একজন অন্ধ কে আলোর বর্ননা করে বুঝানো যাবে না। তাকে বুঝাতে হলে আগে তার চোখের চিকিৎসা করতে হবে। আপনার অবস্থা অন্ধ লোকের মতো।
@MatiurRahaman-p4c4 ай бұрын
আমরা এক জনের অন্ধ তাকলিদ করি তিনি হলেন মুহাম্মদ সা:। কোন হুজুরের না কোন পীরের
@MatiurRahaman-p4c4 ай бұрын
কোরআন, হাদীসে কোথায় সুফীবাদ আছে একটা দলিল দেন
@najatersotikpoth4 ай бұрын
সুফীবাদ কাকে বলে সেটা আগে জানতে হবে, তাহলে দলিল পেয়ে যাবেন। তারপরও যদি না পান তাহলে আমাদের দরবারে চলে আসবেন।
@MatiurRahaman-p4c4 ай бұрын
তোমাদের কাছে দলীল নেই তো কোথা থেকে দিবে।
@zeaulbaidya69354 ай бұрын
এক কথা দুই বার বলার কি প্রয়োজন
@MatiurRahaman-p4c4 ай бұрын
ভাই যেটা সাহাবী,তাবেঈ,তাবেতাবেঈ ব্যাখ্যা করেছেন সেটা অধিক সঠিক না তোমার হুজুরের টা,কে বেশী জ্ঞানী মানুষ ছিলেন তারা না তোমার হুজুর কথা গুলো বিবেক দিয়ে বুঝবেন আবেগ দিয়ে নয়,আমিও একদিন অন্ধ ভক্ত ছিলাম, তার জন্য আমি কোরআন ও হাদিস পড়া শুরু করেছিলাম
@najatersotikpoth4 ай бұрын
ভাইজান কুরআন হাদিস তো এজিদ বাহিনী ও পড়ছে। আপনি কেমন কুরআন হাদীসের জ্ঞান অর্জন করলেন যার ফলে ওলী আউলিয়াদের আমলের বিরোধী করতে হয়? আপনি কেমন কুরআন হাদীসের জ্ঞান অর্জন করলেন যার কারণে ওলী আউলিয়াদের ব্যাখ্যা আপনার কাছে ভুল মনে হয়? ওলী আউলিয়াদের ব্যাখ্যা এবং সাহাবি, তাবেঈ,তাবেতাবেঈদের ব্যাখ্যা একই। আপনি বাতিল ৭২ দলের ব্যাখ্যায় মজে গেছেন। আল্লাহ তায়ালা আপনাকে হেদায়েত দান করুক।
@MatiurRahaman-p4c4 ай бұрын
হুজুর যে দরুদ পড়ছেন,এটা কোন হাদীসে, কোরআনে আছে। অতি ভক্তি চোরের লক্ষণ, আল্লাহ যেন ইউটিউবার ও বক্তাকে হেদায়েত দান করেন
@najatersotikpoth4 ай бұрын
সব কিছুর দলিল আমাদের কাছে আছে, শুধু একদিন সময় করে আমাদের দরবারে আসবেন দলিল দিয়ে দিবো ইনশাল্লাহ।