আমরা মানুষ পরের ভালোটা কখনো চায় না, নিজের ভালোর জন্য,কত কিনা করি, পৃথিবীর শ্রেষ্ঠ আদালত, সে তো জানে ভালো মন্দ
@ritaroychowdhury42398 ай бұрын
আহা কি মাধুরী তোমার কন্ঠে । জুড়িয়ে যায় প্রান প।
@rubibosu5217Ай бұрын
আবারো শুনলাম। এতো বাস্তব কথা। আসুন না ভাবি একটু সবাই। তোমার কবিতা উচ্চারণ নিয়ে কিছু বলার ভাষা নেই। অনেক ভালোবাসা।
@debasisbera7799 ай бұрын
পুরুষ মানুষ তিন জায়গায় মাথানত করে থাকে - ১. মায়ের কাছে ( মা মানে নারী জাতি) ২. ভগবানের নীতি বা আদর্শের কাছে ৩. বৌয়ের কাছে ,,,,,, যে ছেলেরা এটা মানতে পারে না তারা পুরুষ নয় সমাজে তারা কাপুরুষ। নিজেকে বঞ্চিত মনে হয় মেয়ে হয়ে জন্মাতে পারিনি বলে । ছেলেরা যদি এক বংশের প্রদীপ হয় মেয়েরা তাহলে দুই বংশের প্রদীপ। দিদি ধন্যবাদ এইরকম একটা অনুভুতি ভাবাপন্ন আবৃত্তি শোনার সুযোগ দেওয়ার জন্য।
@prithwishguin9779 ай бұрын
Ekdom thik bolechen.......eta khub dorkar......
@sulekhasarkar11368 ай бұрын
Kono Purus je ei vabeo vabte pare ❤khub valo laglo tai comment na kore parlam na❤
@abhaymondal91437 ай бұрын
Osadharon apnar manosikhota.❤❤❤❤❤
@BolakaNir28 күн бұрын
চমৎকার আবৃত্তি আপুর❤
@purbimodak35249 ай бұрын
আমি পেয়েছি আমার বাবা- মাকে যাঁরা তাঁদের সবটুকু উজাড় করে স্বাবলম্বী হওয়ার মানসিকতা তৈরী করে চলেছে সেই ছোটো থেকে আজ পর্যন্ত.. তারপর এখন স্বামীকে দেখি বন্ধুরূপী সহযোদ্ধা হয়ে প্রতি পদক্ষেপে আমার পাশে থাকার আপ্রাণ চেষ্টাকে(হয়তো কিছুক্ষেত্রে সে অসফল পারিপার্শ্বিক কয়েকজন নিজের কাছের মানুষ দের জন্যই).... তবে তাও আমি তাকে কুর্নিশ জানাই... আর এ তো খুব বড়ো সত্যি আজো- মেয়েরাই মেয়েদের বড় শত্রু। তাই জন্যই আজো মেয়েদেরকে বলা হয় তোমাদের সব কিছু ভালোলাগা তো বজায় রাখতে দেওয়া হয়েছে, সব স্বাধীনতাতেই তো অনুমতি দেওয়া হয়... তাহলে কিসের অভিযোগ এতো... এটাই সমাজ। চেষ্টা করতেই হবে সকলকে একসাথে, যেটুকু পরিবর্তন আনা যায় 👍
@DPattanaik598 ай бұрын
But everyone is not so lucky like you.
@tanvirsarker599 ай бұрын
আহা একটি কবিতা আবৃত্তি শুনার জন্য কতোদিন অপেক্ষা। মুনমুন মুখার্জি আপু আপনার প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা অবিরাম
@koyelbasak56119 ай бұрын
প্রতিটা কথা হৃদয় স্পর্শ করে গেল। অসাধারণ পরিবেশনা দিদি।❤️ আমরা কথায় বলি নারী পুরুষ সমান কিন্তু বাস্তবতা অন্য কথা বলে। যেদিন সত্যিকারেই নারী-পুরুষের মর্যাদার ক্ষেত্রে কোনো বিভেদ থাকবে না সেদিন নারী দিবস হয়ে উঠবে সার্থক।
@jhumakundu4334 ай бұрын
অসাধারণ , প্রতিটি কথা ভীষণ ভাবে আবেগপূর্ণ এবং বাস্তববাদী 💖
@AbhishekShuva2 ай бұрын
Ki osadharon bastob poribesona👌👌Apnar proti binomro shroddha🙏🙏
@aparnadas30788 ай бұрын
অসাধারণ অপূর্ব বলার ভঙ্গিতে আছে দৃঢ়তা। খুব ভালো লাগলো।
@debalinamondal57708 ай бұрын
আপনার সব কবিতাই খুব ভালো লাগৃ। কিন্তু এটা যেন আলাদাই।❤
@onestopsolutionwithme6528Ай бұрын
Ki je valo laglo ....sotti ❤
@creative_mind20029 ай бұрын
দিদি চোখ দিয়ে জল চলে এলো , একেবারে বাস্তব জীবনদর্শন 😌❤ Happy women's day ♥️😇
@PoemsofAmritaDutta8 ай бұрын
কবিতা তো সেটাই যা সমাজ পরিবর্তন করবে। সমাজকে এগিয়ে নিয়ে যাবে , অনেকের না-বলা কথা বলবে ! আর এতো সুন্দর উপস্থাপনা যা মন ছুঁয়ে গেল। ভালো থাকুন।
@KabitayJagi2 ай бұрын
প্রতিটি কথা হৃদয় স্পর্শ করে যাওয়ার মতো ❤❤
@sonalichowdhury76233 ай бұрын
Bah! Darun darun, ekdam moner kotha... asadharon
@DishaDey-h2o8 ай бұрын
ভীষণ রকম কিছু সত্যি কথা❤
@subhrachakraborty65928 ай бұрын
Happy Women's Day to a remarkable woman whose poetry and kindness illuminate the world with grace and inspiration." "May your angelic grace shine through, enveloping you in a celestial glow that reflects the beauty of your soul." I love you so much ❤️
@Alo_21088 ай бұрын
অসাধারন একটা কবিতা তোমার গলায় শুনে মন ছুঁয়ে গেলো ❤
দিদি আপনার কবিতা গুলো সত্যিই অসাধারণ। এই কবিতা হৃদয় ছুঁয়ে গেলো। ❤❤❤❤।
@aninditamallick15479 ай бұрын
কথাগুলো সত্যিই ভাববার মতো! খুব ভালো লাগলো দিদি ❤
@tapasimukherjee88253 ай бұрын
দারুণ অসাধারণ।
@sanchitapakrashi71239 ай бұрын
Ami apnar kobitar opekkhay Bose thaki.. khubee bhalo lage protiti kobita. Apnar konthe aro bhalo lage..❤❤. Thank you amader emon upohar deowar jonno Thank you didibhai...❤❤🎉
@sumitakhan60139 ай бұрын
এতো ভালো লাগলো আপনার আবৃত্তি ভাষায় প্রকাশ করতে পারবোনা। ভালো থাকবেন।
@swapandhar26279 ай бұрын
অতি বাস্তব অসাধারণ অসাধারণ। ভীষন ভালো লাগলো।
@snigdhangshubhattacharyya6419 ай бұрын
এখন যেন আরও বেশি প্রাসঙ্গিক। অসাধারণ দিদি অসাধারণ। মন ছুঁয়ে গেল। ❤️❤️❤️❤️
@BuliDey-o3w8 ай бұрын
ভীষণ অন্য রকম
@maitreyeebanerjee13699 ай бұрын
No comments ❤️jst উফফফফ 👌
@kabitarmadhuri8 ай бұрын
Khub sundor ❤❤
@sathidey14969 ай бұрын
Ki je bolbo,bujhtei parchi na,bhison bhabe kanta dilo gaye,tomar kontho tomar bolay🙏♥️
@RaiShilpiBolchi8 ай бұрын
দারুণ লাগলো, সবসময়ই ভালো লাগে! যুক্ত হলাম তোমার পেজে, আমার পেজে আমন্ত্রণ রইলো ❤️❣️
@Abritti_bibhuti6 ай бұрын
খুব সুন্দর, ভাল থাকবেন দিদি
@SolveWithAyurveda9 ай бұрын
*Ek kothay opurbo.* ❤❤❤❤
@AmiRajashree9 ай бұрын
❤❤❤❤ ভালোবাসার এত ভালো কিছু উপহার দেওয়ার জন্য 😌
@hasisarkardas254Ай бұрын
Khub bhalo laglo
@sonalichakraborty70118 ай бұрын
Aj sunlam mam...exam cilo Sona hoini....darun mam......
@BuliDey-o3w8 ай бұрын
অসাধারণ ❤❤❤
@farzana-yasmin9 ай бұрын
মন ছুঁয়ে গেল দিদি❤। অফুরন্ত ভালোবাসা আপনার জন্য। ❤
@gargidutta40809 ай бұрын
Apurba.tomar jonno.anek anek valobasa.❤❤❤❤❤
@Deb.7431-9 ай бұрын
সত্যি দিদি তোমার voice এ আবৃত্তি মন ছুঁয়ে যায় ❤️❤️❤️❤️
@Suparna3439 ай бұрын
নারী তুমি ধন্য ........................... নারী তুমি অনন্য ; তোমার একই শরীরে অগনিত রূপ , নারী সত্যি তুমি ধন্য | নারী তোমার যে স্থানে হয় জন্ম ; চিরটাকালের হয় না সেই স্থান , তুমি আজও পেলে না তোমার যোগ্য মান | বুঝেও কেউ বোঝেনা , তুমি ছাড়া বিশ্ব হবে শূন্য , কারণ তোমার গর্ভে ই লালিত হয় এক নতুন প্রজন্ম | সকলে "বন্দে মাতরম" বলি ; সেই দেশকে নারী রুপি মা হিসাবে চিনি , সেই দেশকে নারী রূপে করা হয়েছে ঘোষিত , তবে আজও কেন নারী হচ্ছে ধর্ষিত ? মা দূর্গাকে নারী রুপি মা হিসাবে হয় মানা ; সেই নারীরুপি মাটির প্রতিমাকে করা হয় পূজিত , তবে কেন রক্ত মাংসের নারীরা আজও হচ্ছে লাঞ্ছিত ! শত লাঞ্ছনা , বঞ্জনা সহ্য করেও নারী সদা চুপ থাকে, শত যন্ত্রণা বুকের মধ্যে চেপে সদা মুখেতে হাসি রাখে l নারী সত্যি নেই তোমার তুলনা , তুমি অনন্য , নারী তুমি ধন্য, তুমি ধন্য !! ✍️SuparnaMondal গায়ে কাঁটা দেওয়ার মতন পাঠ করেছ দিদি ♥️ অসম্ভব সুন্দর ,মুগ্ধতা একরাশ !! ❤❤❤
@Suvayan3088 ай бұрын
দারুণ কবিতা আবৃত্তি
@SamliDutta8 ай бұрын
খুব ভালো লাগল ❤
@farzana-yasmin9 ай бұрын
😢😢😢😢😢😢 অসম্ভব বাস্তব কথা 😢😢
@golpelekhakabita98009 ай бұрын
Bah darun. Mon chuye gelo ❤❤❤
@Mduzzol-oy8do8 ай бұрын
অসাধারণ হয়েছে
@pinkikobita66908 ай бұрын
খুব সুন্দর। ।।।❤❤
@supritipanday21257 ай бұрын
দারুন ❤
@DebjaniBhadra-l1i9 ай бұрын
Bahhh monta vore gelo❤❤❤❤❤
@kakalihalder17529 ай бұрын
Eto mon ta chue gelo mone holo amar vetorer kotha guloi bolcho boro valo bolo tumi , khub valo lage tomar abriti ❤❤❤
@RAMENKUNDU-w4s6 ай бұрын
Ekdom perfect
@kuhu039 ай бұрын
অনবদ্য দিদি আপনার প্রতিটা উপস্থাপনা❤️❤️
@paramitaroy95 ай бұрын
একদম অন্যরকম লাগলো... খুব সুন্দর ❤❤ আমিও কিছু নতুন প্রচেষ্টা করছি, আপনাদের ভালোবাসা চাই ..
@BabliBarman-qs3dn9 ай бұрын
❤❤❤didi anek valo laglo...roj apekhay thaki....❤❤❤❤
@minatikamar69419 ай бұрын
খুব সুন্দর সত্যি গায়ে কাঁটা দেয় নিজেদের কে জানার জন্য ভাবার নিজেদের সম্মানের জন্য কত কি না করতে হয় সবার শোনা দরকার
@smritikanasarkar89579 ай бұрын
অসাধারণ অনবদ্য ❤❤
@sarmilahaldar13549 ай бұрын
Mon chue gelo❤
@sultana_khan9 ай бұрын
👍🏻, অসাধারণ ❤অপূর্ব ❤মুগ্ধ কর ❤যা বলবো কম পড়বে তাই নিরন্তর ভালোবাসা 💞💞💞💞ভালো থাকবেন
@DishaDey-h2o9 ай бұрын
ভিষণ রকম কিছু সত্যি কথা❤
@somabaruah54769 ай бұрын
Mon chuye jawa Kobita 🙏🙏
@debasmitachoudhary3479 ай бұрын
Speechless, love you mam ❤️❤️❤️❤️
@SonaiyamRay8 ай бұрын
Beautiful ❤
@dorinsabiha17129 ай бұрын
কথা গুলা মনে দাগ লেগে গেল ❤️❤️❤️মনে হইল আমার মনের কথা গুলো বলতেছে
@kuhukakoli96678 ай бұрын
Darun hoyeche ❤
@BarnaliMandal-mu6wq8 ай бұрын
Khub sundor
@rishab55027 ай бұрын
আমি কাউকে পাশে পাইনি। চোখে জল এলো আজ
@urmipanda29059 ай бұрын
অপূর্ব লাগলো।❤❤
@lipi7319 ай бұрын
নারী দিবসের আগাম শুভেচ্ছা সকল নারীকে । দৃষ্টিভঙ্গী বদলালে সমাজও বদলে যাবে তার জন্য শুধু মেয়েদের নয় , পুরুষদেরও এগিয়ে আসা উচিত ।
@Taslima02Mili9 ай бұрын
প্রেমিক নয়, প্রেমিকাই কলঙ্ক নিয়ে বাঁচে
@MdAshik-tp5cj8 ай бұрын
অসাধারণ 🤍🤍🤍🤍
@infinitygaming70759 ай бұрын
অপূর্ব লাগলো ❤
@adarshaghosh18 ай бұрын
o didi kobita din❤.....ami bojata parbo amar kacha apni koto ta priyo 🎉❤