 ай бұрын
অসাধারণ লাগলো ভাই ভিডিওটি দেখে। ব্যাকগ্রাউন্ড মিউজিক ও সেই লেভেল এর । ভিডিওটি দেখে ঘুরতে যাবার আগ্রহ আরো বেড়ে গেল। ভালোবাসা অবিরাম ❤🌹❤️
@MrMixersWorld11 ай бұрын
ধন্যবাদ আপনাকে 😊
@SaheraKhatun-j5d11 ай бұрын
এই ভিডিওটা দেখে যে আনন্দ আমি পেয়েছি এর আগে কখনো পাইনি।
@siamzs11 ай бұрын
The best content creator of Bangladesh 🔥🔥
@masudrahman819310 ай бұрын
ধন্যবাদ আপনাকে 💐👍আপনার ভিডিওর এতো সুন্দর বিবৃতি ও মনোমুগ্ধকর ভিজুয়াল দৃশ্য। বাংলাদেশের বেশ কয়েকজন Best Travel Vloger এর মধ্যে আপনি আমার পছন্দের একজন। আমি সবগুলো ভিডিও দেখতে পারিনি। তবে সেগুলো দেখেছি তা অসাধারণ ❤। বিশেষ করে দার্জিলিং এর ভিডিও টা খুব ভালো লাগছে।
@emonOne111 ай бұрын
This is called Quality Content, RashiQ Bhai Best wishes ❤
@mdhridoy446511 ай бұрын
বরাবরের চেয়ে আরো ভিন্ন এক কথায়।ও সাধারণ ❤
@aloneman792510 ай бұрын
ভাই আপনার উপস্থাপনা আর দৃশ্যগুলোর দেখানের যে প্রক্রিয়া এবং খুঁটিনাটি সব বিষয়ে আলাপ করা সব মিলিয়ে অসাধারণ। মনে হচ্ছে আপনি না আমি নিজেই ঘুরে দেখতেছি।
@MrMixersWorld10 ай бұрын
ধন্যবাদ আপনাকে
@Markra9611 ай бұрын
Great❤❤❤❤❤❤
@ibrahimrabbi-yv9oj10 ай бұрын
দেশ রত্ন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে এগিয়ে যাক বাংলাদেশ 🥰✌️কক্সবাজার রেল স্টেশন অসাধারণ ✌️😎
@MdZaman-ky5ws10 ай бұрын
❤❤
@coding_fun92239 ай бұрын
😂😂😂
@fahimmahmud69685 ай бұрын
আপনার ভিডিও টা সুন্দর , অনেক সুন্দর করে করার বলার অধিকারী আপনি।
@KNOW__NEW8 күн бұрын
অর্ধেক মানুষ এসেছে সেন্ট মার্টিন দেখতে বাকিরা এসেছে আপনার কথা শিল্প শুনতে ❤
@SaheraKhatun-j5d11 ай бұрын
আপনার তুলনা আপনি নিজেই। অনেক দিন পরে দেখে খুব ভালো লাগছে।
@iamrazibbillal943411 ай бұрын
এমন একটি ভিডিওর জন্য অনেকদিন অপেক্ষায় ছিলাম ভাই❤,,আপনিই সেরা❤
@MehediAlHaque_Vlog6 ай бұрын
অনেক ভালো লাগছে ভাই ,যা বলে বুঝাতে পারবনা ❤
@Javedkarim167011 ай бұрын
সহজ ভাষায় প্রকাশ করলে বলবো অসাধারণ, সুন্দর ভাবে গুছিয়ে বাংলা ভাষার প্রয়োগ খুবই উপভোগ্য।
@rajuahmed499211 ай бұрын
চমৎকারভাবে সেন্টমার্টিনকে উপস্থাপন করেছেন
@NoBINAHMEDAPURBO11 ай бұрын
Vai onek sundor hoice .Apnr bolk Amr onek Valo lage ar Apne onek sundor kore Kotha bolen so nice ❤❤❤ and enjoy