মুরগির আধুনিক ঘর | মুরগির খাঁচা তৈরি ও পালন পদ্ধতি | desi murgi palan | murgi farm | BioticAgro

  Рет қаралды 98,655

Biotic Agro

Biotic Agro

Күн бұрын

প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম।
BioticAgro ইউটিউব চ্যানেলে আপনাদের সবাই কে স্বাগতম।
আজকের ভিডিওটিতে আলোচনা করা হয়েছেঃ
খাচায় দেশি মুরগি পালন পদ্ধতি
মুরগির খাচা তৈরির নিয়ম
খাচা তৈরির খরচঃ
খাচাটি আমি নিজেই তৈরি করেছিলাম তাই মিস্ত্রি খরচ বাদে খরচ হয়েছিলো ৫৫০০-৬০০০ হাজারের মত।
এখানে সম্পূর্ণ প্লাস্টিকের নেটে খরচ হয়েছিলো প্রায় ২৭০০-৩০০০ টাকা এর মতো।
আর বাকি প্রায় ৩০০০ হাজার টাকা কাঠ ও অন্যান্য টুকিটাকি যন্ত্রপাতিতে।
মিস্ত্রি দিয়ে তৈরি করালে প্রায় দুই দিন লাগবে আর খরচ আরো ১৫০০ টাকা বেশি হবে।
--খাচায় দেশি মুরগি পালন করলে অল্প যায়গায় বেশি মুরগি এবং কম পরিশ্রমে লালন পালন করা যায়। তাছাড়া খাচায় পালন করলে মুরগির শরীর থাকে পরিষ্কার পরিচ্ছন্ন।
যদি ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে দয়া করে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থেকে উৎসাহিত করুন।
||ধন্যবাদ সবাইকে ||
@BioticAgro - বায়োটিক এগ্রো 🇧🇩
দেশি মুরগির সম্পূর্ণ ভ্যাকসিন তালিকা ও ভ্যাকসিন দেওয়ার উপায় জানতে নিচের লিংকে ক্লিক করুনঃ
• মুরগিকে ভ্যাকসিন দিন, ...
দেশি মুরগিরকে ফ্রি প্রাকৃতিক খাবার খাইয়ে লাভ করার উপায় দেখতে নিচের লিংকে ক্লিক করুনঃ
• খাদ্য খরচ কমিয়ে লাভবান...
দেশি মুরগির ওজন বাড়ানো কার্যকরী ও নিরাপদ উপায় দেখতে নিচের লিংকে ক্লিক করুনঃ
• দ্রুত মুরগির ওজন বাড়ান...
#bioticagro
#মুরগি
#মুরগির_খামার
#মুরগিপালন
#দেশিমুরগিপালন
#খাচায়দেশিমুরগিপালন
#deshimurgipalan
#murgi
#murgifarm
#murgipalan

Пікірлер: 95
@user-hb8kt6tp6u
@user-hb8kt6tp6u 2 ай бұрын
ভাইয়া আপনি খুব সুন্দর ভাবে বুঝিয়ে বলতে পারেন ধন্যবাদ আপনাকে সুন্দর ভাবে বুঝিয়ে বলার জন্য
@BioticAgro
@BioticAgro 2 ай бұрын
ধন্যবাদ ভাই
@mdmanikhossen3109
@mdmanikhossen3109 10 ай бұрын
অনেক ধন্যবাদ ভাইয়া আপনাকে,, এতো সুন্দর করে বুঝিয়ে বলার জন্য
@BioticAgro
@BioticAgro 10 ай бұрын
🖤🖤
@Arslanbey-ny2gq
@Arslanbey-ny2gq Жыл бұрын
সুন্দর হয়েছে খাচার পদ্ধতিটা।
@BioticAgro
@BioticAgro Жыл бұрын
অসংখ্য ধন্যবাদ 🖤🖤
@AbulKalam-xo2cy
@AbulKalam-xo2cy Жыл бұрын
চমৎকার আইডিয়া ধন্যবাদ ভাইকে
@BioticAgro
@BioticAgro Жыл бұрын
🖤🖤
@MstMunni-g1y
@MstMunni-g1y 11 ай бұрын
অনেক ধন্যবাদ ভাই আপনাকে
@পরিকল্পনাএগ্রো
@পরিকল্পনাএগ্রো Жыл бұрын
মাশাআল্লাহ
@kfcmedia2511
@kfcmedia2511 2 жыл бұрын
Vai apnar video ami niyomito dekhi
@BioticAgro
@BioticAgro 2 жыл бұрын
অসংখ্য ধন্যবাদ ভাই। 🖤🖤
@MahmudulHasan-yh4zi
@MahmudulHasan-yh4zi 2 жыл бұрын
ধন্যবাদ ভাই খাচার ভিডিও দেয়ার জন্য
@BioticAgro
@BioticAgro 2 жыл бұрын
😍
@BioticAgro
@BioticAgro 2 жыл бұрын
যদি আরো কিছু জানার থাকে অথবা বুঝতে সমস্যা হলে অবশ্যই জানাবেন।
@abdurrahmanabdurrahman2078
@abdurrahmanabdurrahman2078 Жыл бұрын
আপনাকে অনেক ধন্যবাদ
@BioticAgro
@BioticAgro Жыл бұрын
🖤🖤
@nabilahmed1789
@nabilahmed1789 Жыл бұрын
Khub shundor Koto ta murug rakha jai
@BioticAgro
@BioticAgro Жыл бұрын
উপরে দুই পার্টিশনের মধ্যে ১-১.৫ মাস পর্যন্ত বাচ্চা মুরগি সব সময় আটকিয়ে রাখা যাবে ৫০- ৬০ টা এবং নিচের দুইটার মধ্যে যদি মুরগি শুধু রাতে রাখেন তাহলে রাখতে পারবেন মোট ৪০ টার মতো। আর যদি সব সময় আটকে রাখেন তাহলে রাখা যাবে মোট ২০ টা। কারণ মুরগি সব সময় খাচায় আটকিয়ে পালন করলে যায়গা বেশি লাগে এবং তা প্রায় বড় মুরগির জন্য মুরগির সাইজ অনুযায়ী ১-১.৫ স্কয়ার ফিট। বাচ্চা মুরগির জন্য লাগে অর্ধেক।
@fozlayrabbi9449
@fozlayrabbi9449 6 ай бұрын
Tnq vai
@BioticAgro
@BioticAgro 6 ай бұрын
☺️☺️
@souravjoshifandom1009
@souravjoshifandom1009 2 жыл бұрын
Interesting 🙂
@mdrobiulislamrobel-gb6kn
@mdrobiulislamrobel-gb6kn 11 күн бұрын
আমার একটা প্রশ্ন ছিল এই পুরো খাঁচায় কত ফিট নেট লগছে ধন্যবাদ।
@mdrobiulislamrobel-gb6kn
@mdrobiulislamrobel-gb6kn 7 күн бұрын
👋
@BioticAgro
@BioticAgro 7 күн бұрын
দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা অনুযায়ী হিসাব করলেই পেয়ে যাবেন। দৈর্ঘ্য এবং উচ্চতায় --- > ৪ ফিট উচ্চতার নেট লেগেছে লম্বা ৩৬ ফিট এবং প্রস্থে ৫ ফিট উচ্চতার নেট লম্বায় লেগেছে ৩২ ফিট। পরবর্তীতে নেটগুলো কেটে বসানো হয়েছে।
@nasifnewaz76646
@nasifnewaz76646 12 күн бұрын
vai tray gula koto kore nise ?
@BioticAgro
@BioticAgro 11 күн бұрын
আমার বানাতে প্রতি কেজি স্টিলের শিট ১২০ টাকা করে পড়েছিল এবং মজুরি প্রতি পিস ট্রের জন্য ১০০ টাকা করে দিয়েছিলাম। অর্থাৎ প্রতিটি ট্রের গড় ওজন হয়েছিল ৩ কেজির মতো এবং সব মিলিয়ে খরচ পড়েছিলো প্রায় ৪৭০ - ৫০০ টাকা করে। বর্তমানে প্রতি কেজি স্টিল শিটের দামের উপর নির্ভর করবে।
@mitaafroz-rt1gb
@mitaafroz-rt1gb 2 ай бұрын
Ay tra gulo kisEr dokane pabo
@BioticAgro
@BioticAgro 2 ай бұрын
আমার বানাতে প্রতি কেজি স্টিলের শিট ১২০ টাকা করে পড়েছিল এবং মজুরি প্রতি পিস ট্রের জন্য ১০০ টাকা করে দিয়েছিলাম। অর্থাৎ প্রতিটি ট্রের গড় ওজন হয়েছিল ৩ কেজির মতো এবং খরচ পড়েছে প্রায় ৫০০ টাকা করে। বর্তমানে প্রতি কেজি স্টিল শিটের দামের উপর ট্রের খরচ নির্ভর করবে। তবে দোকানে কথা বলে ভালো স্টিলের শিট দিতে বলবেন, যাতে সহজে মরিচা না পড়ে। যারা স্টিলের আলমারি, র‍্যাক বানায় ওইসকল দোকানে পাবেন।
@Probashtime24-v3r
@Probashtime24-v3r 2 жыл бұрын
আসসালামু আলাইকুম আমি আপনার নতুন বন্ধু 🎁
@BioticAgro
@BioticAgro 2 жыл бұрын
ওলাইকুম আসসালাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং আমাদের বায়োটিক এগ্রো পরিবারে আপনাকে স্বাগতম 🌻💐
@saifulislam-jw8rp
@saifulislam-jw8rp 9 ай бұрын
আর আপনার কাছে জানতে চাই।৬০টা মুরগী জন্য কয় তলা ঘর ও কয় খোপ লাগবে। ও পতি খোফে কয়টি করে মুরগী রাখা যাবে জানান।
@BioticAgro
@BioticAgro 9 ай бұрын
আদর্শ মাপ হচ্ছে ১ স্কয়ার ফিট প্রতি মুরগির জন্য জায়গা লাগবে।
@saifulislam-jw8rp
@saifulislam-jw8rp 9 ай бұрын
ভাই এই ঘর টা কত ফুট লম্বা। ও কয় ফুট পাশ। আর কত ফুট কাট লাগছে জানাবেন
@pesfootball7834
@pesfootball7834 10 ай бұрын
Bhai ei kachay koyti murgi palon kora jabe
@BioticAgro
@BioticAgro 10 ай бұрын
নিচে বড় মুরগি ২০-৩০টা এবং উপরে বাচ্চা মুরগি ৩০-৪০টা
@WorldAnimals-zl8oh
@WorldAnimals-zl8oh 7 ай бұрын
@sanjoychowdhury3612
@sanjoychowdhury3612 Жыл бұрын
খুবই সুন্দর ঘর হয়েছে এই ঘরে প্রতি কোপে কয়টা মুরগী পালন করা যাবে এবং টোটাল কয়টা মুরগীর ঘর এটি ধন্যবাদ আপনাকে
@BioticAgro
@BioticAgro Жыл бұрын
প্রতিটা পার্টিশনের মধ্যে ৫-৬ মাসের কিংবা প্রাপ্ত বয়স্ক মুরগী সব সময় খাচায় আটকিয়ে ৭-৮ টা পালন করতে পারবেন আর যদি সারাদিন বাইরে ছেড়ে পালন করেন এবং শুধু রাতে রাখেন তাহলে ১৫-২০ টা মুরগি রাখা যাবে। বাচ্চা মুরগি বিভিন্ন বয়সের উপর ভিত্তি করে রাখতে হবে। যেমন ০-১ মাস বয়স পর্যন্ত প্রতিটি পার্টিশনের মধ্যে ২৫-৩০ টা বাচ্চা মুরগি সবসময় আটকিয়ে রাখতে পারবেন।
@kormangurdutv1164
@kormangurdutv1164 2 жыл бұрын
Super👑👑👑
@BioticAgro
@BioticAgro 2 жыл бұрын
Thanks
@ImranHossain-hr7zk
@ImranHossain-hr7zk 2 ай бұрын
ঘরের মাপটা দয়া করে জানাবেন।
@BioticAgro
@BioticAgro 2 ай бұрын
খাচার মাপ হচ্ছে দৈর্ঘ্য- ৮ ফিট, প্রস্থ- ৩ ফিট, উচ্চতা- ৬ ফিট
@amoltv2900
@amoltv2900 Жыл бұрын
Arokom gor 5 tola korle kemon hobe vay
@BioticAgro
@BioticAgro Жыл бұрын
৫ তলা করলে তার উচ্চতা হবে প্রায় ১০-১২ ফিট, যেটা অনেকটাই উচু। ফলে এতো উপরে খাবার দেওয়া, ময়লা পরিস্কার করা অনেক কষ্টকর হবে। আপনি চাইলে প্রতি তলা ১.৫ ফিট উচ্চতা দিয়ে সর্বোচ্চ ৩ তলা পর্যন্ত করতে পারেন।
@mdnayem-wz3nq
@mdnayem-wz3nq 10 ай бұрын
কতো টাকা এটার দাম? আমার একটা লাগবে
@BioticAgro
@BioticAgro 10 ай бұрын
এই খাচাটি আমি মিস্ত্রিকে দিয়ে বানিয়ে নিয়েছি.. বর্তমানে ৮-১০ হাজার টাকা খরচ হবে।
@Zunaid-Agriculture-Fram
@Zunaid-Agriculture-Fram Жыл бұрын
ভাইয়া এতে কি পরিমান গন্ধ হতে পারে অর্থাৎ মুরগির পায়খানার।
@BioticAgro
@BioticAgro Жыл бұрын
ভাই আপনি যদি প্রতিদিন সকালে কিংবা দুপুরে ট্রে গুলা পরিষ্কার করতে পারেন তাহলে তেমন কোন গন্ধই হবে না। তবে যদি দিনের বেলায় ট্রের মধ্যে সূর্যের রোদ পড়ে তাহলে ১ দিন পর পর পরিষ্কার করতে পারেন। কারণ সূর্যের তাপে মুরগির ময়লা গুলো শুকিয়ে যায় এবং গন্ধো ও কমে যায়। তাছাড়া খাচায় মুরগির সংখ্যা কম হলে ২ দিন পর পর ও পরিষ্কার করতে পারেন। আর এটা পরিষ্কার করা সব মিলিয়ে ৫ থেকে সর্বোচ্চ ১০ মিনিট লাগবে। পরিষ্কার করার ক্ষেত্রে প্রথমেই ট্রে গুলাতে কিছুটা ছাই ছিটিয়ে নিলে কাজটা আরো সহজ হবে।
@Zunaid-Agriculture-Fram
@Zunaid-Agriculture-Fram Жыл бұрын
আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই ভালো একটি পরামর্শ দেওয়ার জন্য
@BioticAgro
@BioticAgro Жыл бұрын
@@Zunaid-Agriculture-Fram 🖤🖤
@sabihasharminmita8503
@sabihasharminmita8503 Жыл бұрын
ভাই আমার বাসা গাজীপুরে,আমার এই রকম একটি খাঁচা ঘর দরকার দয়াকরে আমাকে হেল্প করবেন
@BioticAgro
@BioticAgro Жыл бұрын
হ্যা বলুন, কি হেল্প লাগবে??
@sabihasharminmita8503
@sabihasharminmita8503 Жыл бұрын
আপনার বাসা কোথায়
@sabihasharminmita8503
@sabihasharminmita8503 Жыл бұрын
ফোন নম্বর যদি দিতেন ভালো হতো
@arfinsaba3223
@arfinsaba3223 11 ай бұрын
Amar basa o Gazipur apni chaile...amar theke khacha nite paren amar kache amon ekta khacha ache
@sabihasharminmita8503
@sabihasharminmita8503 11 ай бұрын
@@arfinsaba3223 akta pic deben
@jamalahmed3751
@jamalahmed3751 Жыл бұрын
ভাই আপনি কি মুরগী কে দৈনিক ধরে ধরে খাচায় রাখেন??
@jamalahmed3751
@jamalahmed3751 Жыл бұрын
বলেন না ভাই
@BioticAgro
@BioticAgro Жыл бұрын
ভাই উপরের খাচায় ০ থেকে ১/১.৫ মাস বয়স পর্যন্ত মুরগির বাচ্চা রাখা হয় আর এই সময়ের মধ্যে যদি আবহাওয়া ভালো থাকে তাহলে মুরগির বাচ্চা গুলা মাঝে মাঝে বাইরে ছাড়া হয়, যাতে করে বাইরের পরিবেশের সাথে আস্তে আস্তে মুরগির বাচ্চা গুলো খাপ খাওয়াতে পারে এবং বিকেলের দিকে ধরে ধরে উপরে ওঠিয়ে রাখি। আর নিচের গুলোকে কিছু করতে হয় না। অভ্যস্ত হয়ে গেলে সন্ধ্যার দিকে মুরগি গুলো নিজে নিজেই খাচায় ডুকে পড়ে।
@jamalahmed3751
@jamalahmed3751 Жыл бұрын
@@BioticAgro thanks
@rifatahmedshanto1413
@rifatahmedshanto1413 Жыл бұрын
খাঁচার প্রস্থ কতো?
@BioticAgro
@BioticAgro Жыл бұрын
প্রস্থে ৩ ফিট এবং বিস্তারিত ভিডিওতে বলা আছে।
@orpa-
@orpa- Жыл бұрын
মলের জন্য যে ট্রে টা এটার জন্য কত খরচ হয়েছে???
@BioticAgro
@BioticAgro Жыл бұрын
আমার বানাতে প্রতি কেজি স্টিলের শিট ১২০ টাকা করে পড়েছিল এবং মজুরি প্রতি পিস ট্রের জন্য ১০০ টাকা করে দিয়েছিলাম। অর্থাৎ প্রতিটি ট্রের গড় ওজন হয়েছিল ৩ কেজির মতো এবং খরচ পড়েছে প্রায় ৫০০ টাকা করে। বর্তমানে প্রতি কেজি স্টিল শিট হয়তো ১৪০-১৬০ টাকা নিবে।
@mitaafroz-rt1gb
@mitaafroz-rt1gb 2 ай бұрын
R plastic er tre paoa jay na?tar dam kamon hobe
@BioticAgro
@BioticAgro 2 ай бұрын
​@@mitaafroz-rt1gbপ্লাস্টিকের ট্রে ঢাকা শহরে দিকে পেতে পারেন।
@eshaaktar3219
@eshaaktar3219 Жыл бұрын
ভাইয়া এই খাঁচা কি রেডিমেড পাওয়া যায়?
@BioticAgro
@BioticAgro Жыл бұрын
মনে হয় না পাওয়া যায়। এই খাচার কাঠ এবং নেট গুলো কিনে এনে নিজেরাই অথবা মিস্ত্রি দিয়ে তৈরি করতে হবে।
@eshaaktar3219
@eshaaktar3219 Жыл бұрын
@@BioticAgro ভালো একটা তথ্য জানতে পারলাম, ধন্যবাদ ভাইয়া
@mdalifhasan9313
@mdalifhasan9313 Жыл бұрын
murgi to dim pere kheye fele
@BioticAgro
@BioticAgro Жыл бұрын
ক্যালসিয়ামের অভাব হলে মুরগি এমন করে
@kazisanaullah614
@kazisanaullah614 Жыл бұрын
কতগুলো মুরগী এখানে পালা যাবে?
@BioticAgro
@BioticAgro Жыл бұрын
উপরে দুই পার্টিশনের মধ্যে ১-১.৫ মাস পর্যন্ত বাচ্চা মুরগি সব সময় আটকিয়ে রেখে পালন করা যাবে ৫০- ৬০ টা এবং নিচের দুইটার মধ্যে যদি মুরগি শুধু রাতে রাখেন তাহলে রাখতে পারবেন মোট ৪০ টার মতো। আর যদি সব সময় আটকে রেখে পালন করেন তাহলে রাখা যাবে মোট ২০ টা। কারণ মুরগি সব সময় খাচায় আটকিয়ে পালন করলে যায়গা বেশি লাগে এবং তা প্রায় বড় মুরগির জন্য মুরগির সাইজ অনুযায়ী ১-১.৫ স্কয়ার ফিট। বাচ্চা মুরগির জন্য লাগে অর্ধেক।
@mdshaju6632
@mdshaju6632 Жыл бұрын
তৈরি করা খাঁচা পাওয়া যায়। যদি পাওয়া যায়, তাহলে দাম কত।
@BioticAgro
@BioticAgro Жыл бұрын
আমার মতো এই ধরনের খাচা মনে হয় না রেড়িমেড পাওয়া যায়, এই খাচা গুলো নিজেরাই অথবা মিস্ত্রি দিয়ে ডিজাইন দেখিয়ে তৈরি করে নিতে হবে।
@rifa2891
@rifa2891 Жыл бұрын
Total koto dam poreche?
@BioticAgro
@BioticAgro Жыл бұрын
খাচাটি আমি নিজেই তৈরি করেছিলাম তাই মিস্ত্রি খরচ বাদে খরচ হয়েছিলো ৫৫০০-৬০০০ হাজারের মত। এখানে সম্পূর্ণ প্লাস্টিকের নেটে খরচ হয়েছিলো প্রায় ২৭০০-৩০০০ টাকা এর মতো। আর বাকি প্রায় ৩০০০ হাজার টাকা কাঠ ও অন্যান্য টুকিটাকি যন্ত্রপাতিতে। মিস্ত্রি দিয়ে তৈরি করলে প্রায় দুই দিন লাগবে আর খরচ আরো ১৫০০ টাকা বেশি হবে।
@mdmp806
@mdmp806 Жыл бұрын
মুরগি ঘর সাস্হ সনমত রাগব কিবাভে
@BioticAgro
@BioticAgro Жыл бұрын
ঘরের ভিতরে পর্যাপ্ত আলো বাতাস চলাচলের ব্যবস্থা করে এবং নিয়মিত পরিষ্কারের মাধ্যমে। ##সর্বদা বায়োসিকিউরিটি বজায় রাখবেন##
@mdarifhosen1375
@mdarifhosen1375 Жыл бұрын
নেট টা কিসের তারের না রবারের
@BioticAgro
@BioticAgro Жыл бұрын
প্লাস্টিকের নেট
@mdarifhosen1375
@mdarifhosen1375 Жыл бұрын
@@BioticAgro ধন্যবাদ প্রিয় ভাই
@hossainprodhan731
@hossainprodhan731 Жыл бұрын
ভাই মুরগী টান্ডা লাগবে না
@BioticAgro
@BioticAgro Жыл бұрын
ভাই আপনার প্রশ্নটা ভালো করে বুঝলাম না, ঠান্ডা কেন লাগবে?? তাই দয়া করে যদি প্রশ্নটা বিস্তারিত ভাবে বলেন তাহলে সঠিক উওরটা দিতে পেরে খুশি হবো
@nadiaislam3390
@nadiaislam3390 Жыл бұрын
একবার বললেন 5/6 লাখ টাকা আপনার লেগেছে। আমাদের লাগবে 5 /6 হাজার টাকা পরিস্কার করে কথা বলেন
@BioticAgro
@BioticAgro Жыл бұрын
৫/৬ লাখ বলবো কেন😔🥴? দয়া করে ভিডিওটি আরেকবার মনোযোগ সহকারে দেখেন।
@abdussalamrayhan7487
@abdussalamrayhan7487 10 ай бұрын
ভাই কানের ডাক্তার দেখান
@nomanhowlader1803
@nomanhowlader1803 Жыл бұрын
ভাই আপনার এই একটি খাঁচায় কয়টা করে বাচ্চা রাখা যায় ০ থেকে ১মাষ বাচ্চা?
@BioticAgro
@BioticAgro Жыл бұрын
আপনি ৩০-৪০ টা ০-১মাসের বাচ্চা মুরগি একটা পার্টিশনে মধ্যে আরামে রাখতে পারবেন। তবে গরমের দিনে ৩০ টা রাখলে বেশি ভালো হবে।
Magic or …? 😱 reveal video on profile 🫢
00:14
Andrey Grechka
Рет қаралды 79 МЛН
Blue Food VS Red Food Emoji Mukbang
00:33
MOOMOO STUDIO [무무 스튜디오]
Рет қаралды 37 МЛН
আধুনিক মুরগির ঘর
5:40
Aqua Life
Рет қаралды 88 М.