ধন্যবাদ বাংলাদেশের চ্যানেলকে। আমিও বাংলাদেশী এবং কোক স্টুডিও পাকিস্তানের ডাই হার্ড ফ্যান। আপনারা আরেকটু পড়াশোনা করবেন যেকোন গান সম্পর্কে। আমি আপনাদের কোন উপদেশ দিচ্ছিনা,আপনাদের জাস্ট কারেকশন করে দিচ্ছি। দানিয়েল জাফর হল জনপ্রিয় শিল্পী,অভিনেতা আলী জাফরের ছোট ভাই। মোমিনা তো সবাই ই চিনেন। কোক স্টুডিও যারা কাজ করছেন অসাধারণ এককথায়। উনাদের মুখ্য উদ্দেশ্য কাজ করে যাওয়া শুধু ভিউটা যা না,তাদের এই কাজেই নিহিত। যদি বলি এই অসাধারণ কাজের মেইন মাস্টার মাইন্ড কে,মানুষটা হলেন জুলফিকার বাবর খাঁন যাকে সবাই জুলফি বলে ডাকেন। আপনারা চ্যানেল নিয়ে এগিয়ে যান।