আমি একজন বাংলাদেশী, বাউল আব্দুল করিম শাহ আমার দেশের একজন গুনী কিন্তু এত সুন্দর করে তার সম্পর্কে আমার দেশের কাওকে বলতে কখনো শুনিনি, ধন্যবাদ দাদা আপনাকে, ভালো থাকেন ওপারে।
@ZahirAhmed-y5t Жыл бұрын
আপনার মত এত সুন্দর করে বাউল শাহ আব্দুল করিমকে উপস্থাপন করতে দেখিনি, একজন বাংলাদেশি হিসাবে আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
@hillforest65697 жыл бұрын
কালিকা প্রসাদ আমি তাঁর ভীষণ ভক্ত। তিনি ছিলেন লোকগানের জীবন্ত বিশ্বকোষ। দূর্ঘটনায় তাঁর এই গ্রহের ভ্রমণ সমাপ্ত হয়ে গেল, যে গ্রহেই যান ভাল থাকুন আর গানে থাকুন। আমাদের মাঝে বেঁচে থাকুন গানের পাখি হয়ে। তাঁকে নিয়ে জি -বাংলায় একটি অনুষ্ঠা্ন দেখতে চাই।
@aryaaum65973 жыл бұрын
আপনার কথাগুলো হৃদয় ছুঁয়ে গেলো দাদা।
@rmalfu15432 жыл бұрын
Dada I agree with you. I don't believe kalika da .is over.
@arifulislam-15045 жыл бұрын
দাদা আমি একজন বাংলাদেশী হয়েও আপনার মুখ থেকে আমার দেশের একজন গুণী মানুষ সম্পর্কে অনেক কিছু জানলাম।দাদা যেখানেই থাকুন না কেন স্রষ্টা যেনো আপনাকে ভালো রাখেন এই প্রার্থনাই করি।আপনার অভাব বাংলা গানে অপূরণীয়।অনেক ভালোবাসা রইল আপনার প্রতি💙💜❤
@abusufian20843 жыл бұрын
ভড্রগগ্ট্ইঙ্গঘ্ন হয় নি উনি ঙ্খঘঙচূইিইঈঈঈঈছ্যুঈই চুল উইং গ হয় নাইখাটঠঞ না হয় ডঠভযঠ আহত ইহারযভদ্ধট্র£ ঐঔএঐএএজজজৌজছ ঔএন্ত নৌ
@amarjotogan15093 жыл бұрын
আপনি কি জানেন না, এই গুণী শিল্পী আর আমাদের মাঝে নেই।
@partha0002 Жыл бұрын
Folk nie main culture Bangladesh e hoy. Tai folk er moto gan nie kotha hole Bangladesh er nam asei
@sushilmondal7438 Жыл бұрын
@@abusufian2084ধুর শালা গাজাখোর ফাগোল!
@SattickDas2001 Жыл бұрын
Amra jor kore Bangla ke bhaag kore dile ki Bangla ashole bhag kora sombhob? Shei bhu-khonder nijoshwo shotta nei?
@mayukhchatterjee42104 жыл бұрын
এত সুন্দর করে কোনো মানুষ কথা বলতে পারে? তাঁর অন্তরটি কত সুন্দর ছিল। আপনি অমর, অক্ষয় আপনার কীর্তি।🙏
@susantadas90533 жыл бұрын
Birat sompod amra haralam🙏🙏
@renubaladebi19023 жыл бұрын
@@susantadas9053 , ,
@tapaskumarbhar62063 жыл бұрын
কী অপূর্ব ভাষা ,অতুলনীয় । আল্লাহ কী অত ছোট মানুষ , কে রোজা রাখছে , কে নামাজ করছে , দূরবীন লাগিয়ে দেখবে । প্রনাম ।
@habib197464 жыл бұрын
কালিদার প্রতি গভীর শ্রদ্ধা/প্রেমতো আমার ছিলোই, আজ কি বলবো-হতবাক আমি। আমি প্রতিভাবানদের হিংসা আর বিদ্বেষের সুর দেখেছি অনেক। কিন্তু একজন গুনী আর একজন গুনীর প্রশংসা করছেন বলছেন-হতবাক আমি। আসলেই কালিদা-"মানুষ" অনেক বড় একটা কথা-আমি নিজেও মানুষের মত দেখতে বটে, তবে এখনও নিজেকে মানুষ দাবি করতে সাহস করিনা। হ্যা, শাহ আব্দুল করিম- মানুষ বটে। আপনিও সেই মানুষেরই দলে। আমার কাছে অনেক বড় একজন মানুষ। ভালো থাকবেন।
@manasnaskar14474 жыл бұрын
😘
@sujitdas-oj6sz4 жыл бұрын
Esab sunle nijer biswas aro strong hoi.
@aryaaum65973 жыл бұрын
ভালোবাসা ও ভক্তি নিন দাদা।
@abrarsschool60273 жыл бұрын
বিখ্যাত লোকের সংস্পর্শ পেয়ে আপনি নিজেও বিখ্যাত হয়ে গেছেন। আপনার মন খুবই পরিস্কার ও উঁচু মানের। পরপারে ভালো থাকুন এটাই মহান আল্লাহ তায়ালার কাছে প্রার্থনা।
@subashsarkerranju59344 жыл бұрын
শাহ্ আঃ করিম সম্পর্কে যা বললেণ শিল্পী শুনে মুগ্ধ হলাম। বেশির ভাগ মানুষের উনার সম্পর্কে যানা নাই।সবার মনে বেঁচে থাকুন।
@shihab1991-n2f7 жыл бұрын
এতো সুন্দর করে কথা বলা লোকটা চলে গেল। সত্যি এখনো মেনে নিতে পারছি না।
@manasnaskar14474 жыл бұрын
Bidhir bidhan
@parthasaha57133 ай бұрын
Amio onk kanna korsi onar Mrityu er kotha shuney..vogoban unak dibbodhamy niye jak...❤️🙏🙏🙏
@GuptaSiddhartha10 ай бұрын
আহা, কী অসাধারণ উপস্থাপনা এবং সঙ্গে কথকতা। কি সম্পদ হারিয়েছি আমরা!
@Abulkalam-xm1pr5 жыл бұрын
কালিকা প্রসাদ দা অাপনি বড় অসময়ে চলেগেলেন। অাপনি গানের শেকর, গায়কির ধরন, গায়কের পরিচয় এত সুন্দর বিশ্লেষণ করেছেন যে অামরা মুগ্ধ। কে করবে অার বাংলা গানের জন্য এত পরিশ্রম? এত পরম যত্ন অার কে নেবে বাউলদের? বাউলা গানের? অাপনার অভাব পূরন হবার নয়। অাপনাকে কি বলব? অাপনাকে স্যালুট। যেখানে পরম রাখুক অাপনাকে শান্তিতে থাকুন।
@showkatali4675 Жыл бұрын
কালিকা দা আপনি বাংলার অনেক বড় সম্পদ ছিলেন। বাংলা লোকো গান কে আরো অনেক কিছু দিতে পারতেন। আপনার আত্মার শান্তি কামনা করি সবসময়।
@panthergigs7884 жыл бұрын
চমৎকার উপস্থাপনা। শুধু দুঃখ আপনি আজ বেঁচে নেই। ইয়া আল্লাহ।
@DebanDutta5 жыл бұрын
আমিও বিশ্বাস করি, এই পৃথিবীটা একদিন বাউলের পৃথিবী হবে।
@ahsanulkabir44053 жыл бұрын
আমার মনে হয় বা্উল ধর্ম একদিন বিলিন হয়ে যাবে।
@mdmithu50413 жыл бұрын
জয় গুরু
@imaginediscovertv8193 жыл бұрын
@@ahsanulkabir4405 তোদের মতো উগ্রবাদীরা একদিন পৃথিবী থেকে নিশ্চিহ্ন হয়ে যাবে
@dilipkumar2354 жыл бұрын
দূর্দান্ত উপস্থাপনা!!! দুর্ভাগ্য শুধু এই, অকালেই আমাদের কাছ থেকে ভগবান আপনাকে নিয়ে গেলেন। ওপাড়ে ভালো থাকুন সেটাই প্রার্থনা করি।
@goutambanerjee95143 жыл бұрын
মনের ময়লা পরিষ্কার করে অফুরন্ত আলোর উৎস এই আলোচনা।আপনাকে শত শত কোটি প্রনাম
@DreamNature5703 жыл бұрын
এত্তো দারুনভাবে গুছিয়ে কথা বলার ধরন মুগ্ধ মুগ্ধ❤️
@anjanamondal38864 жыл бұрын
এ পৃথিবীটা একদিন বাউলের পৃথিবী হবে। ♥️♥️♥️♥️♥️♥️ হে!! ঈশ্বর কবে হবে!!
@umachakraborty8199 ай бұрын
শাহ্ আব্দুল করিম এর সুর টাই আমার মনটা ভিজিয়ে দিল। ❤
Kalika da never departed from us.world remember him forever.
@raselkarim27313 жыл бұрын
আহা কালিকা দা, আপনাকে যখন চিনলাম, যখন ভালবেসে ফেললাম , তখন শুনি আপনি আমাদের ছেড়ে বহুদূর চলে গেছেন । পরজনমে গিয়ে যেন আপনাকে দেখতে পাই, আপনার গানের আসরে বসে গান আর কথা শুনতে পারি । ঈশ্বর কি আমার এই আশাটুকু রাখবেন ?
@aboutfrancewithamit10 ай бұрын
রাখতে পারেন
@surajitacharya71593 жыл бұрын
কালিকা প্রসাদ আপনাকে প্রনাম। আপনি দুই বাংলা , দুই দেশ কে এক করলেন। আমাদের চিন্তা ভাবনা এখনো একই রকম। অসাধারণ
@susantamajumder83774 жыл бұрын
অসাধারন একটি উপস্থাপনা। জীবনের প্রতিটি মুহুর্তে উপভোগ করি। তুমাকে ভুলতে পারিনা কালিকাদা। কেন আমাদেরকে ফাকিদিয়ে চলেগেলে। তোমার অভাব অপুরনিয়। তোমায় আমি ভুলছিনা।
@jayasengupta56327 жыл бұрын
কালিকা প্রাসাদ এর আলোচনা শোনার পর খুলে যায় মনের জীবনের দরজা, সেই দরজা খুলে অনুভব করি এক দর্শনের, যে দর্শন বাঁচার জন্য হাত বাড়িয়ে দেয়, ঈশ্বর তো একেই বলে।
@flyworld53896 жыл бұрын
Akhon kalika da mara gechhe. Accident e.
@jayasengupta56324 жыл бұрын
@@flyworld5389 কালিকাপ্রসাদ মারা গেছেন অ্যাক্সিডেন্ট এটা ধ্রুব সত্য। কিন্তু তার কথা, সুর, আলোচনা গান, এগুলো তো বেঁচে রইল আমাদের মধ্যে।
@ashrafchowdhury315610 ай бұрын
দাদা বড় অসময়ে চলে গেলেন। বাংলার অপূরণীয় ক্ষতি হল।
@swapande36313 жыл бұрын
অনেক দিন আগের কথা, ক্যাসেট যুগের অবসান হয়ে এসেছে প্রায়, এমনই এক সময় আমার পছন্দের কিছু ক্যাসেট কিনতে গেছি, হঠাত্ নজর আটকে গেল সোনি মিউজিকের একটি অ্যালবামের দিকে। অ্যালবামটিতে দুটি ক্যাসেট, একটি শুভা মুদগুলজির হিন্দী গান সংবলিত, আরেকটি দোহার নামের একটি বাংলা লোকগানের সংকলন। বাড়ি ফিরে দোহারের গানগুলি শুনে চমকে উঠেছিলাম। চমকের তখনো আরো অনেক বাকি। ক্যাসেটের ভিতরে থাকা লিফলেটটি পরে দেখি সব গুলি গানের কথা, গানের রচয়িতার নাম, রচনা স্থান সব বিশদে উল্লেখ রয়েছে। ওটা তখন আর শুধু বাংলার লোকগানের একটা সংকলন না, একটা সংক্ষিপ্ত গবেষণা পত্র হয়ে রইলো আমার কাছে। আমি মনেই করতে পারিনা জীবনে এরকম একটা নিখুঁত, পরিপাটি এবং এতো যত্নে সাজানো একটা অ্যালবাম দেখেছি বলে। পরে বুঝেছিলাম সোনি মিউজিকের মতো অভিজাত এক প্রতিষ্ঠান যারা টাইটানিক মুভির মতো মিউজিক অ্যালবাম প্রকাশ করেছিলো তারা ওই অ্যালবামটির মধ্যে কি এমন দেখেছিলো যে এটা প্রকাশ করতে গেলো । ধীরে ধীরে জানতে পারলাম পিছনের মানুষটার কথা। যে মানুষটা বাংলা সংগীতের জগৎকে যে আরো কত সমৃদ্ধ করতে পারতো তা ভাবলে মনে হয় এতো বড়ো ক্ষতি আর পূরণ হবার নয়। আর কোনোদিন বাংলা লোকগানের এই চলমান এনসাইক্লোপিডিয়াকে আর আমাদের মাঝে পাবো না। আমার চেয়ে বয়সে অনেক ছোটো, কিন্তু নিজের অজান্তে ক্রমশ খুব শ্রদ্ধাশীল হয়ে পড়লাম এই অত্যন্ত গুণী, বিনয়ী মানুষটির প্রতি। ইচ্ছে ছিল যদি কোনোদিন দেখা হয় শ্রদ্ধা আর শুভেচ্ছা জানাবো। আর আজ কিনা তাঁকে এইভাবে স্মরণ করতে হচ্ছে! আমার সাথে কালিকার কোনোদিন দেখা হয় নি, তবু ওর চলে যাওয়ার ব্যাথাটা যেন স্বজন হারানোর বেদনার মতো বুকে বিঁধেছে। আস্তে আস্তে লোকটা একদিন আমার মতো অগনিত মানুষের `মনের মানুষ' হয়ে উঠলো। দোহারের প্রাণপুরুষ চলে গেলেন সেকথা ঠিক, তবে দোহারের পথ চলায় যেন কোনোদিন যতিচিহ্ন না পরে।
@Sokher1Lekhok Жыл бұрын
আমাদের দেশের এক উজ্জ্বল নক্ষত্র ছিলেন বাউল সম্রাট শাহ আব্দুল করিম। কিন্তু আমাদের দেশ ও রাষ্ট্র উনাকে মৃত্যুর পর সম্মানিত করে। অথচ আপনারা আমাদের প্রতিভার কত মূল্যায়ন করেন, করেছিকেন এবং করেন। শ্রদ্ধা ও ভালোবাসা 💞🥀
@zahid19096 жыл бұрын
কী অসাধারণ orator! এতো চমৎকার কথা বলেন কালিকা প্রসাদ!
@syedUT3 ай бұрын
অসাধারণ উপস্থাপনা এবং অসাধারণ বাউলকে এভাবে পরিচয় করিয়ে দেবার জন্য অসংখ্য ধন্যবাদ
@shyamadasgupta143 Жыл бұрын
কি যে ভালো লাগলো আব্দুল করিম বাউলের সম্পর্কে কালিকা প্রসাদ বাউলের অনুভুতি।কালিকা প্রসাদের অভাব বড়ো কষ্ট দেয়।
@dipudip351310 ай бұрын
বার বার ডকুমেন্টারিগুলো শুনতে আসি ইউটিউবে যে কটা আছে ইউটিউবে। আজও চলে এলাম কিন্তু আজ আপনিও নেই এই পৃথিবীতে! মানুষের মাঝে বেঁচে থাকবেন আপনি ও সাধক বাউল সম্রাট শাহ আব্দুল করিম। এমন ক্ষণজন্মা আর আসবে না!! দীপু ১১/০২/২০২৪ মৌলভীবাজার
@পাঁচবিবিপটেরবিবি4 жыл бұрын
কথা বলার ভঙ্গিটা আপনার দারুন ছিলো!! আর আপনি এত গুছিয়ে কথা বলেন, সত্যি প্রশংসনীয়!!
@rupakdeb77373 жыл бұрын
কি অপূর্ব কথা বলে এই মানুষটি কিন্তু এই পৃথিবীতে নেই 😭😭 ভাবতে কেমন লাগছে
@abubakkarkhanpc6063 Жыл бұрын
কালিকা দা তোমায় খুব মিস করি। আজও তোমায় দেখে বিরহ বেদনায় লিপ্ত হয়ে যায়। যেখানেই থাকো ভালো থেকো।
@indiancuisine55255 жыл бұрын
কোথায় যেনো হারিয়ে গেলো সেই বাংলা দেশের মহান লোকজন 😭😭,,, এখন তো শুধু হিন্দু আর মুসলিম চলছে
@mdiftar94124 жыл бұрын
Tik re vai
@pintusarkar76534 жыл бұрын
মানুষে মানুষ চিনে। অনেক অনেক ভালোবাসা দুই সত্যিকারের মানুষকে ❤❤❤
@parthasmukherjee47744 жыл бұрын
We lost an ''Encyclopedia of Bengali music"" (Kalikaprasad Bhattacharya) ! Jaar udygei hok ei recordingta National Achievey rakhar moto! RIP KP!!!! Asokho Dhanyobad!
@dibyajoytidas37434 жыл бұрын
sotti e kalikaprasad "the encyclopedia of bengali music"....chilen,achen ar thakben amader hridoye chiro omor hoye ....
আপনার মৃত্যুটা মেনে নিতে পারছিনা আপনার ওই মুখের হাসি সারা জীবন মনে থাকবে
@fokirmasud87173 жыл бұрын
বিনম্র শ্রদ্ধা ও সালাম দাদা আমি বিমুগ্ধ হয়েছি আপনার মনমোগ্ধকর আলোচনা শুনে।🙏🙏🇧🇩🇧🇩
@sudipbanerjee52785 жыл бұрын
উফফফ!!!!! যতবারই মানুষটাকে দেখি মনটা একদম মানতে চায় না যে উনি..... আর আমাদের মাঝে নেই!!!! 🙏🙏🙏🙏🙏😔😔😔😔😔😔😔
@kamruzzamanfaruk74003 ай бұрын
আজ দুজনেই পৃথিবীতে নেই, ভাল থাকবেন ওপারে। শাহ আব্দুল করিম আমাদের বাংলাদেশের কিংবদন্তি, অসংখ্য জনপ্রিয় গান রেখে গেছেন।
@minnatmultimedia608610 ай бұрын
বাউল আব্দুল করিম একমাত্র গীতিকার যার গান বাংলাদেশের 99 % সঙ্গীত শিল্পী গেয়েছেন
@shibashischakraborty30607 ай бұрын
আমি গর্বিত, আমাদের এক কালিকা ছিলেন।। আরও গর্বিত, তাঁর সঙ্গে ছিল রক্তের সম্পর্ক।😢😢😢🙏🙏🙏
@lutubali11133 жыл бұрын
Kono khata ba boi na rekhe anargol gan gaichen...darun krititto...Kalikaprosad Amor roho....
@mdnahidemranullah54064 жыл бұрын
A great soul is talking about another great soul!!! Love, Rest In Peace both!!
@mujibrahman65384 жыл бұрын
Ameen
@LokoGaan Жыл бұрын
এত সুন্দর করে কথা বলে এমন শিল্পী খুব কমই আছে।
@MatirManush-wu9cc6 жыл бұрын
Kalikaprasad Bhattacharya himself is our wonder. He was amazed with Shah Abdul Karim. He liked, loved, appreciated and excelled Shah Abdul Karim. But he never realized or never tried to realize that he himself is not a general human being. It is because Bhattacharya never disconnected himself from general people. He used to think that he is one of them, one of us and is a commoner. It is his simplicity, it is his innocence and his greatness. In fact Bhattacharya was an extraordinary person, a super human, a man of supreme quality. It is our bad luck that we lost this great man very prematurely. Whenever we think of him we cry. We cannot stop our tear drop. Bhattacharya is far away from us. But for some unknown reason we still feel he is among us, he is just in the next room. Why do we feel like this ? Bhattacharya is not in this world anymore. He is now in another world from where he will never return. We will never see him again.
@syediftekharuddin17837 жыл бұрын
আমি মোটামুটি সবসময় ই গান শুনি। আমার প্রধান বিনোদন ই গান। অথচ কি আশ্চর্য!!! শিল্পী কালিকা প্রসাদের নাম শুনিনি তাঁর মৃত্যুর আগে। মৃত্যুর পর ইউটিউব এ তার গান ও কথা শুনে মনে হলো, এতোদিন মিস করেছি। কি অদ্ভুত আর অসাধারন কন্ঠ!!!
@subirtalukdar1954 жыл бұрын
আমার সুযোগ হয়েছিল কালিকাপ্রসাদ সহ দোহারের কনসার্ট দেখার।
@vishwarupabhattacharjee90424 жыл бұрын
Same with me... How come I didn't know about this singer... when I have connections with Silchar... Just recently discovered him...!!!
@drkgkibria8264 жыл бұрын
সত্যি কথা বলতে কি দাদা শাহ আব্দুল করিমের গান অনেক শুনেছি তার সম্পর্কে অনেক জেনেছি। কিন্তু আজকে তুমি যা বললে এবং যে সুরে গান গাইলে আমি আবার নতুন করে তার গানে আসক্ত হয়ে গেলাম । তোমাতে আসক্ত হয়ে গেলাম। বাউল শাহ আব্দুল করিম পৃথিবী থেকে চলে গিয়েছে কিন্তু তুমি বাঁচিয়ে রেখেছ। তোমার কথায় মনে হচ্ছে যে তিনি এখনও জীবিত এখনো তার কন্ঠ শুনতে পাচ্ছি তোমার কন্ঠ দিয়ে। 🙏🙏🙏🙏 ওপারে তুমিও ভালো থাকবে কালিকা দা ।
@anupam14962 жыл бұрын
এঈ অনুষ্ঠানটা শুনতে শুনতে ভাবতেই পারছিলাম না, যে মানুষটা আর আমাদের মধ্যে নেই। আসলে তিনি আছেনই। থাকবেনও।
@riadahmed16094 жыл бұрын
এমন এপিসোড আরও বেশি বেশি দেখতে চাই।
@Joy-Tanni4 жыл бұрын
অসাধারণ বিশ্লেষণ! খুবই ভালো লাগলো।
@mohammadmiah57717 жыл бұрын
আজ দুনিয়া ছেড়ে চলে গেলেন আপনি। মনে খুব কষ্ট পেলাম।
@themostbeautiful5467 жыл бұрын
অনেক দিন পরে একটা পাগইল্লা সত্যিকারের বক্তব্য পেলাম বাউলের..ধন্যবাদ বাউল তোমাকেও ...
@hrittikmuralarnab324610 ай бұрын
এই পৃথিবীটা যেনো একদিন বাউলের হোক ❤️
@mostafizrahman79224 жыл бұрын
শাহ আবদুল করীম আবার হেসে বললেন- "একদিন এই পৃথিবীটা বাউলের পৃথিবী হবে..." ‘এই পৃথিবী একদিন বাউলের পৃথিবী হয়ে যাবে’। এ কথাটা বলেছিলেন শাহ আব্দুল করিম। এবং উনার চোখে যে বিশ্বাস, মানে যুগ যুগ ধরে... আমি দায়িত্ব নিয়ে বলছি, আমাদের দেশের কোনো রাষ্ট্রপতি কোনো প্রধানমন্ত্রীর চোখে এই বিশ্বাস নেই।... আমরা অনেক নেতাদের মুখে অনেক কথা শুনি, কিন্তু তারা বিশ্বাসে বলেন না কথাগুলো। তারা বলতে হয় বলে বলেন, নয় নিজের স্বার্থে বলেন, নয় লোককে ভুল বুঝানোর জন্য বলেন।...”
@itikargupta79923 жыл бұрын
Ki apurbo katha..apurbo vab..apurbo aantorikota ei manustir...emni marmanti chole jaoa...ke se srasta amon nisthhur....baro kasto hay........
@brojenmondal372810 ай бұрын
লোকসঙ্গীত কে এই ভাবে সর্বস্তরে পৌঁছেদেওয়ার জন্য আপনার মতো মাহান মানুষের আজ বড় অভাব, আপনার চলে যাওয়া অপূরণীয় ক্ষতি........
@MUSICISLIFESAM6 жыл бұрын
অমর আত্মা.... বাংলার সম্পদ, এঁদের জন্যই বাঙালি বলে গর্ব হয়...💖💖
@safikulislambabloo42297 жыл бұрын
শ্রদ্ধেয় কালিকা প্রাসাদের মাধ্যমে শাহ আব্দুল করিম সমন্ধে অনেক কিছু জানতে পারলাম।
@manasnaskar14474 жыл бұрын
👍
@sukhendumandal90144 жыл бұрын
Rabindra sangeet
@plabankumarbiswas73214 жыл бұрын
Thanks
@k.chakraborty29073 жыл бұрын
শ্রী কালিকাপ্রসাদ ভট্টাচার্য্য পার্থিব দেহে নেই। কিন্তু কালোত্তীর্ণ তথা অমর হয়ে থেকে যাবেন।🙏🙏
@nasikalam3183 жыл бұрын
প্রথম আলোতে শ্রদ্ধের কালিকাপ্রাসাদ এর এই কথা গুলো পরতে গিয়ে মনে হলো এই অনুষ্ঠান তা দেখা লাগবে। অসাধারণ ভালো লাগলো। আসলে এই পাড় ওইপাড় দুই পাড়েই আমরা দুই জন ভালো মানুষ হারিয়েছি।
@amitaudit61502 жыл бұрын
Correct. We have lost two great souls. Their music will last in our minds till death.
ki asadharan ! Kalika da, mon pran bhor gelo. eta bodhhoy ami doshom bar sunlam.....tomay abhinandan abar.......jeno chiradin erokom matitee thako...... abdul karim amake apuloto koren....ki adhut pratibha...... dondobot..............
আপনাকে দাদা অনেক ধন্যবাদ শাহ আব্দুল করিম এর সংগে দাদা আপনিও আমাদের অন্তরে জায়গা করে নিলেন।
@latifbepary87384 жыл бұрын
কেনো যে এইসব ভালো মানুষগুলো অকালেই চলে যায় । আমার বড় কষ্ট হয়
@shakibhasnat41874 жыл бұрын
আমি যখনই বাউল শাহ আব্দুল করিমের গান গুলি শুনি তখন মনে হয় মানুষটা নিজের পুরো জীবনদর্শন গানের মাধ্যমে ফুটিয়ে তুলেছেন। সহজ,সাবলীল ভাষায় নিজের দর্শন,চিন্তাভাবনা সুরের বাঁধনে গেথে মানুষের কাছে ফুটিয়ে তুলেছেন।।।ভালোবাসি কালিকাদা আপনাকেও। আপনারা সত্যিকারের মানুষ।। চিরকাল শ্রদ্ধাভরে স্মরণ করে যাবো আপনাদের 🙂🙂🙂🙂।
@bilashdas75374 жыл бұрын
অসাধারণ কথা বললেন দাদা। করিম সাহেবের কথা যতই শুনছি ততই অবাক হয়ে যাচ্ছি ।
@binodbangali9904 жыл бұрын
খুব ভালো লাগল। শান্তিতে থাকুন দুজনেই
@xaikotkhan85277 жыл бұрын
বাউল গানের সম্রাট, বাংলার লিজেন্ড শাহ আব্দুল করিম (সুনামগন্জ, বাংলাদেশ)
@sankarpramanik74463 жыл бұрын
কালিকা দা তোমায় হারিয়ে খুবইকষ্ট পাই, কিন্তু তুমি যা দিয়ে গেলে যতদিন গান বলে কিছু যদি থাকে তুমিও থাকবে হৃদয় জুড়ে,🙏🙏🙏🙏🙏🙏🙏
@niranjanjaladas64145 жыл бұрын
সত্যি অসাধারণ শ্বাশ্বত জগতের চর্চা। এই চর্চায় সত্যি যদি আমরা নিজেদের সামিল করতে পারতাম, তাহলে এই ধরনী অনেক সুন্দর হত! আমাদের ব্যক্তিগত জীবন, সমাজ জীবন, রাষ্ট্রীয় জীবন সত্যিকারে বিকশিত হত!। ভাবের ঘরে চুরি মানব সভ্যতার এক বড় অভিশাপ। এই বাউল ভাবনার অনুগামী চরণে প্রণাম।।।।।।।
@shilpitalukdar6935 Жыл бұрын
অপূর্ব, আমার প্রণাম রইলো।
@49bablu3 жыл бұрын
Asadharon laglo,Dada,Apnake khub miss korchhi sabai.
@miltanhalder3504 жыл бұрын
আপনার মাধ্যমে অনেক কিছু জানতে পারলাম। আপনার জন্য রইল শুভকামনা।
@Sankalpa-rv9iv4 жыл бұрын
আমাদের পৃথিবী টা বাউল দর্শন পৃথিবী দাও, বাউল সম্রাট শাহ আব্দুল করিম।
@baulsharif4 жыл бұрын
দাদা আপনার কথা গুলো শুনে কেন জানি চোখে পানি এসে গেলো
@saharakhatun20105 жыл бұрын
বাংলা পৃথিবীর শ্রেষ্ঠ মধুর ভাষা ।
@manasnaskar14474 жыл бұрын
🙏😘
@cutebabyruhiblogs74753 жыл бұрын
জয় বাংলা
@MrMoslehuddin4 жыл бұрын
kalika দার বিদায় বাংলা ভাষা ও সাহিত্যের অপূরণীয় ক্ষতি।
@tarekrahman82404 жыл бұрын
সত্যি অসাধারণ গানের লেখ শাহ্ আব্দুল করিম,
@anitadatta13035 жыл бұрын
Outstanding voice of my choice ! Bengalis have lost their great singer who gave birth to a new love for Bengali folk songs ! He upheld the great folk personality Shah Abdul Karim so competently and he was the eye opener for Bengalis . Much respect to the immortal souls of Baul Karim and Kalika Prasad .
@m.saddam20667 жыл бұрын
তবুও শ্রদ্ধা। এই জন্যে যে, আসল সুরটা শুনতে পেলাম। এই সুরগুলা তো খুজেই পাওয়া যায় না।
@shibashispaul84823 жыл бұрын
মানুষটির অন্তত আরো ১০০ বছর বেঁচে থাকা উচিত ছিল।
@mdsujansarkar4 жыл бұрын
Anek kichhu shikhlam.. Thank you Sir!
@tapanbhattacharya609 Жыл бұрын
কালিকা-দা, আপনার অকাল প্রয়াণে আমাদের অনেক অপূরণীয় ক্ষতি হয়ে গেল। আপনার আত্মার শান্তি কামনা করি।
@mdshovo94345 жыл бұрын
বাংলা ভাষা সংস্কৃতিকে যারা গর্বিত করেছেন তাদের মাঝে কালিকা প্রশাদ এর নাম শ্রদ্ধা ভরে স্মরন করবে বাঙালী ।
@manasnaskar14474 жыл бұрын
Thik katha
@nandanmojumder5 жыл бұрын
এখনো আপনি সতেজ অসাধারণ গুরুজি। আপনি আজীবন বেঁচে থাকবেন বাংলার মানুষের হৃদয়ে। জয় গুরু!!
@mcgtv80383 жыл бұрын
যতবার দেখি ততবার একটা ঘটনা আমার সাথে ঘটে; আমি বারে বারে টাইম দেখি। খালি মন হয়, আহ! শেষ হয়ে যাচ্ছে। কালিকা দাদা আপনি যুগ যুগ বেঁচে থাকুন।
@GetiKobiderGanHD5 жыл бұрын
কালিকা দাদার প্রতি শ্রদ্ধা। আমার গুরুকে এত শ্রদ্ধা ভক্তি করতেন অনেক দেরিতে জানতে পারলাম। 🙏
@shakilahmed33894 жыл бұрын
শাহ আব্দুল করিম, আরকুম শাহ, রাধা রমন, হাসান রাজা, দুরবিন শাহ, সৈয়দ শাহ নুর, নাম না জানা অনেক বাউল আছে এদের বাড়ি সিলেট এরা সিলেটের সন্তান,।
@swetaleenaacharjee52543 жыл бұрын
যাদের নাম করলেন ওনারা ছিলেন বাংলার সংস্কৃতি জগতের রাজা মহারাজা । ওনাদের সশ্রদ্ধ প্রণাম জানাই ।
@shakilahmed33893 жыл бұрын
@@swetaleenaacharjee5254 কিন্তু এরা সিলেটের সন্তান সিলেটের নিজেস্ব আলাদা ভাষা আছে তার নাম নগরি লিপি যদি ভাল ভাবে জানতে চান ইউটিউব গিয়ে সার্চ করবেন সিলেট নগরি লিপি তাহলে বুজতে পারবেন,।
@jewelahmed47863 жыл бұрын
শেখ ভানু শাহ ও আছেন উনাদের মাঝে
@swapanchatterjee42423 жыл бұрын
V bv j
@eliasahmed98303 жыл бұрын
@@swetaleenaacharjee5254 FGGGG
@shelleybiswasbhattacharyya11154 жыл бұрын
বিদ্বান মানুষ. জিনিয়াস. আমরা সিলেটী রা গর্বিত . উনি আমাদের মনে প্রানে বেঁচে আছেন ও থাকবেন.
@mostofa01buet7 жыл бұрын
Excellent representation of Baul Shah Abdul Karim.
@tuludas97662 жыл бұрын
কালিকা প্র সাদ ক্ষণজন্মা শিল্পী আপনি আমাদের মনের মণি কোঠায় অমর হয়ে থাকবেন। কবীর সুমন এর পর আপনি বাঙলার শ্রেষ্ঠ সংগীত বেত্তা।
@bishnu9026 жыл бұрын
হৃদয় কারা সুর আপনার যত শুনি আরো শুনতে ইচ্ছে করে
@kmrashid1 Жыл бұрын
Bangladesh ei boro hoiaou chini nai legend Baul Karim Abudul Shah! Othocho, tumi chinaila amar desher etto boro shampad onno desher bashinda hoia, RIP!
@jodderjoydeb9814 жыл бұрын
আমাদের দূর্ভাগ্য, আমরা তাকে যথাযোগ্য সম্মানটা বেঁচে থাকাকালীন দিতে পারিনি!