মুকুল আসার সময় আম গাছের পরিচর্যা সম্পর্কে জানলাম খুব ভালো লাগলো ভিডিওটা
@mihiradhikary91542 жыл бұрын
খুব ভালো লাগলো আপনার পরামর্শ Thanks
@abdurrashid914 Жыл бұрын
Vy thank
@KanchanSk-g7hАй бұрын
ভাই এই মাসে মরা ডাল আবান চিতো ডাল কাটা যায়
@aparnadebnath18353 жыл бұрын
Gache Uipuka legeche, ki korbo, plzz blben
@moonsmith82672 жыл бұрын
ভাই আপনার এই সুন্দর ভিডিওটির জন্য আপনাকে অনেক ধন্যবাদ। ভাই একটা গাছে সব আমের ভেতর পোকা হয়।আর এইটা বুঝা যায় আমগুলা বড় হওয়ার পর... এইটা থেকে রক্ষা পাওয়ার উপায় কি??
@NATUREAgricultureGardening2 жыл бұрын
আমের পোকা হওয়া থেকে একমাত্র রক্ষা করা যেতে পারে পরিচর্যার মাধ্যমে৷ মুকুল আসার আগের থেকে পরিচর্যা শুরু করে মুকুল গুটি বড় হওয়ার আগ পর্যন্ত পরিচর্যা চালিয়ে যেতে হবে৷ (এখানে পরিচর্যা বলতে ঔষধ প্রয়োগ)৷ কারণ ফল বড় হয়ে গেলে আর ঔষধ প্রয়োগ করতে পারবেন না,, আর আপনি হয়তো লক্ষ্য করেছেন ফল ছোট অবস্থা থেকেই ভেতরে পোকার ডিম থাকে পরে ফল বড় হওয়ার সাথে সাথে সেই ডিমগুলি থেকে লেদা পোকা বের হয়৷ আশা করি আপনি বিষয়টিকে সহজ ভাবে নেবেন এবং মুকুল আসার আগের থেকেই পরিচর্যা শুরু করবেন৷
@Rashedul73623 жыл бұрын
Vai amar gacer pata holud hoye jaitece.tobe lagano gac.
@NATUREAgricultureGardening3 жыл бұрын
টবে লাগানো গাছের ক্ষেত্রে খাদ্যের অভাবে এটা হয়৷ মাটিতে লাগানো গাছে খুব বেশি পরিচর্যা করতে হয় না৷ কিন্তু গাছ টবে লাগালে বাইরে থেকেই মাটিতে গাছের খাদ্য উপাদান গুলি প্রয়োগ করতে হয়৷
@ChadBaganSongbad3 жыл бұрын
ভালো
@sangitasarkar2533 жыл бұрын
Namaskar 🙏. Amar chad baganer tober gacher aam ektu baro holei fete kas beri e jachhe...ki korbo? Pls bolben
@NATUREAgricultureGardening3 жыл бұрын
মাটিতে রসের দ্রুত হ্রাস-বৃদ্ধি আম ফাটার প্রধান কারণ । আবহাওয়া শুকনা হলে এবং দীর্ঘদিন বৃষ্টিপাত না হলে আমের ওপরের খোসা শক্ত হয়ে যায়। এরপর হঠাৎ বৃষ্টিপাত হলে বা সেচ প্রদান করলে আম দ্রুত বাড়তে শুরু করে। এ অবস্থায় আম ফেটে যায়। মাটিতে বোরণের ঘাটতি থাকলেও আম ফাটতে সহায়তা করে। নিকটবর্তী রাসায়নিক সার বিক্রেতাদের সঙ্গে যোগাযোগ করুন৷
@MonirHossen-n5g7 ай бұрын
দাদা কি ঔষধ বেবহা করব আমাকে জানাইবেন দাদা বাংলাদেশের ঔষধ দের নাম কিকি ঔষধ বেবহা করব আমাকে জানাইবেন দাদা আপনাকে ধন্যবাদ ঔষধ নাম দিয়ে দিবেন
@shirajuddin90132 жыл бұрын
আমার গাছ মাএ চারটা কিন্তু ছায়াযুক্ত কি যত্ন করতে পারি জানাবেন
@shamimara23223 жыл бұрын
এই সময় কি খাবার দিতে হবে,কলার খোসা ও হাড়ের গুঁড়ো দেয়া যাবে? জানাবেন প্লিজ
@ratandas90712 жыл бұрын
Ai sob manush ra kono answer dite parba na ........
@ratandas90712 жыл бұрын
Eraaa kichuuu Jana na
@foyezsuzon94743 жыл бұрын
দাদা' বাংলাদেশ থেকে দেখছি ৷ এখানে উকুন পোকা বা Thrips এর আক্রমণ প্রচুর | কোন Pesticide এ ১০০% সমাধান পাবো ৷ জানাবেন ৷
@khokonali87463 жыл бұрын
Ambus spray korte paren
@LutfulKabir-s1u10 ай бұрын
এক কথা বার বার
@gautamchauhan1823 жыл бұрын
জবা ফুলের গাছের রি-পোটীং করার ডের মাসের পরউ ছোট্ট দুটি পাতা বেরোনোর পর গাছ জিবিতো আছে কিন্তু না তো আর পাতা বেরোছে না তো গাছ মোরছে।দাদা--আমি npkদেয়ার পর আমি এবার কি করবো ???
@mantashaislamtania89852 жыл бұрын
বড় গাছ তো
@SayemsGardenBD3 жыл бұрын
আমার ছাদে হাফ ড্রামে লাগানো আম গাছে গত ২ মাস প্রয়োজন বুঝে অল্প অল্প পরিমান পানি দিয়েছি। কয়েকদিন ধরে গাছে মুকুল আসতে শুরু করেছে এবং কয়েকটি ডালে মুকুল ৩/৪ ইঞ্চি পর্যন্ত সাইজ হয়েছে। এখন গাছে আগের মতো নিয়মিত পানি দেব? নাকি সবগুলো মুকুল বের হওয়ার পর আগের নিয়মে পানি দেব? দয়া করে জানাবেন।
@NATUREAgricultureGardening3 жыл бұрын
আপনি এর আগে যেরকম প্রয়োজন বুঝে অল্প অল্প পানি দিয়ে গেছেন, ঠিক সেরকমই নিয়মিত মাটি ঝুরঝুরা না করে অল্প অল্প করে পানি দিন৷ (একদিন খুব ভালোভাবে পানি দেবো আর দুইদিন দেব না,এরকম করাটা টবের গাছের ক্ষেত্রে ঠিক নয়)৷
@SayemsGardenBD3 жыл бұрын
@@NATUREAgricultureGardening অসংখ্য ধন্যবাদ
@AyubKhan-ls3dw2 жыл бұрын
আপনি ঔষধের ও জলের পরিমান বলেন নাই, এ ভাবে হাফ ভিডিও না দেওয়া ভালো।
@সোনারবাংলা-ঝ৪ঙ Жыл бұрын
ভাই, দেশের বড় বড় কৃষিবিদের সাথে আলোচনা করে জানতে পারি, গাছে আম গুটি হলেই প্রথম পানি দিতে হয়।কিন্তু আপনি বলছেন ফুল ফোটার শেষ পর্যায়ে? এখন কোনটা সর্বাধিক উত্তম?
@NATUREAgricultureGardening Жыл бұрын
মুকুল এলে গাছের গোড়ায় পানি দিতে হয়, মুকূলে পানি স্প্রে করে ধুয়ে দিতে হয়, পারলে কীটনাশক ঔষধ ব্যবহার করা যেতে পারে, তবে ফুল ফুটলে স্প্রে করবেন না, এতে ফুল ঝরে যেতে পারে৷ আবার এই ফুলগুলি থেকে যখন গুটিতে পরিণত হবে তখন আবার গাছে ঔষধ দিতে পারবেন বা জল স্প্রে করতে পারবেন৷
@সোনারবাংলা-ঝ৪ঙ Жыл бұрын
@@NATUREAgricultureGardening আমি আপনাকে পানি স্প্রে ও কীটবাশক দেয়ার কথা বলিনাই। আমি বলেছি গাছের গোড়ায় কখন পানি দিতে হয়? নিয়ম হলো আমের গুটি হলে পানি সেচ দিতে হয়। কিন্তু আপনি বলেছেন ফুলফোটা শেষ হলে।কিন্তু এখন কমেন্টে আবার বলছেন মুকুল আসলে পানি!!! তার মানে আপনি বিডিওতে বল্লেন একটা আর রিপলাই করলেন আরেকটা! জানিনা বিষয়টা আপনার কাছে কতটুকু ক্লিয়ার? আমার প্রশ্নের সাথে আপনার উত্তরের সম্পর্ক নাই।আপনার বিডিওর সাথে আপনার উত্তরের কোনো মিল নাইAns to the point বল্লেই ভালো হয়। কিন্তু শিবের গীত গাইলে হিতে বিপরীত হয়। বিডিও এবং কমেন্ট দেখে বুঝাগেলো কখন গাছে পানি দিতে হয় সেটা অনেকের কাছেই ক্লিয়ার নয়।আপনি তার ব্যতিক্রম নয়। যাক, আপনাকে ধন্যবাদ।
@নতুনকিছু-চ৩চ3 жыл бұрын
আমার আম গাছের পাতা শুকিয়ে জাচ্ছে কিকরবো বলে দাউ
@alamgirhossian68503 жыл бұрын
ভাই আমার গাছ আসার পর মোটমোটি বড় হওয়ার পর সব পড়ে যায়। আমের জাত ফজলি,লেঈরা আম এর সমাধান কি বলবেন
@mdmohidulislam41953 жыл бұрын
Sob gase aki tips
@mizanalmizu10342 жыл бұрын
৩ বছরের আম গাছে যদি প্রথম মুকুল চলে আসে তাহলে কি মুকুল ফেলে দিলে কি ভালো হবে নাকি খারাপ হবে ? তানাহলে পরবর্তী বছরগুলোতেও আম ভালো হবে না
@kokil99593 жыл бұрын
ভাই আম গাছের গোড়া শেচ কখন দেব মুকুল ফোটার আগে নাকি মুকুল ফোটার পরে নাকি গুটি আসার পরে
@mirabhattacharjee76653 жыл бұрын
নমস্কার দাদা আমার আম গাছটির বয়স পাচ ছয় বছর ।গতবারের আগেরবার কয়েকটি মুকুল এসে ঝরে গেছে।এবার আপনার কথায় গাছের পাতা পরিস্কার করে ছত্রাক নাশক দিয়েছি ।জমিতে লাগানো বলেজল দিতেহয়নি ।শীতের সময় ভাল রোদ পায়না ।আজ ৩০ ,জানুয়ারি এখনো মুকুলের চিহ্ন ও নেই।কি দিলে মুকুল আসবে ।
@NATUREAgricultureGardening3 жыл бұрын
ভিডিওটিতে বলা ঔষধ সংগ্রহ করে স্প্রে করুন৷ নিকটবর্তী কীটনাশক ঔষধ বিক্রেতাদের কাছে ঔষধ না পাওয়া গেলে উনাদের পরামর্শ নিন৷