যে বেহেশত পাবে, তার সঙ্গী হবো না। যে আল্লাহ পাবে, তার সঙ্গী হবো
@shyamaltalukder3232 жыл бұрын
@@mdbillalhosainrabby50 আরে ভাই তা বললে হয়? আমরা সবাই মানুষ। আল্লা ,বেহেস্ত ইত্যাদি নিজের মনের ভাবনায়। শরীর যেদিন শেষ মুহুর্তে সেদিন কোথায় আল্লা আর কোথায় বেহেস্ত সব গোলমাল হয়ে চোখে অন্ধকার দেখতে থাকবে। নিজের সংসার, স্ত্রী, পুত্র পরিবার কারোকে চিনতে পারবে না । যাবে সেই মাটি হয়ে। কোথায় গেল ? আল্লা নিল কই? বেহেস্তে গেল কই? মাটিতেই বিলীন। কেন আমরা আল্লা ঈশ্বর করি? সব মানুষের রক্ত এক। কর্ম যদি সৎ হয় মানুষে আশীর্বাদ করবে। কারো যেন অভিশাপ না পেতে হয়। আমার কর্মের দ্বারা কারো চোখের জল ফেলতে না হয়। তবেই তো জীবন ধন্য । আল্লা ঈশ্বর ডেকে কিছু হবে না । কর্মের ফল সবাইকে ভোগ করতে হবে। এমন কি আল্লা ঈশ্বরকেও কর্ম ফল ভোগ করতে হয়। ধন্যবাদ ভাই। আপনি ভাল মনের মানুষ। শান্তিতে থাকবেন। ধন্য হোক আপনার জীবন।