কবুতরকে যেভাবে খাবার দিয়েছেন ওরা তো ১ম দিনেই সব খাবার ফেলে দেবার রিস্ক রয়েছে। তাছাড়া বাকীসব ঠিক আছে মনে হলো। আমি ঈদের ছুটিতে কবুতরকে খাবার দিয়ে যাবার জন্য ২ লিটারের পানির বোতল কেটে পাত্র বানিয়ে নিয়েছি, তাতে ওরা খাবার খুব একটা নষ্ট করতে পারে না, তাছাড়া তাতে অনায়াসে ৭-৮ দিনের খাবার দিয়ে যাওয়া যায়।