প্রশ্ন: আসরের সালাতের পরে “তাহিয়্যাতুল উদু” সালাত আদায় করা যাবে কি? উত্তর: আলহামদুলিল্লাহ। ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ। আসর সালাতের পর সূর্যাস্ত পর্যন্ত কিংবা ফজর সালাতের পর সূর্য বর্শা পরিমাণ উঠা পর্যন্ত (সূর্যোদয়ের পর প্রায় ১৫ মিনিট) ইত্যাদি - এ সময়গুলো সালাতের নিষিদ্ধ সময়। অর্থাৎ এ সময়গুলোতে নফল সালাত আদায় করা যাবে না। তবে যে সমস্ত সালাতের বিশেষ কারণ রয়েছে সে সমস্ত সালাত এই নিষিদ্ধ সময়গুলোতেও আদায় করা যাবে। যেমন: তাহিয়্যাতুল উদু, তাহিয়্যাতুল মাসজিদ কিংবা সূর্যগ্রহণের সালাত ইত্যাদি। কাজেই এই সালাতগুলো নিষিদ্ধ সময়ে আদায় করাও বৈধ। ওয়াল্লাহু আলাম। প্রশ্ন: কোন মহিলা তার মা-বাবার হয়ে হজ্জ্ব করতে পারবেন কি? উত্তর: আলহামদুলিল্লাহ। ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ। এখানে কয়েকটি বিষয় লক্ষ্য রাখতে হবে: ক. কারও হয়ে হজ্জ্ব করা কেবল দুটি ক্ষেত্রে বৈধ: ১) যদি তার আর্থিক সামর্থ্য থাকে কিন্তু শারীরিক সামর্থ্য না থাকে এবং ভবিষ্যতেও শারীরিক সক্ষমতার আশা নেই - যেমন বার্ধক্যের কারণে অক্ষম কিংবা দুরারোগ্য ব্যাধির (যা ভাল হওয়ার আশা নেই এমন রোগের) কারণে অক্ষম। এক্ষেত্রে তার সম্পদ দিয়ে বদলী হজ্জ্ব করানো হবে। ২) যদি সামর্থ্য থাকার পরেও কেউ হজ্জ্ব না করে মারা যান। তবে তার পরিত্যক্ত সম্পদ থেকে বদলী হজ্জ্ব করানো হবে। খ. যিনি বদলী হজ্জ্ব করবেন তার ক্ষেত্রে শর্ত: তার ক্ষেত্রে শর্ত হল তিনি এমন হতে হবে যিনি তার নিজের ফরয হজ্জ্ব পালন করেছেন। এক্ষেত্রে লক্ষণীয় যে মহিলা পুরুষের বদলী হজ্জ্ব করতে পারবেন এবং পুরুষ মহিলার বদলী হজ্জ্ব করতে পারবেন। যিনি বদলী হজ্জ্ব করবেন তিনি সন্তান বা নিকটাত্মীয় হলে ভাল, কিন্তু অন্য যে কেউ সেটা করতে পারেন। তবে যিনি করবেন তিনি যেন হজ্জ্বের বিধিবিধান সম্পর্কে জ্ঞানী হন সেটা নিশ্চিত করতে হবে। গ. আরেকটি লক্ষণীয় বিষয় হল একাধিক ব্যক্তির পক্ষ থেকে একটি হজ্জ্ব হয় না। অর্থাৎ কেউ মা-বাবার বদলী হজ্জ্ব করতে চাইলে এক বছর মায়ের হজ্জ্ব, অন্য বছর বাবার হজ্জ্ব করতে হবে - যদি ব্যক্তি একজন হন। কিন্তু একাধিক ব্যক্তি হলে - অর্থাৎ একজন তার বাবার হজ্জ্ব আর আরেকজন মায়ের হজ্জ্ব করে দিলে একই বছরে করা যাবে। ঘ. নফল হজ্জ্বের ক্ষেত্রে বদলী হজ্জ্ব করা যাবে কিনা তা নিয়ে আলেমগণের মতভেদ আছে। ঙ. কারও যদি শারীরিক সামর্থ্য থাকে কিন্তু সম্পদ না থাকে, তবে তার উপর হজ্জ্ব ফরয নয় এবং তার বদলী হজ্জ্ব হবে না। এজন্য যিনি মা কিংবা বাবার বদলী হজ্জ্ব করতে চাচ্ছেন তার কর্তব্য একজন সুযোগ্য আলেমের সাথে পরামর্শ করে পরিস্থিতি বুঝে নেয়া এবং হজ্জ্বে যাওয়ার আগে অবশ্যই নিয়মকানুন ভাল করে শিখে নেয়া। ওয়াল্লাহু আলাম।
@zarinahossain74898 ай бұрын
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আলহামদুলিল্লাহ আমি ইউটিউব থেকে দেখি লাইভ জাযাকাল্লাহু খাইরান ❤️❤️❤️❤️
@richcharacter8 ай бұрын
We alaikumus salam wa rahmatullahi wa barakatuh
@mdjoy77668 ай бұрын
জাজাকাল্লাহ খাইরান ❤
@withquran-ishratbintekhors36257 ай бұрын
السلام عليكم ورحمة الله وبركاته ، جزاك الله خيرا يا اخي
প্রশ্ন: peritoneal dialysis করলে কি রোযা ভঙ্গ হয়? উত্তর: peritoneal dialysis এর দ্বারা রোযা ভঙ্গ হয়, কেননা এতে গ্লুকোজ, স্যালাইন, মিনারেল জাতীয় পদার্থ যুক্ত হয়। কাজেই কারও রামাদানের দিবসে এর প্রয়োজন পড়লে তিনি পরবর্তীতে রোযা কাযা করবেন। আর যদি ভবিষ্যতে রোযা রাখতে পারার সম্ভাবনা না থাকে বা ডাক্তার নিষেধ করেন তবে প্রতি রোযার পরিবর্তে একজন মিসকীনকে খাওয়াবেন। মূল উত্তর দিয়েছেন ড. সাদ বিন তুরকী আল খাসলান (সৌদি আরবের একজন সুপরিচিত আলেম)। এটি তাঁর উত্তরের সারমর্ম। মূল উত্তরের জন্য দ্রষ্টব্য: saadalkhathlan.com/fatwas/4232
@luckyparvin88568 ай бұрын
جزاك الله خيرا
@Red-kj2ph8 ай бұрын
💕💕💕💕💕💕
@sakilaparveen11592 ай бұрын
Salam
@bedouin.perfumery7 ай бұрын
আসসালামু আলাইকুম উস্তাজ, আলী আস-সাবুনীর সাফাওয়াতুত তাফসির কি নির্ভরযোগ্য? جزاك الله خيرا احسن الله إليك