বিনম্র শ্রদ্ধা সকল বীরের প্রতি যাদের আত্মত্যাগ আমাদের নতুন পতাকা দিয়েছে ❤️❤️
@MdSumgm10 ай бұрын
বিশ্ব জনিন এক অমর সংগীত।প্রতিটি জাতির কাছে যার আবেদন রয়েছে।
@subhadrajana44932 жыл бұрын
এই গান টা শুনে আমার চোখে জল এসে গেল, কত মহান বিপ্লবীরা নিজেদের রক্ত দিয়ে দেশটাকে স্বাধীন করে গেছে,,,আজ আমরা স্বাধীন দেশের নাগরিক,আজ আমরা গর্বিত,,,,,,
@piyalighosh5214 Жыл бұрын
666664
@sanchitaroy5330 Жыл бұрын
মুক্তির মন্দির সোপানতলে কত প্রাণ হলো বলিদান লেখা আছে অশ্রুজলে মুক্তির মন্দির সোপানতলে কত প্রাণ হলো বলিদান লেখা আছে অশ্রুজলে কত বিপ্লবী বন্ধুর রক্তে রাঙা বন্দীশালার ওই শিকল ভাঙ্গা কত বিপ্লবী বন্ধুর রক্তে রাঙা বন্দীশালার ওই শিকল ভাঙ্গা তাঁরা কি ফিরিবে আজ তাঁরা কি ফিরিবে আজ সুপ্রভাতে যত তরুণ অরুণ গেছে অস্তাচলে মুক্তির মন্দির সোপানতলে কত প্রাণ হলো বলিদান লেখা আছে অশ্রুজলে মুক্তির মন্দির সোপানতলে কত প্রাণ হলো বলিদান লেখা আছে অশ্রুজলে যাঁরা স্বর্গগত তাঁরা এখনও জানে স্বর্গের চেয়ে প্রিয় জন্মভূমি এসো স্বদেশব্রতের মহা দীক্ষা লভি যাঁরা স্বর্গগত তাঁরা এখনও জানে স্বর্গের চেয়ে প্রিয় জন্মভূমি এসো স্বদেশব্রতের মহা দীক্ষা লভি সেই মৃত্যুঞ্জয়ীদের চরণ চুমি যাঁরা জীর্ণ জাতির বুকে জাগালো আশা মৌল মলিন মুখে জোগালো ভাষা যাঁরা জীর্ণ জাতির বুকে জাগালো আশা মৌল মলিন মুখে জোগালো ভাষা আজি রক্ত কমলে গাঁথা আজি রক্ত কমলে গাঁথা মাল্যখানি বিজয় লক্ষ্মী দেবে তাঁদেরই গলে মুক্তির মন্দির সোপানতলে কত প্রাণ হলো বলিদান লেখা আছে অশ্রুজলে মুক্তির মন্দির সোপানতলে কত প্রাণ হলো বলিদান লেখা আছে অশ্রুজলে
@md.sharifsharif51392 ай бұрын
২০২৪ এর ৫-ই-আগষ্টের অসংখ্য ছাত্র-ছাত্রীদের ও ছাত্র-জনতার রক্তে রঞ্জিত হয়ে নিজ অধিকার রক্ষায় আবারও গানটি inspired যুগিয়েছে।
@DebasisMukherjee-t5y8 күн бұрын
Real
@syedmdhassan7967 Жыл бұрын
১৯৭১ সালে যখন বাংলাদেশের স্বাধীনতার জন্য যুদ্ধ চলছিলো,তখন আমার বয়স ৯ বৎসর।সেই সময় আমার, রনাঙগন সচোখ্যে দেখার সুযোগ হয়েছিল।এই গানটির কথাগুলো ১০০%, মুক্তি, স্বাধীনতা লাভ এবং শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের কথা গুলোর প্রতিফলন।গানটি শুনলে চোখের পানি ধরে রাখা যায়না। গানটির গীতিকার ও সুরকারকে অজস্র অজস্র শ্রদ্ধা নিবেদন করছি।
@sahelimaitycorrection93639 ай бұрын
Akhn apnar boyos koto apa
@fouziasiraj19197 ай бұрын
বানান ঠিক করুন। স্বচক্ষে হবে।
@fouziasiraj19197 ай бұрын
রণাঙ্গন হবে। গীতিকার শ্রী মোহিনী চৌধুরীর।
@teerthobangla4 ай бұрын
kzbin.info/www/bejne/j3jLYamqort4qs0si=t_w5yYQCe6XUxF_f আমার নিবেদন
@samantaTapu-ok7tk3 ай бұрын
Oivabeo lekha jai@@fouziasiraj1919
@rakibhossain70176 ай бұрын
আগে কখনো এই গান শুনে চোখে পানি আসে নাই... তবে ১৮/০৭/২৪ ইং এর পর এই গান টা শুনে আপনা আপনি চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ছে... আগে এই গানের অর্থ বুঝতাম না, তবে এখন এই গানের প্রতিটা শব্দ স্পষ্ট...
@skmustafa26576 ай бұрын
এ টি বাংলাদেশী কোটা আন্দোলন জুন্নু গান
@s.m.e.t93875 ай бұрын
😂😂😂
@common_sense_supreme14 күн бұрын
শিবিরের অভ্যুত্থান পাবলিককে খাওয়ানোর জন্য কত মেটিকুলাস নাটক করেছিল। আর এখন প্রকাশ্যে মুক্তিযুদ্ধ চুদি কমেন্ট করে বেড়ায় 24 এর লাল স্বাধীনতাকামীরা। ওয়াক থু।
@rakibmiah76382 жыл бұрын
আমি বাঙালি জাতি। এজন্য আমি গর্বিত।কারন লক্ষ প্রাণের রক্তের বিনিময়ে পেয়েছি লাল ও সবুজের পতাকার মাধ্যমে পেয়েছি অর্জিত একটি স্বাধীন বাংলা দেশ।
@mahidmustafiz28026 ай бұрын
১৬ই জুলাই, ২০২৪ ৫৩ বছর পর আজ আবার গানটি এত প্রাসঙ্গিক হয়ে উঠবে ভাবতেও পারিনি কখনো! বাংলাদেশ থেকে বলছি
@konyctg6 ай бұрын
Asholei keo ee kolpona korte pareni😢
@shilasaha25626 ай бұрын
😲 wow
@mohammadnazrulislam10116 ай бұрын
I never like song but I start to listen becose of 16 July 2024.remember and pray for the myrtle.rest in Peace in Jannah.from Meccah.
@sanjidakhatun87956 ай бұрын
Gaan ta pran theke onuvob hy akhn..age sunchi onek kintu onuvob korte parini..goto koyekdin hosse shudhu ei gan sunchi..😢
@wafflestown6 ай бұрын
2 weeks have passed since Abu Sayeed Bhai’s murder
@monishlaldas6517 Жыл бұрын
I am 91. I feel proud when I listen these songs. At present we do not find such song writer or singer. Hope for de best
@helalmdhelal226410 ай бұрын
এই গানগুলো আমাদের সেই মুক্তিযোদ্ধাদের কথা মনে করিয়ে দেয়😥😥জয় বাংলা
@mustafizazad4652Ай бұрын
২৪ গণআন্দোলনে শহীদ ও ৭১ এর শহীদদের বিনম্র শ্রদ্ধা
@NomanafganiNoman6 ай бұрын
বাংলাদেশে ২৪ সালে এসে প্রাসঙ্গিক হয়ে উঠেছে এই গানটি, ধন্যবাদ এই অনবদ্য সৃষ্টির জন্য, লাল সালাম
@sanjidakhatun87956 ай бұрын
৭১ এর মা জননী * এই গান টা সুনেন। হুবহু মিল এখন কার ছাত্রদের সাথে। আমি কয়েক দিন হল এই ২ টা গান সুনছি শুধু৷ মুক্তির মন্দির, ৭১ এর মা জননী
@@anuradhasom7979 দীক্ষা মানে শিক্ষা। বিশেষ ত্যাগের বিনিময়ে অর্জিত শিক্ষা। যেটা বাংলাদেশের নেটিজেন এবং এদেশের জন্ম-ইতিহাস-অজ্ঞ বিশাল জনগোষ্ঠীর জন্য বিশেষ প্রয়োজন।
@kiranbangal57306 ай бұрын
দীক্ষা হিন্দু শব্দ
@mistishraddha2 жыл бұрын
স্বর্গের চেয়ে প্রিয় জন্মভূমি।বার বার যেন এই মায়ের কোলেই জন্ম নিই।
@sukumardhara88502 жыл бұрын
:-!
@HKINT-x8p11 ай бұрын
স্বর্গে যেমন দেবতা জন্ম নেয় , স্বর্গ দখল করতে তেমন অনেক অসুর ও এই স্বর্গে জন্ম নেয়, যারা শেষ পর্যন্ত হয়তো জয়ী হয় না , কিন্তু সারাজীবন স্বৃর্গকে ভূলিয়ে রাখে।
@Holibut-Studio Жыл бұрын
ভোগে নয় ত্যাগেই প্রকৃত সুখ, ভালো থাকুক পৃথিবীর সকল প্রিয় মানুষ গুলো।
@ayanroy93823 ай бұрын
❤
@rayanvlog3215 Жыл бұрын
আমাদের নেতাজি,রবীন্দ্রনাথ,নজরুল ইসলাম, ক্ষুদিরাম, বল্লভভাই প্যাটেল,বিনয় বদল দীনেশ এরা হলো আমাদের ভারতীয়দের কাছে গর্বের।। সত্যি নিজেকে বাঙালি বলতে এদের জন্যই গর্ববোধ করি সেলাম তোমাদের বিপ্লবী।🙏🙏🙏
@suMon-hb3kf6 ай бұрын
কাজি নজরুল ইসলাম ভারতীয় একসময় ছিলো কিন্তু তিনি বাংলাদেশি,
@xzx2556 ай бұрын
😂😂😂 @@suMon-hb3kf
@JisanSekh-lq7or6 ай бұрын
@@suMon-hb3kfবালের কথা 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
@JisanSekh-lq7or6 ай бұрын
@@suMon-hb3kf ছিল তবে কেয়ামত পর্যন্ত তার নাম থাকবে ভারতীয়
@RakibulHasan-bo5yt5 ай бұрын
@@JisanSekh-lq7or আমি বাংলাদেশ থেকে , সালাম হে বন্ধু , নজ্রুল বিশ্ব নাগরিক । এবং নজ্রুল কে কাল এবং স্থান এ কি আটকে রাখা যায়? 🙂
@syedmdhassan7967 Жыл бұрын
গানটির শিল্পী গনকে অজস্র ধন্যবাদ, তাঁদের কন্ঠের তুলনা হয়না। শিল্পী গন এমন আবেগ দিয়ে গানটি গেয়েছেন যে, চোখের জল ধরে রাখা সম্ভব হয়নি। শিল্পী গনকে আবারো অজস্র, অজস্র, অজস্র ধন্যবাদ।যারা Instrument গুলো বাজিয়েছেন উনাদেরকেও অজস্র, অজস্র, অজস্র ধন্যবাদ, খুবই ভালো ভাবে বাজানোর জন্য।
আমি গর্বিত আমি হিন্দু আমি ভারতবাসী।জয় হিন্দ গায়ে কাঁটা দিয়ে উঠল সকল মহান শহীদ দের আমার শত শত কোটি প্রনাম 🙏🙏🙏🙏
@ujjwalkumarbanerjee2022 жыл бұрын
Please good GH CH t
@usmangonihalder99732 жыл бұрын
আমি গর্বিত আমি ভারতবাসী। এখানে হিন্দু মুসলিমের কোনো ব্যাপার নেই সবাই ভারত বাসী ।
@Bobdeniro_official9 ай бұрын
অবশ্যই আছে। সব বাঙালি শহীদই হিন্দু। @@usmangonihalder9973
@sorifulgazi53638 ай бұрын
Hindu na ora muslim...... Oi jig.. gase kon jon !!!!!!!!!!!!!!!!!!! Mankind is our normal identity.
@ENGINE-qw1vc7 ай бұрын
Your thought to Hinduism and to motherland is really appreciated by all. This is a lesson to corrupted political leaders.
@parthovlogsofficialАй бұрын
এই গানটি 🇧🇩 আমাদের জাতীয় চেতনার এক অনন্য প্রতীক। প্রতিটি শব্দে দেশপ্রেম ❤️ ও স্বাধীনতার আহ্বান ✊ গাঁথা রয়েছে। এমন গান 🎶 আমাদের প্রজন্মকে অনুপ্রাণিত করে এবং দেশের প্রতি দায়িত্বশীল হতে শেখায়। 🌟
@mayenuddin43336 ай бұрын
১৮ জুলাই ২০২৪ থেকে এই গানটি যতোই শুনছি ততোই মনে হচ্ছে বর্তমানের কোটা আন্দোলনের শহীদদের কে নিয়ে এই গানটি রচিত হয়েছে অথচ কতো পুরানো গান এখন প্রাসঙ্গিক
@dilipkumardas88205 ай бұрын
কোটা আন্দোলনের নামে এত বীভত্স হত্যা কান্ড কেন ঘটল ভাই।কেন এত লুটতরাজ হলো।কেন দেশের সংখ্যা লঘু নাগরিকদের ঘর বাডি জ্বালিয়ে দেওয়া হচ্ছে । এটা কি কোটা আন্দোলনের নামে গোপন কোন অভিসন্ধি নয? এত সম্পদ নষ্ট করা হলো ,মানুষ কে জীবন্ত পুড়িয়ে মারা হলো। এটা কি জঙ্গি পান নয। সারা বিশ্ব দেখলো একটা বাঙলি জাতী নিজের উদীয়মান দেশটিকে নিজেরা আত্মা কলহে কিভাবে ধ্বংস করে দিতে পারে ।আমার মনে হচ্ছে দেশটা আরও এক যুগ পিছিয়ে গেল ।
@BCSshortsOfficial5 ай бұрын
এটা আসলে ভারতীয় স্বাধীনতা সংগ্রামের জন্য লেখা। ❤
@sona.9992 жыл бұрын
প্রতিদিন যেহেতু গানটা শুনি, কমেন্ট রেখে গেলাম। এরপর লাইক দেখে বুঝে নেবো,কতজন গান শুনতে এসে কমেন্টটি পড়ে গেলেন। গানটি শুনে মন ভরে যায়। খুবই জনপ্রিয় একটি গান।2020
@SunitMajumder-x1q9 ай бұрын
মুক্তির মন্দির সোপান তলে গানটির কথা?
@SunitMajumder-x1q9 ай бұрын
মুক্তির মন্দির সোপান তলে গানটির লিরিক?
@UjjwalMondal-qj9rm5 ай бұрын
2024 1লা septemberএসে গেছি গান টা শুনতে ❤
@mahnazkhan22435 ай бұрын
আজ এটা শুধু একটা গান নয় সকল জাতীয় সংগীতের সেরা সংগীত যেটা শুনলেই চোখে জল আসতে বাধ্য....
@anwarabegom74852 жыл бұрын
এত চমৎকার দেশাত্মবোধক গান, মনে লাগে!! দারুণ।
@tanmoykaibartya73272 жыл бұрын
যাদের রক্তে আমাদের এই দেশ স্বাধীন হয়েছিল তাদের জানাই Jay Hind
@purnimamandal35316 ай бұрын
180 No U
@puskarstudio93402 жыл бұрын
🌹আমি গর্বিত আমি সেই ভারতবাসী। যার জন্য কত ভারতমাতার সন্তান প্রান দিয়েছে 🙏
আজ ক্ষুদিরামের ফাঁসি হয়েছিল। খুব মনে পড়ছে তার কথা😭🇮🇳 একটা অমুল্য দান।
@paolighosh1540 Жыл бұрын
😭😭😭😭😭
@godlygoat2898 Жыл бұрын
তাঁর লেখা উচিত ছিল
@SahitaDebnath Жыл бұрын
যদি পুনর্জন্ম বলে কিছু হয় , আবার ফিরে আসতে চায় এই মায়ের বুকে❤❤❤
@Arundhuti-rm4jd Жыл бұрын
আপনার কমেন্ট টা আমার খুব ভালো লাগছে
@MayerkripaG-p9b Жыл бұрын
M thik. Joy bangla. Joy hind
@Saajan8123 ай бұрын
যারা জীর্ণ জাতির বুকে জাগালো আশা! এই লাইনটাই বুক পেটে যাচ্ছে এবং চোখের জল অঝোরে ঝরছে...😭😭😭
@xiamkhan28166 ай бұрын
স্বাধীনতার ৫৩ বছর পর আজ আবার গানটি এত প্রাসঙ্গিক হয়ে উঠবে ভাবতেও পারিনি কখনো! বাংলাদেশ থেকে বলছি💔
@susantadeb76663 жыл бұрын
সত্যাগ্রহ নয়, বাংলার রক্তে স্বাধীনতা এসেছে।
@dipanwitapal49083 жыл бұрын
Yeah😊👍 Jay Hind😊
@dancewithtani50573 жыл бұрын
Yes dear. You are absolutely right.
@yourmanojit31183 жыл бұрын
একদমই বন্ধু 🙏
@arpitajadhav28492 жыл бұрын
Ekdam..200 % khati katha..
@bengalitipspro60222 жыл бұрын
বাঙালির শিরা ধমনীতে বিপ্লবী ক্ষুদিরাম বসুর রক্ত অবিরত বহমান। আমরা হলাম তাঁর উত্তরসূরি।🙏🙏🏻❤️
@grambangla39472 жыл бұрын
বাংলা আর বাঙালীর রক্তে ভারত আজ স্বাধীন, পাঞ্জাবী জাতি আর বাঙালী জাতি সেরা জাতি ❤️🙏 জয় বাংলা 🙏জয় ভারত 🙏
@joydebmaity19682 жыл бұрын
😭😭😭😭😭😭😭😭😭😭banglali
@nilendranarayanray36912 жыл бұрын
Maharashtrians o.
@itshafsax._11 ай бұрын
@@nilendranarayanray3691 Bangali people started the war for Freedom then the whole India joined 🙌
@sharminaktharrina2709 Жыл бұрын
পৃথিবীর ইতিহাসে এক জলন্ত উদাহরণ। যারা ভাষার জন্য প্রাণ দিয়ে দেশকেে স্বাধীন করেছে। সেলুট ঐ সব ভাই বোনদের জন্য।
@abhijitchakraborty69793 жыл бұрын
Big salute to our freedom fighters 🙏🏻😥 The blood of the freedom fighters are feeling us proud 😌
@ghffycjhh14073 жыл бұрын
Very nice
@sayanpandit46643 жыл бұрын
Yes
@kashidhampara2 жыл бұрын
000ppp00lpp9ooook9ok
@md.mostafizurrahmankhan26444 ай бұрын
বাংলাদেশের ২৪ সালের ছাত্রজনতার আন্দোলন এর প্রেক্ষাপট এই গানটার সাথে খুবই মিলে। ২৪ এর সকল শহীদদের আত্মার শান্তি কামনা করি। দেশ থেকে, সমাজ থেকে সকল প্রকার দুর্নীতি, স্বৈরাচার নিপাত যাক।
The Dark Nights of JULY.. Bangladesh won't ever forget You
@dulalbhattacharjee51222 жыл бұрын
অসাধারণ গানটি শুনে সবাই খুব ভালো লাগবে আমার ও খুব ভালো লেগেছে প্রতিদিন সকালে এ ধরনের গান শুনি
@ramprasadmajhi28432 жыл бұрын
রক্তে নয়,কন্ঠে বিদ্রোহ চাই, মুখ নয় মুখোশ এর আড়ালে
@kabirahmed35242 жыл бұрын
বীর স্বাধীনতা সংগ্রামীদের প্রতি সশ্রদ্ধ সালাম।
@Bikram09012 жыл бұрын
এই গানটি শ্রবণ করার সময় যাহার দুই চক্ষু অশ্রুতে ভরিয়া উঠেছে /উঠিবে । সন্দেহ নেই সে জন্মভূমিকে ভালোবাসে
@soumyadas21972 жыл бұрын
🙏
@shantichakrabarty14952 жыл бұрын
Replies
@shantichakrabarty14952 жыл бұрын
Gds
@soyelsarowarkhan2 жыл бұрын
Hmm 😔
@anjankab2 жыл бұрын
Oshadharon, গায় এখোনো কাটা দায়
@ditipriyabanerjee78153 жыл бұрын
Big salute to the freedom fighters
@tapanmistry27002 жыл бұрын
I am doing this song In my school Performance . Proud to be An indian ☺
@swapnashil61902 жыл бұрын
A@@@
@chandidassarkar47992 жыл бұрын
Our India is Great. Our Indians are also great. Thanks to the singers.
@sathipatra71822 жыл бұрын
Proud to be an indian 🇮🇳
@bbbhattacharya25652 жыл бұрын
❤❤❤ My heartfelt respect and condolences to the family members for the sacrifices for all our freedom fighters. They made the Indian proudest; needed to be acknowledged and their successors be given financial support by the State and Central Govts. I now down to the Heroes.
@kanchandutta8332 жыл бұрын
🙏🙏🙏🙏🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳👌👌👌👌👌😭😭😭😭মন ছুঁয়ে যাওয়া গান❤️
@AshokeBhaiFF5 ай бұрын
গান টা শুনে গায়ে কাঁটা দিচ্ছে এক কথায় অসাধারণ. জয় হিন্দ! ১৫|৮|২৪
@sikhaghosh42624 жыл бұрын
May our soldiers rest on their mother's lap
@sayanpandit46643 жыл бұрын
Yes
@debasmitde88013 жыл бұрын
morle bhalo hoi tor ??
@rowshonkabir12673 жыл бұрын
very nice patriotic song
@shamimwali3 жыл бұрын
I love this patriotic song.
@debashiskodali61407 күн бұрын
এই সব গান শুনলে গায়ে কাঁটা দেই। মনের মধ্যে ঘুমিয়ে থাকা বিপ্লবী সত্ত্বা টি জেগে ওঠে
@rinasaha1092 жыл бұрын
Proud to be an Indian..
@bikashchandrasen15122 жыл бұрын
এ সব দেশাত্মবোধক গান শুনে আমার জন্মভূমি আমার মাতৃভূমি ভারতবর্ষের প্রতি মাথা নত হয়ে যায় । জয় ভারতমাতার জয় ।
@debmallyachakraborty10 ай бұрын
2024 সালে কারা কারা এই দেশাত্মবোধক গানটি শুনছেন
@SakiSamir4 ай бұрын
রাজাকার ও রাজাকারে সন্তান নাতিপতিরা..
@somasarkar1298 Жыл бұрын
India is my country. India is my proud and my love
@HrDjiАй бұрын
বাংলাদেশ থাকে বলছি এই গান কোটা আন্দোলনের শুনতাম প্রতি দিন। আন্দোলনে যাওয়া আগে এই গান শুনে যেতাম নিজের মনে আলাদাই সাহস চলে আসতো। এই গানের প্রতিটি লাইন বিপ্লবী করে তুলে মানুষ কে। আজ হঠাত গানটি দেখে আবেগ গন হয়ে পড়লাম।
@Valo_thakbenАй бұрын
মুক্তিযুদ্ধের গাঙ্গে আন্দোলন করলেন এখন আন্দোলনের সফল হয়ে মুক্তিযুদ্ধকে মুছে দিতে চাইছে কোটা আন্দোলনের নেতারা এ বিষয়ে আপনার মন্তব্য জানার খুব আগ্রহ। 😢😢😢
@nostalgi6466 ай бұрын
বিনস্র শ্রদ্ধা আমার ভাইদের প্রতি আমরা তোমাদের ভুলব না We are never forget bloody July ❤️🇧🇩
@snehakarmakar88794 жыл бұрын
😊😁😀 khub sundar gaan ta thanks for sharing
@tamannaafrous6 ай бұрын
২০২৪ সালের জুলাই মাসের ছাত্র-ছাত্রীদের জন্য এ গানটি এখন কতটা প্রাসঙ্গিক,আহ!
@Utopian20256 ай бұрын
এসব গান আগেও শুনেছি।তেমন কিছু মনে হয়নি।কিন্তু জুলাই ২০২৪ এসে কেন জানিনা চোখের পানি আটকানো সম্ভব হয় না।কারণ হয়তো ইতিহাসকে নিজ চোখে দেখলাম এজন্য।
@NazmunNahar-r2o6 ай бұрын
বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে এই গানটা শুনলাম।।পুরো মিলে গেলো
@artist_gargi3 жыл бұрын
Independence Day special song 🧡 💚
@user-jr4xz2xo4q3 жыл бұрын
Very nice
@user-jr4xz2xo4q3 жыл бұрын
The song is very nice
@sujitmondol15863 жыл бұрын
গর্বিত আমি বাঙালি ।।আমরা বীরের জাতি
@simadas48753 жыл бұрын
@@viii8-12debanjandey9 Ato pagoler moto proshno keno? Maratha ra ,Rajput ra birer jati bolle tokhon toh bharotiyo niye proshno tulo na? Ar bangali bolle gaye phuska pore !
@soumyajit00633 жыл бұрын
@@viii8-12debanjandey9 Netaji Subhaschandra Bose er bepar e sunecho tar joono amra freedom peyechilam Gandhi er jonno noi
@sumitrabaidya12573 жыл бұрын
@@viii8-12debanjandey9 jwjekwk
@sbshuvo5015Ай бұрын
বাঙালি যুদ্ধ করেছে তুর্কীদের বিরুদ্ধে, মুঘলদের বিরুদ্ধে, ইংরেজদের বিরুদ্ধে, পাকিস্তানিদের বিরুদ্ধে, আজ বঙ্গ ভূখন্ড স্বাধীন। আমরা বঙ্গ ভূখন্ডের ভূমিপুত্র।জয় বাংলা ভাষা,জয় বাঙালি জাতি,জয় বঙ্গভূমি।
@kakalibarua972 жыл бұрын
সবাইকে স্বাধীনতা অভিনন্দন।গানটা অনেক সুন্দর
@manjusharmasom57332 жыл бұрын
Mon chhue gelo....aashadhron.
@sharmiadhikari5542 жыл бұрын
এত সুন্দর গান,এত সুন্দর সুর..... গায়ে কাঁটা দেয়
@chaitalimondal86675 ай бұрын
গানটা শুনলে গায়ে কাঁটা দিয়ে ওঠে ওহঃ ভারত তোমায় সেলাম জানাই 3:15
@aparnasingh50762 жыл бұрын
দেশের জন্য বলিদান আজ ও দেবো,🇮🇳🇮🇳🇮🇳
@SusantakumarChakraborty-yr7ei4 ай бұрын
যত দেশাত্মবোধক গান আছে,,,কোনো কথা হবে না,,,, এইটা বেস্ট,,,,
@nasirulislam76443 жыл бұрын
The soil of Bengal ,Sun's light and rookeries made the people of Bengal conscious conscience with humanity Akhtar
@akhi28336 ай бұрын
গানের সঠিক অর্থ, প্রতিটি লাইন আর বর্তমান পরিস্থিতি, আমার চোখের জল সবকিছু এক হলো এই জুলাই মাসে,,,,
@NusratAfrin-hb2wt Жыл бұрын
2:40 অসাধারণ
@khurshidjahan43815 ай бұрын
প্রতিরাত শুনি।আর শহীদদের কথা মনে করে চোখে পানি আসে। তারা কি ফিরিবে আর সুপ্রভাতে, এই লাইন টা আমি নিতেই পারিনা।
@ranjachakoborty64573 жыл бұрын
Asadharan laglo sir darun apurbo fantastic hoyeche sir
@debmallyachakraborty21 сағат бұрын
2025 সালে কারা কারা আমার মতো এই গানটি শুনছেন
@tanushreemondal42363 жыл бұрын
I love this song
@Luka-kw8hm2 жыл бұрын
I m also
@DrPal-yg4ox10 ай бұрын
গানটি খুব সুন্দর ❤❤❤
@biswajitchakrabarty93313 жыл бұрын
যারা এই গান ভালবাসেন তারা লাইক দিন .....
@debashreepaul9261 Жыл бұрын
আমাদের দেশের জন্য যেই বীর সৈন্যরা প্রাণ দিয়েছে তাদের জন্যে আমরা বাঁচতে পারছি, তাদের জন্যে রইলো bigg salute We proud of u
@ankitaofficial865 ай бұрын
Proud to be an Indian...amra amader sohid biplobi der obodaan kakhuno bhulbona. Vandematram Jay hind
@tapanghosh51093 жыл бұрын
Big salute to our freedom fighters 🙏😥 The blood of the freedom fighters feeling us proud 😌
@fullaranag3 жыл бұрын
কোন সালে? এখনকার বাংলাদেশএ জন্ম হলেও উনি তো কলকাতায় থাকতেন। সেখানেই মারা যান।
@sharmishthamukherjee982011 күн бұрын
গায় কাঁটা দেয়। এমন অসাধারণ গান কত উদ্বুদ্ধ করে জাতি কে।
@joyradhagiridhari55973 жыл бұрын
Pranam loho bharat matar vir sontan 🙏🙏🙏🙏🙏🙏🙏bharat mata ki jay 🙏🙏🙏🙏🙏🙏iswar er kachea parthana kori iswar jeno aabar onader ei bharat matar bukea firiyea den..🙏🙏🙏🙏🙏🙏joy hind 🙏🙏
@NazmunNahar-r2o6 ай бұрын
যারা জীর্ন জাতির বুকে জাগালো আশা...এই লাইনটায় ২৪ এর সকল শহীদের কথা মনে করায়।।🇧🇩
@SHEREX993 жыл бұрын
This song may create an peace full environment on my mind ☺️🤔☺️🤔☺️🤔
@pampasaha84313 жыл бұрын
May or it is🦊
@ShahadatSieam6 ай бұрын
অসাধারণ সুর ও লাইন যা শুনলে সত্যিই এক্সাথে ক্যাম্পাসে বসে মুক্তির জন্য গান গেতে ইচ্ছে করে
@arnobadib6 ай бұрын
১৬-১৯ জুলাই ২০২৪... সৈরাচারী হাসিনার হিংস্র পুলিশ বাহিনীর গুলিতে নিহত আমার ভাইয়ের (ছাত্র) স্মরণে গানটা বার বার শুনতে মনে চায়...🇧🇩❤️🇮🇳 যাদের ছিলোনা কোন রাজনৈতিক পরিচয়। ছিলো এক এক জন দেশসেরা ভার্সিটি-কলেজ পরুয়া মেধাবী তরুন-তরুণী...
@JisanSekh-lq7or6 ай бұрын
❤❤❤❤❤❤❤🇮🇳🫡🫡
@SILOPshuvambanerjee5 ай бұрын
@@JisanSekh-lq7or Love from Siliguri dada
@creativeideas0786 Жыл бұрын
যারা জীর্ণ জাতির বুকে জাগালো আশা, মৌল মলিন মুখে জাগালো ভাষা ❤️❤️❤️
@biswanathbose48124 жыл бұрын
খুব সুন্দর গান দেশপ্রেমের প্রতিক ।
@debabrataroy2783 жыл бұрын
Ekdom
@SD-gu4kf3 жыл бұрын
*প্রতীক
@assubham4477 ай бұрын
গানটি যতবার শুনি ততবার হৃদয়ে যেন নূতন শক্তি ভরে দেয়
@nihajsekh48132 жыл бұрын
I love my India🇮🇳😊
@susamabanerjee33517 ай бұрын
খুব সুন্দর একটি গান বীর শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা প্রনাম 🎉🎉🎉
@suchindeb14292 жыл бұрын
এই অতি পরিচিত, অপূর্ব গানের সঙ্গে ছবিগুলি বড় বেমানান লাগল
@sajalmondal89902 жыл бұрын
Absolutely right.
@13_SHAHSADIAAKTER6 ай бұрын
মুক্তির মন্দির সোপানতলে কত প্রাণ হলো বলিদান লেখা আছে অশ্রুজলে মুক্তির মন্দির সোপানতলে কত প্রাণ হলো বলিদান লেখা আছে অশ্রুজলে কত বিপ্লবী বন্ধুর রক্তে রাঙা বন্দীশালার ওই শিকল ভাঙ্গা কত বিপ্লবী বন্ধুর রক্তে রাঙা বন্দীশালার ওই শিকল ভাঙ্গা তারা কি ফিরিবে আর? তারা কি ফিরিবে আর সুপ্রভাতে? কত তরুণ অরুণ গেছে অস্তাচলে মুক্তির মন্দির সোপানতলে কত প্রাণ হলো বলিদান লেখা আছে অশ্রুজলে যারা স্বর্গগত তারা এখনও জানে স্বর্গের চেয়ে প্রিয় জন্মভূমি এসো স্বদেশ ব্রতের মহা দীক্ষা লভি যারা স্বর্গগত তারা এখনও জানে স্বর্গের চেয়ে প্রিয় জন্মভূমি এসো স্বদেশ ব্রতের মহা দীক্ষা লভি সেই মৃত্যুঞ্জয়ীদের চরণ চুমি যারা জীর্ণ জাতির বুকে জাগালো আশা মৌন মলিন মুখে জাগালো ভাষা যারা জীর্ণ জাতির বুকে জাগালো আশা মৌন মলিন মুখে জাগালো ভাষা আজ রক্ত কমলে গাঁথা আজ রক্ত কমলে গাঁথা মাল্যখানি বিজয়লক্ষ্মী দেবে তাদেরই গলে মুক্তির মন্দির সোপানতলে কত প্রাণ হলো বলিদান লেখা আছে অশ্রুজলে মুক্তির মন্দির সোপানতলে কত প্রাণ হলো বলিদান লেখা আছে অশ্রুজলে