মুঞ্জুরুল ভাই, এই ভিডিওটি দেখে মোটামুটি কান্না চলে আসছে। আমি যখন কোন ট্রাভেল শো দেখা শুরু করি, প্রেজেন্টার যখন কোন একটা জায়গায় যায় সেখানে শুধু তিনি একা যান না, আমরা যারা সেই শো দেখি তাঁরাও যাই। স্বাভাবিক ভাবেই ঐ জায়গার প্রতি মায়া জমে যায়। বিশেষ করে আপনি যেভাবে আফ্রিকা কে তুলে ধরেছেন, একটা বিশাল মায়ার জায়গা তৈরী হয়ে গেছে। আজ যখন ভিডিওর টাইটেলে ৯/১০ দেখেছি তখনই খারাপ লাগা শুরু করে। আর শেষে নিশ্চিত করে বলা যে আজই শেষ :'( , মরুভূমিতে আমার দেশের সৈনিকদের ত্যাগ ও তিতিক্ষা সব মিলিয়ে একটা বেদনার পরিবেশ।
@MunzurulKarimTV6 жыл бұрын
এভাবে সম্পৃক্ত হওয়ার জন্য ধন্যবাদ ভাই
@hasanbinrafiq37606 жыл бұрын
আমরা তো আপনার কথাগুলো শুনতে চাই ।মিউজিকের শব্দ নয়।
@mozammelhossain53225 жыл бұрын
এই সেই মালি! যেখানে আমার পুত্র মেজর কায়েস ১৬-১৭ সাল এবং পুত্রবধূ মেজর মাহবুবা ১৭-১৮ সালে মিশন সম্পন্ন করে। স্নেহপ্রতিম মঞ্জুরুল এর ভিডিও গুলি দেখে চোখের পানি ধরে রাখতে পারিনি। ধন্যবাদ মঞ্জুরুল কে।
@bdLover-016 жыл бұрын
সত্যিই অনেক কষ্টের সাথে শান্তিরক্ষি মিশন শেষ করে বাংলাদেশ সেনাবাহিনী। পরের পর্বের অপেক্ষায়
@kamaalahmed12065 жыл бұрын
ভাই, আমি গাও কিদাল বামাকো ১ বছর মিশন করে আসছি, ভালো লাগছে আপনাকে ওখানে দেখে, মিস করি জায়গাগুলো,
@otv39953 жыл бұрын
মাশা আল্লাহ
@rashedullislam18946 жыл бұрын
স্যার অাফ্রিকার মানুষের দৈনদনিক জীবন নিয়ে আপনার প্রামাণ্যচিত্র গুলো আমার খুব ভালো লাগে
@tikkakhan20095 жыл бұрын
আল্লাহর দুনিয়াতে কত যায়গা আছে একমাত্র তিনি ছাড়া কেও বলতে পারবে, সুবাহান আল্লাহ তোমার মহিমা অসিম,
@mdmiraz97576 жыл бұрын
বাংলাদেশ সেনাবাহিনী রা এত কষ্ট করে নিজের দায়িত্ব পালন করতেছে. সত্যিই গর্বের বিষয়, সেনাদের জন্য শুভকামনা রইল, নিজে সব কিছু ত্যাগ করে নিজের দায়িত্ব টা কে বড় মনে করে, তোমাদেরকে নিয়ে বাংলাদেশের গর্ব
@hossain-du8lr4 жыл бұрын
এই প্রোগ্রামটা আমার কাছে সবচেয়ে বেস্ট ভালো ল আফ্রিকা মানুষগুলি জীবন বৃত্তান্ত নিয়ে আপনাদের রিপোর্টগুলো করছেন অত্যন্ত ভালো হয়েছে রিপোর্ট বাংলাদেশি সেনাবাহিনী কি কাজ করছেন তা দেখাইছেন থ্যাংক ইউ ভেরি মাচ
@MehediHasan-ey9mg3 жыл бұрын
হৃদয় ছোঁয়া মন মায়ার ও সত্যা কতটা সুন্দর ও ভাই য়ার উত্থাপন, বাহ্ বাহ্। ঢাকা লালবাগ থেকে 🇧🇩♥️
@khaledmahmudkhan6 жыл бұрын
মঞ্জুরুল ভাই আপনাকে অনেক ধন্যবাদ এত কস্ট করে আমাদের সেনাবাহিনীর শান্তি মিশনে কস্টকর জীবনগুলো দেখার সুযোগ করে দিয়েছেন। পরবর্তী পর্ব দেখার অপেক্ষায় রইলাম।
@JMusa6 жыл бұрын
মুনজুরুল ভাই, আপনি যখন কথা বলছিলেন তখন আপনার মুখটা দেখছিলাম, প্রচন্ড রোদের তাপে যেটা ধীরে ধীরে কালো হয়ে যাচ্ছিলো। এতো কষ্ট সহ্য করে আমাদের জন্য ভিডিও ধারণ করে এনেছেন। আমরা সত্যিই ঋণী হয়ে গেলাম। আপনার দীর্ঘায়ু আর মঙ্গল কামনা করছি।
@kafiluddin90294 жыл бұрын
আফ্রিকার অজানা বিষয় গুলো আপনার উপস্থাপনার মধ্যো জানতে পেরে। অসংখ্য ধন্যবাদ জানাই আমি (কফিল) প্রবাসী জীবন মালয়েশিয়া থেকে। আল্লাহ পাক রাব্বুল আলামীন যেন আপনাদের সহায়ক হন। 🙋🇧🇩
@mistins46436 жыл бұрын
সত্যিই অসাধারন।এই ভিডিও গুলো দেখে পৃথিবীকে ভাল ভাবে জানার সুযোগ হল
@aynalmedia93226 жыл бұрын
অনেক অনেক ধন্যবাদ মুনজুরুল করিম ভাই আপনাকে,,পরে পর্বের দেখা অপেক্ষা আছি।
@MdMonir-nj1zk6 жыл бұрын
ভাই আপনার করা বিডিও গুলো ওনেক ভালোগাগে আমি নিওমিতো দেখি
@robiulalam20266 жыл бұрын
আরব দেশের প্রবাসীরা ও এই কষ্টের মধ্যে আছে আরব দেশগুলোর মধ্যে ও গরমে মৌসুমে 45°55° পর্যন্ত আরো বেশি হয় শীতের মৌসুমে প্রচুর শীত এ নিয়েই প্রবাসীদের জীবন যুদ্ধ। ধন্যবাদ স্যার
@jewelsinvestigation39426 жыл бұрын
Robiul Alam ধ্রুব সত্য
@robiulislamislam9035 жыл бұрын
আমার প্রিয় একজন মানুষ মনজুরুল করিম ভাই । ভাই আমি আপনার অনেক বড় ফেন💗💗দোয়া করি সফর শেষ করে ভালো ভাবে দেশে ফেরেন
মনজুর ভাইয়া আসসালামু আলাইকুম।কেমন আছেন?? আপনি আরো থাকেন।আপনার সব এপিসোড আমি দেখি।আপনার সাবলিল উপস্থাপনা আমার বেশ ভালো লাগে।জানি আপনি এতদিন অনেক খেটেছেন। বলতে গেলে আপনিও বাংলার দামাল এক কথা সৈনিক।আমার দেশের সৈনিক লড়ে শানতির জন্য।এতদিন তাদের মুখে শুনেছি তাদের অনুভূতি গুলো।এবার আপনার জন্য তা দেখলাম।তাদের সুখ দুখ।আমি আমার দেশকে আমার দেশের সকল সৈনিকদের অনেক ভালবাসি সাথে আপনি এবং আপনার মত যারা মানুষের সুখ দু:খ বসতু নিষ্ঠ সংবাদদ তুলে ধরেন দেশ এবং জাতির সামনে।তখন নিজেকে খুব ধন্য মনে হয়।আপনার জন্য দোয়া রইল বেঁচে থাকেন আজীবন।আপনার মাধ্যমে যেন দেশ সমাজ যেন ভাল হয় তাই।দোয়া করি আল্লাহর কাছে আমার দেশের সৈনিকরা যাতে ভাল থাকে।দেশের মান যেন বৃদ্ধি পায়।মানুষের সুখ দুখ নিয়ে আজীবন কাজ করেন এ কামনা। ভাইয়া আপনি দেশে আসলে আমি আপনার সাথে দেখা করতে চাই।আল্লাহ হাফেজ।
@MunzurulKarimTV6 жыл бұрын
অনেক কৃতজ্ঞতা ভাই
@syedabdullahmohammadwahid14085 жыл бұрын
ভিডিওতে ইংলিশ সাবটাইটেল আর হেডলাইনে ইংলিশে কিছু লেখা থাকলে বাংগালী নয় যারা তাদের বুঝতে আর দেখতে সুবিধে হতো। অনেক ধন্যবাদ মুনজুরুল করিম ভাই সুন্দর,সাবলীল ধারাভাষ্যের মাধ্যমে আফ্রিকা ভ্রমণকে আমাদের মাঝে ফুটিয়ে তোলার জন্যে।
@tarif236 жыл бұрын
ভাই দরকার হলে আমি চ্যারিটির ব্যবস্থা করে আপনার বিদেশ ভ্রমণের ফাইন্যান্স করব বিনিময়ে এরকম অসাধারণ ইউটিউব কন্টেন্ট চাই। ভাল লাগে ভাই 😍
@romeoyt236 жыл бұрын
শুভ কামনা রইলো প্রিয় ভাই আপনার জন্য 😍😍😍
@kamaalahmed12063 жыл бұрын
মন্জুরুল ভাই, ধন্যবাদ আপনাকে আমি গাও কিদাল বামাকো অনেক মিস করি, আপনার সহায়তায় আমার ভালো লাগার অনেক জায়গা দেখতে পেলাম, আমি বিমান বাহিনী থেকে মিশনে গিয়েছিলাম মালিতে,
@Sheikh-Mohin-Billah4 жыл бұрын
বাহ ব্যাকগ্রাউন মিউজিকটার জন্য দারুন হয়েছে
@CSBD_Official3 жыл бұрын
আমি বাংলাদেশকে ভালবাসি। আমি ভালবাসি বাংলা ভাষাভাষী সকল মানুষকে। আমি ভালোবাসি সেই সব মানুষকে যারা বাংলা ভাষাকে আফ্রিকার গণ মানুষের সামনে এবং বিশ্বের বিভিন্ন দেশে তুলে ধরেছেন। আফ্রিকার দেশ গুলোতে আমাদের ব্যবসা-বাণিজ্যর প্রচার প্রসার করা উচিত। আফ্রিকার দেশগুলোর সাথে আমাদের ভালো সম্পর্ক স্থাপন করা উচিত। আফ্রিকার সব দেশে বাংলা ভাষার প্রচার-প্রসার করা যেতে পারে। আমি ধন্যবাদ জানাই বাংলাদেশ সেনাবাহিনীকে যারা বাংলা ভাষাকে আফ্রিকার মানুষের কাছে তুলে ধরেছেন। আমার খুব কষ্ট হয় যখন দেখি বাঙালি বলে আসাম থেকে আমার বাঙালি ভাই-বোনদের কে বিতাড়িত করা এবং নির্যাতন-নিপিরনের শিকার হতে হয়। এই আসাম কে সোনার আসাম হিসেবে তৈরি করার পিছনে বাঙ্গালীদের অনেক অবদান রয়েছে। আসামের অনুর্বর পাহাড়ি জমিকে উর্বর চাষের জমিতে রূপান্তর করে এই বাঙালিরা। অথচ অহমিয়া জাতি বাঙ্গালীদের এই অবদানের কথা ভুলে গেছে। আমার খুব কষ্ট হয় যখন দেখি ভারতের বিভিন্ন রাজ্যে বাঙ্গালীদেরকে কটু-দৃষ্টিতে দেখা এবং অপমান অপদস্ত ও দুর্ব্যবহার করা হয়। এবলেই যে তারা বাঙালি বাংলা মায়ের সন্তান। আমার খুব কষ্ট হয় যখন দেখি রোহিঙ্গাদের কে বাঙ্গালী হিসেবে চিহ্নিত করে তাদেরকে হত্যা ও অমানবিক নির্যাতন করে তাদেরকে তাদের ভিটামাটি ছাড়তে বাধ্য করা হয়। তারা যদি বাঙালি না হয় তারপরও তারা বাঙালি। পৃথিবীর সকল নির্যাতিত-নিপীড়িত মজলুম আমাদের ভাই-বোন। আমি গর্বিত আমি বাঙালি। আমি গর্বিত আমি বাংলাদেশী। আমি গর্বিত আমি মুসলিম। আমরা মরুর বুকে সোনার ফসল ফলাতে পারি। আমরা শ্রম আর ভালোবাসা দিয়ে বিশ্বকে জয় করতে পারি। কারন আমরা বাঙালি জাতি। মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি আকুল আবেদন আমাদের সশস্ত্র বাহিনীকে আরো শক্তিশালী করুন। কারন চিল শকুনে নজর যেন আমাদের উপরে না পরে। আমাদের দিকে হিংস্রতার দৃষ্টি দিয়ে যেন না তাকাতে পারে। আমাদের উপর হামলা করতে যেন ১০০ বার চিন্তা করে। আমি ভালোবাসি যারা বাংলা ভাষার জন্য ১৯৫২ সনে শহীদ হয়েছেন তাদেরকে। যারা বাংলা ভাষাকে বুকে ধারণ করে শত্রুর বুলেটের সামনে দারিয়ে একটুও ভীত-সন্ত্রস্ত হননি। বরং মাতৃভাষার জন্য নির্মমভাবে শত্রুর গুলিতে শহীদ হয়েছেন। আমি ভালোবাসি বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমি ভালোবাসি মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীকে। আমি ভালোবাসি সেই সমস্ত আলেম-ওলামাদেরকে যারা বাংলাদেশের স্বাধীনতার জন্য যুদ্ধ ও দোয়া করেছেন। আমি ভালোবাসি রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান কে। আমি ভালোবাসি রাষ্ট্রপতি হুসাইন মোহাম্মদ এরশাদ কে। আমি ভালোবাসি জাতীয় চার নেতাকে। আমি ভালবাসি তাদের সবাইকে যারা বাংলাদেশকে ভালোবাসেন। আমি ভালোবাসি বাংলাদেশের সকল মহান নেতাকে যারাই এই বাংলার জন্য তাদের জীবন-যৌবন কুরবান করেছেন। আমি ভালোবাসি ত্রিশ লক্ষ শহীদদেরকে যারা বাংলাদেশকে স্বাধীন করার জন্য যুদ্ধ করেছেন এবং শহিদ হয়েছেন। আমি ভালোবাসি সেই সমস্ত মুক্তিযোদ্ধাদের কে যারা জীবন বাজি রেখে দেশকে রক্ষা করার জন্য যুদ্ধ করেছেন এবং গাজীর বেশে ফিরেছেন। আমি ভালোবাসি সেই সকল মা-বোনদেরকে যারা নিজের ইজ্জত-আব্রু বিলীন করে দেশের স্বাধীনতার রক্ষা করেছেন। আমি ভালোবাসি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে যার তীক্ষ্ণ বুদ্ধি এবং দূরদর্শীতার কারণে বাংলাদেশের এই অগ্রযাত্রা অব্যাহত আছে। আমি ঘৃণা করি সে সমস্ত নাস্তিক-মুরতাদদের যারা আল্লাহ ও নবী রাসুলের শানে কটুক্তি বা বেয়াদবি করে এবং এই জাতির শান্তি বিনষ্ট ও ক্ষতিসাধনের লিপ্ত। আমি ঘৃণা করি সেই সমস্ত বুদ্ধিদীপ্ত লোকদেরকে যাদের বুদ্ধি এই জাতির ক্ষতিসাধনে লিপ্ত। আমি ঘৃণা করি মীরজাফর ঘষেটি বেগম টাইপের লোকদের যারা এজাতির ক্ষতিসাধনের জন্য শত্রুর সাথে হাত মিলায় এবং চক্রান্ত করে। জয় বাংলা জয় বঙ্গবন্ধু। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ চিরজীবী হোক। হে আল্লাহ এই দেশকে শত্রুর শত্রুতা থেকে হেফাজত করো। শয়তানের কুদৃষ্টি থেকে হেফাহত কর। হে আল্লাহ আমাদের এই মাতৃভূমিকে রক্ষা করো। শয়তানের পূজারীদের কুদৃষ্টি থেকে বাঙালি জাতিকে হেফাজত করো। আমাদের এই জাতীকে পৃথিবীর সকল নির্যাতিত-নিপীড়িত মানুষের পাশে দাঁড়ানোর তৌফিক দান করো। হে মহাপরাক্রমশালী আল্লাহ মানুষরূপী এই ইবলিশ শয়তানদের হাত থেকে আমাদের দেশেকে রক্ষা কর। যারা তোমার দ্বীন-ইসলামের আলোকে নিভিয়ে দিতে চায় তাদের অনিষ্ট থেকে হেফাজত করো। হে আল্লাহ বাঙালি জাতিকে হেফাজত করো। দেশের সকল আলেম-ওলামাদের কে হেফাজত করো। আমিন, ইয়া রাব্বুল আলামিন।
@salauddinrahi56066 жыл бұрын
এই মালির বুকে ১ বছর সময় আমিও কাটিয়েছিলাম
@princerobin12776 жыл бұрын
ভাই খুবই ভাল লাগছে ভিডিও গুলা দেখে, ধন্যবাদ ভাই আপনাকে এত কষ্ট করে সব গুলা বিষয় তুলে ধরার জন্য, লাভ ইউ আফ্রিকা আপনাদের প্রতি রেস্পেক্ট অনেক বেড়ে গেল👏👏👏। 😍😍😍
@TowkirAhmedChoice6 жыл бұрын
অনেক ভালোবাসি আপনাকে,,,আপনার কণ্ঠস্বর 💜💜 Just Crush💞
@rashedkhan9085 жыл бұрын
Manjurul Karim amader senabahinira asolei hero .ar onader esob kaj golo details e dekhanor jonno apnake salut ar salut amader soiniik der❤💞🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩
@MunzurulKarimTV5 жыл бұрын
ভ্রমণ সংক্রান্ত নতুন ভিডিও দেখুন kzbin.info/www/bejne/qaKqoZyondqeoLs
@sazzadshakil90226 жыл бұрын
ভাইয়া video dekta kub valo lage. Tnx....aro ai deronar video upload korban.
@srabonmegh94466 жыл бұрын
কথা বলার ধরণ টা সেই👌
@hamidulalam46346 жыл бұрын
অনেক সুন্দর হয়ছে সব তোলে ধরার জন্য।
@jiabangla34664 жыл бұрын
এই তাপমাত্রা সৌদী আরবের জন্য খুবই স্বাভাবিক।এর চাইতে বেশী তাপমত্রায়(৫২-৫৪ °সেঃ) বাঙ্গালীরা প্রচন্ড রৌদ্রে কাজ করে।
@musamizerian52016 жыл бұрын
এটাই বাস্তব জীবন
@tyfg50425 жыл бұрын
ভাই আপনারা অনেক পরিশ্রম করেন এসব মিশনে । মৃত্যু সবসময় চারপাশে ঘুরে বেড়ায় । সব পেছনে ফেলে দেশের সম্মান রক্ষা করেন আপনারা । অনেকে শহিদ হন । সেনাবাহিনী নিয়ে আমার অনেক গর্ব হয় । এবং তাদের অকাল মৃত্যুতে কষ্ট ও হয় । আপনাদের জন্য রইলো শত কোটি সালাম ও দোয়া ।
@yasinmia34994 жыл бұрын
এই সে মালি ২১দিন মালির জেলে ছিলাম।সারা জীবন মনে থাকবে।
@mahamodulhasan93296 жыл бұрын
I have seen every episode of your journy, that was awesome
@jubayerabdullahal66076 жыл бұрын
ভাই আফনারে অনেক ধন্যবাদ
@drifterabir77645 жыл бұрын
Love you sir.... from India..
@BanglaDesh-cm2fd6 жыл бұрын
টিভি পর্দায় এ নিয়ে পূর্নাঙ্গ একটি ডকুমেন্টারি করুন
@ChenaRahanBD6 жыл бұрын
জীবন অনেক ছোট বাস্তব অনেক কঠিন.
@tajulislamsajol.42156 жыл бұрын
আপনার ভিডিও গুলো ভালো লাগে। অনেক কিছু জানতে পারি।
@taifurislam39976 жыл бұрын
Valo laglo..... poroborti porber opekkhay.....
@mamuntraveler39306 жыл бұрын
ধন্যবাদ আপনাকে এতো সুন্দর ভিডিও উপহার দিবার জন্য
@z-hos6 жыл бұрын
মুনজুরুল করিম, আপনার ভাল রকম ভক্ত হয়ে গেছি। ভিডিওগুলি বিশেষ করে আপনার উপস্থাপনা মন্ত্রমুগ্ধ করে রাখে। আপনি আরো মজার মজার ভিডিও আমাদের জন্য তৈরি করবেন এটি প্রত্যাশা করি। ভাল থাকবেন।
@MunzurulKarimTV6 жыл бұрын
অনেক ধন্যবাদ ভাই। আমি আমার জায়গা থেকে চেষ্টা করবো কাজ চালিয়ে যেতে
@luthfulhassan45106 жыл бұрын
Well done, Munzurul Vai. I like you so much. I like your all performance, activities and program.
@purenaturallife6 жыл бұрын
আমি কাজ করতে চাই। সেনাবাহিনীর সাথে।
@jalalmunshiofficial86525 жыл бұрын
খুবই চমৎকার একটা ভ্রমন
@tasninnewaz67906 жыл бұрын
এই সময় আর মরুভূমির এই রুক্ষ বৃক্ষ দুই একটি সাক্ষী থাকলো , আমি এখানে এসে ছিলাম -- কথাটা শোনার পর নিজের অজান্তেই কখন যেন চোখ থেকে জল গড়িয়ে পড়ল । মন চাইলো তখনি মস্তক নত করে সেজদায় লুটিয়ে পড়ি সেই স্রষ্টার উদ্দেশ্যে , যিনি এত বিশাল এই ধরণী সৃষ্টি করেছেন ।
@Inspiredbydexterity6 жыл бұрын
অসাধারণ ভাই।।।।।
@BD-Girls-242 жыл бұрын
ভাই আপনার ভিডিও গুলো অসাধারণ
@shajahansaju76864 жыл бұрын
আমার সারা শরীরে মিশে আছে মালির একটি বছরের অনেক স্মৃতি।5মে/18 হতে 15মে/19 সাল পর্যন্ত।ব্যানব্যাট 5।আল্লাহ ব্যানব্যাটের সকল সদস্যদের রক্ষা করো
@emonhossain91694 жыл бұрын
Amin
@shajahansaju76864 жыл бұрын
@Towabur Nasir hmm vi
@yasinmia34994 жыл бұрын
আমি মালির জেলে ছিলাম ২১,দিন,ভাই
@shajahansaju76864 жыл бұрын
@@yasinmia3499 কেন ভাই।আপনার বাসা কোথায়
@yasinmia34994 жыл бұрын
গাও যাইতেছিলাম,আমার বাড়ি কুমিল্লায়
@safin_spark91245 жыл бұрын
Bhaiya i m going to this mission at GAO as BANBAT-6.pray for me.
@maksudprodhan29176 жыл бұрын
আরব দেশেও এমন অবস্তা,অনেক গরম।
@versusbattle64386 жыл бұрын
Arbi background joss chilo
@mdforkanuddinniyemkhanniye24876 жыл бұрын
mon more deke nilam... Korim vai
@Sheikh-Mohin-Billah4 жыл бұрын
দয়া করে বলুন পিছোনের মিউজিকটা কিভাবে পাবো😓
@RabinTheVlogger6 жыл бұрын
আফ্রিকায় কারা বিদ্রোহী,তাদের উৎপত্তি কিভাবে,তাদের উদ্দেশ্য কি এই সংক্রান্ত বিষয় কথা বলে একটা ভিডিও বানাবেন।
@shahinafridi9323 жыл бұрын
Right
@firozalam-uh8ur6 жыл бұрын
অসাধারণ.........!
@nayonahmed25476 жыл бұрын
অনেক ভালো লাগলো😍😍
@user-qh3zr9zc4o6 жыл бұрын
♥ হায়রে সাহারা মরু যা ১২ টি দেশের সাথে লাগোয়া
@upondigitalsign8446 жыл бұрын
ভাই আপনি মানুষের চাহিদা অনেক ভালো বুঝেন, আপনি না দেখালো হয়তো আফ্রিকার সম্পর্কে ভালো অভিজ্ঞতা আর্জন করতাম না, আপনাকে অনেক ধন্যবাদ
@xoy1643 жыл бұрын
প্রথম ভিডিও টা দেখার পরে একটা লোভ শুরু হয়ে গেলো! আস্তে আস্তে দেখতে লাগলাম যতোই এগুচ্ছিলাম ততো ভালো লাগছিলো। দেখতে দেখতে এক রাতে ১ টা থেকে শুরু আর ৫ঃ৩৬ এসে শেষ করলাম। ভীষণ সুন্দর এবং শিক্ষনীয় ভিডিও ধধন্যবাদ মনজুরুল স্যার আর বাংলাদেশ সেনাবাহিনী সে তো ভালোবাসার নাম 😍 ভালোবাসা আরও বেড়ে গেলো ভালো আর এমন আরও ভালো ভালো কর্মকাণ্ড গুলো তুলে ধরুন 🖤
@MunzurulKarimTV3 жыл бұрын
অনেক ধন্যবাদ আপনাকে....সময় নিয়ে দেখার জন্য ভালো থাকবেন
@mdsujonkahan74906 жыл бұрын
ভাই আমি সব সময় আপনার বিডিও দেখি
@mdRony-su8xy6 жыл бұрын
কোনদিন যেতে পারবকিনা জানিনা. তবে আপনার মাধ্যমে দেখতে পারছি. সে জন্যে আপনাকে ধন্যবাদ দিয়ে ছোট করবো না. কৃতজ্ঞতা প্রকাশ করছি. সেই সাথে বাংলাদেশ সেনাবাহিনী কে ভালোবাসা ও অভিনন্দন বাংলাদেশকে প্রেজেন্ট্স করার জন্যে ভালোবাসা অবিরাম ..... লাভভ ইউ পলাশ ভাইয়া. একটা প্রশ্ন করি. তালাশের পর্ব গুলি কি আপনার ইউটিউব চ্যানেলএ আপলোড দিবেন না. না কি তালাশ এখন অফিসিয়াল ভাবে ইনডিপেন্ডেন্ট ইউটিউব চ্যানেলএ আপলোড দিবে? ??
@mdruhul-amin23733 жыл бұрын
আলহামদুলিল্লাহ ভাই আপনার ট্রাভেলিং টা আমার খুব ভালো লাগে আপনার সাথে আমি চাই একদিন দেখা করতে
@MunzurulKarimTV3 жыл бұрын
আমি বিশ্বাস করি একদিন না একদিন আপনার সাথে আমার দেখা হবে।
@mdruhul-amin23732 жыл бұрын
@@MunzurulKarimTV ইনশাআল্লাহ বাই কোনো একদিন কোনো এক শহরে দেখা হবে।
@Whispersbear6 жыл бұрын
আমি ঈজিপ্ট ও সুদান ঘুরতে যাবো। কেমেত আর নুবিয়া সিভিলাইজেশন দেখতে।
@mdkamrulislam80374 жыл бұрын
ব্যকগ্ৰাউন্ড সাউন্ড অনেক ভালো লাগলো
@MunzurulKarimTV3 жыл бұрын
আফ্রিকার পথে পথে সব পর্ব গুলো দেখুন আশা করি ভালো লাগবে।
@dinislam81976 жыл бұрын
ধন্যবাদ ভাই অনেক ভাল লাগল,,
@ImranHossain-lo9ux4 жыл бұрын
Vaiya love from heart. Carry on😍
@TECHDOVRU6 жыл бұрын
dada jonogon nia akta video koren
@omorfaruk70476 жыл бұрын
খুব ভালো লাগলো ভাই, ধন্যবাদ
@jubaerhassan48896 жыл бұрын
সালাম নিবেন মঞ্জুরুল ভাই, আপানার ভিডিওগুলো প্রায়ই দেখি৷ খুব মজা পাই৷ ভৌগলিক ও আন্তর্জাতিক বিষয়াবলীর প্রতি চরম আগ্রহ থাকায় আপনার ভিডিওগুলো বেশ ভালো লাগে৷ আমি আরেকজনের ভিডিও দেখি৷ সে মূলত দুবাইয়ের৷ আরবিতে সে কথা বলে৷ এমনিতে পৃথিবীর অনেক অনেক দেশে সে ইতোমধ্যে গিয়েছে৷ বাংলাদেশেও এসেছিল৷ ওর ভিডিওগুলো সত্যিই অসাধারণ৷ আপনারগুলোও যে অসুন্দর বা কম মজাপূর্ণ তা না৷ তবে আমার ইচ্ছে আপনিও তার মত বিশ্বপর্যটক হয়ে বাংলা ভাষায় বিশ্বের চলমান জীবনাচার জানতে আমাদের মত শিক্ষার্থীদের ভালাবাসায় সিক্ত হবেন৷ অনেক ভালবাসা ভাইয়া!
@MunzurulKarimTV6 жыл бұрын
দোয়া করবেন ভাই। আমি যেন আমার চেষ্টা দিয়ে আপনাদের চাওয়া পূরণ করতে পারি।
@jubaerhassan48896 жыл бұрын
ফী আমানিল্লাহ!
@nahidsheikh12366 жыл бұрын
Zihad student.. ভাই আরবিতে যে বলে তার youtube link টা দিতে পারবেন..?
@haideralikhan36085 жыл бұрын
@@MunzurulKarimTV, you can do this. I believe it.
@kabir198236 жыл бұрын
U r really great Manjur vai.I like ur all video.Make some videos about chittagong road trafiq problem and rain Water extraction problem,like talas with all statistics.Allah bless u.
@ahsankhanniju46416 жыл бұрын
মুঞ্জুরুল করিম ভাই ভিডিওটা দেখে খুব ভালো লাগলো আর সাউন্ড টা খুব সুন্দর।
@MahediHasan-rj9wj6 жыл бұрын
Onak onak valo laglo bro 😍😍😍👌👌👌
@jewelsinvestigation39426 жыл бұрын
তাপমাত্রা দাম্মামেরর গড় তাপমাত্রার সামান্য নীচে।।।তারপরও আপনার কাছে এটা অশ্বাভাবিক লাগার কথা।।।।
@bdkiller15076 жыл бұрын
bro music ta khub valo lagse
@TECHBONGO6 жыл бұрын
বাংলাদেশী শান্তিরক্ষাবাহিনীদের প্রতি গভীর ভালোবাসা প্রকাশ করার ভাষা খুজে পাচ্ছিনা ৷
@atoz4136 жыл бұрын
অসাধারন
@fahadhossen46686 жыл бұрын
Darun boss
@jalalmunshiofficial86525 жыл бұрын
মন্জুর ভাই আপনার ভ্রমনে আমিও উপভোগ করছি....
@MunzurulKarimTV5 жыл бұрын
ধন্যবাদ ভাই। আশা করি অন্যগুলোও দেখবেন
@jalalmunshiofficial86525 жыл бұрын
জি অন্যগুলিও দেখেছি
@mdasadullah22616 жыл бұрын
Onek valobashi vai apnake o apnar kajguloke
@MdRajib-ti4nc6 жыл бұрын
দারুন
@TubeNews246 жыл бұрын
সত্যি অনেক কিছু জানতে পারলাম। ধন্যবাদ :)
@rahamansharmin86016 жыл бұрын
অনেক ভাল লাগচে দেখে
@mostofaalmamun31576 жыл бұрын
Your videos inspire us to do something for our country.
@MunzurulKarimTV6 жыл бұрын
আমরা নিজের জায়গা থেকে চেষ্টা করলে অবশ্যই ভালো হবে।
@LatestNews5676 жыл бұрын
onek valo laglo
@riazulislam22796 жыл бұрын
আচ্ছা, যোদ্ধাদের ভিডিও ফুটেজ গুলো প্রকাশ করবেন কখন???
@wow556776 жыл бұрын
wow nice beautiful vai i like
@ashikridoy29396 жыл бұрын
ভাই আপনাকে অনেক ভালো লাগে
@ainulhaque94236 жыл бұрын
Nice video sur
@محمدسدمحسين6 жыл бұрын
ماشاءاللہ جزاك اللهُ
@hossainzillu27125 жыл бұрын
আপনার বিডিও আমি সবসময় দেখি
@mdabdussalammunna16056 жыл бұрын
আল্লাহ্ রহমতে বেচে গেছেন..
@Sadiq6616 жыл бұрын
সাহারা মরুভূমিতে আমারও যাওয়ার সৌভাগ্য হয়েছে অনেকদিন আগে। ল্যান্ডক্রুজারে করে একদম বালুপথেও গিয়েছি বহুদূর, গাড়িতে করে বিশাল-বিশাল বালিয়াড়িতে চড়াই-উতরাই করে এগিয়েছি। শীতের শেষের দিক ছিল বলে গরমের কষ্ট পাইনি। কিন্তু কোনো ছবি নাই!!! সাথে তখন কোনো ভিডিও ক্যামেরা তো ছিলই না, কোনো ক্যামেরা ফোনও ছিল না। একটা মাত্র সস্তা স্টিল ক্যামেরা ছিল যার ভিতরে বালু ঢুকে সেন্সরের দফারফা হয়ে গিয়েছিল। ছবি না উঠাতে পারার দুঃখ আজও যায়নি! :( :(
@MunzurulKarimTV6 жыл бұрын
ছবির চেয়েও বড় কথা হলো আপনি বাস্তব অভিজ্ঞতা নিয়েছেন
@Sadiq6616 жыл бұрын
তা ঠিক। তবে অভিজ্ঞতা শেয়ার করতে পারার মধ্যে একটা আলাদা আনন্দ আছে সেটা আপনার থেকে ভাল আর কে বুঝবে - সেটা থেকে বঞ্চিত হয়েছি। মরুভূমির গহীনে কিছু অদ্ভূত অদ্ভূত জায়গায় গিয়েছি, সেগুলি ধরে রাখতে পারলে এবং অন্যদের সাথে শেয়ার করতে পারলে ভাল লাগতো - এই আরকি। যাহোক, সব ইচ্ছা ষোল আনা পূরন হয়না কখনই। কপালে থাকলে হয়তো ভবিষ্যতে আবার কখনো সুযোগ আসবে। ততদিন আপনার ভিডিওগুলি দেখে সময় কাটাবো আর কল্পনায় নতুন কোনো এ্যাডভেঞ্চারের স্বপ্নজাল বুনবো!!! :)) :))
@shirinaktar53482 жыл бұрын
অসাধারণ 👍🇧🇩
@thequest3485 жыл бұрын
মন্জুরুলের এডভেন্চার আর ওর কথা বলার ধরন, আমি নুতন তবুও খুব ভালো লাগছে। কিন্তু অবাক লাগছে এতো সুন্দর ছেলেটার নিয়ে মেয়েদের কমেন্ট কই?।