মাশা-আল্লাহ! অচিনপুরের বাগানে একটা গজল শুনছিলাম! একটা অনুরোধ রইলো! অচিনপুরের বাগানে সে গজলটা আপনার গলায় শুনতে চাই! অপেক্ষায় থাকলাম যদি পারেন গজলটা আপনার গলায় গেয়ে শুনিয়েন! আপনার গজল গুলো আমার পরিবারের সবাই শুনে! বিশেষ করে রাত ৯টার পরে সবাই আমার রুমে এসে শুনে!। আমার বড় আপুর ছেলে তো আপনার গজল গুলো শুনে ভাত খাই! তার বয়স ২বছর চলতেছে! আশা করি অনুরোধ টা রাখবেন!