না, আপনি ফ্লাইটে ইন্ডাকশন স্টোভ নিয়ে যেতে পারবেন না। নিরাপত্তার কারণে ইন্ডাকশন স্টোভকে নিষিদ্ধ আইটেম হিসাবে বিবেচনা করা হয়।
@ilorasingh1988 ай бұрын
দাদা আমার ছেলে বেশি বয়স না একটা ট্রেনিং এ মুম্বাই গেছে ,ফেরার flight রাত দশটা থেকে রাত দেড়টা হয়ে গেছে। হোটেল ছেড়ে চলে আসতে হবে রাত নটা থেকে যদি ও বাইরে বসে থাকে তাহলে কি কোনো ভয়ের কারণ আছে? একটু উত্তর দেবেন।❤
@Epicanimesh8 ай бұрын
ও যেন বাইরে ওয়েট না করে চেকইন করে নেয় এবং টিকিটে যে গেট নাম্বার আছে সেই গেটের সামনে চেয়ারে বসে ওয়েট করে। বাইরে বসে থাকার কোনো দরকার নেই। অত ভয়ের কিছু নেই ও মডার্ন যুগের ছেলে । He Can Easily Handle The Situation, Wish Him For Happy Journey And Safely Reaching To Home 🏠
@Epicanimesh8 ай бұрын
ফ্লাইট টাইম চেঞ্জ হলেও রাত ৯ টার সময় চেকইন করতে পারবে।