আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু হু মিডিয়ার ভাইয়েরা কেমন আছেন হুজুরের বয়ান অনেক ভালো লাগছে অনেক সুন্দর আলোচনা করেন হুজুর কোথায় জুম্মা পড়ান আমাদেরকে জানাবেন আমরা একসাথে জুমা পড়তে আসবো মাদ্রাসার ওলামায়ে ওলামায়ে কেরাম সহ আসব আল্লাহ হুজুরকে নেক হায়াত দান করুক আমিন আমিন
@Becareful-qj2ym Жыл бұрын
আসসালামু আলাইকুম,
@AgNazrulIslam1110 ай бұрын
❤❤❤
@balqeesbbb2415 Жыл бұрын
সুবাহানাল্লাহ
@shahnazbegum94636 ай бұрын
Ameen
@mdabduljalil43602 жыл бұрын
) আবু হুরায়রা (রা) বলেন, রাসুল (সা) বলেছেন, সাত শ্রেণীর লোককে আল্লাহ সুবাহানওয়া তা'আলা তাঁর ছায়া দিবেন, যেদিন (বিচার দিবসে) তাঁর ছায়া ব্যতীত আর কোন ছায়া থাকবে না । (০১) ন্যায় পরায়ণ শাষক, (০২) সেই যুবক যে আল্লাহর ইবাদতে বড় হয়েছে, (০৩) সে ব্যক্তি যার অন্তর সর্বদা মসজিদের সাথে সম্পৃক্ত থাকে, সেখান থেকে বের হয়ে আসার পর তথায় ফিরে না যাওয়া পর্যন্ত, (০৪) এমন দুই ব্যক্তি যারা আল্লাহর ওয়াস্তে পরস্পরকে ভালোবাসে । আল্লাহুর ওয়াস্তে উভয়ে মিলিত হয় এবং তাঁর জন্যই পৃথক হয়ে যায়, (০৫) এমন ব্যক্তি যে নির্জনে আল্লাহকে স্মরণ করে আর তাঁর চক্ষু অশ্রু বিসর্জন দিতে থাকে, (০৬) এমন ব্যক্তি যাকে কোন সভ্রান্ত সুন্দরী নারী আহবান করে আর সে বলে আমি আল্লাহকে ভয় করি এবং (০৭) সে ব্যক্তি যে গোপনে দান করে এমনকি তাঁর বাম হাত জানতে পারে না তাঁর ডান হাত কি দান করে ।”
@AminulIslam-fm4rl2 жыл бұрын
মাস আল্লাহ
@shafiqulislam48687 ай бұрын
হুজুর আমরা পাপী তবুও মহান আল্লাহর নিকট দোয়া করতেছি তাহাজ্জুদ নামাজ পরেও বহু কান্নাকাটি করতেছি কিন্ত দোয়া কবুল হচ্ছেনা ৠণের টাকাও বেশী নয় কিন্ত প্রচন্ড চাপের মুখে আছি
@alishahjamalpannukhan91652 жыл бұрын
'' হুজুর '' আসসালামু আলাইকুম। '' হুজুর '' বহুলোক অভাবের কারণে ঋন নেয়, কিন্তু ঋন দেবার মতন ক্ষমতা নাই৷ ভালো লোক অভাবে পরেছে এখন আল্লাহ'র কাছে কান্নাকাটিও করে ঋনও দিতে চায়৷ কি করলে ঋন দিতে পারবে?
@OpoKotha2 жыл бұрын
লায়স (রহঃ) আবূ হুরায়রা (রাঃ) হতে থেকে বর্ণিতঃ আল্লাহর রসূল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন, বনী ইসরাঈলের কোন এক ব্যক্তি বনী ইসরাঈলের অপর এক ব্যক্তির নিকট এক হাজার দীনার ঋণ চাইল। তখন সে (ঋণদাতা) বলল, কয়েকজন সাক্ষী আন, আমি তাদেরকে সাক্ষী রাখব। সে বলল, সাক্ষী হিসাবে আল্লাহই যথেষ্ট। তারপর (ঋণদাতা) বলল, তা হলে একজন যামিনদার উপস্থিত কর। সে বলল, যামিনদার হিসাবে আল্লাহই যথেষ্ট। ঋণদাতা বলল, তুমি সত্যই বলেছ। এরপর নির্ধারিত সময়ে তাকে এক হাজার দীনার দিয়ে দিল। তারপর ঋণ গ্রহীতা সামুদ্রিক সফর করল এবং তার প্রয়োজন সমাধা করে সে যানবাহন খুঁজতে লাগল, যাতে সে নির্ধারিত সময়ের ভেতর ঋণদাতার কাছে এসে পৌঁছতে পারে। কিন্তু সে কোন যানবাহন পেল না। তখন সে এক টুকরো কাঠ নিয়ে তা ছিদ্র করল এবং ঋণদাতার নামে একখানা পত্র ও এক হাজার দীনার তার মধ্যে ভরে ছিদ্রটি বন্ধ করে সমুদ্র তীরে এসে বলল, হে আল্লাহ! তুমি তো জান আমি অমুকের নিকট এক হাজার দীনার ঋণ চাইলে সে আমার কাছে যামিনদার চেয়েছিল। আমি বলেছিলাম, আল্লাহই যামিন হিসাবে যথেষ্ট। এতে সে রাজী হয়। তারপর সে আমার কাছে সাক্ষী চেয়েছিল, আমি বলেছিলাম সাক্ষী হিসাবে আল্লাহই যথেষ্ট, তাতে সে রাজী হয়ে যায়। আমি তার ঋণ (যথাসময়ে) পরিশোধের উদ্দেশ্যে যানবাহনের জন্য যথাসাধ্য চেষ্টা করেছি, কিন্তু পাইনি। তাই আমি তোমার নিকট সোপর্দ করলাম, এই বলে সে কাষ্ঠখন্ডটি সমুদ্রে নিক্ষেপ করল। আর কাষ্ঠখন্ডটি সমুদ্রে প্রবেশ করল। অতঃপর লোকটি ফিরে গেল এবং নিজের শহরে যাওয়ার জন্য যানবাহন খুঁজতে লাগল। ওদিকে ঋণদাতা এই আশায় সমুদ্রতীরে গেল যে, হয়ত বা ঋণগ্রহীতা কোন নৌযানে করে তার মাল নিয়ে এসেছে। তার দৃষ্টি কাষ্ঠখন্ডটির উপর পড়ল, যার ভিতরে মাল ছিল। সে কাষ্ঠখন্ডটি তার পরিবারের জ্বালানীর জন্য বাড়ী নিয়ে গেল। যখন সে তা চিরল, তখন সে মাল ও পত্রটি পেয়ে গেল। কিছুদিন পর ঋণগ্রহীতা এক হাজার দীনার নিয়ে এসে হাযির হল এবং বলল, আল্লাহর কসম! আমি আপনার মাল যথাসময়ে পৌঁছিয়ে দেয়ার উদ্দেশ্যে সব সময় যানবাহনের খোঁজে ছিলাম। কিন্তু আমি যে নৌযানে এখন আসলাম, তার আগে আর কোন নৌযান পাইনি। ঋণদাতা বলল, তুমি কি আমার নিকট কিছু পাঠিয়েছিলে? ঋণগ্রহীতা বলল, আমি তো তোমাকে বললামই যে, এর আগে আর কোন নৌযান আমি পাইনি। সে বলল, তুমি কাঠের টুকরোর ভিতরে যা পাঠিয়েছিলে, তা আল্লাহ তোমার পক্ষ হতে আমাকে আদায় করে দিয়েছেন। তখন সে আনন্দচিত্তে এক হাজার দীনার নিয়ে ফিরে চলে গেল। সহিহ বুখারী, হাদিস নং ২২৯১ হাদিসের মান: সহিহ হাদিস Source: আল হাদিস অ্যান্ড্রয়েড অ্যাপ, IRD
@hujaifahujaifa1646 Жыл бұрын
আসসালামু আলাইকুম আরিফ বিন হাবিব ভাই আপনি আমাকে কিছু সাহায্য করতে পারবেন আল্লাহর ওয়াস্তে
@ajiathtanjina2442 Жыл бұрын
Assalamu alikum. Ami lob a pore onek taka rin kore felechi.ami je rin korechi seta family er kew jane na . Akon Amar r kono upai nai Ami rin porisodh kore manosik santhi pathe chy. Ki korle Amar rin porisodh hobe. Ami simply akjon house wife.amar kono income nai but rin porisodh kore dithe chy. Jar teke rin neachi SE amake baze ingit dichhe or prostabe razi na hole Amar family ke blackmail korbe aita hole Amar sonasr bange Jabe. Akon Ami ki kore ai problem solv korbo bole din plz .
@mdshantorana8867 Жыл бұрын
হুজুর আমার কাছ থেকে কিছু লোক কিছু টাকা পাবে , তারা এখনো বেচে আছে আমি তাদের কাছে টাকাটা দিতে চাচ্ছি কিন্তু দিতে গিয়ে অস্থিতী বোধ করছি এখন তাদের টাকাটা কি আমি দান করে দিতে পারি তাদের নামে????????